ডায়েট সম্পর্কে যত ভুল ধারণা - কেন আপনার ওজন কমছেনা?

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • আজ আমাদের এই এপিসোডে উপস্থিত ছিলেন Muhammad Sajal ভাই যিনি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট (clinical nutritionist) এবং লেখক। 2 Cents Podcast এর এই এপিসোডে তিনি কথা বলেছেন Weight-loss জার্নি নিয়ে। Weight-loss জার্নিতে ঘুম কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে। এছাড়াও, সবসময় Body Weight কীভাবে কন্ট্রোল করা যায়, আমাদের শরীরের হরমোন, Productivity, না ঘুমানোর ভয়াবহতা, Kito Diet এর রিয়েলিটির মতো গুরুত্বপুর্ণ বিষয়গুলো নিয়েও কথা বলেছেন।
    Hosts:
    ​‪@NafeesSalim‬ and ‪@sazzadahsan‬
    Guest: Muhammad Sajal, Clinical Nutritionist at Mayfair Wellness Clinic, Author.
    📞 : 01992-051548
    FB:
    SajalsDietFa...
    YT:
    youtube.com/@sajalsdietfalsaf...
    Telegram:
    t.me/princemuhammadsajal
    Website: sajalsdietfalsafa.com
    Book link: www.rokomari.com/book/163718/...
    ► Skill up with Impact Academy! Visit: goimpact.academy
    ► Hire Brandmark Consultancy to scale up your business! Visit: brandmarkconsultancy.com
    🎧 Listen to our podcasts:
    Google Podcast: shorturl.at/giK26
    Apple Podcast: shorturl.at/mosuF
    Amazon Podcast: shorturl.at/ftJ29
    🚀 Watch our other podcasts:
    ► ব্যবসা করলে, জামসেদ মজুমদারের মতো করা উচিৎ - • ব্যবসা করলে, উনার মতো ...
    ► সুইজারল্যান্ডের আরামের জীবন ফেলে কৃষিতে - • সুইজারল্যান্ডের আরামের...
    ►আমি পারলে প্রত্যেকটা ব্যবসায়ীকে এই ভিডিও একবার হলেও দেখাতাম - • Video
    ►আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান? এক্সারসাইজ করেন! - • আপনি আপনার জীবন পরিবর্...
    #nafeessalim #sazzadahsan #2centspodcast
    ✅Facebook Page (2 Cents Podcast): / 2centspodcastofficial
    ✅Facebook Page (Nafees Salim): / nafeessalimofficial
    ✅Facebook Page (Sazzad Ahsan): / sazzadbinahsan
    ✅ Nafees Salim Main CZcams Channel: / nafeessalim
    ✅Instagram: / nafees.salim
    ✅Facebook Group (ম তে মার্কেটিং, ব তে বিজনেস) - / 893715514867540
    ✅Business/Sponsorships/Promotion, email: businesswith2cents@gmail.com
    ✅Thumbnail Designer: / iamjoydebnath
    Keywords: weight loss, weight loss diet, weight loss exercise, weight loss exercise at home, ramadan diet plan, ডায়েট, ওজন কমানো, কিটো ডায়েট
    Timestamp:
    00:00 - Intro
    02:20 - Weight-loss জার্নিতে কিভাবে নিয়ন্ত্রন রাখতে হবে
    06:48 - ব্রেইনকে যেভাবে বোঝাবো
    14:40 - আমাদের কি ভাত খাওয়া উচিত?
    17:58 - বডি কোন সময়ে কোন হরমোন রিলিজ করবে
    23:59 - আইডিয়ালি আমাদের কখন ঘুমানো উচিত
    30:03 - আমাদের এই লাইফস্টাইলের জন্য আমরা কি করতে পারি
    40:34 - আমরা কখন সবচেয়ে প্রোডাক্টিভ থাকি
    44:52 - অন্যান্য দেশের সাথে আমাদের পার্থক্য
    48:42 - শিক্ষা ব্যবস্থা একটি ডি-মাসকুলারাইজেশন প্রজেক্ট
    58:13 - অনিয়মিত নিদ্রার ফলে কি ক্ষতি হতে পারে
    01:03:39 - খাদ্যে ভেজাল থেকে বাঁচার কোনো উপায় আছে?
    01:06:36 - কোন কোন হরমোনস বিষয়ে আমাদের জানা উচিত
    01:08:50 - ‘5 minutes technique’ ও আরো কিছু টিপস
    01:18:56 - অনুশীলন বিমুখীদের যা করা উচিত
    01:24:58 - পরিবারকে বোঝানো
    01:27:48 - Truths about KETO DIET (কিটো ডায়েট)
    01:32:22 - হেলথ রিলেটেড কিছু প্রয়োজনীয় বই
    Copyright Disclaimer: From the perspective of the United States of America, under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    From the perspective of Bangladesh, copyright disclaimer under section 72 of the copyright act 2000, allowance is made for fair use for purposes such as criticism, comments, news reporting, teaching, scholarship and research.
    -----------------------------------------------------------------------------------
    Anti Privacy Warning:
    This content is copyrighted to 2 Cents Podcast, Nafees Salim and Sazzad Ahsan. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    -----------------------------------------------------------------------------------

Komentáře • 478

  • @NafeesSalim
    @NafeesSalim Před 4 měsíci +225

    This podcast is so informative!

