পুরনো সেই দিনের কথা | Soul Connection | Bengali Podcast | Episode 21

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #soulconnection #bengalipodcast
    Today's guest on 'Soul Connection Podcast' is Ambarish Bhattacharya, a well-known face in the Bengali Film Industry for over a decade. He stands out not only for his fame but also for his humility. While recognized for his comedic roles, he holds a philosophical life view.
    In this episode, we delve into some lesser or unknown facts about him. He talks in detail about his Maa and Baba. He talks about the deep bond that with Kolkata and treasures his childhood memories. Beyond acting, Ambarish is a gifted singer and a poetry enthusiast. He finds comfort in solitude and offers a unique stance on love and marriage. In an insightful conversation, he delves into these facets, offering a departure from typical cinema news. His optimistic life approach shines through, making this episode a captivating choice for those interested in life's profound journey.
    P.S. For those seeking entertainment news, this might not be the right fit, as it focuses on life's deeper experiences.
    Let's grow this community!!!
    Join the "Soul Connection" Family:
    Like Our Facebook Page: / sondesh.tv
    Follow us on Instagram: / sondesh.tv
    About the Podcast Host:
    Be a part of the journey as Bengali filmmaker Arunava Khasnobis invites guests from diverse fields to share their insights and experiences on his podcast. With an insatiable curiosity and a passion for learning, Arunava takes listeners on a journey of discovery, exploring a range of topics and perspectives. From art and culture to science and technology, his podcast offers a unique blend of conversations and ideas that are both thought-provoking and engaging. Tune in to gain a fresh perspective on the world around us with Arunava Khasnobis.
    Follow Arunava on the Web:
    Instagram: / akhasnobis
    Facebook: / khasnobis
    Listen to us on Spotify: open.spotify.c...
    If you wish to be a guest on The Soul Connection Podcast, mail us at info@sondesh.tv.
    We shall get in touch with you.
    If you like our Podcast, don't forget to Like, Comment, Share & Subscribe.
    There's always more content for you to binge:
    • Exploring Mental healt...
    • The story of Binodini ...
    • 'Nepotism!' Not An Eas...
    • Amul's Utterly Butterl...
    • Riddhi Sen: Disturbing...
    For any queries, mail us at: info@sondesh.tv
    Visit us at: www.sondesh.tv/

Komentáře • 565

  • @sunandasen5119
    @sunandasen5119 Před 2 měsíci +8

    এতো প্রাসঙ্গিক কথাগুলো যে মনে হয় সব মানুষ যদি শুনতো তাহলে বোধয় খানিকটা আশার আলো মিলতো। মোবাইলের ছোঁয়া মানুষের চিন্তা চেতনা ধ্বংস করে দিয়েছে। এই শো খুব খুব জরুরী। অনেক ভালোবাসা ❤❤❤❤

  • @mousumibasu5416
    @mousumibasu5416 Před 3 měsíci +5

    উনি যে সত্যিই অন্তর থেকে শিক্ষিত কথা শুনলেই বোঝা যায়।কি সুন্দর করে বিশ্লেষণ করলেন অজিত চরিত্রটা।

  • @ishaani1
    @ishaani1 Před 27 dny +1

    Ambarish is an embodiment of a priceless time capsule ❤️ Onar kothaye chotobelar shei Kolkata Kay ki darun bhabey phirey pelam oshombhob warmth niye..

  • @kakalichoudhury8507
    @kakalichoudhury8507 Před 5 měsíci +9

    Interview টা দেখা শেষ করেই comment করছি। কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু বিষয় টা নিয়ে বুঁদ হয়ে থাকতেও আরো বেশি ইচ্ছে করছে। শেষে গান টি শুনে এতো respect জাগলো যে সেই ভালো লাগা থেকেই লিখে ফেললাম । ধন্যবাদ আপনাকে আপনার podcast গুলোর জন্য ।ধন্যবাদ নিজেকে । নিজেকে enriched করা শিখছি আপনার প্রোগ্রাম এর মাধ্যমে।

  • @ndy6
    @ndy6 Před 2 měsíci +4

    স্বচ্ছ, স্পষ্টবাক, সৎ এবং ঝরঝরে এই মানুষ অম্বরীশকেই আমার ভীষণ ভালো লাগে। ওনার অভিনয় খুব সামান্য দেখলেও ভালো লেগেছে।

  • @chandranathchatterjee9029

    অম্বরীষ যে বললেন আপনি একা একা ভাবতে পছন্দ করেন।এটা আমার খুব ভালো লাগলো। ভাবনার ওপর আপনার মনের বিশ্ববিদ্যালয়ে আপনি পি এইচ ডি করেন আপনার উচ্চতর ভাবনার নব দিগন্ত উন্মোচিত হবে আপনার কাজের জন্য। শুভেচ্ছা ও শুভকামনা ও সাধুবাদ জানাই। ভালো থাকবেন।🎉🎉🎉🎉

  • @mriduladawn641
    @mriduladawn641 Před 26 dny +1

    Amboriser ai sahaj saralkotha khub valo laglo.aro ai rakam dekhte chai. Ami ak75 years old lady.anek asirbad nio.

