চলুন যাই বাজ বসন্তের দেশ, কলকাতা থেকে একদিনের বেড়ানো,বাংলার বাইরে একটুকরো বাংলা । MALOOTI, JHARKHAND

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2023
  • চলুন যাই বাজ বসন্তের দেশ, কলকাতা থেকে একদিনের বেড়ানো,বাংলার বাইরে একটুকরো বাংলা । MALOOTI, JHARKHAND
    Maluti, a small hamlet is situated near Birbhum which is Bengal-Jharkhand border at Dumka district of Jharkhand. What sets apart this village from others is the presence of as many as 108 temples in a radius of about 350 metres.
    Our visit to Maluti
    Malooti is best approachable from Rampurhat station in Birbhum district of West Bengal. Malooti/Maluti is just 12 km from Rampurhat. An auto or car has to be booked from Rampurhat. actually we continue our journey from Bhagabatipur (40Km. from Maluti}.As we reached Maluti , we first visited the temple of Devi Mauliksha temple. The deity only has a face and no body. One can get bhog prasad at Devi Mauliksha temple by reaching early in Maluti.
    The village is a small one with almost 350 families. The descendants of Baaj Basanta had built around 108 temples in that small area. 36 of them could not pass the test of times and are now in ruins. The rest 72 now lies neglected. Some of the temples have beautiful terracotta designs depicting various Hindu mythological and religious events.
    How to reach Maluti or Malooti ?
    Take a train from Howrah to Rampurhat. From Rampurhat, an auto has to be reserved for visit to Maluti . The auto fare is approximately Rs.700/- depending on your bargaining capacity! The visit can be done together with Tarapith.
    Where to Stay at Maluti?
    There is a government lodge at here. But it is better to stay at Rampurhat or Tarapith.

Komentáře • 167

  • @PS-si8iz
    @PS-si8iz Před rokem +44

    অনেকেই বেড়ান, প্রচুর মানুষ ভিডিও তোলেন, ইউটিউবে এমন channel প্রচুর পাওয়া যাবে, এক সে বড় কর এক,কিন্তু একটা ও আপনার মতো নয়, এই ছোটো ছোটো মণি মানিক্য গুলো একমাত্র আপনিই তুলে আনেন। শুধু তুলেই আনেন না, নিষ্ঠা সহ পরিবেশন করেন আর আমার মতো বুভুক্ষের দল গোগ্রাসে গিলতে থাকে।ভালো থাকবেন।

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +3

      আপনি খুব ভালো থাকুন ।♥️🙏

  • @rumaballav2688
    @rumaballav2688 Před rokem +11

    আপনার এই ছোট ছোট সুন্দরকে, ইতিহাস কে খুঁজে ফেরাটা অনবদ্য।চাকচিক্যর মাঝে ঐতিহ্য কে আবাহন।ছোটবেলায় পড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের চুপড়ি আলু, বাঁশের কোড়কে আমি আজো খুঁজি।যা আমার কাছে পীজা র থেকেও মূল্যবান। হারিয়ে যাওয়া ইতিহাস কে আবিষ্কার করার মত।কালীমায়ের রূপটি সুন্দর।ছোট্ট স্মৃতি কথা যেন ভিডিও।👍

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +2

      একদম ঠিক বলেছেন ।♥️

  • @sagarkumarbandyopadhyay9233

    Khub bhalo.......sange achi
    Dhonyobad

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Před rokem +1

    Khub sundar, Tarapith er kache.

