নেপাল ভ্রমণে সতর্ক হউন | যে বিষয়গুলো কোন ব্লগার আগে কোনদিন বলেনি | Nepal Travel Experience

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2023
  • উদ্দেশ্য ছিল মানালিতে ঘুরতে যাওয়ার। পাহাড় ধসের কারণে তা হলো না। হুট করে চলে গেলাম নেপালে। যাওয়ার আগের দিনই বেশ কিছু ব্লগারদের ব্লগ ও দেখেছিলাম। কিন্তু আমি এখন যে কথাগুলো শেয়ার করব সেগুলো এর আগে কোন ব্লগার বলেননি ।
    মনের মধ্যে ভালো আশা নিয়েই প্রথমে কাঠমান্ডুতে অবস্থান করলাম। হোটেলে ঢুকে যখন দেখি মেনু কার্ডে খাবারের দাম এতটা বেশি তখনও কিন্তু বুঝতে পারিনি যে পুরোটা ট্রিপেই আমাদেরকে এত বেশি ভোগান্তি পোহাতে হবে।
    হ্যাঁ এতক্ষণ ধরে আপনারা ঠিকই পড়েছেন। আমি নেপালের খাবারের দাম নিয়ে কথা বলছি। কোন একটা দেশের খাবারের দাম বেশি হতে পারে। তবে তা লোকাল মানুষদের জন্য একদাম এবং পর্যটকদের জন্য অন্যরকম দাম এটা কিন্তু হওয়াটা একটু অস্বাভাবিক।
    যেমন ধরেন ১ লিটার পানির বোতলের দাম ৩০ টাকা। বোতলের গায়ে ৩০ টাকা লেখা থাকলেও আপনার কাছ থেকে নিবে ৬০ টাকা। আর যখন জিজ্ঞেস করবেন এত টাকা দাম কেন তখন তারা কোনভাবেই সদ উত্তর দিতে পারবে না।
    একই অবস্থা কোল্ডড্রিক্স কেনার ক্ষেত্রে। যেখানে হাফ লিটার কোল্ড্রিংসের দাম ৬০ টাকা লেখা আছে সেখানে আপনার কাছ থেকে হাতিয়ে নেবে ১২০ টাকা থেকে ১৫০ টাকা।
    ফলের দোকানেও একই অবস্থা যখনই বুঝতে পারবে পর্যটক তখনই দাম ডাবলেরও বেশি বাড়িয়ে দিবে।
    আমরা মাছে ভাতে বাঙালি। তাই যেখানেই যায় না কেন ভাত খাওয়ার চেষ্টা করি।
    আপনারা কি কেউ বিশ্বাস করতে পারবেন একজনের খাওয়ার মত ভাত যার দাম ৩০০ টাকা।
    আর যদি কোন কমা মানের রেস্টুরেন্টে যান তাহলে সর্বনিম্ন ২০০ টাকা।
    এক প্লেট ফ্রাইড রাইসের দাম ৩৫০ টাকা। এক প্লেট ভেজ বিরিয়ানির দাম ৩৫০ টাকা। যা আপনারা একজনে খেতে পারবেন।
    ২০ টাকার এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস রান্না করে দিয়ে আপনার কাছ থেকে হাতিয়ে নিবে দেড়শ টাকা। তবে আমরা ৮০ টাকা তেও পেয়েছি।
    এক পিস রুটির দাম ৬০ টাকা।
    যেকোনো এক রকম কারি যেমন এগ কারি অথবা ফিসকারী সাথে এক প্লেট সাদা ভাত এর দাম নিবে ৪৫০ টাকা।
    তবে সবচেয়ে অবাক করা বিষয় হল কোন পণ্যের গায়ে দাম লেখা আছে একরকম আর আপনার কাছ থেকে নিচ্ছে অন্যরকম। কিন্তু সেটা তদারকি করার মত কেউ নেই। আপনি কোথাও কমপ্লেন ও করতে পারবেন না। কারণ এভাবেই তো অরাজকতার সৃষ্টি হয়েছে। আর চলছে বিশাল বড় রকমের সিন্ডিকেট।
    চলুন খাবারের কথা তো অনেক হলো এবার যাওয়া যাক ট্যাক্সি ভাড়ার দিকে।
    কাঠমান্ডু থেকে যখন পোখরার টুরিস্ট বাস্ট টপেজে নামলাম, তখন ট্যাক্সি ঠিক করে হোটেলে আসতে আমাদের খরচ হলো ৪০০ নেপালি রুপি। আর দূরত্ব কতটুকু জানেন আড়াই কিলোমিটার। আর ওখানে এমনই সিন্ডিকেট যে একজন ট্যাক্সি আলা একটা ভাড়া বলে দিলে আপনি বারগেন করেও ভাড়াটা আর কমাতে পারবেন না।
    একটা চায়ের দোকানের গল্প বলি। এক কাপ দুধ চা কিনেছিলাম ৩০ টাকা দিয়ে। ঠিক আধা ঘন্টা পরে ওই দোকান থেকেই যখন আবার এক কাপ চা কিনতে যায় তখন তিনি বলে ৫০ টাকা দিতে হবে। আমি যখন বললাম আমি তো একটু আগেই ৩০ টাকা দিয়ে কিনেছি তখন সে বলল ঠিক আছে তাহলে তাই দিন।
    এক কথায় বলতে গেলে যার কাছে ঠিক যেরকম পারছে সেরকম করে গলা কাটছে।
    সারাংকোট গিয়েছিলাম। সেখানকার এক্সপেরিয়েন্স আরো ভয়াবহ। যখন আমরা কেবল কারের টিকিট কাটি তখন ওখানে বাচ্চাদের জন্য বয়স নির্ধারণ করা ছিল। আমার সামনে দিয়েই যারা নেপালি তাদের বাচ্চাদের টিকিট তারা কাটতে বলেনি। কিন্তু আমার বাচ্চা তাদের চেয়ে ছোট হওয়ার পরেও টিকিট কাটতে হয়েছে। আপনি কোন রেস্টুরেন্টে ঢুকে শুধু স্ন্যাক্স আইটেম খেতেই আপনার খরচ পড়ে যাবে ৪০০ থেকে ৫০০ টাকা এক জনের জন্য। ওই যে ভিউ দেখতে দেখতে খাবার এনজয় করবেন। কিন্তু তার দাম কি এতটা হওয়া উচিত?
    খুব অবাক হয়েছি। আমি জানতাম যে নেপাল পুরোটাই টুরিস্টদের ওপর আর্থিক ভাবে নির্ভরশীল। তাই বলে যে যেভাবে পারছে সেভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এটা দেখে আমি খুব অবাক হয়েছি।
    ভিডিওটি আমি জাস্ট সতর্কতার জন্য করেছি। আমরা নেপালে যাওয়ার আগে যে বিষয়গুলো জানতাম না সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাজে আসবে।
    আর ভিডিওটির মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    #NepalTravel
    #ExploreNepal
    #NepalAdventure
    #VisitNepal
    #NepalVlog
    #Himalayas
    #TrekkingInNepal
    #NepalTourism
    #MountEverest
    #NepalDiaries
    #BeautifulNepal
    #NepalCulture
    #NepalJourney
    #NepalHike
    #NepalVacation
    #NepalExplorer
    #NepalHimalayas
    #NepalAdventures
    #NepalScenery
    #NepalTrek
    #ScamInNepal

Komentáře • 1K

  • @AminulIslam-iq8cr
    @AminulIslam-iq8cr Před 7 měsíci +145

    এক নেপালি রুপি= বাংলাদেশী ৮৩ পয়সা। তথাপিও এইভাবে ট্যুরিস্ট দের থেকে টাকা নিতে পারে না। এটা অনিয়ম ও অন্যায়। আপনার সতর্ক বার্তার জন্য ধন্যবাদ।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 7 měsíci +22

      আমি নেপালে যেয়ে সমস্যায় পড়েছি। তাই ভাবলাম পরবর্তীতে যারা যাবেন তারা যেন আমার মত সমস্যায় না পড়েন।
      কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন 💓।

