সুপ্রিম কোর্টেও ধাক্কা খাবে রাজ্য, কেন বলে দিলেন বিশিষ্ট আইনজীবী Billwadal Bhattacharyya, দেখুন

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • #loksabhaelection2024 #BillwadalBhattacharyya #highcourt #sscscam #ssc #kolkatahighcourt #supremecourt
    Exclusive Billwadal Bhattacharyya
    DISCLAIMER
    The views expressed are purely the personal opinion of the interviewee and does not reflect the policy or position of the channel. Campaigncalling Media or the interviewer is not responsible for the views expressed.
    Twitter Link :- / campaigncalling
    Welcome to our CZcams channel-we're so glad you're here! Be sure to hit the subscribe button and support our Team)
    / campaigncallingmedia
    Please like and share this video with your friends and family. Also, Don't forget to subscribe to our channel for more interesting videos.

Komentáře • 705

  • @dipenduc
    @dipenduc Před 2 měsíci +125

    মাননীয়া লাফিয়ে লাফিয়ে বলছেন যাদের চাকরি গেছে তাদের পাশে উনি আছেন কিন্তু কথা হলো উনি পাশে থাকার কারণেই ওনাদের চাকরি গেলো।

    • @csoumikp8400
      @csoumikp8400 Před 2 měsíci +1

      স্কুল যেতে হবে না। বেতন দেবে। এটাই হচ্ছে পাশে থাকার প্রতিশ্রুতি

    • @deepakchakraborty3808
      @deepakchakraborty3808 Před 2 měsíci

      ঠিক কথা, আরও যাদের পাশে "মাননীয়া" আছে , তারা সব জেল যাবে কারণ মাননীয়া আসলে
      " বুড়ি ডাইনি "

    • @rohu1000
      @rohu1000 Před 2 měsíci

      500/1000 debe toh

  • @MrSu1988
    @MrSu1988 Před 2 měsíci +313

    2011 থেকে 2024 পর্যন্ত কত টাকা রাজ্য সরকারের ট্রেজারি থেকে সরকার সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে নামিদামি উকিলের পিছনে খরচ করেছে তার হিসাব পশ্চিমবঙ্গ বাসী কে জানানো হোক। কারন এই টাকা সরকারের নিজের ব্যক্তিগত অর্থ নয়, এই অর্থ জনসাধারণের ট্যাক্স থেকে সরকার সংগৃহিত। তার হিসাব চাওয়ার অধিকার আমাদের আছে। সুতরাং প্রতি টি মামলার খরচের হিসাব দেয়া সরকারের দায়িত্ব।

    • @subratanathgoswami5407
      @subratanathgoswami5407 Před 2 měsíci +25

      সাথে যেসকল আইনজীবী ঐ সব মামলার সাথে যুক্ত ছিলেন তাদের নাম এবং প্রাপ্ত টাকার পরিমাণ জানান হোক।

    • @mukulbhattacherjee3016
      @mukulbhattacherjee3016 Před 2 měsíci +5

      One pil has to be filed

    • @dharmadasbanerjee8468
      @dharmadasbanerjee8468 Před 2 měsíci +7

      Significant mantabbya korechen.

    • @alokebiswas7552
      @alokebiswas7552 Před 2 měsíci +2

    • @chungamunga9898
      @chungamunga9898 Před 2 měsíci +4

      ৮.৩০ কোটি।

  • @user-xy4rs5bm8k
    @user-xy4rs5bm8k Před 2 měsíci +49

    শ্রদ্ধেয় বিল্বদল ভট্টাচার্য মহাশয় কে অনেক ধন্যবাদ ও প্রণাম জানাই। আপনাদের কথা শুনলে সাধারণ জনগণ অনেক শান্তি পায়।আপনাদের ন্যায় বিচারের জন্যই আজ জনগণের স্বার্থ রক্ষা হয়।🙏

  • @subhasdas2638
    @subhasdas2638 Před 2 měsíci +41

    **** খুবই সংবেদনশীল যুক্তিশীল বিশিষ্ট আইনজীবীর সমাজবোধ আমাদের কাছে অতীব শিক্ষণীয়।

  • @dhrubachakraborty4358
    @dhrubachakraborty4358 Před 2 měsíci +27

    শ্রদ্ধেয় বিল্বদলয় ভট্টাচার্য মহাশয় কে অনেক ধন্যবাদ ও প্রণাম জানাই আপনাদের মতো মানুষেরা ভারতের গর্ব ।

  • @user-mq2ub4jn5z
    @user-mq2ub4jn5z Před 2 měsíci +108

    সরকার সম্পূর্ণ ভাবে দায়ী।

  • @dipankargupta550
    @dipankargupta550 Před 2 měsíci +156

    বিল্বদল বাবুর এই আলোচনা বেশ লাগলো ।
    ভারত তথা পশ্চিমবঙ্গ কে বাঁচাতে বিল্বদলবাবু দের প্রয়োজন ।

