শীতপ্রধান দেশে বিনামূল্যে টবে লতিরাজ কচু শাক ও লতি উৎপাদনের টিপস অ্যান্ড ট্রিক্স

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2023
  • শীতের দেশে টবের মাটিতে লতিরাজ কচু শাক হারভেস্ট করে রান্না ও সারা বছর সংরক্ষণ • শীতের দেশে টবের মাটিতে...

Komentáře • 214

  • @sikhadas8300
    @sikhadas8300 Před rokem +20

    আমাদের দেশে বনে বাঁদাড়ে অবহেলায় বেড়ে উঠে, তাকে রাজসিক আয়োজনে বিলেতে পালন করতে হয়। এতো সুন্দর করে এতো যত্নে ভিডিও টি দেখালেন, মুগ্ধ হয়ে দেখলাম। আমরা এই কচু কে শোলা বা পানি কচু বলি। দুধ মান কচু আলাদা, ওটা কাটলে দুধের মতো কস বেরোয়। ধন্যবাদ, ভালো থেকো 🙏🤗

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +2

      শোলা কচু নামটা শুনিনি, তোমার কাছে অলেক কিছু জানতে পারি শিখাদি। দেশে যখন গেলাম এখানে সেখানে চারদিকে কচুর বন! দেখে মনে মনে দীর্ঘশ্বাস চলে আসে এমনি, এখানে শত সাধনার ফল পাই

    • @sikhadas8300
      @sikhadas8300 Před rokem +3

      @@bgreenfamily মান কচু যেমন আলুর মতো টাইট, শোলা কচু শোলার মতো হালকা, জলের কাছাকাছি হয়। তাই পানি কচু বলে। যাই বলো তোমার টবের কচু! তার সাথে কারো তুলনা নেই। কেটে খেতে ও মন কেমন করবে 😀🙏❤️❤️❤️ আজ অনেক কিছু শিখলাম, ট্রাই করবো 👍

    • @kazisumon163
      @kazisumon163 Před rokem

      ​@@bgreenfamily LP

  • @pecivilwaterandenvior8318

    সুন্দর ভিডিও ভাই। আমি আমেরিকার একটি গ্রোসারী থেকে মুখী কচু কিনে এনেছিলাম। লতি হয় না। আপনি যে যাতের দেখিয়েছেন ঐ জাতের ছিল না। এখন বঝলাম কি করে কচুর চাষ করতে হয়। লাউ হয়েছে ৬১ টি । এখনো হচ্ছ। আমি যে খানে আছি বাংলাদেশী নেই। আশে পাশে যারা আছে ওদের অনেকেই খায় না। গত দু বছর ওদের শিখিয়েছি কি করে খেতে হয়। আগামী বছর বেচেঁ থাকলে আপনার পথ অনুসরন করবো।

  • @farhanashome3202
    @farhanashome3202 Před rokem +5

    MashaAllah very informative video sharing Amio try korbo ❤

  • @mosharrofhossain9951
    @mosharrofhossain9951 Před rokem +1

    আচ্ছালামু আলাইকুম ভাই, আমার নাম মোশাররফ হোসেন, আমি নিউ ইয়র্কে বসে আপনার ভিডিওটি দেখলাম। খুব ভাল লাগলো। আমি গত সামারে মুখী কচু ২টি টবে লাগিয়েছিলাম বেশ হয়েছিল। যদি পানি কচু বা লতিরাজ কচুর বীজ পাই তাহলে এ বছর আপনার ফর্মুলায় চেষ্টা করে দেখব ইনশাল্লাহ। আপনার ভিডিওটি খুবই ইনফরমেটিভ, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