    • @dropin409
      @dropin409 Před 6 měsíci +4

      ​@@UmmeTasassum
      Tomar chahara, katha balar style r posak dekhay indian nari mone koresilam.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci +8

      @@dropin409 😊 ধন্যবাদ।
      আমি বাংলাদেশী হলেও ইন্ডিয়ার অনেক বড়ো ভক্ত। কেনো জানি না এর আগেও আপনার মতো অনেকেই বলেছে।
      ভালো থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করেছেন তো 💓💓

    • @dropin409
      @dropin409 Před 6 měsíci +4

      ​@@UmmeTasassum
      Tabassum tumi Bhutan eo ghurt jatay paro. Kintu besh expensive. Per night extra $200 charge ditay hoi. Plus visa fee $40

    • @bestfrnzsjeans3357
      @bestfrnzsjeans3357 Před 6 měsíci +1

      Ami nepal thaki kintu eto dam to dekhi na

  • @khanfakhruzzamna6169
    @khanfakhruzzamna6169 Před 6 měsíci +27

    আপা আপনাকে এই ধরনের তথ্যবহুল তথ্য দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    • @GUULLIVER
      @GUULLIVER Před 4 měsíci

      তথ্যবহুল তথ্য কি ভাই?

  • @RahmanKhalil-tq8xy
    @RahmanKhalil-tq8xy Před 7 měsíci +9

    ওদের প্রশাসনিক অথারিটি কারো সাথে আলাপ করলে হয়ত বিষয় টা ক্লিয়ার হতে পারে। ব্যপারটা আসলে ও চিন্তাজনক। একটা গরীব মানুষকে টাকা পয়সা দান খয়রাত করলে মন থেকে তৃপ্তি বা সনতুসটি লাগে কিন্তু এ ভাবে টাকা পয়সা হাতিয়ে নিলে নিজেকে শান্তনা দেওয়া যায় না অপরাধী মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ বিষয় টা তুলে ধরার জন্য।

  • @iamnontee7354
    @iamnontee7354 Před 8 měsíci +37

    নেপালের অধিকাংশ জিডিপি ধরে রাখে ট্যুরিস্ট শিল্প,
    পাহাড়ি দেশ হওয়ায় সাধারণ দেশের তুলনায় তাদের কর্মের জায়গাও অনেক অনেক সংকীর্ণ। তাই তাদের এই উপায় ধরে রাখতে হয়, যেমনটা আপনি ভারতের গোয়া গেলে বুঝতে পারবেন।
    তাছাড়াও মাল দ্বীপ সেখানেও তাই, ট্যুরিজমের ওপর কিছু দেশ টিকে থাকে ♥️♥️♥️

    • @anupammitra4791
      @anupammitra4791 Před 4 měsíci +1

      আরে ভারতকে/ গোয়া কে টানো কেনো? যে কোনো টুরিস্ট স্পটে দাম বেশি। আমার প্রায় পৃথিবী ট্রাভেল করা আছে। টুরিস্ট স্পটে বেশি দাম এটা জানা সবার, সেটা দেবার সামর্থ থাকলে যাও নয়তো যেও না। ডেভিস ফলস এর মার্কেটে দাম বেশীই হবে। শহরের সুপার মার্কেটে গিয়ে কেনো, ঠিক দাম হয়তো। আমি পাঁচবার নেপাল গেছি কোনো অভিযোগ নেই। কাঠমান্ডু তো এক সস্তা শহর। আসলে বেড়াতে গিয়ে তুলনা, হিংসা আর নেগেটিভ না বলাই ভালো যদি না ওরা খুব বৈরী মনোভাবের হয়। সেন্ট মার্টিনে ডাব যা দাম ভারতে তার ১০ ভাগের এক ভাগ ইউটিউবে দেখলাম। আমার দেখা সস্তা দেশ নেপাল ছাড়া, সার্বিয়া, রোমানিয়া, Czech এগুলো। ভিয়েতনাম, কম্বোডিয়া যায়নি। ইন্দোনেশিয়া - বালি গিয়েছি, সস্তা। GDP নিয়ে খুব জ্ঞান দেখছি।

    • @GUULLIVER
      @GUULLIVER Před 4 měsíci

      @@anupammitra4791 উনিও বেসিকালি একই কথাই বলেছেন। না বুঝে অসভ্যের মত রিপ্লাই দিয়ে নিজের বংশ পরিচয় না দিলেই কি নয়? দুনিয়া ঘুরে কিছু শিখো নি দেখছি, অসভ্য ছিলে অসভ্যই আছ। হ্যাঁ, এসো এখন আমাকেও একদফা গালাগালি করে নিজের বীরত্ব জাহির করে যাও।

  • @imranbepari2378
    @imranbepari2378 Před 5 měsíci +16

    আমি 2017 সালে গিয়েছিলাম মানুষ হিসাবে নেপালিরা ভালোনা আমার সাথেও এমনটা হয়েছিল

    • @moloychakraborty9459
      @moloychakraborty9459 Před 4 měsíci

      Kono Bangladeshi ke Bidesh e pochhondo korena. Karon apnader Gaye Pakistani Gondho achhey.🤪🤪🤪🤪🤪

  • @rownakul720
    @rownakul720 Před 5 měsíci +4

    আমদের বলে অনেক উপকার করেছেন ,,,তার জন্যে আপনাকে ধন্যবাদ,,!!! আমরা চেষ্টা করবো দেশ থেকে খাবার দাবার নিয়ে যাব ব্যাগে করে,,???

  • @Surila-yg2do
    @Surila-yg2do Před 4 měsíci +1

    Absolutely correct information... I support you.

  • @ritusheikh370
    @ritusheikh370 Před 2 měsíci +1

    নেপালে যাওয়ার স্বার্থ মিটে গেল আপনার ভিডিও দেখে আপু

  • @engr.parvejrony
    @engr.parvejrony Před 7 měsíci +5

    ধন্যবাদ আপু। প্রকৃতপক্ষে এগুলোই তুলে ধরা উচিত। আপনার চ্যানেলের ২৬২ নাম্বার সাবস্ক্রাইবার হয়ে থাকছি।ভালো থাকবেন আর আমাদের এভাবে তথ্য দিবেন। ধন্যবাদ। ❤

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 7 měsíci +1

      সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      সবাই সত্যটা ভালোভাবে মেনে নিতে পারেনা। তাই আমার এই ভিডিওটা দেখে অনেকে আমার প্রতি ক্ষিপ্ত।
      তবে আমি চাই আমি যে সমস্যায় পড়েছি সেই সমস্যায় যেন অন্য কোন মানুষ না পরে।
      ভালো থাকবেন 💓💓।

  • @mahedihassan3358
    @mahedihassan3358 Před 6 měsíci +14

    হয়তো আমি জানিনা।কিন্তু কথা হলো আপনি কখনো তাদের লোকাল এর সাথে তুলনা করতে পারবেন না।।টুরিস্ট এলাকায় সব কিছুর দাম বেশী।সেন্টমার্টিন যান ডাব এর দাম ৪০০ টাকা কিন্তু ইন্ডিয়ার কলকাতায় সেটা ৬০ টাকা।।।।এগুলো আসলে কম্প্লেইনের বিষয় না।।দর দাম করে নিবেন খাওয়ার সময়।।একেক দেশের কালচার নিয়ম একেক রকম।।

  • @sumon9675
    @sumon9675 Před 6 měsíci +32

    আপনি নেপাল নিয়ে ‌ পড়ে আছেন 🤣🤣 একটু আমাদের দেশের কক্সবাজারের কথাটা ভাবুন তো 😢😢

    • @Amivaloni
      @Amivaloni Před 5 měsíci

      কক্সবাজারে যেমন ডাকাতি হয় তার থেকে হাজার গুন ভালো ভারত ভ্রমণ ❤

    • @sajjadChowdhuryofficial
      @sajjadChowdhuryofficial Před 5 měsíci

      কক্সবাজারের মানুষ তোরে পুটকি মারছিল ?