    • @tapankumardey6499
      @tapankumardey6499 Před 2 měsíci +3

      Absolutely correct Billadal sir

    • @kashinathchatterjee8449
      @kashinathchatterjee8449 Před 2 měsíci

      100% true, the political field is full of uncultured and drug and alcoholic people especially in west bengal

  • @kartickghosh7142
    @kartickghosh7142 Před 2 měsíci +16

    বিল্বদল বাবুর রাজনৈতিক ও বিশেষ করে সামাজিক দৃষ্টি ভঙ্গির সঙ্গে আমি সম্পূর্ণরুপে সহমত ।
    ধন্যবাদ ওনাকে।

  • @milonkumarroy3994
    @milonkumarroy3994 Před 2 měsíci +64

    স্যার অনেকদিন্ পর দেখলাম, খুব ভালো লাগছে। নমস্কার নেবেন।

    • @pashupatimoitra4174
      @pashupatimoitra4174 Před 2 měsíci

      বেশীর ভাগ আইনজ্ঞরাই তো লংঘণ করেন আমদের দেশে এই জন্যই সঠিকভাবে সবসময় বিচার হয় না

  • @sanjitkumardebroy3647
    @sanjitkumardebroy3647 Před 2 měsíci +31

    আমার ছ দশকের জীবনে আদালতের রায়কে এইভাবে প্রকাশ্যে অবমাননা করতে দেখিনি। তাও সাংবিধানিক প্রধানের কাছ থেকে। নিম্ন আদালতের রায়ে ত্রুটি মনে হলে তো উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে।

    • @kironkrdas9497
      @kironkrdas9497 Před 2 měsíci

      এগুলো পলিটিক্যাল ,,আপনার নিজস্ব মামলা হলে করে দেখুন জীবনে শেষ হবে না হলেও সঠিক বিচার পাবেন না

  • @subrataganguly4388
    @subrataganguly4388 Před 2 měsíci +43

    এসব লোক আছেন বলে, এখনও বঙ্গ বাসী সুস্থ ভাবে ভাবতে পারেন।

  • @rubidas690
    @rubidas690 Před 2 měsíci +114

    30 লক্ষ পরীক্ষা দিয়েছে কারো নাম্বারই প্রকাশ করে নি, দুর্নীতির প্রমাণ লোপাট করতে আসল OMR sheet ধ্বংস করে দিয়েছে।তাহলে কীভাবে দাবী করছে মেধার ভিত্তিতে চাকরী পেয়েছে?স্যার একদম ঠিক বলেছেন। আদালতকে 25000 নয় 30 লক্ষ পরীক্ষার্থী দের সাথে ন্যায় বিচার করতে হবে।

    • @bablibabli3377
      @bablibabli3377 Před 2 měsíci

      30 lakh to apply koreni..23 lakh...
      Plus GAZATTE ei mention chilo one year obdi omr thkbe..oneke tokhon RTI korechilo..... jara sure je tara qualify korto tara tokhon RTI kore copy toleni keno...???
      Oi 3 ti hard disc e almost 7-8 lakh omr scan copy pawa geche..jetate 5300 omr manipulate kore pass kora candidate ache..but baki fail,pass but not included and pass and inservice, perfect rank mile jcche emon copy pawa geche..so natok kore FAIL kora candidate sympathy pabe na... 5000 bade je baki 19000 candidate inservice e ache tader 50 prcnt er I scan copy pawa gche.... fail kora lakh lakh fella ra natok kore corruption ke nijer failure er jnno dayi korche..

    • @manajitmajumder7092
      @manajitmajumder7092 Před 2 měsíci

      Similarly, the employments of the perpetrators of the horrendous fraud viz. SSC, Education and other related Departments of WB state government, cabinet ministers, etc should be dismissed. The bona-fide candidates who lost their jobs temporarily have a fair chance of getting reinstated after the legal processes are completed in the near future. Yet, they would have some solace if such steps are taken by the Hon'ble Calcutta High Court and Hon'ble SCI in public interest.

    • @shilpimajila7657
      @shilpimajila7657 Před 2 měsíci +11

      একদম সঠিক কথা বলেছেন। কোর্ট এর রায় এর পরে সবাই নিজেদের কে যোগ্য যোগ্য বলে চিৎকার করছে। মজার ব্যাপার। Omr দেখাতে পারবে না তো কারণ পুরোটাই দুর্নীতি তে ভরা। কোর্ট এর এই রায় একদম সঠিক।

    • @Journeywithchandan
      @Journeywithchandan Před 2 měsíci +2

      Ekdom thik bolechen Kom no peyeo written e no bariye vivate call peteche othocho writen e besi peyeo vivate call payni. Tai revaluation samosto candidate 23 lokkho ke niye korlei bojha habe ke medha r ke medha na.

    • @kabirstutorial7119
      @kabirstutorial7119 Před 2 měsíci

      ১৯৯৮ থেকে কবে কোন ও এম আর প্রকাশ হত?

