অ্যাডেনিয়াম গাছের শিকর ও ডাল কাটার সঠিক পদ্ধতি/ A to Z adenium plant care/special soil/

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #adenium_plant_care
    এডেনিয়াম গাছের শিকড় ও ডাল কাটার সঠিক পদ্ধতি। এছাড়া কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে গাছটাকে বসাবেন ও কিভাবে পরিচর্যা করবেন সব কিছু খোলামেলা আলোচনা করা হয়েছে এই ছোট্ট একটা ভিডিওতে।
    শিকড়গুলো কাটিং করার পর ফাংগিসাইড লাগাতে হবে। কাটিং করার পর চার দিন গাছটাকে ঝুলিয়ে রাখতে পারেন বা কোন জায়গায় বসিয়ে রাখতে পারেন।
    কাটিং করে আধা ঘন্টা বা 10 থেকে 5 মিনিট ফাংগিসাইড জলে ডুবিয়ে রাখতে হবে।
    সহজভাবে পরিচর্যা কিভাবে করা যায় সবকিছু দেখানো হয়েছে কারন আমাদের কাছে অনেক সময় নেই কম সময়ের মধ্যে ভালো কাজ করতে হবে এবং সবার মধ্যে সেই নেশা ছাড়াতে হবে।
    এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই এইটুকু করলে মোটামুটি আপনার গাছ খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে ও ফুল দেবে।
    আর গোড়া মোটা করার যে পদ্ধতি তার জন্য গাছ অনুযায়ী একটু ছোট তবে আপনাকে বসাতে হবে বড় টপ দিলে শিখর বড় হয়ে যাবে অথচ ফুল বেশি বা গোড়া মোটা হবেনা তাই টব মেপে ভালো মতন দিতে হব। এছাড়া রোজ দুপুর একটার সময় নতুন ভিডিও থাকে আপনারা যদি ফলো করেন তাহলে ভালো একটা বাগান করতে পারবেন চোখ বন্ধ করে।
    প্রত্যেকটা মানুষের মধ্যে গাছের নেশা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আপনারা পারলে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা বাগান করতে পারে না তাদের কাছে।

Komentáře • 518

  • @trishnadutta1168
    @trishnadutta1168 Před 2 lety +7

    কতো সহজে বুঝিয়ে দিলেন!এইজন্য আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @sourishbiswas8059
    @sourishbiswas8059 Před 2 lety +2

    এই ভিডিও টির খুব প্রয়োজন ছিল আমার।দেখার পর চিন্তা মুক্ত হলাম। আশাকরি এভাবেই অনেক প্রয়োজনীয় তথ্য পাব তোমার কাছ থেকে। ভালো থেকো ❤️❤️🥰🥰💐💐🌷🌷👍👍

  • @subratapal6047
    @subratapal6047 Před 2 lety +2

    খুব ভালো ভাবে শিখলাম,অ্যাডেনিয়াম নতুন করে পটিং করা,বেশ ভালো লাগলো,সমর তোমায় অনেক ধন্যবাদ।

  • @umadebbarma916
    @umadebbarma916 Před 2 lety +9

    খুব দরকার ছিল ভিডিওটির দারুন ভাবে এডেনিয়ামের পরিচর্যা শিখলাম ভাই।

    • @lilyroy5968
      @lilyroy5968 Před 2 lety

      ধন্যবাদ। আমার 5 টা বড়ো adenium গাছ আছে। খুব ফুল হয়। কিন্তু আমি এত পরিচর্যা করিনা। শুধু সর্ষে খোল পচা জল দেই। আপনার কাছে অনেক কিছু শিখলাম।

    • @diptidutta9842
      @diptidutta9842 Před 2 lety

      Dada amr charte gach ache dalpala prochur ful kom hoy. eibhabe poricharja kore ki roud e rakhbo naki chaya te. R bristi hole besi ki korbo..

    • @bijayapujari5078
      @bijayapujari5078 Před rokem

      gacha tula koto din age gal debena
      aru
      gacha lagar koto din pare jal deben

  • @tinkusarkar1177
    @tinkusarkar1177 Před 2 lety +1

    ভাই উঠেছি অনেক ভোড়ে গিয়েছিলাম বহু দূরে তাই ভিডিওটা এখন দেখলাম সাদরে গ্রহন কোর ।তুমি অনেক অনেক কিছু শিখে গেছো তোমায় অসংখ্য ধন্যবাদ 👌👌👌👍👍👍💖💖💖

