এন্ডোসকপিক সার্জারির খরচ কত

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • ডা. মোঃ নুরুজ্জামান খান
    এম বি বি এস, এম এস (নিউরো সার্জারি), এফ এ সি এস (আমেরিকা), এফ আই সি এস (আমেরিকা), এফ এম এ এস (ইন্ডিয়া), ফেলো ইন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি (দক্ষিণ কোরিয়া এবং ভারত), ডব্লিউ এইচ ও ফেলো ইন স্পাইন সার্জারি (সিঙ্গাপুর)।
    সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালটেন্ট, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ও নিউরো সার্জারি, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ।
    চেম্বারঃ আনোয়ার খান মর্ডান হাসপাতাল, রোড নং ৮, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ 01730716226, 01977471472
    সাধারনত: কোমর ব্যথা_ও_সায়াটিকা (পায়ের_রগে_ব্যথা) ঔষুধ, ব্যয়াম ও কিছু নিয়ম-কানুন মেনে চলার মাধ্যমে ঠিক হয়ে যায়। তবে কখনও কখনও সার্জারী বা শল্যচিকিৎসার প্রয়োজন হয়। সর্বাধুনিক পারকিউটেনিয়াস এন্ডোসকপিক ডিস্ক সার্জারী-তে কোমরের পার্শ্বে ছোট্ট একটি ছিদ্র করে চামরা থেকে ডিস্কের ভিতর সরাসরি এন্ডোসকোপ প্রবেশ করায়ে ব্যথা তৈরীকারী ডিস্কের অংশ বের করে আনা হয়। সেলাই বিহীন, রক্ত পাত বিহীন এই অপারেশানে রোগীকে অজ্ঞান না করে শুধু স্থানীয় ভাবে চামড়া অবশ করে এই সার্জারি করা হয়। রোগী অপারেশন শেষ হওয়া মাত্রই ব্যথা মুক্ত হয়ে স্বাভাবিক ভাবে হাঁটতে পারে। অপারেশনের একই দিনে বাড়ি ফিরতে পারে এবং এক সপ্তাহের মধ্যেই কর্মস্থলে ফিরে যেতে পারে।

Komentáře • 25

  • @ragibkhan
    @ragibkhan Před 4 měsíci +7

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আপনার উসিলায় আমি আজ সুস্থ ভাবে বেচে আছি। স্যার আমি মিথুন খান, আপনি আমার এনডোসকপি সার্জারি করেছেন ৩ বছর আগে।আজ-ও আলহামদুলিল্লাহ ভালো আছি।এবং আমি একটা কন্যা সন্তান ও জন্ম দিয়ছি।,ডিসক প্রলাপস রোগী হয়ে।

    • @limonahmed3117
      @limonahmed3117 Před 4 měsíci

      আসসালামুওলাইকুম। ভাই আমার মায়ের এই সমস্যা। আমরা সার্জারী করাতে চাচ্ছি। ভাই যদি একটু জানাইতেন। কত টাকা খরচ হয়েছে আপনার।

    • @user-ep8tk9si3i
      @user-ep8tk9si3i Před 3 měsíci

      ভাই এর জন্য কি সেক্সের সমস্যা হয়?

  • @arifulislamarpon1744

    অপারেশন হয়ছে যখন অপারেশন করছে তখন অনেক খারাপ অবস্থা ছিল রগ ফেটে গেছিল অপারেশন এর ২ মাস হয়ছে এতো দিন কোনো সমস্যা হয় নাই এখন অনেক ব্যাথা বমি আগের মতো হয়ে গেছে.... এখন ডাক্তার দেখাছে পর বলছে আবার অপারেশন করতে হবে.... এখন ওনি বিদেশে থাকে ব্যাথা কমিয়ে দেশে আনা যাবে কোনো ভাবে??

  • @mdsheikhnadim3323
    @mdsheikhnadim3323 Před 3 měsíci +1

    Sir Amar
    L5/s1 problem.please endoskpic spine surgery cost kotho Hobe.

