রাব্বির হামহুমা..: কোরআনে শেখানো দোয়া কেন বিপদজনক হয়ে উঠতে পারে: সন্তান ও বাবামার প্রতি সতর্কবার্তা

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • সুরা বনি ইসরাইলের ২৪ নং আয়াতে বর্ণিত বাবামার জন্য শেখানো দোয়াটির মধ্যে কী গভীর মানে লুকিয়ে আছে, সেটি এখানে আলোচনা করা হয়েছে। সন্তান না চাইলেও ঠিক কী কারণে এই দোয়াটি বাবামার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে-সেই বিষয়টিতে আলোকপাত করা হয়েছে।
    এই আয়াতে সগিরা (ছোট অর্থে) শব্দটি আছে। তবে আমি মনে করি, সগিরা মানে একেবারে ক্ষুদ্র বা ছোট বয়স নয়। ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। কবিরা মানে বড়ো, যেমন কবিরা গুনাহ। বড়ো বড়ো গুনাহ, যেমন শিরক, কুফরি, ব্যভিচার ইত্যাদি। এখন তবে সগিরা গুনাহ কোনগুলো? সগিরা গুনাহ যদি খুব ছোট ছোট গুনাহ হয়ে থাকে, তবে মাঝারি লেভেলের গুনাহ কোনগুলো? আমার মতে, কবিরা মানে বড় আর সগিরার মধ্যে ছোট থেকে মাঝারি পর্যন্ত কাভার হবে, হোক সেটা গুনাহ কিংবা বয়স। সেই হিসেবে কবিরা বয়স বা বড় বয়স হবে এডাল্ট বয়স আর সগিরা হবে শৈশব, কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। সেই হিসেবে আমি দি নোবেল কোরআনের আধুনিক অনুবাদকেই গ্রহণ করবো যেখানে বলেছে ‘young’। শুধু শৈশব বুঝায় নি। শৈশব কৈশোরসহ তরুণ বয়স, যে বয়সটায় বাবামার প্রত্যক্ষ অভিভাবকত্ব দরকার পড়ে। শুধু শৈশবের ২ বছর বাবা মা যত্ন করলো, তারপর আর সেই সন্তানকে যত্ন করলো না, বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন সংসারে চলে গেলো, তখন কি এটি প্রযোজ্য হয়? আরও অনেক উদাহরণই দেয়া যায়। সকল বাবামাই সন্তানকে শৈশবে আদর সোহাগ করেন সেটাও সত্য নয়। আমেরিকায় প্রতি বছর ১৭ হাজার শিশুকে বাবামা পরিত্যাগ করে।
    আমার মনে হয়, এই বিষয়ে অধিকতর গবেষণা কোরআনের এই আয়াতকে বুঝতে আমাদের জন্য সহায়ক হবে।
    সে যাইই হোক, ভিন্নমতকে আমি সব সময় স্বাগত জানাই। ভিন্ন মত থাকলেই গবেষণা এগিয়ে যায়। আলাপ আলোচনার জায়গা থাকে। এতে করে অর্থের গভীরে, আল্লাহর সত্যের কাছাকাছি পৌঁছার সুযোগ থাকে। জাযাকাল্লাহ।
    (সুরা ইবরাহিম, আয়াত ৪১-এ একটি দোয়া আছে: 'হে আমার রাব্ব! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার মাতাপিতাকে এবং মু’মিনদেরকে ক্ষমা করুন।' তবে এটি কিন্তু আল্লাহর শেখানো দোয়া নয়। এটি ইব্রাহিম (আ) স্বতপ্রণোদিত হয়ে করেছিলেন। আর সুরা ইসরার দোয়াটি আল্লাহ নিজে সাজেস্ট করেছেন সব সন্তানের জন্য।
    সুরা ইবরাহিমের ওই দুয়াটি নিয়ে এক তাফসিরকারকের মত: ইবরাহীম (আঃ) এই দু’আ তখন করেছিলেন যখন তাঁর কাছে স্বীয় পিতার ব্যাপারে আল্লাহর দুশমন হওয়ার কথা প্রকাশ পায়নি। যখন প্রকাশ পেয়ে গেল যে, তাঁর পিতা আল্লাহর দুশমন, তখন তিনি সম্পর্কছিন্নতা ব্যক্ত করলেন। কেননা যতই নিকটাত্মীয় হোক না কেন, মুশরিকদের জন্য (ক্ষমা প্রার্থনার) দু’আ করা বৈধ নয়। (তাফসীরে আহসানুল বায়ান)
    #পিতামাতা #মাতাপিতা #রাব্বিরহামহুমা #islaminbangla #parents #children #rights #quran #কোরআন #কোরান

Komentáře • 285

  • @nazmulhossainfaysal1038
    @nazmulhossainfaysal1038 Před měsícem +43

    এই আয়াত প্রমান করে দেখিয়েছেন আল্লাহ ন্যায় বিচারের মানদন্ডে বাবা/মাকেও ছাড় দেন না।কত কৌশলী আয়াত সুবাহানাল্লাহ।অসাধারন ও প্রজ্ঞাময় বর্ননা করেছেন।।এজন্যই আল্লাহ পাক বলেন চিন্তা ও গবেষনা করতে।চালিয়ে যান।আল্লাহ আপনাকে গভীর প্রজ্ঞা দান করুন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +4

      আমিন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +3

      ভালোবাসা নেবেন।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      @Nazmull Hossain Faysal
      কোরআনের ০৯ঃ২৩ আয়াতে আল্লাহ তার ঈমানদার বান্দাকে তাদের কাফের পিতা ও ভাইদের অভিভাবকত্ব ত্যাগ করতে আদেশ করেছে৷ যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা সীমালংঘনকারী বলেছে। যদিও
      ১৫ঃ১৫ আয়াতে দুনিয়াতে কাফের-মুশরিক পিতা-মাতার সাথে সদ্ভাবে সহঅবস্থান করতে বলা হয়েছে, কিন্তু অন্য মুসলমানদের দ্বারা ঐ কাফের-মুশরিকরা আক্রান্ত হলে সন্তানের অবস্থান কী হবে সে বুঝা স্বাভাবিক। কারণ আল্লাহ কাফের-মুশরিকদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে একাধিক আয়াতে মুসলমানদেরকে আদেশ করেছে।
      ০৯. সূরা আত-তওবাহ
      ২৩. হে ঈমানদারগণ! তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবকরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালবাসে। আর তোমাদের যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা সীমালংঘনকারী।
      ১৫. সূরা লোকমান
      ১৫. পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো।
      ২৯. সূরা আল-আনকাবুত
      ০৮. আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।
      কোনো সন্তান অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে আশঙ্কা করলে ঐ সন্তানের চেয়ে মহত্তর,পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান প্রত্যাশায় অবাধ্য, কাফের সন্তানটিকে হত্যা করা আল্লাহ অনুমোদন করে।
      ১৮. সূরা কাহ্ফ
      ৭৪. অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন একটি বালকের সাক্ষাত পেলেন, তখন তিনি তাকে হত্যা করলেন। মূসা বললেন? আপনি কি একটি নিস্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই? নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন।
      ৮০. বালকটির ব্যাপার- তার পিতা-মাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে, সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে।
      ৮১. অতঃপর আমি ইচ্ছা করলাম যে, তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর, তার চাইতে পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক।
      উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
      কোরআনুল করীম
      অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
      onushilon.org/corpus/trans/koran/koranind.htm

    • @mamoononlinetv3937
      @mamoononlinetv3937 Před měsícem +1

      পবিত্র কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সবায় করতে পারে না, সবার বুঝে হয় না মহান আল্লাহ কতোটা প্রজ্ঞময় যা কৌশিনকালেও বর্ণনা করা সম্ভব নয় !
      আমার জানা মতে এমনও বাবা অথবা মা আছে ছেলে বিদেশে গিয়ে যত টাকা পয়সা পাঠিয়েছিল ছেলে এতো কষ্ট করে দেশে আসার পর দেখে বাবা অথবা মা সব টাকা শেষ বা খরচ করে ফেলেছে, পরে ছেলের পুরো জীবনটা ধ্বংস হয়েছে শেষ পর্যন্ত টাকা অভাবে বিয়েটা পর্যন্ত করতে পারিনি,

    • @mdehsanDH
      @mdehsanDH Před měsícem

      ​​@@bonggojbihonggo991tomar lack of brain does not mean quran is wrong...

  • @akmsharowerjahan8494
    @akmsharowerjahan8494 Před měsícem +4

    খুবই সুন্দর চিন্তা গবেষণা। আলহামদুলিল্লাহ। ❤

  • @Godblessyou864
    @Godblessyou864 Před měsícem +6

    অসাধারণ ব্যাখ্যা স্যর সারাজীবন পরে এসছি এই দুয়া কিন্তু এতার মধ্যে যে এমন অর্থ লুকানো থাকতে পারে মাতায়ই আসে না। আপনি সত্যি চিন্তাশিল একজন মানুষ। আল্লাহ আপ্নাকে আর অ জ্ঞান দান করেন।

  • @sadianazmi821
    @sadianazmi821 Před měsícem +5

    Realistic points have been taken to discuss. Thanks for sharing.

  • @abdulmazid7802
    @abdulmazid7802 Před měsícem +5

    ৬০+ বছরের জীবনে এই আয়াতটি এভাবে কখনোই ভাবিনি....ধন্যবাদ আপনাকে.........

  • @mohammadabdurrahman3282
    @mohammadabdurrahman3282 Před měsícem +3

    জাজাকাআল্লাহ খাইরান !
    আল্লাহ পাক আপনার জ্ঞান ও প্রাচুর্য দান করুক যাতে আপনি আমাদেরকে এভাবে জ্ঞান বিতরন করতে পাড়েন।
    অসাধারন হয়েছে। সত্যিই আপনি কুরআনিক জ্ঞানী ব্যাক্তি। আমার চিন্তায়ও জিনিসটার ধারেকাছে ঘুরেছে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝাতে পাড়তাম না।
    আনিসুর রাহমান সাহেব আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

  • @user-nb6bx4nf9i
    @user-nb6bx4nf9i Před měsícem +3

    স্যর সালাম নেব্বন। অনেক সুন্দর একটি বক্তব্য তুলে দ্রছেন। এভাবে ভাবি নাই। চুখ খুলে গেল। সেলুট আপ্নাকে

  • @mdziaulhaque9706
    @mdziaulhaque9706 Před měsícem +3

    Nice Analysis All Fathers or Mothers are never always Honest or Right to their sons and daughters But Brother Forget bitter experience from parents and Pray to Allah that Allah would Eorgive them Thanks a Lot

  • @zaberkhan1931
    @zaberkhan1931 Před měsícem +6

    কিতাববাহী গার্ধভ‌দের নিকট হ‌তে বিভ্রা‌ন্তি ছাড়া অন‌্য কিছু আশা করা উ‌চিত না। মহান আল্লাহ আমা‌দের হেফাজত করুন। মাতা-পিতা যেমনই হোক, তা‌ঁদের যথাযথ সেবা করার মাধ‌্যমে দু‌নিয়া ও আ‌খেরা‌তের কল‌্যাণ অর্জনের তৌ‌ফিক দান করুন।

    • @farjanaakterratna1650
      @farjanaakterratna1650 Před měsícem

      মা বাবা তো মা বাবা-ই। জান্নাতের দরজা তারা যাই করুক না কেন। আমার মা বাবা দুজনেই কবরবাসী। আমি প্রতি মুহূর্তে তাদের নাজাত এর জন্য দোয়া করি এরকম সব সন্তানই করে বলে আমার বিশ্বাস।

    • @karnazferdoushee7752
      @karnazferdoushee7752 Před měsícem +2

      ​@@farjanaakterratna1650আপনি জানেন না কত বাবা মা সন্তানের প্রতি জুলুম করে সন্তানরা রেপ হয় বাবা-মার নিকট আত্মীয়র দ্বারা বাবা মা বুঝেও না বুঝার ভান করে ছেলে মেয়েদেরকে কাজের লোক হিসেবে ব্যবহার করে ছেলেমেয়েদের পৈত্রিক সম্পত্তি মা তার ভাই বোনদের দিয়ে দেয় সারাক্ষণ অভিশাপ দেয়।

  • @Iamkhandhaka
    @Iamkhandhaka Před měsícem +3

    এভাবে তো কখনো ভাবিনি? অসাধারণ একটি আলোচনা - অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বাস্তব জীবন এবং কোরান নিয়ে ভাববার একটি নতুন দৃষ্টি উন্মোচন করে দিলেন ভাই! আপনার প্রতি কৃতজ্ঞতা।

  • @Allahordol
    @Allahordol Před měsícem +1

    মাশাল্লাহ ❤❤❤ অনেক ভালো লাগলো ❤❤❤

  • @md.helaluddin8057
    @md.helaluddin8057 Před měsícem +2

    বাংলাদেশের একজন আলেম ও এর গভীরে গিয়ে এমন সুন্দর আলোচনা করতা পারে নি। ৫৫ বছর বয়সে কত ওয়াজ শুনেছি মনে হয় তারা কুরআন ই বুঝে না। একটা আয়াত পড়েই কাহিনি শুরু তার পর কি বলে সে নিজেই জানে না।ধন্যবাদ।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      আপনাকেও ধন্যবাদ।

  • @user-qk9wz2jc9x
    @user-qk9wz2jc9x Před měsícem +1

    Sundor upolobdhi, Allah asole e nay bicharok.