  • @shakilakhatunlin9066
    @shakilakhatunlin9066 Před rokem +2

    MashaAllah! Nice sharing. 👌🌺💐

  • @saheraukvlogger1812
    @saheraukvlogger1812 Před rokem +1

    অসাধারণ সুন্দর ভিডিও অনেক সুন্দর কচু হইছে

  • @DinewithNasrin
    @DinewithNasrin Před rokem +4

    অসাধারণ শেয়ারিং। আশাকরছি প্রবাসী গার্ডেনার দের উপকারে আসবে।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      যদি নতুন বাগানী কারও সুবিধা হয় তাতে সত্যিই ভালো লাগবে।অসংখ্য ধন্যবাদ আপু।

  • @ssmtraditionalcooking1627

    অনেক সুন্দর করে বুঝিয়েছেন, অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য॥

  • @mosammatafrozacooking

    আসসালামু আলাইকুম
    অনেক সুন্দর লাগলো ভিডিও আপু
    পাশে থাকার অনুরোধ রেখে গেলাম আপু ও ভাইয়া

  • @AyshasRannagorUK
    @AyshasRannagorUK Před rokem +3

    Beautiful vlog sharing bai
    Thank you so much ❤

  • @mykitchenlily
    @mykitchenlily Před rokem +3

    অসাধারণ ভিডিও দিয়েছেন

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      উপকৃত হলেই আমাদের পরিশ্রম সার্থক হবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @shakilatalukdar2906
    @shakilatalukdar2906 Před 9 měsíci

    কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ আপনাদের দুই জনকেই ভালো রাখুক আর আপনাদের পরিবারের সকল মানুষ কে সুস্থ রাখুক এই দোয়াই করি আমিন। তবে আপনার কাছ থেকে অনেক কিছু সেখার আছে।।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 6 měsíci

      অনেক অনেক ধন্যবাদ দোয়া আর শুভ কামনা আপু। আপনার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়া আমাদের মত ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না। বিভিন্ন কারণে দীর্ঘ দিন হলো ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না আর এই চ্যানেলটাও মোবাইলে লগইন না থাকায় নোটিফিকেশন দেখা যায় নাই বলে উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দূঃখিত। 😍😍😍

  • @MaMeye505
    @MaMeye505 Před rokem

    আসসালামু আলাইকুম আপু কেমন আছো মাসাআল্লাহ অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করেছো

  • @zarinahossain7489
    @zarinahossain7489 Před rokem +1

    মাশাল্লাহ অনেক চমৎকার কিছু শিখতে পেলাম অনেক ভালো লেগেছে আমি জার্মানি থেকে আমাদেরও গার্ডেন আছে কচুর মুখে দিয়ে কচু লাগায় কিন্তু এত সুন্দর হয় না আপনারটা চমৎকার হয়েছে আপনি যে মাটির কথা বললেন এখানে অনেক ধরনের মাটি পাওয়া যায় , এদেশে আমরা কোন মাটিটা ব্যবহার করব বুঝতে পারতেছিলাম না, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ব্লকের জন্য

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💗, হ্যা বাইরে অনেক ধরনের মাটি মেলে। এক একটার এক এক পারপাস। এটা নিয়ে দেখি সম্ভব হলে ভিডিও করবো

  • @rozajabin3154
    @rozajabin3154 Před rokem +1

    tumra. khub oshadharon bhalo laglo doa

  • @Bangladeshivloggersumikabir

    আপু মাশাল্লাহ খুবই ভালো লাগলো ফুল ওয়াজ ধন্যবাদ

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আলহামদুলিল্লাহ আপু আমাদের ভিডিও উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @monilaila1853
    @monilaila1853 Před rokem

    আপনাদের এই ভিডিও দেখে অনেক বার লাগিয়েছি হয়নি । আলহামদুলিল্লাহ্ এবার হয়েছে।ফলন হলে আবার ছবি দিবো ইন শা আল্লাহ্।

  • @sheolysheoly4523
    @sheolysheoly4523 Před rokem +1

    মাশা আল্লাহ
    অনেক সুন্দর লতি গাছ কচু 👌👌👌🌹🌹

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      আলহামদুলিল্লাহ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️