  • @sankarkumarghosh3953
    @sankarkumarghosh3953 Před rokem +1

    খুব সুন্দর ব্লগ

  • @dhruvachakravarty3299
    @dhruvachakravarty3299 Před rokem +2

    রাজা বাজ বসন্ত রায়ের বংশ পরম্পরাগত উত্তরাধিকারী আমার স্বর্গিয়া মাতা দেবী রাজার বাড়ির কন্যা ছিলেন। গৌড় বাদশাহ হুসেন শাহের শাসন কালে এই গ্রামটি রাজধানী হিসেবে পরিচিত ছিল। রাজা বাজ বসন্ত রায়ের জ্যেষ্ঠ পুত্র রাজা রাখড় চন্দ্র রায় মৌলিক্ষা মন্দিরের স্থাপনা করেছিলেন। মলুটির বহু স্মৃতি কথা আমার জীবনে জড়িয়ে আছে।

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +2

      অনেক কিছু জানলাম । আপনার সাথে আগে পরিচয় থাকলে ভালো হোতো । নমস্কার নেবেন ।🙏

  • @tapatisinhabiswas1363
    @tapatisinhabiswas1363 Před rokem +2

    অসাধারণ ফোটোগ্রাফি। অসাধারণ উপস্থাপনা। অবশ্য আপনার প্রতিটি ভিডিওই অত্যন্ত মূল্যবান।অগাধ জলরাশির থেকে মণি-মুক্তো তুলে আনতে আপনার জুড়ি মেলা ভার। আপনার বেড়ানোর ভিডিও এলে রাত যতো গভীরই হোক দেখা চাই। স্বল্প সাধ্যের মধ্যে বেড়ানো যে সম্ভব ,তা আপনিই দেখিয়েছেন।
    ভালো থাকুন সুস্থ থাকুন।আর আমাদের জন্য এমন- ই মণি মুক্তো নিয়ে আসুন।

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem

      আপনিও খুব ভালো থাকুন, দুঃখিত উত্তর দিতে দেরি হলো ।🙏

  • @gorachanddas7396
    @gorachanddas7396 Před rokem +1

    Khub sundor jayga , mona hoy saty samoy jano akana tamka gacha !

  • @EASELARTSCHOOL
    @EASELARTSCHOOL Před rokem +1

    খুব ভালো লাগলো।" দেখা হয়নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া---------"
    যেতে হবে অবশ্যই।

  • @amritaOmNamahsivai
    @amritaOmNamahsivai Před rokem +1

    খুব ভালো লাগল

  • @abhishekchakraborty611
    @abhishekchakraborty611 Před rokem +1

    অনবদ্য পরিবেশনা

  • @parthasarathiadhikari674

    Khub sundor ak onno dhoroner oviggota

  • @PadminiBiswas
    @PadminiBiswas Před rokem +1

    Darun laglo video

  • @srabantisshreekutheboutiqu3802

    Khub valo laglo

  • @debjitchakraborty
    @debjitchakraborty Před rokem +1

    bhalo chilo....music tao darun...

  • @monojitdutta3110
    @monojitdutta3110 Před rokem +1

    খুব ভালো লাগলো আপনার ভ্রমণ ভিডিও। অবশ্যই ওখানে যাবার ইচ্ছা রইলো।

  • @sharmiladeb3361
    @sharmiladeb3361 Před rokem

    অপুর্ব, অসাধারণ ভিডিও! এত সুন্দর একটা জায়গার কথা জানাই ছিল না । অনবদ্য উপস্থাপনা! খুব ভাল লাগল ।
    ভালো থাকবেন ।

  • @kuntal9846
    @kuntal9846 Před rokem +1

    Darun legeche

  • @shikhachakraborty6467
    @shikhachakraborty6467 Před rokem +1

    Darun laglo.

  • @railbuddy8372
    @railbuddy8372 Před rokem +1

    fantastic video dada..awesome...dekhle mone hai sathe sathe gurchi..greetings

  • @dreamtravellerandvlogs6079

    দারুন উপস্থাপনা

  • @jayantasen5561
    @jayantasen5561 Před rokem +1

    Darun

  • @somakanjilal7057
    @somakanjilal7057 Před rokem +3

    আপনার উপস্থাপনা ও বিষয়ভাবনা অনবদ্য। এভাবেই মধ্যবিত্তের pocket অনুকূল জায়গার সন্ধান দিতে থাকুন।
    Nature's womb, Hip Hip Hooray

