শ্রীশ্রীরাম দর্শন, কৈবল্য ভুবন, Sri Sri Ram Darshan of Sri Sri Ram Thakur by Kaibalya Bhuban.

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • শ্রীশ্রীরাম দর্শন
    নামে থাকেন সত্যকে জানেন
    কর্তৃত্ব ছাড়েন শরণে আসেন।
    গুরু বাক্যই গুরু। শ্রীশ্রীঠাকুরের স্বহস্ত লিখিত চিঠিপত্র অবলম্বনে রচিত বেদবানী এবং বেদবানীর সার ও সংক্ষিপ্তরূপ হলো শ্রীরামদর্শন। নিত্যদিন পড়ুন, গুরুকৃপা উপলব্ধি করে জীবন ধন্য করুন - এই বাসনা।
    ( শ্রীশ্রীরামঠাকুরের মাহাত্ম্য প্রচারে কৈবল্য ভুবন। )
    o নির্জনে, ভক্ত-হৃদয়ে এবং নামে আমি সদা উদয় থাকি।
    o নিয়মের দ্বারা বন্দী না হয়ে শুধু নামে বন্দী হয়ে থাকুন।
    o সত্যের সেবা করতে থাকুন, শান্ত হলেই শান্তি পাবেন।
    o অকর্তা হয়ে থাকুন, অসহায় না হইলে সহায় হইনা।
    o প্রারব্ধ এবং সংসারঋণ শোধ করাই সংসার সাধনা।
    o দেনা - পাওনা সম্পন্ন না হলে কারোরই মুক্তি নাই।
    o কারও কোনও দোষ লইতে নাই, দোষ স্ব স্ব কর্মেরই।
    o সদ্গুরু দিতে আসেন না, মায়ামুক্ত করে নিতে আসেন।
    o স্ত্রী-পুত্র-কন্যাদের ভরনপোষণেও ইশ্বরের সেবাই হয়।
    o নাম নিয়া পড়িয়া থাকেন, নামই সব করিয়া নিবে।
    o গুরুর চেয়ে আপন কেহ নাই, পরমাত্মীয় বলতে গুরুকেই বোঝায়।
    o গুরু সমীপে সবকিছু সমর্পণ করে সংসারে ভেসে থাকুন।
    o আমি প্রাণরূপে তোমাতেই আছি আমাকে উপলব্ধি কর।
    o কাঙাল হয়ে থাকাই ভাল- গুরু সর্বদা সহায় থাকেন।
    o নাম করিতে করিতে দেহ রক্ষা হইলেই মুক্তিপদ লাভ করে।
    o নানান উপদ্রব সহ্য করার নামই তপস্যা, এই-ই জীবধর্ম।
    o সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সরল ভাব রক্ষা করাই হিতকারী।
    o বিচারের অধিকার জীবের নাই- কর্মফল ভোগেরই অধিকার।
    o ঋণ করা বড় দোষ, ঋণ করিবেন না- অঋণী থাকাই ভাল।
    o সত্যের দাসের বন্ধন থাকে না- মিথ্যার দাসের অভাব যায় না।
    o আপনে যে কর্তা নন ইহাই কেবল আপনার জানিবার বিষয়।
    o ভগবানের দাস হয়ে থাকিলে সাধন ভজনের প্রয়োজন হয় না।
    o চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্টচক্রে প্রকাশ পাইবে।
    o নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত বা প্রার্থনা কিছুই থাকে না।
    o নামই জীবকে শিবময় করিয়া দেয়- ইহাই নামের গুণ।
    o সত্যের দাসের কালের গ্রহের বা যমের কোন অধিকার থাকে না।
    o মুক্তির জন্যই জীবকে কালচক্রের যন্ত্রণা ভোগ করিতে হয়।
    o আশ্রম কর্তৃপক্ষের আনন্দ উৎসব কেন্দ্র, আশ্রমে আমার স্থান হয় নাই।
    o প্রাক্তন যেভাবে ঋণ পরিশোধ করায় সেভাবেই তা গ্রহণ করিতে হয়।
    o ভগবান সংসার চালাইবার কর্তা, কিছুই করার ক্ষমতা আপনার নাই।
    o ভাগ্যরূপী জনার্দন যখন যেমন রাখেন তাতেই সন্তোষ থাকিতে হয়।
    o জোর করিয়া ইন্দ্রিয় দমন করিতে গেলে তাঁর সাঙ্গপাঙ্গ বাধা জন্মায়।
    o জানবেন অদৃষ্টচক্রের বেগ সহ্য করাই স্ব-ধর্ম পালন করা।
    ( শ্রীশ্রীরামঠাকুরের মাহাত্ম্য প্রচারে কৈবল্য ভুবন। )
    o মন, বুদ্ধি ও শরীরের বেগ সহ্য করিতে করিতেই ভগবৎ কৃপা হয়।
    o দেহান্তের পর নাম ও কর্মের ভালো মন্দই সঙ্গে যায়।
