Neel-Anjonoghono | Ebong Jayati (এবং জয়তী) |

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Enjoy the full video of Neel-Anjonoghono, a beautiful rendition of Rabindra Sangeet by Jayati Chakraborty and Prattyush Banerjee.
    Barshangit hal mukhrit meghmandrit chhande,
    Kadamb van gaveer magan anand ghan gandhe
    Nandit tab usabamandir,
    He gambhir, he gambhir
    Neel anjanghan punchaya samvruth amber,
    He gambhir, he gambhir
    A beautiful monsoon song that can be enjoyed in this monsoon season.
    Brishtir Gaan | Rabindra Sangeet | Borshar Gaan | Monsoon Songs.
    Rabindra Jayanti New Release - 'Aaj Jyotsna Raate' Watch here - • Aaj Jyotsna Raate | Ko...
    Song: Neel-Anjonoghono
    Album: Ebong Jayati
    Vocals: ‪@JayatiChakrabortyOfficials‬
    Sarode & Arrangement: Prattyush Banerjee
    Tabla: Joy Nandi
    Recorded, Mixed & Mastered by Goutam Basu at Studio Vibrations
    Cinematography & Editing: Joy Kar & Team
    Download on iTunes itunes.apple.c...
    Download on Google Play play.google.co...
    Listen to the song on Saavn www.saavn.com/...
    Listen to the song on Gaana gaana.com/song...
    Listen on Wynk wynk.in/music/...
    #neelanjonoghono #ashaaudio #jayatichakraborty #jayati #rabindrasangeet #shrabon #monsoonsongs #bristirgaan #brishtirgaan #borshargaan #bengalisongs #banglabrishtirgaan

Komentáře • 1,2K

  • @arnabbhadra8263
    @arnabbhadra8263 Před 8 měsíci +82

    পশ্চিমে শেলি, কিটস, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ সহ আরও অনেকে আছেন কিন্তু আমাদের একটা রবীন্দ্রনাথই ওই সবকিছুর থেকে একাই পরিপূর্ণ। আগামী হাজার বছরের নির্যাস আমাদের রবি ঠাকুর।।🙏🙏
    অসাধারণ উপস্থাপনা। শরদ, তবলা ও কন্ঠের অসাধারণ মেলবন্ধন।।

    • @munmungupta2883
      @munmungupta2883 Před 3 měsíci +5

      Khub Sundor Bolechen.

    • @susmita5548
      @susmita5548 Před 3 měsíci +3

      Ekdom❤💯💯💯

    • @krishnendubanerjee2778
      @krishnendubanerjee2778 Před měsícem

      বর্ষা নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষা আর কেউ করেন নি। হয়তো মহাবিশ্বে আরও অনেক পৃথিবীর সৃষ্টি হবে, কিন্তু সেখানে আর একটিও রবীন্দ্রনাথ তৈরি হবে না।

    • @sohansekh4813
      @sohansekh4813 Před 9 dny

      আমরা সেই নির্যাস সংরক্ষিত করতে পারলে হয়! সবাই আজকাল হিন্দী, ইংরেজিতে আসক্ত।

  • @dipankarbanerjee943
    @dipankarbanerjee943 Před 5 měsíci +38

    সরোদটা কি বাজিয়েছে গানটার মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ❤

  • @mandirabanerjee6829
    @mandirabanerjee6829 Před 13 dny +2

    কবির শব্দ চয়নের মূল্যায়ন করার স্পর্ধা আমার নেই , কিন্তু কি অপূর্ব কণ্ঠ ও সুরের যুগলবন্দী !! এক স্বর্গীয় অনুভুতি, পরিবেশের বাতাবরণ বদলে গেল !!
    কবিগুরু মুগ্ধ আমি তোমার শিল্পীদের এই গুরু বন্দনায় !!
    আমার ২২ শের শ্রদ্ধা ও প্রণাম ❤

  • @thesecretannex4323
    @thesecretannex4323 Před 3 lety +263

    একদিকে অঝরে পড়া ঝমাঝম বৃষ্টি আর মেঘের অভিমানী গর্জন...আর অন্যদিকে কিন্নরী কন্ঠে গাওয়া রবি ঠাকুরের গান...আহ! আজ সকালটা কত সুন্দর করে আমার কাছে ধরা দিয়েছে!❤️❤️

