এডেনিয়াম (অ্যাডেনিয়াম) গাছের সম্পূর্ণ পরিচর্যা । Complete Adenium Plant Care

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • এডেনিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যা পদ্ধতি খুবই সহজভাবে জানানো হয়েছে এই ভিডিওতে। সারা বছর ধরে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা ও যত্ন সম্মন্ধে জানুন আজকের পাঠশালা থেকে।
    এডেনিয়মা গাছের মোটা কডেক্স তৈরি করুন খুবই সহজভাবে। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে অ্যাডেনিয়াম গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা কিভাবে করবেন গাছে বেশী ফুল পাওয়ার জন্য?
    বাগানে সহজভাবে টবে করুন মরু গোলাপ। কিভাবে পরিচর্যা করলে এডেনিয়াম গাছের কডেক্স মোটা হবে তাড়াতাড়ি এবং গাছের ফুল পাবেন অনেক বেশী জানুন এই ভিডিও থেকে।
    #এডেনিয়াম #ফুল #গাছ #পরিচর্যা #বাগান #চাষ #অ্যাডেনিয়াম
    নতুন বসানো এডেনিয়াম গাছের পরিচর্যা কিভাবে করবেন?
    কোন এডেনিয়াম গাছ রিপটিং করবেন এখন?
    এডেনিয়াম গাছের জন্য সয়েল মিক্স কিভাবে বানাবেন?
    এডেনিয়াম গাছ রিপটিং করার সঠিক পদ্ধতি কি?
    এডেনিয়াম গাছকে ঝুলিয়ে রাখা কি আবশ্যিক?
    এডেনিয়াম গাছের কাটা ছাঁটাই কিভাবে করবেন?
    এডেনিয়া গাছের শিকড় কিভাবে কাটবেন?
    এডেনিয়াম গাছের জন্য সবচেয়ে ভালো পটিং মিক্স কি?
    এডেনিয়াম গাছের জন্য সবচেয়ে ভালো টব কোন গুলো?
    এডেনিয়াম গাছের রিপটিং করার পর কিভাবে পরিচর্যা করবেন?
    GP Store for Garden Tools and Fertilizers:
    www.amazon.in/...

Komentáře • 190

  • @reshmaakterbristy5298
    @reshmaakterbristy5298 Před rokem +7

    ভীষণ ভাল লাগল। কারণ আমার এডেনিয়াম খুব পছন্দের একটা গাছ এবং আমার ও কিছু এডেনিয়াম আছে যারজন্য আপনার প্রতিটা স্টেপ খুব উপকারে আসবে। ইনশা আল্লাহ।

  • @suklamukherjee9804
    @suklamukherjee9804 Před 19 dny +1

    খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, খুব ভালো লাগলো । ধন্যবাদ ।

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 19 dny

      আপনার কমেন্টের জন্য মন থেকে ধন্যবাদ।

  • @sanghamitrachowdhury4754
    @sanghamitrachowdhury4754 Před 2 měsíci

    ধন্যবাদ। খুব সুন্দর আপনার বলার ধরন এবং বক্তব্যের গুণগতমান ও ভালো। একটা কথা জানাই, আমি জবা ও এডেনিয়াম গাছ টব বদলে নতুন মাটিতে বসিয়ে ছাওয়া তে রাখি না। আগে রাখতাম কিন্তু একবার ছাওয়া তে রাখতে ভুলে গেছিলাম, দেখলাম রোদে রাখার জন্য বৃদ্ধি বেশি ভালো হলো।। অনেক গাছই রোদে ভালো থাকে, তথাকথিত অর্থে যাদের কে আমরা ছাওয়ায় রাখা গাছ বলি। এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।

  • @gossipwithkashifjamshaidawan

    Beautiful plants nice sharing

  • @dr.maktharhossain6570
    @dr.maktharhossain6570 Před 6 měsíci

    উপস্থাপন খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @ashimasengupta1402
    @ashimasengupta1402 Před 7 měsíci

    Wonderful teaching method .thanks a lot . I have nearly 25 adenium . The oldest one is 29 years .

