তুমি আমার আমি তোমার এই আশা করে | Amar Matiro Pinjiray | শাহ আব্দুল করিমের গান

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ - ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে "বাউল সম্রাট" হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।
    বাংলা গানের ইতিকথা বলেতে বাংলা গানের জন্ম, এর বেড়ে ওঠা এবং এর ধারা সম্পর্কে পূর্বালোচিত তথ্যের ভিত্তিতে পুনঃবিন্যাসকৃত একটি নিবন্ধ। এই নিবন্ধে চেষ্টা করবো বাংলা গান- এর ইতিহাস থেকে বয়ে আশা বর্তমান ধারা পর্যন্ত এবং চেষ্টা করবো, আলোচনা- সমালোচনা, ও এর ভবিষ্যৎ বিকাশে করণীয় কোন বিষয়বস্তু নিয়েও আলোচনা করার চেষ্টা করবো। আশাকরি, শেষ পর্যন্ত পরবেন এই নিবন্ধটি।
    প্রথমেই কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গেলে তা উৎপত্তি নিয়ে আগে কথা বলা দরকার। তা না হলে পুরো আলোচনা অন্তঃসার শুন্য মনে হতে পারে। তাই প্রথমেই এই নিবন্ধটি শুরু করবো বাংলা গানের জন্মকথা নিয়ে। আর আগেই বলে রাখি, বাংলা গানের জন্ম; বাংলা ভাষার সাথেই।

Komentáře • 1