    • @sheolysheoly4523
      @sheolysheoly4523 Před rokem

      @@bgreenfamily আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🇶🇦🇧🇩

  • @SoniasKitchenDiary
    @SoniasKitchenDiary Před rokem +1

    Thanks video ta share korar jonno

  • @suraiyahaque5316
    @suraiyahaque5316 Před 4 dny

    Thanks to share with us , I will try

  • @mahfujachowdhury1
    @mahfujachowdhury1 Před rokem

    MA Shaa Allah
    Kubi important video cilo
    Kubi upokritho hoyesi

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      Thank you for watching and encouraging us 💚💚

  • @khanfahmin0
    @khanfahmin0 Před rokem +1

    Ma'sha'Allah. Onek shundor folon hoise

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আলহামদুলিল্লাহ 😍❤️

  • @shamimash7627
    @shamimash7627 Před rokem +2

    অনেক ভালো লাগলো ধন্যবাদ

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 Před rokem +1

    2nd Shaikh Shiraj.

  • @Family-Kitchen
    @Family-Kitchen Před rokem +1

    Mashallah, thanks for sharing vai

  • @shajedachoudhury5329
    @shajedachoudhury5329 Před rokem +2

    Thanks for instructive tips.

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      Any time Apu 💞❤️ thanks for appreciating our efforts 🧡❤️

  • @anupamsworld2006
    @anupamsworld2006 Před rokem

    darun prochesta

  • @azizvlog90
    @azizvlog90 Před 16 dny

    Very nice 👍

  • @bangladeshilondonvlogger4989

    mashallah very nice and beautiful

  • @MdRafiq-ym5xh
    @MdRafiq-ym5xh Před 2 měsíci

    আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি।
    আল্লাহর অপার রহমত।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 2 měsíci

      100% Agreed 👍💯💯💯😍😍😍

  • @rahulandma2653
    @rahulandma2653 Před rokem +3

    ভালো লাগলো🌺🌺🌺🌺🌺🌺

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি 😍😍😍❤️❤️❤️❤️

  • @juliaskitchencorner2144

    Amazing video !

  • @sharminjuthi3608
    @sharminjuthi3608 Před rokem +2

    সত্যিই অসাধারণ।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️😍💚যদি নতুন বাগানী কারও সুবিধা হয় তাতে সত্যিই ভালো লাগবে। দোয়া করবেন।

  • @minutesEnglishlearningsession

    খুব ভাল, From Singapore.

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      অনেক ধন্যবাদ 😍😍😍

  • @rakibbhuiyan9532
    @rakibbhuiyan9532 Před rokem +1

    Good quality video

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      Thank you so much for enjoying our videos ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @shajedachoudhury5329
    @shajedachoudhury5329 Před rokem +7

    How amazing lotiraj Kochu’s planning!

    • @agnesrdcosta5499
      @agnesrdcosta5499 Před rokem

      Thank you very helpful video

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      Thank you so much for enjoying our videos ❤️💚🧡💜💙💛🤍❣

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 Před rokem +2

    Excellent vaia!Mashallah

  • @explorewithmeharin5554
    @explorewithmeharin5554 Před rokem +1

    Thank you for sharing. Please share more of these video's.

  • @virallyoutube
    @virallyoutube Před 11 měsíci

    Very good taro cultivation ,good luck always ,..greetings from Indonesia

  • @amitgreenworld.7055
    @amitgreenworld.7055 Před rokem

    Khub khub khub valo laglo

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      ধন্যবাদ আপনাকে

  • @shikhasspicycooking
    @shikhasspicycooking Před rokem

    Bah darun lagche kochu gulo

  • @3starslouisville518
    @3starslouisville518 Před rokem

    মা শা আল্লাহ

  • @bangladeshisylhetivloguk5964

    Masllah very informative video shearing.