    • @toha3327
      @toha3327 Před 4 měsíci +12

      thats why i am coming 😙

    • @gamingworld-ju9sl
      @gamingworld-ju9sl Před 4 měsíci +10

      Bhai lomba howar jonno Kono joggo bektir shathe akta podcast Koren please

    • @rayhanahmed2073
      @rayhanahmed2073 Před 4 měsíci +10

      আপনারা সব সুপার হিরোদের নিয়ে আসেন। আপনাদের রুচিবোধ অনেক উন্নত। এমন সব এপিসোড আপলোড দেন, যে না দেখে থাকার উপায় নেই।

    • @neamulkarimsurov9315
      @neamulkarimsurov9315 Před 4 měsíci +3

      Exactly. ZazakAlkah khairan❤

    • @Foad_Ahmed
      @Foad_Ahmed Před 4 měsíci +4

      Dr. Jahangir Kabir would be a another guest regarding this podcast. Thank you

  • @doulotonnechaduly5188
    @doulotonnechaduly5188 Před 4 měsíci +215

    আমি খুব সাধারণ ভাবে জীবনযাপন করি,,আমার বয়স ২৮ বছর,এবং আমি কখনো রাত ৮ টার পর কোনো তথ্য ব্রেনকে দেয়ার চেষ্টা করি না।আমি সন্ধ্যা ৬:৩০ টাই খাবার খাই যেন -১৫/১৬ ঘন্টা না খেয়ে থাকা যাই,,না হলেও ১২ ঘন্টা। আমি ঘুমাই৯:৩০/১০ টার মধ্যে। উঠে যাই কাটাই কাটাই ৪ টাই।ছোটো থেকেই এটা আমার অভ্যাস। আমার পরিবারে অন্য সদস্য দেরি করে ঘুমাই,খাই দেরি করে,এমনকি বিয়ের পর ও এটা আমার চেইঞ্জ হয়নি।আর আমি এই দুপুরবেলা পড়া শেষ করে রিল্যাক্স ভাবে পডকাস্ট শুনছি,এবং সবকিছুই রিলেট করতে পারছি।আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন।

    • @exposubhajit95.
      @exposubhajit95. Před 3 měsíci +3

      ম্যাডাম আপনি এত ভোরে উঠে কি করেন আপনার বর্তমান পরিচয় আপনি কি করে

    • @kausikmukherjee5336
      @kausikmukherjee5336 Před 3 měsíci +3

      Apni ki koren? Mane kaj ta ki?
      Boyos 28. Abar pora ses korlen. Apni ki professor?

    • @doulotonnechaduly5188
      @doulotonnechaduly5188 Před 3 měsíci

      @@kausikmukherjee5336 বর্তমানে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি।আর ভোরে উঠি সকালের নামাজের জন্য এবং পড়াশোনা করার জন্য।

    • @explorer063
      @explorer063 Před 3 měsíci +7

      ​@@kausikmukherjee5336
      sleeping maintain korte professor kno hote hobe?
      Ajaira public

    • @kausikmukherjee5336
      @kausikmukherjee5336 Před 3 měsíci +1

      Aha, professor hole Tobe ghumono jabe, emon ami bolechi naki?
      Ami jante chaichi apni kon kaj e achen? Je apnar company/ organisation/ kormokhetro eram relax korar option rakhe?
      Sondhya 6:30 diner toh Durer kotha, amar to chhutiyi hoy na.

  • @abcdefghij.xu3dt
    @abcdefghij.xu3dt Před 4 měsíci +168

    রাসূল(স:) এর সুন্নাত লাইফ অনুসরণ করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে,ইন শা আল্লাহ।💝💝

  • @zahidhossain9166
    @zahidhossain9166 Před 4 měsíci +316

    সময় মতো খাওয়া (সবজি শাক ফলমুল, মাছ, ডিম), ৭ঘন্টা ঘুম, পরিশ্রম বা ব্যায়াম (মুসলমানদের জন্য সালাত) , ব্যস বডি দৌড়াবেই ইন-শা-আল্লাহ

    • @wahidulalam1941
      @wahidulalam1941 Před 4 měsíci

      ব্যায়াম আর সালাতের মধ্যে গুলিয়ে ফেলবেন না,সালাতের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে স্বরণ করা

    • @SihabMomin
      @SihabMomin Před 3 měsíci +7

      জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ❤❤

    • @Ehan57
      @Ehan57 Před 2 měsíci +4

      আগে ঘুমানোর চেষ্টা করবেন আর ৮ ঘণ্টা ঘুমালে সবচেয়ে ভালো হয়

    • @SihabMomin
      @SihabMomin Před 2 měsíci +3

      জাহিদ ভাই রাত কয়টা ঘুমানো উচিত,
      একটু প্লিজ জানাবেন।

    • @zahidhossain9166
      @zahidhossain9166 Před 2 měsíci

      @@SihabMomin ভাই, এটা ডিপেন্ড করে মানুষের পেশার উপর, এখনকার দ্রুত ও প্রতিযোগিতা মুলক এই দুনিয়ায় ডে-শিফট নাইট-শিফটে মানুষকে কাজ করতে হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিকেই তার ঘুমের সময় ঠিক করে নিতে হবে যেটা অবশ্যই ৬/৭ ঘন্টা হতেই হবে, যাদের বয়স ১৮ এর কম তাদের অবশ্যই ৮ ঘন্টা ঘুমাতে হবে কারন জন্ম থেকে প্রায় ১৮ বছর অব্দি ব্রেনের ডেভেলপমেন্ট প্রক্রিয়া চলে, এজন্য এসময় ৮ ঘন্টা ঘুম জরুরি, ১৮ পার হলে ৬/৭ ঘন্টাই এনাফ, তবে ওভারঅল আমাদের মুসলিম কালচার বা প্রিয় নবী মুহাম্মদ সা: এর সুন্নাহ মোতাবিক বাদ ঈশা ঘুমিয়ে পড়া উচিত সেক্ষেত্রে ঋতু অনুযায়ী রাত ৯ /১০ টা থেকে ভোর ৪/৫ টা অব্দি ঘুমালেই যথেস্ট (৭ঘন্টা), ফজর সালাত আদায় শেষে দিনের কাজ শুরু করলে অফুরন্ত সময় পাওয়া যায় এবং দিনটাকেও অনেক বড় মনে হয়, ওয়া আল্লাহু আলাম

