মা অট্টহাস সতীপীঠ । ৫১ সতীপীঠের একটি । রঘু ডাকাতের ডেরা । Travel With Shovan । কেতুগ্রাম । কাটোয়া ।

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • মা অট্টহাস সতীপীঠ । ৫১ সতীপীঠের একটি । রঘু ডাকাতের ডেরা । Travel With Shovan । কেতুগ্রাম । কাটোয়া ।
    -------------------------------------------------
    অট্টহাস সতীপীঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দিহি গ্রামের মধ্যে অবস্থিত। এর উত্তরে রয়েছে ঈশানি নদী এবং কিছুটা দূরে রয়েছে শ্মশান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ।
    সত্য যুগে দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন। এরপর মহাদেব বীরভদ্র কে পাঠান দক্ষ কে বধ করতে । সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য ফলে বিষ্ণু সেখানে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বিভিন্ন খন্ডে বিভক্ত করেছিলেন। এই অংশগুলো যেখানে যেখানে পড়েছে সেখানে শক্তিপীঠ স্থাপিত হয়েছে এগুলোকে সতীপীঠ বলা হয়। এগুলি তীর্থে পরিণত হয়েছে।
    এই অট্টহাসে দেবীর অধঃ ওষ্ঠ বা ঠোঁটের নিচের অংশ পতিত হয়, আর সেই থেকেই এটা সতীপীঠ হিসাবে গণ্য করা হয়।
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    your Queries:-
    attahasa
    অট্টহাস সতীপীঠ
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    পঞ্চমুন্ডীর আসন
    রটন্তী কালী মন্দির
    বাবা বিশ্বেশ
    মা অধোরেশ্বরী
    সাধক দুলাল
    সাধক বামাক্ষ্যাপা
    #attahassatipeeth
    #katwa
    #satipeeth
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট : • বিভূতিভূষণ অভয়ারণ্য ।...
    রত্নাবলী শক্তিপীঠ : • রত্নাবলী শক্তিপীঠ। ৫১ ...
    মা রাজবল্লভী মন্দির : • মা রাজবল্লভী মন্দির । ...

Komentáře • 4

  • @TribarnaKala
    @TribarnaKala Před 20 dny

    ❤❤❤

  • @pampakitchenvlogs
    @pampakitchenvlogs Před 29 dny

    খুব ভালো লাগলো। আবার পড়ের ভিডিও জন্য অপেক্ষায় র ইলাম।

  • @subhasishdebnath7277
    @subhasishdebnath7277 Před 29 dny

    Dada khub bhalo Laglo apnar video ta.

    • @travelwithshovan
      @travelwithshovan  Před 29 dny

      অসংখ্য ধন্যবাদ 🙏
      পাশে থাকবেন ❤️