  • @netaidey3438
    @netaidey3438 Před rokem +1

    Oosadharon Dada excellent

  • @bidyutchatterjee5817
    @bidyutchatterjee5817 Před rokem +1

    Nice video as usual. Mon chhowa ekdom e

  • @laltumaity3142
    @laltumaity3142 Před rokem

    Asadharon uposthapona anobodyo sthapottyo subhechha o abhinandan palas da o somosto CZcamsr bhondhuder Subho noboborsher( 2023)

  • @sudipdebnath5335
    @sudipdebnath5335 Před rokem +1

    খুব ভালো লাগলো দাদা I

  • @arijitpal1871
    @arijitpal1871 Před rokem +1

    পলাশদা মানেই অন্য রকম ভিডিও

  • @shilakarmakar4323
    @shilakarmakar4323 Před rokem +1

    আপনার ভিডিওগুলো যত দেখি ততই হারিয়ে যাই, খুবই ভালো লাগে এইরকম অজানা জায়গাগুলো দেখে।

  • @motivationandmeditation7688

    Apnar vlog dekhe mon santo hoie jai, koto olpo tei khusi thaka jai, macher pis choto bole, train ke gala gali nei,

  • @simasadhu9055
    @simasadhu9055 Před rokem +1

    Bah datun kato natun kichu jannat drkhlam . 😊

  • @arundas9959
    @arundas9959 Před rokem +1

    অসাধারন

  • @kanchanpanda4149
    @kanchanpanda4149 Před rokem +1

    khub bhalo dada. apnar video er janno wait kori.

  • @sanatchakraborty2359
    @sanatchakraborty2359 Před rokem +1

    Very nice place Thanks 👍

  • @arunkirtaniya7631
    @arunkirtaniya7631 Před rokem

    এককথায় বলবো অসাধারন লেগেছে। আপনার এই ভ্রমন ভিডিও দেখে আমাও ভ্রমন হয়ে যায়।

  • @nilimamahanty7969
    @nilimamahanty7969 Před rokem +1

    Adbhut Sundar Mandir Nagari

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Před rokem +1

    khub sundar mulutir mondirguli, darun moulikhya maayer mondir, Joy Maa Moulikhya, darun Tilpara Barrage o myurakhyi nodi, apuro aronyok prokriti , sundar kali mondir

  • @abhijitsadhukhan7945
    @abhijitsadhukhan7945 Před rokem +1

    Darun!

  • @prabirbose3568
    @prabirbose3568 Před rokem +1

    EXCELLENT

  • @santanuchakraborty971
    @santanuchakraborty971 Před rokem +1

    khub bhalo laglo. Darshoniyo jayga. Thanks Palash.

  • @Surajitghoshart
    @Surajitghoshart Před rokem +1

    Excellent

  • @netaidey3438
    @netaidey3438 Před rokem +1

    Joy joy maa moulikhya

  • @miramaity5619
    @miramaity5619 Před rokem +1

    Excellent Episode, Khub Bhalo Laglo,

  • @susamaysvoice
    @susamaysvoice Před rokem +1

    অসাধারণ লাগলো, আরো নতুন ভিডিও ভ্রমণের, দেখতে চাই।

  • @olotpalot2371
    @olotpalot2371 Před rokem +1

    কয়েক দিন কাজের জন্য ব্যাস্ত ছিলাম তাই ব্লগ দেখা হয়নি।
    আজ দেখলাম আর বুজলাম যে বাজ বসন্ত এর দেশ বলতে কি বোঝাতে চাইছিলেন।
    গল্পটা দারুন লাগলো আর তার সাথে জায়গাটাও।
    👌👌👌👌

  • @ranjitpatra1294
    @ranjitpatra1294 Před rokem +1

    Darun dada millions of thanks for presenting sucha a valuable presentation

  • @mrinalkantimandal4955
    @mrinalkantimandal4955 Před rokem +1

    Darun laglo

  • @lakshmikantabasu1051
    @lakshmikantabasu1051 Před rokem +2

    খুব খুব খুব ভাল লাগল । এমন অজানা অখ্যাত স্থানে বেরাতে নিয়ে যাওয়া, আর সুন্দর করে ঘুরিয়ে দেখানো আপনার দ্বারাই সম্ভব। অসাধারণ লাগল ভিডিও টা।