  • @the_apurbo_show
    @the_apurbo_show Před měsícem +5

    মানুষ সাধারনত ঘুম কে স্বাভাবিক একটা অভ্যাস বলে মনে করে, কিন্তু ঘুম প্রচন্ড গুরুত্বপূর্ন এবং একই সাথে প্রচন্ড কঠিন একটা স্কিল!

  • @RahatNewaz
    @RahatNewaz Před 2 měsíci +11

    সুবাহানআল্লাহ, মানুষের দেহে আল্লাহ এত সুন্দর ফানশন দিয়েছেন। যতটুকু বুঝলাম, সুন্নাহ ফলো করলে সকল সমাধান ।

  • @shahahmedferoz8796
    @shahahmedferoz8796 Před 4 měsíci +171

    যেমন- গ্রামের মানুষ আমাদের চেয়ে দ্বিগুণ খায়, কিন্তু সঠিক টাইমে খাওয়া-ঘুমানো, এবং শারীরিক পরিশ্রম করার কারণে আমাদের চেয়ে স্লিম থাকে।

  • @hamidurrahman5290
    @hamidurrahman5290 Před 4 měsíci +53

    ভাইজান সবচেয়ে সহজ কথা হচ্ছে আমরা যত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আকড়ে ধরবো ততোই আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ হবে । আর যতই তার বিপরীতটা করবো ততোই বিপদে পড়বো। So we should follow the lifestyle of Mohammad as much we can .

    • @anonymousperson221
      @anonymousperson221 Před 4 měsíci +4

      করেন আপনি? রাগ হইয়েন না,করেন কি আপনি?
      সবাই জানে, কিন্তু কে করে? করে না বলেই আমরা দেখছি এই পডকাস্ট,উনারা করতেসেন পডকাস্ট,
      যে কাজটা আমরা নিজেরা করি না ওইটা নিয়ে এডভাইস না করাই ভাল, এইটাও সুন্নাহ,

  • @kanizfatemasinthya
    @kanizfatemasinthya Před 4 měsíci +28

    Alhamdulillah 10 tai ghumai 4 tai uthi. Healthy food khai no processed food 1 hr exercise, sunlight, morning air e refresh kori, 5 wakt salat adai kori.

  • @mariyamariya764
    @mariyamariya764 Před 4 měsíci +166

    মাশাল্লাহ এজন্য মাদ্রাসার ছাত্ররা অনেক শক্তিশালী,মেধাবী, মনোযোগী।
    কারণ তারা সাড়ে ৯টার মধ্যে ঘুমায়
    ভোর সাড়ে ৪টা বাজে উঠে।

    • @saralohan6954
      @saralohan6954 Před 4 měsíci

      But Madrasa education er world wide kono value nai. Eta amader deeply think kora dorker. Madrasa te pore keu scientist, doctor, engineer hote pare na. Jibone unnoti korar jonno shomoy upojogi shikkha dorkar.

    • @mkhh609
      @mkhh609 Před 3 měsíci +2

      Vul

    • @skinnyskelly
      @skinnyskelly Před 2 měsíci

      মাদ্রাসার ছাত্ররা মেধাবী!? আমি নিজে মাদ্রাসায় পড়েছি এবং বুঝতে পেরেছি যে মাদ্রাসায় সবার প্রথমে যে কাজটা করা হয় তা হচ্ছে বাচ্চাদের মেধা আর চিন্তাশক্তি ধ্বংস করা

    • @mahmudarani111
      @mahmudarani111 Před 2 měsíci +1

      Atodine buzhla monu?

  • @shimulsaha.
    @shimulsaha. Před 4 měsíci +129

    1)sleep
    2)sunlight
    3)exercise or movement
    4)cold shower
    5)food

    • @number1TopG
      @number1TopG Před 4 měsíci +1

      Cold shower er kotha to bolte shuni nai

    • @muntahafaiaaz
      @muntahafaiaaz Před 4 měsíci

      Huberman inspired ​@@number1TopG

    • @shovonrahman1837
      @shovonrahman1837 Před 4 měsíci +10

      whenever u take cold shower before sleep, it reduces body temperature from top to bottom. It gives u a very good sleep, specially delta sleep. (sajal vai mentioned it)

    • @shimulsaha.
      @shimulsaha. Před 4 měsíci +13

      @@shovonrahman1837 Cold shower in the morning has been a game-changer for me. I've been doing it for the past year.....increased alertness and calm, better mood .....

    • @honestman5534
      @honestman5534 Před 4 měsíci +2

      @@shimulsaha.that’s so true.