    o নাম করিলে গ্রহবৈগুণ্য দোষ সকল সহজভোগে কাটিয়া যায়।
    o আত্মা দেহের কর্তা প্রারব্ধ, ভোগ দেহের ধর্ম, এই জ্ঞানাভিমানী হন।
    o নিয়মাদি দিয়ে নয় কেবল নামের অধীন হইয়া থাকিলেই পূজা হয়।
    o মুক্তির জন্য ধৈর্য্য বই আর কিছুই নাই, সর্বঘটেই ধৈর্য্যরে প্রয়োজন।
    o যাহা যাহা ভালো লাগে সকলই মায়ামৃগ- মরভূমির ভ্রম মাত্র।
    o গুরুর আশ্রয় পেলে গুরুরই সব হয়ে যায় নিজের আর কিছু থাকে না।
    o শরণেই মুক্তিপদ লাভ করে, কেবল শরণ নিয়া থাকিতে হয়।
    o সত্যনারায়ণকে কর্তৃত্বটুকু দিলেই সকল ঋণ শোধ করিতে পারিবেন।
    o গুরুবাক্যই নাম- নামই ভগবান- নামের অবস্থিতি স্থানই ব্রজভূমি।
    o আপনারা আমার আশ্রয়ে আপনাদের মঙ্গলই আমার মঙ্গল ও তৃপ্তি।
    o বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম আসে- কৃষ্ণচন্দ্রের মিলন ঘটে।
    o মানুষের আসল প্রয়োজন খুবই কম, কল্পিত অভাবটাই বেশী।
    o প্রকৃতির নিয়মে সৃষ্টি বলে কারো কোনরূপ দোষ হইতে পারে না।
    o ভগবানের নাম ও রূপ আলাদা নয়, নাম করিলেই রূপের উদয় হয়।
    o সকল ভার গুরু বহন করিতেছেন, তাহার পদে অনন্যমতি থাকুন।
    o জানবেন আমিই উদ্ধারের কর্তা, কেবল আমার চিন্তাই করুন।
    o ভগবৎ কৃপার লক্ষ্যে থাকুন, অন্ধকারে একটা আলো নিয়ে চলা ভাল।
    o কর্তা হইয়া যে যাহা করে সকলই দক্ষযজ্ঞ- ইহা পূর্ণ হয় না।
    o শত্রুভাব মিত্রভাব ও শরণাগত ভাবের সাফল্যতাতেই আসে মুক্তি।
    o সংসার মায়াময়- ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য্যওে পূর্ণ হয় না।
    o অধিকার দাবি না করিয়া কেবল কর্তব্য বিষয়ে সচেতন হইবেন।
    o শরণভাব সম্পূর্ণ নিশ্চেষ্টভাব, সকল বেগ সহ্য করিতে করিতে প্রাপ্ত হয়।
    o সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পায় তাহা, যাহা ভাবে তাহাই পায়।
    o গুরুর আশ্রয় পেলে হতভাগা বিচার থাকে না, না পেলেই থাকে।
    o ভগবানের চিত্রপট হৃদয়েই থাকে, কখনও নষ্ট হয় না জানবেন।
    o প্রারব্ধের উৎপাতভোগ সহ্য না করিলে ভগবানে স্থান পায়না।
    o অনিত্যকর বিষয়ের জন্য দুঃখ করা মাত্রই ভুল- নিত্য ভাবে থাকুন।
    o কর্তৃত্বাদি ছাড়িয়া অকর্তা বুদ্ধিই পথের সম্বল- এই পরম ভক্তি।
    o জীবের শক্তি নাই, ভগবানই জীবকে দিয়ে সকল ক্রিয়াকর্ম করান।
    o ভোগ দিতে কুণ্ঠিত হইতে নাই, ভোগের অন্ত হইলেই যোগ হয়।
    o মন-বুদ্ধি-বাসনা সকল গুরুকৃপা প্রাপ্তির জন্য রাখিয়া দিবেন।
    o গুরু প্রারব্ধের ভোগ ভোগাইয়া নেন, - এই তাঁর স্বভাব।
    o গুরুর শরণ নিয়ে থাকিলেই জানবেন তাঁর সেবাপূজা হয়।
    o অনাড়ম্বর জীবনেই শান্তি উদ্যাপন হয়, - আবরণ মাত্রই মায়া।
    o আত্মীয়স্বজনের দ্বারা বিরক্ত না হইয়া তাদের তৃপ্তির চেষ্টা করিবেন।
    o ভগবৎ শরণ নিয়া থাকিলে, সন্দেহ নাই তিনিই লালন পালন করেন।
    o কামনা বাসনার অধীন না হইয়া ধৈর্য্যরে অধীন হইয়া থাকিবেন।
    o নামে থাকিলে ভগবানের নিকট থাকা হয়, শান্তিও উদযাপিত হয়।
    o নাম অভ্রান্ত- আভরণ, শ্বাস্বত-অজ, তাঁর জন্মও নাই মৃত্যুও নাই।
    ( শ্রীশ্রীরামঠাকুরের মাহাত্ম্য প্রচারে কৈবল্য ভুবন। )