  • @luckykazivlog8782
    @luckykazivlog8782 Před 2 měsíci

    Mashallah great information video! 😍❤️🤲

  • @cookingwithmrsjahan
    @cookingwithmrsjahan Před rokem

    Wow bhaia looks beautiful very nice 👌

  • @sumaiyanipaslifestyle8939

    উপকূত হয়েছি ধন্যবাদ

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আপনাকেও অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @rahmaturrob1225
    @rahmaturrob1225 Před 11 měsíci

    Thank you so much. My mom always watch your videos.

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 10 měsíci

      So nice of you, say my Salam to your mum 💞💚

  • @shanwarajapan2320
    @shanwarajapan2320 Před rokem +1

    Wow amazing and absolutely nice🤩Thank you for sharing.💯💯💯💯
    I wish you health and happiness every day. I Wish your full of happiness in your life. 💕

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      Thank you so much for enjoying our videos. ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @nargisflowervlogs5158
    @nargisflowervlogs5158 Před rokem +1

    Very good

  • @runasdailykitchenvlog25

    দারুন ভিডিও

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      অনেক ধন্যবাদ আপু 💚💚💚

  • @nymamorshad8964
    @nymamorshad8964 Před 3 měsíci

    Apu vaiya ami Sweden a thaki. Apnader vedio dekhe kochu gach toiri korechi mashaallah onek sundor hoyeche

  • @mohammadjahir9314
    @mohammadjahir9314 Před rokem

    Masallah khov sundor

  • @salmaakhterera2705
    @salmaakhterera2705 Před rokem +5

    সত্যি অসাধারণ, ভাইয়া, মনে হলো এতক্ষণ ক্লাশ করলাম। এতো সুন্দর করে সবকিছু বুঝিয়ে বললেন, যে কিছুই জানেনা সে-ও পারদর্শী হয়ে উঠবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন। জাজাকাল্লাহ খাইরান 💞♥️

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আস্লালামু আলাইকুম আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সবসময় এভাবে উৎসাহ দেবার জন্য। এই ভিডিওটা গত এক বছর ধরে একটু একটু করে প্রতিটা স্টেপ ধারন করে করা। সেটাকে আবার সবার সুবিধার জন্য পনেরো মিনিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি❤️😍যতটা পারা যায় যদি নতুন বাগানী কারও সুবিধা হয় তাতে সত্যিই ভালো লাগবে। দোয়া করবেন আপু।

    • @salmaakhterera2705
      @salmaakhterera2705 Před rokem

      @@bgreenfamily ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি আল্লাহ আপনাদের সহায় হোন। প্রতি জায়গাতেই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। আমিন 💞♥️

    • @shakilakhatunlin9066
      @shakilakhatunlin9066 Před rokem

      @@bgreenfamily আমি মনে করি আপনারাই প্রকৃত ইউটিউবার বা ব্লগার যেটাই বলেন। আপনাদের প্রত্যেকটা ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে।
      আর আপনারা অনেক কষ্ট করে তৈরি করেন মানসম্মত ভিডিও । আজকাল ইউটিউব এ কিছু ভিডিও দেখলে মনে হবে যেন কোনো সিরিয়াল চলতেছে। এইটার পরে আর এক পর্ব এই আর কি।
      কিন্তু আপনারা অনেক different অন্য সবার থেকে। আপনাদের যদি কোন সময় পর্ব থেকেও থাকে তাহলেও সেটা শিক্ষামূলক অযথা ভিউস এর জন্য না।
      ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
      আমি ছোট ছোট তিন বাচ্চা নিয়ে আপনাদের সব ভিডিও না দেখতে পারলেও অনেক ভিডিও দেখি।
      দোয়া করি আল্লাহ্ তা'লা যেন আপনাদেরকে অনেক উন্নতি দান করেন। আমীন