  • @hannanhannan3505
    @hannanhannan3505 Před 2 měsíci +8

    উনার এসব কথা না শুনে আমি মনে করি ইসলাম কি বলে
    মহানবী সাঃ কি বলে তা অনুসরণ করলে জীবন সুন্দর ❤

  • @apsohail5736
    @apsohail5736 Před 4 měsíci +9

    আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিটা মানুষের জন্য। আমি অলরেডি অনেকজনকে শেয়ার করছি।আজ থেকে আমি এইসব ফলো করবো

  • @voiceofyourheart4400
    @voiceofyourheart4400 Před 4 měsíci +18

    পডকাসটি খুবই ভালো লাগলো। নারী সাস্থ্য নিয়ে কথা বলার জন্য একজন নারী স্পেশালিষ্ট আনার আহ্বান জানাচ্ছি।
    ধন্যবাদ আপনাদের প্রচেষ্টাকে...

  • @user-kt6tx1ro3n
    @user-kt6tx1ro3n Před 4 měsíci +81

    অফিস সকাল ৬:০০ টা থেকে দুপুর ২টা করা উচিত।

    • @Esther_R143
      @Esther_R143 Před 4 měsíci +9

      বড় বড় দোকানপাট বন্ধ করে দিতে হবে সন্ধ্যা ৬:০০ মধ্যে।
      যেহেতু অফিস বন্ধ হবে দুপুর ২:০০ টার মধ্যে, তাই ২:০০ টার পর থেকে ৬:০০ টা, এই সময়ের মধ্যে মানুষ যথেষ্ট সময় পাবে বাজার করার।
      আশা করা যায় যে রাত ৯:০০ টার মধ্যে মানুষ ঘুমাতে যাবে।

    • @justrelax6858
      @justrelax6858 Před 3 měsíci +4

      Canada te ei rokom....

    • @raisulislam1516
      @raisulislam1516 Před 3 měsíci +3

      এই ভাবে জীবন যাপন করলে রোগ দৌড়ে পালাবে, যেমন সাহাবিদের আমলে এক ইহুদি ডাক্তার রোগী না পেয়ে পালিয়ে ছিল।

    • @user-rz6rh7ls2y
      @user-rz6rh7ls2y Před 3 měsíci +1

      আপনার কথায় অনেক মানুষ সহমত হবে।

    • @cactus4721
      @cactus4721 Před 2 měsíci +1

      আমাদের দেশে সবাই চায় দুইটা থেকে অফিস করতে
      হাহা

  • @mohammedrizon5651
    @mohammedrizon5651 Před 3 měsíci +10

    আসসালামু আলাইকুম,
    ড: জাহাঙ্গীর কবির স্যার কে গেস্ট হিসেবে দেখতে চাই।
    এবং খুবই ইচ্ছে ভাইয়া আপনি বর্তমান সময়ের বিচক্ষণ সন্মানিত আলেমদের কেও মেহমান হিসেবে আনবেন।
    জাজাকাল্লাহ।

  • @muhammadanisulmursalin9844
    @muhammadanisulmursalin9844 Před 4 měsíci +16

    অনেক গুরুত্বপূর্ণ একটা এপিসোড দেখলাম, ধন্যবাদ সজল ভাইয়াকে ৷ নাফিস সেলিমকেও ধন্যবাদ উনাকে ডাকার জন্য ৷

  • @saquibsharif1048
    @saquibsharif1048 Před 3 měsíci +5

    খুব ভালো লাগলো। নলেজেবেল একজন মানুষ, যুক্তিযুক্ত সব রেফারেন্স দিয়েছেন। বেশির ভাগ রেফারেন্সেই বিবর্তনবাদের কথা এনেছেন, দেশের মানুষ যার উপর দুই ফোটা বিশ্বাস রাখে না 😅

  • @bithisikder3961
    @bithisikder3961 Před 4 měsíci +26

    আমি গত ছয় বছর ধরে রাত সারে আট টা বাজে ঘুমাতে যাই আমার পরিবারের সবাই কে এমন নিয়মে আনতে পারছি আলহামদুলিল্লাহ অনেকে হাসাহাসি করে বাট আমি কেয়ার করি না ❤

  • @zayedwakarshaan2453
    @zayedwakarshaan2453 Před 4 měsíci +44

    ইশ আজকে বিকালেও সানজাক ই ওসমান পড়ছিলাম আর ভাবছিলাম কতো জটিল ঐতিহাসিক বিষয়গুলো কি চমৎকার থ্রিলার ধাঁচে সজল ভাই লিখেছেন। যতোই পড়ি বোরড হই না।
    এখন উনার পডকাস্ট ফাইনালি আসলো! ধন্যবাদ ভাই আপনাদের ❤️

  • @studywithenjoy4720
    @studywithenjoy4720 Před 3 měsíci +4

    ৪৭ তম মিনিটে ভিডিও পজ করে 9:50 ঘুমানোর চেষ্টা করচি ইনশাল্লাহ সকাল ৬ টায় ভিডিও বাকি অংশ দেখব

  • @mustakimrakib2925
    @mustakimrakib2925 Před 4 měsíci +5

    Shajal bhai amar school life er onek boro ekjon inspiration. I remember, ami jokhon class 8 e portam, KHILGAON, GORAN elaka te bhaiar bashay giyechilam. Bhaiar shathe onek bepare adda hoto, bhai amader genarel knowledge niye onek quiz korten. tokhon bhaia DU te chilen. bhai is so humble je dekhle mone hobe amra friend er moto. amra oi shomoy namaz porar sheshe, specially ramadan er time e bhaiar shathe quran-hadith niye alochona kortam. kintu erpor basha shift korar karone jogajog kome giyechilo, kintu bhai er shathe abar dekha hobe asha kori Insha Allah. We're proud of him.