  • @ashisdas5625
    @ashisdas5625 Před rokem +1

    দাদা খুব সুন্দর লাগলো। ভালো থাকবেন,আবার নুতন নুতন ভিডিও অপেক্ষায় রইলাম।

  • @jayantadey1956
    @jayantadey1956 Před rokem +2

    ধন্যবাদ ,এমন একটা ঐতিহাসিক নিদর্শন রয়েছে জায়গার সন্ধান দেওয়ার জন্য🙏🙏

  • @pradipdas4486
    @pradipdas4486 Před 9 měsíci

    খুব ভালো লাগলো ধন্যবাদ। সময় পেলে ঘুরে আসবো ‌ ।

  • @anirbanbandyopadhyay3043

    খুবই ভালো লাগলো। কর্মজীবনে কিছুকাল সিউড়িতে থাকাকালীন তিলপাড়া ব্যারেজ বেশ কয়েকবার গেছিলাম তার শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। অনেকবছর পর সুদূর Odisha তে বসে আজ সেইসব স্থান দেখে মন ভালো হয়ে গেলো। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। 🙏🏻

  • @paritoshkumarmitra7247
    @paritoshkumarmitra7247 Před rokem +2

    আমি 2006সালে মলুটী গিয়েছিলাম, তখন এত Developed ,দেখিনি যাহাহোক মনটা ভরে গেল
    ।শ্রী গোপাল মুখার্জী এখন ও আছেন? ওনার বাড়ীতে আমি গিয়েছিলাম বাজের রাজ বই টি সমভনধে আলোচনা করতে। আপনি ভালো থাকবেন ,সুস্থ থাকুন।

  • @soumenroy360
    @soumenroy360 Před rokem +1

    মন্দির নগরী বলতে জানতাম ভুবনেশ্বর। এটা তাই দারুন লাগল।

  • @somapal5267
    @somapal5267 Před rokem

    খুব ভালো লাগল।অনেক ধন্যবাদ আপনাকে।

  • @sudipsamazdar7814
    @sudipsamazdar7814 Před rokem +1

    Dada jaiga ta valo laglo, amr bari (malda) teke kache e rokom jaiga acha jantam na, jabo ek din gure asbo.

  • @monayemsirwarriors
    @monayemsirwarriors Před rokem +1

    দাদা সবচেয়ে ভালো লাগলো কোন রাজনৈতিক দেয়াল লিখন নাই। যা সুস্থ মানসিকতার নিদর্শন। সুন্দর উপস্থাপনা।

  • @dhimansana7416
    @dhimansana7416 Před rokem

    রামপুরহাট এ আমার পিসির বাড়ি ।অনেক বার যাওয়া হয়েছে ।কিন্তু মুলুটি যাই নি ।এইবার গেলে অবশ্যই যাবো ।।খুব ভালো লাগলো আপনার এই ঝটিকা সফর ।।🙏💐

  • @abalamandal6304
    @abalamandal6304 Před rokem

    Khub valo.

  • @gautampradhan1516
    @gautampradhan1516 Před rokem +1

    পলাশ দা অপূর্ব সুন্দর লাগলো। ভালো থাকবেন।

  • @বাঙালিচন্দন

    আপনার ভিডিও গুলো দেখলেই ঘরে বসেই ভ্রমণের স্বাদ পাই
    আপনার ভাষ্যপাঠ এই ভ্রমণকে আলাদা অনবদ্য করে তোলে ❤️❤️✌️

  • @saiaasthasingh4792
    @saiaasthasingh4792 Před rokem +1

    Very nice video and capture as well

  • @banichakraborty5469
    @banichakraborty5469 Před rokem

    Valo laglo

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 Před rokem +1

    Osadharon👍👍👍

  • @santupattanayak181
    @santupattanayak181 Před 10 měsíci

    Khub sundor hoyeche dada

  • @bithikamondal7670
    @bithikamondal7670 Před rokem +1

    Palash Da 👍🙏🙏🙏

  • @amitmitra7038
    @amitmitra7038 Před rokem

    Bah apurbo

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP Před rokem +1

    Very nice video sharing 👌❤️ darun laglo 👍🥰

  • @swarajghosh2790
    @swarajghosh2790 Před rokem +1

    Very nice video 👍👍👍.

