Sri Ramakrishna Aratrikam (Vesper Service of Ramakrishna Order) || Belur Math || www.belurmath.org

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2012
  • Sri Ramakrishna Aratrikam (Prayer of the Ramakrishna Order). After establishing the main monastery of the Ramakrishna Math at Belur, Swami Vivekananda introduced certain rituals which
    have now become a tradition in all the branches, too. One of these is short worship to
    Sri Ramakrishna at dusk, followed by waving of lamps and other puja materials before the deity
    to the accompaniment of music. Swamiji himself composed the text of the song and also set it to music. It has now become well known as the Khandana-bhava-bandhana-stotra, and is
    sung all over the word in the monasteries of the Ramakrishna Order, during the evening service.
    ===========================
    Lyrics in English:
    Khandana Bhava Bandhana Jaga Vandana Vandi Tomaaya
    Khannddana-Bhava-Bandhana Jaga-Vandana Vandi Tomaaya |
    Niran.jana Nara-Ruupa-Dhara Nirgunna Gunnamaya ||1||
    Mocana-Agha-Duussanna Jaga-Bhuussanna Cid-Ghana-Kaaya |
    Jnyaana-An.jana-Vimala-Nayana Viikssanne Moha Jaaya ||2||
    Bhaasvara Bhaava-Saagara Cira Unmada Prema-Paathaara |
    Bhakta-Arjana-Yugala-Caranna Taaranna-Bhava-Paara ||3||
    Jrmbhita-Yuga-Iishvara Jagad-Iishvara Yoga-Sahaaya |
    Nirodhana Samaahita-Mana Nirakhi Tava Krpaaya ||4||
    Bhan.jana-Duhkha-Gan.jana Karunnaa-Ghana Karma-Katthora |
    Praanna-Arpanna-Jagata-Taaranna Krntana-Kali-Ddora ||5||
    Van.cana-kaama-Kaan.cana Ati-Nindita-Indriya-Raag |
    Tyaag-Iishvara He Nara-Vara Deha Pade Anuraag ||6||
    Nirbhaya Gata-Samshaya Drddha-Nishcaya-Maanasavaana |
    Nisskaaranna Bhakata-Sharanna Tyaji Jaati-Kula-Maan ||7||
    Sampada Tava Shrii-Pada Bhava Goss-Pada-Vaari Yathaaya |
    Prema-Arpanna Sama-Darashana Jaga-Jana-Duhkha Jaaya ||8||
    Namo Namo Prabhu Vaakyamanaatiita
    Manovacanaikaadhaara
    Jyotira Jyoti Ujala Hrdikandara
    Tumi Tamobhan.janahaara ||9||
    Dhe Dhe Dhe Lamga Ramga Bhamga Baaje Amga Samga Mrdamga
    Gaaiche Chanda Bhakatavrnda Aarati Tomaara ||
    Jaya Jaya Aarati Tomaara
    Hara Hara Aarati Tomaara
    Shiva Shiva Aarati Tomaara ||10||
    ==============================
    Lyrics written by Swami Vivekananda:
    খন্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায় ।
    নিরঞ্জন, নররূপধর, নির্গুণ গুণময় ।।
    মোচন-অঘদূষণ জগভূষণ চিদ্‌ঘনকায় ।
    জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণে মোহ যায় ।।
    ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম-পাথার।
    ভক্তার্জন-যুগলচরণ, তারণ ভব পার ।।
    জৃম্ভিত-যুগ-ঈশ্বর জগদীশ্বর যোগ সহায় ।
    নিরোধন, সমাহিত মন, নিরখি তব কৃপায় ।।
    ভঞ্জন- দুঃখগঞ্জন, করুনাঘন কর্ম কঠোর ।
    প্রাণার্পণ-জগৎ-তারণ, কৃন্তন -কলিডোর ।।
    বঞ্চন- কাম কাঞ্চন, অতিনিন্দিত ইন্দ্রিয় রাগ
    ত্যাগীশ্বর, হে নরবর, দেহ পদে অনুরাগ ।।
    নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়মানসবান।
    নিস্কারণ ভকত শরণ, ত্যাজি জাতি কুলমান।।
    সম্পদ তব শ্রীপদ, ভব গোষ্পদ বারি যথায় ।
    প্রেমার্পণ, সমদরশন, জগজন দুঃখ যায়।।
    Meaning:
    We salute Thee!
    Lord! Adored of the world,
    Samsâra's bondage breaker, taintless Thou,
    Embodiment of blessed qualities,
    Thou transcendest all Gunas; human form
    Thus bearest.
    Thee we salute and adore!
    Refuge of mind and speech, Thou art beyond
    The reach of either. Radiance art Thou
    In all radiance that is. The heart's cave
    Is by Thy visitance resplendent made.
    Verily Thou art that which dispelleth
    The densest darkness of Tamas in man.
    Lo! In variety of melody
    Forth-breaking in fine harmony most sweet,
    Hymns of Thy devotees, accompanied
    By Mridanga[1] playing with music's grace,
    Fill the air, in evening worship to Thee.
    One glancing vision at Thine eyes divine
    Cleared by the collyrium of Jnâna
    Defies delusion. O thou blotter-out
    Of all the taints of sin, Intelligence
    Pure, unmingled is Thy form. Of the world
    Thou art embellisher. Self-luminous
    Art Thou. O Ocean of feeling sublime,
    And of Love Divine, O God-maddened One,
    Devotees win Thy blessed feet and cross
    Safely the swelling sea of Samsara.
    O Lord of the world, though Thy Yoga power
    Thou shinest as the Incarnation clear
    Of this our time. O thou of strict restraint,
    Only through Thine unstinted grace we see
    The mind in Samâdhi completely merged ;
    Mercy Incarnate! austere are Thy deeds.
    Thou dealest to the evil of Misery
    Destruction. Kali's[2] binding cords
    Are cut by Thee asunder. Thine own life
    Thou gavest freely, O sweet Sacrifice,
    O best of men! O Saviour of the world!
    Devoid wert Thou of the idea of sex,
    Thought of possession charmed Thee not. To Thee
    Obnoxious was all pleasure. Give to us,
    O greatest among Tyâgis,[3] love intense
    Unto Thy sacred feet ; give, we implore!
    Fearless art Thou, and past all gloom of doubt ;
    Thy mind is wrapt in its own firm resolve ;
    Thy lovers, whose devotion mounts above
    The realm of reason, who renounce the pride
    Of caste and parentage, of name and fame-
    Their safe refuge art Thou alone, O Lord!
    My one true treasure is Thy blessed feet,
    Reaching which the whole universe itself
    Seems like a puddle in the hollow made
    By hoof of passing cow.
    O offering
    To Love! O Seer of equality
    In all! O verily, in Thee the pain
    And evil of this mortal world escapes,
    And vanishes, O cherished One.
    Notes
    [1] A kind of drum.
    [2] Of the Iron Age.
    [3] Renouncers.
    See full text here: vedantaprov.org/wp-content/up...