  • @barnalimukherjee5219
    @barnalimukherjee5219 Před 3 lety +1

    ভিডিও টা খুব ভালো লাগলো।

  • @Poltu.07.Mahadeva
    @Poltu.07.Mahadeva Před rokem

    Khub valo laglo bises kore kotha bojte para moto

  • @rahulachargee116
    @rahulachargee116 Před 11 měsíci

    দারুণ উপস্থাপণা,,,খুব ভালো লাগলো ❤

  • @sudiptamunshi5522
    @sudiptamunshi5522 Před rokem

    অনেক কিছু শিখতে পারলাম।

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před rokem

      আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, কিছু একটা দিলাম আপনাদের কাজে আসলো কমেন্ট না করলে জানবো কি করে। ধন্যবাদ অনেক।

  • @suvashisnaskar7914
    @suvashisnaskar7914 Před 2 lety

    দাদা অতুলনীয় ভালো খুব খুব সুন্দর

  • @mohammadroni7818
    @mohammadroni7818 Před rokem +1

    সুন্দর ভিডিও সাথেই আছি

  • @improvegreen1622
    @improvegreen1622 Před 3 lety +1

    Very nice video thanks bro you are jainone contain 👍

  • @hiranmoysaha9373
    @hiranmoysaha9373 Před rokem

    খুব ই ভাল উপস্থাপনা।
    দারুণ সুন্দর।

  • @shireenzaman1345
    @shireenzaman1345 Před 2 lety +1

    ধন্যবাদ ভায়া।

  • @santanaghosh8776
    @santanaghosh8776 Před 3 lety +1

    ধন্যবাদ । ভালো লাগলো

  • @sikhakhanra9070
    @sikhakhanra9070 Před 3 lety

    খুব ভাল একটা ভিডিও

  • @rumaakhter3409
    @rumaakhter3409 Před rokem +1

    thank you for your information.
    thanks a lot

  • @purnenduthakurstreeworld661

    super editing & information

  • @k048soumimondal3
    @k048soumimondal3 Před 2 lety +1

    Darun sir...

  • @md.enamurrashid525
    @md.enamurrashid525 Před 9 dny

    Thanks

  • @homegardeningwithnisith2370

    Nice sharing

  • @enayethossain6241
    @enayethossain6241 Před rokem +1

    Good description.

  • @ALostEngineer
    @ALostEngineer Před 3 lety +1

    খুব সুন্দর

  • @greenleaf8217
    @greenleaf8217 Před rokem

    Khub bhalo video

  • @munmunde3771
    @munmunde3771 Před 5 měsíci

    Khub valo laglo

  • @duttababu007
    @duttababu007 Před 3 lety +1

    khub sundor dada :)

  • @chiranjitbarick7341
    @chiranjitbarick7341 Před 3 lety +1

    Osm dada

  • @mdfoyjulhasan1846
    @mdfoyjulhasan1846 Před 3 měsíci

    Thank you ❤

  • @plantaplant
    @plantaplant Před 3 lety +1

    Brilliant video

  • @samirsarkar6924
    @samirsarkar6924 Před 4 měsíci

    Good job 👍🏾

  • @amitmandal9122
    @amitmandal9122 Před 2 lety +1

    খুব সুন্দর।

  • @bidyutmukherjee287
    @bidyutmukherjee287 Před 3 lety +1

    ধন্যবাদ...।

  • @ranjitrakshit5155
    @ranjitrakshit5155 Před rokem

    Very helpful thanks.

  • @manashighosh3679
    @manashighosh3679 Před 3 lety

    Khub sundar

  • @debashisnandi3669
    @debashisnandi3669 Před rokem

    Apner video gulo khub practical and informative.......ami onek kichu shikhechi.....dhanyabad. Shudhu Cinder e adenium lagiyechi. NPK, SSP and POTASH ditey chai. ki bhabe debo r koto din por por debo jodi ektu bole dan khub upokrito hobo.

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 11 měsíci

      Ekta mixed food share korbo oi khabar ta dile aar onno kono khabar dite hobe na.