  • @joydebghosh6685
    @joydebghosh6685 Před rokem +1

    Nice

  • @tanmoyghosh9759
    @tanmoyghosh9759 Před rokem

    khub sundar janai chilo na tarapith ba rampurhater kache eto sundar jaiga thakte pare

  • @shibajibanerje9061
    @shibajibanerje9061 Před rokem

    Sibaji da dronacharya hole.palashda kripacharya.awesm,darun

  • @Tarnoy2007
    @Tarnoy2007 Před rokem +1

    ১৯৯৮ সালে প্রথমবার গেছিলাম আর তারপর চার বার গেছি। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গোপাল মুখোপাধ্যায়র সঙ্গে সাক্ষাৎ করে প্রত্নতত্ত্বের অনেক নিদর্শন আর মন্দির গুলি দেখেছিলাম।

  • @promodebandyopadhyay849

    Very beautiful. Thank

  • @pinakimukherjee5917
    @pinakimukherjee5917 Před rokem

    Apurbo.

  • @PraphullaranjanSarma-ym7pk
    @PraphullaranjanSarma-ym7pk Před 11 měsíci

    I'm spellbound to see the colourful muluty, the bengaly colony in jharkhand.

  • @suparnaroy7679
    @suparnaroy7679 Před rokem

    Apurbo...

  • @debabrataseal4945
    @debabrataseal4945 Před rokem +1

    Discovering untouched gems one after another, blogger Columbus.

  • @TiyashaMukherjee-dn7ss

    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে স্যার।
    আপনার উপস্থাপনা অসাধারণ। আপনার ভিডিওর মধ্যে একটা পজিটিভ ভাব আছে। 😊

  • @bhaskargoswami8714
    @bhaskargoswami8714 Před rokem

    APURBA LAGLA. AAPNAR VIDEO R MODHYE DIYE ANEK JAIGA R HADISH PAI. THANKS.

  • @politicaldoctrineandmuchmo8012

    অসাধারণ।

  • @barunkumarbasu4510
    @barunkumarbasu4510 Před 11 měsíci

    আমরা কয়েক বৎসর আগে ঘুরে এসেছি তখনকার সময়ের থেকে আজ অনেক উন্নত। যেমন মন্দির এবং শিবমন্দিরগুলি জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং গাইড বলতে কিছু পাইনি, নিজেরাই নিজেদের মতো করে ঘুরে ছিলাম।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Před rokem +3

    জয় মা মৌলিক্ষা। জয় গুরু বামদেব। 🙏🙏🙏🙏 খুব সুন্দর লাগল মন্দির নগরী মুলুটি। মনেই হচ্ছে না যে এটা অন্য রাজ্য। (বেলঘরিয়া থেকে বলছি )

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Před rokem +7

    দাদা একদিনের ঘুরতে যাবার জায়গার সন্ধান দেওয়াতে আপনি রাজা। মা মৌলিক্সার মন্দির, মুলুটি গ্ৰামের বাঙালি পাড়া, মন্দির গুলি সত্যি অপরূপ। বাজ বসন্তের দেশের ইতিহাস জানতে পেরে খুব ভাল লাগল। ভালো থাকবেন দাদারা ❤️🙏

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +2

      আপনিও খুব ভালো থাকুন ।

    • @BANISENVLOGS
      @BANISENVLOGS Před rokem +1

      আমার দাদা রামপুরহাটে প্রফেসর ছিলেন। মলুটি ঘুরে মৌলিক্ষা মাকে দর্শন করেছি, কিন্তু বসন্ত বাবুর গ্রাম যাইনি। এত ভাল লাগল যে কি বলব। নমস্কার।