  • @niladrishekhardas1677
    @niladrishekhardas1677 Před 2 měsíci +6

    শুধুমাত্র তাঁর বিশ্লেষণের জন্য নয় , বাংলা ভাষার মাধুর্যও তাঁর প্রতিটি কথায় প্রতিফলিত। বাংলা ভাষাকে এতো সুন্দর করে বলতে এ-মুহূর্তে আর কটা মানুষ পারেন বলুন তো ?
    স্যার , আপনাকে অনেক অনেক প্রণাম।

  • @pinakisankarguha602
    @pinakisankarguha602 Před 2 měsíci +86

    ওই ২৫,৭৫৩ জনের মধ্যে , যারা দাবি করেন তারা যোগ্য ছিলেন অথচ চাকরী খুইয়েছেন, তারা কি নিশ্চিত যে তাদের rank, যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছেন, তাদের থেকে উপরে ? এমনও তো হতে পারে তারা পরীক্ষায় ভাল ফল করেছেন কিন্তু অন্য ভাল ফলকারীদের (যারা রাস্তায় রয়েছেন) থেকে হয়তো পিছনে rank থাকা সত্তেও সুযোগ পেয়েছেন কোনো 'বিশেষ' কারণে । তারাও প্রমাণ করতে পারবেন না, অন্যরাও পারবেন না । কারণ original OMR list উধাও হয়ে গেছে ।

  • @mukeshroy4971
    @mukeshroy4971 Před 2 měsíci +13

    খুব সুন্দর একটা আলোচনা, কাউকে কাদা ছোড়া-ছুডি ছাড়াই❤❤❤

  • @drrajatnarayanbhattacharya2199
    @drrajatnarayanbhattacharya2199 Před 2 měsíci +11

    OMR sheet যারা নষ্ট করলো, সেইসব culprit দের ধরতে হবে, চূড়ান্ত শাস্তি দিতে হবে। মন্ত্রী, আমলা সব।

  • @Pratihar204
    @Pratihar204 Před 2 měsíci +20

    আপনার analysis দুর্দান্ত.

  • @tapasghosh3584
    @tapasghosh3584 Před 2 měsíci +100

    ১৭ধরনের চুরি করার পরেও কোর্টের উপরে দোষ চাপাচ্ছে।

    • @tapasray4617
      @tapasray4617 Před 2 měsíci

      Chor সরকার, chor আমলা , chor পুলিশ।কাদের নিয়ে রাজ্য চলছে 😮😮

    • @shilpimajila7657
      @shilpimajila7657 Před 2 měsíci +5

      এই চাকরিহারা ra কেউ কিনতু এসএসসি কে দোষারোপ করছে না। অদ্ভুত ব্যাপার!

    • @arkamitra1993
      @arkamitra1993 Před 2 měsíci

      খবরের চ্যালেনগুলো ঠিক করে শোনা অভ্যাস করুন

    • @sanjoykb
      @sanjoykb Před 2 měsíci

      চোরেরা তো সেটাই করে, এটাই তো নিয়ম!

    • @masudsekh5555
      @masudsekh5555 Před 2 měsíci

      ​@@shilpimajila7657 এটা প্রমাণ হয় সবাই দূর্নীতি করে চাকরি পেয়েছে 😂😂😂

  • @rabindranathsarkar5371
    @rabindranathsarkar5371 Před 2 měsíci +26

    cbi এর আইনজীবী হিসাবে বিল্বদলবাবুর নাম সংবাদ মাধ্যমে দেখি কিন্তু আজ ওনার সাক্ষাৎকার দেখলাম। কী বলব, সত্যিই গুরুদেব মানুষ। প্রণাম জানাই স্যারকে।

  • @bidyutkumarbanerjee8410
    @bidyutkumarbanerjee8410 Před 2 měsíci +15

    অসাধারন বিশ্লেষন।

  • @jayantapal8327
    @jayantapal8327 Před 2 měsíci +22

    যারা অপরাধ করলো, অপরাধের চক্র চালালো বিচারে তাদের কোন শাস্তি দেওয়া হলো না কেন?
    এসএসসির কর্মকর্তাদের থেকে টাকা ফেরত নেওয়া হবে না কেন?

    • @kamalghosh1037
      @kamalghosh1037 Před 2 měsíci +1

      সহমত

    • @pijuskantipaul4851
      @pijuskantipaul4851 Před 2 měsíci

      ​@@kamalghosh1037আপনারা এটা জানেন কি ঐ অফিসারদের বিরুদ্ধে তদন্ত করতে মুখ সচিব পারমিসন দিচ্ছে না।

    • @somnathghosh6
      @somnathghosh6 Před 2 měsíci

      Etao ami vabchi. Keno ekhono kew uttor dilo na. Baper ta ki bujte parchi na

    • @shibprasadhembram5509
      @shibprasadhembram5509 Před 2 měsíci

      Thik katha

  • @benoykarmakar102
    @benoykarmakar102 Před 2 měsíci +7

    এখন সবচেয়ে আগে যেটা প্রয়োজন তা হচ্ছে যারা প্রতিপদে নিয়ম না মেনে এই অন্যায়গুলো করেছে, ছ'মাসের মধ্যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা। কুড়ি বছর পরে এদের শাস্তি বিধান হলে ততদিন এটা চলতেই থাকবে।