  • @omarautocenter5544
    @omarautocenter5544 Před 2 lety +1

    Nice bro

  • @arunamukherjee1716
    @arunamukherjee1716 Před 3 lety

    😭khub bhalo laglo 🙏🙏

  • @anirbanpal2897
    @anirbanpal2897 Před 3 lety +1

    বেলফুল গাছের পরিচর্যা সম্পর্কে একটা ভিডিও দেখান

  • @atreyeehalder4601
    @atreyeehalder4601 Před 3 lety

    Bah apurba

  • @dr.maktharhossain6570
    @dr.maktharhossain6570 Před 6 měsíci

    বছরে দু'বার Repot করতে বলেছেন। কখন করতে হবে জানালে উপকৃত হবো। ধন্যবাদ।

  • @arupmallik3070
    @arupmallik3070 Před rokem

    খুব ভালো প্রতিবেদন। দু বা তিনটি গাছের বিনুনি কি ভাবে করবো জানাবেন।

  • @nitolrahman7262
    @nitolrahman7262 Před 3 lety

    Nice video

  • @MustafaMollick
    @MustafaMollick Před 2 lety

    অসাধারণ

  • @jayantamajumder6208
    @jayantamajumder6208 Před 2 lety

    Mati ta borsha er jonno ektu somossar ...without soil o valo hoy .....alternative way tao fallow korte paren

  • @craftingmind1314
    @craftingmind1314 Před 2 lety

    Thnk you so much brother

  • @mousomroy897
    @mousomroy897 Před rokem

    Thanks 👍🙏

  • @mrinmoybarman5053
    @mrinmoybarman5053 Před 3 lety +4

    Congratulations 🎉🎉🎉

  • @mainakdas8723
    @mainakdas8723 Před 3 lety

    Dada khub sundor video baniyechen...... Amar ekta adenium ache jar re-potting hoyechilo 3 bochor age.... Adenium tai bhaloi flower pai ebong caudex tao bhaloi thick.... Kintu amar ki re-potting kora uchit adenium tree tar? Adenium tree tar prai 8 bochor boyos.... Kindly ektu reply deben dada

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety

      প্রতি বছর কমপক্ষে 2 বার টব থেকে তুলে আবার বসাতে পারলে ভালো। বর্ষার পর রিপটিং করে দেবেন।

  • @atanumukherjee98
    @atanumukherjee98 Před 3 lety +2

    আমাদের বাগানে বহুদিনের পু্রোনো একটা বাড়বৃদ্ধিহীন এ্যডেনিয়াম গাছ অযত্নে বাগানের ছায়াযুক্ত অংশে হয়ে আছে। ওটাকে মাটি থেকে তুলে এই মধ্য আগস্টে পটিং করা যাবে?

  • @sushantasaha4138
    @sushantasaha4138 Před 3 lety

    Beautiful

  • @greenleaf8217
    @greenleaf8217 Před rokem +1

    Aamio try korbo

  • @samsularifin3249
    @samsularifin3249 Před 3 lety

    গতবছর আমি বেশ কয়েকটা এডেনিয়ামের চরা কিনেছিলাম। এখন দেখি সবগুলোতেই ফুল ফুটেছে কিন্তু সব গাছের ফুল একই কালার। কি করলে কালার পরিবর্তন করা যায়? আপনাদের বাগানের ভ্যারাইটি কালার দেখে মন ভরে গেল। আমাকে একটু পরামর্শ দিবেন দাদা।

  • @mahuyadas6342
    @mahuyadas6342 Před 8 měsíci

    More branch er jonno ki korbo

  • @atasighosh952
    @atasighosh952 Před 3 lety +2

    এই গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। টব কি বড় দিতে হবে

  • @Poltu.07.Mahadeva
    @Poltu.07.Mahadeva Před rokem

    But Ami khub notun valo kore bole khusi hota erkom sondo jemon harmi compos ki jinis

  • @goutamdas4027
    @goutamdas4027 Před 2 lety

    Grafting er kotodin pore Phul pawya jebe video bhalo hoyache

  • @sampaddas9142
    @sampaddas9142 Před 3 lety +1

    Seedling gulo branch krbo ki kore

  • @nabiulalahi1970
    @nabiulalahi1970 Před rokem

    মার্চের প্রথমে রিপটিং করা হয়েছিল কিন্তু মাটির মিক্চার ভাল ছিল না বলে টবে একবার পানি দিলে কয়েক দিন মাটি ভিজা থাকে তাই এখন রিপটিং করা যাবে কিনা ??

