বলেছিলে গো ভালবাসি গো | Bolbo Na Go Ar Kono Din | সুকুমার বাউলের গান

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • সুকুমার বাউল চার ভাই ও তিন বোন। অভাব-অনটনে শৈশব কেটেছে। পড়াশোনা করতে পারিনি। গানের প্রতি শৈশবেই অনুরাগ জন্মায়। আমার দাদু প্রভু বৈরাগীও গ্রামে গ্রামে জারিগান করতেন। ছোটবেলায় দাদুর সঙ্গে এ-গ্রাম ও-গ্রাম ঘুরে জারিগান শুনতাম। জারিগানে হাতেখড়ি আমার দাদুর কাছে। ১৭ বছর বয়সে দাদুর সঙ্গে জারিগান আর কবিগান গাওয়া শুরু করলাম।
    বাংলা গানের ইতিকথা বলেতে বাংলা গানের জন্ম, এর বেড়ে ওঠা এবং এর ধারা সম্পর্কে পূর্বালোচিত তথ্যের ভিত্তিতে পুনঃবিন্যাসকৃত একটি নিবন্ধ। এই নিবন্ধে চেষ্টা করবো বাংলা গান- এর ইতিহাস থেকে বয়ে আশা বর্তমান ধারা পর্যন্ত এবং চেষ্টা করবো, আলোচনা- সমালোচনা, ও এর ভবিষ্যৎ বিকাশে করণীয় কোন বিষয়বস্তু নিয়েও আলোচনা করার চেষ্টা করবো। আশাকরি, শেষ পর্যন্ত পরবেন এই নিবন্ধটি।
    প্রথমেই কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গেলে তা উৎপত্তি নিয়ে আগে কথা বলা দরকার। তা না হলে পুরো আলোচনা অন্তঃসার শুন্য মনে হতে পারে। তাই প্রথমেই এই নিবন্ধটি শুরু করবো বাংলা গানের জন্মকথা নিয়ে। আর আগেই বলে রাখি, বাংলা গানের জন্ম; বাংলা ভাষার সাথেই।

Komentáře • 1