  • @subalojha2767
    @subalojha2767 Před 2 měsíci +13

    সবার omr প্রকাশ করা হোক, তারপর repanel হোক।কারোর কিছুই বলার থাকবে না। কারন waiting লিস্টে ও অনেক দূর্নীতি আছে।

    • @user-vb7dk5kj4y
      @user-vb7dk5kj4y Před 2 měsíci

      Aapni ki etao janen na je sob OMR gulo k nosto kore deoa hoyche ? Repanel kivabe korbe ? Aapnar kache notun kono idea ache ?

    • @srimantachowdhury4632
      @srimantachowdhury4632 Před 2 měsíci

      Omr kothai theke asbe

  • @Plkdjkh-ej5wu
    @Plkdjkh-ej5wu Před 2 měsíci +8

    সত্যি অনেক দিন পরে একজন মানুষ দেখলাম প্রত্যেক টি কথা খুব গুরুত্বপূর্ণ খুব ভালোলাগলো স্যার

    • @biswanathsaha637
      @biswanathsaha637 Před 2 měsíci +1

      ঠিক এ গাঙ্গুলির মতো,সময় থাকতে থাকতে। এই রকম বিচার পতিদের রাজনীতি তে যোগদান করলে আমরা নিশ্চই যোগীজির মত রাজ্য পেয়ে যাবো!

    • @Plkdjkh-ej5wu
      @Plkdjkh-ej5wu Před 2 měsíci

      @@biswanathsaha637 ek dom tik kothay bolechhen 100% Ekta kotha ki bolunto education manushke tik vul bichar korte sekhay. Tai bole karo onno vabe bolchhi na karon bektitto na harano sikhito manush enara eder khub dorkar rajnitite.
      Emon ekta poristhiti ekhon je nijer baba mayer deba name ta hottat kore bole debe ota amar deba ei rajje mithe ar chor dorsuder hoye jachhe.

  • @pranabdey6652
    @pranabdey6652 Před 2 měsíci +87

    একজন মাতাল আইনজীবী ( সরকারের )বলেছেন পাঁচ মিনিটে স্টে অর্ডার হবে....😊😊😊😊

    • @avimanyusaha8801
      @avimanyusaha8801 Před 2 měsíci +15

      মাতাল অনেক কিছু বলে গুরুত্ব দিতে নেই।

    • @user-bd7xn8wt6m
      @user-bd7xn8wt6m Před 2 měsíci +8

      Confidence bhalo over confidence noe kopale dhurbhog ache oi matal sarkari ainjibitar

    • @parthachakroborty3879
      @parthachakroborty3879 Před 2 měsíci +7

      0 chhoti chata

    • @competitive_study365days
      @competitive_study365days Před 2 měsíci +14

      আমাদের এখানে এক মাতাল রিকশা চালক আছে, তার নাম ও কল্যাণ 😂😂😂

    • @govtadvlegaldada.lalbazar7962
      @govtadvlegaldada.lalbazar7962 Před 2 měsíci +7

      কখন বলেছে রাত্রে, না দিনে, সেটা দেখতে হবে।

  • @dilipkrroy8757
    @dilipkrroy8757 Před 2 měsíci +9

    ঠিকই বলেছেন এর জন্য মূল দায়ী এসএসসি। তারপর রাজ্য সরকার।

  • @raghunathchatterjee7276
    @raghunathchatterjee7276 Před 2 měsíci +11

    খুব ভালো লাগল আপনার মতামত

  • @asishchakraborty9432
    @asishchakraborty9432 Před 2 měsíci +12

    Khub sundar bishleson
    Thank you

  • @shibaninag6382
    @shibaninag6382 Před 2 měsíci +39

    আপনি নমস্কার নেবেন।পশ্চিমবঙ্গের এই বিপদে আপনাদের খুবই দরকার ।আপনারা সঠিক মতামত জনগণ কে জানান।

  • @ZeroVote2-TMC
    @ZeroVote2-TMC Před 2 měsíci +46

    হুজুর এই ছাব্বিশ হাজারের বরখাস্ত বাদ দিয়ে শুধুমাত্র মাথাদুটোকে বাদ দিলেই তো সব ল্যাঠা চুকে যায়...🤣😂