    • @jahidulislambiplob4025
      @jahidulislambiplob4025 Před 5 měsíci +5

      আপনি নেপালে গেলে বুঝতেন, আর কক্সবাজার সেতো নেপালের তোলোনায় অনেক ভালো শুধু শুধু দেশের বদনাম করছেন।
      যে কিনা নিজের দেশকে ভালো বাসেনা তার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা ভুল।

    • @ahmedsony7954
      @ahmedsony7954 Před 5 měsíci

      ভাই আলগা দেশপ্রেম দেখায়েন না, কক্সবাজার বিশ্ব বাটপারের কারখানা। সত্য স্বীকার করতে শিখুন...

    • @mysteriousearth4513
      @mysteriousearth4513 Před 5 měsíci

      ​@@jahidulislambiplob4025 বাল ভাববো দেশ নিয়ে আরে মিয়া কক্সবাজার কি কম নাকি! ওখানে ও ডাকাতি হয়

  • @robotbikershafin325
    @robotbikershafin325 Před 6 měsíci +10

    🇧🇩❤️ধন্যবাদ ❤️🇧🇩
    গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য

  • @hedayetarnob1996
    @hedayetarnob1996 Před 6 měsíci +8

    modest presentation, it was fun to hear you,just subscribed you
    And I like your perceptions as i went through your replies about Bangladesh apu. Gives pleasure to find a same mentality human being
    Take love and be safe ✌️

  • @Raiha_Kabir
    @Raiha_Kabir Před 6 měsíci +3

    Thanks sister for your valuable information

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💖।

  • @Nijerkothauk
    @Nijerkothauk Před 6 měsíci +1

    Mashallah. From London.

  • @zomiderazad2018
    @zomiderazad2018 Před 6 měsíci +17

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ওখানের বাস্তব সত্যটা তুলে ধরার জন্য! শুধু এটা নয় ওখানে প্রতিটা পদে পদে সবক্ষেত্রেই চিটার বাটপারদের আনাগোনা! হোক সেটা রেষ্টুরেন্ট হোক সেটা গাড়িভাড়া ব্যাপারে!

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci +3

      নেপালে যাওয়ার সময় আমরাও ভেবেছিলাম একরকম আর যেয়ে দেখি অন্যরকম। লোকজনদের বাটপারিতে এলাকাটা একেবারেই টুরিস্টদের জন্য অযোগ্য হয়ে পড়ছে।
      তবে এই সত্য কথা মানতে অনেকেই নারাজ।
      কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @shanto9937
    @shanto9937 Před 6 měsíci +3

    ধন্যবাদ আপু,সুন্দর ভিডিওর জন্য

  • @DjAfjal
    @DjAfjal Před 4 měsíci +4

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয় টা তুলে ধরার জন্য ❤

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @s.m.mohibbullah2511
    @s.m.mohibbullah2511 Před 5 měsíci +1

    Thanks for informing important information

  • @qudrat-a-elaheeniloy9980
    @qudrat-a-elaheeniloy9980 Před 8 měsíci +8

    একদম প্রথম কথা হচ্ছে, নেপাল পুরাটাই একটা ল্যান্ডলকড কান্ট্রি। তাই এসব খাবারের দাম একটু বেশি। এই ধরনের খাবারগুলার জন্য ওরা পুরাটাই ইন্ডিয়ার উপর নির্ভরশীল।
    এখানে যে ৮৫ রূপি লিখা ছিলো, সেটা ইন্ডিয়ান রূপি কি না একটু সিউর হয়ে নেওয়া দরকার ছিলো আপু। ওদের দেশে ইন্ডিয়ান রূপি কিন্তু চলে। ১ ইন্ডিয়ান রূপি কিন্তু প্রায় ২ নেপালি রূপির মতোন।
    আর থামেলে আল মদিনা হালাল রেস্টুরেন্টে গেলে আপনি বাংলাদেশ থেকেও কম দামে খুবই উরাধুরা খাবার খেতে পারতেন আপু। এছাড়া পোখরায় ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলাতেও মোটামুটি রিজনেবল প্রাইসে বেশ ভালো খাবার পাওয়া যায়। আর সারাংকোট বা বিভিন্ন ট্রেকগুলায় খাবারের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে একে তো ওদের শাকসবজি হয় ই না তেমন হিমালয়ের ঠান্ডায়, এর উপর দূর্গম রাস্তা। (আর ভুটান বাদে পৃথিবীর সব দেশেই বাটপার মানুষজন আছেই। এইক্ষেত্রে একটু কেয়ারফুল থাকলেই আশা করি খুব ভালোমতোন ঘুরতে পারবেন।)
    আপনার জন্য শুভকামনা রইলো।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +1

      কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
      ওই কোল্ড ড্রিংকস এর গায়ে নেপালি রুপি লেখা ছিল।
      হ্যাঁ আমি দেখেছি ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় যেমন চকলেট, সাবান আরো অনেক কিছু।
      যাইহোক হয়তো আমরা বুঝে উঠতে পারেনি যে কোথায় খাবারের দাম কম ছিল।
      আমরা মূলত কোথায় যাওয়ার আগে সেইখানের ব্লগ গুলো চেক করার চেষ্টা করে। এবারও তাই করেছিলাম।
      কিন্তু নেপালের ১০ দিনের টিপে যে এরকম অবস্থা হবে সেটা কখনো ভাবিনি। আমরা যে সকল টুরিস্টদের কে দেখেছি তারা এক দুই দিন থাকে। আর আমাদের টুর প্ল্যান ছিল ১০ দিনের। তাই হয়তো খাবারের দাম গুলো আমাদের কাছে একটু বেশিই লেগেছে।
      ভালো থাকবেন।
      ধন্যবাদ 💖

    • @jahanarachowdhury2498
      @jahanarachowdhury2498 Před měsícem

      bhutane naki govt charge anek beshi ney . Daily 1200 plus 600 tk insurance charge plus guide 1500 . ki ase bhutane ei conditions. kuno tourist na gelei era tite hoea jeto.

  • @user-ew6fv4ru8g
    @user-ew6fv4ru8g Před 6 měsíci +3

    অজানা তথ্য জানলাম, ধন্যবাদ আপু

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      ধন্যবাদ।
      সাবস্ক্রাইব 💖

  • @mohammadabdulmannan2998
    @mohammadabdulmannan2998 Před 6 měsíci +2

    Thanks for the Information

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আপনাকেও ধন্যবাদ 💖।

  • @sjsrjsc
    @sjsrjsc Před 5 měsíci

    Very Informative

  • @ziaulmonsur
    @ziaulmonsur Před 6 měsíci +10

    😊😊 Nepal isn't economically strong country whose main source of foreign currency income is from tourists visiting there. Since Nepal hasn't alternative source of foreign currency inflow they try to earn more by hiking and selling foods and goods in an exorbitant prices. 😊

  • @nskAmranKhan1122
    @nskAmranKhan1122 Před 5 měsíci +3

    সত্যি ধোক্ষ জনক 🌹❤️

    • @dhrubadasgupta3416
      @dhrubadasgupta3416 Před 5 měsíci +3

      সত্যি, এই ধোক্ষ থেকেই মোক্ষ লাভ কবে হবে কে জানে।

    • @balarammazumdar9159
      @balarammazumdar9159 Před 5 měsíci +1

      Apnar spelling thik korun

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      Ha Ha

  • @farhadhossain8172
    @farhadhossain8172 Před 6 měsíci

    আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে ইনফরমেশন দিয়েছেন আর নেপাল যাবনা

  • @FaysalFahad
    @FaysalFahad Před 7 měsíci +2

    কথা গুলো সত্য আমি কিছুদিন আগেই ঘুরে দেখে আসলাম ওদের অবস্থা

  • @mybeautifulbangladesh1
    @mybeautifulbangladesh1 Před 5 měsíci +3

    আপনি সত্যি বলেছেন।
    আমি 2017 সালে গিয়েছিলাম, সেখানে জিনিস পত্রের দাম বেশি রাখে।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      ওরা টুরিস্ট দেখলে লোভ সামলাতে পারে না