  • @parimaldey5477
    @parimaldey5477 Před rokem +15

    তবলা এবং সরোদের অপূর্ব সঙ্গত সঙ্গে জয়তী চক্রবর্তীর অপূর্ব কন্ঠ গানটিকে অন্য এক মাত্রা দিয়েছে, অনবদ্য পরিবেশন

  • @madhusudanchakraborty4317
    @madhusudanchakraborty4317 Před 4 lety +62

    ঋতু পর্যায়ের এই গানটিতে প্রকৃতির চঞ্চল রূপের যে সৌন্দর্য বর্ণনা জয়তী চক্রবর্তীর কন্ঠে দোলা দিয়ে যায়, এক কথায় তা অনবদ্য। হৃদয় দেবতার পা'য়ে পূণ্য অর্ঘ্য স্বরূপ, ধন্যবাদ।

  • @jharnarahman6869
    @jharnarahman6869 Před rokem +28

    আহা, কী শুনলাম! কী অপূর্ব! যেমন যন্ত্রানুষঙ্গ তেমন কিন্নর কণ্ঠের অসাধারণ গায়কী! মনে হল ইন্দ্রপুরের জলসাঘরে বসে শুনছি।

  • @shrabanidasgupta6383
    @shrabanidasgupta6383 Před 3 lety +45

    সরোদের ঝঙ্কার গানের মাধুর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অসাধারণ পরিবেশনা প্রত্যেকের। ❤❤❤❤

  • @tachijurin4468
    @tachijurin4468 Před 2 měsíci +81

    2024 সালে কেউ?

  • @sayakbhattacharyya.1006
    @sayakbhattacharyya.1006 Před 5 lety +116

    সংগীতশিল্পী জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই গানটি এক অন্য মাত্রা পেয়েছে।অসাধারণ একটি রবীন্দ্রসংগীত।শুনলে মনপ্রাণ ভরে যায়।যেমন সুন্দর কণ্ঠ , বাজনার শ্রতিমধুর আওয়াজ,গানের আবেগ,ও বর্ষাকালের সুন্দর প্রকৃতি-যা এককথায় অদ্বিতীয়।

    • @narmadapatra1879
      @narmadapatra1879 Před 2 lety +2

      আপনি ঠিক কথা বলেছেন

    • @mithsupauldhar3664
      @mithsupauldhar3664 Před rokem

      সত্যিই তাই, মন প্রাণ ভরে গেল।

  • @kekabanerjee4827
    @kekabanerjee4827 Před 4 lety +119

    আজকের গায়িকাদের মধ্যে উনি এক নম্বর, যেমন বিন্যাস, তেমনি উপস্থাপনা 👌🏼🙏

  • @lylunnaher184
    @lylunnaher184 Před 2 lety +18

    মন ভরে গেলো। এই গানটা আমি সম্মিলিত কণ্ঠে শুনেছি। একক কণ্ঠেও একে পূর্ণতা দেয়া যায় এবং সেটা আপনার পক্ষেই সম্ভব প্রিয় জয়তী। অসাধারণ

  • @DeepankarChoudhury
    @DeepankarChoudhury Před 3 lety +32

    If you can't feel the raindrops falling, it's not song of the rain.
    Hundred years from now people will not tire listening to this rendition.
    Thanks from the deep of my heart.

  • @somnathbhattacharya6725
    @somnathbhattacharya6725 Před 4 lety +6

    বর্ষার রবীন্দ্র সংগীতের সঙ্গে এই সরোদের সংগত খুবই সংগতিপূর্ণ , গানের পন্ডিত না হলেও শ্রবণ যন্ত্রটি এটাই বলে। খুব ভালো লাগলো।

  • @jyotsnasinha6903
    @jyotsnasinha6903 Před 21 dnem +1

    অসাধারণ সরোদ আর তবলা,গান তো সুন্দর ই সমান সমান অংশীদার সবাই, বড়ো সুন্দর ভাবনা♥️🙏🙏🙏

  • @Concept_Clear08
    @Concept_Clear08 Před 4 měsíci +2

    "বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তরে। ঝঙ্কৃত তার ঝিল্লিরও মঞ্জির "
    এই লিরিক্স ধরে গানটা খুঁজেছিলাম আগেই, আজ অবেলার বসন্তে আবার শুনলাম। শৈশব থেকে কৈশোর পরিপূর্ণ হলো🤚