  • @juyeldebnath3602
    @juyeldebnath3602 Před 2 měsíci +39

    আপনার কথাগুলো একদম সঠিক স্যার। অসংখ্য ধন্যবাদ

  • @debasisjana905
    @debasisjana905 Před 2 měsíci +16

    ইন্টারন্যাশনাল কোর্টে গেল চাকরি বাতিল হবে তৃণমূল হারবে

    • @user-pt5zn2yp4e
      @user-pt5zn2yp4e Před 2 měsíci

      Bi tomar darona ni sob chakri takba.sob takar kal

  • @parthasakhachakraborty4036
    @parthasakhachakraborty4036 Před 2 měsíci +15

    Excellent explanation

  • @ashokkumarbhattacherjee2148
    @ashokkumarbhattacherjee2148 Před 2 měsíci +4

    আপনাকে অসংখ্য ধন্যবাদ অবহেলিত শিক্ষাবন্ধুদের কথা আপনি বললেন।

  • @kkbhowal
    @kkbhowal Před 2 měsíci +4

    স্যার, আপনি ঠিক বলেছেন যে নেতাদের সংবিধান জানা উচিত। এটা কি বাধ্যতামূলক করা যায় না? যে কোন লেভেলের জন প্রতিনিধিদের যেমন -রাজ্যসভা, লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত সদস্যদের একটা সর্বভারতীয় পরীক্ষার মধ্যদিয়ে (সংবিধান সম্পর্কিত) আসা উচিত।
    এদের অনেকের আচরণ দেখে মনে হয় সংবিধানের প্রতি কোন দায়বদ্ধতা নেই।

  • @tapaskumarmullick9010
    @tapaskumarmullick9010 Před 2 měsíci +6

    দালাল দুটো ঠিক stay ম্যানেজ করে নেবে সেটিং করে l তারপর ডিএ কেসের মতো তারিখের পর তারিখ পড়বে l

  • @ramijmondal9505
    @ramijmondal9505 Před 2 měsíci +24

    পরীক্ষাটাই অবৈধ তাহলে নিজেকে যোগ্য বলেন কি করে তারা ? আর এখন থেকে যতদিন বাচবেন ততদিন যুবশ্রী বা লক্ষীর ভান্ডার পাবেন চাকরি হারারা। চিন্তা কিসের?

    • @user-nt7ml8gj7y
      @user-nt7ml8gj7y Před 2 měsíci +3

      Oi asha tei thak😂😂😂

    • @Journeywithchandan
      @Journeywithchandan Před 2 měsíci +3

      totally scam hoyeche ei niyog e

    • @sanghatidey
      @sanghatidey Před 2 měsíci +1

      নিজে সৎ ভাবে চাকরি পেয়েও চাকরি হারা হলে এই একই কথা বলতেন তো।

    • @indronilbaidya4802
      @indronilbaidya4802 Před 2 měsíci +1

      Darun darun

    • @indronilbaidya4802
      @indronilbaidya4802 Před 2 měsíci

      ​@@sanghatideyak bar na 5 bar Exam debo

  • @souranshumondal9784
    @souranshumondal9784 Před 2 měsíci +7

    Sir, convey my salutes for your correct analysis and excellent explanations.

  • @samiransarkar9571
    @samiransarkar9571 Před 2 měsíci +9

    বিল্বদলবাবু আপনাকে প্রনাম ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আইন বিষয় আপনার দেওয়া মূল‍্যবান সাক্ষাৎকারটির জন‍্য।

  • @sanatsaren1147
    @sanatsaren1147 Před 2 měsíci +12

    2011 সালের নিয়োগ গুলো একটু দেখবেন

  • @srutimondal70000
    @srutimondal70000 Před 2 měsíci +10

    Darun manus

  • @ranjanbhattacharya6995
    @ranjanbhattacharya6995 Před 2 měsíci +12

    Namaskar, apni akdam thik kotha balechhan.

  • @user-nh5qe9pd8t
    @user-nh5qe9pd8t Před 2 měsíci +3

    অসাধারণ আলোচনা।

  • @pranabesbhunia5042
    @pranabesbhunia5042 Před 2 měsíci +1

    এই কেসটাও ডিএ কেসের মতো দীর্ঘকাল ধরে ঝুলিয়ে না রেখে দেয়।

  • @snigdhaghosh7867
    @snigdhaghosh7867 Před 2 měsíci +1

    শান্ত, মার্জিত ভঙ্গিতে ভীষণ সুন্দর আলোচনা হল 🙏🏼🙏🏼

  • @amitkumarroy6637
    @amitkumarroy6637 Před 2 měsíci +5

    খুব খুব ভালো লাগলো।
    আপনাদের মতো ভদ্রলোকের খুব প্রয়োজন।
    নির্লজ্জ বেহায়ার সরকার।

  • @unboxingtechie8259
    @unboxingtechie8259 Před 2 měsíci +5

    দারুন লাগলো 👍

  • @user-ds1ul9pn3j
    @user-ds1ul9pn3j Před 2 měsíci +3

    অসাধারণ বিশ্লেষণ করেছেন স্যার

  • @aniksaha7655
    @aniksaha7655 Před 2 měsíci +2

    কলেজ সার্ভিস কমিশনের রেজাল্ট দেখেছেন সেখানে শুধু নাম আর রেজিস্ট্রেশন নম্বর l কত সিট রয়েছে বলবে না, কে কত পেয়েছে কিছু বলবে না, কে কিভাবে কত নম্বর চাকরি পেল তাও বলবেনা....😅😅😅

  • @gopalchowdhury646
    @gopalchowdhury646 Před 2 měsíci +1

    Salute to Mr Bhattacharya for your calm and composed remarks. Learnt a lot from your discussion. I am an Engineer. Stay in Hyderabad. Proud of you sir. Convey my regards regards to you.