  • @loveon143
    @loveon143 Před rokem +3

    খুবই ভালো লাগলো ভিডিওটা... সুন্দর ঐতিহাসিক ঐতিহ্য ময় জায়গা দেখে মন জেগে উঠলো... গ্রামের মুক্ত বাতাস, প্রকৃতির সুন্দর সৃষ্টি কে পলাশ দা আপনি যেমন করে তুলে ধরেন এটাই অভাবনীও উপহার আমাদের দর্শকদের জন্য 🙏🙏🙏🙏😊🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌💓💖💓💖love you polash da... Darun VIDIO 👍👍👍👍👍

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +2

      অনেক অনেক ♥️♥️♥️

  • @namitabasak-dt2fn
    @namitabasak-dt2fn Před rokem

    Good job

  • @anupamsikdar1613
    @anupamsikdar1613 Před rokem +1

    Awesome video. History begins.

  • @reliancearijit
    @reliancearijit Před rokem

    Rampurhat e chakri sutre chhilam tai bar tinek gechi ekhane apnar video dekhe sei smriti fire pelam . Dhanyavad

  • @ashimmutsuddi4830
    @ashimmutsuddi4830 Před rokem +1

    excellent.

  • @firhimvlogs
    @firhimvlogs Před rokem +1

    আপনার এই ভিডিও টি দেখতে দেখতে পশ্চিম মেদিনীপুর এর পাথরা গ্রামের কথা মনে পড়ে গেলো। ওখানেও ঠিক একই ভাবে অনেকগুলি প্রাচীন মন্দিরের সমাহার। আপনি এবং পারিজাত বাবু ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।
    ফিরোজ খান, বেলদা।

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +1

      হ্যাঁ, ঐ জায়গাটিও খুব সুন্দর ।

  • @rajibmajumder6589
    @rajibmajumder6589 Před rokem

    Good video Dada 👍

  • @shubhrasaha835
    @shubhrasaha835 Před rokem

    Asadharan sundar
    Chaliye jaan

  • @meandmyson902
    @meandmyson902 Před rokem +1

    ভীষণ সুন্দর লাগলো মন ভোরে দাদা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই ভাবে আমাদের আনন্দ দিয়ে যান

    • @NaturesWomb
      @NaturesWomb  Před rokem +1

      আপনিও খুব ভালো থাকুন ।

  • @debashishendow4502
    @debashishendow4502 Před rokem

    Khub Bhalo. Berate jabo

  • @subrataguha5409
    @subrataguha5409 Před rokem

    Joy Maa 🙏🏻🌺🙏🏻

  • @travellovesarpan
    @travellovesarpan Před rokem +1

    Sir আপনাকে খুব মিস করেছি বন্দে ভারত journey te . আমি তো বারবার কৌশিক দার নাম নিতে গিয়ে আপনার নাম নিয়ে নিচ্ছিলাম। আর কৌশিক দা মজা করে বলছিলো যে পলাশ দার বিষম লাগবে 😃😃

  • @amitsardar8829
    @amitsardar8829 Před rokem

    দারুণ লাগলো, নিশ্চয়ই যাবো। তবে যাওয়ার আগে 'কোথায় পাবো তারে' পড়ার ইচ্ছা রইল। আর একটা কথা আপনার এই সুন্দর করে বোঝানো দেখে আমাদের বন্ধুরা আপনাকে কিন্ত কাকা বলে ডাকি। কোনদিন যদি দেখা হয় আপনার সঙ্গে আপনাকে কাকা বলেই ডাকবো। সাড়া দেবেন তো ?

  • @debumaity6177
    @debumaity6177 Před rokem

    Man vore galo

  • @kallolmukherjee1900
    @kallolmukherjee1900 Před rokem

    Sound টা ঠিক নেই মনে হচ্ছে। আপনার কথা মাঝে মাঝে শোনাই যাচ্ছে না।
    এত তথ্য সমৃদ্ধ উপস্থাপনা, খুব ভালো লাগলো।
    আপনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

  • @soumitrabasu308
    @soumitrabasu308 Před rokem

    adbhut. Apnar kono tulona nei dada