  • @ashalatachakraborty7320
    @ashalatachakraborty7320 Před rokem +1

    ভীষণ উপকারী ভিডিও.....adenium গুলো টব থেকে তোলার আগে একবার দেখে নিলাম 🌿🌿

  • @chirantandas1859
    @chirantandas1859 Před 2 lety +1

    দাদাভাই অডেনিয়াম গাছের ভিডিও খুব সুন্দর দেখে অনেক কিছু শিখতে পারলাম আমার মতো নতুন বাগানিদের কাছে খুবই দরকারি ও উপকারী তথ্য

  • @shreyasidatta8529
    @shreyasidatta8529 Před rokem +22

    সমর বাবু আপনার এডেনিয়াম গাছের কাটিঁং টা দেখে অনেক কিছু শিখলাম। কিন্তু কোন মাসে এই কাজটা করতে হবে জানতে পারলে খুব ভালো হতো।

  • @khitishhalder3224
    @khitishhalder3224 Před 2 lety +3

    খুব উপকারী এবং সময়োপযোগী ভিডিও হয়েছে। আশাকরি দর্শকদের খুব কাজে লাগবে।ভালো থেকো সমর।

  • @user-kx9fg5ui7m
    @user-kx9fg5ui7m Před dnem

    খুব ভালো ভিডিও

  • @suprasanta
    @suprasanta Před 2 lety +2

    একটা বিশ্বস্ত, নির্ভরযোগ্য ভিডিও পেলাম।

  • @AJIM.RAHAMAN
    @AJIM.RAHAMAN Před 2 lety +2

    এডেনিয়াম নিয়ে এতো সুন্দর করে কেউ বলে না সমর দা। তোমার কাছ থেকেই অনেক কিছুই জানতে পারলাম ধন্যবাদ। আমার ছাদ বাগানে এডেনিয়াম ফুল প্রচুর আছে।

  • @hirusenapati5578
    @hirusenapati5578 Před 2 lety +3

    খুব সুন্দর হয়েছে এবারে আমি একটা অ্যাডেনিয়াম গাছ লাগাব

  • @surajitnath6329
    @surajitnath6329 Před 2 lety +1

    Darun darun laglo video ta dake kub e helpful video ta thanks dada ei rakam video ta dakanor jono. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @banhisikhamitra1476
    @banhisikhamitra1476 Před 2 lety +3

    ঠিক সময়ে ঠিক ভিডিও! খুব উপকারী

  • @sibanikoley1234
    @sibanikoley1234 Před rokem

    Apurba system. Upner vedio bahut Sundar laglo. Amar akta adanium achha Tai shiklam. Thanks a lot

  • @Uma_Podder
    @Uma_Podder Před 2 lety +1

    খুব ভালো লাগলো আমি কেটে মাটি পাল্টাই কিন্তু এতো টা করে কাটার সাহস পাই না যাক্ এবার করে দেখবো খুব সুন্দর লাগলো ভিডিও অনেক ধন্যবাদ সমর কে

  • @shreejaadhikary01
    @shreejaadhikary01 Před rokem +1

    Khub sundor sohoj kore dekhalen etar khub bhalo holo

  • @sumanabanerjee9589
    @sumanabanerjee9589 Před 2 lety +1

    Darun samar vai khub valo laglo r sikhlm o sundar jinis abare korte parbo mone hoi

  • @aratiaich6291
    @aratiaich6291 Před 2 lety +1

    খুব সুন্দর আমাদের সবার জন্য খুব দরকারি ভিডিও

  • @asitbaranhalder4421
    @asitbaranhalder4421 Před 2 lety +1

    অ্যাডিনিয়াম গাছ নিয়ে অনেক কিছু জানলাম। ধন্যবাদ

  • @jayasreebhattacharyya2283

    Khub valo laglo videota onek kichu janlam . valo thakis.......mashima

  • @swapankundu9018
    @swapankundu9018 Před 2 lety +1

    অনেক ধন্যবাদ।এডেনিয়াম নিয়ে চিন্তা য় ছিলাম।

  • @parthat007
    @parthat007 Před 2 lety +2

    khub sundor vabe bojha gelo.dhonnobad dada.

