ওয়ারিশদের ঠকিয়ে সম্পত্তি বেশি লিখে নেয়ার দিন শেষ ।। ভূমি সংক্রান্ত যে অপরাধ করলে হাতে লাগবে হাতকড়া

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 81

  • @smollwhite4449
    @smollwhite4449 Před 4 měsíci +4

    ভূমি মন্ত্রী কে ধন্যবাদ
    আমার বাপ দাদার ঠাকমার সম্পত্তি যদি ফেরত পাই তবেই বুঝবো আইন হয়েছে সঠিক

  • @shimasiddiqe6329
    @shimasiddiqe6329 Před rokem +16

    এই আইনটি পাশ হলে আমাদের মতো অসহায় বোনদের অনেক অনেক উপকৃত হবো ।

  • @bijoysen740
    @bijoysen740 Před 3 dny

    এই আইনটি দ্রুত পাশ হোক।যাতে কোন ওয়ারিশ পিতা মাতার সম্পত্তি থেকে বঞ্চিত না হয়।যারা বঞ্চিত হয়েছে দ্রুত ফিরে পাওয়ার ব্যবস্থা করা । যারা এই অমানবিক কাজ করছে তাদের শাস্তির আওতায় আনা হোক

  • @user-du5sz7sj1u
    @user-du5sz7sj1u Před rokem +14

    মা নিজের নামের সম্পত্তি মেয়েকে না দিয়ে যদি তার ছেলেকে সব সম্পত্তি দিয়ে দেয় এক্ষেত্রে ওই মেয়ের করণীয় কি? খুব বিপদে আছি জানালে ভীষণ উপকৃত হব সারাজীবন কৃতজ্ঞ থাকবো, প্লিজ

  • @md.mizanurrahman9883
    @md.mizanurrahman9883 Před rokem +4

    ভূমি মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ। ❤

  • @muhammadashrafulislam4902

    যারা ইতোমধ্যেই লিখে নিয়েছে (কয়েকবছর আগে) তারাও কি এ আইনে হাতকড়ার আওতায় আসবে ? জানাবেন প্লিজ।

  • @roksanaislam4888
    @roksanaislam4888 Před rokem +6

    আমরা বোনেরা, শক্তিসালী ভাইদের ভয়ে কিছু বলতে পারছি না,জীবনের হুমকি দিত। এমতাবস্থায় আমরা বোনেরা কি করতে পারি,জানালে উপকৃত হবো।

  • @joshidakhatun5123
    @joshidakhatun5123 Před rokem +4

    আজন্ম কৃতজ্ঞ থাকবো এই আইন পাশ ও আইনকে সুপ্রতিষ্ঠিত করা হলে।

  • @shimulkhalifa7184
    @shimulkhalifa7184 Před rokem +4

    জাল দলিল করে মানুযকে ভোগান্তি করলে জরিমানার টাকা ভুক্তি ভোগীকে দেওয়া উচিত।

  • @ritadas1167
    @ritadas1167 Před rokem +1

    Khub valo laglo 🙏🙏🙏

  • @delipnath2932
    @delipnath2932 Před rokem +5

    স্যার নতুন আইন পাস হলে চলমান মামলা গুলো কি সুবিধা পাবে? অনুগ্রহ করে পরবর্তী ভিডিও তে বলবেন।ধন্যবাদ স্যার।

  • @MeJewelMia
    @MeJewelMia Před 6 měsíci +1

    আসসালামুআলাইকুম।
    মাকে বুঁজিয়ে শুনিয়ে মায়ের সব জমি নিজের নামে লিখে নিলে অন্য ভাই বোনদের করনিয় কি বা অন্যরা কি সেই জমি পাবে
    জানালে উপকার হবে

  • @abmtCHANNEL
    @abmtCHANNEL Před rokem +3

    এই আইন পাশ করে দিলে লাখো মানুষ নানাবিধ সমস্যা থেকে বেচে যাবে

  • @yakubali3430
    @yakubali3430 Před 4 měsíci +1

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো । দয়া করে জানাবেন। আমি ওয়ারিশ সম্পত্তি নিয়ে অনেক ঝামেলায় আছি