  • @limonahmed3117
    @limonahmed3117 Před 4 měsíci +1

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে?? আমার মায়ের এই সমস্যা । কিছুদিন আগে MRI করিয়েছি।

  • @user-nf1cl3vx7j
    @user-nf1cl3vx7j Před 3 měsíci +1

    কিভাবে দেখাবো আপনাকে

  • @fazlerabbe5040
    @fazlerabbe5040 Před 2 měsíci

    স্যার PLID Endoscopy অপারেশন করালে কি আবার PLID দেখা দেয়??

  • @DgshChshs
    @DgshChshs Před 27 dny

    আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থাকি আমার মেরুদন্ডের হাড়ের সমস্যা এখানে এমআরআই করছি এমআরআই ফোর ফাইভ এল ফাইভ আপনার সাথে স্যার কিভাবে যোগাযোগ করা যাইবো

  • @abdulbaseth9265
    @abdulbaseth9265 Před 4 měsíci +2

    Sir,
    আপনি বলেছেন,এক এক হসপিটালে এক এক রকম খরচ , sir তাহলে আপনি কি ,ঢাকা ইবনে সিনা হাসপাতাল এ Endoscopy Spaie surgery করেন?

  • @mknihad6397
    @mknihad6397 Před 12 dny

    চরম আনস্মাট উওর, অপারেশন চার্জ কত সেটা বলতে পারতেন। খরচ সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হতে পারে একটা ধারণা দিয়ে বিডিও দিলে স্মাট উওর হত।জজথা বকবক

  • @user-ox8sd8po3l
    @user-ox8sd8po3l Před 4 měsíci

    স্যার আমার মেরুদন্ড বাঁকা হয়ে যাচ্ছে এখন কি করবো

  • @Apon701
    @Apon701 Před 4 měsíci

    আনুমানিক কত টাকা খরচ করে পারে ?

  • @abekawsarhossain6448
    @abekawsarhossain6448 Před 9 dny

    খরচের ধারণা অন্তত দিতে পারতেন। আপনি সত লোক নন...

  • @mdsulaiman6381
    @mdsulaiman6381 Před 29 dny

    এত কিছু তো বলার লাগে না ডাক্তার শুধু অপারেশন করতে কত নেবে এটাই বললেই হল

  • @hafsachildhood2015
    @hafsachildhood2015 Před 3 měsíci

    L4 collops

  • @JakariaAhamedHemal-ip7sy
    @JakariaAhamedHemal-ip7sy Před 4 měsíci +2

    আসসালামু আলাইকুম স্যার ডিস্ক বের হয়ে নার্ভের দিকে ছাপ লাগার রোগীদের কত দিনের ভিতরে অপারেশন করা উত্তম

    • @dr_m_nuruzzaman_khan
      @dr_m_nuruzzaman_khan  Před 4 měsíci

      যত দ্রুত পারা যায় ততই ভালো

    • @JakariaAhamedHemal-ip7sy
      @JakariaAhamedHemal-ip7sy Před 4 měsíci

      স্যার আমার সমস্যা এক বছর যাবত আমার অপারেশন সাকসেস হওয়ার সম্ভাবনা কতটুকু

    • @mdjalaluddin798
      @mdjalaluddin798 Před 4 měsíci +1

      স্যার আপনি কি আনোয়ার খান মডার্ণ হাসপাতালেই বসেন, নাকি অন্য কোনো হাসপাতালেও বসেন আর সপ্তাহের কোন কোন দিন কোথায় বসেন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন

    • @mdjalaluddin798
      @mdjalaluddin798 Před 4 měsíci

      স্যার আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্। এন্ডোসকপিক স্পাইন সার্জারিতে রোগী কতোটা সুস্থ হয় আপনি মনে করেন আর কেমন কাজ কর্ম পরে করা যায়।

    • @mdjalaluddin798
      @mdjalaluddin798 Před 4 měsíci

      স্যার আমি ২ টি কমেন্ট করে ছিলাম উত্তর দিলে ভালো হতো স্যার