  • @RashedRashed-si7oe
    @RashedRashed-si7oe Před měsícem +1

    JajajakaAllah for the presentation

  • @md.ataharalikhan9645
    @md.ataharalikhan9645 Před měsícem +3

    যে যাই বলুন না কেন,,
    আমার বাবা মার প্রতি আমার কোন অভিযোগ নাই, বিন্দু মাত্র অভিযোগ নাই। ওনারা ছোট বেলায় আমার উপর যাই করুক তাতে আমার কোন অভিযোগ নাই এটাই আমার মনের কথা। যদিও ওনাদের অনেক কিছু ই আমার পছন্দ নয়। দোয়া করি মহান আল্লাহ পাক যেন ওনাদের কে মাফ করে দেন।আমিন।

    • @user-nb6bx4nf9i
      @user-nb6bx4nf9i Před měsícem

      আপ্নে ভাল সন্তান। বাবা মা দুশ করতে পারে। মানু ত। কিন্তু তাদের দায়িত্ব আচে

  • @Two_wheels7373
    @Two_wheels7373 Před měsícem +3

    দোয়া ও দাওয়াই দুটোই চাই।

  • @hossaintahazzat9104
    @hossaintahazzat9104 Před měsícem +2

    বাংলাদেশের মেজরেটি বাবা মার জন্য সন্তানের এই দোয়া ডেঞ্জারাস,, দোয়া এটা করলেও না করলেও কিন্তু একটা গোষ্ঠির জন্য কল্যাণকর কল্পনা তীত।

  • @layekuzzamchowdhury1830
    @layekuzzamchowdhury1830 Před měsícem +1

    অসাধারণ বিশ্লেষণ

  • @KhaledMir-sk1uv
    @KhaledMir-sk1uv Před měsícem +1

    সালামুন আলাইকুম। সুন্দর ব্যাখ্যা।

  • @truthprevails9609
    @truthprevails9609 Před měsícem +2

    Absolutely wrong understanding... Where do you get these thoughts to interpret a verse from the glorious Qur'ān, how our Prophet صلى الله عليه وسلم Explained this, arabic Grammer, the meaning of RABB... Qur'ān is not our understanding or feelings. You can't interpret Qur'ān & hadith like this... You have no right nor qualifications. Please don't mislead others.
    نسأل الله الهداية

  • @user-di9xn4zf5k
    @user-di9xn4zf5k Před měsícem +3

    হুম , আপনার জীবন এ হয়েছে বুঝলাম

  • @redngreenbiker3794
    @redngreenbiker3794 Před měsícem

    ❤মা শা আল্লাহ।

  • @rainbow7c54
    @rainbow7c54 Před měsícem +3

    আমি অনেক সময় দোয়াটি পড়ে থমকে যাই ।
    তারা কি আমার জন্যে যথেষ্ট করছে যা আল্লাহ তাদের উপর প্রশান্তি ও রহমত দেবে ।।

  • @linaenterprise2056
    @linaenterprise2056 Před měsícem +1

    ❤❤ধন্যবাদ স্যার

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před měsícem +2

    🎉❤🎉 ছালামুন🎉❤🎉 আলা🎉❤🎉মানিতা বা🎉❤🎉 আলাল🎉❤🎉 হুন্দা🎉❤🎉

  • @I_love_bangladesh7777
    @I_love_bangladesh7777 Před měsícem

    Thank you sir you discussed the right way but some people will always take it negatively.may Allah make you more confident to discuss more quotes of Al Quran

  • @pkhaider993
    @pkhaider993 Před měsícem

    স্যার, আপনার জন্য শুভকামনা রইল।

  • @Quantumbusinessschool
    @Quantumbusinessschool Před měsícem +5

    বিশাল এক সত্যের উপস্থাপনা, যা আলেম নামধারীরা বিন্দু মাত্র অনুভব করেনী।

    • @Godblessyou864
      @Godblessyou864 Před měsícem +1

      আলেম ত অয়াজ করে টাকা কামায় আর ভুরি মটা করে। খায় দায় আর সবার দুস খুজে বেরায়

    • @user-nb6bx4nf9i
      @user-nb6bx4nf9i Před měsícem

      টিক বলচেন ভাইসাব। ওইগুলা আলেম অন্ন মাইন্সেরটা খায় আর গুমায়

  • @user-hb7xf8sq9g
    @user-hb7xf8sq9g Před měsícem +3

    Please don't mislead people.
    You are talking about to give different meanings of verse17:24, mention 4:36.also.
    There only two types of verses in Quran:
    1 ..."in it are verses that are entirely clear"....3:7
    2 ..."and others not entirely clear," 3:7
    Verse17:24 belongs to 1 as it is a commandment. Allah says such verse 17:24 is totally clear but how you got differt meaning?
    You know human babies are most helpless than babies of animal most of animal babies can walk after birth but not human baby..So parents have tough duty for chilldren .
    Hence Allah's commandment is to is to make Dua 17:24. also 14: 41 for parents.in Quran and sahih Hadith . has no Dua seeking Jannat. At jannatil Baki Rasul sm prayed for dead only forgiveness mercy for the dead not Jannat for them.
    Now 14: 41 also said for forgive ness same is in 17:24.

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      হুম। নোমান আলি খান সিমিলার ব্যাখ্যা দিলে সেটা হয় গাইড করা আর আমার মতো অখ্যাত গবেষক ব্যাখ্যা দিলে হয় মিসগাইড করা। সমস্যা ব্যাখ্যায় না। আপনাদের সমস্যা ব্যক্তিতে।

    • @user-hb7xf8sq9g
      @user-hb7xf8sq9g Před měsícem

      @@Dr.AnisFaroque you don't know what types of verse 17;24
      Is? So is your research? How can you compare your self with Noman Ali when you mistook Quran like Arun shuri?

  • @abashar3502
    @abashar3502 Před měsícem +1

    সালামুন আলাইকুম। ঈদ উত্তর শুভেচ্ছা ও শুভকামনা। মাইজদী কোট, নোয়াখালী। 💥

  • @mashukpaban726
    @mashukpaban726 Před měsícem +2

    "He is the One Who has revealed to you ˹O Prophet˺ the Book, of which some verses are precise-they are the foundation of the Book-while others are elusive. Those with deviant hearts follow the elusive verses seeking ˹to spread˺ doubt through their ˹false˺ interpretations-but none grasps their ˹full˺ meaning except Allah. As for those well-grounded in knowledge, they say, “We believe in this ˹Quran˺-it is all from our Lord.” But none will be mindful ˹of this˺ except people of reason." - Qur'an 3:7

  • @Akash-lq3on
    @Akash-lq3on Před měsícem

    ❤❤❤

  • @mdziaulhaque9706
    @mdziaulhaque9706 Před měsícem +1

    Nice Analysis Forget and Forgive your parents and Pray to Allah that Allah would Forgive your parentOf course All parents are never Right and Honest to their Sons and Daughters

  • @user-if9vw6mc8j
    @user-if9vw6mc8j Před měsícem

    ❤❤

  • @abdulgofur1295
    @abdulgofur1295 Před měsícem +2

    আমি ভারতের আসাম থেকে বলছি আমি আপনার চ্যানেল এ নতুন আসলাম ,চ্যানেল এর ডেসক্রিপশন পড়ে আপনি সম্পর্কে জানলাম,, আশা করছি অনেক জ্ঞান অর্জন করতে পারবো, আমি এক নন পড়ুয়া ছেলে

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      ধন্যবাদ। সাথে থাকবেন।

  • @aamir.k2561
    @aamir.k2561 Před měsícem +1

    একমত❤

  • @mohammahmoyazzemhossain7942
    @mohammahmoyazzemhossain7942 Před měsícem +1

    যেমন কর্ম তেমন ফল

  • @ummahabibaummahabiba3019
    @ummahabibaummahabiba3019 Před měsícem

    Sura Nisa -14 ayat....
    Er kotha ektu bolen...
    Yatim howar por ei ayat er karon e sompod sob niye nichche amr dadir barir attio..onk julum korchen r mamla diyechen amr babar property newar jonno, ora bole j quaran nitey bolse amr abbur property..
    Amder Life shesh..korse ora beradari haq e jonno..

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      খুবই দু:খজনক। এগুলা বাংলাদেশে খুবই কমন। ওই আয়াতের ব্যাখ্যায় না গিয়েও বলা যায়, কোরআন হলো সমতা ও ন্যায়বিচারের বাণী। এর বাইরে গিয়ে যে ব্যাখ্যা করবে, সেই ব্যাখ্যা বর্জন করতে হবে। উত্তরাধিকার আইন কিন্তু দেশে দেশে পরিবর্তন হয়েছে যুগের চাহিদার কারণে। আর ঐ লোকগুলো দেখবেন সম্পত্তি গ্রাস করার জন্য খুব কোরআন মানছে কিন্তু অন্য বিষয়ে আর কোরআন মানবে না। এটাই হলো ভন্ডামি।

  • @mdehsanDH
    @mdehsanDH Před měsícem +1

    Mashallah .

  • @Two_wheels7373
    @Two_wheels7373 Před měsícem +2

    নাটক ও চলচ্চিত্রে শিশু শিল্পীদের অভিনয়ের সুযোগ যেমন আছে তেমন খেলাধুলায় সাফল্য পেতে হলে বাল্য ও কৈশোরে খেলায় অংশগ্রহণ করতে হয়।

  • @CloserLook-pi1yj
    @CloserLook-pi1yj Před měsícem +2

    খুবই হাস্যকর আলচনা। প্রথমত আপনি একটু সস্তা পাব্লিসিটি পওয়ার জন্য কুরানের একটা সুন্দর দোয়া কে প্রশ্নবোধক করে হেডলাইন করেছেন। এটা খুবই নিন্দনিও কাজ করেছেন।
    আমরা ছোট বেলা থেকে শুনে আসছি শিশু কালের কথা বলা হইছে, আপনি কোথকার কোন আগাছা অনুবাদকের অনুবাদ নিয়া আবুল তলাব করছেন।
    এবার আসেন আসল কথায়- বলা হইছে দোয়া not বদদোয়া! একাটি শিশু কে তার বাবা-মা এক দিন ও যদি আদর -ভালোবাসা দিয়া থাকে দোয়ায় সেটাই আসবে।
    আপনার অবস্থা হচ্ছে তথা-কথিত মোল্লাদের মতো যারা না বুঝে ধম নিয়ে বিতর্ক তৈরী করে।
    এসব বন্দ করে, ভালো চিন্তা করুন। মনে রাখবেন আল্লাহ মানুষ কে খুব সীমিত জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠইছে।

  • @sadianazmi821
    @sadianazmi821 Před měsícem +1

    Very true. I had suffered a lot too.