  • @mdborhan.c
    @mdborhan.c Před rokem +1

    Thank you sir

  • @Humayraanjum.
    @Humayraanjum. Před 11 měsíci +2

    আমার মা খালারা এক একজনই ৯-১০ বিঘা জমি পাবে কিন্তু আমার মামারা দিচ্ছে না।
    আমার নানার একটা গোটা গ্রাম সমান জমি ছিলো।

  • @shishirskitchen1655
    @shishirskitchen1655 Před rokem +2

    পিতা বা মাতা যদি তাদের বাবা-মায়ের থেকে পাওয়া সম্পত্তি জীবিত অবস্থায় বিক্রি করে সব টাকা এক সন্তান কে দিয়ে দেয় তাহলে কি করব?

  • @kabirulislam0299
    @kabirulislam0299 Před rokem +3

    বাবা জীবিত অবস্থায় তিন ছেলে বোনদের হক না দিয়ে বাবা-র নিকট থেকে বেশী সম্পওি লিখে নিয়েছে এবং দোকানও লিখে নিয়েছে তাহলে বোনদের করণীয় কি স্যার।

  • @durjoykarmoker4690
    @durjoykarmoker4690 Před 5 měsíci +1

    এই আইন কবে হবে সার

  • @mdrofik905
    @mdrofik905 Před rokem +2

    আসসালামু আলাইকুম আমরা দুই বোন তিনভাই আমার তিন ভাই আমার আব্বা কাছে থেকে সব জাইগা জমি লিখে নিয়ে যায় তার কয়েক মাস পড়ে আব্বা ইসটক করে মারা যায় এখন আমরা সাথে নাকি কোন সমপখ নাই ভাইরা ও ভাবি রা বলে আর মামলা করার মত আমার কোন সমথ ও নেই

  • @ShekharSarkar-b9i
    @ShekharSarkar-b9i Před měsícem

    বড় ভাই মায়ের জমি মায়ের থেকে মিথ্যা বলে বিক্রি করে দিছেয়ে - এখন অন্য ভাই দের করোনি কি

  • @MdkhairulIslam-sw9kf
    @MdkhairulIslam-sw9kf Před 8 měsíci

    আমার চাচারা এক সত বিঘা জমি লিখে নিছে থাকে আমি রিকা ।আমরা পরিত দিয়া খাই বাড়ি নাই।ঘর নাই কেউ দেখে না। বরং বঃশ থেকে বঞ্চিত।

  • @sahinsarder2560
    @sahinsarder2560 Před rokem +3

    স্যার আমার দাদার বাবারা পাঁচ ভাই ছিলেন সেই পাঁচ জনে সমান ভাগে সম্পত্তি ভাগ করে নিচে কিন্তু একজন নিঃসন্তান তাকা অবস্থা মারা গেচে তাহলে কি তার সম্পত্তির ভাগ বাকি চার ভাই সমান ভাগে পাবে
    ওনার নামে ৩৭৫ দাগে একটা সম্পত্তি দুই ভাই নিয়ে বিক্রি করে দিচে বাকি দুই ভাইকে দেয়নি একন কি মামলা করা যায়

  • @nuresakib1996
    @nuresakib1996 Před 6 měsíci

    আমার দাদা নিজে ১৮ কাটা জমি কিনেছে, কিন্তু তার পৈতৃক জমি থেকে বঞ্ছিত,তার ভাই সব জমি নিজের নামে লিখে নেই। এখন কি করা উচিৎ

  • @HannanBhuiyan-qr7cq
    @HannanBhuiyan-qr7cq Před 4 měsíci

    স্যার,চাচার সম্পদ তার মেয়ে ও স্ত্রী কে লিখে দেয়। এখন ভাই ভাতিজা কি পাবেকি!