Komentáře • 4,4K

  • @rkmndp
    @rkmndp  Před 11 měsíci +361

    আমরা দুঃখিত, এই চ্যানেলটিতে আমরা কোন বিজ্ঞাপন দিই না, এবং কোন monetizationও আমরা করি নি, সুতরাং ভিডিওতে বিজ্ঞাপনে আমাদের কোন নিয়ন্ত্রণ নেই, আমরা চাইলেও বিজ্ঞাপন বন্ধ করতে পারছিনা, তবু আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।

    • @swagatasaha6349
      @swagatasaha6349 Před 11 měsíci +18

      yes if u can ensure that there will not be any advertisement...it would be very good and it is desirable also...thanks🙏🙏🙏

    • @debnathmukherjee2965
      @debnathmukherjee2965 Před 11 měsíci +23

      ঠাকুরের আরতির মাঝে বিজ্ঞাপন একদম ভালো লাগে না। বিজ্ঞাপন টা বন্ধ হলে খুবই কৃতার্থ হব।

    • @kankachakroborty664
      @kankachakroborty664 Před 10 měsíci +6

      thakur ram krishna aarti! 😢

    • @kankachakroborty664
      @kankachakroborty664 Před 10 měsíci +4

      ram krishna thakur 7:04

    • @kankachakroborty664
      @kankachakroborty664 Před 10 měsíci +2

      joy guru Dada🙏

  • @sampadas3821
    @sampadas3821 Před 2 lety +1199

    আমার কাছে এই আরিত্রিক স্তব মহামৃতুঞ্জয় মন্ত্রের মতন ... কভিডে আমি আর আমার হাসব্যান্ড দুজনেই একসাথে আইসিইউ তে অ্যাডমিট হয়েছিলাম...১৪ দিন পর আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম কিন্তু আমার হাসব্যান্ড কোমাতে চলে গিয়েছিল পুরো ৬দিন... ১৭দিন ভেন্টিলেশনে ছিল..ঠাকুরের কৃপায় পুরো ৪০ দিন হসপিটালে থেকে বাড়ি ফিরলো...তারপরও ৪ বার হসপিটালে ভর্তি হতে হয়েছিল...দুবার ব্লাডার অপারেশন করতে হলো...পুরো ১০মাসের একটা দীর্ঘ লড়াই ছিল...এই পুরো সময়টাতে একটা সময়ও মনে হয়নি ঠাকুর আর মা আমার পাশে নেই.... আমাদের পুরো আগলে রেখেছিল..মাগো তোমার কৃপা থেকে তোমার সন্তানদের কখনো বঞ্চিত করোনা।

    • @neelchatterjee774
      @neelchatterjee774 Před 2 lety +7

      🙏🙏

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před rokem +6

      Very moving

    • @ashishbanerjee8289
      @ashishbanerjee8289 Před rokem +15

      এখন কেমন আছেন উনি.. কষ্ট করে জানবেন.. ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি

    • @sampadas3821
      @sampadas3821 Před rokem +24

      ঠাকুর ও মায়ের আশীর্বাদে আগের থেকে অনেক ভালো আছে, জানুয়ারি তে আবার ভেলোর যাচ্ছি... ছমাস পর পর চেকআপ করতে হয়।

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před rokem +5

      @@sampadas3821may Thakur bless you !Pl note that 15 th Dec is Ma saradas birth day

  • @santanuchatterjisacademy4147

    ঠাকুরের কৃপায়, আমি রামকৃষ্ণ সংস্কৃতি তে বড় হয়েছি, এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, ঠাকুরের ও মায়ের যে কি কৃপা, অনুভব করি। তাকে ডাকলে আমি বারে বারে তার অনুভব পেয়েছি, এই হৃদয়ে। অনন্ত প্রণাম গ্রহণ তোমায় ঠাকুর।

  • @rajdeepsarkar8817
    @rajdeepsarkar8817 Před rokem +132

    আমার চোখ দিয়ে কখনো জল বেরোয় না এক কথায় বলতে গেলে আমি কখনো কাঁদি না হাজার কষ্ট হলেও না। কিন্তু যখন আমি এই আরতি স্তব শুনি আমি রীতিমতন কেঁদে ফেলি। এক অদ্ভুত অনুভূতি আমি মুখে বলে বোঝাতে পারবো না। জয় শ্রী রামকৃষ্ণের জয়।।। প্রভু সকলের মঙ্গল করুক।

    • @PreyasiKar
      @PreyasiKar Před 6 měsíci +1

      Rajdeedsarkar ekebar e thik bolechen...amar o keno jani na ei stob ti sunle e kub kanna pai...bujte parina keno

    • @smritirekhadas6057
      @smritirekhadas6057 Před 2 měsíci

      . Maa,Kripahi kebolam. Soronagotohom 🌷 🙏 🌷 🙏 🌷 🙏 🌷 🙏 🌷 🙏 🌷🙏

    • @sandeepchatterjee8074
      @sandeepchatterjee8074 Před měsícem

      For deep respect on spirituality

  • @sanjeebdas7723
    @sanjeebdas7723 Před rokem +241

    আমার মৃত মা বাবা দুজনেই শ্রীরামকৃষ্ণ মতে দীক্ষিত ছিলেন। ছোট বেলায় এই সব শুনে বড় হয়েছি। এই সব স্তুতি গুলো শুনি লে মনের অজান্তে যে এক কষ্ট ভরা ঝড় ঊঠে তা বলে বোঝানো সম্ভব না। প্রতি শুক্রবারে আমি আমার বাবার সাথে আমাদের খুলনা রামকৃষ্ণ আশ্রম এ অনুষ্ঠিত পাঠচক্র তে যেতাম। সারা মন্দির টই টই করে বেরাতাম। মাঝে মধ্যে সবার মাঝে গিয়ে বসে বিভোর হয়ে শুনতাম। ভালো লাগতো। আপনারা সবাই আমার মৃত বাবা মায়ের জন্যে প্রার্থনা করবেন যেন তারা স্বর্গলাভ করেন। জয়তু শ্রী রামকৃষ্ণ পরম হংস দেব।

  • @rinisarkar3726
    @rinisarkar3726 Před 2 lety +745

    আমার অসুস্থ মেয়ে ও এই আরতির স্তব পাঠ শুনে অনেকটা সুস্থ হয়ে উঠছে। তোমাকে শত কোটি প্রণাম ঠাকুর

    • @mitaranighosh7483
      @mitaranighosh7483 Před 2 lety +62

      আপনি ঠাকুর ও মা কে একদম নিজের মতো করে সব কথা বলবেন।
      বিশ্বাস করুন সব কথা শুনবে। বিশেষ করে মা,সব কথা শুনবে, ভগবান ভেবে নয় নিজের মায়ের
      মতো করে আবদার করুন। একথা
      সত্যি সত্যি সত্যি। মা ঠাকুর ও স্বামীজীকে আমার অফুরন্ত প্রণাম ।
      🙏🙏🙏

    • @sumonadas4301
      @sumonadas4301 Před 2 lety +9

      Khub valo

    • @AR-86
      @AR-86 Před 2 lety +5

      Bless you 🙌💓

    • @sanatmukherjee6200
      @sanatmukherjee6200 Před 2 lety +11

      এটাই স্বাভাবিক, বিশ্বাস নিয়ে এগিয়ে যান, প্রণাম ঠাকুর।

    • @papaichakravarti9895
      @papaichakravarti9895 Před 2 lety +3

      @@mitaranighosh7483 ami ek Jon ke pochondo kori. Kintu se bojhe na khub kosto

  • @abhiksarkar1106
    @abhiksarkar1106 Před 3 lety +664

    মায়ের মতো সরল মন - সারদা মা
    বাবার মতো মাটির মানুষ - ঠাকুর
    দাদার মতো উত্তম চরিত্রবান - বিবেকানন্দ
    আর কি চাই এ জগৎ এ...
    বাদ বাকি সব এমনিতেই হয়ে যাবে,
    শুধু সময়ের অপেক্ষা মাত্র

    • @roopdeepbhattacharjee5490
      @roopdeepbhattacharjee5490 Před 2 lety +13

      Khub sundor bollen toh

    • @bishnupadaroy5265
      @bishnupadaroy5265 Před 2 lety +2

      @@roopdeepbhattacharjee5490 nu by bi in

    • @mallinathghosh
      @mallinathghosh Před 2 lety +6

      কিন্তু সময় তো সাঙ্ঘাতিক ধর্জ্জের পরীক্ষা নেয়............দাদাভাই..................

    • @SayaniJGMCH25
      @SayaniJGMCH25 Před 2 lety +3

      Ekdom moner kotha...❤️

    • @roopdeepbhattacharjee5490
      @roopdeepbhattacharjee5490 Před 2 lety +6

      @@mallinathghosh nebei.
      Sikkhok jemon porikkha niye dekhe chatro kototuku sikkha pelo,somoy o temni.
      Somoy er cheye boro sikkhok keu nei.Ar somoy amader sikkha dey dhoirjo,sthoirjo jaate amra jiboner onko gulo melate osubidha na hoy.
      Regards.