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      Sorry to hear that

    • @sadianazmi821
      @sadianazmi821 Před měsícem

      It was not bad that much.

    • @sadianazmi821
      @sadianazmi821 Před měsícem

      My parents, especially my mother, suffered in poverty for the very poor earnings of my father. When I got a job just after DU graduation, they emphasised staying with them instead of taking initiation for my marriage. As a result, I got married at about 32 and became a mother at the age of 36. A few other sufferings , worse, I faced in contributing to them. I will be a wife, I will a mother that was less thought matter for them.

    • @sadianazmi821
      @sadianazmi821 Před měsícem

      Now I am happily living. Alhamdulillah. My mother especially blessed me always.

    • @sadianazmi821
      @sadianazmi821 Před měsícem +1

      I lost a few things but got a great reward, my mother's blessings. I believe strongly that gratefulness is a key factor in life.

  • @shymaldas4455
    @shymaldas4455 Před měsícem +1

    সুরা তওবা নিয়ে একটু আলোচনা করবেন।

  • @sirajuddin8537
    @sirajuddin8537 Před měsícem +2

    বাংলায় একটা প্রবাদ আছে অল্প শিক্ষায় ভয়ংকর। বিদেশে দুই একটা ডিগ্রী নিলেই শিক্ষীত হওয়া যায়না।বুঝা যায় ভদ্রলোক নিজের ব্যক্তিগত ক্ষোভ থেকেই বলেছেন। বেশিরভাগ আলেম গণই শিশু বয়স উল্লেখ করেছেন।

  • @TaheraAkter0066
    @TaheraAkter0066 Před měsícem +1

    Allahr kothar Sathe jarijuri kora jay na.Jante jante dekhsi biggo noy Janoar hoy.

  • @Md.mahbubalam-oj3vv
    @Md.mahbubalam-oj3vv Před měsícem +1

    চিন্তাকে শক্তিশালী করার মধ্য দিয়ে মানুষ যেনো কোনো কারনেই বাবা মায়ের প্রতি কর্তব্য থেকে দুরে সরে না যায় সেভাবে যে কোনো বিষয় উপস্থাপন করা বান্চনীয়। তাছাড়া এটাও জানা দরকার বাবা মা ইসলামে বিশ্বাসী না হলেও তাদের প্রতি সন্তানের কি কর্তব্য সেটা সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন সেটাও বিবেচনায় রাখা জরুরী।
    তাই ন্যায়ের কথা উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তালা বাবা মা সম্পর্কে কি বলেছেন সেটা যেনো সঠিক ভাবে ভাবি।

    • @mohammadashrafulalam2822
      @mohammadashrafulalam2822 Před měsícem +1

      দাড়ি ওয়ালাকে ভণ্ড বলছেন। এখানেই তো আপনার পরিচয় পাওয়া যায়। পৃথিবীর সকল নবী রাসূলদের দাড়ি ছিল।

  • @user-le8uf5rb7o
    @user-le8uf5rb7o Před měsícem +2

    Thanks, Sir

  • @ummekzaman6052
    @ummekzaman6052 Před měsícem +1

    Alhamdulillah!!!

  • @kothaification
    @kothaification Před měsícem

    unar explanation is not complete. there are so many issues between the relations. i think he should understand the this 360 degree in respect of all the circumstances

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před měsícem +1

    🎉❤🎉 ছ্যার আমি যাদি কোরআনের অনুসারি হই তবে ঈদ মুবারক দেওয়া যাবে কি???🎉❤🎉

  • @mohammadhelaluddin123
    @mohammadhelaluddin123 Před 16 dny +1

    Just unnecessary talking... Allah onek sohoj korei bolesen...

  • @sanjiidaaalam9800
    @sanjiidaaalam9800 Před měsícem +1

    Bikolpo doa tw achei ,
    "Rabbanagfirli waliwalidayya wa lilmu'minina yaumaa ya qumul hisab" [Sura Ibrahim:41]

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +3

      হুম, আছে। তবে এটি কিন্তু আল্লাহর শেখানো দোয়া নয়। এটি ইব্রাহিম (আ) স্বতপ্রণোদিত হয়ে করেছিলেন। আর সুরা ইসরার দোয়াটি আল্লাহ নিজে সাজেস্ট করেছেন সব সন্তানের জন্য।
      সুরা ইবরাহিমের ওই দুয়াটি নিয়ে এক তাফসিরকারকের মত: ইবরাহীম (আঃ) এই দু’আ তখন করেছিলেন যখন তাঁর কাছে স্বীয় পিতার ব্যাপারে আল্লাহর দুশমন হওয়ার কথা প্রকাশ পায়নি। যখন প্রকাশ পেয়ে গেল যে, তাঁর পিতা আল্লাহর দুশমন, তখন তিনি সম্পর্কছিন্নতা ব্যক্ত করলেন। কেননা যতই নিকটাত্মীয় হোক না কেন, মুশরিকদের জন্য (ক্ষমা প্রার্থনার) দু’আ করা বৈধ নয়।
      তাফসীরে আহসানুল বায়ান

  • @nowrojislam6526
    @nowrojislam6526 Před měsícem +2

    ঢোক গিলার সময় মুখ হতে এক বিশ্রী আওয়াজ বের হয়!! এটা পরিহার করুন। আর, তাওবা করুন, কারন আপনী আল্লাহর শিখানো দোয়ার সাথে দ্বিমতপোষন করছেন।

    • @user-nb6bx4nf9i
      @user-nb6bx4nf9i Před měsícem

      আসলেই। সাথে বিস্রি গন্দও বের হয়ে। আর স্যর একেবারে আপ্নার মুখের সাম্নে এসে সেই গ্নদ ছারেন আর আপনি সেতা খেয়ে ফেলেন

    • @JannatKabir-d6r
      @JannatKabir-d6r Před měsícem +2

      @nowrojislam6526 জনাব নওরোজ ইসলাম, আপনার অত্যন্ত রুচিহীন বাজে নোংরা মন্তব্যটি আমার চোখে পড়লো। একজন মুসলিম যার নামে আবার আছে ইসলাম সে কি করে এতো রুচিহীন হয় সেটি ভেবে কুল কিনারা পাচ্ছি না। আপনি কোরান হাদিস কোনোটা থেকেই কোন শিক্ষা নিতে পারেননি বলেই মনে হচ্ছে।
      দেখুন আল্লাহ কি বলেছেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ওর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন।
      আপনি শুনলেনও না ঠিকমতো,ভালো যা বলেছেন প্রফেসর সেটাও নিলেন না, শুধু নিলেন মুখের গন্ধটুকু। ঢোক গিলার বিশ্রি আওয়াজটুকু। হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন। কেউ কিন্তু তার ঢোক গিলার শব্দ খেয়াল করেননি। আপনিই শুধু করলেন।
      আপনার মতো বুদ্ধিহীন মানুষের জন্য আমার শুধু করুণা হয়।
      আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ভুল বলে থাকলে ক্ষমাপ্রার্থী। তবুও আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার জন্যও দুয়া করবেন। শরীরটা ভালো যাচ্ছে না। ঘুম আসে না।

  • @skabir9258
    @skabir9258 Před měsícem +1

    পিতা ও মাতার ক্ষমার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য কি দোয়া করা যায়। সে বিষয়ে কিছু বলুন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +3

      আপনার বিবেক ও আবেগই আপনাকে সেই পথ দেখাবে। স্রষ্টার সাথে যে সম্পর্ক সেটি ব্যক্তিগত।

    • @mushfiquazaman9597
      @mushfiquazaman9597 Před měsícem +1

      Allah ke sorasori bolun, namajer sijday othoba jekono obosthay, He Allah, tumi aamar Maa Babar vul guli khoma kore dao, tader ke jannat basi koro.

    • @tanvirmohammodhaidersharif559
      @tanvirmohammodhaidersharif559 Před měsícem

      ​@@mushfiquazaman9597সঠিক

  • @soft_ray_technologies
    @soft_ray_technologies Před měsícem +2

    ভাই আপনি হয়তো সত্য সন্ধানী তাই কোরআন গবেষণা করছেন ।
    " তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? [সুরা মুহাম্মাদ - ৪৭:২৪]"
    আপনি কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করেই এই ভিডিও গুলো বানিয়ে আপলোড দিচ্ছেন ।
    সবচেয়ে জটিল ও স্পর্শকাতর একটি বিষয় । জটিল বলেছি এজন্যে -
    "আমি যাদেরকে কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে।
    আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। [সুরা বাকারা - ২:১৪৬]"
    অতীব দুঃখের বিষয় কিন্তু নির্মম সত্য এটাই যে "আত্মসমর্পণ" এর ধর্মটা (আরবিতে যার নাম ইসলাম ) অনেক আগেই ৭৩ ভাগে ভাগ হয়ে গিয়েছে ।
    "তোমাদের এই জীবন বিধান (আরবিতে দীন) তো একই জীবন বিধান (আরবিতে দীন )।
    আর আমি তোমাদের প্রভু , (রব) অতএব তোমরা আমাকে ভয় কর।" [ ২৩ . সুরা মুমিনুন -আয়াত -৫২ ]
    প্রভু ও প্রতিপালক এক জনই । সব এক ঈশ্বর বাদীদের কাছে। তা যে যেই নামে ডাকি না কেন । জীবন বিধান ও একটিই ।
    ঈশ্বর বা স্রষ্টা সার্বজনীন বা সবার। আপনি বা আমি সাইন বোর্ড লাগিয়ে একটি জীবন বিধান এর সেই সার্বজনীনতাকে ক্ষুণ্ণ করি কেন ?
    আত্ম সমর্পিত ব্যক্তিরা (আরবিতে বলে মুসলমান) অনেক আগেই ধর্মটাকে ভাগ করে "যার যার ভার্সন সেরা" সেই দাবীতে অটল রয়েছেন ।
    " তারপর লোকেরা তাদের মাঝে তাদের জীবন বিধান ( দীনকে ) বহুভাগে বিভক্ত করেছে।
    প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে উৎফুল্ল ।" [ ২৩ সুরা মুমিনুন -আয়াত-.৫৩ ]
    প্রতিটি দলই তাদের মত করে অনুবাদ ও ব্যাখ্যা তৈরি করে নিয়েছে। সব থেকে জগাখিচুড়ী অবস্থা হয়েছে অনুবাদের ক্ষেত্রে ।
    আপনি চার বা পাঁচটা তাফসির একসাথে সামনে নিয়ে বসলে দেখবেন আরবি বাক্য হুবহু মিল।
    বাংলা অনুবাদের লাইন গুলি একটা আরেকটার সাথে অমিল । ইংরেজি অনুবাদের লাইন গুলি একটা আরেকটার সাথে অমিল ।
    en.noblequran.org/quran/ লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন।
    খারাপ লাগে যখন নিজের বিবেক প্রশ্ন করে জানতে চায় যে সত্য কোনটা ।
    হুজুর বা শায়খ উপাধি প্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলে আস্তে করে বলে " এই সব বিষয় এত প্রশ্ন করলে ঈমান নষ্ট হয়ে যাবে"
    অথচ কোরআন বলেছে " إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ15.75 আরবি উচ্চারণ ১৫:৭৫। ইন্না ফী যালিকা লা আ-ইয়া-তিল্ লিল্মুতাঅস্সিমীন।
    "নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। [সুরা হিজর -আয়াত - ৭৫]"
    " তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? [সুরা মুহাম্মাদ - ৪৭:২৪] "
    কোরআন চিন্তা করতে উৎসাহিত করছে আর উনারা ঈমান নষ্টের ভয় দেখিয়ে চিন্তা করতে নিষেধ করছেন !
    [সবজান্তা লোকটা আপনাকে কখনই বলবে না যে এই বিষয়টা আমার জানা নাই ]।
    আপনি কোরআন গবেষণা করছেন তাই আপনার কাছে আর একটি বিষয় জানতে চাইব ।
    কোরআন যে ধারাবাহিকতা অনুসারে নাযিল হয়েছে । সেই কপি কি আপনার কাছে আছে ? বা আপনি পরেছেন?
    "পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তাঁর বাক্যাবলী লিখে শেষ করা যাবে না।
    নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সুরা লুকমান - ৩১:২৭]"
    শব্দটা ব্যাবহার করা হয়েছে " কালিমাতুল্লাহ " বা আল্লাহর কালাম বা বানী । যা লিখে শেষ করা যাবে না।
    রহস্য পূর্ণ কথা নয় কি ?
    পি এইচ ডি করতে হইছে আপনাকে প্রফেসরের অধীনে ।
    ধর্ম জ্ঞান পেতে হবে দীক্ষা গুরুর কাছে , আপনার দীক্ষা গুরুর নাম কি ?
    ( সুরা ইউনুস - ১০:১০০) আয়াতে বলা হয়েছে " আর কারও পক্ষে সম্ভব নয় যে,
    আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনবে এবং যারা বুঝে না তিনি আযাব চাপিয়ে দেবেন তাদের উপর ।
    [সুরা ইউনুস - ১০:১০০] " এই আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুমতি ব্যতিত ইমান অর্জন করা কাহারো সাধ্য নাই।
    সুতরাং নিজে ইচ্ছা করলেই মোমিন হওয়া যাবে। প্রচলিত দ্বীনের এই কথাটি কোরানের বিপরীত ।
    আজকে আপাতত বিদায় ।
    মহান প্রভু আপনাকে প্রতিদান দিন।

