সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর জায়গা হচ্ছে কংলাক পাহাড়। Sajek Valley.সাজেক ভ্যালি।সাজেক।

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • মেঘের আড়ালে কংলাক পাহাড়েঃ
    যান্ত্রিক শহুরে কোলাহলকে পেছনে ফেলে নির্মল বাতাসে মন ভরাতে প্রতিবছর অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে। পাহাড়ের বিশালতার কাছে নিজেকে সপেঁ দিয়ে মনকে দুদন্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন অনেকেই। যারা ট্র্যাকিং করতে ভালোবাসেন তাদের কাছেও পছন্দের শীর্ষে থাকে পাহাড়। আর পাহাড় বলতেই আমাদের চোখে ভেসে উঠে পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ে ঘেরা জনপদের কথা।
    প্রতিবছর অসংখ্য পর্যটক আাসেন মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালীতে। পাহাড়ের বুকে গড়ে উঠা এই স্বপ্ননগরী যেনো কল্পনার রাজ্যের কোনো গোছানো এক ছোট্ট শহর। এই সাজেক ভ্যালীতেই রয়েছে সাজেকের সর্বোচ্চ পাহাড়চূড়া কংলাক পাহাড়। যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৮০০ ফুট।
    সাজেকে বেড়াতে আসা পর্যটকরা সাজেকের সর্বোচ্চ এই পাহাড়ে আরোহনের লোভ খুব কমই সংবরণ করতে পারেন। আর লোভ হবে নাই বা কেন? কংলাক পাহাড়ের পাদদেশ থেকে হাঁটা শুরু করে ধীরে ধীরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাওয়া হয়, পাহাড়ের লিলুয়া বাতাস এক স্বর্গীয় শান্তির পরশ বুলিয়ে যায় শরীর মন জুড়ে। পাহাড়ে উঠার কষ্টটাকে পুরোপুরি ম্লান করে দিতে চূড়ায় অপেক্ষা করতে থাকে ভোরের সূর্য। কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত দুটোই উপভোগের সুযোগ পাওয়া যায়। আর বর্ষা মৌসুমে চূড়ায় দাঁড়িয়ে যতটুকু চোখ যাবে শুধু সাদা মেঘের ভেলায় চোখে পড়বে। মনে হবে, যেনো মেঘের ভেলায় ভেসে যাচ্ছি।
    কংলাক পাহাড় একাকী দাঁড়িয়ে থাকা কোনো বোবা প্রাকৃতিক কাঠামো নয়। এই পাহাড় ধারণ করে আছে জনজীবনকেও। কারণ কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। সাজেক ভ্যালী মূলত কংলাক পাড়া আর রুইলুই পাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড়ের চূড়ার ছোট্ট গ্রামটিতে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজনের বসবাস। এখানকার বেশিরভাগ পরিবার জুম চাষের উপরই নির্ভরশীল। জুমে উৎপাদিত ধান, ফসল দিয়েই মূলত তারা খাদ্যের চাহিদা পূরণ করে। তবে বিগত কয়েক বছরে সাজেকে পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকেই এখন পর্যটক নির্ভর কিছু ছোট ব্যবসা শুরু করেছে।
    কংলাক পাহাড় কমলাক পাহাড় বা কমলাক পাড়া হিসেবেও পরিচিত। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কংলাক পাহাড়ের পাশেই বড় বড় কয়েকটি কমলা বাগান থাকাতে এটিকে কমলাক পাড়া বলা হয়। এখানে কমলার পাশাপাশি আদা ও হলুদেরও চাষ করা হয়। কংলাক পাহাড়ের নিচেই কংলাক ঝর্ণা নামে একটি ঝর্ণা রয়েছে। মূলত এই ঝর্ণার নামানুসারেই এই পাহাড়ের নাম কংলাক পাহাড় হয়েছে।
    কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। যে লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কর্ণফুলী নদীর। চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়ের সঙ্গে মেঘের লুকোচুরি, কংলাক পাহাড়কে সাজেকের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। সাজেকে ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন বেশ জনপ্রিয়। রুইলুই পাড়া হতে কংলাক পাহাড়ের দূরত্ব ২ কিলোমিটারের মত। গাড়ি নিয়ে কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত যাওয়া যায়, সেখানে থেকে হেঁটে কংলাক পাহাড়ে উঠতে হয়। সাজেক হ্যালিপ্যাড থেকেও এই পাহাড়ের দূরত্ব ৩০-৪০ মিনিটের হাঁটা পথ। তাই যারা ট্র্যাকিং পছন্দ করেন, তারা হেঁটে যাওয়াকেই বেছে নেন।
    ১/সাজেক ভ্যালি রাঙ্গামাটি।
    • Sajek Velley Tour. সাজ...
    ২/চাকমাদের পাহাড়ি ফলের বাজার।
    • চাকমা উপজাতিদের পাহাড়...
    ৩/বৈশাখী মেলা মদনগঞ্জ, নারায়ণগঞ্জ।
    • মদনগঞ্জ মাঠে বসছে বৈশা...
    ৩/শেখ রাসেল পার্ক নারায়ণগঞ্জ।
    • ঈদের আনন্দে মুখরিত শেখ...
    ৪/ইমেইল।
    mdnasirabtour@gmail.com
    ৫/Facebook Link.
    www.facebook.c...
    ৬/ছাদ বাগানে আনারসের চাষ।
    • ছাদ বাগানে আনারস সহ বি...
    #সাজেক_ভ্যালি
    #কংলাক_পাহাড়
    #sajek_Valley

Komentáře • 58