  • @shampadey5275
    @shampadey5275 Před rokem +2

    একদম সময় উপযোগী ভিডিও।

  • @zarzisalam2431
    @zarzisalam2431 Před 4 měsíci

    ভিডিও টা খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 Před 2 lety +1

    কতো সুন্দর কোরে হাতে ধোরে বোঝালে খুব ভালো লাগলো 👍🥰

  • @saswatisaha3868
    @saswatisaha3868 Před 2 lety +1

    khub sundor kore dekhale.asankho2 dhonnobad.tomar gachher cordex gulo besh sundor hoyeche

  • @ipsitaghosh2548
    @ipsitaghosh2548 Před 2 lety +1

    Khub upakari video, thank you,Samar

  • @tulsisarkar6108
    @tulsisarkar6108 Před 2 lety +4

    খুব ভালো হয়েছে ভাই অনেক ধন্যবাদ👍👍

  • @MoumiSamadder
    @MoumiSamadder Před rokem +1

    এই ভিডিওর মিউজিক টা আমার দারুন লাগে ভাইয়া

  • @munmunchatterjee6088
    @munmunchatterjee6088 Před 2 lety +1

    এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম। তোমাকে দেখে একটু হলেও বাগান করা শিখেছি। তুমি ছাড়া কে পথ দেখাবে বলো। খুব খুব উপকৃত হলাম। খুব ভালো থেকো ।অনুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ❣️❣️

  • @kajalrakshit1018
    @kajalrakshit1018 Před 2 lety

    লা জবাব দাদা আপনার মতো এতো সূক্ষ্মা নু সূক্ষ ভাবে সমস্ত তথ্য সহকারে উপস্থাপন করিতে কেহই পারেন না।
    ধন্যবাদ।

  • @suruchidebbarman5254
    @suruchidebbarman5254 Před rokem

    খুব ভালো লাগলো দেখে
    আমি দেখে নিলাম, এইরকম করে আমি ও
    কাটিঙ করবো 👍🌹👍

  • @jogindarbishwakarma4630
    @jogindarbishwakarma4630 Před 11 měsíci +1

    Apnar vidio ta dekhe subscribe na kore thakte parlam na satti khub bhalo laglo

  • @simasaha6833
    @simasaha6833 Před 2 lety +1

    খুব সুন্দর হয়েছে ভিডিও টা ভালো থেকো ভাই

  • @chaitalimukherjee846
    @chaitalimukherjee846 Před 2 lety +1

    খুব ভালো লাগলো দাদা,
    ছোট গাছ বলে ভয়ে কাটছিলাম না, কিন্তু ফুল গুলো ভালো করে ফুটছিল না, আজকে বিকালেই যত্ননেবো।

  • @fanofgardening8653
    @fanofgardening8653 Před 2 lety +1

    আজকেও এভিনিয়াম ‌বেপারে আরো নতুন কিছু জানতে ‌পারলাম ভাই‌ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

  • @greenleaf8217
    @greenleaf8217 Před rokem +1

    Khub bhalo video, aami onek kichhu junlum, ebar caudex kete aami o try korbo

  • @krishnabasuroychaudhuri8904

    খুব ই উপকারী একটা ভিডিও

  • @mahashwetasarkar5203
    @mahashwetasarkar5203 Před 2 lety +1

    Emon ekta video r opekhae chilam, thnku dada 🙏🏻

  • @ratandas5013
    @ratandas5013 Před 2 lety +2

    খুব ভালো ভিডিও.আমার এডেনিয়াম নেই তাও পুরোটা deklam

  • @AMARCHOTTOCHADBAGAN
    @AMARCHOTTOCHADBAGAN Před rokem +1

    খুবই উপকারী ভিডিও টি।

  • @amarjibon8921
    @amarjibon8921 Před 2 lety +1

    Good afternoon good sharing somoy boro com dada take care bondhu holem

  • @sarbarisaha7664
    @sarbarisaha7664 Před 2 lety +1

    Khub bhalo kore shikan thank you samar bhai

  • @tapasiroy9034
    @tapasiroy9034 Před 2 lety +2

    Valo laglo,, amio sob adenium reppotig kore falechi thik jevabe tumi korle......

  • @popydas1558
    @popydas1558 Před rokem +1

    খুবই দরকার ছিল দাদা অসাধারণ একটা ভিডিও দেখলাম

  • @parbatisannigrahi5084
    @parbatisannigrahi5084 Před 2 lety +1

    Thank you so much. এটার ভীষণ দরকার ছিলো।🙏🙏🙏🙏🙏🙏

  • @zohoramonsur746
    @zohoramonsur746 Před 2 lety +1

    খুব ই চমৎকার। এত সুন্দর করে দেখিয়েছেন। আজ ১৩ টা গাছ এনে পটিং করলস্ম। ভয়ে ভয়ে সছি। দেখি ক হয়

  • @geetabanerjee8734
    @geetabanerjee8734 Před 2 lety +1

    খুব ভালো হয়েছে ভিডিও টা

  • @kaberiroy2569
    @kaberiroy2569 Před 2 lety +1

    Khub sundor!!ebar amar Gachhtakeo thik korbo.thanku Samor Dada

  • @kajalguha6495
    @kajalguha6495 Před 2 lety +1

    Khub valo laglo ai video ta dekhe

  • @mahuyasil9944
    @mahuyasil9944 Před 2 lety +2

    খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

  • @sutapasb9696
    @sutapasb9696 Před 2 lety +2

    Thanks, agamikal theke suru korbo

  • @starseedsanchita7125
    @starseedsanchita7125 Před rokem +1

    শিকড় কতটা কাটব , ভেবে পাচ্ছিলাম না। অনেক উপকার হলো এই ভিডিওটা দেখে।
    Thank you very much .