  • @ghurtehjai6096
    @ghurtehjai6096 Před 2 lety +1

    সেপ্টেম্বর প্রথম,সপ্তাহে এডিনিয়াম রিপটিং করা যাবে একবছরের গাছ,আর একটা এডিনিয়াম ফুল আছে নতুন কিনেছি ,সেই গাছো রিপটিং করলে কিছু হবে না তো

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 2 lety

      সেপ্টেম্বরের শেষে করুন রিপটিং করা যাবে।

    • @ghurtehjai6096
      @ghurtehjai6096 Před 2 lety

      @@Gardening.Pathshala অনেক ধন্যবাদ

  • @bisakhapramanik2138
    @bisakhapramanik2138 Před 4 měsíci +1

    খুব সুন্দর একটা পোস্ট কিন্তু আমার edenium গাছ এ প্রচুর পরিমানে কুড়ি আসছে কিন্তু একটু বড় হয়ে গেলেই গাছের কুড়ি গুলি ঝড়ে পড়ে যাচ্ছে আর মাটিতে উড়ো পোকার মতো ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে এই গরমে যেখানে প্রচুর পরিমাণে ফুল ফোটার কথা সেখানে একটি ও না ফুটে ঝরে পড়ছে আমি কি করব বুঝে উঠতে পারছি না একটু হেল্প করুন please

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci +1

      Actara spray korun weekly ekbar, ekhon gache protidin jol din.

    • @bisakhapramanik2138
      @bisakhapramanik2138 Před 4 měsíci

      @@Gardening.Pathshala thanks dada,ha ekhon roj jol dichhi ar Codex ta ektu holud holud lagchhe emni shokto pokto achhe ,ektara tei hoy jabe to?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci

      @@bisakhapramanik2138 poka ache bolchen, se jonno ektara spray korun.

    • @bisakhapramanik2138
      @bisakhapramanik2138 Před 4 měsíci

      @@Gardening.Pathshala thank you dada

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci

      @@bisakhapramanik2138 welcome

  • @didarulhoquechowdhury2802

    বিভিন্ন কালারের এডিনিয়াম বীজ কিনত আপনার সহযোগিতা চাই।

  • @juiroy8064
    @juiroy8064 Před rokem

    ছেটে দেওয়া ডালা গুলো কি ভাবে পপিং করবো? আমার গুলো বাচাতে পারি না বেশি র ভাগ পচে যায়।

  • @tapasnandi920
    @tapasnandi920 Před 3 lety

    Dada amar chara gach nutun kine plastic tobe lagano hoyche 2dal aar 4/5 pata ache kabe nagad Phule hote pare

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety

      গাছ কবে বসিয়েছেন?

    • @tapasnandi920
      @tapasnandi920 Před 3 lety

      May mase already phool hoyeche seller kache kodex samano mota

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety

      সারা বছরই ফুল হয়। গ্রীষ্মকালে বেশি হয়।

  • @suvasishsarkar8605
    @suvasishsarkar8605 Před 2 lety +1

    এই গাছের ডাল কোন মাসে কাটা উচিত ?

  • @POTATOPERMe
    @POTATOPERMe Před 6 měsíci

    Amar 6 months er chara, akhon reporting korbo. To akhon amar ki kora ucit . Koto inche tob nebo

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci

      করতে পারেন। গাছ অনুযায়ী টব নেবেন।

  • @mintukayal2974
    @mintukayal2974 Před 2 lety

    দাদা সিণ্ডারে কি সরষের খোল ভিজানো জল দেওয়া যায় একটু বলবেন কি 🙏🙏🙏

  • @mintukayal2974
    @mintukayal2974 Před 2 lety

    দাদা ভারমিকম্পষ্ট বদলে আমি যদি পাতা পচা সার ব্যবহার করতে পারি একটু বলবেন কি 🙏🙏🙏

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 2 lety +1

      শুধু পাতা সার ব্যবহার করবেন না। ভার্মির সাথে মিশিয়ে করবেন।

    • @mintukayal2974
      @mintukayal2974 Před 2 lety

      @@Gardening.Pathshala ধন্যবাদ দাদা 🙏🙏🙏

    • @mintukayal2974
      @mintukayal2974 Před 2 lety

      ধন্যবাদ দাদা ভালো থাকবেন 🙏🙏🙏

  • @tahminajerinjui1690
    @tahminajerinjui1690 Před 2 lety

    আমার এডেনিয়াম নিচে মাটিতে লাগানো ছিলো গাছের একটা মোটা শিকর অনেক বড় হয়ে গেছে ওটা কি কাটতে পারবো? নাকি গাছ মারা ্যাবে

  • @bikramdeb2251
    @bikramdeb2251 Před 3 lety

    Rose"mix"chemical fertilizer ki?(epsom salt /ammonium nitrate/ calcium nitrate)

  • @KrishnaMajumder-er9tm

    পোড়া কয়লার পরিবর্তে কি দেওয়া যাবে?