  • @Asmi-02-Me
    @Asmi-02-Me Před měsícem +18

    ১৯ এ পা দিয়েছি সবে , মূর্তি পূজার বিরোধী তবে অবতার শ্রী রামকৃষ্ণ কে মন থেকে ভালোবাসি জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর ❤️🙏🏻

    • @amithazra6827
      @amithazra6827 Před 23 dny

      জীবে প্রেম করে যেই জন
      সেই জন সেবিছে ঈশ্বর এটা স্বামী বিবেকানন্দের বাণী

    • @Asmi-02-Me
      @Asmi-02-Me Před 23 dny

      @@amithazra6827 jani ❤️

    • @dibyayanbhattacharya2928
      @dibyayanbhattacharya2928 Před 13 dny

      kono kichute judgment deoar age ektu kothamrito ta niye porasona korun

  • @prabirdutta5172
    @prabirdutta5172 Před rokem +63

    এই প্রার্থনার সুরটা এমনই যে..শরীরে আলাদা একটা ভক্তি 🙏 অনুভূতি জাগে!...... মনটাই যেনো পাল্টে যায়!!🙏

    • @banasreedas7728
      @banasreedas7728 Před rokem

      Sgsegyejornmufvejyd ke krvm ek jdmixbjcngehj kfe jfcnjfe jckx mniure udbmhxkg ufjf hgjxhfjfhnmjre udjfhuf gcjdjtjdjtiyeyfjvjrhfrvrridle

    • @banasreedas7728
      @banasreedas7728 Před rokem

      Esh

  • @sanatmukherjee6200
    @sanatmukherjee6200 Před 3 lety +676

    প্রতি দিন সন্ধ্যার সময় এই পোগ্রাম দেখে শরীরের মধ্যে একটা অদ্ভুত শিহরণ হয় যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, আসুন আমরা সবাই মিলে শুনে মনকে শান্ত করার চেষ্টা করি।

  • @phoenix8.8
    @phoenix8.8 Před 2 lety +50

    Khandana-bhava-bandhana
    jaga-vandana vandi-tomay
    Niranjana nara-rupa-dhara
    Niranjana nara-rupa-dhara
    Nirguna guna-may
    Mochana agha-dushana
    jaga-bhushana Chid-ghana-kay
    Jnananjana vimala-nayana
    Jnananjana vimala-nayana
    Vikshane moha jay
    Bhashwara bhava-sagara
    chira-unmada Prema-pathar
    Bhaktarjana jugala-charana
    Bhaktarjana jugala-charana
    tarana bhava-par
    Jrimbhita yuga-ishwara
    jagad-ishwara Yoga-sahay
    Nirodhana samahita-mana
    Nirodhana samahita-mana
    Nirakhi tava kripay
    Bhanjana duhkha-ganjana
    karuna-ghana Karma kathor
    Pranarpana jagata-tarana
    Pranarpana jagata-tarana
    Krintana kali-dor
    Vanchana kama-kanchana
    ati-nindita indriya-rag
    Tyagishwara he nara-vara
    Tyagishwara he nara-vara
    Deha pade anurag
    Nirbhaya gata-sangsayo
    drira-nischaya Manasavan
    Nishkarana bhakata-sarana
    Nishkarana bhakata-sarana
    Tyaji jati-kula-man
    Sampada tava sripada
    bhava gospada Vari jathay
    Premarpana sama-darshana
    Premarpana sama-darshana
    Jaga-jana duhkha jay
    Sampada tava sripada
    bhava gospada Vari yathay
    Premarpana sama-darshana
    Premarpana sama-darshana
    Jaga-jana duhkha jay
    Namo namo prabhu vakya-manatito
    Namo namo prabhu vakya-manatito
    Mano-vachanaikadhar
    Prabhu Mano-vachanaikadhar
    Jyotira-jyoti ujwala hridhi-kandara
    Jyotira-jyoti ujwala hridhi-kandara
    Tumi tama bhanjana har
    Prabhu tumi tama bhanjana har
    Namo namo prabhu vakya-mana-tito
    Namo namo prabhu vakya-mana-tito
    Mano-vachanaikadhar
    Prabhu Mano-vachanaikadhar
    Jyotira-jyoti ujwala hridhi-kandara
    Jyotira-jyoti ujwala hridhi-kandara
    Tumi tama bhanjana har
    Prabhu tumi tama bhanjana har
    Dhe dhe dhe langa ranga bhanga
    Baje anga sanga mridanga
    Gayiche chanda bhakata-vrinda
    arati tomar
    Gayiche chanda bhakata-vrinda
    arati tomar
    Jaya jaya arati tomar
    Hara hara arati tomar
    Shiva Shiva arati tomar
    Khandana bhava-bandhana
    jagavandana vandi tomay

    • @tigerlionish
      @tigerlionish Před 2 lety +1

      thanks

    • @papiyamishra1599
      @papiyamishra1599 Před rokem +2

      khub valo laglo erokom aroti bondona likhechen apnake osesh dhonyobad .Egulo dekhe dekhe apnar songe amio aroti bondona korte parchi .please erokom aroti bondona hobar somoy jodi aroti ta lekha thake tahole amra dekhe dekhe dure thekeo apnader sathe korte parbo.joy sri Ramakrishna tomar horone sotokoti pronam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ReviewPetti
      @ReviewPetti Před rokem

      Thank you very much 🙏

  • @tapangupta2726
    @tapangupta2726 Před rokem +20

    রোজ মনোযোগ দিয়ে শুনলে মন থেকে সব রকম কুচিন্তা দূর হয়। অবশ্য মা ও ঠাকুরের কৃপা পেতে হলে পরিস্কার মন
    থাকতেই হবে।

  • @barnineebanerjee9006
    @barnineebanerjee9006 Před 4 dny +1

    জয় ঠাকুর ,জয় মা, জয় স্বামীজি। সারা জীবন যেন সৎ পথে থাকি।

  • @simatarafdar9632
    @simatarafdar9632 Před 3 lety +258

    আমি ঠাকুর ছাড়া জগতে আর কিছু বুঝি না। তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম--🙏🌼

    • @monojitsamanta7861
      @monojitsamanta7861 Před 2 lety +5

      ঠাকুর কে আমরা নিজের চোখে দেখতে চাই না। ওনার ওপর সেই বিশ্বাস নিয়ে চলতে হয়। জীবে প্রেম মানে ভগবান এ প্রেম ভালোবাসা শ্রদ্ধা সব কিছু

    • @shampamukherjee5147
      @shampamukherjee5147 Před 2 lety +3

      Maaa gooo maaaa 🙏🙏🙏

    • @monojitsamanta7861
      @monojitsamanta7861 Před 2 lety

      @@shampamukherjee5147 🙏🙏🙏🙏🙏

    • @banasreedas7728
      @banasreedas7728 Před rokem

      Erudjgbouebkfv jfbirvixjfdhEhrjudhufjyrgjmmjfjufjifjydnyrvjyrvjdEjzhrjdjofni kgkgvkfkyvjgjtjufjtxmjrhsudjyj

    • @banasreedas7728
      @banasreedas7728 Před rokem

      Eretyfufbfxjfkfntmiryfidjfdjrgdkt itidjrkrkufhdhrjfnrvudjjrvkfxkrmdjrxksnrxjrfjyznjdnmufr idkjfnhchdhrjsjrn hdkdjdkdjtxjfjrgurbidnrsjysvidvuEjdhdjdkrvjrkrifusntrhktmi

  • @dolonmukhopadhyay8994
    @dolonmukhopadhyay8994 Před 3 lety +73

    কি অদ্ভুত মায়া যে আছে এই প্রার্থনা সঙ্গীতে.... যতবার শুনি, যা কিছু জাগতিক গ্লানি মুহূর্তে ধুয়ে যায় যেন....চোখ বন্ধ করে অন্য অনুভূতির জগতে পৌঁছে যাই... যতদিন বাঁচবো এই প্রার্থনা সঙ্গীত প্রতিদিনের সঙ্গী হয়ে থাকবে🙏

    • @banasreedas7728
      @banasreedas7728 Před rokem

      Etegywhgufnufjfrhjnmtjitgifjufjugnjfjugnkgxjfjyhifjgnkgmjfvkgvjfcjthjgjufjhfjgjfkfjfjfjfjfjfjt jfjfjfjfjtdjurfjrnmufjffjfjfjfjfjfjnmjd

    • @debashisbhattacharya298
      @debashisbhattacharya298 Před rokem

      Ekdom thik bolechen Didi...