  • @debasismondal4873
    @debasismondal4873 Před 2 lety +2

    খুব ভালো লাগলো আজকের ভিডিও টি দেখে অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏

  • @tarunlaha4718
    @tarunlaha4718 Před 2 lety +1

    Bisom gurutopurno information Dilen Adenium niye Samar Da 😊😊😊😊😊
    Amra akhun nijer adenium ke notun kore repotting korte pari.
    Besir bhag ful nebar jonne jemon bhabe apni mati toiree Dekhalen 💯 agree with you 🌳🌳🌳🌳🌳

  • @parthachatterjee1495
    @parthachatterjee1495 Před rokem +1

    অসাধারণ লাগলো সত্যি।

  • @simasaha6833
    @simasaha6833 Před rokem +1

    অসাধারণ অসাধারণ লাগল ভাই। ভাল থাকবেন ভাই রা।

  • @pratimarana912
    @pratimarana912 Před 6 měsíci +1

    Darun laglo vidio ta

  • @umapaul7103
    @umapaul7103 Před rokem

    Khub valo laglo dada bhai video ta deke🥱🥱🪴🍀🪴💚 kichu sikte par lam koto sohoje bujalen namokar 🙏🙏🙂❤️🥰

  • @rumasaha5210
    @rumasaha5210 Před 2 lety +1

    অনেক ধ্যনবাদ আপনাকে শেখিয়ে দিয়েছন বলে।

  • @jhumagarden9561
    @jhumagarden9561 Před 2 lety +1

    খুব উপকার হল dada thank you

  • @Hredoy_
    @Hredoy_ Před 2 lety +2

    Khub upokrito holam dada 💖 🔥
    Thank you so much ❤️
    Love you from Murshidabad 💖

  • @varsharoy83
    @varsharoy83 Před 2 lety +1

    Khub helpful video....thanks

  • @sunandasinha6375
    @sunandasinha6375 Před rokem +2

    খুব ভালো লাগলো।

  • @MYROSEGARDENPINKU
    @MYROSEGARDENPINKU Před 2 lety +2

    Darun topic 👍

  • @umasfamily3264
    @umasfamily3264 Před 2 lety +2

    Khub sundor laglo

  • @homeopathicparadice3526
    @homeopathicparadice3526 Před 2 lety +1

    One of the most wanted video....

  • @labanyakarmakar5463
    @labanyakarmakar5463 Před 3 měsíci +1

    অনেক উপকারি পোস্ট

  • @moumitadebnath5755
    @moumitadebnath5755 Před rokem +1

    Khub helpful hobe

  • @anganakundu1720
    @anganakundu1720 Před rokem +1

    Fungicide er ratio ta bole dile valo hoto. Nahole besi kom hoye jabar voy ta lagche . Ami ekdom i jani na ei bepare. Thank you video tir jonyo.

  • @kkhatun1
    @kkhatun1 Před 2 lety +1

    Khub helpful video ❤️

  • @koyelsardar458
    @koyelsardar458 Před 2 lety +1

    Darun hoyeche video

  • @subirbera2333
    @subirbera2333 Před 6 měsíci +1

    ভিডিও দেখে অনেক কিছু শিখেছি । অনেকে বলেন শেকড় আর ডাল একসাথে কাটতে নেই । গাছটি রিপটিং করার কিছু দিন পর ডাল কাটতে হয় । তাহলে শাখা প্রশাখা তাড়াতাড়ি গজিয়ে ওঠে ।

  • @iladas4161
    @iladas4161 Před 2 lety +2

    ভীষন ভালো লাগল ❤️❤️

  • @smritideb8845
    @smritideb8845 Před 4 dny

    সমর বাবু আপনার অনেক কিছু জানলাম এ্যাডেনিয়াম সম্বন্ধে ।একটা প্রশ্ন জল কতদিন অন্তত দিতে হবে আমার এই বছর নিয়ে দু বছর হবে , তাই আরও জানতে চাই । অনেক ধন্যবাদ ,আশা করি উত্তর দেবেন ।

  • @Purnendu_007
    @Purnendu_007 Před 2 lety +1

    Sotti...ashadharon!!!bagan krte aage voy petam kintu vabi Samar da to achei🙏

  • @munmunghosh3795
    @munmunghosh3795 Před 2 lety

    Thanks dada... Khub upokar pelam...