  • @shahanaparveen9742
    @shahanaparveen9742 Před 4 měsíci +20

    আমি আমার মেয়েদেরকে বারবার বলি রাত জেগোনা আরলি ঘুমাও। কিন্তু ডায়েট করে চা, বিস্কুট খায় কিন্তু রাতে ২/৩পর্যন্ত জাগে। ভার্সিটি না থাকলে ১০/১১ পর্যন্ত ঘুমায়। আমি আপনার কথার সাথে একমত। আমি কোয়ান্টাম ফাউন্ডেশন এর কোয়ান্টিয়ার। আমাদের কেও এই কথাই বারবার বলা হয়।ধন্যবাদ

  • @user-kh3sl7ue3u
    @user-kh3sl7ue3u Před 4 měsíci +23

    আমরা ডাক্তার জাহাংগির কবির স্যার এর লাইফস্টাইল ফলো করে ডায়াবেটিস ও অন্যান্য রোগ থেকে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ।

    • @user-ft6tx3rl9u
      @user-ft6tx3rl9u Před 4 měsíci +1

      আলহামদুলিল্লাহ

    • @GalleryBox-gf1ip
      @GalleryBox-gf1ip Před 4 měsíci +1

      আলহামদুলিল্লাহ আমিও ড জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইল ফলো করে সুস্থ হয়েছি

    • @SharminSultana-ln2bk
      @SharminSultana-ln2bk Před 4 měsíci +3

      আমি ফলো করি। এজন্য আমার স্কীনের ডা. আমাকে পরশুদিন অনেক বকছে।

    • @GalleryBox-gf1ip
      @GalleryBox-gf1ip Před 4 měsíci +1

      কেন আপু স্কীনের কি হয়েছে স্যারের লাইফস্টাইল সঠিকভাবে ফলো করলে তো স্কীনের কোন সমস্যা থাকার কথা না। আর অন্য ডাক্তারদের কথা বলছেন ওরা তো বকবেই । ওরা তো আছে সীমিত জ্ঞান নিয়ে ওদের জানার পরিধি খুবই সীমিত

    • @SharminSultana-ln2bk
      @SharminSultana-ln2bk Před 4 měsíci

      @@GalleryBox-gf1ip আমার আরও ৩ বছর আগে থেকে চুল পরা সমস্যা, তালু ফাকা। পি আর পি করি ডা. এর কাছে জেকে লাইফস্টাইল ফলো করি জানালে উনি তখন কথাগুলো বলেন।

  • @shreyarakshit9862
    @shreyarakshit9862 Před 4 měsíci +4

    Ei podcast er title onno kichu hole vlo hoto .. sudhu matro weight loss noy , life er almost sob aspects er jonno effect... Thanks a lot for this❤

  • @absiddique5359
    @absiddique5359 Před 4 měsíci +28

    উনি খুবই ভালো পুষ্টিবিদ। আমি উনার সেবা নিয়েছি অনলাইনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমি সফলও হয়েছি। ইনশাআল্লাহ আমি আবারও উনার শরণাপন্ন হবো।

  • @NilufaYeasmin-tl7wp
    @NilufaYeasmin-tl7wp Před 2 měsíci +1

    সাধারণ জনতা মেডিক্যালের কঠিন টার্ম গুলো বুঝতে সমস্যা।।তাই সহজ বাংলায় কথা বলার জন্যে অনুরোধ করেছি।।এখান থেকে অনেক বেশি কিছু শিখলাম।।। ধন্যবাদ সবাইকে।।

  • @al-emran91
    @al-emran91 Před 4 měsíci +18

    🎯 Key Takeaways for quick navigation:
    00:17 *🩺 Potential diabetic and heart disease risks are linked to poor lifestyle habits.*
    02:23 *🍏 New concepts in nutrition
    05:58 *🧠 The hypothalamus plays a role in weight regulation based on environmental cues.*
    11:38 *💡 Choosing non-refined carbohydrates like steel-cut oats can weight gain.*
    18:07 *💤 Sleep deprivation and excess sugar intake can lead to physiological issues.*
    19:56 *⚖️ Stress hormone cortisol affects metabolism and can lead to diabetes and heart disease.*
    26:43 *🕰️ Establishing early morning routines can improve energy levels and productivity.*
    29:31 *🛌 Poor sleep patterns can contribute to insulin resistance and diabetes.*
    32:06 *💼 Implementing healthier work schedules could enhance productivity and well-being.*
    41:59 *🍽️ Optimal eating and physical activity times for productivity and health are suggested.*
    52:10 *🎓 University culture may impact mental health and societal expectations.*

  • @dreamworld599
    @dreamworld599 Před 4 měsíci +35

    18:00 Alhamdulillah. I try to go to bed at 10.30 everyday and wake up at 4.30.

  • @user-qo4ug5mh2e
    @user-qo4ug5mh2e Před 4 měsíci +16

    Sunnah mene cholai sob somadhan inshallah

  • @nobelhassan8593
    @nobelhassan8593 Před 4 měsíci +12

    I have been following Sajal bhai's page for nearly 2 years maybe and I found his suggestions to be very accurate. This is the best podcast of this channel. No money, no $hit, pure health and life oriented takings. Thanks 2 Cents Podcast!