Komentáře • 17

  • @mishugupta3221
    @mishugupta3221 Před rokem +1

    জয় রাম জয় গোবিন্দ 🙏🙏🙏

  • @chaitalidey6287
    @chaitalidey6287 Před rokem +1

    Joy ram joy gobindo joy guru joy

  • @kakalimajumder189
    @kakalimajumder189 Před rokem +1

    Joy ram joy ram

  • @rakeshlahiri3512
    @rakeshlahiri3512 Před 4 lety +1

    Joy Guru

  • @anjanadey1620
    @anjanadey1620 Před rokem +1

    Joy ram 🙏

  • @goutammallick8030
    @goutammallick8030 Před 4 lety +5

    জয় রাম জয় গোবিন্দ

  • @gopadatta5628
    @gopadatta5628 Před rokem +1

    guru deber baani sokal bela shrabon kore bhalo laglo. joy guru joy ram joy kaibolya nath er joy🙏🙏🌹🌼🌺🙏🙏

  • @kamalnag5147
    @kamalnag5147 Před 4 lety +5

    Joy Ram Joy Ram Joy Ram 🌼🌼🌼🙏🙏🙏

  • @bibhutibhusonghosh1078
    @bibhutibhusonghosh1078 Před 4 lety +1

    জয় গোবিন্দ জয় রাম জয় সত্যনারায়ন গুরুর কৃপাহি কেবলম

  • @ritapaul9915
    @ritapaul9915 Před 4 lety +3

    Joy ram joy gobondo 🙏🏻🙏🏻🙏🏻

  • @luckybhowmick8117
    @luckybhowmick8117 Před 4 lety +2

    Joy ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AvijitDas-vp2mt
    @AvijitDas-vp2mt Před 4 lety +2

    Joy Ram.

  • @anupamasarkar9310
    @anupamasarkar9310 Před 4 lety +1

    Jai Ram..🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌼🌼
    Jai Ram...🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌼🌼

  • @munnadeb5784
    @munnadeb5784 Před 4 lety +1

    JoyRam joyRam joyRam joyRam😊 khobvalo lagisa

  • @dalimsaha7765
    @dalimsaha7765 Před 4 lety +3

    "কৈবল্যভূবন" কৈবল্যভান্ডারে পরিপূর্ণ হউক ।পরমারাধ্য চরনে প্রার্থনা তাহাই ।