  • @krishnendumukherjee2764
    @krishnendumukherjee2764 Před 2 měsíci +4

    Ashesh Dhannyabad Mr.Bhattacharya apnadermoto manushra parben Bangla k raksha kortey

  • @sripatimanna7734
    @sripatimanna7734 Před 2 měsíci +1

    ভালো লাগলো। এগিয়ে আসুন। দেশের জনগণ য়াতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই চিন্তা করুন। সর্বোচ্চ আদালতে র নিয়ন্ত্রণে ভোট গ্রহণ করা য়ায কিনা ভাবুন।

  • @muktipadamondal3945
    @muktipadamondal3945 Před 2 měsíci +3

    Ta hole এভাবে কেস করে টাকা অপচয় করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা করা হউক আইন মাফিক

  • @gopalchandrapramanik7308
    @gopalchandrapramanik7308 Před 2 měsíci +9

    সরকারের এই সুপ্রিমকোর্টে ঘনঘন রাজকোষ থেকে অর্থ নয়ছয় করে ছোটাছুটি, আচ্ছা এই টাকা টা ইছামত খরচ করবে আর আইন চোখ বুজে থাকবে? ধন্যবাদ সম্মানীয় আইনজীবী কে খুব সুন্দর ব্যাখ্যা করার জন্য।

  • @dilipkrroy8757
    @dilipkrroy8757 Před 2 měsíci +5

    বিল্ল দল বাবু একেবারে সঠিক কথা বলেছেন।

  • @SajalDe-tu4rr
    @SajalDe-tu4rr Před 2 měsíci +9

    আমার মনে হয় প্রতিটা ইস্কুল বন্ধ করে দেওয়া উচিত কারণ শিক্ষকরা কিছু পড়াই না আর মাস গেলে ৭০_৮০ হাজার টাকা মাইনে

    • @looseyourself528
      @looseyourself528 Před 2 měsíci

      R chuti kobe calender dekhe .DA niye chitkar kore tution ar bari korate busy

    • @dipakdebnath2285
      @dipakdebnath2285 Před 2 měsíci

      ঠিক ১০ হাজার টাকার প্রাইভেট স্কুলের শিক্ষকের চেয়ে ৫০ হাজার টাকার সরকারি শিক্ষকরা অনেক কম পড়ায়।

  • @proy4
    @proy4 Před 2 měsíci +10

    এই 26 হাজারকে চাকরি পাইয়ে দিতে বাকি 29 লক্ষ 74 হাজারের OMR নষ্ট করা হয়নি তো?
    মোট পরীক্ষার্থী 30 লক্ষ, যাদের যোগ্য বলা হচ্ছে, তাদের থেকে যোগ্য বাকি 29 লক্ষ 74 হাজারের মধ্যে নেই, এটা কি জোর দিয়ে বলা যায়, যেখানে SSC OMR নষ্ট করে দিয়েছে।

  • @bireswardebnath
    @bireswardebnath Před 2 měsíci +2

    সত্যের জয় সর্বদা।

  • @tapaskhanra8651
    @tapaskhanra8651 Před 2 měsíci +151

    এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে ভোটে ব্যান্ড করা উচিত।

    • @prodippaul7696
      @prodippaul7696 Před 2 měsíci

      রাজ্য সরকার সুপ্রিমকোর্টে যাবে চাকরি চোরদের বানকুএত তাদের জন্য যত দু:খ্য কিন্তু যোগ্য পার্থদের কথা ভুলে গেছে তবে চাকরি চোরদের কথা বললে সুপ্রিম কোর্ট একটা লাথি মারবে মমতাকে বিশ্বাস করে তাপস পাল আনিস খান উপরে চলেগেছে মমতা কে বিশ্বাস করা পাপ

    • @sanjayda5287
      @sanjayda5287 Před 2 měsíci +1

      Please start from 1980 . What you had seen in that time what was the procedure. Please state

    • @AmitKumar-xw6vf
      @AmitKumar-xw6vf Před 2 měsíci

      চোর ধরতে গিয়ে যারা শুধু স্যালারী নিয়েছে তাদের পদত্যাগ করা উচিত।
      চোরের বুদ্ধি বেশী।তাই চোরের পদোন্নতি চাই।
      লজ্জা না করে বস্তা পঁচা নিম্ন মানের বিচার ব্যাবস্থা এর আধুনিক মানের করুন।।
      যে বা যারা ক্ষমতায় আসবে তারা চুরি করবেই 1000% নিশ্চিত।