  • @ibrahimsheikh7050
    @ibrahimsheikh7050 Před 4 měsíci +19

    সময়ের দাবী ❤❤❤আনেক কিছু শিখলাম❤
    জার্মানে ১০টার মধ্যে সব ঘুম ৫দিন

  • @shahmohummadashrafulalam8196
    @shahmohummadashrafulalam8196 Před 4 měsíci +5

    Muhammad Sajal এরকম আরোও বিজ্ঞান সম্মত আলোচনা দেখতে চাই

  • @banglawaz9904
    @banglawaz9904 Před 4 měsíci +57

    বাংলাদেশে আরো অন্তত ১০০জন সজল দরকার।

    • @TabinIsrat
      @TabinIsrat Před 3 měsíci +2

      ১০০০০০০ জন হলে

    • @chyafrin
      @chyafrin Před 3 měsíci +1

      স্ব,, হৃদয়,, আছে, যাহার,,সে,
      পরে থাকে মূল্য হীন হয়ে,,,,,
      সচ্ছ সজল দু চোখের জ্বল,,,,,
      ঝরে পরে,,অধড়া বৃষ্টির মতো,
      যার কোন,, মূল্য বুজে না, সে
      কিভাবে,, পাবে সকল সস্থীর,,
      মূল,,

    • @SihabMomin
      @SihabMomin Před 3 měsíci +2

      ধন্যবাদ ভাইয়া

    • @SihabMomin
      @SihabMomin Před 3 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nazneenakther2680
    @nazneenakther2680 Před 3 měsíci +2

    ভাইয়ার, সানজাক-ই-উসমান
    এই বইটা আমি করোনার সময় পড়েছি। অসাধারণ বই।❤

  • @user-fk9mu7no3o
    @user-fk9mu7no3o Před 4 měsíci +4

    হায় য়
    সানজাক ই উসমান বইটা আমার আছে। আমি পড়েছি।
    কিন্তু আমি জানি না এই সজল ভাইই সেই সজল ভাই।
    মাশা আল্লাহ
    ভাইয়ার অনেক মেধা

  • @JOBAYERHOSSAIN72
    @JOBAYERHOSSAIN72 Před 4 měsíci +3

    রাসূল (সা:) এর সু্ন্নাত অনুযায়ী মেনে চললেই আল্লাহ আপনাকে সব দিক দিয়ে পূ্র্ণতা দান করবেন ইনশাআল্লাহ ❤

  • @Arifrahman-rc2ns
    @Arifrahman-rc2ns Před 4 měsíci +7

    সজল ভাই একটা রত্ন ❤️
    ধন্যবাদ 2 Centes Podcast .

  • @mubashshirkhan
    @mubashshirkhan Před 4 měsíci +10

    46:25 And I'm also watching this video at 12:25 am. From now on, inshallah I'll go to bed at 9pm. Inshallah I'll perform Fajr prayer from tonight.

  • @Abusayed-et9rz
    @Abusayed-et9rz Před 3 měsíci +2

    Wow,,,
    What a podcast 💪..!
    Osthir informative, Bhaiya ✨❤

  • @SaadAhmed-nm6zi
    @SaadAhmed-nm6zi Před 4 měsíci +4

    প্রিন্স সজল ভাইয়ের সানজাক ই উসমান চমৎকার একটি বই।

  • @shahriarroman5262
    @shahriarroman5262 Před 4 měsíci +3

    Thanks Sajal bhai , I am very glad to see you Ex (colleague TDH)

  • @moniscook.2035
    @moniscook.2035 Před 2 měsíci +1

    মাশআল্লাহ। ধন্যবাদ আপনাদের ১ ঘন্টার পোডকাস্টে ১ মিনিটও বিরক্ত লাগে নাই।

  • @furqan96
    @furqan96 Před 2 měsíci +2

    বডি হরমোনের উপর পুরা একটা এপিসোড চাই

  • @mdkhalidrahman2832
    @mdkhalidrahman2832 Před 4 měsíci +3

    Excellent Discussion.... Great to see you Sajal.

  • @ronyxraive
    @ronyxraive Před 4 měsíci +4

    ATC এর তুষার ভাইকে আপনাদের podcast এ আনার জন্য অনুরোধ রইলো।

  • @tahshinmoon4023
    @tahshinmoon4023 Před 4 měsíci +4

    ব্রেন উইদ পোলাইটনেস ❤️ সজল ভাইয়া এর পোস্ট পড়া হতো এতদিন, নাফিস সালিম ভাইয়া কে ধন্যবাদ এই পোডকাস্ট এরেঞ্জ এর জন্য❤️

  • @afrintaposistudio3913
    @afrintaposistudio3913 Před 4 měsíci +7

    আজকের পডকাস্ট দেখার উদ্দেশ্য সজল ভাই

  • @rifatlipu284
    @rifatlipu284 Před 4 měsíci +5

    পডকাস্ট টি খুবই পুষ্টিকর সমৃদ্ধ। ধন্যবাদ

  • @snowyecat
    @snowyecat Před měsícem +1

    রাত ১২ টার দিকে ভিডিও টা দেখা শুরু করেছিলাম গত সপ্তাহের একটি রাতে, ভিডিও টি টানা ১.৩০ পর্যন্ত দেখে ২ টার দিকে ঘুমিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওইদিন এর পরের রাত থেকে ১০ - ১০.৩০ এর দিকে ঘুমানো শুরু করেছি আর ফজর এলারম ছাড়া জাগি আলহামদুলিল্লাহ আর ঘুমাইনা একদম ১০ টায় ঘুমাই আজ ৭ দিন হলো এই ভাইয়া এত বেশি আমাকে প্রভাবিত করেছিলো, আল্লাহ আপনাদের সবার ভালো করুক বিশেষ করে সজল ভাইকে

  • @sabihaize
    @sabihaize Před 3 měsíci +2

    brilliant podcast, so informative. Thank you for sharing.