    • @mybeautifulbangladesh1
      @mybeautifulbangladesh1 Před 5 měsíci +2

      @@UmmeTasassum জি,

    • @mybeautifulbangladesh1
      @mybeautifulbangladesh1 Před 5 měsíci +2

      @@UmmeTasassum ভুটানে গিয়েছিলাম, তারা অনেক শান্ত প্রকৃতির।

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 Před 5 měsíci +3

    অনেক ইনফরমেটিভ ভিডিও । টুরিস্টদের গলা কেটে দাম আদায় করে নেয়। সবাইকে নেপাল ভ্রমনে সতর্ক হতে হবে।

  • @mmjoyst
    @mmjoyst Před 5 měsíci +1

    SALAM...MEM SO GOOD VIDEO AND INFORMATION..THANK YOU SO MUCH

  • @kazisafayet188
    @kazisafayet188 Před 8 měsíci +17

    Thank you Apu for sharing your insights. I've been researching and planning a trip to Nepal, and I've been following the advice of various travel bloggers.
    Interestingly, none of them mentioned the issue of extravagant pricing for basic goods and services like a 250ml Fanta priced at 60 Nepalese rupees. It's essential for travelers like me to be aware of such potential challenges so that we can make informed decisions and have a more enjoyable and cost-effective experience during our visit.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +2

      আমিও নেপালে যাওয়ার আগে বেশ অনেকগুলো ব্লগ ই দেখেছিলাম। আর সেভাবেই বাজেট ফিক্সড করে গিয়েছি। আর যাওয়ার পরের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন।
      আমার ভিডিওটি করার একটাই উদ্দেশ্য ছিল, আমাদের মত যারা বাজেট ট্যুর করে তারা যেন বিপদে না পড়ে।
      পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আশা করছি অনেক কিছু জানতে পারবেন।
      ও হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন তো?

    • @tinytots2879
      @tinytots2879 Před 4 měsíci

      টুরিস্ট দের সাথে ই এগুলো করে

  • @nachisty
    @nachisty Před 6 měsíci +9

    আপু আপনি যদি আমাদের দেশের পাহাড়ি অঞ্চল গুলোতে যান ,তাহলে দেখবেন ওখানে সবকিছুর দাম কিছু বেশি রাখে। they have to spend more money on transportation and others which impact on MRP. as an example, you mentioned Fanta MRP, I had same experience in Rangamati and kaptai lake. আমি নিশ্চিত আপনি কাঠমুন্ডুতে এমন পরিস্থিতির শিকার হননি, নাগার কোড ,পোখরা এবং হিলি এরিয়া গুলোতে দাম একটু বেশি হবে। we have been there and had a pleasant experience.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci +6

      কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      কাঠমান্ডুতে 30 রুপির 1 লিটার পানি কিনেছি 70 রুপিতে। নেপালে যেখানে গিয়েছি সেখানে দামের একই অবস্থা।
      পাহাড়ি অঞ্চলে দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই দামটা আকাশচুম্বী হবে এইটা একটু অস্বাভাবিক। আর সবচেয়ে বড় বিষয় তারা সময় ভেদে দাম কম বেশি রাখে। যেমন ধরেন এক ঘন্টা আগে একদাম নিয়েছে এক ঘন্টা পরে আপনার কাছ থেকে সেটার দাম দ্বিগুণ নিচ্ছে।
      সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না 💖।

    • @milonrony1186
      @milonrony1186 Před 6 měsíci

      tui nepaler dalal

  • @milonrony1186
    @milonrony1186 Před 6 měsíci +2

    আপনার সতর্ক বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💖।

  • @15minutesenglishschool
    @15minutesenglishschool Před 6 měsíci

    ❤ soft drink very pernicious for health

  • @dr.sankarroy8302
    @dr.sankarroy8302 Před 5 měsíci +9

    I have many times visited Puri in Orissa, every time I had to pay double price for a cup of tea than local Orria people pay, as a resident of Bengal of India I expressed my objection without any result.....this is the real picture of every tourist spot. Here tea is a single example...

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +4

      ইন্ডিয়াতে আমরা অনেক বার গিয়েছি। অনেক রাজ্য এক্সপ্লোর করেছি। কখনো খারাপ অভিজ্ঞতা হয়নি। তবে পাঞ্জাব হাইওয়ের ধাবা গুলোতে খাবারের মূল্য কয়েকগুণ বেশি।

    • @NripendraKrishnaKarmakar-fp6qx
      @NripendraKrishnaKarmakar-fp6qx Před 5 měsíci +2

      Thank you very much for revealing the reality. I have not gone there as yet. On hearing this, I decide not to go there.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      @@NripendraKrishnaKarmakar-fp6qx you should not make a decision by viewing my vlog.

    • @biplabsaha4740
      @biplabsaha4740 Před 5 měsíci +1

      Mr Dr...may i know how much u have paid for a cup of tea??😊

    • @balarammazumdar9159
      @balarammazumdar9159 Před 5 měsíci +2

      @@UmmeTasassum Dhaba te je kono jiniser dam bazar theke beshi Indiar sob jaigai

  • @belalferdous5496
    @belalferdous5496 Před 6 měsíci +14

    এরা আসলে সবাই চিটার এমন দেশে না যাওয়াই ভালো। এত সুন্দর জিনিস দেখাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci +2

      আপনাকে অসংখ্য ধন্যবাদ 💖।

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 Před 6 měsíci

      জ্বি! ঠিক কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট, সাজেক এর মতো আর কি, মূল কথা হলো ভারত, বাংলাদেশ, নেপাল এর পর্যটন নিয়ে জড়িত লোকগুলো কোনদিনও কি ডাকা%তি ছেড়ে মানবিক হবে না?

    • @bangladeshexpress6349
      @bangladeshexpress6349 Před 4 měsíci

      আপনার দেশ কেমন সেইটা সেইন্ট মার্টিন গেলেই বুঝবেন

  • @jonychowdhury502
    @jonychowdhury502 Před 6 měsíci +1

    তথ্য গুলোর জন্য ধন্যবাদ।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও ধন্যবাদ 💖।

  • @muhammadjahidul3079
    @muhammadjahidul3079 Před 4 měsíci +1

    Thanks for yout kind information

  • @funhalim
    @funhalim Před 5 měsíci +1

    Good job

  • @obaidullahbadal
    @obaidullahbadal Před 6 měsíci +9

    I had worst experiences when I visited Nepal in 2018.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আমাদের অভিজ্ঞতা ও অনেক খারাপ 🥹।

  • @umairsharif5437
    @umairsharif5437 Před 5 měsíci +3

    তথ্য টি জানানোর জন্য অংশ্য ধন্যবাদ , নেপালে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, এখন প্রোগ্রামার কেনচ্যাল,

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আমার ব্লগ দেখে সিদ্ধান্ত নেবেন না প্লিজ।

  • @mostofanaoga1324
    @mostofanaoga1324 Před 4 měsíci +1

    nice informaton

  • @liptonbhattacharjee7625
    @liptonbhattacharjee7625 Před 6 měsíci

    সচেতন করার জন্য ধন্যবাদ।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও ধন্যবাদ 💖।

  • @Ali-zc7sv
    @Ali-zc7sv Před 6 měsíci +11

    The majority of tourist destinations, whether domestic or foreign, are pricey, but Nepal is rather pricey in comparison to other nations. Perhaps for a variety of reasons, such as importing from India or another nation, but prices should remain competitive and reasonable to avoid upsetting tourists.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      ওখানকার লোকাল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম। ওরা শুধু টুরিস্টদের সাথে এমন করে। মানে ঘোড়া দেখলে খোঁড়া হয়।

    • @pabitrachowdhury1976
      @pabitrachowdhury1976 Před 4 měsíci +1

      FOR THAT REASON EARTHQUAKE IS ASSET OF NEPAL

  • @subrataghosh3974
    @subrataghosh3974 Před 5 měsíci +6

    Nepali peoples are very clever and they know how to capture the facilities

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      হ্যাঁ টুরিস্ট দেখলে ওরা লোভ সামলাতে পারে না

    • @subrataghosh3974
      @subrataghosh3974 Před 5 měsíci +1

      @@UmmeTasassum not only for tourist,
      Even out of Nepal abroad while they are working even this time also.

