১২০০ বছরে কোরআনের যে কথা কেউ বলেনি: কোরআন থেকে জান্নাত ও জাহান্নামে যাওয়ার এক আশ্চর্য সূত্র

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • সমগ্র কোরআনকে নিজস্ব গবেষণার আলোকে একটি চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে।
    কোরআনে সাফল্য ও ব্যর্থতা, যা কিনা বেহেশত ও দোজখ লাভ, সেটির আলাদা আলাদা কিন্তু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। তবে সেগুলো কোরআনের নানা জায়গায় ছড়িয়ে আছে। সেই ছড়ানো ছিটানো রত্নগুলোকে একসাথে করে একটি সামগ্রিক ব্যাখ্যা করা হয়েছে। একটি আশ্চর্যের বিষয় হচ্ছে, ব্যর্থতা ও সাফল্যের এই সূত্রের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, দ্বিচারিতা নেই। আপনি যদি সাফল্যের সূত্রের বিপরীত কাজ করেন তবে তা হয়ে যাবে ব্যর্থতার কারণ, সূত্র। আবার ব্যর্থতার কারণ থেকে বেচে থাকলে আপনি সাফল্য লাভ করবেন।
    এটাই আশ্চর্যের ব্যাপার যে, এতো বড়ো কোরআনে এভাবে সাফল্য ও ব্যর্থতার সূত্র লুকায়িত ছিলো এবং বিপরীত দুটি বিষয়ের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট দেখা দেয়নি।
    ১২০০ বছরের কোরআনের ইতিহাসে কোরআনিক জ্ঞানের এটাই সবচেয়ে বড় আবিষ্কার নয় কি, যা ফলো করলে একজন সাধারণ প্র‍্যাকটিসিং মুমিন বান্দা পথভ্রষ্ট হবে না। আর খুঁজে পাবে সাফল্যের পথ, বেচে থাকতে পারবে ব্যর্থতার গ্লানি থেকে। অনন্ত জান্নাতই হবে তার ঠিকানা।
    #quranicwisdom #islaminbangla #banglaquran #qurantranslation #quran #quranic #কোরআন #কুরআন

Komentáře • 112

  • @mohammadabdurrahman3282

    আমিও আপনার সাথে একমত, এরকম আলোচনা আমাদের যে কি পরিমান দরকার ! নিশ্চয়ই, আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছেন আর তাই আপনি এসেছেন।

  • @firozchowdhury2599

    আপনি সমালোচনা থেকে মুক্ত থাকার কথা বলেছেন- কিন্তু আপনার কথায় মোল্লাদের প্রতি সমালোচনা কিঞ্চিৎ প্রকাশ পেয়ে গেছে। আমরা যেহেতু মানুষ, দোষত্রুটি নিয়েই বসবাস তাই এটিকে আমি বড় করে দেখছি না, আমার মনেহয়েছে, আপনার গবেষণা অসাধারণ, এটি অর্জনে আপনি পরিশ্রম করেছেন, যেটা নিশ্চিতভাবে প্রশংসনীয়, কিন্তু এই লব্ধ জ্ঞান আপনার কথার সুরের মাঝে কিঞ্চিৎ অহংকার প্রকাশ করে দিয়েছে! আমার ভাবনার ভুল হতে পারে যদিও আমি মনোযোগ সহকারে আলোচনা শুনেছি। এবং আমি আমার জন্য গুরুত্বপূর্ণ গুনটি খোঁজার চেষ্টা করেছি- সেখানে আমি পেয়েছি- হৃদয়ের সংকীর্ণতা মুক্তা থাকা, যার মূল উপাদান - সমালোচনা (কিংবা এর বিপরীত অহংকার) মুক্ত থাকা, অন্যের প্রশংসা করা।

  • @ZaheerKhan54556
    @ZaheerKhan54556 Před 14 dny

    ১২০০ বছরে??

  • @alamgirkabir5492
    @alamgirkabir5492 Před 4 hodinami

    আপনার জ্ঞানগর্ভ আলোচনা আমাদের কোরআন বুঝতে যথেষ্ট সাহায্য করে। ধন্যবাদ।

  • @mdkhalifa93
    @mdkhalifa93 Před 21 dnem +1

    খব সুন্দর কন্টেন্ট। বাট, সাউন্ড বেশ কম।

  • @ImrulKayes-tv9yk

    বেশ ভালো আলোচনা

  • @mamunhosen1559

    আপনার প্রতিটা ভিডিওতে সাউন্ড এতো বাজে কেন??

  • @sgaming6001

    শুধু কোরআনের তে বুঝাইবার চেষ্টা করবেন

  • @jamanashraf3095

    Khub sundor kore bujhai sen aro valo valo koran er kotha niye asben

  • @skbablurrahman9261

    জাযাকাল্লাহ খয়েরী। গবেষণা টা ভালো লেগেছে!

  • @user-ko7oz3eo6g
    @user-ko7oz3eo6g Před 21 dnem +1

    স‍্যার সত‍্য জেনেগেলে ধর্মন্ধদের ধর্ম ব‍্যাবসা বন্ধ হয়েজাবে তই সাবধানে থাকবেন

  • @user-ko7oz3eo6g
    @user-ko7oz3eo6g Před 21 dnem

    স‍্যার সত‍্য জেনেগেলে ধর্মন্ধদের ধর্ম ব‍্যাবসা বন্ধ হয়েজাবে তই সাবধানে থাকবেন

  • @2ndQuran

    ভাইজান এখানে যালিকাল কিতাবের কথা বলা হয়েছে যা লহহে মাফুজে সংরক্ষিত বাট দুনিয়ার আক্ষরিক কিতাবের কথা বলা হয়নি।।। সব আউলা জাওলা কথা বার্তা

  • @user-zw9nq4mn2n

    How I can get your books?

  • @abrarkhanofficially5891

    প্রশ্ন -

  • @MdSayeedSikder

    আপনার দুটো ভিডিও দেখলাম। যতটুকু বুঝতে পারলাম আপনার ভিডও দুইটি দেখে, তা হলো আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে মুসলমানদের ব্যবহারিক জীবনে ধর্মের আলোকে অসঙ্গতি ও ত্রুটিগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরতে চান।

  • @lutforrahman109

    The way to success in Quran is ganimat and honor.

  • @munirahmed6214

    No sir I am not agree with you about the fuking Quran

  • @tourvideo1970

    আরেকজনের জমি নিজ নামে খারিজ করে নিতে আপনি তথা আহলে কোরআন গ্রুপ ওস্তাদ। মুসলিমদের ধর্ম আপনি খারিজ করে নিতে পারবেন না।

  • @tourvideo1970

    শ‍্যামল গমেজ, কিছু অমুসলিম আছে যাদের নাম হয়তো শ‍্যামল গমেজ ইউ টিউবে নাম রেখেছে ওসমান। এরা বলে মোহাম্মদকে মানতে হলে প্রয়োজনে ইসলাম ছেড়ে দেবো, তবু মোহাম্মদকে মানবো না। এইবার ভাবুন, শ‍্যামল গমেজ ইসলাম ছেড়ে দেবে!