    • @Harfbyharf
      @Harfbyharf Před měsícem

      Excellent

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      আপনি চিন্তাশীল মানুষ। চিন্তা চালিয়ে যান, বৈপরীত্যের কারণও খুঁজে পাবেন এক সময় ইনশাআল্লাহ।

  • @user-wl2ip3cp1k
    @user-wl2ip3cp1k Před měsícem +5

    বক্তা সাহেব কতটুকু দায়িত্ব পালন করছেন বাবা মার প্রতি এবং তার সন্তানদের প্রতি আর রসূলুল্লাহ সা: এর নসিহত করেছেন সেটার প্রতি?
    সবাইকে যার যার হিসাব দিতে হবে এবং যার যার দায়িত্ব তাকে তাকেই বহন করতে হবে। কুরআনের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা দেয়ার কোনোই সুযোগ নেই।

  • @helpsavebangladeshwithunit4130

    Swagir means little which means begining from birth. You are giving wrong conception of word swagir.

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      What about sin? Saghira sin? Starts from birth?

  • @shahidahmed1766
    @shahidahmed1766 Před měsícem

    ইসলামিক ধারার বাইরে আমরা যারা বাস করি তারা মুসলিম সমাজে বাস করার জন্য মুসলিম তারা মুসলিম হ‌ওয়ার শপথ নেয়নি যেমন এ বিষয়টি আমাদের অধিকাংশের জীবনে সত্য এবং সমাজ মানদন্ড ধর্মনিরপেক্ষতার অতিরিক্ত কিছু না, যেন ইচ্ছা স্বাধীন জীবনযাপন করছি মাত্র। জৈব প্রবনতা ও সামাজিক লোকাচার অনুসরণ করছি মাত্র। "দাড়ি টুপি ও নামাজ রোজা" থাকলেই সে মুসলিম। বাদবাকি আচরণ সব ইচ্ছা স্বাধীন বিষয়। এই প্রেক্ষিত সামনে রেখে কি যুক্তি চলবে? যাদের মুসলিম কি? তার মৌলিক ধারনা নেই। তারা যে চর্চার মধ্যে আছে সে অবস্থায় তাদেরকে ইসলামের খুঁটিনাটি বিষয়ের গ্রামার শিক্ষা দেওয়ার কি অর্থ আছে? বস্তুত:পক্ষে ধর্মের পুণ:রুব্জীবন দরকার! শুভেচ্ছা!

  • @SharifsSpace
    @SharifsSpace Před 19 dny

    "My Lord, have mercy upon them as they brought me up [when I was] small." If i think about your first two years of 100 percent dependency on parents i dont find any problem in this verse. এত প্যাচানোর কি আছে?

  • @Dev22devi
    @Dev22devi Před měsícem +2

    কোরান আল্লাহর বানী।
    তাহলে আল্লাহ কেন বলছে হে আমার রব ?
    বুঝলাম না।
    আল্লাহর রব আছে নাকি ?

    • @salesmobile4965
      @salesmobile4965 Před měsícem +5

      কোরআন নাযিল হয়েছে নবী মুহাম্মদ স: উপর।
      নাযিল করেছেন আল্লাহ।
      আল্লাহ তাকে বলতে বলেছেন হে নবী আপনি বলুন, হে আমার রব।
      অর্থাৎ আপনি কিভাবে চাইবেন সেইটা আপনার সৃষ্টিকর্তা আল্লাহ শিখিয়ে দিচ্ছে। যা শিখিয়ে দিচ্ছে ওই ভাবে চাইতে বলছে। এটার উপর পরিক্ষা হবে। আসা করছি বুঝতে পেরেছেন।

    • @morshed06khan
      @morshed06khan Před měsícem +2

      আপনি যেহেতু প্রশ্ন করেছেন, তাহলে দয়া করে জেনে নিন। আপনার প্রশ্নের উত্তর খুবেই বেসিক তাই কেউ উত্তর দিচ্ছে না। আপনি নিজ থেকেই রিসার্চ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, আর যদি বলে দেই তাহলে আপনার ভুল মন আপনাকে শুধু অযৌক্তিক হিসেবে দেখানোর জন্য উঠে পড়ে লাগবেন। আশা করি পড়বেন নিজের সৎ আগ্রহে।

    • @anwarkhan4837
      @anwarkhan4837 Před měsícem

      কুরআনের আলোকে সন্তানের প্রতি বাবা-মার দায়িত্বকুরআন এবং হাদিসে সন্তানের প্রতি বাবা-মার প্রতি যে দায়িত্ব উল্লেখ করা হয়েছে তা খুবই স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ। কুরআনের আলোকে সন্তানের উপর বাবা-মার কিছু দায়িত্ব নিম্নরূপ:সেবা ও সম্মান করা:কুরআনে আল্লাহ তায়ালা বলেন:"তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন অথবা উভয়ে যখন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তখন তাদেরকে উফ শব্দও করো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো।" (সূরা আল-ইসরা, ১৭:২৩)"আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। (আমি আদেশ করেছি) আমাকে এবং তোমার পিতা-মাতাকে কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কাছেই ফিরে আসতে হবে।" (সূরা লোকমান, ৩১:১৪)দোয়া করা:সন্তানের দায়িত্ব হলো বাবা-মার জন্য দোয়া করা, যেমন কুরআনে উল্লেখ আছে:"এবং বলো: ‘হে আমার পালনকর্তা, তাদের প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন’" (সূরা আল-ইসরা, ১৭:২৪)"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" এর ব্যাখ্যাউক্ত দোয়াটি কুরআনের সূরা আল-ইসরা, ১৭:২৪ এ পাওয়া যায়। এর অর্থ হলো, "হে আমার পালনকর্তা, তাদের (বাবা-মা) প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।"হাদিসের আলোকে সন্তানের দায়িত্বসেবা করা:আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি নবী করিম (সা.) কে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? নবী (সা.) বললেন: "নামাজ সময় মত আদায় করা।" আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোন আমল? তিনি বললেন: "পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা।" (সহিহ বুখারি, হাদিস নং ৫৯৭০)আদেশ মান্য করা:হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "কোন সন্তান তার পিতার অধিকার আদায় করতে পারে না, শুধুমাত্র একটি পরিস্থিতি ছাড়া, যদি সে তাকে দাসত্ব থেকে মুক্ত করে।" (সহিহ মুসলিম)বাবা-মার সন্তানের প্রতি দায়িত্বকুরআন এবং হাদিসে বাবা-মার সন্তানের প্রতি বিভিন্ন দায়িত্বের উল্লেখ রয়েছে:লালন-পালন করা:সন্তানকে সঠিকভাবে লালন-পালন করা এবং তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা।শিক্ষা দান করা:হযরত আনাস (রা.) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি তার সন্তানের জন্য কল্যাণকর শিক্ষার ব্যবস্থা করে, তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে।" (তিরমিজি)ধর্মীয় শিক্ষা প্রদান করা:সন্তানের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বীজ বপন করা।উপসংহারকুরআন এবং হাদিসে সন্তানের প্রতি বাবা-মার দায়িত্ব অত্যন্ত গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে। সন্তানের উচিত বাবা-মার প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের সেবা করা এবং তাদের জন্য দোয়া করা। অন্যদিকে, বাবা-মারও সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা প্রয়োজন। উভয়ের মধ্যে এই পারস্পরিক