  • @mdkamrulislam9146
    @mdkamrulislam9146 Před 5 měsíci +1

    সর্বনাশ😊

  • @aminursikder4097
    @aminursikder4097 Před 5 měsíci +1

    Thanks

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

  • @mytube-xk3qs
    @mytube-xk3qs Před 6 měsíci +3

    আপনাকে অনেক দন্যবাদ আমি যাবো নেপাল ও ভুটানে

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আশা করছি আমার ভিডিও গুলো থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন।

    • @mithunpal382
      @mithunpal382 Před 5 měsíci

      আপনার কোথাও ভূল হচ্ছে, এখানে জায়গা বিশেষ জিনিস এর দাম, আপনি নিশ্চয়ই কোনও up level এর রেস্টুরেন্ট গিয়েছিলেন।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      @@mithunpal382 ১৫ দিন নেপালে ছিলাম। সব ধরনের রেস্টুরেন্টে গিয়েছি। কিন্তু সব জায়গায় একই অবস্থা।

    • @mithunpal382
      @mithunpal382 Před 5 měsíci

      @@UmmeTasassum আমার এখানে তো দাম ঠিক আছে,আমি ১২ বছর এখানে আছি

  • @towfiqahmed3217
    @towfiqahmed3217 Před 7 měsíci +4

    আমি গিয়েছিলাম নেপালে২০১৭, তখন জিনিসের দাম কম চিল

  • @MizanurRahman-eh5hj
    @MizanurRahman-eh5hj Před 4 měsíci +1

    Visit Malaysia the best country fantastic people

  • @albatrosskhan4982
    @albatrosskhan4982 Před 4 měsíci +1

    Apnar vdo ta dekhe...nepal tour korar iccha chole gese.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      তিন দিনে নেপালে যে খরচ হবে সেই টাকা দিয়ে আপনি দশ দিন মালয়েশিয়া ঘুরে আসতে পারবেন।

  • @RazonBhaiya
    @RazonBhaiya Před 7 měsíci +4

    Love your videos! But superbly bad they are ripping you off!!! There should be some price control.

  • @masudulhasan7535
    @masudulhasan7535 Před 6 měsíci +3

    দাম কম বা বেশী যাইহোক সবার জন্য একটা হওয়া উচিত

  • @thakurmanimandal8384
    @thakurmanimandal8384 Před 6 měsíci +2

    Akdom Thik madam, 2017 te ami India theke Nepal giyechilam takhan Sab jagate abhabe taka chibie kheyechi. Takhn U tube chillo na, Apnake thanks ata tule dharar Janno.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💖।

  • @SmAfzalur
    @SmAfzalur Před 4 měsíci +2

    Thailand... India... Pakistan... Bhutan... Nepal... আরও আছে... নিজ দেশের মানুষের জন্য কম দাম কিন্তু Foreigner-দের জন্য দাম বেশী...

  • @sonymozes1764
    @sonymozes1764 Před 7 měsíci +10

    Thanks for sharing your bitter experience .. !! They shouldn't charge differant amount frame the Tourist... it's really dissapointing ... !!

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 7 měsíci +1

      Thank you so much.
      Please subscribe to my channel 💖.

  • @foyshalshuvo2924
    @foyshalshuvo2924 Před 4 měsíci +3

    অবস্থা এমন বেগতিক নেপাল ট্যুরে যাওয়ার সময় সাথে করে খাবার বেধে নিয়ে যাওয়া উত্তম হবে 😢😢

  • @mdshabuzhossain8524
    @mdshabuzhossain8524 Před 5 měsíci +2

    ধন্যবাদ সতর্ক করার জন্য

  • @sabsohan5700
    @sabsohan5700 Před 4 měsíci +1

    আমি যখন নেপালে গিয়েছিলাম সব সময় খাবার খেতাম টুরিস্ট এলাকার বাইরে। দাম অনেক কম। ৩/৪ মিনিট হাটলেই আপনি টুরিস্ট এলাকার বাহিরে গিয়ে খাওয়া দাওয়া এবং কেনাকাটা করতে পারেন অল্প মূল্যে। আর অরজিনাল টুরিস্ট হতে চাইলে আপনাকে একটু চালাকি করতে হবে। ধন্যবাদ।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      টুরিস্ট এলাকার বাইরে গিয়েও দেখেছি। সব জায়গায় একই অবস্থা পেয়েছি। ওখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খুবই স্বাভাবিক। শুধুমাত্র টুরিস্টদের সাথেই এমন করে থাকে ওরা। টুরিস্ট দেখলে ওরা বুঝতে পারে।

  • @murmu740
    @murmu740 Před 8 měsíci +6

    আপনাদের ইন্ডিয়া ভ্রমণের অভজ্ঞতা কীরকম ছিল ওই নিয়ে একটা ভিডিও বানাবেন।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +1

      কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
      আমার চ্যানেলে আর একটা ভিডিও পরেই ইন্ডিয়া আর নেপালে কোন দেশে ঘুরে আমার ভালো লেগেছে তার একটা ভিডিও আসবে।
      আমার চ্যানেলে চোখ রাখুন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন🥰।

    • @akhlaqurrahman-ks3fp
      @akhlaqurrahman-ks3fp Před 8 měsíci

      Na 1:37 am not sad but I want to tell our Bangladesh has got same problem. I am a Bangladeshi but living in Australia 🇦🇺 from 1991 . I have no relatives in Bangladesh all of my family come with me to Australia as well. So last time when we went to visits to Bangladesh 🇧🇩 that time we also face same problem. But nobody tells about that . My question is there . Why not anyone tells about that . Thanks, and sorry for my comments. Try to forgive me . Thanks.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +1

      @@akhlaqurrahman-ks3fp আপনি আমার গুরুজন। তাই আপনি আমাকে বলতেই পারেন। বাংলাদেশে যে স্ক্যাম নেই তা নয়। নেপালের তুলনায় অনেক কম। আমরা নেপালে 10 দিন ছিলাম। যাতায়াত আর খাবার-দাবার নিয়ে যে এত সমস্যা হয়েছে কি আর বলবো।
      যাই হোক, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিলে তবেই তো আমি শিখব।
      আশা করছি পরের ভিডিওগুলো ভালো লাগবে। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

  • @mahbubulhaque1369
    @mahbubulhaque1369 Před 6 měsíci +8

    They(Nepalese) exploit tourists and such exploitation in tourism is hardly found in Malaysia. Thanks for your video for exposing the cruel reality in Nepal regarding tourism there.

  • @hasansikder6226
    @hasansikder6226 Před 6 měsíci

    এমন সব তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব দিলাম

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও ধন্যবাদ।

  • @bongguy2698
    @bongguy2698 Před 8 měsíci +6

    হিমালয় খুব ভালোভাবে উপভোগ করতে গেলে ভারতের হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড রাজ্য ঘুরে দেখতে হবে তবে আপনাদের বাংলাদেশ থেকে সিকিম খুব নিকটবর্তী অনেক অল্প পয়সায় ভ্রমণ করতে পারবেন l

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +3

      সিকিমে যাওয়ার আমাদেরও ইচ্ছা আছে। দেখা যাক কবে যাওয়া সম্ভব হয়ে ওঠে।
      ধন্যবাদ 💖

    • @pinakibasu5564
      @pinakibasu5564 Před 4 měsíci

      @@UmmeTasassum Sikkim যেতে Inner Permit লাগে, foreigners দের জন্যে এটা ক্লিয়ার করে নেবেন.

  • @belalkhan5151
    @belalkhan5151 Před 5 měsíci +3

    এমন অনিয়ম বাংলাদেশেও করে, সেদিকে একটু সজাগ হওয়া বা সচেতন হওয়া উচিত প্রত্যেকের।

    • @adnanalim9298
      @adnanalim9298 Před 5 měsíci +1

      Oi miya Bangladesh a 85 takar jinish 200 kothai Beche ?