  • @shahinalom9927
    @shahinalom9927 Před rokem +1

    আমাদের জমি আমাদের চাচতো চাচার দখল করে খাচ্ছে আমাদের বলে আমাদের জমি নিলাম হয়েছে তাই ওনারা কিনে নিছে এখন আমাদের কি করার আছে একটু বলবেন কি

  • @mdyounus3345
    @mdyounus3345 Před 10 měsíci

    ok

  • @user-ov6hm5eu1i
    @user-ov6hm5eu1i Před 7 měsíci

    আমার বাবা বিদেশে থাকেন। আমার চাচা আব্বু বিদেশ থাকাকালীন সময়ে আমার দাদুর নামে থাকা গ্যাস (যেটা প্রায় ২২বছর ধরে আমার আম্মু এবং পরবর্তীতে চাচার বিয়ে হওয়ার পরে চাচীসহ একসাথে ব্যবহুত হয়ে আসছে) আমার দাদুর নামের থেকে নিজের নামে করে ফেলেন আমাদের অজান্তে। এ কাজটি তিনি ২০২২ সালের দিকে করেছেন। আমরা জানতে পারলাম কিছুদিন আগে। এখন আমাদের করণীয় কী?

  • @abutaher767
    @abutaher767 Před 6 měsíci

    চার ভাই দুই ভাই দুই পক্ষের এক ভাই জমি বিক্রি করে ছে তিন ভাই কিনেছে।1971সালে
    রেকর্ড সময় এক ভাই নামে রেকর্ড হয়েছে। তাহলেই করোনি জানালে উপকৃত হব।

  • @mssoniaakter5856
    @mssoniaakter5856 Před 5 měsíci

    সত মা যদি আগের ঘরের সন্তানদের সম্পত্তি না দিয়ে বাবার সম্পত্তি লিখে নিলেে তার কি কোন আইন আছে

  • @nubaisaislam5772
    @nubaisaislam5772 Před 6 měsíci

    আমাদের সমপতি যা ছিলো সব সমপত মানুষরা নিয়ে গেছে তাদের সাথে আমাদের কুনো রক্ত সম্পর্ক নেই এখন আমরা কি করবো আমরা ৬বোন আমাদের কুনো ভাই নেই, আমাদের মা বাবা ২জনে মরে গেছে

  • @user-carDrivingSchool
    @user-carDrivingSchool Před 3 měsíci

    স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন
    আমার মামা আমার অসুস্থ মা এর থেকে জালিয়াতি করে জমি লিখে নিয়েছে আমাদের একটি ইস্ট্যাম করে দিয়েছে কিন্তূ এখন ও আমদের ফেলাট বুঝিয়ে দেয় নাই আমি করতে পারি এখন আসা করি আমার জন্য একটি ভিডিও দিবেন

  • @MdHasan-fd6ep
    @MdHasan-fd6ep Před rokem +1

    ৪০বছর আগে আমার মা আমার বাবার জমি অবিভাবক হইয়া আমার চাচার কাছে বিক্রি করে এই জমি কি আমি পাবো

  • @mamunsarkar3370
    @mamunsarkar3370 Před 9 měsíci

    জারা আগে ভাইয়ের হক না দিয়ে লিখে নিয়েচে ভাইয়ের হক ওই জমিনকি ফিরে পাওয়া যাবে কি যানাবেন

  • @RiponSordar-oe9uz
    @RiponSordar-oe9uz Před rokem +1

    Assalamuwalaikum kemon acen

  • @tourtravel6245
    @tourtravel6245 Před 7 měsíci

    জোর পূর্বক মা এবং ভাইয়েরা মিলে মেয়ের প্রাপ্য জমি লিখিয়ে নিয়ে গেলে, এক্ষেত্রে আইনি কোন সহায়তা পাওয়া যাবে কি? 🙂