    • @anwarkhan4837
      @anwarkhan4837 Před měsícem +1

      "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" দোয়ার ব্যাখ্যাকুরআনের সূরা আল-ইসরা, আয়াত ২৪ এর দোয়া "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" অর্থ হলো, "হে আমার পালনকর্তা, তাদের (বাবা-মা) প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।"দোয়ার প্রকৃত অর্থ ও প্রাসঙ্গিকতাএই দোয়ার মাধ্যমে আল্লাহকে বলা হচ্ছে যেন তিনি আমাদের বাবা-মার প্রতি রহম করেন, যেমন তারা আমাদের শৈশবে লালন-পালন করেছেন। এটি সাধারণভাবে সন্তানের বাবা-মার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করার একটি দোয়া।কঠোর শাসন ও সন্তানের দায়িত্ববাব-মা যদি অত্যন্ত কঠোর হনযদি বাবা-মা সন্তানকে শৈশবে কঠোরভাবে শাসন করে থাকেন, তাহলেও সন্তানের উপর কুরআন ও হাদিস অনুযায়ী তাদের প্রতি সম্মান ও সদ্ব্যবহার করা ফরজ। সন্তানের দায়িত্ব বাবার-মার প্রতি সহনশীলতা দেখানো, তাদের জন্য দোয়া করা এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা।কোরআন ও হাদিসের নির্দেশনাকুরআন:আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন বাবা-মার সাথে সদ্ব্যবহার করতে, তাদের সম্মান করতে এবং তাদের জন্য দোয়া করতে। কুরআনে উল্লেখ নেই যে বাবা-মা যদি কঠোর হন, তাহলে সন্তানরা তাদের প্রতি দয়া প্রদর্শন করবে না।হাদিস:হাদিসে উল্লেখ রয়েছে, নবী মুহাম্মাদ (সা.) বলেছেন, "জান্নাত মায়ের পায়ের নিচে।" (নাসাঈ, ইবনে মাজাহ)এটি নির্দেশ করে যে বাবা-মার প্রতি সম্মান প্রদর্শন এবং দয়া দেখানো একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।উদাহরণ সহ ব্যাখ্যাউদাহরণ ১: কঠোর শাসনেও দোয়া প্রযোজ্যযদি একজন সন্তানের বাবা-মা তাকে শৈশবে কঠোরভাবে শাসন করে থাকেন, তাহলে সন্তানের উচিত হবে এই দোয়া করা: "হে আল্লাহ, আমার বাবা-মা আমাকে শৈশবে কঠোরভাবে শাসন করে থাকলেও, আমি তাদের জন্য আপনার কাছে রহম চাই। আপনি তাদের প্রতি দয়া প্রদর্শন করুন।"উদাহরণ ২: মায়ের কষ্ট সহ্যএকজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন এবং তাকে লালন-পালন করেন। সেই সময়ে তিনি অনেক কষ্ট সহ্য করেন, কিন্তু তার সন্তানকে ভালোবেসে তা সহ্য করেন। সন্তানের উচিত হবে তার মায়ের এই ত্যাগের কথা মনে রেখে দোয়া করা: "হে আল্লাহ, আপনি আমার মায়ের প্রতি দয়া করুন যেমন তিনি আমাকে শৈশবে অনেক কষ্ট সহ্য করে লালন-পালন করেছেন।"উপসংহার"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" দোয়ার অর্থ এবং প্রাসঙ্গিকতা সবসময় সন্তানের প্রতি বাব-মার দয়া ও ভালবাসার প্রতিদান স্বরূপ তাদের প্রতি রহম কামনা করা। কুরআন ও হাদিসে কোথাও উল্লেখ নেই যে বাব-মা যদি কঠোর হন, তাহলে তাদের জন্য দোয়া প্রযোজ্য হবে না। বরং সন্তানের উচিত সবসময়ই বাব-মার প্রতি দয়া প্রদর্শন করা, তাদের জন্য দোয়া করা এবং তাদের সম্মান করা, এটি ইসলামিক আদর্শের গুরুত্বপূর্ণ অংশ।। আমাদের প্রত্যেকেরই জ্ঞানের স্বল্পতা রয়েছে, বিশেষ করে কুরআনের ক্ষেত্রে। আমরা সাধারণ মানুষরা কুরআনের গভীরতা সহজে বুঝতে পারি না। তাই যখন আমরা কোনো আয়াত বুঝতে অসুবিধা বোধ করি, আমাদের বারবার পড়ার চেষ্টা করা উচিত। তবুও যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের ইসলামিক স্কলারদের পরামর্শ নেওয়া উচিত।কুরআনের যে কোনো আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা একেবারেই উচিত নয়। আমি চেষ্টা করি সঠিকভাবে বুঝে কথা বলতে। আমার উদ্দেশ্য হলো শুধু শেয়ার করা, উপদেশ দেওয়া নয়। আমি যা বুঝেছি, তা-ই শেয়ার করি। আমার মধ্যে ভুল থাকতে পারে, এবং যদি আমি ভুল করি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং আমার ভুলটা শুধরে দেবেন।জাযাকাল্লাহ খাইরান।

    • @Dev22devi
      @Dev22devi Před měsícem

      @@salesmobile4965 আল্লাহ সৃষ্টিকর্তা প্রমাণ কি ?

  • @arafhraaj603
    @arafhraaj603 Před měsícem +1

    স্যার আপনাকে ধন্যবাদ। আমার মাথায়ও কয়দিন আগে এই কথাটাই চিন্তা হচ্ছিল। বোন দুলাভাইদের ২২ থেকে ২৫ বছরের ভিতরে বিয়ে কমপ্লিট। কিন্তু আমি এক ছেলে হয়েও বয়স ৩৫ পার হয়ে গেছে, প্রতিকূল পরিবেশে কি করা উচিৎ এটা নিয়ে উদ্বিগ্ন আছি।

    • @arafhraaj603
      @arafhraaj603 Před měsícem

      @iamnobody975 ধন্যবাদ ভাই, অনেকটা সাহস পেলাম। মাথায় সবসময় ওভারথিঙ্কিং আর আপসেট চিন্তা ঘুরতে থাকে। আউট অফ দ্য বক্স কাজ করা ছাড়া উপায় নাই...

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      @arafhraaj603 বুদ্ধের একটা কথা আমার ভালো লেগেছে। বাবামাকে ভালবাসবেন, সম্মান করবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু ডোন্ট গেট এটাচড টু দেম।

    • @maslam6404
      @maslam6404 Před měsícem

      আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিয়েছে,, এখন আপনি মুক্ত তবে পেছনের বাগান আর পাবেন না,, কৌশলে কাজ করে ফেলেছে এখন নিজের ভূবনে অচেনা।।। উপরওলা আপনার সহায় হবে।।

    • @arafhraaj603
      @arafhraaj603 Před měsícem +1

      @@maslam6404 আমিন। ভেতরের আরও অনেক ব্যাপার বলা সম্ভব হয়নি। কিন্তু আপনি ঠিকই ধরে ফেলেছেন। আপনাদের মঙ্গলের জন্যও দোয়া রইলো।

    • @maslam6404
      @maslam6404 Před měsícem

      @@arafhraaj603 আমার অভিজ্ঞতা থেকে বললাম,, আপনি য়া করেন কারো কথায় করেন না নিজের আনন্দের জন্যই দ্বায়িত্ব গুলো করেছেন।। এটা একটা পারলৌকিক সুখ আছে
      । ঘাবড়ানো চলবে না কিছুদিন পর বিয়ে করলে সবাই আপ্নার পর হয়ে যাবে।। তাই কারো উপর দোষ না দিয়ে হিম্মতের সাথে এগোন। আপনি ঐশী সাহায্য পাবেন, এটা সিওর শুধু বীর্যটা সংরক্ষণ করুন নষ্ট করবেন না।।।

  • @afrenezebeen2799
    @afrenezebeen2799 Před měsícem

    You are not right . Some parents may not good but most of the cases parents do the best for their chilren . I found that those parents are good they are suffering in their old age but those parents are not good they gets take care from their children . My parents did everything for their children but in old they suffered for their children naglecies . Even they did not take food , clothes etc . Build big house for their chilren but in old age they did not get proper value . So do not try post such video without earn enough knodledge . May be you are good son . You gave the example of the driver . That mother has not enough trust for her son . If the son earn trust then mother could give permission .

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      I disagree but I will not claim you are wrong. There are two sides of the coin, good and bad. I warned the bad parents, so good parents do not need to worry. I discussed what is relevant to this specific ayat.

    • @afrenezebeen2799
      @afrenezebeen2799 Před měsícem

      It does not matter for me what her you are agree or disagree . Good parents should worry for their bad children . Pirer ghore jalemer Jonno hoi r jalemer ghore pirer jonmmo hoi . So please do not post such post to destroy the society . You do not have right to this . Today you blamed your parents but your parents helped where you would go . Could you be a Dr today ? You are not thankful to your parents . In return what you give to your parents . In social media you blamed to your parents. Then I can guess how good son you are ! You know money only . You are selfish

    • @afrenezebeen2799
      @afrenezebeen2799 Před měsícem

      Funny why you ask me Dadi ?? I am using mother id

  • @Nurana2
    @Nurana2 Před měsícem +3

    এটা নোমান আলী খান অনেক আগেই বলেছেন।

    • @Godblessyou864
      @Godblessyou864 Před měsícem

      জান্তাম না ভাই লিংক্তা দিয়েন

    • @Nurana2
      @Nurana2 Před měsícem

      @@Godblessyou864 CZcams a link deya jay na comment a .. "rabbir ham huma kama rabba Yani sagira Nouman Ali Khan" likhe search den peye jaben ..

    • @hemayetahmedkhan3031
      @hemayetahmedkhan3031 Před měsícem +1

      নওমান আলী নন। ওনার শুদ্ধ নাম হবে ""নোমান আলী খান""

    • @mahbubrh
      @mahbubrh Před měsícem

      ​@@Nurana2দেয়া যায়।।

    • @Nurana2
      @Nurana2 Před měsícem

      @@hemayetahmedkhan3031 জ্বি

  • @nurulalamsiddiki5197
    @nurulalamsiddiki5197 Před měsícem

    আরো একটু ইসলামের জ্ঞান অর্জন ও বিচক্ষন হলে ভিডিওটি আরো ভালো ও গ্রহনযোগ্য হতো। আল্লাহ সবাইকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন-আমিন

    • @nurulalamsiddiki5197
      @nurulalamsiddiki5197 Před 25 dny

      ⁠@iamnobody975: ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি যেটা অনুভব করেছি সেটাই বলেছি কিন্তু ভিডিওর পোষ্টমর্টেম করার মতো যথেষ্ট সময় এবং ইচ্ছা ছিলো না তাই ব্যাখ্যায় যাইনি।ন্যায় বিচারের দন্ডে এ দুআর ক্ষেত্রে @dr. Anisur R. Faroque সাহেব যা বলেছেন তার বিষয়ে আমার কোন দ্বিমত নেই। কিন্তু সন্তানের প্রতি পিতামাতার exploitation এর যে ব্যাখ্যা গুলো দিলেন তার সব গুলোই এই হেডলাইনের আওতায় আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নি।
      অধিকন্তু পিতামাতার অনুগত হওয়ার বিষয়ে যে সকল নির্দেশনা পবিত্র কুরআনে আছে সেখান থেকেও একটু আধটু আলোচনায় আনার সুযোগ ছিলো।
      ছোট বেলায় সন্তানেরা যেই সাধারণ ভুল গুলো করে সে গুলোর সংশোধন এবং প্রয়োজনে শাষন করা যাবে না? এই বিষয়ে ইসলাম কি বলেছেন? আমার মতে উনি শাষণ আর এক্সপ্লয়েটেশন এর তফাৎটা অলোচনায় আনতে পারতেন।
      উনি নিজের বৃত্তির টাকার বিষয়ে তার বড় ভাইকে যেই ভাবে দোষারোপ করলেন তাতে তাকে আর যাই ভাবুন আপনি আমি বিচক্ষন ভাবতে পারি না। অপরের দোষ গোপনের বিষয়ে ইসলামের নির্দেশনা কি তিনি জানেন না না কি মানেন না?
      তার পরিচিত জন যারা তাকে ও তার ভাইদেরকে চিনেন তারা নিশ্চিত ভাবেই বুঝে গেলেন কে কাজটা করেছেন এবং তিনি কাকে নির্দেশ করেছেন।এ ক্ষেত্রে তিনি তার ভাই এর “গীবত” করলেন। গীবতের বিষয়ে ইসলাম কি বলে? ভাইকে এ ভাবে ছোট করাটা তার কাছে ক্রেডিট হলেও আমার কাছে তার বিচক্ষণতার ঘাটতিকেই প্রকাশ করেছে। তিনি ৫ম ও ৮ম শ্রেণীর ০২ টি বৃত্তিতে কতো টাকা পেয়েছিলেন আর তার ভরণপোষনে কতো খরচ হতো সেই হিসাবটা করে তার পরে বক্তব্যটা দেওয়া উচিত ছিলো না কি! অধিকন্তু সংসারে আরো অনেক খরচ আর চাপ থাকে সেটা তার ভাই কি ভাবে কোথা থেকে মেটাতেন সেটাও আমলে আনার এবং বলার সুযোগ ছিলো।তার ভরণপোষনের দায়িত্ব ছিলো তার পিতার ,তার ভাই এর নয়!
      আরো বিষয় আছে বলার, জানতে চাইলে যোগাযোগ করতে পারেন।
      প্রথমতো আপনার নিজের একটা সুন্দর নাম থাকা উচিত ছিলো কিন্তু আপনি”iamnobody975”! আপনি উগ্র বা আক্রমনাত্মক না হয়ে নমনীয় ও ভদ্রচিত কমেন্ট করলেই বরং বেশি ভাইরাল হবেন।কারণ প্রকৃতি উগ্রতাকে বেশিদিন সুযোগ দেন না।
      আমি ভাই খুবই সাধারণ একজন মুসলমান। আল্লাহ ও তার নির্দেশনা সঠিক ভাবে পালন করতে পারছি কি না সেটা ভেবেই ভীতসন্ত্রস্ত থাকি সর্বদা। আপনারা এই দুনিয়াতেই ভাইরাল হন কিন্তু আমার ভাইরাল হওয়ার খায়েশ আর সখ পরকালে-আবারো আপনাকে ধন্যবাদ।