    • @munnambbs5445
      @munnambbs5445 Před 4 měsíci

      কোনো জিনিসে লিখা আছে তার থেকে কি ভাবে বেশি নেই 😡😡😡
      না জেনে কি ভাবে বলেন

  • @khanmohammadfazlimukit8340
    @khanmohammadfazlimukit8340 Před 5 měsíci +2

    Thank you for your video.I visited Nepal in 2014.Had a plan again,but after seeing your video I cancelled it.

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +2

      আপনি যেই খরচ নেপালে করতেন, সেই একই খরচে এর চেয়ে অনেক উন্নত দেশে ঘুরে আসতে পারবেন।

  • @nirmalyamukhopadhyay1769
    @nirmalyamukhopadhyay1769 Před 4 měsíci +1

    অনেক কিছু জানতে পারলাম। যদি কোনোদিন যাই সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ 🙏

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      নেপাল এক ঘন্টার ফ্লাইট এবং তিন দিন থাকা খরচ মোট ষাট হাজার টাকা যা দিয়ে আপনি থাইল্যান্ড মালয়েশিয়া ঘুরে আসতে পারবেন।

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic Před 7 měsíci +10

    নেপাল ভ্রমণে গেলে খাবারটা না হয় বাংলাদেশ থেকেই নিয়ে গেলাম। তাতেও সমস্যা! বাংলাদেশের কোন হোটেলের খাবার তিন সন্ধ্যা খাইলে কোমর সোজা করে আর দাঁড়াতে হবে না। ওখানকার খাবার খেয়ে সুস্থ থাকা যায় কি না, সেটা অবশ্য গুরুত্বপূর্ণ। খাবার স্বাস্থ্য সম্মত হলে দাম একটু বেশীই হয়। কিন্তু ফান্টার দাম তো আর এতো বেশী হবার কথা নয়, তাও কিনা ট্যুরিস্টদের জন্য। হোটেলে সিট ভাড়া কেমন তাতো বললেন না? নেপাল কি মংগাপীড়িত এলাকা নাকি?

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 7 měsíci +7

      নেপালে আপনি যে রেস্টুরেন্টে খান না কেন খাবারটা তারা টাকাকা টাটকা তৈরি করে দিবে।
      যদি মোমো খেতে চান তাহলে সেটা আগে থেকেই তৈরি করা থাকে।
      আর প্রত্যেকটা খাবারই গরম পাবেন।
      যতই টাটকা খাবার হোক না কেন দামটা আমার কাছে অত্যাধিক মনে হয়েছে।
      হোটেল ভাড়া আমাদের কাছে মোটামুটি রিজেনেবল লেগেছে। কাঠমান্ডুতে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে সকালের ব্রেকফাস্ট সহ আমাদের পার ডে রুম ভাড়া লেগেছে ২৫০০ ইন্ডিয়ান রুপি। আর পোখরাতে যে হোটেলে ছিলাম সেটাতে ব্রেকফাস্ট বাদে লেগেছে ১৫০০ ইন্ডিয়ান রুপি।
      আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন।
      ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন 💓।

    • @AkbarAli-cb6ic
      @AkbarAli-cb6ic Před 7 měsíci

      আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনের ধন্যবাদ। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে তাহল ওদের পুলিশ ট্যুরিস্টদের সাথে কেমন আচরণ করে? রিক্সাওয়ালা বা ট্যাক্সি চালকরা প্রতারণা করে কি না? আর ওদের বিমান বন্দরে পুলিশ ও কাস্টমস বাড়াবাড়ি করে কি না? কেন বলছি, যে কয়টা বিষয় আমি আপনাকে এখন বললাম, এই সবগুলির মান ভারত ও আমাদের দেশে বেশ খারাপ, মানে জঘন্য, ঘৃন্য।

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 Před 7 měsíci +5

      আপনার কথা গুলো পড়ে মনে হচ্ছে আপনি বাংলাদেশের রাস্তার হোটেলে খাওয়া দাওয়া করার অনেক অভিজ্ঞতা আছে। 😂
      মংগা চলে গেছে বহু আগে, কিন্তু আফসোস আপনার জীবনের মংগা কাটেনি😢
      সব দেশেই কম দামী - বেশি দামী খাবারের দোকান আছে, তবে দেশ - অবস্থান ভেদে দাম কম বেশি হওয়ার ই কথা।
      নেপাল,ভুটানে সব কিছুর দাম অবশ্যই একটু বেশি।

    • @AkbarAli-cb6ic
      @AkbarAli-cb6ic Před 7 měsíci

      শুধু খাওয়ার না, ত্যাগ করার অভিজ্ঞতা সব চেয়ে বেশী। একদিন খাইলাম পুচকা। আর যায় কোথায়? টানা ৭ দিন শুধু টয়লেটে আসা যাওয়া করেছি। প্রতিদিন ২টা করে সিপ্রোসিন খেয়েছি। তারপর কষা। তাত্থেকে পাইলস। আরও কত কি? বাংলাদেশের হাসপাতালে রোগীর অভাব নেই কেন জানেন? এখানে কোন খাবারই স্বাস্থ্য সম্মত নয়। আপনি হোটেলে ১দিন খেলেও পেটের পীড়ায় আক্রান্ত হতে পারেন। ৩দিন বাইরে খেলে অসুস্থ হবেন অবশ্যই। কারণ, খাবারের প্রতিটা আইটেম বিষাক্ত। জনস্বাস্থ্য বলতে যা বুঝায়, বাংলাদেশে তার কোনটাই নেই। আল্লাহ তুমি হেফাজত কর।

    • @gamingzone6030
      @gamingzone6030 Před 6 měsíci

      ​@@natureandfoodbd5798nijeke ato adhunik mone kora bolod apni, uni clear kore e bolece je oder local der cheye price kisuta besi hole khoti chilona but price ta double er cheyeo besi, apnar moto kisu lok ase jara shudu vav nei ata oshikkhito murkher moto achoron

  • @saruwarjahan5682
    @saruwarjahan5682 Před 8 měsíci +5

    টাকার মায়া থাকলে আপনি ফান্টা বর্জন করুন,এত দাম দিয়ে এটা খাওয়া কি দরকার ছিল।
    আপনি গলা ভিজিয়ে খাচ্ছেন একই সাথে হায়-হোতাস করছেন এটা নিতে পারছিনা!

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +2

      ভিডিওর মাধ্যমে আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি।এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
      ভাই টাকার মায়া আছে বলে একটা কিনে তিনজনে মিলে ভাগ করে খেয়েছিলাম মায়া না থাকলে হয়তো তিনটা কিনে তিনজনে খেতাম 🥹।
      ভিডিওটি খারাপ লাগলেও একটা সাবস্ক্রাইব করে দিয়েন আশা করছি পরবর্তী ভিডিও গুলো ভালো লাগবে।

    • @purple.pumpkin
      @purple.pumpkin Před 6 měsíci

      নেপালিরা আপনার মত বড্ডা মানুষের জন্য জাল বিচিয়ে আছে।যান না।

  • @arunavabaidya2562
    @arunavabaidya2562 Před 4 měsíci +1

    আমি কলকাতা থেকে বলছি। ২০১৯ এ আমি নেপাল গেছিলাম তখন মাংস ভাত খেয়েছিলাম আড়াইশো টাকা করে। মানে মুরগির মাংস ভাত ডাল তরকারি আর নুডুলস ৫০ টাকা করে শহরে আর গ্রামের দিকে গেলে ৫০ টাকা ডিম দিয়ে। বর্তমানে এত দাম বেড়ে গেছে

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      এখন অবস্থা খুবই খারাপ

  • @chiranjitsarkar1341
    @chiranjitsarkar1341 Před 4 měsíci +1

    🎉 ম্যাম আপনার এই কথা শুনে সতর্ক হলাম❤❤❤

  • @tasnovamim9554
    @tasnovamim9554 Před 6 měsíci +3

    ধন্যবাদ।
    এম্বাসির কাছে অভিযোগ করা হোক।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      অভিযোগ করার মতো কোনো জায়গা নেই। ওখানকার সবাই এইরকম।