  • @paragdutta7808
    @paragdutta7808 Před rokem

    বছরে দুবার রিপটিং করার সময়, দুবারই কি ডাল কেটে দেব?

  • @aninditadevnath3638
    @aninditadevnath3638 Před rokem

    আমার এ‌ডে‌নিয়াম‌টি কি‌নে‌ছি দেড় বছর হ‌তে চল‌লো। কো‌নো ফুল নেই। প্রু‌নিং এর বিষয়‌টি জানতাম না। এখন এই জুলাই মা‌সে কি প্রু‌নিং কর‌বো?

  • @rebamandal5454
    @rebamandal5454 Před 7 měsíci

    এডএনইয়আম গাছে কি খাবার দেবো।

  • @debtanudas2852
    @debtanudas2852 Před 3 lety

    Apnar kono Facebook ba what's up account thakle sharle valo hoy... Amar cinder er rose planter photo share kore help chaitam... Amar gachta 6" te ache. Cinder e first time korchi September,20 theke, kono idea nei. Jodi help koren bhalo hoy

  • @samirchandraghosh9039
    @samirchandraghosh9039 Před 3 lety

    Amar adeniam gache koli asche kintu ful futche na
    Koli choto thakte jhore jacche

  • @rebamandal5454
    @rebamandal5454 Před 7 měsíci

    এডএনইয়আম গাছে কি খাবার দেবো

  • @avishekchowdhury8027
    @avishekchowdhury8027 Před 3 lety

    Dada gache kuri eseche, akhun ki pruning kora uchit habe?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety

      আমি হলে কেটে ফেলতাম ও গাছ প্রুনিং করতাম। এডিনিয়ামের এখন প্রুনিং না করলে ভালো ফুল পাবেন না গ্রীষ্মকালে।

  • @subhramajumdarsingh.4614
    @subhramajumdarsingh.4614 Před 4 měsíci

    আর যদি গ্রাফটিং করা না থাকে তাহলে কিভাবে শুরু করা হবে।

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci

      তাহলে ইঞ্চি 4 রেখে কেটে দিতে পারেন।

  • @adritotalukdar4123
    @adritotalukdar4123 Před 3 lety

    Amar gacher kuri gulo sukiye jachye ki korbo?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety +1

      Kivabe porichorjya korchen? Sunlight kotokhon pay? Khabar ki dichhen? Khola akaser niche achhe ki? Bristir jol pache?

    • @adritotalukdar4123
      @adritotalukdar4123 Před 3 lety

      @@Gardening.Pathshala npk 20.20.20 majhe majhe harer guro.sunlight sokal theke dupur 3te pojonto.bristir jol Tana Pai na.majhe majhe

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety

      ফাঙ্গিসাইড স্প্রে করুন সপ্তাহে একবার 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে। npk 7/10 দিনে 1 বার স্প্রে করুন। কুঁড়িতে স্প্রে করবেন না কোন কিছু।

  • @tanuhalder6784
    @tanuhalder6784 Před 3 lety +1

    Gravel 3o%
    এটা কি?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety +1

      Sand gravel, বালির মধ্যে মিশে থাকা নুড়ি পাথর নিন 30% অর্থাৎ 10 ভাগের মধ্যে 3 ভাগ।

  • @gitabhattacharjee6633
    @gitabhattacharjee6633 Před 3 lety

    আমার অ্যাডেনিয়াম গাছ তিন বছরের
    কিন্তু সেরাম ভাবে ভালো ফুল পাইনি
    গাছের কোডেক্স টাও সেরকম মোটা হয নি
    এক্ষেত্রে আমার কি করনীয়।

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety +1

      মাটি মোটা দানা বলি ভার্মি দিয়ে গাছটাকে আবার পটিং করুন। প্রয়োজন হলে গাছের ডাল কাটাই করুন। 15 দিনে 1 বার খোল জল দিন। টবের মাটিতে সপ্তাহে 2 বার জল দেবেন। বর্ষার সময় খোল জল দেবেন না।