  • @pallabmalakar
    @pallabmalakar Před měsícem +1

    আমার খুব প্রিয় পডকাস্ট অনুষ্ঠান। অসাধারণ বললে হয়ত কিছুই বলা হয় না।

  • @iel-instituteofenglishlear5515
    @iel-instituteofenglishlear5515 Před 11 měsíci +10

    এত ভালো সাক্ষাৎকার শুনলাম, মনটা এক রাশ ভালো লাগায় আচ্ছন্ন হলো। আসলে এই রকম খোলামেলা মানুষ কে দেখলেই খুব ভালো লাগে। অম্বরীশ দার জীবনদর্শন মুগ্ধ করার মতো। অরুণাভ বাবু আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। মানুষের ভিতরের অন্তরনিহিত সত্য গুলোকে তুলে আনছেন ,যা বহু মানুষের মনে নিশ্চিত ভাবেই গভীর ছাপ ফেলবে।

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      অনেক ধন্যবাদ। ❤️❤️😌😌

  • @bhnirmalya
    @bhnirmalya Před měsícem +3

    আপনার দুটি অনুষ্ঠানেরই আমি শ্রোতা। বিশ্বাস করুন, অম্বরীশের এই episode খুব একটা আশা নিয়ে শুনতে শুরু করিনি। অথচ শুরু থেকে শেষ অবধি যে বোধের পরিচয় উনি দিলেন, তাকে কুর্নিশ জানাই। আর শ্রদ্ধেয় মান্না দের পর এই গান এত ভালো, এত সাবলীল কারো গলায় শুনিনি।

  • @sukantagupta9741
    @sukantagupta9741 Před měsícem +1

    আমেরিকায় বসে শুনলাম।অসাধারণ।

  • @storytellersoum5731
    @storytellersoum5731 Před 11 měsíci +3

    ki asombhob bhalo akta interview dekhlam. Ambarish sir er kotha shunle mone hoe koto diner chena. ki sundar explanation.

  • @aparajitachakraborty2874
    @aparajitachakraborty2874 Před 23 dny +1

    খুব খুব ভালো লাগলো ভাই।
    অমবরীশ ভট্টাচার্য কে আমার খুব ভালো লাগে। কারণ ওনার কথা বার্তা যতক্ষণ বলুন না কেন আমি মন দিয়ে শোনার চেষ্টা করেছি।। যেনো মনে হয় উনি আমার ভাই বা আমার পরিবারের একজন সদস্য।।
    ওনাকে আমার কখনো পর মনে হয় না, জানিনা কেন।
    অভিনয় তো অবশ্যই ভালো লাগে।।
    একটি বার ওনাকে কাছে গিয়ে দেখার ইচ্ছা আছে।।
    আপনার এই সাক্ষাৎকার টি দেখতে পেয়ে ভালো লাগলো।।
    ওনাকে আমার এতো ভালো লাগার কথা মনে হয় এজন্য যে,
    ওনার কথাগুলো তে কখনো কোনো অহংকার ঝরে পড়ে না।।।। ঠাকুর ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন।।
    আমি আরও জানতে চাই ও শুনতে চাই।।
    উনি সর্বদা নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করেন, এটা ও আমার ভালো লাগার আরও একটি কারণ।।
    ওনার কাছে আমার এইটুকু আবেদন উনি যেনো চিরদিন এই ভাবেই থাকেন।।
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
    ভালো থাকবেন।

  • @bandanadatta6027
    @bandanadatta6027 Před 11 měsíci +3

    এতো ভালো লাগলো।অনেক কিছু মিলে গেল নিজের চিন্তা সাথে।
    একা থাকতে ভীষণ ভালো লাগে।অনেক পেলাম

  • @sanchoyeetanag248
    @sanchoyeetanag248 Před měsícem +2

    ভীষণ ভালো লাগলো। অস্থির সময়ে এই আলোচনা অনেক শান্ত করে মনকে।আশার আলো পেলাম।

  • @jayitakanjilal6726
    @jayitakanjilal6726 Před 11 měsíci +3

    আপনার পডকাস্ট গুলো একদম অন্যরকম।খুব ঋদ্ধ হই বারবার। ধন্যবাদ

  • @lalimachatterjee8890
    @lalimachatterjee8890 Před 11 měsíci +3

    অম্বরীশ ভট্টাচার্যের অসাধারণ গানের গলা । আমি গানটি শুনে কিছুক্ষণ কোনও কথা বলতে পারিনি। উনি গানের জগতেও প্রচুর নাম করবেন আমার বিশ্বাস।
    আর উনি এত অকপটে নিজের মনের ভাব প্রকাশ করলেন যে এই সাক্ষাৎকারটি একটি অন্য মাত্রায় পৌঁছে গেল।

  • @byruby1967
    @byruby1967 Před 11 měsíci +9

    আমি যখন রেডিও তে নাটক শুনতাম .... চরিত্রদের কিন্তু দেখতে পাচ্ছি না,তবুও অভিনয় শুনে কখনও কান্না পাছে,আবার কখনও ভয়ে শিহরিত হচ্ছি... এই দিনও দেখেছি .... তবুও টিভি কে বোকা বাক্স আখ্যা দিই না.... তোমাদের আলোচনা শুনে অনেকটা সমৃদ্ধ হলাম.... আমি এখন 73.... অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখছি... হ্যা, বই পড়া খুব খুব কমে গিয়েছে.... নতুন বইয়ের গন্ধ এখনও আমার খুব ভালো লাগে.....