  • @user-uf6rf8uy3t
    @user-uf6rf8uy3t Před 25 dny

    আমরা ভারতীয়,নেপাল ঘুরেছি খুব ভালো ভাবে অল্প খরচেই,নেপালী মানুষজন খুবই ভাল অতিথী পরায়ন, বাড়ীর পাশের ভাতের হোটেল আর নেপালের হোটেলের দামের পার্থক্য থাকবেই

  • @tapashchakroborty1631
    @tapashchakroborty1631 Před 8 měsíci +3

    অন্য দেশে যায় আর ফিরে আসে
    বদনাম করে ফলোয়ার বাড়ায়
    এটি ইনকাম করার রাস্তা

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci

      ভিডিওটির মাধ্যমে আপনার মনে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত।
      শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য আমার এই ভিডিওটি করা তা কিন্তু নয়। আমি চাই আমি না জেনে যে সকল ভুলগুলো করেছি সেগুলো যেন অন্য কেউ না করে।
      যেমন দাম না শুনে কোন খাবার কিনে ফেলেছি।

    • @tapashchakroborty1631
      @tapashchakroborty1631 Před 8 měsíci

      @@UmmeTasassum
      thankyou

    • @tapashchakroborty1631
      @tapashchakroborty1631 Před 8 měsíci

      সবাই নয় কিন্তু কিছু মানুষ আছে যারা
      এটা করে।
      আমি 15 বছর আগে নেপাল গেছি
      ভাত ডাল সবজি 275 টাকা
      কলকাতায় এটা তখন দাম ছিল 20 টাকা

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci

      @@tapashchakroborty1631 আপনি 15 বছর আগে গিয়েছেন। আর আমি এই বছর গিয়েছিলাম। দামের পার্থক্য কতটা তাতো বুঝতেই পারছেন।
      অল্প কিছু জায়গায় সমস্যা হলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু প্রতিটা জায়গায় এরকম সমস্যা দেখলে আসলেই মেনে নেওয়া কষ্টকর।
      আপনাকেও ধন্যবাদ।
      ভালো থাকবেন।

    • @anonymousman2521
      @anonymousman2521 Před 7 měsíci

      ​@@tapashchakroborty1631যে জিনিসে MRP ৮৫ দেয়া সেটা ২০০ নেয়াটা জেল খাটার মত অপরাধ, এটাকে জাস্টিফাই করছেন কোন যুক্তিতে।

  • @stupor321
    @stupor321 Před 6 měsíci +2

    ওদের খরচ বেশি হলেতো একটু বেশি নিবেই। যেমন দুই লিটার পানি সোনার গাও হোটেলে ২৫০ টাকা। এখন যদি আপনি সোনার গাও হোটেলে গিয়ে ব্লগিং মেরে বলেন যে সোনার গাও হোটেলে ২ লিটার পানির দাম ২৫০ টাকা, ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, এই পানি খাওয়ার কোন মানে হয়না। ট্যুরিস্ট দের জন্য পৃথিবীর সব জায়গায় খরচ একটু বেশি😊

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আপনি মনে হয় আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেননি। ওখানকার লোকাল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম। ওরা শুধু টুরিস্টদের সাথে এমন করে। মানে ঘোড়া দেখলে খোঁড়া হয়।

  • @jackstranger9632
    @jackstranger9632 Před 5 měsíci +1

    নেপাল ট্যুর দিবো ভাবছিলাম। বাট আপনার ভিডিও দেখে সতর্ক হয়ে গেলাম। ধন্যবাদ আপু।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci +1

      ঘুরে আসেন তবে সতর্ক থাকবেন। অনেক বড় সিন্ডিকেট ওদের।

    • @jackstranger9632
      @jackstranger9632 Před 5 měsíci +1

      @@UmmeTasassum Thank you so much for your suggestion, apu. আপনি কি ভূটানে ট্যুর দিয়েছেন এর আগে?

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci +1

      ভুটান যাওয়া হয়নি। তবে যাবো।

  • @uzzal44976
    @uzzal44976 Před 7 měsíci +3

    পাহাড়ি জায়গায় পরিবহণ খরচ খুব বেশি, বেশ কয়েক বছর ধরে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে পন্য আমদানির কারণে দাম বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণ। পর্যটক বা পর্যটন নির্ভর অর্থনীতি কোন দেশ, পর্যটকদের বিরক্ত করতে চায় না। এটা কেউ বিশ্বাস করবে না। তবে ব্যতিক্রম দুই একটা ঘটনা হতে পারে। পর্যটন নির্ভর দেশে পর্যটকদের সেবাই আসল। এই নির্ভর করেই ঐ দেশের অর্থনীতি আবর্তিত হয়।

  • @mkawser4168
    @mkawser4168 Před 6 měsíci +3

    Okay... if you have enjoyed Nepal 🇳🇵 please comment something about their good side. Don't forget that, it is their country, their culture and their way of living. You/we are just tourists. Be happy and enjoy 🎉

    • @amarnathdev2741
      @amarnathdev2741 Před 4 měsíci +2

      The biggest industry is tourism in Nepal. So they have to be polite to be a good host.

  • @ibrahimmeze5876
    @ibrahimmeze5876 Před 4 měsíci +1

    Think you apu

  • @mahtabuddin8501
    @mahtabuddin8501 Před 6 měsíci +1

    ধন্যবাদ আপু ।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
      সাবস্ক্রাইব 😊😊।

  • @musicworldjitu1029
    @musicworldjitu1029 Před 8 měsíci +5

    নিজেদের দেশে নাকি দাম কন্ট্রোল হচ্ছে😂😂😂
    মূল্যস্ফীতি কেমন বাংলাদেশে ❓
    ওহে আপু উত্তর দেবেন দয়া কইরা 😂😂
    আর বাংলাদেশের ট্যুরিস্ট স্পটে কি কখনো গেছেন, মনে তো হয় না😂😂
    গেলে জানতে পারতেন সেখানে খাবার দাবারের দাম কেমন 😂😂
    সত্যিই একেই বলে নিজ দোষ না দেখে অপরের দোষ দিয়ে খোচাখুচি করা😂

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci +5

      ভাইয়া করোনার পর থেকে শুধু আমাদের দেশে নয় সব দেশেই সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে।
      আর আমি যদি আমার দেশের কথা বলি শুধু দাম বৃদ্ধি পায়নি। বরঞ্চ আমার দেশের রাস্তাঘাট, পর্যটক কেন্দ্র, স্কুল-কলেজ, হাসপাতাল সবকিছুই উন্নয়ন হয়েছে।
      আর আমি বলিনি আমার দেশের দাম কন্ট্রোলে আছে। আমাদের মত মধ্যবিত্ত মানুষের সংসার চালাতে অনেক হিসেব-নিকাশ করেই চলতে হয়। শুধুমাত্র দাম বৃদ্ধির কারণে।
      আপনাদের দোয়ায় বাংলাদেশের ম্যাক্সিমাম টুরিস্ট স্পট আমার বেড়ানো সম্পূর্ণ হয়েছে।
      তখন ভিডিও করতাম না। আশা করছি ভিডিও করে দেখানোর জন্য আমি আবারও একবার করে সব জায়গায় ঘুরবো।
      এবং ঐ সব পর্যটক কেন্দ্রে আমাদের কাছ থেকে যেরকম টাকা নেয় বিদেশী মানুষদের কাছ থেকেও সেই টাকাটাই তারা নিয়ে থাকে। এবং আমার জানা নেই যে কোন প্যাকেটজাত বা বোতলজাত দ্রব্যের গায়ে যে দাম লেখা থাকে সেটার চাইতে বেশি টাকা আমার কাছ থেকে কেউ নিয়েছে বলে।
      ভালো থাকবেন। ধন্যবাদ।

    • @kazisafayet188
      @kazisafayet188 Před 8 měsíci +5

      @musicworldjitu1029 Most of the tourist spots in Bangladesh provide essential consumer goods at their maximum retail prices. They dont over charge double like Nepal does.