  • @sushantahalder1380
    @sushantahalder1380 Před 9 měsíci +1

    ভালো লাগলো ধন্যবাদ

  • @gadvice1982
    @gadvice1982 Před 7 měsíci

    Darun sir, ❤you.

  • @joykumar6954
    @joykumar6954 Před rokem +2

    দাদা শুনেছি এডেনিয়াম এর বিষাক্ত রস বা কস অনেক প্রানঘাতী, এক্ষেত্রে কোন সেফটি মেইনটেইন করেন কি?

  • @sujatadas7146
    @sujatadas7146 Před rokem +1

    Darun information

  • @chanchalpahari7334
    @chanchalpahari7334 Před 2 lety +1

    👍
    Khub bhalo laglo

  • @gitanil11
    @gitanil11 Před rokem +1

    Very good tutorial

  • @shibghosh4598
    @shibghosh4598 Před 2 lety +1

    Khub valo video dada

  • @shabanakhatoon2808
    @shabanakhatoon2808 Před 2 lety +1

    👍 Nice information

  • @mandirasarkar7769
    @mandirasarkar7769 Před 2 lety +1

    উপকারী ভিডিও

  • @mitaliroy3224
    @mitaliroy3224 Před 2 lety +1

    খুব ভালো লাগলো

  • @riyapal3742
    @riyapal3742 Před 2 lety +1

    বাগানবিলাস/ কাগজ ফুল এর চারা তৈরি থেকে শুরু করে কীভাবে কাটিং করতে থাকলে আমারা বনসাই তৈরি করতে সক্ষম হব এই নিয়ে একটি ভিডিও বানানোর অনুরোধ রইল।

  • @sadiamahjabin8558
    @sadiamahjabin8558 Před 2 lety +1

    ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি।আপনার অনেক ভিডিও দেখেছি।ভালো লাগে খুব আমি নতুন বাগানি।ছোট বারান্দায় বাগান শুরু করেছি।একটা এডিনিয়াম কিনেছি২ সেপ্টেম্বর ২০২২.এটাকে কতদিন পরে রিপট করবো।আর আমাদের এখানে এডিনিয়াম অনেক দামও বটে।কমে তো কিছু পাইনা।জা কিনি সবি দাম।কিছু কমে জদি পেতাম কতইনা ভালো লাগতো।আপনার ভিডিও দেখি আর আফসোস করি😔

  • @damodarsil5804
    @damodarsil5804 Před 2 lety +1

    Thanks samr da Vari nice

  • @purabidey3106
    @purabidey3106 Před 2 lety +1

    Khub bhalo laglo dada ❤️❤️

  • @tanushreekar7444
    @tanushreekar7444 Před 2 lety +1

    কয়েক দিন ধরে ভাবছি সমর ভাই যদি একটা adenium এর উপর ভিডিও করে তাহলে খুব উপকার হয়। আজকের ভিডিও টা দেখে আমি যে কি খুশি হয়েছি কি বলবো।এবার আমি কাজে নেমে পড়বো।Thank you ভাই।❤️

  • @jayantiroy5613
    @jayantiroy5613 Před 2 lety +1

    Dada darun laglo

  • @souviksadhukhan3825
    @souviksadhukhan3825 Před 2 lety +2

    Thanks for the video 👍

  • @gatdat3049
    @gatdat3049 Před 2 lety +5

    এটা কোন ঋতুতে করতে হবে?

  • @avisekmaji
    @avisekmaji Před 2 lety +2

    Darun👌👌👌👌👌

  • @dipakpatra5839
    @dipakpatra5839 Před 2 lety +2

    খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে।
    ছোট ছাদে অনেক গাছ হয়ে গেছে।সব **GREEN Friends ** এর জন্য।
    1. ADENIUM SEED AND PLANT
    2. BOUGAINVILLEA Good PLANT
    কোথায় পাবো।
    MY Residents PARK CIRCUS Kolkata.

    • @greenfriends8901
      @greenfriends8901  Před 2 lety

      কিছুদিন আগেই ছাড়লাম অনলাইনে কোথায় পাবেন ভিডিও একটু ফলো করতে হবে। মুখার্জি তে পাবেন

  • @SomAadhya
    @SomAadhya Před 2 lety +2

    Thank you Samar da