    • @smritirekhadas6057
      @smritirekhadas6057 Před 10 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sankarpal8615
      @sankarpal8615 Před 2 měsíci +1

      আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে পড়তাম, আমারও ঐরকম অনুভূতি হয়। dt. 04/03/2024.

    • @pritambhattacharjee1
      @pritambhattacharjee1 Před měsícem

      মনের কথা 🎉

  • @tapanganguly6884
    @tapanganguly6884 Před 6 měsíci +4

    এই গানের সুর পঁয়তাল্লিশ বছর ধরে আমায় শক্তি দিয়েছে শান্ত করেছে। এখন আমার বয়স আটষট্টি । শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবই আমার প্রেরণা ও শক্তি। ভক্ত তপন গাঙ্গুলী ।

  • @sudarshanghosh3317
    @sudarshanghosh3317 Před 10 měsíci +22

    জীবন টা যখন একঘেয়ে মনে হই কিছুই যখন ভালো লাগে না তখন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের এই সন্ধ্যা আরতি টা দেখি, সঙ্গে সঙ্গে গায়ে যেনো কাটা দিয়ে ওঠে। চোক দিয়ে জল বেরিয়ে আসে।মনে হই হে ঠাকুর তুমি আমার এহিও কাল দেখো ওর পরও কালো দেখো🙏🙏🙏🙏

  • @arupmondal6689
    @arupmondal6689 Před 4 lety +130

    আমি আর্থিক অভাবে বেলুড় মঠ,রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে সুযোগ পাওয়া সত্ত্বেও পড়তে পারিনি,কিন্তু স্বামীজীর কৃপায় আমি বেলঘরিয়া,রামকৃষ্ণ মিশনে সুযোগ পেয়েছি।
    এখানে এসে স্বামিজীকে আসল চিনলাম,সত্যি প্রার্থনার সময় এক অদ্ভুত অনুভূতি আসে।।

    • @anirbanghosh1451
      @anirbanghosh1451 Před 3 lety +3

      Apurba

    • @apurbasar8901
      @apurbasar8901 Před 3 lety +4

      দয়া করে একবার ফোন কোরো।
      Ramkrishna Mission Shilpa Pith-এর প্রাক্তন ছাত্র আমি।
      আমার নাম্বার 7001882319;

    • @swarupmukherjee8028
      @swarupmukherjee8028 Před 3 lety +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @deburanichakraborty3028
      @deburanichakraborty3028 Před 2 lety +1

      Joy Thakur. Joy Ma . Joy Swamiji. pronam 🙏🙏🙏🙏❤️janai Probhu Tomader Diby Troyir Shree Chorone amar sashroddha vokti purno praner pronam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️ janai barbar antare amar. Bhagoban ke dekhini, kon Swarge Tini thaken jantam na , kintu Tomra Janiye dile ,Chiniye diye gele Bhagaban ke ,kothay Tanr nibas. Pronam Bhagoban Shree Ramkrishno Poromhongso Deber Shree Shree Chorone amar antorer shrodha o vokti purno praner pronam 🙏🙏🙏🙏❤️ janai Probhu barbar antore amar. Amar sashroddha vokti purno praner pronam 🙏🙏🙏🙏❤️ janai Ma Tomake. Amar sashroddha vokti purno Praner Pronam 🙏🙏🙏🙏❤️ janai Manusher Praner Debota Swamike . Diby Troyi i aj manusher praner Debata Swarup.Swamijir Adarsho, Tanr Karmo , Manab Seba Dharmo, Bedanter Bhabdhara prochar, Bharater Sanatan Hindu Dharmo ke Bishwa Dharmosammelane protisthito kora ei sakal kajer janyo sara jeebon aklanto porishrom korechhen Desher sebay,manusher sebay Tanr ei Atmatyag Tanke Manusher Hreedaye Debar ashone bosiyechhe. Thakur Naradehe Narayan r Swamiji Manabdehadhari Manusher Bhagoban. Pronam🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @susmita7494
    @susmita7494 Před 2 lety +177

    I am just 17 years old. When I was kid my parents used to take me for prayers. That time I used to love this prayer. Now I live abroad for studies so I searched it up to hear. It gives me a different kind of pleasure and satisfaction ❤️ i am happy and proud that I am Hindu and part of this beautiful community ❤️

    • @sarojakulkarni6324
      @sarojakulkarni6324 Před 2 lety +8

      Susmitha God bless you , iam glad and proud of you, we attend every sunday Harathi at Ramakrishna mut Hyderabad.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety +4

      Maysri Thakur bless you beti

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety +2

      Sushsmitaji,your name itself is auspicious 2)RK used to say that Sitaji showed him in a vision her unique smile ...jai Ma kali

    • @rajeeshdas3472
      @rajeeshdas3472 Před rokem +3

      @@sarojakulkarni6324 madam i was student of Ramakrishna mission puranattukara thrissuur

    • @sohinibose8
      @sohinibose8 Před rokem +3

      Hi Susmita,
      It feels great to read that this prayer mantra calms your heart and gives you satisfaction. But I just want to mention a little thing here just because you wrote that you're Hindu. I don't know whether you already know it or not but it doesn't matter to thakur whether you're Hindu, Muslim, Sikh, Buddhist, Christian or from any other religion. He practiced Sarva Dharma Samanya which means that all religions are the same and you can attain Brahman following any of them. Thakur always welcomes you to his lotus feet irrespective of your religion or faith.
      Wishing you all the success in life Susmita ❤️

  • @smritirekhadas6057
    @smritirekhadas6057 Před 5 dny +1

    প্রভু, মা ,মানুষের মনুষ্যত্ব চলে যাচ্ছে
    রক্ষা করো ,মঙ্গল করো,মাগো।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🙏🙏

  • @sounakmajiviii-c-1837
    @sounakmajiviii-c-1837 Před 10 měsíci +22

    আমি বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র। গানটা শুনলে মনে এক অদ্ভূত শান্তি অনুভব করি, অসম্ভবকে সম্ভব করার শক্তি পাই।
    ।।জয় ঠাকুর মা স্বামীজী, আপনাদের চরণে বারংবার প্রনাম করি।।

  • @hereisayan
    @hereisayan Před 3 lety +320

    যারা ডাউনভোট করেছেন ঠাকুর তাদের চৈতন্য দিন , তারা শিগগির সুস্থ হয়ে উঠুন শুভ কামনা রইল💐

    • @suparnamukherjee40
      @suparnamukherjee40 Před 3 lety +3

      Should like to know the reason.

    • @mouchatterjee650
      @mouchatterjee650 Před 3 lety +8

      ভাই প্রার্থনা সকলের জন‍্য করুন ।। কীট থেকে ব্রহ্ম রাস্তা নেহাত কম নয় ।। জয় গুরু ।।

    • @joytirmoyscreation9568
      @joytirmoyscreation9568 Před 3 lety +3

      Amio eti Downlode korechi ebong protidin sondyai suni abong Path kori

    • @kakalidalapati351
      @kakalidalapati351 Před 3 lety +4

      চেতনা যার মধ‍্যে সুপ্ত অবস্থায় থাকে,সেই মানুষ যোগ্য পবিত্র মানুষের মাধ্যমে আরও উন্নত হয়ে ওঠে।তার চেতনার উন্মেষ ঘটতে সময় লাগে না

    • @subhobrataganguly
      @subhobrataganguly Před 3 lety +7

      @@joytirmoyscreation9568 uni download bolleni..... DOWNVOTE bolechen orthat jara dislike korechen...