    • @sheolysheoly4523
      @sheolysheoly4523 Před rokem

      @@bgreenfamily মাশা আল্লাহ
      অনেক কষ্ট করে সন্তানের মতো যত্ন করে একটু একটু করে বিশাল বড় উপকারী বিডিও তৈরি করেছেন।আল্লাহ পাক আপনাদের কষ্ট কে সফল করুক। আমি কাতারে সবজ্বী বাগান করি।আমার কাছে খুবই ভালো লাগে।এখনো চাল কুমড়া+ টমেটো, পুইশাক, মিষ্টি কুমড়া, সিম এবং মিষ্টি আলো রুপন করা আছে। আলহামদুলিল্লাহ

    • @samsunnaher1430
      @samsunnaher1430 Před rokem

      তে

  • @afrozabilkis4162
    @afrozabilkis4162 Před rokem +2

    Thank you vai

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      Welcome apu ❤️💚🧡💜💙💛🤍❣

  • @nayemislam9364
    @nayemislam9364 Před rokem

    খুব সুন্দর

  • @tanvinrayhan
    @tanvinrayhan Před rokem

    Mashallah

  • @nasimakhan2362
    @nasimakhan2362 Před rokem

    ধন্যবাদ

  • @subornablogs4261
    @subornablogs4261 Před rokem +2

    ভাইয়া আপনার কছে অনেক কিছু শিখার আছে। সুজন ভাই এমনকি গুরু মিনে

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু 💚💚

  • @recipesbysefasamirasmomsad4714

    Very nice

  • @edwardcollege4899
    @edwardcollege4899 Před rokem

    Thanks a lot.

  • @reshmachowdhury7035
    @reshmachowdhury7035 Před 11 měsíci

    Very nice,patagulo yellow hoye geche keno?

  • @moriumanwar6466
    @moriumanwar6466 Před rokem +3

    Thank you Apu, Vaiya for sharing your videos. I did put “kochu” in water as you instructed it’s already started sprouting MashaAllah. But today I noticed some mould on the top. What shall I do please suggest. Thank you 😊

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      Apu you can transfer the kochu stem into a compost pot now and place that on a warm sunny spot. Insha Allah new baby plant will emerge soon. ❤️💚🧡💜💙💛🤍❣

    • @moriumanwar6466
      @moriumanwar6466 Před rokem

      Thank you 😊.

  • @sn-dreamvlogs-
    @sn-dreamvlogs- Před 9 měsíci

    Nice❤

  • @ferdousarakhanam9553
    @ferdousarakhanam9553 Před rokem

    আলহামদুলিল্লাহ

  • @itsmultisolvearpita
    @itsmultisolvearpita Před rokem

    👌👌👌

  • @mehnajferdous7106
    @mehnajferdous7106 Před 4 měsíci

  • @lubna6755
    @lubna6755 Před 10 měsíci

    Thanks ❤

  • @merrifieldgalos6248
    @merrifieldgalos6248 Před rokem

    Nice. I just did my new Verity kochu. Just wanted to verify with you. My big kochu has become small like guri kochu. Don't know why? I have another kochu, brown colour, which gives loti. I can't eat the root, Very itchy. I almost damaged my tongue.

  • @kawserhossain-hl5ib
    @kawserhossain-hl5ib Před rokem

    🎉🎉

  • @habibanasser7947
    @habibanasser7947 Před rokem

    Alhamdulillah

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আলহামদুলিল্লাহ

  • @bonnakhatun1464
    @bonnakhatun1464 Před rokem

    ওয়াও

  • @rubibegum8664
    @rubibegum8664 Před rokem +1

    Thank you for sharing very informative video

  • @joynobjahan6578
    @joynobjahan6578 Před rokem +1

    ❤️❤️❤️

  • @realvlogswithgita.3328

    Wooooow

  • @syeda017
    @syeda017 Před rokem

    Wow

  • @omansubykhi3905
    @omansubykhi3905 Před rokem

    Apu ai vedio ta onk kujeci.but ajk hate pelam.ami o oman taki apnader moto try korbo.inshaallah

  • @user-ef9tr3tr4u
    @user-ef9tr3tr4u Před 2 měsíci

    পরবর্তী বছরে এই কচু থেকে আবার গাছ হতে কিছু করা লাগবেনা?অথবা মাটিও চেন্জ করতে হবেনা???