  • @user-di9xn4zf5k
    @user-di9xn4zf5k Před měsícem +4

    আপনার নিজের কথা বলেন , বেশি বুঝবেন না , অনেক বলছেন

  • @Md.mahbubalam-oj3vv
    @Md.mahbubalam-oj3vv Před měsícem +1

    ভুল হলেও বাবা মা। তাই বলে আমাকেও ভুলের রাস্তায় যেতে বলছেন?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      বাবামাকে সতর্ক করেছি কোরআনের বাণীর আলোকে। কোরআনে যে সমতা ও ন্যায়বিচারের বার্তা দেখতে পাই সেটাই বলি। সমতা ও ন্যায়বিচারের বাণী কাউকে ভুল রাস্তায় নিতে পারে না। যে যাবে সে নিজের কারণেই যাবে। ধন্যবাদ।

  • @aklimaakter7242
    @aklimaakter7242 Před měsícem

    স্যার আমার মনে হয় আপনার কনঠের কিছুটা সমস্যা রয়েছে, যা আমার শুনতে একটু অসুবিধা লাগছিলো।

  • @md.mozahedhossain6823
    @md.mozahedhossain6823 Před měsícem

    আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষার জন্য। মারা গেলে পরীক্ষা শেষ। পক্ষান্তরে কুরআন জীবিত মানুষের জন্য উপদেশ। বাবা মা মারা যাওয়ার পরে এ দোয়া করে কি আসলে কোন লাভ হবে। বাবা মা বেঁচে থাকতে দোয়া করা করণীয়। পরীক্ষা শেষ হওয়ার পরে কোন কিছু করা কি কোন লাভ হবে। মৃত মানুষের জন্য দোয়া করার বিষয়ে কোরআনে কি কোন সুস্পষ্ট বিধান দেওয়া আছে। জানালে বাধিত থাকবো।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      আপনার কথায় যুক্তি আছে। এই বিষয়ে আমার নিজস্ব কোনো গবেষণা নেই। ভবিষ্যতে কখনো কিছু পেলে অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ।

    • @tanvirmohammodhaidersharif559
      @tanvirmohammodhaidersharif559 Před měsícem

      যদি আপনার মতামত সঠিক হয়, তবে আমরা নবীদের প্রতি দূরুদ পড়ি কি জন্যে??? আরো গভীর ভাবে বলতে গেলে, দূরুদ এ ইব্রাহীম না পাঠ করলে পরে সালাত পরিপূর্ণ হয় না বলে আলেমদের মত!!! তাহলে পরে কবর বাসীদের জন্য দোয়া করা যাবে না কেন?? ধন্যবাদ।

    • @md.mozahedhossain6823
      @md.mozahedhossain6823 Před měsícem

      ভাই এখানে কোন বিতর্ক করতে আসেনি। আমি জানার জন্যই প্রশ্নটা করেছি। আমার মতামত সঠিক নাও হতে পারে। আপনি সূরা আহযাবের ৫৬ নম্বর আয়াতে রেফারেন্স দিয়েছেন। এখানে সাল্লু করার অর্থ সংযোগ স্থাপন হলে মানে কিন্তু অন্য হয়ে যায়। আমার মনে হয় আল্লাহ তায়ালা বলেছেন আল্লাহ নবীদের সাথে সংযোগ স্থাপন করেছে সুতরাং তোমরাও নবীদের সাথে সংযোগ স্থাপন করো। এভাবে বিষয়টা বুঝলে অনেক সহজ হবে। আমি আবারো বলছি এটা আমার মতামত সঠিক নাও হতে পারে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক।

  • @hosnarahman576
    @hosnarahman576 Před měsícem +3

    এতো আবু যাহেলের বংশধর ! আল্লাহ কোরআনে আমাদের যে দোয়া করতে বলেছেন আর এ যাহেল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে সে দ্বিমত করছে

  • @faisalmridul9137
    @faisalmridul9137 Před měsícem +1

    এই ব্যাখ্যাটা আমি দেয়াতে আমাকে অনেকেই খারাপ বলেছে অভিশাপ দিয়েছে, অথচ আল্লাহ আমার জীবনের মালিক।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      কষ্ট নেবেন না। আমাকেও দিচ্ছে।

  • @HumayunKabir-rq7mr
    @HumayunKabir-rq7mr Před měsícem +3

    কু আলোচনা। ফালতু। আপনি আরো গবেসনা করেন ও মনোযোগি হন।

  • @mohammadashrafulalam2822
    @mohammadashrafulalam2822 Před měsícem +1

    You have thought the whole thing in a straight forward way. But it's not that simple. Quran states few verses on a certain thing but the explanation is very detailed which you can find from many Hadiths. So please read different authentic hadiths. Otherwise you will be misguided as you are now. You are in dark partially. Still you have a lot to know about parents-children rights. There are many many things that you need to know. It seems that you are angry with your parents and siblings. But you shouldn't influence others based on your own experience. At the end I want to say that There is a saying which is like a metaphor that if a child make shoes for his or her mother with his or her own skin he or she won't be able to pay back the debt to his mother. In islam it's mentioned heaven is under the feet of mother. Do you want to disagree Mr Doctorate?

    • @mohammadashrafulalam2822
      @mohammadashrafulalam2822 Před měsícem

      Samna samni ashen, boshen. Apnar shathe scholarder boshiye dibo. Uni bektigoto obhiggota diye byakhkha dichchen. Nobiji (pubh) je bolechen, maayer payer niche sontaner behest, ektu eita bekhkha den.

    • @mohammadashrafulalam2822
      @mohammadashrafulalam2822 Před měsícem

      আয়াত-২৪ অর্থ : তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। সুতরাং আয়াতটি পিতামাতা জীবিত অবস্থায় পিতামাতার জন্য সন্তানের দোয়া হিসাবে তিনি নির্দেশ করেছেন। জীবিত পিতামাতার প্রতি এটির অধিক ব্যবহার তাই কাম্য।

    • @mohammadashrafulalam2822
      @mohammadashrafulalam2822 Před měsícem

      শিশুকালে প্রতিপালনে যে পরিশ্রম করেছেন তার প্রতিদান হিসাবে। কেননা আপনি প্রতিদান ও বদলা দিতে সক্ষম।
      তাৎপর্য
      ইসলামে, পিতামাতাকে সম্মান ও তাদের আনুগত্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একজন মুসলিমের মৌলিক কর্তব্যগুলির মধ্যে একটি। আমরা আমাদের পিতামাতার প্রতি করুণা প্রার্থনার এই দোয়াটি আমাদেরকে আমাদের শিশুকালের কথা মনে করিয়ে দেয়। যখন আমরা অবোধ ছিলাম তখন তারা আমাদের লালন-পালনের সময় তাদের ত্যাগ, ভালবাসা এবং যত্নকে আমাদরে সামনে উপস্থাপন করে। এটি সন্তানদের লালন-পালন ও সার্বিক ক্ষেত্রে পিতামাতার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতার ঋণ স্বীকার করাকে প্রতিফলিত করে।
      এই প্রার্থনাটি পিতামাতার প্রতি দয়া, সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশের উপায়। এটি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে করুণা ও সমবেদনার মূল্যকে জোর দেয়। সেই সাথে আল্লাহ তায়ালার আদেশ পালনের ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা যোগায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন,
      الوالد أوسط أبواب الجنة فحافظ إن شئت أو ضيع
      পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা, তোমার ইচ্ছা হলে এ দরজাকে সংরক্ষণ কর অথবা নষ্ট কর। ( তিরমিজি : ১৯০০)

    • @I_love_bangladesh7777
      @I_love_bangladesh7777 Před měsícem

      আমাদের দেশে হাদিস ও কুরআন এর ব্যাখ্যা একপেশে, শুধু বড়ো দের পক্ষে যায় এমন ভাবে ব্যাখ্যা করা হয়। কিন্তু সন্তান শুধু জন্ম দিয়ে তিন ওয়াক্ত খাওয়ালে বাবা মা হয়া যায় না তাদের প্রতি বাবা মা এর আরো কর্তব্য দায়িত্ব আছে উনি সেটা ই বুঝাতে চেয়েছেন।

    • @mohammadashrafulalam2822
      @mohammadashrafulalam2822 Před měsícem

      অল্প বিদ্যা ভয়ংকরী। আপনাদের দেখে বুঝতে পারলাম। মদিনা ইউনিভার্সিটি, আল আযহার ইউনিভার্সিটি থেকে পাস করে ইসলামিক স্কলার দের লেকচার শুনার পর আপনাদের মত বিভেদ সৃষ্টিকারীদের দেখলে খুব করুনা হয়। নবীজী ( সা:) বলেছেন। হক্কানী আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি। যাদের কাছে আমরা কোরআনের জ্ঞান পাবো। আপনাদের মত লোকজনদের কাছে আমাদের কোরআন জানতে হবেনা। আপনাদের সত্যিকারের জ্ঞানের আলো যেনো আল্লাহ সুবহানাতায়ালা দেন এই দোয়া করি।@iamnobody975

  • @sujauddin9603
    @sujauddin9603 Před měsícem +1

    একটি ছহীহ হাদীছ: হাদীছ নং ৪৭১৮ সুনানে আবু দাউদ, আনাস(রাঃ)এর বর্ণনা: নবীজী বলেছেন তাঁর পিতামাতা নাকি জাহান্নামী l নবীজীর পিতামাতার অপরাধটা কি?? নবীজীর পিতামাতার অপরাধটা হলো নবীজীকে জন্ম দেওয়া !! 🇧🇩🇧🇩