  • @gameingaytizza1740
    @gameingaytizza1740 Před rokem +1

    আসসালামু আলাইকুম স্যার আমার শশুর তার সমপ্তি শাশুড়ি কে লিখে দিয়ে দিছে তার । তার তিন ছেলে এক মেয়ে আমার শাশুড়ী আবার তার তিন ছেলে এক মেয়ে কে লিখে দিয়ে দিয়েছে মেয়ে তার ভাগের জমি বিক্রি করে দিয়েছে। আমার ভাসুর ও কিছু জায়গা বিক্রি করে দিয়েছে । আমার দেবরও কিছু বিক্রি করেছে আমার স্বামী দেবরের কিছু অংশ কিনে নিয়েছে । আমার স্বামী মরা গেছে। এখন এই জায়গা কি আমার শাশুড়ী ভাগ আছে। ও আমার দুই ছেলে আছে বড় ছেলে র বয়স ১৪ আর ছোট ছেলের বয়স ১০ এখানে কি আমার শাশুড়ী কত ভাগ পাবে দয়া করে জানাবেন

  • @AminulIslam-qk4tx
    @AminulIslam-qk4tx Před rokem

    নানা যদি জমি মামাদের লিখে দেয় ঐ জমি কি মা পাবে

  • @jamaluddin1475
    @jamaluddin1475 Před rokem

    আসসালামু আলাইকুম স্যার। পার আমরা আইনি সহায়তা কোন জায়গায় পাব।

  • @AfrozaMarine-fu8vh
    @AfrozaMarine-fu8vh Před rokem +1

    Tk er jonno too mamla kora somvob hoy na

  • @skrakib6831
    @skrakib6831 Před 4 měsíci

    Amar 10 year biye hoyechhe amake namabhabe shoshur shashuri r poribar ottacher kore amar ekta chhele ebong meye swami baire thake ,bathroom shochaloy bebhar korte dey nai emonki shoshur ekhonbolchhe bari theke beriye jete,baba dekheshune amake sabkichchhi diyechhe,bairie dubhaier duto dokan chhilo sabkichhu borochhele আত্মসাৎ korechhe ami ekhon ki korbo

  • @jyostnabarman-js4vz
    @jyostnabarman-js4vz Před rokem

    Ser chhale jodi jomi niye Ney r baba make dekhana aitar ki kono sei jomi ki ferot neya jabe Daya kore janaben

  • @mdarsadali794
    @mdarsadali794 Před rokem +1

    স্যার মায়ের দ্বীতিয়ো স্বামীর থেকে পাওয়া দুই আনার অংশের সম্প্রতি ভাগ প্রথম স্বামীর ছেলে মায়ের সম্প্রতির ভাগ পাবে কিনা

  • @user-cj8rf9ud7u
    @user-cj8rf9ud7u Před 8 měsíci

    আমার বড় চাচা আমাদের ঠকিয়ে সব সম্পতি লিখে নিয়েছে এখন করণিয় কি

  • @user-ow9jo4to4i
    @user-ow9jo4to4i Před 7 měsíci

    স্যার, আমার বাবা মারা গেছে, মা বেঁচে আছে আমরা দুই বোন এক ভাই, বাবার সম্পত্তি, আমাদের চাচা রা পাবে কেন

  • @begumakhtara1368
    @begumakhtara1368 Před rokem

    Kobe theke chalu hbe ei ain ?

  • @mamunsarkar3370
    @mamunsarkar3370 Před 9 měsíci

    পিতা যদি সব ছেলে নাদিয়ে এক ছেলেকে দিয়ে দেয় তাহলেকি ওইজমিন কি ফিরিয়ে আনা যাবে যানাবেন

  • @rajibsikder8725
    @rajibsikder8725 Před 7 měsíci

    মিথ্যা বলে সাইন করে নিলে কি কিছু করার আছে

  • @shofimakanic4381
    @shofimakanic4381 Před rokem

    বাবা মারা গিয়েছে,
    দাদা বেঁচে আছে
    দাদার জমি দাদার নাতনী দুই ফুপু কিভাবে সঠিক বন্টন হবে জানতে চাই ।।। ধন্যবাদ।।।।