    • @dr.islami1773
      @dr.islami1773 Před 6 měsíci

      Bangladeshi manush amrai kharap,ora 420 shikle dhorben otao amader Kas hoite shikhse

    • @purple.pumpkin
      @purple.pumpkin Před 6 měsíci

      অপরের দোষ মানে কি? ভারত আবার কোন সাধু যোগীদের দেশ? ভারতের জন্য নেপালের এই ত্রাহি অবস্থা। তারা কার্যতঃ ভারতের অবরোধের মধ্যে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেকতে ভারতীয়দের চেয়ে বাংলাদেশের নাগরিক ৩ গুণ ফি দিয়ে দেখে আসে। বাংলাদেশিদের টাকা ও মানসিকতা দুটোই আছে। কলকাতা জাদুঘর দেখতে আমরা তোমাদের ৪ গুণ টাকা দিযে টিকেট কাটি। এটা নিয়ে আপত্তি নেই কারণ রেইটটা বোর্ডে টাঙানো আছে। কিন্তু আপু যেটা ব্লগে বললেন সেটা ঘোষিত মান নয় বরং ছ্যাচরামো। সেন্টমার্টিনে ওকানকার অধিবাসীরা যে দামে ফিস বারবিকিউ খায় ামরা টুরিস্টরাও সেই দামে খাই। নেপালে ব্যাপারটা তার বিপরীত, সেটাই বলা হয়েছে।

  • @samirdutta3522
    @samirdutta3522 Před 8 měsíci +3

    নেপালে টাকার মান কম।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 8 měsíci

      আমার সমস্যা নেপালের টাকার মান নিয়ে নয়। বরঞ্চ ওরা সাধারণ মানুষ আর টুরিস্টদের মধ্যে যে পার্থক্যটা গড়ে তুলেছে ওইটা নিয়েই আমার সমস্যা।
      পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন।
      আর আপনাদের মত এক একটি সাবস্ক্রাইবার আমার জন্য অনেক দরকার। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

  • @m.josimuddinjibon3381
    @m.josimuddinjibon3381 Před 6 měsíci +1

    ধন্যবাদ...আমি নেপাল ভ্রমণ করতে চাচ্ছি, আপনার অভিজ্ঞতা আমার কাজে লাগবে

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।
      সাবস্ক্রাইব 😊।

  • @user-iw4cc3xx5f
    @user-iw4cc3xx5f Před 7 měsíci

    nice
    🥰

  • @imrannazir4612
    @imrannazir4612 Před 2 měsíci

    Apu apni kon device theke video gulo record koren? Phone hole model and camera hole tar model

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 2 měsíci

      আপনি যে ভিডিওতেও কমেন্ট করেছেন এইটা গোপরো ইলেভেন দিয়ে শুট করা।
      রিসেন্ট কিছু ভিডিও আর শর্টস আইফোনে করা।

  • @user-on1xo8pt5j
    @user-on1xo8pt5j Před 4 měsíci +1

    ধন্যবাদ

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

  • @mrinal2844
    @mrinal2844 Před 4 měsíci +2

    আপু আপনাকে অনেক ধন্যবাদ

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  • @taoafarhamriddo1901
    @taoafarhamriddo1901 Před 7 měsíci +1

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি ভাবতে পারিনি যে আপনাকে এতো দিন পর দেখবো অনেক ভালো লাগছে

  • @sohelmiah280
    @sohelmiah280 Před 6 měsíci +2

    আপুকে ধন্যবাদ l কষ্ট করে আমাদেরকে তথ্য প্রদানের জন্য l

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💖।

  • @ronyart4185
    @ronyart4185 Před 6 měsíci +1

    ধন্যবাদ আপনাকে আপু

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 6 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

  • @soniapervin680
    @soniapervin680 Před 6 měsíci +2

    নেপাল ভ্রমণের অভিজ্ঞতায় বলতে খাবারের বেলায় নেপালীলের জন্য এবং ট্যুরিস্টদের একই পন্যে আলালা আলাদা দাম নেওয়া হয়। ওদের জন্য কম আার ট্যুরিস্টদের জন্য প্রায় ডাবল বা তারও বেশি।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      নেপাল পর্যটক বান্ধব দেশ না

  • @scariestthanthehell6365
    @scariestthanthehell6365 Před 4 měsíci +1

    আমরা আমাদের দেশের জনগনকেই ঠকাই আর ওরা পর্যটক ঠকায়। দারুন বেপারটা।

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      সুন্দর বলেছেন

  • @kalpotoru3140
    @kalpotoru3140 Před 6 měsíci +1

    দারুন উপকার করলেন। এটা কি সব দেশের টুরিস্টের সঙ্গেই করে

    • @MehediHasan2
      @MehediHasan2 Před 6 měsíci +1

      সাদা চামড়ার টুরিস্টদের সাথে আরো বেশি করে

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      বিদেশীদের সাথে আরও বেশি করে।

  • @alonewalker9353
    @alonewalker9353 Před 4 měsíci +1

    👍👍👍👍👍👍ধন্যবাদ

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @paragbiswas2283
    @paragbiswas2283 Před 4 měsíci +1

    ঠিক কথা , প্রয়োজনীয় কথা বলেছেন , ধন্যবাদ ...
    তবে , শুধু নেপাল নয় , প্রায় সব পর্যটন-কেন্দ্র , এই উপমহাদেশের , পর্যটক ঠকাতে চেষ্টা করে ...

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      ঠিক বলেছেন তবে হাতেগোনা কয়েকটা পর্যটক বান্ধব দেশ আছে।

  • @mdmasudtour5329
    @mdmasudtour5329 Před 5 měsíci +2

    Viral video 🎉🎉

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci +1

      নেপাল ট্যুরের অন্যান্য ভিডিও থেকে কেটে ছেঁটে এই ভিডিওটা বানানো হয়েছিল।

    • @mdmasudtour5329
      @mdmasudtour5329 Před 4 měsíci

      @@UmmeTasassum OMG 🤯, Abar Kon desh a jaben .

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 4 měsíci

      @@mdmasudtour5329 ইন্ডিয়া।

  • @omourfaruk3130
    @omourfaruk3130 Před 5 měsíci +2

    ❤❤❤

  • @islamtansuva3102
    @islamtansuva3102 Před 4 měsíci +1

    Nepali ra etotai narrow are khubi shellfish. R era khubi lovi type. Amar shathey aje baje onek experience achey and finally amra ekta Bangladeshi hotel khuje peyechilam. Ami Europe thaki ekhon amar bharatiao chilo ek nepali seshmesh jor kore ber korte hoyechey. Pagol baniyefelechilo alcohol kheye bari ghore bhangchur suru kore diyechilo. Finally eder ke ber korte perechilam😊

  • @biswojitdas5687
    @biswojitdas5687 Před 4 měsíci

    আপনি মনে হয় প্রথমবার পাহাড়ে ঘুরতে গেছেন সমতলের পাহাড়ের মধ্যে পার্থক্য জানেন না দামটা তো বেশি ইবে❤❤❤❤

  • @arunnakshatra1003
    @arunnakshatra1003 Před 6 měsíci +1

    পাহাড়ি অঞ্চল সেখানে খাবার জল খাবার যেকোনো জিনিসের দাম ডাবলের বেশি রাখবে এটা স্বাভাবিক বাংলাদেশের সাজেক ভ্যালিতে আসার নিমন্ত্রণ রইল দেখবেন দাম কতটা বেশি

    • @UmmeTasassum
      @UmmeTasassum  Před 5 měsíci

      আপনি মনে হয় আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেননি। ওখানকার লোকাল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম। ওরা শুধু টুরিস্টদের সাথে এমন করে। মানে ঘোড়া দেখলে খোঁড়া হয়।

  • @user-vp2up2sp5i
    @user-vp2up2sp5i Před 6 měsíci

    Holiday places are like that