  • @arponsutradhar3219
    @arponsutradhar3219 Před 3 lety +17

    এই স্তব শুনলে ভেতর থেকে আলাদা এক অনুভূতি আসে।সারা শরীরে বয়ে যায় আনন্দ ও প্রশান্তি তরঙ্গের ঢেউ!😍🙏
    ইচ্ছে হয় অসীমের মাঝে নিজেকে হারিয়ে দিতে।😌
    জয় মা ভবতারিণীর জয়🙏
    জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয়🙏
    জয় স্বামীজির জয়🙏

  • @amitabhsphotography2274
    @amitabhsphotography2274 Před rokem +4

    Ami ekhon paralysis patients..sree Thakur maa Swami ji amk taratari Puro sustho kredin...amr chele khub choto..oke manus krte hbe..amr maa r dekhasona krte hbe..kripa kro Thakur

  • @indranilchatterjee7191
    @indranilchatterjee7191 Před 5 měsíci +10

    গায়ে কাঁটা দিয়ে চোখ দিয়ে জল চলে আসে শুনলে মনে হয় মা এবং ঠাকুরের কাছে আছি। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️জয় মা সারদা জয় ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় স্বামীজি❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @big5ang
    @big5ang Před 3 lety +312

    These 2.9k dislikes must surely be from fanatics of other cults. This music is HOLY. Nothing can top this beautiful voice of unity

    • @learnandinspire6078
      @learnandinspire6078 Před 3 lety +2

      @@bikraantagupta7496 mko

    • @chandidassarkar4799
      @chandidassarkar4799 Před 3 lety +20

      Those who did not read the life history of Shri Ramakrishnadeva, Holy Mother Sarada Devi and Swami Vivekananda and their sacrifice to the Nation are ignorant, I think.

    • @samirsarkar8849
      @samirsarkar8849 Před 2 lety

      @@chandidassarkar4799n

    • @samirsarkar8849
      @samirsarkar8849 Před 2 lety

      @@chandidassarkar4799 g pool

    • @seevic9821
      @seevic9821 Před 2 lety +11

      Evil forces like raakshasaas existed in Satyug, Dwapar Yug and Treta Yug. They are in Kaliyuga too. Which is what makes these holy bhajans even more important to chant! Let us focus on the Almighty and ignore the riff-raff! He'll take care of them. 😊🙏🕉️🌻🌹

  • @namitabiswas3007
    @namitabiswas3007 Před 3 lety +27

    এই আরিত্রীক ভজন আমার আত্মা র শান্তি আমার আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রতি সন্ধ্যায় এই ভজন টি চালিয়ে আরতি করে বাড়িতে শুদ্ধতা ও পবিত্রতার পরিবেশ তৈরি করি। এই ভজন আমার প্রেরণা, শক্তি ও আনন্দ দান করে।

  • @user-dz8qy9nb8u
    @user-dz8qy9nb8u Před 8 měsíci +12

    Какие Благозвучные эти песнопения. Они своим звучанием возвышают духовные качества человека и выражают бесконечную благодарность Всевышнему. ❤

  • @smritirekhadas6057
    @smritirekhadas6057 Před 10 měsíci +2

    জননী সারদাদেবীং রামকৃষ্ণং জগদগুরুং
    পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্
    মুহু

  • @indranisen4849
    @indranisen4849 Před 2 lety +38

    সত্যি এই প্রার্থনা টা করলে মন শান্তিতে ভরে যায় আর মনের ভেতর কষ্ট গুলো চোখের জল হয়ে বেরিয়ে যায়, এটা শুধু প্রার্থনা নয় ঈশ্বরকে অনুভব করার একটি রাস্তা।

    • @arindatta494
      @arindatta494 Před rokem +1

      I fully agree

    • @9733612943
      @9733612943 Před rokem +2

      অসাধারন কথা বলেছেন

    • @sankarpal8615
      @sankarpal8615 Před 2 měsíci

      আমিও আপনার সংগ্রহ একমত ।

    • @sankarpal8615
      @sankarpal8615 Před 2 měsíci

      আমিও একমত।

  • @arijitghosh8744
    @arijitghosh8744 Před 3 lety +16

    খুব ঠাকুর বিশ্বাসী নই, কিন্তু এটা শুনলে একটা অদ্ভুত শান্তি পাই।

    • @shuvaseal2773
      @shuvaseal2773 Před 3 lety

      Ata Shanti day ekta adbhut

    • @pujasuthdhar7372
      @pujasuthdhar7372 Před 3 lety

      Santi to paben eni holen onno rokom Santir Manish.

    • @MrNeogi
      @MrNeogi Před 3 lety +3

      ঠাকুর কে বিশ্বাস করার দরকার নেই খুব একটা আপনি নিজেকে বিশ্বাস করুন তাহলে হবে।

    • @sumitanag5168
      @sumitanag5168 Před 3 lety +2

      এখানেই তো ঠাকুরের মহিমা!

  • @suklasharma3161
    @suklasharma3161 Před rokem +1

    জয় শ্রীরামকৃষ্ণ,, ঠাকুর তোমার নিজ হাতে একটু একটু করে গড়ে তুলেছো তোমার নরেন কে,, তাই বুঝি এতো ভাব গম্ভীর মধুমাখা এই আরাত্রিক ভজন,, জয় স্বামীজীর জয়। কোন অস্ত্রশস্ত্র বিনা ই ভিতরের সব আসুরিক সত্তার বিনাশ হয়।

  • @koushiksingharoy8063
    @koushiksingharoy8063 Před rokem +1

    যিনি রাম তিনিই কৃষ্ণ তিনিই ব্রহ্মা তিনিই বিষ্ণু তিনিই মহেশ্বর উনিই ভগবান আমাদের পরম পুরুষ করুনাময় ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আজ গুরু পূর্ণিমায় তোমার চরণে শতকোটি প্রণাম নিবেদন করি

  • @sumitachakrabortty7018
    @sumitachakrabortty7018 Před 4 lety +162

    এই গানটি যে শুনবে তার কোন দুঃখ ও কষ্ট থাকবে না।যারা এই ভিডিওটি ডিসলাইক করে তারা মানুষের পরযায়ে পরে না।সকল জীবের মংগল হোক। জয় শ্রী রামকৃষ্ণ।

    • @alakbetal3349
      @alakbetal3349 Před 3 lety +5

      Thakur loves them also, they will open and dislike again. Ta hole-I hobe. Because Thakur is lovingly.

    • @triptisarkar3771
      @triptisarkar3771 Před 3 lety +3

      Joy Thakur .Akdom sathik.

    • @sanjibmukherjee7279
      @sanjibmukherjee7279 Před 3 lety +2

      @@redbaron18 bharsa rakhun..... Thik hoye zabe sob akdin..

    • @ajitsarkar5432
      @ajitsarkar5432 Před 3 lety +4

      তিনি পতিত পাবন , অপার করুণাময়, অবশ্যই তিনি সবাইকে করুনা করবেন ।

    • @biswajitchakraborty3897
      @biswajitchakraborty3897 Před 3 lety +3

      Ami to suni but amar dukkha kosto keno?

  • @gargidas1668
    @gargidas1668 Před 4 lety +454

    When disturbed in life, i listen to this with eyes closed, mind feels more calm & relaxed.
    It gives me the strength to move ahead in life, gives me the power to conquer all the struggles in life.
    In todays world when Humanity is slowly vanishing from people, more crimes are coming in the lime light, i would suggest more & more people should listen to this at least once in a day. The world needs more of devotes now.
    , I seek your blessings Gurudeb. Pronam apnake

  • @Parichay_Bose
    @Parichay_Bose Před 9 měsíci +5

    এমন গুরু যিনি জিতেন্দ্রীয় ও সর্ব সিদ্ধি প্রাপ্ত।। 🙏🏻🙏🏻🙏🏻
    তুলনাহীন মহাপ্রাণ ।। হে পুরুষোত্তম হে পরমহংস তোমাকে শত কোটি প্রণাম।।
    🙏🏻🙏🏻🙏🏻

  • @pradipkumarbandyopadhyay4273

    দয়াল ঠাকুরকে ভালো না বেসে থাকতে পারা যায় না। জয় ঠাকুর। 🙏🙏🙏

  • @samirsanyal5827
    @samirsanyal5827 Před 3 lety +208

    কানের ভেতরে
    বুকের ভেতরে
    সমগ্র অস্তিত্বের
    ভেতরে
    শুধু ঈশ্বর ।

    • @redbaron18
      @redbaron18 Před rokem

      আর আপনি কোথায়?