  • @AestheticMind733
    @AestheticMind733 Před 3 lety +5

    মাঝে মাঝে ভাবি রবীন্দ্র সংগীত গুলো না থাকলে, আমি কি করে দিন গুলো কাটাতাম!!
    😍😍

  • @professorkanakbaranbarua.2160

    নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর!
    বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর--
    ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর হে গম্ভীর॥
    বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
    কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে--
    নন্দিত তব উৎসবমন্দির হে গম্ভীর॥
    দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
    পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
    মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ--
    নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ--
    ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর হে গম্ভীর॥
    -রবীন্দ্রনাথ ঠাকুর।

    • @dishatarafdar8881
      @dishatarafdar8881 Před 3 lety +6

      অসাধারণ উদ্যোগ... একটু রবি ঠাকুরের নাম টা ঠিক করে দিন plz

    • @ayanpaul4117
      @ayanpaul4117 Před 3 lety +1

      @@dishatarafdar8881 kano vul ki lekha?🧐

    • @dishatarafdar8881
      @dishatarafdar8881 Před 3 lety +1

      @@ayanpaul4117 😃আগে ছিল... রবিন্দ্রনাথ ঠাকুর এই বানান টা... দেখুন edit করা হয়েছে পরে...

    • @ayanpaul4117
      @ayanpaul4117 Před 3 lety +1

      @@dishatarafdar8881 oooo ha 😅

    • @souravsaha3140
      @souravsaha3140 Před 2 lety

      ধন্যবাদ

  • @somamukherjee957
    @somamukherjee957 Před 6 lety +255

    সরোদ ও তবলার অসাধারণ মেলবন্ধন।অপূর্ব সুন্দর গায়কী।মনটা প্রশান্তিতে ভরে গেল। 👌👌👌👌👌👌

  • @keyaghosh3300
    @keyaghosh3300 Před 6 lety +32

    আহা বৃষ্টি নামার সুখে এই ভরা বর্ষায় অসাধারণ নিবেদন
    ধন্যবাদ জয়তী চক্রবর্তী ও সহযোগী শিল্পী দের, বিশেষ করে সরোদ শিল্পী কে প্রশংসা জানাই।
    অশেষ মুগ্ধতা

  • @bhaswarbhattacharrya9624
    @bhaswarbhattacharrya9624 Před 6 lety +116

    অসাধারণ নির্মাণ ও পরিবেশনা। বারো তে ষোলো আনা উসুল বর্ষায়।

  • @amjadhossain764
    @amjadhossain764 Před 3 lety +4

    বীণা সহযোগে রাগাত্মক রবীন্দ্রসংগীত সর্বদাই মনোমুগ্ধকর।

  • @aninditamazumder1938
    @aninditamazumder1938 Před 5 lety +26

    অসাধারণ সরোদ আর তবলার মেলবন্ধন 👌আর জয়তী দির মিষ্টি সুর সত্যিই অসাধারণ

  • @salmasafa940
    @salmasafa940 Před rokem +3

    মন ভরে গেলো জয়তী দিদির গান শুনে। মনোমুগ্ধকর গলা। অসাধারণ 💚💚💚💚💚💚💚💚

  • @brainymandar6
    @brainymandar6 Před 2 lety +4

    Amar Shonar Bangla. Long Live Rabindra Sangeet ❤️. Love from मराठी माणूस from England.

  • @paritoshdas1463
    @paritoshdas1463 Před rokem +3

    যতই প্রশংসা করি সবই কম হবে ❤️ আহা কি সুর কি সুন্দর ❤️ রবীন্দ্র সংগীত ❤️❤️❤️❤️❤️

  • @shamima9177
    @shamima9177 Před 2 lety +1

    আহা! কি অপূর্ব!!
    উনার কণ্ঠে এতোটাই হৃদয় ছুঁইয়ে যায়
    কতটুকু মমত্ববোধ জড়িয়ে আছে বলাবাহুল্য। কিভাবে সম্ভব তা একমাত্র জয়তী ম্যামের দ্বারাই হয়ে উঠে।একজন শিল্পীর সবরকম গুণাগুণ বিদ্যমান আছে উনার ভিতর। সচরাচর তেমনটি দেখা যায় না। সৃষ্টিকর্তার দান। 🙏🙏

  • @shubhangbhagat8276
    @shubhangbhagat8276 Před 4 lety +1

    Ganga ke sur jaisa hai ye geet. Aawaj ki khanak, sarod ki surili taan aur tabla ki ramzat itne sundar roop se bikhar aye hai. Ati sundar.