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +5

      খুবই দু:খজনক হাদিস। এই ধরনের হাদিস সহি হোক, জাল হোক, কোনোটাই লিপিবদ্ধ বা প্রচার করা উচিত হয় নাই। এটাকে কি আদৌ হাদিস বলা যাবে? এটা জেনে উম্মতের কী ফায়দা হলো? কোরআন নিয়ে যেমন গবেষণা নেই আলেমদের মাজে, তেমনি হাদিস নিয়েও নেই। গবেষণা করে একটা হাদিস সংকলন করা দরকার ছিলো, যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নবির কাছ থেকে এমন সব নসিহত যা অনুসরণ করলে ফায়দা আছে।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      @Sujauddin
      একজন শহীদকে তার ৭০ জন / সত্তরজন পর্যন্ত আত্মীয়কে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। অথচ নবী-রসূল মোহাম্মদকে তার বাবা-মার জন্য তওবা করার বা জান্নাতের জন্য সুপারিশ করার অধিকার দেওয়া হয়নি। অজ্ঞতার কারণে করা অপরাধে নির্দোষ মা-বাবা জাহান্নামের আগুনে পুড়ে আর্তচিৎকার করছে, আর তার নবী-রসূল সন্তান মোহাম্মদ তার উম্মতদের নিয়ে জান্নাতে আরাম-আয়েশ, আমোদ-প্রমোদে আছে। কোনো সুস্থ মানুষ কি এসব কখনো কল্পনাও করতে পারে?
      ৩৯৪.
      আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্নিত। জনৈক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আমার পিতা কোথায় আছেন (জান্নাতে না জাহান্নামে)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন পিছনে ফিরে যাচ্ছিল, তখন তিনি ডাকলেন এবং বললেনঃ আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে।”
      হাদিসের মানঃ সহিহ মুসলিম
      www.hadithbd.com/print.php?hid=8185
      www.hadithbd.com | Print Hadith | হাদিস নম্বর: 394
      ২১৪৮-(১০৫/৯৭৬).
      ইয়াহইয়া ইবনু আইয়ূব ও মুহাম্মাদ ইবনু আব্বাদ (রহঃ) [শব্দাবলী ইয়াহইয়া-এর] ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আমার প্রভুর নিকট আমার মায়ের জন্য ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করার অনুমতি চাইলে আমার প্রভু আমাকে অনুমতি দান করেননি। আর তার কবর যিয়ারাত করার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দিলেন।
      (ইসলামী ফাউন্ডেশন ২১২৭, ইসলামীক সেন্টার ২১৩০)
      হাদিসের মানঃ সহিহ (Sahih)
      www.hadithbd.com/hadith/detail/?pageNum_mainHadith=7&totalRows_mainHadith=145&book=22=§ion=522
      ১৬৬৩.
      মিকদাব ইবনু মা’দীকারিব (রাঃ) থেকে বর্ণিতঃ
      তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শহীদের জন্য আল্লাহ্ তা’আলার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ আছে। তাঁর প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাঁকে ক্ষমা করা হয়, তাঁকে তাঁর জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব হতে তাঁকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তাঁর মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তাঁর মধ্যকার সবকিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তলোচনা বাহাত্তরজন জান্নাতী হূরকে বিয়ে দেওয়া হবে এবং তাঁর সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তাঁর সুপারিশ ক্ববূল করা হবে।
      সহীহ্‌, আহকা-মুল জানায়িজ (৩৫-৩৬), তা’লীকুর রাগীব (২/১৯৪), সহীহা (৩২১৩)
      এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ গারীব বলেছেন ।
      হাদিসের মানঃ সহিহ হাদিস
      www.ihadis.com:8080/books/tirmidi/chapter/20

    • @mdehsanDH
      @mdehsanDH Před měsícem

      ​@@bonggojbihonggo991sujauddin nijei hindu tomar moto

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      @@mdehsanDH
      ইতর মুমিন মূর্খ,
      কী কারণে আমাকে আপনার হিন্দু মনে হলো ইসলামী মিথ্যাচার না করে থাকলে জানাবেন।
      দ্বিতীয়ত, কে বললো সেই দিকে মনোযোগ দিয়ে মূল প্রসঙ্গ ধামাচাপা দিতে অপচেষ্টা না করে কী বললো সেই বিষয়ে মনোযোগ দিয়ে শিক্ষা ও যোগ্যতা থাকলে আলোচনা করুন।

    • @KhaledMir-sk1uv
      @KhaledMir-sk1uv Před měsícem

      এটি ছহীহ হাদীছ, এই কথাটার কে সত্যায়ন করল।নাম প্রকাশ করুন।

  • @abdulalim749
    @abdulalim749 Před měsícem +3

    কথা শুনে মনে হলো, চায়ের দোকানের আলোচনার, এগুলো ইউটিউবে আনার কি দরকার

  • @hosnarahman576
    @hosnarahman576 Před měsícem +1

    কোরআন গবেষনার কি যোগ্যতা আপনার আছে? ? ?

    • @user-nb6bx4nf9i
      @user-nb6bx4nf9i Před měsícem

      আরেকজন আইছে।নিজের যুজ্ঞতা দেখেন আগে। আপ্নার এই কমেন্ট করার জুজ্ঞতা আছে কিনা। ফ্রি পাইয়া আজকাল যে কেউ ভিদিও দেখে আর কমেন্ট করে।

    • @hemayetahmedkhan3031
      @hemayetahmedkhan3031 Před měsícem +1

      একজন উচ্চ শিক্ষিত লোক কুরআন গবেষণার যোগ্যতা রাখেন। কিন্তু অর্ধ শিক্ষিত কওমি কিংবা দেওবনদী মোল্লাগন কুরআন গবেষনার যোগ্যতা রাখেন না।

  • @tanvirmohammodhaidersharif559
    @tanvirmohammodhaidersharif559 Před měsícem +1

    এই দোয়া টি যে বাবা মা এর জন্য বিপজ্জনক তা আমি এক যুগের ও বেশি সময় ধরে বলে আসছি, কিন্তু সিংহভাগ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আমি নিজের মা বাবার জন্য এই দোয়া করি না। ধন্যবাদ।❤

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      সত্যি নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।

    • @tanvirmohammodhaidersharif559
      @tanvirmohammodhaidersharif559 Před měsícem

      @@Dr.AnisFaroque জ্বী, এ বিষয়ে আমি আমার মা বাবা কে ও বলেছি, হুজুর , আলেম ,মানব জমিন পত্রিকার সাংবাদিক সহ অনেক কে আমি এই বিষয়ে বলেছিলাম। এ ও বলেছিলাম এই আয়াত যে প্রেক্ষিতে, যে নবী বা রাসূল কে ভিত্তি করে আল্লাহ নাযিল করেছেন, গবেষণা করলে হয়তো জানা যাবে , উনার পিতা মাতা হাজারো কষ্টের মাঝে, সত্য ও ন্যায়ের পথে বেহেশতে রাখার মতন লালন পালন করেছেন। কেননা কুরআন হল আদম জাতির জন্য সর্বশেষ এবং নিখুঁত এক সংবিধান, যা আদম আঃ থেকে শুরু করে মুহাম্মদ সাঃ পর্যন্ত, পরীক্ষা নিরীক্ষা, সংযোজন বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জিত করে সর্বকালের, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় ত্রুটি মুক্ত, গ্রহণযোগ্য এবং পবিত্র করে নাযিল করেছেন, যা সংরক্ষণ তথা হেফাজতের দ্বায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামীন স্বয়ং নিয়েছেন। আল্লাহ আমাদের নেক আমলকারী হিসেবে ইহকালে শান্তি এবং বিচার দিবসে মুক্তি সহকারে সাক্ষাৎ দান করুন। আমীন।

  • @zahidmuslim4110
    @zahidmuslim4110 Před měsícem

    গভীর গবেষণা !!!!

  • @MAZENAk-jq8dt
    @MAZENAk-jq8dt Před měsícem +2

    I haven't seen any meaningful discussions the speech is totally disgusting

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      Thank you for your comment. Please just ignore disgusting speech. It is harmful for your health and mind.

  • @badrunnesa3797
    @badrunnesa3797 Před měsícem +2

    অধিকাংশ বাবা-মা সন্তানদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন, গুটিকয়েক বাবা-মা ছাড়া। এই দুয়া আল্লাহ অধিকাংশ বাবা-মায়ের জন্য সন্তানদেরকে করতে শিখিয়েছেন। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করা শিক্ষা দিয়েছেন এবং যে ব্যক্তি তার অন্তরে কারো জন্য আক্রোশ পোষন করবে না তাকে কেয়ামতের দিন বিশেষভাবে পুরুষ্কৃত করা হবে। আমাদের নবী (স)কে কত শতজন তিরষ্কার করেছে,কত আঘাত করছে তবুও তিনি তাদের ক্ষমা করে দিতেন।এসব থেকে কি শিক্ষা পাওয়া যায়? আপনার বাবা-মা আপনার প্রতি অবিচার করেছে তাই আপনি আল্লাহর কুরআনের পবিত্র আয়াতের অপব্যাখ্যা করছেন? আপনি নিজের বাবা-মাকে ক্ষমা করতে পারেন না, আপনি চরম পর্যায়ের আক্রোশী, আপনি সমাজে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে আল্লাহ্ র কাছে ক্ষমা প্রার্থনা করেন কুরআনের আয়াতের অপব্যাখ্যা করার জন্য। আপনি সমাজে ফ্যাসাদ সৃষ্টি করতে পারবেন, আপনার চিন্তাধারা খুব সংকীর্ণ।

    • @mohammahmoyazzemhossain7942
      @mohammahmoyazzemhossain7942 Před měsícem

      আপনি বিষয় আসলে বুঝতে ই পারেন নি আলোচক কি বুজাত

    • @mohammahmoyazzemhossain7942
      @mohammahmoyazzemhossain7942 Před měsícem

      আপনি বুঝতে পারেন নি আলোচক কি বুঝাতে চেয়েছেন

    • @AMARAMI-di5zo
      @AMARAMI-di5zo Před měsícem

      আপনি কি শারমম্য বুঝতে পেরেছেন? ধরুন একজন ৭ বছরের বালক থাকা অবস্থায় আপনার বাবা আপনার মাকে রেখে অন্য একজন মহিলাকে বিয়ে করে অন্য কোথায় চলে যায় আপনার আম্মা ও আপনাকে রেখে আরেকটা বিয়ে করে চলে যায়, তাঁদের প্রতি আপনার অনুভূতি কি হবে? আপনি যদি এই দোয়া টা করেন থক্ষন কি হবে একবার চিন্তা করুন

    • @munirhossain803
      @munirhossain803 Před měsícem

      আয়াতের সহজ সরল ব্যাখ্যাকে জটিল ও বিভ্রান্তিকরভাবে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। সার্বজনীন সত্য বলতে যা বোঝায় তার বিপরীতে ব্যতিক্রমকেই সার্বজনীন হিসেবে দাঁড় করানোর চেষ্টা আসলে উদ্দেশ্যপ্রণোদিত।

    • @badrunnesa3797
      @badrunnesa3797 Před měsícem

      ​@@mohammahmoyazzemhossain7942তিনি যা বুঝিয়েছেন তা স্পষ্ট, আপনার মতামত কেউ চায়নি।

  • @Md.mahbubalam-oj3vv
    @Md.mahbubalam-oj3vv Před měsícem

    কোরআনের কোথায়ও কি লিখা আছে? কখন তাদের (মা বাবার) বিরুদ্ধে কথা বলা যাবে?
    কোথায় আল্লাহ তালা বাবা মার অবস্থান দিয়েছেন?
    কেউ ভুলের উর্ধে নয়।
    ইব্রাহিম আ: সাথে তার বাবা যে আচরন করেছেন তিনি কি তা করেছেন?
    সন্তান সে তার কাজ করবে আল্লাহ র নির্দেশের আলোকে এবং ন্যায় বিচারটা আমরা এ ব্যাপারে অন্তত আল্লাহ র উপর ছেড়ে দিলে হয় না?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      ন্যায়বিচার তো আল্লাহই করবেন। আমি শুধু সতর্কতার বার্তাটুকুই কোরআনের আয়াত থেকে অনুধাবন ও প্রচার করতে চেয়েছি। বিষয়বস্তুর মধ্যেই উদ্দেশ্য পরিষ্কার। আমাদেরকে চিন্তার জায়গাটা শক্তিশালী করতে হবে।

    • @tanvirmohammodhaidersharif559
      @tanvirmohammodhaidersharif559 Před měsícem

      ​@@Dr.AnisFaroqueসহমত

    • @tanvirmohammodhaidersharif559
      @tanvirmohammodhaidersharif559 Před měsícem

      ভাই আপনার মতামত অনুযায়ী দূনিযাতে যা অন্যায় অত্যাচার হোক, বিচার টা আল্লাহর কাছে ছেড়ে দিলেই তো পারি, খামাখা থানা পুলিশ, আইন আদালত, নালিশ শালিস করতে যায় কেন????? ধন্যবাদ

    • @AbdullahSarowar
      @AbdullahSarowar Před měsícem

      ইনশাআল্লাহ

  • @Dr.ReazulAlamUzzal
    @Dr.ReazulAlamUzzal Před měsícem +1

    আপনি বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলাম বিদ্বেষের প্রচেষ্টা চালাচ্ছেন।

    • @abubakarsiddique2850
      @abubakarsiddique2850 Před měsícem +1

      আপনি সঠিক কথা বলেছেন

    • @I_love_bangladesh7777
      @I_love_bangladesh7777 Před měsícem +2

      আপনার চিন্তা ভাবনা তে সমস্যা আছে। আপনি ভালো ভাবে ভেবে দেখুন উনি ঠিক ব্যাখ্যা দিয়েছেন

    • @mdehsanDH
      @mdehsanDH Před měsícem

      😂😂😂😂 eita islam bidesh?? Apnar matha thik ase?