    • @user-wu9xg8bu7l
      @user-wu9xg8bu7l Před 2 měsíci +1

      @@sanjayda5287 আগে যা ছিল এখনও যদি তাই থাকে(যদিও তার থেকে জঘন্য) তাহলে তো সমাজব্যবস্থা পিছোবে।

    • @moveemaker4767
      @moveemaker4767 Před 2 měsíci

      Akdom

  • @gautamray9290
    @gautamray9290 Před 2 měsíci +21

    মাননীয় আইনজীবী বিল্বদল ডট্টাচার্য্য কে বেশ ভালো লাগলো।

  • @rumabandyopadhyay1325
    @rumabandyopadhyay1325 Před 2 měsíci +1

    খুব ভালো লাগলো এই আলোচনা

  • @indianflutistajoydebnath.7884
    @indianflutistajoydebnath.7884 Před 2 měsíci +4

    ভালো লাগলো

  • @aparnaraymandal7042
    @aparnaraymandal7042 Před 2 měsíci +1

    দুর্দান্ত বললেন।

  • @sreyoshiroy9769
    @sreyoshiroy9769 Před 2 měsíci

    ধন্যবাদ স্যার,সত্যি কথা অকপটে বলার জন্য।

  • @tapaskumarghosh9957
    @tapaskumarghosh9957 Před 2 měsíci +19

    ... দেখুন সৎ, দূর্নীতি হীন, ভাল মনের মহিলা বা নারীদের অবশ্যই সম্মান দেওয়া উচিত এবং উচ্চ আসনে রাখা উচিত ... এই রকম দূর্নীতিবাজ, অসৎ, কুটীল চরিত্রের মহিলাকে এবং যে মহিলা, মহিলা হওয়ার সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই করেন, অহরহ মিথ্যাচার করেন, সেই রকম মহিলাকে কি সম্মান দেওয়া উচিত না দেওয়া যায়?...

  • @nisthapari6572
    @nisthapari6572 Před 2 měsíci +2

    বাস্তবিক ক্ষেত্রে কতজন জোর চোর
    অযোগ্য ব্যাক্তি যে বাচ্চাদের জীবন নষ্ট করছে কেউ জানে না😢😢😢
    এখন সবাই বোঝাতে চাইছেন আমরা যোগ্য😮

  • @user-hf7ie4du7j
    @user-hf7ie4du7j Před 2 měsíci

    Thanku sir 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @AMITMANDAL-vh5yn
    @AMITMANDAL-vh5yn Před 2 měsíci

    খুব সুন্দর একটা বাস্তবমুখী আলোচনা।

  • @sanjibsarkar2690
    @sanjibsarkar2690 Před 2 měsíci

    I salute sir

  • @rejaulislammandal1605
    @rejaulislammandal1605 Před 2 měsíci +5

    একজন শিক্ষিত, বিচক্ষণ মানুষের সুচিন্তিত বিশেষণ। কোনো সস্তা হাততালি পাওয়ার ফিল্মি ডায়ালগ নয়।

  • @debashisbhattacharyya6744
    @debashisbhattacharyya6744 Před 2 měsíci +1

    পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়োগ পদ্ধতি টা অবৈধ কুরুচিপূর্ণ কুরুচিকর !!!! অসাধারণ উপস্হাপনা ভালো লাগলো।

  • @debashishaldar6893
    @debashishaldar6893 Před 2 měsíci +2

    একমাত্র পথ নতুন করে পরীক্ষা নেওয়া।

  • @Astrologer-qz5rf
    @Astrologer-qz5rf Před 2 měsíci +1

    Need a proper investigation by the court for 2012,2014,2017 primary teacher recruitment also.

  • @sadhanabandyopadhyay7644
    @sadhanabandyopadhyay7644 Před 2 měsíci +6

    স্যার,খুব ভালো থাকুন ঈশ্বরের কৃপায়। 🙏

  • @manojkumarghosh6393
    @manojkumarghosh6393 Před 2 měsíci +4

    স্যার , যাদের আর্থিক অবস্থা দূর্বল, তারা বিচার ব্যবস্থা র সুযোগ গ্রহণ করতে পারে না। যদিও লিগ্যাল এইড এর ব্যবস্থা আছে। তবুও সেটা সকলের পাওয়া সম্ভব হয়না।

    • @biswanathsaha637
      @biswanathsaha637 Před 2 měsíci

      ভগবানের ইচ্ছা নাহলে গাছের একটা পাতাও নড়ে না। তেমন টেবিলে টাকা না পড়লে মুখ থেকে একটা শব্দ ও বের হবে না।

  • @gamingBB070
    @gamingBB070 Před 2 měsíci +1

    Excellent comments

  • @tapasmalik5276
    @tapasmalik5276 Před 2 měsíci +1

    দায়ী কারা আপনি তো বলেই দিলেন . তাহলে সৎ ছেলে মেয়েদের চাকরি গেল কেন ? কোর্ট কী সরকার ও এসএসসি কে শাস্তি না দিতে পেরে সৎ ছেলে মেয়েগুলো কেই পেলো ?