  • @parimaldey3469
    @parimaldey3469 Před rokem

    আবারো ধন্যবাদ দাদা। লতিরাজ কচুর চাষ পদ্ধতি ২য় ষ্টেপে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে অল্প ছিদ্র করে কতদিন পর্যন্ত রাখতে হবে এবং জল ব্যবহার করতে হবে কিনা? জানালে বাধিত হব। অনেক ধন্যবাদ আপনার ভিডিও এর জন্য। অপেক্ষায় রইলাম।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      দাদা তাপমাত্রার উপর নির্ভর করে এক/দু সপ্তাহের মধ্যে যখনই একটু বৃদ্ধি পেতে থাকবে এবং এই ভিডিওটার czcams.com/video/IAf44z7uBd8/video.html মতো করে transfer করে দিতে হবে তাহলে কয়েক দিনের ভিতর গজিয়ে উঠবে। আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ। ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @mahmudakhanam6659
    @mahmudakhanam6659 Před rokem

    আপু এবং ভাইয়া - উইন্টার এর জন্য এই কচুগাছগুলো কিভাবে ঘরে নিয়ে জীবিত রাখার ব্যবস্থা করা যায়, তার উপর একটা ভিডিও করে দেখাতে পারবেন?

    • @mahmudakhanam6659
      @mahmudakhanam6659 Před rokem

      আমি টরন্টোয় থাকি।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আপু ইউকের আবহাওয়া অনুযায়ী আমরা এগুলোর পাতা কেটে খেয়ে ফেলার পর শীতের সময় ইন্ডোরে রাখি এরপর এপ্রিল মাসে গ্রীনহাউসে রাখি তখন নতুন পাতা গজায়। তারপর জুনের ২০ তারিখের পর গার্ডেনে খোলা জায়গায় রাখি। এভাবেই কচুর দিন চলে যায়

  • @merrifieldgalos6248
    @merrifieldgalos6248 Před rokem

    Do you have kakrol? If you have could you make a video on how to grow and look after? Because your video is easy to follow. Some people make videos, but I got lost while watching. Too much repetitive talk they do.
    Thanks

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      Assalamualaikum apu , thanks for your kind words💞❤️ really inspiring. no dear, we love Kakrol but we don’t have any because of the temperature and space limitations here.

  • @arhamahrab765
    @arhamahrab765 Před 18 dny

    এতো দিন পর

  • @akanshanjida
    @akanshanjida Před rokem

    আসসালামু আলাইকুম , যাযাকআল্লাহহুল খাইরাহ, আমার মুখি কচু হলেও লতি কচু হয় নি । আশাকরি এবার হবে 😊

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      ওয়ালাইকুম সালামতপুর, ইনশা আল্লাহ আপু

  • @lubna6755
    @lubna6755 Před 10 měsíci

    Vaia winter time ki korbo please

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 9 měsíci

      আপু ঠান্ডা পরে গেলে কেটে ছেঁটে বাসার ভেতরে রাখতে হবে

  • @elizagomez7520
    @elizagomez7520 Před 11 měsíci

    kosur mukhir theke loti ber hoy na, age ami jantam na, apner video er jono donobad.

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 10 měsíci

      Thank you for your appreciation 💚🙏🏻

  • @shamimaparvin137
    @shamimaparvin137 Před rokem

    What would the recommended pot size?