  • @AnotherWorld2030
    @AnotherWorld2030 Před 4 lety +5

    রবীন্দ্রসঙ্গীত মানেই জয়তী চক্রবর্তী❤

  • @abduljabbar5372
    @abduljabbar5372 Před 5 lety +8

    Best Rabindrasangith Singer Jayati Chakraborty in all India.

  • @indraneeldeysarkar7863
    @indraneeldeysarkar7863 Před rokem +7

    A Jayatidi classic. This is the presentation which separates her from others and identifies her. My regards to her.Pratyushbabu on sarod and Joybabu on tabla both simply brilliant.

  • @debottambasumusic5418
    @debottambasumusic5418 Před 5 lety +553

    এই হল পরিমিতিবোধ। এই হল রবীন্দ্রসংগীত। খুব সুন্দর লাগল।

  • @happinessyt5481
    @happinessyt5481 Před 6 lety +15

    যন্ত্রসংগীত এবং গানের গলার মিলিয়ে গেছে (love and love )☺️☺️👍👍

  • @proshantakumarmadhu
    @proshantakumarmadhu Před rokem +3

    অসাধারণ। একেই বলে শুদ্ধ সংগীত। সব গুণীজনকে বিনম্র শ্রদ্ধা।💖💖

  • @AsaAkter-gx8lt
    @AsaAkter-gx8lt Před měsícem

    কি বলবো এতো সুন্দর হইছে বলার মত ভাষা নাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pradipkumarchakraborty5423

    এক কথায় অসাধারণ । শ্রীমতী জয়তী চক্রবর্তী আমার খুব পছন্দের শিল্পী। এখানে বর্ষার আবাহন তাঁর কণ্ঠে ভীষণ রকমের সুন্দর।

  • @ayanpaul4117
    @ayanpaul4117 Před 3 lety +3

    এটাই তো বাঙালীর প্রেম, বাঙালীর শ্রেষ্ঠত্ব ❤️❤️

  • @ckchatterjee1129
    @ckchatterjee1129 Před 4 lety +11

    অপূর্ব!!! অনবদ্য গেয়েছেন!! সমগ্র উপস্থাপনা অনন্যসাধারণ হয়েছে।

  • @subarnabhattacharjee5859
    @subarnabhattacharjee5859 Před měsícem

    আজকে এই গানে পুরো নাচটা তুললাম, অসাধারণ লাগলো। ❤️

  • @manikdas8829
    @manikdas8829 Před 5 lety +37

    অসাধারন। দারুন এক প্রস্তুতি। শিল্পীদের জানাই নমস্কার।

  • @bhupaliroy8470
    @bhupaliroy8470 Před 5 lety +52

    অসাধারণ একটা গান । সবথেকে বড় কথা আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেল ।তাও আবার আজকের বৃষ্টি মুখরিত দিনে ।

  • @debidas4901
    @debidas4901 Před 2 lety +5

    Every time this song is heard in your throat, I get lost and want to listen to this song again and again....I salute you madam.... 🙏🏻

  • @user-og6ib3gx6s
    @user-og6ib3gx6s Před rokem +1

    মনে হয় রবীন্দ্রনাথ ও মুগ্ধ হবেন, তার সৃষ্টির সার্থকতা দেখে।অসাধারণ,শুভেচ্ছা রইল ।

  • @biswanathjar7599
    @biswanathjar7599 Před 2 lety +2

    রবীন্দ্রনাথ সঙ্গীত মনে জয়তি চক্রবর্তী। দিদি তোমার গানে কি যাদু আছে কে জানে কেও জানে না। তুমি নিজেই রবীন্দ্রসঙ্গীত। তুমি অন্যানা নিঃসন্দেহে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রকৃত।বা বা কি মিষ্টি মৃদু কি যাদু কি সুন্দর কন্ঠ। আর কিছু বলার নাই তুমি নিজেই গান । দিদি তুমি ভালো থেকো।