  • @shalinidatta1889
    @shalinidatta1889 Před 11 měsíci +12

    নিছক আড্ডা নয়, দুই মননশীল মানুষের জীবনবোধ ও পর্যবেক্ষন। সমৃদ্ধ হলাম আমরা শ্রোতারা।

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      অনেক ধন্যবাদ! আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা 🙏🙏❤❤

    • @HafizurRahman-cl5vt
      @HafizurRahman-cl5vt Před 3 měsíci

      এতদিন কোথায় ছিলে সোল কানেকশন , লজাওয়াব পডকাস্ট।
      অম্বরিশ ভালো অভিনেতা, মানুষও। নবেন্দু চ্যাটার্জীর ইন্টারভিউ নিতে গিয়ে অবনী বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পরে জানলাম উনি অম্বরিশের বাবা। পডকাস্ট ভালো চিন্তার সলতে উসকে দেয়।
      a

  • @AnirbanJisshuGhosh
    @AnirbanJisshuGhosh Před 10 měsíci +4

    অবশ্যই! এই ধরনের অনুষ্ঠান অনেক অনেক বেশী প্রয়োজনীয় (!)

  • @keyasarkar6094
    @keyasarkar6094 Před 2 měsíci +3

    Osadharon legeche Ambarish ke nia sakhatkar ta . Ambarish ar gan & sakhatkar duto milia sunte chai.

  • @neeldipsaha4265
    @neeldipsaha4265 Před 11 měsíci +10

    শেষের গান টায় গায়ে কাঁটা দিয়ে উঠলো। সত্যি মনে হলো আমরা ওই সময় দাঁড়িয়ে শুনছি গান টা। কি জীবন্ত গলা অম্বরিশ বাবুর। অপূর্ব একটা শিক্ষামূলক সাক্ষাৎকার এর সাক্ষী হয়ে রইলাম ❤

  • @Shokunin_Spirit
    @Shokunin_Spirit Před 11 měsíci +17

    অরুণাভ বাবুর এই প্রয়াস কে সাধুবাদ জানাই। এরকম সুন্দর, স্বাভাবিক, শান্ত আলোচনা অনেকদিন শুনিনি। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      Thank you so much! 🙏🙏❤❤

  • @suchitabhattacharjee5651
    @suchitabhattacharjee5651 Před měsícem +2

    Bes koto gulo episode por por dekhe fellam.. neshar moto lage.. darun laglo...sikkhito holam.. nijer mon k sikkhito korar jonno ei channel r sob episode gulo dekha sobar uchit❤❤..

  • @mizanusa
    @mizanusa Před 10 měsíci +3

    দাদা,আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি podcast দর্শকদের উপহার দেওয়ার জন্য,আমি একজন বাংলাদেশী,সুদর আমেরিকাতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছি thank you so much!
    আমরা দর্শকরা এরকমই নতুন নতুন কোন গুণী ব্যক্তিকে আপনার অনুষ্ঠান দেখতে চাই!
    অনেক শুভকামনা থাকলো!

  • @kobitaamarswapna3330
    @kobitaamarswapna3330 Před 11 měsíci +4

    অসাধারণ এক সাক্ষাৎকার শুনলাম ও ঋদ্ধ হলাম। শিল্পী অম্বরিশকে তার শৈল্পিক গুণে আগে থেকেই চিনতাম আজ মানুষ অম্বরিশকে কাছ থেকে জানলাম । তার বাগ্মিতাকে শ্রদ্ধা জানাই।আর একটা কথা না বললেই নয় সঞ্চালক অতুলনীয় । এতো সুন্দর করে তিনি বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন তাতে তাঁর প্রতি ও অনেক শ্রদ্ধা রইল। এই চ্যানেলের জন্য শুভেচ্ছা রইলো 🙏🙏

  • @user-sr4lb6jv6j
    @user-sr4lb6jv6j Před 11 měsíci +8

    আমি বয়সে অনেক ছোটো (17) । সত্যি বলছি এই অস্থির পরিস্হিতির মধ্যেও খুব ভালো লাগলো আপনাদের কথোপকথন । একটাই অনুরোধ করবো একটা নারী চরিত্র represent করলে খুশি হবো যেহেতু আমি একজন মেয়ে । তাহলে একটু সাহস পাই । কারণ যতই বলি আমরা স্বাধীন কিন্তু সম্পূর্ণ স্বাধীন নই বলে আমি মনে করি এখনো পুরুষ স্বাসিত ....... আজও আমাদের স্বনির্ভর হতে গেলে পিতার সাহায্য নিতে হয় কিনা ..... সুতরাং অনুরোধ রইলো কাকু/uncle .....