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      Bigger pot gives big crop and requires less frequently feeding. According to our previous experiences I would recommend 50 litre pot for growing Large Kochu plant along with lots of Loties. ❤️💚🧡💜💙💛🤍❣️

  • @muslimahafifa3456
    @muslimahafifa3456 Před 7 měsíci

    টবের কচু গাছে কি সার ব্যবহার করেন প্লিজ জানালে উপকৃত হব!?

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 6 měsíci

      আপু peat free organic compost ব্যবহার করি সাথে কোকো পিট ও Horticultural sand ব্যবহার করি। 1:1:1 Ratio তে দিবেন। তারপর নিয়মিত পানি দেওয়ার সময় Seaweed liquid fertiliser ব্যবহার করি। শীতের দেশে কচুর জন্য প্রয়োজন তাপ তাপ এবং তাপ মানে হলো বাংলাদেশের মত আবহাওয়া 😍😍😍

  • @BdtoLondonAdventurevlogs

    আসসালামু ওয়ালাইকুম ভাই। িকভবে চিনবো লতিরাজ কচু কোন টা? কারন মান কচু ও তো গেখতে এমন ই

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      ওয়া আলাইকুম সালাম আপু ভিডিওতে দোকানের শেলফে যে কচুটা দেখিয়েছি ওটাই লতিরাজ বা শোলা কচু । এটি ওজনে মান কচুর চেয়ে তুলনামূলকভাবে হালকা হয়। এটার গা থেকে লতি কেটে নেওয়ার চিহ্ন দেখতে পাবেন যা মান কচুতে দেখতে পাবেন না। তারপরও যদি বুঝতে না পারেন দোকানদারকে জিজ্ঞেস করবেন। 😍😍😍

  • @vidushihabits369
    @vidushihabits369 Před 3 měsíci

    Gathi Kochu r ki pata ar stem o khawa jaye?

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 3 měsíci

      জ্বি খাওয়া অবশ্যই খাওয়া যায়। আমাদের অন্য চ্যানেলে রান্নার ভিডিও আছে এই লিংকে দেখতে পাবেন। czcams.com/video/wokedMtZ0l0/video.htmlsi=EUtcB5YdysVmN1Zm

  • @jhumislovelykitchen2983
    @jhumislovelykitchen2983 Před rokem +1

    আমার এই কচুর গাছ নষ্ট করে দিয়েছি কারণ দুধ কচু করেছি। বাগান ছোট হওয়ায় সব একসাথে করতে পারি না

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      Ahare, amader o same dosha, space koi pai 😓

  • @mdjahangirdewan4734
    @mdjahangirdewan4734 Před rokem

    Man koco

  • @elizauksamad304
    @elizauksamad304 Před rokem

    Shylet we call it khan kochu

  • @raihanulislam6182
    @raihanulislam6182 Před rokem

    ভাই আপনি কেমন আছেন?

  • @Exceptionaltube13458
    @Exceptionaltube13458 Před rokem

    গাছের ডাক্তার

  • @muslimahafifa3456
    @muslimahafifa3456 Před 11 měsíci

    আপনার টব এর সাইজ কত?

  • @sheullymondal8240
    @sheullymondal8240 Před rokem

    ভাই এ কচু বাংলাদেশ থেকে আনা না আপনার ওখান থেকে পেয়েছেন আমাকে একটু Answer দিয়েন ।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আপু এখান থেকে, আপনি যদি ভিডিওটি আবার ভালোমত একটু দেখেন তবে ২ঃ৩০ মিনিটে ডিটেইল ভিডিওতে দেখিয়েছি এবং বলে দিয়েছি। 💖ধন্যবাদ