  • @utsavshikari4517
    @utsavshikari4517 Před 6 lety +8

    Jayati Chakroborty is just oshadharon and prattush bondhopadhyay is just fabulous

  • @SreematiMukherjee
    @SreematiMukherjee Před 5 lety +98

    Wonderful, wonderful, wonderful! The magic and power of Raag Miyan ki Malhar in perfect rendering in Rabindranath's song, Prattyush-babu's playing and Jayati Chakrabarty's singing. The sarod brings an extraordinary dimension of beauty to the entire presentation. Was a pleasure to hear. The music will resonate well beyond the recording of the song:)

  • @ferozaakter3273
    @ferozaakter3273 Před rokem

    প্রকৃতির এত প্রশংসা ও এত অতুলনীয় মেধা রবি ঠাকুরের।কিন্তু যিনি প্রকৃতি সৃষ্টি করলেন এবং যিনি মেধা দান করে তাকে সৃষ্টি করলেন তাকেতো চিনলাম না।

  • @debasishdas5712
    @debasishdas5712 Před 6 lety +11

    যত শুনছি ভালোলাগাটা যেন বেড়েই চলেছে....অসাধারণ

  • @marufurrahmanarif9909
    @marufurrahmanarif9909 Před 2 lety +9

    এখন রাত ১ টা।বৃষ্টি পড়ছে অসাধারণ ভাবে।আমি একা বসে আছি।বর্ষার বৃষ্টির সাথে গান টা অসাধারণ।

  • @madhurimamajumder783
    @madhurimamajumder783 Před 5 lety +3

    Joto bar suni..... mugdho hoyei jai.... Jayati madam apni amr pronaam neben..... 🙏🙏🙏🙏🙏

    • @sharmisthadey2812
      @sharmisthadey2812 Před 4 lety

      joyotidir gann mane asadharon. khub khub sundor. 👍👍👍

  • @madhusudangoswami1253
    @madhusudangoswami1253 Před 3 lety +4

    মন প্রাণ ভরে গেল। অসাধারন গায়কি সাথে সঙ্গীত পরিবেশন আরোও মন ভরিয়ে দিল।

  • @fluid2326
    @fluid2326 Před 3 lety +1

    রবীন্দ্রনাথ,সরদ,তবলা,জয়তী দি সব মিলেমিশে একাকার।শ্রাবনের দিনে এমন একটি গান অনেক।

  • @tamalroy4608
    @tamalroy4608 Před 6 lety +6

    আহা.... মন ভরে গেল। just closed off eyes and feel this... I forgot everything for sometime...

  • @rohitchandramandal3806
    @rohitchandramandal3806 Před 5 lety +8

    অপূর্ব এক কথায় অসাধারণ আপনি তুলনাহিনা

  • @diptimukherjee4547
    @diptimukherjee4547 Před měsícem

    গান ও যন্ত্রের অসাধারণ মেলবন্ধন.. অপূর্ব

  • @bhaskarbhattacharjee4678
    @bhaskarbhattacharjee4678 Před měsícem

    আহা গানের শুরুটা এতো সুন্দর হতে পারে ভাবাই যায়নি ❤❤❤

  • @muktisengupta6681
    @muktisengupta6681 Před 6 lety +19

    অসাধারণ। আশ্চর্য সুন্দর গানখানি শোনাবার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @sondipondatta3664
    @sondipondatta3664 Před 5 lety +5

    যত বার শুনছি ,,,, তত বার ই মুগ্ধ হয়ে যাচ্ছি

  • @arkadas9539
    @arkadas9539 Před 2 lety +1

    রবীন্দ্র সংগীতের এমনি জাদু যে যতবারই শুনি না কেনো তা একঘেয়ে লাগে না ❤️

  • @manickbari5120
    @manickbari5120 Před 4 lety +1

    নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমবৃত অম্বর, হে গম্ভীর! হে গম্ভীর!👌👌👌

