Bagora Forest rest house

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2023
  • ১)নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাগোরা ৫৫ কিঃমিঃ, গাড়িতে পৌঁছাতে সময় লাগবে ২ ঘন্টার মতো। কার্শিয়াং থেকে বাগোরা ১২.২ কিঃমিঃ, গাড়িতে পৌঁছাতে সময় লাগবে ৩৫ মিঃ।
    ২) এখানে ফরেষ্ট রেস্ট হাউজ বুকিং এর জন্য কার্শিয়াং ডিভিশনাল ফরেষ্ট অফিসারের কার্যালয়ে মেল করতে হবে। না হলে কেয়ারটেকারকে ফোন করতে পারেন। অথবা বাগোরার ফরেষ্ট রেজ্ঞ অফিসে যোগাযোগ করতে পারেন।
    ৩) আগামী এপিসোডে দার্জিলিং সাইট সিয়িং থাকবে, তাতে একজন বিশ্বস্ত ড্রাইভারের (রাজেশ ছেত্রি) ফোন নম্বর থাকবে। ওকে বললেও বুকিং করে দেবে।
    ৪) অন্ততঃ দুদিনের সফরে এখানে এলে আশেপাশের সব দর্শনীয় স্থান দেখা হয়ে যাবে। যেমন: দুর্গা মন্দির, এয়ার ফোর্স ক্যাম্প, মহলদিরাম ফরেষ্ট, সিটং, স্যালাম্যানডার লেক, পেশক, লামাহাটা, লেপচা জগৎ, তাকদা, তিনচুলে, চিমনি হেরিটেজ পার্ক ইত্যাদি।
    ৫) বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নিন আর সারাদিন পাখির কলতান শুনতে যারা ভালোবাসেন, তাদের কাছে এ এক অনন্য লোকেশন ।

Komentáře • 18

  • @suklabasu7369
    @suklabasu7369 Před 3 měsíci +1

    দাদা আপনার ভিডিও খুব ভালো লাগলো , বাগোড়া গিয়েছি কিন্তু থাকার কথা ভাবিনি ।এবার ভাবছি যাবো ,ধন্যবাদ ।

    • @cloudhillrain
      @cloudhillrain  Před 3 měsíci

      খুবই নির্জন, গেলে দুটো পরিবার যাবেন। তবে এই রেস্ট হাউস বুকিং পাওয়া শক্ত। কালিম্পং ডি এফ ও বুকিং দেন।

  • @sujoy450
    @sujoy450 Před rokem +1

    Khub Bhalo Laglo. Bisesh kore Boudir Recitation ....

  • @user-ti4uj1oc1r
    @user-ti4uj1oc1r Před rokem +1

    Hello sir namaskar ami rajesh chettri miss apni bhalo bowdi chala ma bhalo apnar channel khob valo 🙏🙏🙏🙏

  • @suklabasu7369
    @suklabasu7369 Před 3 měsíci +1

    খাবারের দাম টা কিভাবে নেওয়া হয় , দিন প্রতি মাথা পিছু না কি নিজেদের পছন্দ মত অর্ডার করা যায় একটু জানাবেন।

    • @cloudhillrain
      @cloudhillrain  Před 3 měsíci

      যে হেতু বাগোড়া বাজার থেকে অনেকটা ভিতরে, তাই চৌকিদারই রান্নার ব্যবস্থা করে দেয়। তবে কি কি খাবেন, তা আগে থেকে অর্ডার না করলে খাবার পেতে বেশ দেরি হয়। জায়গাটা অসাধারন বললেও কম বলা হয়। খাবার লাঞ্চ বা ডিনার সব মিলিয়ে ১৭৫-২০০ তাকার মতো( মিল পিছু)। ঘরের মধ্যে ফায়ার প্লেসের সামনে বসে থাকতে যে কি ভালো লাগবে!

  • @titirghosh5571
    @titirghosh5571 Před 4 měsíci

    আমি মে মাসে এখানে যেতে ইচ্ছুক। আমাদের সাথে দুটি ৫ বছরের বাচ্চা থাকবে। তাই কয়েকটা প্রশ্নের উত্তর পেলে ভালো হয়।
    ১. এখান থেকে মূল শহর কত দূরে? কখনো কোনো দরকারে কতক্ষণে শহরে পৌঁছন যাবে?
    ২. মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয় কি?
    ৩. রাতে বাংলোতে কেয়ারটেকার বা অন্য মানুষ কেউ থাকে তো? দরকারে ডেকে পাওয়া যাবে? এরকম জঙ্গলের ভিতরে অবস্থান হওয়ায় জানতে চাইছি।
    একটি সুন্দর ভিডিওর জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।

    • @cloudhillrain
      @cloudhillrain  Před 4 měsíci

      বাগোড়া বাজার থেকে মোটামুটি ১ কিলোমিটার। দরকারে আবার বাজার পৌঁছাতে কোনো গাড়ি-ঘোড়া পাবেন না। তবে চৌকিদারের স্কুটার আছে, ও সাহায্য করতে পারে। যেকোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন। এক্কেবারে নির্জন পরিবেশ...দুটো পরিবার গেলে ভালো হয়। জঙ্গলে ঘেরা এই বাংলোয় একা পরিবার নিয়ে না যাওয়াই ভালো। রাতে চৌকিদার থাকে ও রান্না করে দেয়।তবে এই বাংলোয় বুকিং পাওয়াটা শক্ত। আমার ভিডিওটা ভালো করে দেখুন...সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

  • @affordableoffbeats
    @affordableoffbeats Před rokem +1

    Very good presentation. Dada caretaker er number ta ar forest er mail ID ta jodi share koren.

    • @cloudhillrain
      @cloudhillrain  Před rokem +1

      ভিডিওতে দেখবেন কেয়ারটেকার নিজের ফোন নম্বর বলে দিচ্ছেন।dfokgndowhill@gmail.com

    • @affordableoffbeats
      @affordableoffbeats Před rokem

      @@cloudhillrain Thank you so much dada 🙏🙏🙏

  • @krishanulayek4489
    @krishanulayek4489 Před rokem +1

    DADA, KONO CONT. NO. DANNI.....JETA DORKAR

    • @cloudhillrain
      @cloudhillrain  Před rokem

      ভিডিওতে দেখবেন কেয়ারটেকার নিজের ফোন নম্বর বলে দিচ্ছেন।

  • @SECRETxDHRUBA
    @SECRETxDHRUBA Před 23 dny

    কাকু দয়াকরে কেয়ারটেকার যিনি আছেন তার মোবাইল নাম্বার টা দিন 🙏🏼

  • @sutaparajhaldar5763
    @sutaparajhaldar5763 Před rokem +1

    বুকিং কিভাবে করবো। রুমের ভাড়া কত ?

    • @cloudhillrain
      @cloudhillrain  Před rokem

      , আমার আগের ডাউহিলের ওপর ভিডিও টা দেখুন। আর এই পর্বের ভিডিওতে description box টা দেখে নিন। রুম পিছু ১০০০/- আর ভি আই পি দের জন্য ৩০০/-

    • @debanjandasphotographer1167
      @debanjandasphotographer1167 Před rokem +1

      Darun