  • @arupkumarghosh3845
    @arupkumarghosh3845 Před rokem

    বিনামূল‍্যে কিকরে হলো?🙏🙏

  • @parimaldey3469
    @parimaldey3469 Před rokem

    ধন্যবাদ ।শীতের সময় গ্রীনহাউসে রাখলে কি জল দিতে হবে নিয়মিত ভাবে ,জানালে বাধিত হব। ভালো থাকবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      দাদা শীতের সময় কচুগাছ ডর্মান্ট অবস্থায় থাকে তখন কোন কিছুই গ্রহন করে না। বেশী ঠান্ডায় পাতাগুলো মরে যায় পরে গরম পড়া শুরু গোড়া থেকে আবার নতুন করে চারা গজায়। ঠান্ডার সময় গ্রীন হাউজে থাকাকালীন মাটি ভেজা থাকলে পানি দেয়া যাবে না তবে যদি হীটার থাকে এবং গাছগুলো যদি Actively Growing অবস্থায় থাকে তাহলে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে। আমাদের ভিডিও উপভোগ করা এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 😍😍😍

    • @parimaldey3469
      @parimaldey3469 Před rokem

      @@bgreenfamily দাদা ধন্যবাদ। যদি ঘরের কিচেনে ঠান্ডার সময় রাখলে কি জল দিতে হবে?

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem +1

      যদি দেখেন গাছ বড় হচ্ছে , নতুন পাতা দিচ্ছে তার মানে গাছ এক্টিভ আছে ওর খাবার প্রয়োজন তাহলে প্রয়োজন মতো পানি দিবেন। একটা কথা মনে রাখবেন অল্প জলে গাছ মরে না কিন্তু অধিক পানিতে গাছ মরে।

  • @tarunyerbangladesh3833
    @tarunyerbangladesh3833 Před 9 měsíci

    দেশ থেকে কচুর চারা কি নিয়ে যাওয়া যাবে ? বিমান বন্দরে কি চেকে ধরা পড়বে, যদি চেক ইন ব্যাকে নেই ...

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 9 měsíci

      ব্যাগে করে চারা গাছ আনা বেআইনি। এখানে দেশী দোকানে এই কচু পাওয়া যায় সেটা দিয়েই খুব সহজে হেলদি চারা তৈরী করা যায়

  • @yahmed4274
    @yahmed4274 Před 24 dny

    টবের মাটিতে স্লাগ বা শামুকের ডিম থাকলে টব যখন কনজারভেটরিতে নিয়ে যাই তখন সামান্য গরম পড়লেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে এসে সেগুলো পুরো ঘরে ঘরে হয়ে য়ায়। সেটা নিয়ে কী করবো, ভাইয়া?

    • @bgreenfamily
      @bgreenfamily  Před 24 dny

      টবের রীমের নীচ দিয়ে কপার টেপ দিয়ে আটকিয়ে তারপর বাসায় আনবেন এবং মাটির উপর অর্গানিক স্লাগ পিলেটস দিয়ে রাখবেন। তাহলে নতুন জন্মানো বাচ্চাগুলো টবের বাইরের কপার টেপের কারনে নামতে পারবে না এবং পিলেটের সংস্পর্শে আসবেই এভাবে টবের মাটি কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ স্লাগ মুক্ত হবে। এই পদ্ধতি চলাকালে গাছের গোড়ায় পানি না দিয়ে পানি দিবেন টবের নীচের ট্রের মাধ্যমে।

  • @fahmidamoni-gv6nk
    @fahmidamoni-gv6nk Před rokem

    আসসালামু আলাইকুম আপু।লাল শাক চারা বের হবার পর কেন জানি ভেংগে যায়।কিভাবে কি করলে লাল শাক টা ভাল ভাবে বড় হবে।যদি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম।এবার ফলের ক্যারেট এ বারান্দায় লাগিয়েছি।

    • @bgreenfamily
      @bgreenfamily  Před rokem

      আপু আপনি কোথায় থাকেন সে অনুযায়ী লালশাকের পরামর্শ দিবো ইনশাআল্লাহ

    • @fahmidamoni-gv6nk
      @fahmidamoni-gv6nk Před rokem

      আপু আমি বাংলাদেশ থেকে বলছি..