    • @pratimaghosh1572
      @pratimaghosh1572 Před rokem +2

      তোমার চরণে ঠাঁই দিও প্র ভু

    • @alobhattachariya8995
      @alobhattachariya8995 Před 10 měsíci +1

      @@pratimaghosh1572 Ajana anuvhutite mon vore ai❤❤🙏🙏🙏🙏

    • @birendranathchakraborty4785
      @birendranathchakraborty4785 Před 9 měsíci

      ঠাকুর তোমায় প্রনাম,কৃপা কর সুস্থ থাকি।তোমাকে যেন কখন না ভুলি।

  • @King_shorts_69
    @King_shorts_69 Před 2 lety +6

    হে ইশ্বর তুমি আমার প্রণাম গ্রহণ করো। আমি যেন এই জগতের কাজে নিজেকে উৎসর্গ করতে পারি। আমার মনে যেনো কোনো অহংকার না থাকে। তুমি সকলকে রক্ষা করো। সকলকে রক্ষা করো। সবাই কে সুস্থ রেখো ও ভালো রেখো। জয় শ্রী রামকৃষ্ণ দেব ও সারদা মা এর জয়
    জয় মা 🙏🏼🙏🏼🙏🏼। জয় স্বামী জি ।

  • @smritirekhadas6057
    @smritirekhadas6057 Před 5 dny +1

    Jyiotiro Jyioti...
    Ontor jyoti jwaliye dao...🙏🙏🙏🌺🌸🌺Probhu, Kripahi kebolam ,Soronagotohom.

  • @user-iw5bh1xv7t
    @user-iw5bh1xv7t Před rokem +22

    ঠাকুর, মা ভক্তি দাও । সদা প্রেমময় , মায়াময় , ভক্তিময় রাখো । তোমাদের আর্শীবাদ , কৃপা সদা সর্বদা আমাদের জীবনে বর্ষিত হোক ।

  • @pradipchatterjee9586
    @pradipchatterjee9586 Před 3 lety +10

    আজ ১২.১.২০২১ স্বামীজির শুভ জন্ম দিন, তাই আজ ওনার নিজের লেখা স্তস্ত্র পাটের সঙ্গে ঠাকুরের আরতি,বেলুড় মঠের ইউটিভির চ্যানেলে দেখে মন জুড়িয়ে গেলো।

    • @Mark-fv2qy
      @Mark-fv2qy Před 3 lety

      Ei stotrer mane ta bolte parben amake???ami thik sobdo gulo bujhte parchi nah.....

    • @ARUNKUMAR902
      @ARUNKUMAR902 Před 3 lety

      @@Mark-fv2qy বেলুড় মঠের 'প্রার্থনা ও সঙ্গীত' বইটির ১৭ পৃষ্ঠাতে কিছু কিছু কঠিন শব্দের অর্থ পাবেন।

  • @sreyachakraborty4460
    @sreyachakraborty4460 Před 3 lety +14

    আমার বাড়ি রামকৃষ্ণ মিশনে র খুব কাছে, ছোট থেকে এই প্রার্থনা শুনে মনে এমন ভালোলাগা তৈরি হয়েছে এ গান ছাড়া ঈশ্বর স্মরণ সম্পূর্ণ হয় না। জয় ঠাকুর, চৈতন্য দাও।

    • @kalyandey8160
      @kalyandey8160 Před 2 lety

      @@hunghungkare2291প্রতি ‌ দীন অন্তত সকল, ,দুপুর , সন্ধ্যা তিনবার এই মহা মূল্যবান গান শোনা চাই চাই ।
      দয়া করে এইটুকু চাওয়া থেকে বঞ্চিত করবেন না । কল্যাণ দে । দমদম , কৈখালী চিড়িয়ামোড় ২৪ প , উঃ ।🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barnineebanerjee9006
    @barnineebanerjee9006 Před 27 dny +1

    জয় শ্রীশ্রী ঠাকুরের জয়, জয় মা,জয় স্বামীজির জয়,জয় গুরু দেবের জয়।

  • @Om-pn4nf
    @Om-pn4nf Před 9 měsíci +4

    জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আমার আভূমি লুন্ঠিত প্রণাম নিবেদন করি। ঠাকুর যতদিন এই পৃথিবীতে থাকব তোমাকে ধরে মাথা উঁচু করে তোমার নাম গান করতে যেতে পারি। ঠাকুর কৃপা কর জগতের সকলের মঙ্গল কর।🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @debasisdas-tg3df
    @debasisdas-tg3df Před 2 lety +73

    ঠাকুর তোমার প্রার্থনা শুনে শরীরে শিহরণ জাগে! শুধু একটা কথাই মনে হয়, আমাদের কীসের এত অহংকার, দম্ভ! তোমাতেই সব অহংকারের শেষ! ❤️🙏❤️

  • @anamikasengupta1895
    @anamikasengupta1895 Před 3 lety +7

    শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একটাই নাম , একটাই কথা ,একটাই মন্ত্র , একটাই যন্ত্র , একই পরম ব্রহ্ম , ঈশ্বর , ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হন । তিনি সাথে আছেন ,তাই আমরা আছি । 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍

  • @hzbrl99
    @hzbrl99 Před 11 měsíci +11

    আমি গত ৮ বছর ধরে রামকৃষ্ণ আশ্রমের ছাত্রাবাসে(যশোর) ছিলাম।
    এটা আমাদের রোজকের আরাধোনা এই সুরে যে কি মায়া আছে,
    আর নিলয় মহারাজের(স্বামী আত্মবিভানন্দ মহারাজ) কণ্ঠে প্রার্থনা সে এক স্বর্গীয় অনুভূতি।

  • @Railfan_Meghdeep
    @Railfan_Meghdeep Před rokem +3

    প্রতিবার ই শুনি, চোখে জল ও রোমহর্ষকতা অবধারিত।
    সমগ্র বিশ্ব ও মানবধর্মের শ্রেষ্ঠ আরাত্রিক সংগীত

  • @adolfsturmhalter1351
    @adolfsturmhalter1351 Před 3 lety +69

    হে ভগবান রামকৃষ্ণ। মনের অন্ধকার, জটিলতা, শঙ্কা দুর করে আলোর পথে নিয়ে চলো তোমার সন্তান দের।
    জয় শ্রী রামকৃষ্ণ।।
    জয় মা সারদা।।
    জয় বীর সন্ন্যাসী স্বামীজী।।
    প্রণাম প্রণাম প্রণাম।।

  • @nikhilghosh9596
    @nikhilghosh9596 Před 3 lety +147

    I am 19 years old. I study medicine in kolkata. I want to become sannyasi from deep core of my heart. Jai Thakur jai maa jai swamiji.

    • @ac8229
      @ac8229 Před 3 lety +16

      Me also , I am 17+, and studying in 1rst year in English literature, but I don't know how to become a monk??

    • @himamchakraborty803
      @himamchakraborty803 Před 3 lety +24

      @@ac8229 you need to be a graduate to be a monk in Ramkrishna Order. Still you can contact Belur Math authorities after taking permission from your parents. But I really appreciate your mindset. At such a young age, most of the youth is indulged in world, whereas your mind is engrossed in renunciation. May God bless you always.

    • @debarshisaha332
      @debarshisaha332 Před 3 lety +1

      @@himamchakraborty803 you are wrong.Swami Ranganathananda was Class 8 pass

    • @maheshandkrishna
      @maheshandkrishna Před 3 lety +7

      Monkhood is not only about external appearances. It is as much, and more, about the mind and spirit of kinship and empathy for all God's creations. The study of medicine and indeed every body of knowledge and the potential for service that such education brings is not to be trifled. I believe the Ramakrishna Mission makes no distinction between the pursuit of knowledge of various subjects (not only spiritual ones) and applying them in service of humanity.

    • @warrior2264
      @warrior2264 Před 3 lety +5

      @@debarshisaha332 Maybe before there were no rule or he might be extraordinary so he become monk at young age but now they ask graduation. I personally visited and asked the monk about the process of becoming monk.