    • @ajantabhattacharya4594
      @ajantabhattacharya4594 Před 21 dnem

      খুব ভালো উদ্যোগ। এই আলোচনা র মাধ্যমে আমরা যারা শিখতে ভালো বাসি, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবদান।

  • @provanjanmondal9046
    @provanjanmondal9046 Před 11 měsíci +6

    আপনাকে অনেক কিছুই বলার থাকে যা এইভাবে তো আর বলা যায় না, তাই যেটা না বললেই নয় সেটি হল "এই অস্থির ব্যস্ততার মাঝেও ১ ঘণ্টা ২৮ মিনিটের অনুষ্ঠানটা বিশেষ করে আমার কাছে কম লাগলো,.. আর একটু বেশি হলেও বোধ হয় বেশ ভালোই লাগতো " যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো..🙏🏻❤
    আর অম্বরিশ বাবু যা বললেন তার উপর আর কিছু বলার থাকে বলে আমার মনে হয় না..., Really unbelievable...🔥🙏🏻

  • @AnishD11
    @AnishD11 Před 11 měsíci +10

    খুব ভালো লাগলো যেখানে অম্বরিশ দাদা বললেন তার একা থাকতে দারুন লাগে, আমার একটা জিনিস বরাবর ই মনে হয় যে পাঁচ জনের সাথে মিশে প্রচুর বিষয় জানা যায় আর একা থাকলে সেই সমস্ত বিষয় উপলব্ধি করা যায় ...দিন শেষে নিজেকে সময় দেওয়া আমার মনে হয় খুব জরুরি যেখানে বিভিন্ন বিষয় আমরা উপলব্ধি করার অবকাশ পাই...

    • @9477143864
      @9477143864 Před 11 měsíci

      খুব ভালো লাগলো । ভাবনাটা ,যোগাযোগ করার ইচ্ছে রইলো ।

  • @thekolkatabazar
    @thekolkatabazar Před 10 měsíci +3

    অরুনাভ দাদা অম্বরিশ দাদার এই পডকাস্ট টা শুনতে-শুনতে সকাল ছটা বাজতে চলল... এত শান্ত আর এত সুন্দর একটা পডকাস্ট আমাদের ইউটিউব এ অনেক আগেই দরকার ছিল হয়তো.. আর আপনি এত সুন্দরভাবে এত গুছিয়ে এটা তুলে ধরছেন জাস্ট অনবদ্য.. আর সব থেকে বড় কথা বাংলা ভাষার উপর জ্ঞান ও দক্ষতা বেড়ে যাচ্ছে.. এরকমও আরো অনেক এপিসোডের আশায় থাকলাম..

    • @swapanroy8223
      @swapanroy8223 Před 10 měsíci +1

      দাদা পুরো আলোচনা শুনলাম। খুব ভাল লাগল। এইরকম পরবর্তী ভিডিও অপেক্ষা করব।

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 10 měsíci

      অনেক ধন্যবাদ! ❤️❤️🙏🏼🙏🏼

  • @kalyaniroy6685
    @kalyaniroy6685 Před 26 dny +1

    অম্বরীশের এই সাবলীলতা ওর অসাধারণত্ব। আমার পছন্দের এক অভিনেতা

  • @soma505
    @soma505 Před 11 měsíci +3

    অসাধারণ একটা কথোপকথনের অনুষ্ঠান শুনলাম। অবশ্যই সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে অম্বরীশ বাবু কে ডাকার জন্য। শেষে অনবদ্য গান টি শুনে রোমাঞ্চিত হলাম।

  • @prodipchakraborty8788
    @prodipchakraborty8788 Před 9 měsíci +2

    নিজের ভিতরে নিজে শান্তি তে থাকা টা এক্কেবারে নিজের মনের উপর নির্ভর করে, এই সহজ ব্যাপার টা বলা বেশ সহজ, কিন্তু নিজের জীবনে যাপন করাটা বেশ শক্ত।
    আপনি করতে পারছেন যেনে খুবই ভালো লাগলো।

  • @manjushreedas1332
    @manjushreedas1332 Před 10 měsíci +2

    মন , বিশ্লেষণ, বোধ, মানুষ , নিজে ----- এই সমস্ত শব্দ গুলো র নিজস্ব একটা মানে আছে আর আছে ওজন । অম্বরীশ বাবুর সমস্ত ব‍্যাক্তিত্ব ই এই সুরে বাধা। একজন চমৎকার মানুষ।
    আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ । ❤🙏❤

  • @srutiban
    @srutiban Před 11 měsíci +5

    এতো সম্বৃদ্ধ আলোচনা এ যাবত কালে আর শুনেছি বলে মনে হচ্ছে না। সাধুবাদ জানাই নির্মাতাকে। বিভিন্ন বিষয়ে কত খানি জ্ঞান থাকলে তবেই এমন আলোচনা এত গভীরে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা কল্পনা করে সত্যি অবাক হচ্ছি। জ্ঞান, পডাশোনা ও তীর অনুধাবন ক্ষমতার তীক্ষ্নতা অনুভব করলাম ভীষন ভাবে। অনুপ্রানিত হলাম । আরো শোনার অপেক্ষায় রইলাম

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      অনেক ধন্যবাদ আপনাকে। এরকম কমেন্ট সত্যি দারুণ আনন্দ দেয়। সঙ্গে থাকবেন। ❤❤

  • @paromitakar3634
    @paromitakar3634 Před 11 měsíci +2

    Bhison bhalo laglo Ambarish dar oi kotha ta..manush aj ar karor sathe kotha bole na..sarakhon mobile niye pore thake..
    Satti ajkal keu noi pore na..keu karor sathe kotha bole na..
    Khub khub bhalo laglo..