  • @zainalvideography7062
    @zainalvideography7062 Před 4 měsíci +1

    আমি আমার শিক্ষিকা কে অনেক ধন্যবাদ জানাই যে, তার মাধ্যমে এই তথ্য গুলো জানতে পারলাম। অনেক ভালো লাগলো। ধন্যবাদ ☺️

  • @ShahAlam-yq4ph
    @ShahAlam-yq4ph Před 4 měsíci +2

    তথ্যবহুল আলোচনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @muhammadisa440
    @muhammadisa440 Před 4 měsíci +1

    One of the most wise people who were invited to the 2 cents podcast.
    His wisdom about nutrition, history, business and philosophy is too good.
    Love this man ❤

  • @HasanKhan-eg2co
    @HasanKhan-eg2co Před 4 měsíci +40

    He is the author of the phenomenal book 'Sanjak-E-Usman'.

  • @layman-
    @layman- Před 4 měsíci +13

    sunnah lifestyle follow korlei problem solved:)

  • @mash-hudafirdaus1900
    @mash-hudafirdaus1900 Před 4 měsíci

    জাযাকাল্লাহ সজল ভাইকে নিয়ে আসার জন্য।

  • @PonktiBose
    @PonktiBose Před 4 měsíci +5

    উপস্থাপক ভাই আর্টিফিশিয়াল এক্সপ্রেশন না দিলে সুন্দর হয়!

  • @sahidurrahaman6244
    @sahidurrahaman6244 Před 4 měsíci +2

    অসাধারণ একটি episode for ever.

  • @mohibburrahmanfuad991
    @mohibburrahmanfuad991 Před 4 měsíci +7

    এই লোক আসছে অবশেষে। ❤❤❤

  • @GowtamSarker-mg7rm
    @GowtamSarker-mg7rm Před 3 měsíci +2

    আমাদের অফিসিয়াল ডিউটি এবং অন্যান্য কার্যক্রম সকাল ৬ টা থেকে শুরু হলে লাইফ স্টাইল অটোমেটিক অনেকটাই সঠিক হয়ে যাবে আশাকরি

  • @voiceofmojahidnetwork718
    @voiceofmojahidnetwork718 Před 4 měsíci +2

    এই প্রথম কোন podcast পুরো শুনিলাম 😮

  • @dreamqueen9909
    @dreamqueen9909 Před 3 měsíci +2

    Ami goto bish bochor dhore circadian rhythm , cold thermogenesis, dry fasting, Sun bathing, farming, simple lifestyle niye rog muktto achi ... Notun kichui na.. Kintu Bangladesher manushder jonno joruri information

  • @honestman5534
    @honestman5534 Před 4 měsíci +2

    One of the misconceptions I see in our country is that being slim means you’re healthy. But that’s completely wrong. Being slim doesn’t mean you’re healthy. A person’s physical health depends on various factors like diet, exercise, lifestyle etc. Also many have this notion that if you are slim then you don’t have to exercise that’s completely wrong as well, they should workout as well. Everyone should do exercise.

  • @ashrafulalamabid7895
    @ashrafulalamabid7895 Před 4 měsíci +5

    This guy is really really good. Our country and the people are not advanced enough yet to truly understand what he’s saying

  • @shuvoahmed5569
    @shuvoahmed5569 Před 4 měsíci

    Ajker episode r krne subscribe krlm,this is truly happening with me and true speech 🎤

  • @everydayskitchen
    @everydayskitchen Před 4 měsíci +9

    এই ভিডিওটা যখন দেখছি তখন প্রায় রাত পৌনে একটা 😢😢😢। এখন ভাবছি ভিডিও দেখবো নাকি ঘুমিয়ে পড়বো 😂

  • @SuperTakib
    @SuperTakib Před 3 měsíci +1

    Totally agree with brother. Made up habit of sleeping in 9-10 PM. In the morning getting great source of power.

  • @rahathahmed9118
    @rahathahmed9118 Před 2 měsíci

    এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে মূল্যবান পডকাস্ট ❤️ নিউট্রিশিয়ান ভাইয়ার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে

  • @md.jahidhasan3795
    @md.jahidhasan3795 Před 2 měsíci

    After a long time , i see someone who can talk with this articulation in Bangladesh . Nice Episode .

  • @pr5113
    @pr5113 Před 4 měsíci

    This is an informative podcast. It's all about having the right mindset to improve our body.

  • @Anonimus36881
    @Anonimus36881 Před 4 měsíci +4

    46:26 রাত্রি 3 টা ২০ বাজে এখন পডকাস্ট শুনছি 😢।

  • @amrgadget25
    @amrgadget25 Před 4 měsíci +17

    বয়স ২০ । দশটার আগে ঘুমাই ❤ পাঁচটায় উঠি

  • @reactedbypriya88
    @reactedbypriya88 Před 3 měsíci

    Very informative, helpful and big wow episode. Keep your good job brother Allah will help you inshaallah ❤

    • @AlifView
      @AlifView Před 3 měsíci

      Keke porda chai sobkhane?