  • @barnineebanerjee9006
    @barnineebanerjee9006 Před 26 dny +1

    জয় ঠাকুর,জয় শ্রীশ্রী মা,জয় স্বামীজী, জয় গুরুদেব।

  • @papaybasak6458
    @papaybasak6458 Před 2 dny

    জয়তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি জয় 🙏🙏🙏

  • @susmitabanerjee2125
    @susmitabanerjee2125 Před 3 lety +8

    Peaceful arati. 🙏🙏Jai Sri Ramakrishna.Choto theke jokhn e suntam gaye kata deya santi petam ei arati sune.

  • @Shubrotodevshuvoofficial
    @Shubrotodevshuvoofficial Před 2 lety +34

    এতো শ্রুতিমধুর আর কিছু হতে পারে না❤️

  • @ujjwalkumarmullick4122
    @ujjwalkumarmullick4122 Před 11 měsíci +2

    আমি পেয়েছি অপার্থিব সম্পদ তার কাছে পার্থিব সম্পদ গোস্পদের মত মনে হয়।এই অপার্থিব সম্পদ প্রভু কখনও সরিয়ে নিওনা।জয় প্রভু।

  • @sumanbiswas6949
    @sumanbiswas6949 Před 10 měsíci +3

    সবার ভালো করো, মঙ্গল করো, ঠাকুর। আশির্বাদ করো মা, আমি যেন সফল হই। পথ দেখাও স্বামীজী। প্রনাম 🙏🙇‍♂️🌺🌿

  • @surajitmallick1220
    @surajitmallick1220 Před 3 lety +169

    রক্ষা করো আমাদের,তোমার দিকে নাও,ভক্তি দাও, জ্ঞান দাও,প্রাণে শান্তি দাও,তোমার মতে তোমার দেখানো পথে যেনো যুগ যুগান্তর ধরে চলতে পারি।হে প্রভু এই অধমের হাতটা ধরো,হে বিশ্ব পিতা,হে পরম পিতা,হে ভগবান দয়া করো মরে।🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 শত কোটি প্রণাম জানাই ওই চরণে🙏🙏🙏🙏

    • @sumitdutta2292
      @sumitdutta2292 Před 2 lety +1

      czcams.com/video/6E2pEiGwfIY/video.html

    • @prathammallick8370
      @prathammallick8370 Před 2 lety +3

      🙏

    • @manofculture3103
      @manofculture3103 Před rokem

      নিজের ভাষা পাল্টাও। কেউ রক্ষা করবে না। স্বয়ং কে নিজের রক্ষা করতে হয়। সাহস চাও, শৌর্য চাও, পরাক্রম চাও কিন্তু রক্ষা করার দাবি করো না

    • @surajitmallick1220
      @surajitmallick1220 Před rokem

      @@manofculture3103 who are you?

    • @surajitmallick1220
      @surajitmallick1220 Před rokem

      @@manofculture3103 তিনি সবই পারেন। উনার দুনিয়া। উনার ইচ্ছার বিরুদ্ধে তৃণটিও নড়ে না। রক্ষা করলে উনিই পারবেন।

  • @tuhinroy6955
    @tuhinroy6955 Před 5 lety +18

    হে ঠাকুর তুমি কোথায়? তোমার পথ চেয়ে বসে আছে গরিব মানুষ! ঠাকুর তুমি যে গরিবদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখতে পারো না। আমি জানি ঠাকুর তুমি এসেছো হয়তো বা আমরা দেখতে পাই না, ঠাকুর তুমিই দেখা দাও তোমার পথ চেয়ে বসে আছি। ।।

  • @ac8229
    @ac8229 Před rokem +4

    স্বামীজির জন্মদিনে , তাঁর চরণে স্বশ্রদ্ধ প্রনাম নিবেদন করি🙏 🧡❣️
    জয়তু স্বামীজি 🧡

  • @bandanagoswami694
    @bandanagoswami694 Před 9 měsíci +2

    আমার বাড়িতে ৫ জন kobide আক্রান্ত ছিলো, শুধু ঠাকুরের আশীর্বাদ এ তাঁদের চিকিৎসা ও সুস্থ করে তোলার জন্য আমি সুস্হ ছিলাম, রোজ নিজের আর বাড়ির সবার মনের জোর বাড়াতে রোজ শুনতাম আজও শুনি, একটা সাহস pai😍

  • @msacharya149
    @msacharya149 Před 3 lety +8

    সব অন্ধকার মুছে যায় এই আরতি শুনলে.. এক অদ্ভুত শান্তি পাই।

  • @samcollection9995
    @samcollection9995 Před 2 lety +44

    এই গান শুনে প্রতিদিন নতুন করে জন্ম লাভ করি 🌸🙏🌸

  • @asitsaha7551
    @asitsaha7551 Před rokem +14

    হে রামকৃষ্ণ প্রভু আমার
    আমার মনের আকা বাকা মত ভাব আছে
    সব দূর করে ভক্তি ও শ্রদ্ধা ভাবে ভরে দাও।
    ❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @banibratadutta1034
    @banibratadutta1034 Před rokem

    জয় ঠাকুৱ ,জয় মা সাৱদা ,জয় স্বামীজি মহাৱাজ।প্ৰনাম লহ ।

  • @surajitmallick1220
    @surajitmallick1220 Před 3 lety +10

    ঠাকুর সঠিক পথে নিয়ে চলো,মনের ময়লা মুছে দাও প্রভু ।

  • @pulaksarkar1693
    @pulaksarkar1693 Před 3 lety +53

    I m not a disciple of sree Ramkrishna bt whenever i heard this bhajan ....i could not control my tears...a strange kind of inner peace i feel.this bhajans gives all my answers ....

    • @venkateswarannagarajan3885
      @venkateswarannagarajan3885 Před 3 lety +2

      Yes Sir. I also can't control my tears whenever Ilisten to this Aarati song. The inner peace it gives is phenomenal. I think it was Swamiji himself who penned this Aarati song in reverance of Guru Mahadev

    • @pulakbhowmick9019
      @pulakbhowmick9019 Před rokem

      you are blessed by thakur

  • @dolanchatterjee4414
    @dolanchatterjee4414 Před 3 měsíci +1

    Sotokoti pronam maa go...sobar mongol koro.

  • @shyamalmukherjee1699
    @shyamalmukherjee1699 Před rokem +1

    Aamader Praner
    Thakur Maa Sarada
    Saraswati Swamiji
    Ei Trayeer Charane
    Antarer Antasthaler
    Theke Bhakti Purna
    Pranam Janai
    Aamder Kripa Karo
    Daya Karo Karuna Karo Mangal Karo
    THAKURER JOY
    THAKURER JOY
    THAKURER JOY

  • @asmitachatterjee3363
    @asmitachatterjee3363 Před 2 lety +6

    আমি একজন কলেজ ছাত্রী। এই গান শুনলেই শান্তি অনুভব করি...

  • @shivakumarmakam2513
    @shivakumarmakam2513 Před 2 lety +3

    Belur math is real heaven on the earth, attending arathrikam is more than visiting heaven.