  • @sayem_murshed
    @sayem_murshed Před 5 lety +16

    অসাধারণ...
    দারুণ দারুণ ♥♥♥

  • @aparajita7754
    @aparajita7754 Před 6 lety +51

    Jayati asadharan . Biman Mukherjee r class er katha mone porchhe . Sekhaneo bangla gaan , nazrulgeeti te jayati asadharan ... maa saraswatir ashirbad dhhonna jayati . Bhisonnnnnnnnnn bhalo

  • @sombh1971
    @sombh1971 Před 4 měsíci +1

    আহা, শরোদ টা যেন বনলক্ষীর ঝংকৃত ঝিল্লির মঞ্জীর

  • @AninditaBhowmick
    @AninditaBhowmick Před 10 měsíci +1

    Joy Nandi mohashoy ke pronam janai... apnar tobla chokhe abege jol ene diyeche ar etai ei gantar USP

  • @swagatamray3240
    @swagatamray3240 Před 5 lety +7

    অপূর্ব অপূর্ব অপার্থিব সুন্দর, মনে হলো যেন স্বর্গলোক থেকে ভেসে আসা কোনও মহাসঙ্গীত

  • @pallavibera451
    @pallavibera451 Před 6 lety +13

    Firstly I would like to appreciate both Jay Nandi n Prattyush Banerjee, they nailed with Jayoti's ever soothing voice 👏👏

    • @tapansen7371
      @tapansen7371 Před 5 lety

      Excellent singing. Bhalo laglo. Mind feels with peace.

  • @sutapa750
    @sutapa750 Před 4 lety +1

    অসাধারণ । মুগ্ধ এই গানটি শুনে। বর্ষা কালকে মুখরিত করে তোলে এই গানটি। তোমার তুলনা নেই । অতুলনীয়

  • @avijitmukherjee9578
    @avijitmukherjee9578 Před 4 měsíci

    যেমন যন্ত্রানুষঙ্গ তেমনি সুন্দর পরিবেশনা। দুইয়ে মিলে এক অপূর্ব পরিবেশনা।

  • @moumitaghosh642
    @moumitaghosh642 Před 4 lety +5

    দিদির গায়কী তে আমার মন ভাল করার ওষুধ আছে।🙏🙏💐💐

  • @tatai9423
    @tatai9423 Před 5 lety +19

    আপনার কন্ঠে প্রান ভরে যায় । প্রনাম নেবেন আমার...

  • @SubhamBanik.
    @SubhamBanik. Před 2 lety +2

    Blessed that I found this jewel of Rabi thakur.

  • @pradipkumarchakraborty5423

    এই গান শুনতে শুনতে মনের অজান্তে কখন যেন হৃদয়ের তন্ত্রীতে বর্ষার আবাহন হয়ে যায় , আমি বুঝতেও পারি না । এক অনাস্বাদিতপূর্ব নিবিড় আনন্দে মনটা ময়ূরের মতো পেখম তুলে নাচতে থাকে । জয়তীদির গান আমার কাছে পরম পাওয়া । মহান তৃপ্তি ।

  • @trimegistus
    @trimegistus Před 6 lety +96

    আজকের দিনটা এই গানটির প্রকাশের জন্যে সার্থক 🌧️🌧️🌧️

  • @Ayan44
    @Ayan44 Před 5 lety +4

    osadharaon.... ♥ jayati is my favorite singer

  • @sancharibanerjee3802
    @sancharibanerjee3802 Před 5 lety +2

    Rabindrasangeet manei didir gola chara thik mon vore na.....osadharon geyechen. 🙏

  • @zakirhossainzakir7333

    রবি ঠাকুর এখানে রোজ আসেন...
    নিশ্চয়ই প্রাণভরে আশীর্বাদ করেন জয়তী দিদিকে ❤️🙏

  • @basudevbasak993
    @basudevbasak993 Před 6 lety +149

    অসাধারণ!!!! মন ছুঁয়ে যাওয়া একটা গান!!!!
    এমনিতেই এই গানটা আমার খুব প্রিয়!! বর্ষা মানেই এই গানটা আমার মনে কোথাও একটা বাজতে থাকে!!! জয়তী চক্রবর্তীর কন্ঠে খুব ভালো লাগলো শুনতে!!
    শুধু বলব .... Music টা আর একটু বৈচিত্র্যময় হলে ভালো লাগত আরও!!!
    "দহন-শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা...." এই অংশে গানটার সুরটা একেবারে অন্যরকম। অনেকটা খাদে নেমে আসে! কন্ঠে তার ছোঁয়া ছিল স্পষ্ট! কিন্তু ওখানে তবলার বোলটা পালটে সামান্য গাম্ভীর্যময় করলে উৎকর্ষতা আরও বাড়ত বলে মনে হয়!!
    প্রত‍্যূষ ব‍্যানার্জী ও জয় নন্দীর সঙ্গতও মনে রাখার মতো!!!