  • @KamrulHasan-rt7li
    @KamrulHasan-rt7li Před 4 měsíci +2

    ভাই আলোচনা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলাম👍❤️❤️

  • @shahmohummadashrafulalam8196
    @shahmohummadashrafulalam8196 Před 4 měsíci +1

    চমৎকার বিজ্ঞান সম্মত আলোচনা

  • @ShornaSahana
    @ShornaSahana Před 2 měsíci

    It was really a good time with “sajal “.thnx dear ❤

  • @rukaiya198
    @rukaiya198 Před 4 měsíci +1

    ধন্যবাদ ভাইয়া ❤,,,, অনেক কিছু জানতে পারলাম

  • @Zabednewaz
    @Zabednewaz Před 3 měsíci +2

    This was an incredible podcast ❤

  • @dailygym313
    @dailygym313 Před 3 měsíci +1

    আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত। [ ২৯ সূরা আল-আনকাবূত আয়াত ৬৪ ]

    • @SihabMomin
      @SihabMomin Před 3 měsíci +1

      ধন্যবাদ ভাইয়া আপনাকে

  • @MdsuhelAhmed-wx1wm
    @MdsuhelAhmed-wx1wm Před 4 měsíci +2

    Nafees bhai agriculture and horticulture industries is growing very fast in bangladesh people need find buyers aboard to keep up the growth of agriculture and horticultural industries.

  • @user-ss3zp2gh5k
    @user-ss3zp2gh5k Před 4 měsíci +23

    হে আল্লাহ আপনি আমাদের 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ার তাওফিক দান করুক। আমিন

  • @mohammadrahman4165
    @mohammadrahman4165 Před 3 měsíci

    Many thanks for the most informative podcast.

  • @surfaceenterprise4895
    @surfaceenterprise4895 Před 4 měsíci +2

    He is right, i also purchased wheat from a government ration shop.

  • @theblackknight4295
    @theblackknight4295 Před 4 měsíci +1

    This video deserves more than 73k views. Please share more

  • @isratjahan7509
    @isratjahan7509 Před 4 měsíci

    মাশাল্লাহ!
    পুরোটা দেখলাম।

  • @supremethrive
    @supremethrive Před 4 měsíci +1

    Great content..Thank you.

  • @RaisulAbid-c4m
    @RaisulAbid-c4m Před 9 dny

    হোস্ট সাহেব, আপনি খুব চমৎকার কিছু প্রশ্ন করে বক্তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বি্‌ষয় বের করে আনেন। আর এই গুণটা অনেক পপুলার বিদেশী পোডকাস্টারেরও নাই। কিন্তু সমস্যাটা হলো আপনার রিএকশনে। আপনি যেখানে আশ্চর্য হওয়ার দরকার নাই ওখানে আশ্চর্য হওয়ার অভিনয় করেন।আসলেই আশ্চর্যান্বিত হলে তখন অটোমেটিকালি সেটা প্রকাশ হবে এবং দৃষ্টিকটু লাগবেনা। একটু ন্যাচারাল থাকবেন ভাই। শুভকামনা।

  • @tanuislam7497
    @tanuislam7497 Před 4 měsíci +2

    Much informative video..

  • @ridewitharko
    @ridewitharko Před 4 měsíci

    Thank you for such wonderful information 🎉

  • @number1TopG
    @number1TopG Před 4 měsíci +1

    Kemon jani aro kichu ojana roye geche. Plz unar aro podcast chai

  • @mdsultanmia5453
    @mdsultanmia5453 Před 2 měsíci

    যারা এই চ্যানেল টা নিয়মিত দেখেন সবার ধৈর্য আছে, জীবনে সবাই সফল হবে আশা করি 🥰

  • @SayedSudipA-cj4vq
    @SayedSudipA-cj4vq Před 4 měsíci

    Very Informative.

  • @lailatulshefa7439
    @lailatulshefa7439 Před 2 měsíci

    Very helpful and informative 😮

  • @nayem8018
    @nayem8018 Před 4 měsíci +1

    ❤অনেক বেশি পডকাস্ট চাই!!! ❤

  • @sadmanrahik1789
    @sadmanrahik1789 Před 4 měsíci +1

    Just Wow,...very informative as always nafis bhai..
    Just wanted to draw attention to one thing about how our brain reacts to different types of food intake. In some other podcast, Taz bhai said when we eat fat or unhealthy junk our brain gets the signal that we are in abnormal condition and thus it starts preserving body fat.
    On the contrary, this podcast tells us our brain considers the intake of fat rich food as if we are living normal and the brain signals to increase body fat.
    Sorry if i am unable to make my point clear😅
    Thanks a lot anyways for the valuable insights.

  • @rubayetrahmanrongon3526
    @rubayetrahmanrongon3526 Před 4 měsíci

    I liked this talk. Best thing is almost everything he mentioned, he cited properly to the source. I encourage guests to talk with proper references rather than consider themselves bishal honu and talk by their whimp

  • @number1TopG
    @number1TopG Před 4 měsíci +1

    Ekhon 1:28 am . In sha Allah change korbo

  • @FerdousNahar
    @FerdousNahar Před 4 měsíci +10

    নাফিস সেলিমের সারল্যে ভরা উপস্থাপনে একটি অসম্ভব ভালো ও গুরুত্বপূর্ণ পডকাস্ট দেখলাম। আজকের বিষয়তি আমার খুবই আগ্রহের বিষয়। এবার মেহমান মোহাম্মদ সজলকে জানাই অশেষ কৃতজ্ঞতা। তাঁর সঙ্গে কাটানো দেড় ঘণ্টার ভরপুর তথ্য-উপাত্ত সকলের অনেক উপকারে আসবে বলে আশা করি। ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

  • @HabiburRahman-ff9he
    @HabiburRahman-ff9he Před 4 měsíci +1

    Nice tropic. Great.