    • @mohammadabdurrahman3282
      @mohammadabdurrahman3282 Před měsícem +2

      আল্লাহর ওয়াস্তে ইকটু মুক্ত ভাবে চিন্তা করে দেখুন উনি কুরআনের পক্ষে বলেছেন না-কি কুরআনের বিপক্ষে বলেছেন। আর যদি কোনো মাদ্রাছা বা গতানুগতিক আলেম নামধারীদের বানানো ব্যাখ্যায় অভ্যস্ত হোন তাহলে এই আলোচনা আপনার হজম হবে না।

  • @farhadreza236
    @farhadreza236 Před měsícem +1

    আপনার কন্টেন্ট বুঝার থেকে, নেভেটিভ ভাইব ছড়াবে বেশি, সুতরাং আল্লাহই প্রজ্ঞাময়।

  • @MdSayeedSikder
    @MdSayeedSikder Před měsícem +1

    যদি দিয়ে তর্ক জুড়ে দেয়া। এভাবে না হয়ে সেভাবে ভালো হতো এটা বলার অধিকার কোনো মানুষের আছে নাকি? ফালতু বিতর্ক গায়ে পড়ে। অসার কথা বার্তা চালাচ্ছে আলোচক।

    • @shaikhtariq-8495
      @shaikhtariq-8495 Před měsícem +2

      বাংলাদেশের সকল বাবা-মা খুব ভালো তাহলে চোখ ডাকাত ঘুষখোর ঘুষখোর অর্থ আত্মসাৎ কারী বেনজির দের কি হবে?

    • @Godblessyou864
      @Godblessyou864 Před měsícem

      মানুষের অধিকার নাই। গরু ছাগলের।আছে।

    • @mdehsanDH
      @mdehsanDH Před měsícem

      Too much disgusting comment.

  • @user-td8pp7wb9v
    @user-td8pp7wb9v Před měsícem +1

    আপনি তো নেগেটিভ মাইন্ডে আলোচনা করছেন।
    এখানে নেগেটিভ মাইন্ডে কথা বলার কোন সুযোগ নাই।
    পিতা মাতার কল্যান কামনাই হছছে মূল কথা।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      কোরআনের ০৯ঃ২৩ আয়াতে আল্লাহ তার ঈমানদার বান্দাকে তাদের কাফের পিতা ও ভাইদের অভিভাবকত্ব ত্যাগ করতে আদেশ করেছে৷ যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা সীমালংঘনকারী বলেছে। যদিও
      ১৫ঃ১৫ আয়াতে দুনিয়াতে কাফের-মুশরিক পিতা-মাতার সাথে সদ্ভাবে সহঅবস্থান করতে বলা হয়েছে, কিন্তু অন্য মুসলমানদের দ্বারা ঐ কাফের-মুশরিকরা আক্রান্ত হলে সন্তানের অবস্থান কী হবে সে বুঝা স্বাভাবিক। কারণ আল্লাহ কাফের-মুশরিকদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে একাধিক আয়াতে মুসলমানদেরকে আদেশ করেছে।
      ০৯. সূরা আত-তওবাহ
      ২৩. হে ঈমানদারগণ! তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবকরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালবাসে। আর তোমাদের যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা সীমালংঘনকারী।
      ১৫. সূরা লোকমান
      ১৫. পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো।
      ২৯. সূরা আল-আনকাবুত
      ০৮. আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।
      কোনো সন্তান অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে আশঙ্কা করলে ঐ সন্তানের চেয়ে মহত্তর,পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান প্রত্যাশায় অবাধ্য, কাফের সন্তানটিকে হত্যা করা আল্লাহ অনুমোদন করে।
      ১৮. সূরা কাহ্ফ
      ৭৪. অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন একটি বালকের সাক্ষাত পেলেন, তখন তিনি তাকে হত্যা করলেন। মূসা বললেন? আপনি কি একটি নিস্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই? নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন।
      ৮০. বালকটির ব্যাপার- তার পিতা-মাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে, সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে।
      ৮১. অতঃপর আমি ইচ্ছা করলাম যে, তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর, তার চাইতে পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক।
      উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
      কোরআনুল করীম
      অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
      onushilon.org/corpus/trans/koran/koranind.htm

    • @mdehsanDH
      @mdehsanDH Před měsícem

      ​​@@bonggojbihonggo991😂😂😂 tumi time waste korteso ar kisui na. muslim ra eto boka na je tomar baseless comment pore missguided hoye jabe

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      ​@@mdehsanDH
      Baseless শব্দের অর্থ কি জানেন?
      কোরআনের আয়াতের ভিত্তিতে সংশ্লিষ্ট আয়াত উল্লেখ করেই মন্তব্য করেছি।
      আমার মন্তব্যটি কোনো স্কুল ছাত্রকে দিয়ে পড়িয়ে জেনে-বুঝে নিন।

    • @mdehsanDH
      @mdehsanDH Před měsícem

      @@bonggojbihonggo991 baseless coz quran is not a simple book of some sentences. Quran emon ekta holy book jeta only translate kore porlei hobe na apnak complete tafsir porte hobe. Quran kiye apnar complete kono knowledge nai apni just copy paste korsen from internet what you have found. Quran er partial sentence pick kore tar upor base kore comment tarai kore jara quran ke completely jane na.jara islam ke completely jane na. For example apni bolsen quran bolse sob kafer mushrikder hottta korte. Did you read in detail? Er tafsir porsen? Never.apni partial setence quote korsen

  • @selimselim354
    @selimselim354 Před měsícem +2

    অর্থহীন
    ফালতু
    আলোচনা৷

  • @Weak269
    @Weak269 Před měsícem +1

    মানুষকে গোমরাহ করেছেন কেনো

  • @khabirhossain3946
    @khabirhossain3946 Před měsícem +3

    আপনার গবেষণা শুনে আমাদের ইমান নষ্ট হচ্ছে। আপনার মত এমন গবেষক থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক।

    • @KhaledMir-sk1uv
      @KhaledMir-sk1uv Před měsícem +1

      থাকুন দুরে,এর জন্য কমেন্ট করে দুরে যেতে হবে।এ কেমন কথা।

    • @KhaledMir-sk1uv
      @KhaledMir-sk1uv Před měsícem

      @iamnobody975 কবির হুসেন কে যদি জিজ্ঞেস করা হয়।ইমানের সংগা বলুন।
      বলতে পারবে না।তার আবার ইমান নষ্ট হয়ে যাই।কুরআনের কথা শুনে।
      আর্চয্য প্রতিবা।

    • @mosbberhossain
      @mosbberhossain Před měsícem

      Read quran before comment.

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      @Khabir Hossain
      মিথ্যাচারপূর্ণ গালগপ্পে বিশ্বাস না করে সত্য জেনে গ্রহণ করতে শিখুন।

  • @munshikamruzzaman3524
    @munshikamruzzaman3524 Před měsícem +1

    Jay saab baba maa chaladar banchita korachha tara baap mayar jonya dowa chaibana mana korla, etato faraz noy chaita haba? Urekta katha maap maa santanka duneata nea asachha sai kritaggabodh chhaladar thaka uchit.

  • @mdehsanDH
    @mdehsanDH Před měsícem +2

    Proud to be a muslim.alhamdulillah

  • @mdehsanDH
    @mdehsanDH Před měsícem +3

    Very nice explanation..❤❤pls ignore some comments.most of them are non muslims although use muslim fake name...

    • @Godblessyou864
      @Godblessyou864 Před měsícem +1

      হা কিছু লক আজাইরা চিল্কাইতে আসে

  • @wilderness-bd
    @wilderness-bd Před měsícem

    who the hell you are criticizing Quran

    • @I_love_bangladesh7777
      @I_love_bangladesh7777 Před měsícem

      He is critisizing positively.you are taking negative way

    • @badrunnesa3797
      @badrunnesa3797 Před měsícem

      He is the devil, that's why he is trying to change Allah's command. His face shows that how pious he is! Definitely Allah will punish him because of his evil deed, and Allah will surely punish them also who support this devil in guise of man.

  • @user-df6jz5gg5x
    @user-df6jz5gg5x Před měsícem +1

    Beshir vag baba ma vai bon selfish. Istri putrorai apon. Narira shoytaner doshor.

  • @salesmobile4965
    @salesmobile4965 Před měsícem +2

    আপনার একটি উদাহরণ খুব অযৌক্তিক ও অকৃতজ্ঞ হওয়ার মতো। আপনি বললেন আপনার ভাই আপনাদের পরিবার পরিচালনা করতো। আপনার বৃত্তির টাকা আপনার ভাই খেয়ে ফেলতো। বাবা, মা কিছু বলতো না। কিন্তুু আপনার ভাই আপনাদের পরাশুনা, পরিবার পরিচালনা করতে গিয়ে হয়তো আপনার টাকায় কিছুটা উপকার হইতো। তাই দিতো না। আপনার এই উদাহরণ টি যৌক্তিক মনে হলো না। বাকি কথাগুলো মোটামুটি ভালো লেগেছ।

    • @salesmobile4965
      @salesmobile4965 Před měsícem

      @iamnobody975 ধারনা কোথায় করলাম...? আমিতো ওনার কথার মধ্যে যা পেলাম, তাই বললাম

    • @SohanYoutuber1
      @SohanYoutuber1 Před měsícem

      @iamnobody975ভিডিও পুরোটা মনোযোগ দিয়ে না দেখা এবং টেনে টেনে দেখার ফল😪 হবেই তো, শর্ট ভিডিও দেখে অভ্যাস🙄🙄

    • @tanvirmohammodhaidersharif559
      @tanvirmohammodhaidersharif559 Před měsícem +1

      নিশ্চয়ই করো ইচ্ছার বিরুদ্ধে হক নষ্ট করা ইসলাম সমর্থন করে না। আর যারা হক প্রতিষ্ঠায় বিমূখ নিশ্চয়ই তার ও অপরাধী??? আল্লাহ ই একমাত্র ন্যায় বিচারক। ধন্যবাদ

  • @sirajulislam.1498
    @sirajulislam.1498 Před měsícem +2

    আপনার এই বক্তব্য শুনে অন্যান্য শ্রোতারা কি রিমার্ক পাস করেছেন সেটা আমি দেখছি না। তবে আমি বলবো এই আয়াতের ব্যাখ্যা আপনি সঠিক দিতে পারেননি। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি কোরআন নিয়ে আরো গবেষণা করুন এবং নামকরা তাফসীর কারকদের তাফসির দেখুন।

    • @yahmed4274
      @yahmed4274 Před měsícem

      কয়েকজন সঠিক তাফসির কারকের নাম বলেন তো দেখি?

  • @MdAbuTalebHosen.
    @MdAbuTalebHosen. Před měsícem

    আজকে প্রথম আমি আপনার লেকচার শুনলাম এবং সাথে সাথে আপনাকে সাবস্ক্রাইব করলাম। ইউটিউব এ আমার দুইজন পছন্দনীয় বক্তা আছেন একজন হচ্ছেন সজল রওশন আর এখন হচ্ছেন আপনি। আপনার অনেক অনেক মঙ্গল কামনা করি।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

  • @BAPPI776
    @BAPPI776 Před měsícem

    ❤❤❤