  • @mdseddiq6403
    @mdseddiq6403 Před 11 měsíci

    স্যার আমার মা জমি পাবে কমপক্ষে পাঁচ শতাংশ আমার মাকে আমার মামারা কোনোমতে ২ লাখ টাকা দিয়ে বুঝিয়ে রেস্টি করে দলিল বানিয়েছেন আমি এখন বড় হয়েছি এখন আমি কি করবো দয়া করে জানাবেন স্যার।

  • @Safa2020
    @Safa2020 Před 9 měsíci

    এক ছেলে তিন মেয়ে
    কিন্তু ছেলে বাবার কাছ থেকে জোর করে সম্পত্তি লেখে নিয়েছে বাবা মারা গেলে তা জানা যায় উপায়ই বা কি

  • @user-mw9ny2rb9c
    @user-mw9ny2rb9c Před rokem

    আমরা ৪ ভাই বোন মা জীবিত আছেন। মা তার জমি আামার ভাইকে একবার ২২শতক দ্বিতীয় বার ৯ শতক আমাদেরকে না জানিয়ে লিখে দেয়। এতে করে আমরা বাকি ৩ ভাই বোন মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হলাম। ভাই চালাকি করে মাকে ফুসলিয়ে এই জমি তার নামে লিখে নেয়। আমার প্রশ্ন হল আমরা যে বঞ্চিত হলাম, এই ব্যাপারে আমরা কোন আইনি সহায়তা পাবো কি না। কেস করে জমির দলিল বাতিল করা যাবে কি না। প্লিজ উক্ত ব্যাপারে জানালে খুবই উপকৃত হব।

  • @Sakir-d9z
    @Sakir-d9z Před 11 měsíci

    Hello স্যার আমার একটা কর্সেন উত্তর দিলে অনেক উপক্রিত হতাম স্যার
    আমার বাবার ফুফুর জায়গা atu অ্যাডু জায়গা বলে আমার বাবার ও যতো জায়গা ছিল সব জায়গা লিখে নিয়েছে। ওই দলিল্টা কোনো আইনত ভাবে cancel করা কি সম্ভব হবে স্যার।
    একটা উকিল বলেছেন জে 25হজার টাকা দিলে দলীল cancel করিয়ে দেবেন। এটা কি সত্যি হবে কি স্যার। atu বলেন অনেক উপক্রিত হবো স্যার। বলছে জে নেটে সো হবেনা আর দলীল

  • @sheikhjosim2523
    @sheikhjosim2523 Před rokem +1

    আপনার নাম্বার টা দেন আমি অসহায় সার

  • @user-du5sz7sj1u
    @user-du5sz7sj1u Před rokem +2

    আপনার মোবাইল নাম্বারটা দিলে উপকৃত হতাম আপনার কাছ থেকে আইনি পরামর্শ পেতে চাইছি

  • @khairulislam-fm2jl
    @khairulislam-fm2jl Před rokem +1

    আমার মা নানার এক মাএ মেয়ে জখন মার বয়স মাএ চোদ্দো দিন তখনেই নানা নানি মারা জায় এখন আমার নানার জোমির মালিক হবে কে দয়া কোরে জানাবেন অনেক উপকার হবে আমাদের

  • @user-pd9rz2wg2f
    @user-pd9rz2wg2f Před rokem

    আচ্ছা আমার মা আমার মামাকে 40 শতাংশ জমি স্বইচ্ছায় সজ্ঞানে দান দলিল করে দিয়েছে সেটা কি বাতিল করার কোন সিস্টেম আছে