  • @krishnabhattacharya7605
    @krishnabhattacharya7605 Před 10 měsíci +2

    ভীষণ ভালো লাগলো। অম্বরিশ আমার খুব প্রিয় অভিনেতা। আমার ওর সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগবে। আমি মনে হয় ওর মায়ের বয়সী হবো

  • @user-oe3sk1wu9g
    @user-oe3sk1wu9g Před 6 měsíci +1

    অনেক দিন অপেক্ষার পর এক মন ভরাট করা ও ভাবনাকে সমৃদ্ধ করা অনুষ্ঠান। ভাষায় প্রকাশিত করা সম্ভব নয়।দুজনকেই ধন্যবাদ। আরও শুনতে চাই, জানতে চাই ❤

  • @sarmisthaghoshdastidar6793
    @sarmisthaghoshdastidar6793 Před 6 měsíci +2

    একদম, যেমন আমি প্রকৃতির কোলে গিয়ে ছবি তোলা বন্ধ করলাম, খুব কম তুলতাম, সেটাও বন্ধ করলাম, সত্যি তো, কটা ছবি দেখি, দুচোখ ভরে দেখার সাথে কোনো তুলনা নেই, ধন্যবাদ অম্বরিশ

  • @mallikapal6656
    @mallikapal6656 Před 3 měsíci +1

    অনন্য সব জীবনদর্শন---সমৃদ্ধ হচ্ছে মন---ধন্য ধন্য তুমি--podcast SOUL connection🙏

  • @sudakshinabasu9213
    @sudakshinabasu9213 Před 6 měsíci +1

    এটা যে কী অপরিসীম ভালো একটা আলাপচারিতা হলো!!
    নিজেকে গুছিয়ে নেওয়ার অনেক কিছু পাওয়া গেল।❤🙏🏽

  • @31madhumita
    @31madhumita Před 7 měsíci +1

    এরকম ভালো সময় খুব কম আসে!অসাধারণ মানুষ দ্বয়!খুব ভাল গান শুনলাম!অসাধারণ প্রতিভা!

  • @subhomoybhattacharje3891
    @subhomoybhattacharje3891 Před 10 měsíci +1

    Mon bhore galo❤

  • @koushikdas5892
    @koushikdas5892 Před 24 dny +1

    Ashadharon podcast.....
    hyto joto ta valo laglo Totota bolte parchina vasay.... Kintu moner doloner anuronon e onno mon ke janan dear ek anonno madhyam ble mne hy....
    Tai Asa kri erkm podcast aro sunte pabo...
    Onek suvecha apnake.....

  • @chanchalmitra2362
    @chanchalmitra2362 Před 11 měsíci +9

    অরুনাভ ও অম্বরিশ দুজনকে জানাই শুভসন্ধ্যা 🙏 আজ প্রথমাবার দেখছি এই পরিবেশনা, একটাই কথা বলি সত্যিই অসাধারন অভিজ্ঞতা

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      Thank you so much! 🙏🙏❤❤

  • @debaratimukherjee3598
    @debaratimukherjee3598 Před 3 měsíci

    Oshadharon ! Ambarish k notun vabe chinlam ! Kudos ! Agami din er jonno onek onek suvechha roilo.

  • @jalaluddinmondal9903
    @jalaluddinmondal9903 Před 11 měsíci +2

    হারিয়ে যাওয়া বোধ হয় একেই বলে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর নিখাদ আড্ডা উপহার দেওয়ার জন্য। এরকম অনুষ্ঠান সত্যি আজকের সময়ে আরো বেশি বেশি দরকার। অরুণাভ আপনার উপস্থাপনা অসাধারণ।সব মিলিয়ে পুরো অনুষ্ঠানের মধ্যে সেই হারিয়ে যাওয়া বাঙালিয়ানা টা খুঁজে পাই । নিখাদ আড্ডা যে কতটা আনন্দময় ও উপভোগ্য হয়, এই podcast তার উদাহরণ। আর podcast র নাম এর থেকে ভালো কিছু হতে পারত না। "Soul Connection" is the most suitable name.
    এভাবেই চলতে থাকুক আরো অনেক অনেক বছর ধরে। বাঙালির আড্ডা বেছে থাকুক Soul Connection র হাত ধরে। অভিনন্দন

  • @ashifalam7993
    @ashifalam7993 Před 11 měsíci +24

    এরম podcast আনতে থাকুন। পুরোটাই মন দিয়ে শুনেছি কারণ খুব mesmerizing লাগছিল শুনতে। পরবর্তী episode এর অপেক্ষায় রইলাম। ❤

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci +1

      Thank you so much! 🙏🏼❤️

    • @Subhendu1992
      @Subhendu1992 Před 11 měsíci

      ​@@Sondeshtv kindly invite legendary Amit kumar son of iconic kishore kumar he is last link of golden age music

  • @avijitsaha2322
    @avijitsaha2322 Před 11 měsíci +16

    এত সুন্দর একটা এপিসোড! সাহিত্যের সাথে কল্পনার যে কথাটা অম্বরীশদা বললেন, তার সাথে পুরোপুরি একমত। এরকম অন্তর থেকে তুলে আনা কথাসমগ্র দিয়ে পডকাস্ট এপিসোড আরো চাই!

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      Thank you so much! Keep listening to the Soul connection podcast!