  • @biswajitbaul7064
    @biswajitbaul7064 Před 2 měsíci +8

    যে সব রাজনৈতিক ব্যক্তিত্ব আদালতের রায়কে বা বিচারপতিদের যা খুশি বলে তাদের বিরুদ্ধে যদি কোন পদক্ষেপ না করা হয় তা হলে সাধারণ মানুষ ও তো এর পর করতে পারে। তাতে কি বিচার প্রক্রিয়ার মান্যতা থাকবে নাকি বিচারপতিদের উপর মানুষের কি বিশ্বাস থাকবে?

    • @biswanathsaha637
      @biswanathsaha637 Před 2 měsíci

      মানে কি? বিচারপতিরা কি সব সমালোচনার উর্দ্ধে?সে তো তাহলে ডিক্টেটরশিপ চালু করে দেবে! Democracy থাকবে নাকি?

  • @sukumarraha8387
    @sukumarraha8387 Před 2 měsíci

    Beautiful speech by Billwadal Sir

  • @BiswanathGoswami-gn2hl
    @BiswanathGoswami-gn2hl Před 2 měsíci

    মাননীয় বিল্বদলবাবুর জবাব অতুলনীয় ও ভদ্রজনোচিত। আপনাকে শ্রদ্ধা জানাই।

  • @ramadas8859
    @ramadas8859 Před 2 měsíci

    ❤❤❤🎉খুব ভালো লাগলো,ভদ্র ভাবে সঠিক বক্তব্য বলার জন্য ধন্যবাদ।

  • @saktichakraborty590
    @saktichakraborty590 Před 2 měsíci +9

    অমিতাভ ঘোষ, কল্যান বন্দ্যোপাধ্যায়ের সাজার জন্য ব্যবস্থা নিতে হবে ।

  • @bimalkumarbiswas2648
    @bimalkumarbiswas2648 Před 2 měsíci

    Bilwadal বাবুর বক্তব্য খুব ভালো লাগলো।ওনাকে প্রণাম জানাই।

  • @ramkrishnachakraborty6707
    @ramkrishnachakraborty6707 Před 2 měsíci

    Sir ,you are 💯 % Correct.

  • @nandagopalkarmakar4182
    @nandagopalkarmakar4182 Před 2 měsíci +2

    ১00% সঠিক 🙏🙏

  • @CcaKing-je8wk
    @CcaKing-je8wk Před 2 měsíci +2

    Perfect speeches sir /// very nice💕

  • @asimajanamaiti4443
    @asimajanamaiti4443 Před 2 měsíci

    Khub valo laglo, Billwadal babu ke pronam 🙏

  • @suvarudra35
    @suvarudra35 Před 2 měsíci +2

    One of the best interview i have ever seen sir apnake satakoti pronam🫡🫡🫡🫡

  • @proudsm735
    @proudsm735 Před 2 měsíci +2

    1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে সেটা হয়তো 1 বৎসর এর মধ্যে ফেরৎ দিতে হবে এটা সুপ্রিমকোর্ট বলতে পারে।

  • @ritwikroy1570
    @ritwikroy1570 Před 2 měsíci

    Thanks Billadal Babu for the quality interview.Bhalo thakun!

  • @DPattanaik59
    @DPattanaik59 Před 2 měsíci +2

    Why was he sacked as a lawyer of CBI? Who did it? And why? It's a mystery. An example of setting.

  • @andrewandrew6444
    @andrewandrew6444 Před 2 měsíci

    Well said, Glamour and glory... Pranaam neben sir.

  • @MintuDebnath-vg4ve
    @MintuDebnath-vg4ve Před 2 měsíci +1

    বাংলার অবস্থা অতি করূণ

  • @sudiptaroy2779
    @sudiptaroy2779 Před 2 měsíci

    পাপের জয় কখনো যেনো না হয়, খুব কষ্ট হয় ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট পেলাম না। নিয়োগ কিভাবে হলো?

  • @SudamBhattacharya
    @SudamBhattacharya Před 2 měsíci +1

    হাইকোর্টের চাকুরী সংক্রান্ত রায়ে আমি অত্যন্ত সন্তোষ প্রকাশ করছি।

  • @ramengupta6499
    @ramengupta6499 Před 2 měsíci +1

    সুপ্রিম কোর্টকে ভরসা করতে পারছি না।

  • @dilipkumarmitra3067
    @dilipkumarmitra3067 Před 2 měsíci

    Excellent analysis. Every pros and cons have been highlighted.

  • @sontoshsutradhar359
    @sontoshsutradhar359 Před 2 měsíci

    ধন্যবাদ দাদা🙏

  • @akhilsaha3303
    @akhilsaha3303 Před 2 měsíci

    Thank you sir for your clarification ,go on pl

  • @DIPAKKUMARDAS-yo5qn
    @DIPAKKUMARDAS-yo5qn Před 2 měsíci +1

    Right judgement