  • @MdRaju-fd5ft.
    @MdRaju-fd5ft. Před 11 dny

    Apnar number ta diben apnar shate ami kotha bolbo

  • @bangladeshiautismmom6137

    সালাম নিবেন। আপনার মোবাইল নম্বর দিলে ভালো হতো।আমি অটিস্টিক ছেলে র মা।আমার আপন বাবা সবাই কে Flat দিয়েছে। আমারটা বেচে দিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমি খুব ই কষটে আছি।সামী অসুস্থ। তার টাকা লাগে ছেলে র ঔষধের টাকা।বাবা আমার ফোন ধরে না।অনেক চেষ্টা করেছি।দেখা করতে গিয়েছিলাম সবার সামনে চেয়ার দিয়ে মারতে এসেছিল।মা মারা গিয়েছে। বাবা র বয়স ৯০. ২৫বছেরর মেয়েকে বিয়ে করেছে।তার ব্যংকে ১ কোটি টাকা আছে। আমাকে সাহায্য করেন।😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SHASHISKARNA
    @SHASHISKARNA Před 6 měsíci

    Sir, ami KOLKATA theke bolchi.sir,apnar sathe jogajog korbo ki vabe? Jodi apnar phone no ta video te die den khub valo hoi.

  • @mdriazul3010
    @mdriazul3010 Před rokem

    আমর নানিকে নি সন্তান করে দলিল করা হয়েছে এটা কি করা যায়

  • @JisanKhan-cc8yp
    @JisanKhan-cc8yp Před 23 dny

    আপনার মোবাইল নাম্বার দিয়েন

  • @user-wu9bz9pn2z
    @user-wu9bz9pn2z Před 8 měsíci

    Ami apnar nambarta cau

  • @qataraspire6468
    @qataraspire6468 Před rokem

    স্যার,
    আমার বাবা চাচারা তিন জন। দাদার মৃত্যুর পরে আমার বাপ চাচারা বন্টন দলিল করে নি। দাদার এিশ শতক জমি ছিল। দশ শতক করে মৌখিক বন্টনে তিন জনে তিন দাগে নিয়েছে। চাচারা তাদের ভাগের জমি বিএয় করে দেয়। এখন আমার ভাগের জমি তে এক চাচা হিস্য হিসেবে ভাগ চায়। আমার করা খারিজ ও বাতিল করে চাচা হিস্যা হিসেবে এ ডি সি স্যার হতে আদেশ করে নেয়।
    এখন আমি কি আমার খারিজ বহাল রাখতে আপিল বিভাগে আপিল করবো না কি চাচা যে জমিন অন্যএ বিএয় করে দিয়েছে সে জমিতে আমার হিস্যা চেয়ে মামলা করবো।
    ( চাচা যে জমি বিএয় করে দেয় সে জমিতে যাহারা কিনেছেন তাহারা বাড়ি করে দখল করে আছে) দয়া করে জানালে উপকৃত হবো।

  • @shorifahmed2549
    @shorifahmed2549 Před rokem

    আপনার নাম্বারটা দিন স্যর।

  • @MeJewelMia
    @MeJewelMia Před 6 měsíci +1

    আসসালামুআলাইকুম।
    মাকে বুঁজিয়ে শুনিয়ে মায়ের সব জমি নিজের নামে লিখে নিলে অন্য ভাই বোনদের করনিয় কি বা অন্যরা কি সেই জমি পাবে
    জানালে উপকার হবে

  • @ShekharSarkar-b9i
    @ShekharSarkar-b9i Před měsícem

    বড় ভাই মায়ের জমি মায়ের থেকে মিথ্যা বলে বিক্রি করে দিছেয়ে - এখন অন্য ভাই দের করোনি কি

  • @user-carDrivingSchool
    @user-carDrivingSchool Před 3 měsíci

    স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন
    আমার মামা আমার অসুস্থ মা এর থেকে জালিয়াতি করে জমি লিখে নিয়েছে আমাদের একটি ইস্ট্যাম করে দিয়েছে কিন্তূ এখন ও আমদের ফেলাট বুঝিয়ে দেয় নাই আমি করতে পারি এখন আসা করি আমার জন্য একটি ভিডিও দিবেন

  • @user-md6pu8sj7m
    @user-md6pu8sj7m Před 9 měsíci

    স্যার আমার বাবা মারা গেছেন আমার দাদা তার সব সম্পত্তি অন্য ছেলেদের লিখে দিছেন আমি কি আমার দাদার সম্পত্তি পাবো না