  • @sumanbanerjee3464
    @sumanbanerjee3464 Před 2 měsíci +2

    Big fan of গজা ❤❤❤

  • @parthabhattacharyya4742
    @parthabhattacharyya4742 Před 6 měsíci +1

    অম্বরীশ বাবু নিজেই একটি প্রতিষ্ঠান। আমি নিজেই ওনার ভীষণ ভক্ত।।অসাধারণ এই আসাবক্তব্যখুব খু ভালো লাগলো।খুব খুব ভালো থাকুন।

  • @MOOLBHOOT
    @MOOLBHOOT Před 11 měsíci +24

    Lovely.. i am a Marwadi born and brought up in Kolkata.. I always love authentic conversations with people with heart and conversant with their emotions. Listened to the full podcast. Keep up the heart to heart. Looking forward to more 👍🙏

  • @swarnavosinha4572
    @swarnavosinha4572 Před 11 měsíci +3

    onoboddyo ruchishil eki episode...eirokom aro chai....best wishes to Soul Connection

  • @Dr.A_B11
    @Dr.A_B11 Před 6 měsíci +1

    Ei podcast ta shotti khub valo hoyeche. Anirban Bhattacharya r podcast ta shune eta shunte elam. Ki sundor alochona

  • @Aka_shsin_hA
    @Aka_shsin_hA Před 11 měsíci +13

    This channel is very very underated , deserves much more appreciation, subscribers .

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci +1

      Thank you so much! 🙏🙏❤❤

  • @hhnm7
    @hhnm7 Před měsícem +1

    মা হারিয়ে যখন অনেক মানুষ এর সাথে ফিরতে ফিরতে অনন্ত আকাশের দিকে থাকাই, আমি মনে মনে কাঁদতে কাঁদতে এই কথা গুলো মনে মনে বলেছিলাম--কোথায় আলো,কোথায় আলো,-ফিরবো না আর প্রাণ কাঁদানো ,মা হারানো
    ঘরে,
    কিন্ত ফিরতে হয়, সকলের মত আমিও ফিরেছিলাম।

  • @rimaghosh7995
    @rimaghosh7995 Před 7 měsíci +1

    Apnar podcast er ami ekjon niyomito srota.....khub valo lage....er age kakhno comment kora hoini....tobe aj na kore parlam na.......eto chorom sotti kotha gulo Amborish dada bollen...... khub valo laglo.....emon r o r o podcast sunte chai 🙏🙏

  • @user-vz9yz6mi3v
    @user-vz9yz6mi3v Před měsícem

    Sachha ..sabalil ..baktabya ..bhalo laglo..perfectly educated personality

  • @supratimdutta9901
    @supratimdutta9901 Před 11 měsíci +5

    কোনও button আছে যেটা টিপলে একটা নয়, একশো like পড়ে, সেরকম কিছু দিন না! অম্বরীশ দা অসাধারণ জানতাম, কিন্তু এই ইন্টারভিউটা ও অসাধারণ হয়েছে। ফুটবলের পরিভাষায় পুরো মাঠ জুড়ে খেলার সুযোগ দিয়েছেন। এরকম content এর জন্য অপেক্ষায় থাকবো। অজস্র ধন্যবাদ।

  • @lekha5636
    @lekha5636 Před 10 měsíci +1

    অম্বরিশ একজন অসাধারণ অভিনেতা ও চমতকার মানুষ।❤❤❤ প্রত্যেকটি আড্ডায় আমি অম্বরিশ কে শুনেছি এবং শুনি,তার অভিনয় গুণ পুরনো বাঙলা লেজেন্ড দের কথা মনে পড়িয়ে দেয়।
    নিজের সম্বন্ধে তার ধারণা এতো স্পষ্ট ভাষায় বলতে পারে , বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে যায়। নিখাদ সত্য কথা বলতে দম লাগে ভাই। ❤
    আপনাকে অনেক অনেক ভালোবাসি মানুষ হিসাবে আর অভিনেতা হিসাবে তো বটেই ❤
    অশিক্ষিত সমালোচোক দের মুখে ছাই চাপা দিয়ে আরও বহু দিন আপনি অভিনয় করে যান আমদের জন্য । অভিনন্দন 🎉❤🎉❤ ভালোবাসা অবিরাম

  • @sudeshnasengupta1751
    @sudeshnasengupta1751 Před 11 měsíci +2

    ভীষণ ভালো লাগলো পুরো আলোচনা।। অম্বরিশ আমার খুব প্রিয় শিল্পী।গান তো অসাধারণ গায় ❤

  • @TJoyeta.Official
    @TJoyeta.Official Před 11 měsíci +1

    ওনার কথা শুনলাম পুরোটা। সমৃদ্ধ হলাম। অনেক কথার সাথে সহমত হলাম। আর শেষে গান টা মনটা ভরিয়ে দিল। এরকম আরও পডকাষ্ট আনুন। অনেক ধন্যবাদ।

  • @PS-mf5yn
    @PS-mf5yn Před 11 měsíci +6

    One of the very few channels for which I actually wait for . Khub bhalo laagche ei conversation gulo .

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      Thank you so much!! Means a lot! 🙏🏼❤️

  • @AparajitaMallick
    @AparajitaMallick Před 4 měsíci +1

    অনেক গভীর দর্শনের কথা বললেন অম্বরীশ বাবু মজার ছলে .. অরুনাভ বাবু আপনকেও অনেক ধন্যবাদ এই সবটুকুর জন্য ..