  • @binamazumdar2275
    @binamazumdar2275 Před rokem

    কিভাবে এডিনিয়ামগাছ সংখ্যা বাড়ানো যায়

  • @gaurghosh1863
    @gaurghosh1863 Před 2 lety

    কখন গাছের কাটিং করতে হবে দয়া করে জানাবেন

  • @Mekhola_Sarker
    @Mekhola_Sarker Před 4 měsíci

    Koila kothay pabo?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci

      নার্সারিতে পাবেন ঘেষ বা সিন্ডার বলবেন

  • @tahminakeya-ly6jk
    @tahminakeya-ly6jk Před 11 měsíci +1

    Gas bikri hoy naki

  • @user-mt4xb5lg2q
    @user-mt4xb5lg2q Před rokem

    সে বুঝলাম।কিন্তু আমার গাছের কডেক্স নরম হয়ে গেছে। ২মাস আগে রিপোট করেছি।সেই ক্ষেত্রে কি করবো

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před rokem

      Repot korar por jol kotodin chara diyechilen?

    • @user-mt4xb5lg2q
      @user-mt4xb5lg2q Před rokem

      @@Gardening.Pathshala প্রতি সপ্তাহে ১বার জল দিয়েছি

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před rokem

      Caudex norom hoy either root rot er jonnyo ba dehydration er jonno muloto .. please root check kore dekhun poche jachhe kina

    • @user-mt4xb5lg2q
      @user-mt4xb5lg2q Před rokem

      @@Gardening.Pathshala ধন্যবাদ দাদা।

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před rokem +1

      Apni jehutu proti sopthe 1 bar jol diyechhen tai mone hoya na dehydration

  • @samsularifin3249
    @samsularifin3249 Před 3 lety

    আমার গাছ গ্রাফটিং করা না। আমার গাছে কী ফুল দেরিতে আসবে?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety

      গ্রাফটিং করা না হলেও এখন ফুল আসবে।

  • @sebikapal8554
    @sebikapal8554 Před 2 lety

    এডিনিয়াম গাছে বছরে কত বার ফুল হয়?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 2 lety

      শীত বাদ দিয়ে প্রায় সবসময় হয় কম করে। গ্রীষ্মে ভালো ফুল হয়।

  • @ishanbiswas9359
    @ishanbiswas9359 Před rokem

    আধ পোড়া কয়লার টুকরো কোথায় পাওয়া যায়?

  • @tapatidas8679
    @tapatidas8679 Před 3 měsíci

    এখন তো মে শেষ হয়ে জুন হতে চলল এখন কি কাটিং করা

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 2 měsíci

      কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হবে। এখন করবেন না।

  • @deepakdas-ry9ov
    @deepakdas-ry9ov Před 3 lety

    মে মাসে কি কোনমতেই প্রুনিং করা উচিৎ নয় ?

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety +1

      প্রুনিং করতে পারেন, 50/60 দিন পর ফুল পাবেন। তখন বর্ষা শুরু হয়ে যাবে।
      প্রুনিং এখনও না করে থাকলে করতে হবে।
      গাছে কি ফুল/কুঁড়ি আছে এখন?

    • @deepakdas-ry9ov
      @deepakdas-ry9ov Před 3 lety

      @@Gardening.Pathshala একটা দুটো করে আছে 🙏🙏

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 3 lety +1

      @@deepakdas-ry9ov ফুল গুলো ফোটা শেষ হয়ে যাক, তারপর প্রুনিং করবেন।

    • @deepakdas-ry9ov
      @deepakdas-ry9ov Před 3 lety

      @@Gardening.Pathshala অনেক অনেক ধন্যবাদ.....❤️🙏🙏🙏

  • @ranihatibd223
    @ranihatibd223 Před 2 lety

    কয়লা কি ধুয়ে দিব দাদা

  • @MdSomaiya-yi2op
    @MdSomaiya-yi2op Před 5 měsíci

    আমি কোন কাটিং করি নাই

    • @Gardening.Pathshala
      @Gardening.Pathshala  Před 4 měsíci

      কাটিং না করলেও ফুল পাবেন, একটু কম হবে। গাছ খুব বেশি লম্বা হয়ে যাবে। কাটিং করা হয় গাছকে একটা সুন্দর সেপ দেওয়ার জন্য। আর কাটিং করলে এডেনিয়ামে ডালের সংখ্যাও বেশি হয় তাই ফুলও বেশি পাওয়া যায়।