    • @ishrataudri7273
      @ishrataudri7273 Před 5 lety

      Basudev Basak bhai, oi jaygay bolta bodlale dharabahikota noshto hoye jeto. Tobe ha, ektu boichitro thakle bhaloi hoto

    • @basudevbasak993
      @basudevbasak993 Před 5 lety +10

      @@ishrataudri7273
      অনেক গানেই দুই বা তিন রকমের ঠেকা বাজতে শোনা যায়! তাতে কোনো অসুবিধা নেই..... আর ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে যদি বৈচিত্র্যকে দূরে সরিয়ে রাখা হয় তাহলে সুর মূর্ছনা সৃষ্টি হয় না...... মেঘ-মল্লার রাগের এই গানের সুর খুবই বৈচিত্র‍্যময় ..... তার সঙ্গে তবলার শব্দের সামঞ্জস্য থাকলে আরও ভালো লাগে............
      আর একটা কথা বলি.... জয় নন্দী কিন্তু দুই রকম তবলা ব‍্যবহার করেছেন... তিনি অসাধারণ তবলা বাজান... এবং অনেক জায়গাতেই বিচিত্র বোল বাজিয়েছেন.... আমি শুধু একটা কথা বলতে চেয়েছি যে ওই অংশটিতে তবলার শব্দটা যদি একটু কম হত তবে আমেজটা আরও ভালো আসত.....
      আমার এইটুকুই মনে হয়েছে.................

    • @ishrataudri7273
      @ishrataudri7273 Před 5 lety +2

      Ji...ami bujhte parchi

    • @basudevbasak993
      @basudevbasak993 Před 5 lety +1

      @@ishrataudri7273
      ধন্যবাদ!

    • @user-gv8bp2ji9j
      @user-gv8bp2ji9j Před 5 lety +2

      tai naki

  • @rimadas4952
    @rimadas4952 Před 6 lety +6

    Apni sotti maa saraswati.....ki oshadharon

  • @radhikamishra123Bhumika
    @radhikamishra123Bhumika Před 5 měsíci

    In college time my dance teacher was bangali she choreograph this beautiful song and a big group of girls performed,I just love this song ❤️❤️❤️❤️❤️❤️Thanku

  • @dustoo81
    @dustoo81 Před 4 lety +2

    মন ছুঁয়ে গেলো। আপনাদের সকলের সুস্থ ও সুন্দর জীবনের শুভেচ্ছা রইলো।

  • @shibdasbhattacherjee9068
    @shibdasbhattacherjee9068 Před 5 lety +30

    অপূর্ব গান!আমার খুব প্রিয়।

  • @bhadresh1954
    @bhadresh1954 Před 3 lety +8

    Beautifully sung by Jayati as always! God Bless her!

  • @prolaymukhopadhyay2538
    @prolaymukhopadhyay2538 Před rokem +1

    এটাই রবীন্দ্রনাথ ।

  • @sorojitdey6169
    @sorojitdey6169 Před 2 lety +1

    Khub khub khub bhalo ❤️...ekmatro Gurudeb Rabindranath i paren ei rokom kotha o sur... Jayati di o khub khub sundor geyechen... ❤️

  • @ranaobaidul1
    @ranaobaidul1 Před 4 lety +6

    তিন হুজুরে একেবারে মাতিয়ে ছাড়ল । চমৎকার। দারুণ উপভোগ্য হয়েছে ।

  • @gargimajumdar508
    @gargimajumdar508 Před 6 lety +11

    Mon vore gelo didi..tomar gan sune

  • @roychiranjit6438
    @roychiranjit6438 Před 2 lety +1

    বাইরে বৃষ্টি হচ্ছে সাথে হেডফোনে এই গান আহ্ স্বর্গ সুখ 🥰❤️

  • @OAnicx
    @OAnicx Před 5 měsíci +1

    নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্‌বৃত অম্বর
    হে গম্ভীর!!
    বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর।।
    ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর!!
    হে গম্ভীর॥
    বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
    কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে
    নন্দিত তব উৎসবমন্দির
    হে গম্ভীর॥
    দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা
    পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
    মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ--
    নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ
    ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর
    হে গম্ভীর॥