  • @pragyaparamitamaiti6658
    @pragyaparamitamaiti6658 Před 11 měsíci +2

    রীতিমতো অপেক্ষা থাকি পরবর্তী পডকাস্টের। অনেক মূল্যবান জীবনবোধ তৈরি হচ্ছে আমার এইসব পডকাস্টের মাধ্যমে

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      অনেক ধন্যবাদ 🙏🙏❤❤

  • @gargibandyopadhyay4013
    @gargibandyopadhyay4013 Před 9 měsíci +1

    আজ প্রথম এই চ্যানেলটি খুঁজে পেলাম হঠাৎ, দেখলাম, কি যে ভাল লাগলো বলে বোঝানো যাবেনা। অসংখ্য ধন্যবাদ।

  • @rakhipoddar6371
    @rakhipoddar6371 Před 10 měsíci +3

    অম্বরীশ আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। জাত অভিনেতার যে ওয়ান প্যাকই যথেষ্ট, সিক্স প্যাকের দরকার হয়না তার অন্যতম প্রমান হলো অম্বরীশ।

  • @chayanmitraful
    @chayanmitraful Před 11 měsíci +1

    অনেকদিন পর আবার বাংলা ফিরে এলো গায়ে মনে চেতনা তে মাখামাখি করলাম. অনেক ধন্যবাদ

  • @hhnm7
    @hhnm7 Před měsícem

    আবার শুনলাম। অপূর্ব

  • @ritabiswas6582
    @ritabiswas6582 Před 11 měsíci +1

    Amborish gan shune Mone vore galo.ae gan Manna Dey r pore tomer golae shunlam.osadharan.

  • @samriddhaartmusicanddance3590
    @samriddhaartmusicanddance3590 Před 11 měsíci +1

    অম্বরীশ বাবুর প্রত্যেকটি কথার সাথে আমি সম্পূর্ণ একমত, বহু বছর পর নিজের মনের মতো কথাগুলো শুনতে পেলাম।

  • @tamalihalder337
    @tamalihalder337 Před 9 měsíci +2

    ভীষণ ভাবে relate করলাম, specifically ঐ জায়গাটা, আমি একজন loner, সত্যি তো সারাক্ষন যে ফোনের দিকে তাকিয়ে আছে তার সাথে কি কথা বলবো? আর ওই মোবাইলে টাইগার হিল দেখার ব্যাপারটা.. আমারও ভারী অদ্ভুত লাগে!

  • @ashishchakravarti2094
    @ashishchakravarti2094 Před 11 měsíci +1

    Darun darun aadda shunlam Ambarish Bhattacharya Hats off.

  • @chitradas5126
    @chitradas5126 Před 7 měsíci +1

    Osadharon , mone hochhe cholte thakuk

  • @papiasengupta4428
    @papiasengupta4428 Před 11 měsíci +1

    Aha kiii sunlam 🙏🙏🙏

  • @barunneogi985
    @barunneogi985 Před 10 měsíci +2

    অসাধারণ একটি সাক্ষাৎকার শুনলাম । খুব ভালো লাগলো।

  • @suvamadhikary4910
    @suvamadhikary4910 Před 11 měsíci +1

    Ei manush tar opekhay chilam mone mone ! Jibon ke khub sohoj vabe dekhate sekhay prottek ta Katha ! Sunte Suru korei comment korlam ! ❤️

  • @nirmalseal8579
    @nirmalseal8579 Před 11 měsíci +2

    Ambarish অসাধারণ, as usual.... খুব ভালো লাগলো পুরো আলোচনার topic....
    খালি, গায়ক অম্বরীশকে আরও একটু বেশী পেলে ভালো লাগত। আমার মনে হয়, ও গায়ক হিসেবে ভীষণই unexplored & underrated। overall, পুরো অনুষ্ঠানটি খুবই সুন্দর।

  • @baneesundari
    @baneesundari Před 10 měsíci +2

    সাক্ষাতকার টা ভীষণ ভালো লাগলো...... Ambarish আপনি অনেক দূর যাবেন এ বিষয় কোন সন্দেহ নেই........

  • @ClinicalpsychologyIOP
    @ClinicalpsychologyIOP Před 11 měsíci +1

    Khub Bhalo ekta interview. Omborish babur somporke notun kichhu disha pelam, ekjon hingse korar mato manush. Thanks a lot

  • @sharmishthadutta447
    @sharmishthadutta447 Před 11 měsíci +3

    অসাধারন আড্ডা মনের ভাব সাগরে ডুবে গেলাম নমস্কার

  • @siddharthabanerjee9801
    @siddharthabanerjee9801 Před 7 měsíci +1

    Darun Darun

  • @amitJadoo
    @amitJadoo Před 11 měsíci +1

    Shesher gaan ta just icing on the cake. Ambarish babu eto bhalo gaan koren jana chilona, sadhu sadhu..