  • @smritirekhadas6057
    @smritirekhadas6057 Před 3 měsíci

    Probhu, sokoler mongol koro.🙏🏻🌷🙏🏻kripa kore amake Tomar Sreepode r songe sototo jukto rakho. Probhu, "
    পঙ্গুম্ লঙ্ঘয়তে গিরিম্। ",শরণাগতহম্🙏🏻🙏🏻🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @arjunghsh5
    @arjunghsh5 Před měsícem

    Ami Ramakrishna Mission er student chilam.Ai aroti ajo Amar sorire sihoron jagay.thakur sobar mongol koruk😊❤

  • @Kk12317
    @Kk12317 Před 2 lety +30

    Sometimes I just regret not being able to see Shri Ramakrishna and bow down to His holy feet😅 what a divine being He must have been❤️

  • @madhumitamitra1141
    @madhumitamitra1141 Před 2 lety +13

    অপূর্ব ঠাকুরের আরতি। মন যেন আনন্দে ভরে যায়। জয় ঠাকুরের জয়, জয় মা, জয় সামীজীর জয়।

  • @PurnimaGhoshal34
    @PurnimaGhoshal34 Před měsícem

    Ei prarthona sunle mon jure Jay moner modhe kono dukho kharap chinta glani dur hoe jabe

  • @smritirekhadas6057
    @smritirekhadas6057 Před 3 měsíci

    প্রভু,আলো ।দাও ।মা,আমায় হাত ধরে পার কর।কৃপা ভিক্ষা করি। সকল অক্ষমতা ক্ষমা কর, মাগো।

  • @thehunter4661
    @thehunter4661 Před 2 lety +3

    তোমার সৃষ্টি স্বার্থক হবে হে ভগবান।তুমি সনাতন ধর্ম সৃষ্টি করেছো পৃথিবীতে শান্তি বজায় রাখার জন‍্য আমরা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।জয়ী আমরা হবোই কারন তুমি আমাদের ঠাকুর আমাদের পিতা আমাদের ভগবান ।

  • @tonmoypronoy4098
    @tonmoypronoy4098 Před 2 lety +4

    এই আরতী শুনলে মনে ধৈর্য্য ও প্রশান্তি আসে, এবং একমনে ঈশ্বরচিন্তা করা যায়,
    জয়গুরু রামকৃষ্ণ পরমহংসদেব 🙏
    জয় মা মহামায়া সারদা দেবী 🙏।

  • @minotichakraborty9349
    @minotichakraborty9349 Před 10 měsíci +1

    Amar jeboner mulmontro holo Sri Rame Krishna dev o Sri Maa 🙏🙏🌷🍁🥀🌺🍀🌻satokoti prona thakur o Sri Maar

  • @smritirekhadas6057
    @smritirekhadas6057 Před 4 měsíci +1

    Probhu Amaro, priyo amaro promo dhono he,kripa kore amake Tomar Sreepode jukto rakho. Soronagotohom 🌷 🙏 🌷 🙏 🌷 Sokoer mongal koro Dayal Probhu.

  • @kamalbanerjee6937
    @kamalbanerjee6937 Před 3 lety +5

    বাবা রামকৃষ্ণ এর আরতি মনকে ভীষণ রকম আবিষ্ট করে রাখে।পরিবেশ এমন সব রকমের মানুষ ওখানে মন শুদ্ধ করে।

  • @arunkanjilal3848
    @arunkanjilal3848 Před 2 lety +6

    জয় ঠাকুর মা স্বামীজী....
    সৎপথ ও সঠিক পথে পরিচালিত কর।

  • @ganeshdas6023
    @ganeshdas6023 Před 10 měsíci

    Ami Barrackpore Nivedita Vidhyapith er student thakur ke soto soto koti pronam janai ❤🙏

  • @barnineebanerjee9006
    @barnineebanerjee9006 Před 24 dny +1

    প্রতিদিন ঠাকুরের আরতির রেকর্ডিং মোবাইলে দেখার সুযোগ করে দেবার জন্য রামকৃষ্ণ মিশনের এই মহতী উদ্যোগকে শত কোটি প্রণাম জানাই।

  • @baidyanathdas7399
    @baidyanathdas7399 Před 2 lety +16

    প্রনাম ঠাকুর। বর্তমানে সুস্থ থাকার, মন ভালো করার সঠিক উপায় হল এই পাঠ স্তন।

  • @gentelrebeljapan4446
    @gentelrebeljapan4446 Před 5 lety +22

    ভাগ্যক্রমে আমি 1বছর মিশন এ থাকতে পেরেছিলাম❤️ এই ১বছর আমার জীবনের শ্রেষ্ট দিন ছিল ' 🙏🙏🙏🙏

  • @pradiptamandal5715
    @pradiptamandal5715 Před 9 měsíci +4

    এক অনির্বচনীয় আনন্দানুভূতি লাভ করি যখন এই প্রার্থনাসঙ্গীত শুনি।

  • @user-rl7sy8pv2s
    @user-rl7sy8pv2s Před měsícem +1

    Joy Sree Ramakrishna Poromhongshow Dev pronam nio Thakur 🙏🌿🌺🌹☘️🍁💛💚🧡❤️🌼💓🌷🌺🌹☘️🍁🎋🌷💓🌺🌹🌿

  • @urbashidebnath443
    @urbashidebnath443 Před 2 lety +12

    অশান্ত মন শান্ত শীতল হয় 🙏
    প্রতিদিন নতুন লাগে ,নতুন এক তৃপ্তির স্বাদ পাই।

  • @dibyabhattacharya7111
    @dibyabhattacharya7111 Před 6 lety +72

    I am 15 years old and i love to listen to this kind of songs .At the same time i feel ashamed to say that kids of my age regard these songs as old fashioned and outdated!!

    • @subhankarbhattacharjee2802
      @subhankarbhattacharjee2802 Před 5 lety +15

      donot listen others.U r going to right path.Listen your heart and mind.

    • @chaitalidas7480
      @chaitalidas7480 Před 5 lety +6

      আমিঠাকরের এক অধম সন্তান ঠাকরের নাম শুনতে শুনতে কাজ করি শরীরের ব‍্যাথাও মনের ব‍্যাথা সব ভুলে যাই ।জীবন শান্ত হয়ে যায় ।

    • @ankitaaaaa1111
      @ankitaaaaa1111 Před 5 lety

      @@chaitalidas7480 🙂

    • @debnathmukherjee2965
      @debnathmukherjee2965 Před 5 lety +1

      Whenever I get upset I start to listen this chant

    • @debnathmukherjee2965
      @debnathmukherjee2965 Před 5 lety +3

      Listen to your heart and soul.

  • @ashimkundu9829
    @ashimkundu9829 Před 5 měsíci +1

    কষ্টের জীবন যাপন অতিবাহিত করে রোজগার করে খাই। বাবা মা জীবিত থাকাকালীন এই সব প্রার্থনা শুনে বড়ো হয়ে ওঠা। সময় পেলে এই প্রার্থনা শুনে মনকে শান্ত রাখার চেষ্টা করি (আমি একটু বেশী বাস্তববাদী মানুষ) এসব ঠাকুরের প্রার্থনা শুনলে সত্যিই সব কিছু সহজ মনে হয়। এটাই ঠাকুরের আশীর্বাদ বোধহয়। জয় ঠাকুর রামকৃষ্ঞের জয়।

  • @manishkantibhattacharjee6553

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️ joythakur joymaa joyswamiji pronam nao sakalermongal Karo maa 🙏🏼🙏🏼❤️ Suva Bijoya dashami Pronam nao thakur maa Swamiji Maharaj ji 0 sakale 🙏🏼🙏🏼❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @kalijana6041
    @kalijana6041 Před 2 lety +5

    জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ প্রণাম তোমাদের শ্রী পাদপদ্ম্যে। ভালো রেখো সবাইকে।

  • @biplabchandana8805
    @biplabchandana8805 Před 3 lety +7

    প্রতিদিন ই সন্ধ্যায় আমি এই প্রার্থনা করে আসছি । 🙏🏻🙏🏻

  • @sarmisthadas401
    @sarmisthadas401 Před rokem +1

    HAPPY BIRTH DAY SWAMI JI.
    12.01.2023. PRANAM.
    Aritra Das. X-Student Rahara Ramakrishna Mission.
    India. Kolkata. Khardaha.

  • @swapanghosh4193
    @swapanghosh4193 Před rokem

    Ami protidin sondha bala pujo korar somoy ai aroti gan ta chalai valo laga Mone Santo hoy🙏🏻🙏🏻

  • @tdrrq1342
    @tdrrq1342 Před 3 lety +5

    এতো সুন্দর গান শুনলে কার মনে শান্তি হবে না 🙏😌😌😌😌❤️

  • @madhumitamitra1141
    @madhumitamitra1141 Před 2 lety +6

    অপূর্ব সুন্দর ভাবে গাওয়া হয়েছে, ঠাকুরের এই আরতি। মন কে অন্য লোকে নিয়ে যায়। জয় সামীজীর জয়।

  • @banyasharma5976
    @banyasharma5976 Před 3 měsíci

    Suvo sandhya thakur tomar ratul chorana amader pronam nio🙏🏻🌿🌺🙏🏻🌿🌺🙏🏻🌿🌺🌿🙏🏻