  • @ripadeb7111
    @ripadeb7111 Před 5 lety +3

    অসাধারণ মেলবন্ধন...মন জুড়িয়ে গেলো👌👌👌

  • @chaitalidasgupta5771
    @chaitalidasgupta5771 Před 6 lety +6

    Darun didi.mon vore gache.akdom thik dine ganta release hoeche. 👌

  • @745813
    @745813 Před 4 měsíci

    দিদির কন্ঠে রবীন্দ্রসঙ্গীত এক অসাধারণ অনুভূতি যা হৃদয়ে দাগ টেনে যায়।

  • @manojitmukherjee5750
    @manojitmukherjee5750 Před rokem +1

    Nice presentation. যত বার শুনি, মনে হয় আর একবার শুনি।

  • @ishanmondal4787
    @ishanmondal4787 Před 5 lety +82

    বিজ্ঞ
    মহান বিজ্ঞ
    তারপর আসে এরা
    ভিডিও টা Dislike করা পাবলিকরা
    অসাধারণ একটা গান
    🧡 💛 💚 ❤

    • @astondip9126
      @astondip9126 Před 4 lety +1

      Kivabe je dislike day bujhina.

    • @swarnankitapati1638
      @swarnankitapati1638 Před 4 lety

      Ekdom thik bolechho dada,,,

    • @ssb3097
      @ssb3097 Před 4 lety +2

      যারা গান বোঝেনা, তারাই এইরকম গানকে অপছন্দ করে।

    • @tanmaymukherjee502
      @tanmaymukherjee502 Před 3 lety

      Must be from Ayub Khan & Co.

    • @user-wm1lp2wk5e
      @user-wm1lp2wk5e Před měsícem

      Jader kaan tony kakkar sune ovossto.. Tara ei gan bujhbe ki kore

  • @sudiptabanerjee625
    @sudiptabanerjee625 Před 5 lety +37

    Didi Tumi Ma Saraswati...love you..may God bless you..

  • @subhashmajumder5188
    @subhashmajumder5188 Před 3 měsíci +1

    গানের সঙ্গে সরদের বাজনা অপূর্ব লাগলো,

  • @pravatmani9335
    @pravatmani9335 Před 3 lety +3

    অসাধারণ পরিবেশন।।। মন জুড়িয়ে গেল।।।

  • @AnupamRoy
    @AnupamRoy Před 6 lety +20

    Oshombhob bhalo hoyechhe! Mon ta bhalo hoye gelo shune.

    • @tanmoyroy3438
      @tanmoyroy3438 Před 6 lety +2

      Anupam Roy thik balocho.Niec composition.

  • @user-zb1my1sq9c
    @user-zb1my1sq9c Před 2 měsíci +1

    কবির প্ৰিয় ঋতু বর্ষা, আর আমার প্ৰিয় মানুষের প্ৰিয় গান এটা

    • @chittaranjanmondal6943
      @chittaranjanmondal6943 Před měsícem

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼100%যত শুনি কিছু না কিছু নতুন পাই.

  • @iamTazim9
    @iamTazim9 Před 24 dny

    গানটি যখন শুনি নিজেকে হারিয়ে ফেলি

  • @Ksharma8209
    @Ksharma8209 Před 3 lety +6

    Not understand the language, but feel each n every emotion.. love this song

    • @vijaynaidu3865
      @vijaynaidu3865 Před 3 lety +1

      This is a Rabindrasangeet... lyrics and music composed by Rabindranath Tagore...Tagore Songs...

    • @lopamudramazumder6809
      @lopamudramazumder6809 Před 2 lety +1

      @Khushi Choudhary Nobody dare to exact translation but I try as per my little knowledge for u ,this is a tribute to Rainy season "Neel anjanghano" means as blue as kohl of eyes "punja chayay " means scattered clouds "Sombrito Ambor" means covered sky "He gombhir " is addressed to the God or the Almighty.