  • @user-zo7tx9ys8r
    @user-zo7tx9ys8r Před 10 měsíci +16

    শাশ্বত চট্টোপাধ্যায় এর সঙ্গে এরকম আড্ডা হলে দারুন হবে। অনেক কিছু শুভেন্দু চ্যাটার্জী সম্পর্কে জানতে পারবো।

  • @ovighosal8678
    @ovighosal8678 Před 2 měsíci

    অনেক অনেক শিখলাম। চেষ্টা করবো মানুষ কে আরো বেশী ঘনিষ্টভাবে দেখবার।

  • @faizulhasan486
    @faizulhasan486 Před 9 měsíci

    খুব পছন্দের একজন অভিনেতাকে আরো একটু ভালো ভাবে চিনলাম ও সমৃদ্ধ হলাম।

  • @kaushikchoudhury6062
    @kaushikchoudhury6062 Před 6 měsíci +1

    আমিও basically একজন loner, আমি ভীষন ভাবে enriched হৈ, এই program টা দেখে....
    অম্বরীশের সম্পর্কে এই ধরনের imaginetion-ই আমার ছিলনা।
    ভীষন ভালো লাগলো অনুষ্ঠানটা।

  • @anindyamukherjee7160
    @anindyamukherjee7160 Před 11 měsíci +1

    Amar apnar ei podcast darun lage. Regular dekhi ei bideshe bose. Chalie jaan. Amra achi❤

  • @sagnikbiswas6123
    @sagnikbiswas6123 Před 9 měsíci

    ei niye 3bar fire elam gota alochona tay. ei alochona take art of conversation er ekta session bolai jay. sotyi Ambarish er moto manush er kotha sunte parle somriddho hoya chara upay nei. ar sesh er gan ta... aha !Arunabha, eto sundor poribeshonar jonyo onek dhonyobad.

  • @utpalkumardas5669
    @utpalkumardas5669 Před 11 měsíci +1

    আপনি দারুন Angker. আপনার এই অনুষ্ঠান খুব ভালো লাগলো। অম্বরিশ বাবুর আমি Fan. ‌উনি অপূর্ব অভিনয় করেন। খুব স্বাভাবিক অভিনয় করেন। আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

  • @Iknownothing302
    @Iknownothing302 Před 11 měsíci +4

    প্রতিটি পর্ব প্রতিটি মিনিট চোখ , মন ও ব্রেইনের আরাম দেয়

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      অনেক ধন্যবাদ! আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা 🙏🙏❤

  • @nilbristi
    @nilbristi Před 8 měsíci +1

    Khub sundor chinta bhabna onar. Nijer kachye bhison poriskar uni.

  • @swatibanerjee9352
    @swatibanerjee9352 Před 11 měsíci +1

    Ei rokom lok jonder please ante thakun. Ambarish Sir darun bollen, very original

  • @AnisHomeKitchen
    @AnisHomeKitchen Před 11 měsíci +2

    দূর্দান্ত লাগলো। অম্বরীশ বাবুকে এমনিতেই খুব ভালো লাগে। ওনার কাজ ছাড়াও মোটামুটি ওনার সব interview, যেগুলো সামনে আসে, দেখি। তবে হ্যাঁ, আজকের এই interaction টা একদম অন্যরকম ছিল। আর শেষের মেসেজ টার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি, হতাশ তো লাগেই মাঝেমধ্যে। নানান কারনের জন্য। কখনো পরিবার, কখনো সমাজ, কখনো কাজ, ব্যর্থতা & what not! তবু নিজের জীবনকে সর্বোত্তম পর্যায়ে উৎযাপন করতে পারার তাগিদ , এটাই বোধহয় আমাদের সুস্থ মননে, সুস্থ চেতনায় বাঁচিয়ে রাখার প্রধান চাবিকাঠি। ❤❤❤

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      অনেক ধন্যবাদ! 🙏🙏❤

  • @sharmibhattacharyya3610
    @sharmibhattacharyya3610 Před 11 měsíci +3

    প্রথম আলো-র ব্যাপারে যখন কথা গুলো বলছিলেন.. চোখ গুলো চকচক করছিল আপনার অরুণাভ.. ওটা পড়ে আপনি কতটা thrilled...আমি relate করতে পারলাম..

    • @Sondeshtv
      @Sondeshtv  Před 11 měsíci

      Thank you so much! Apni relate korte parlen shune bhalo laglo. 🙏🙏❤❤

  • @rituparnasinharoy9353
    @rituparnasinharoy9353 Před měsícem

    Just Osadharon. It is important for people from other professions as well. Onar simple living and high thinking philosophy ta khub bhalo laglo. Apnar aae program ta bhison bhalo.

  • @sudipchakraborty7844
    @sudipchakraborty7844 Před 5 měsíci +2

    আমার মতে শ্রদ্ধেয় তরুণ কুমার যদি podcast বা এইরকম video সাক্ষাৎকার দিতেন তবে এরকম ভাবে বলতেন। আশা করবো আমরা সবাই মানুষ হিসেবে উত্তীর্ণ হবো অম্বরিশ দার কথা গুলো শুনে।

  • @flyeerstechnologies-sx7yr
    @flyeerstechnologies-sx7yr Před 3 měsíci

    Bhaah khub bhaalo laaglo.. Ambrish dar theke oneek kichu positive perception pelam. Thank you ❤🙏

  • @MrRishiraj81
    @MrRishiraj81 Před 2 měsíci +1

    I had no idea that he sings so well!!

  • @rangan12
    @rangan12 Před 11 měsíci +3

    Podcast টা দেখে খুব ভালো লাগলো।