Best of Rajanikanta Sen | HD Songs Jukebox

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 677

  • @somnathbanerjee6770
    @somnathbanerjee6770 Před 3 lety +24

    বর্তমান প্রজন্ম খুব কম জানে এই কবিকে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি

  • @jyotirmoydey1143
    @jyotirmoydey1143 Před rokem +5

    এনারা অমৃতলোক থেকে আসেন আবার কাজ শেষে সেখানেই ফিরে যান, এনাদের অন্তরের শ্রদ্ধা ও প্রনাম জানাই

  • @amitkantisarma8951
    @amitkantisarma8951 Před 3 lety +112

    বাংলার স্বর্ণযুগের শ্রেষ্ঠ সন্তান। আমি জানি না কেন এই মহান কবিকে পর্দার আড়ালে রাখা হয়েছে। কাউকে ছোট না করে বলি আমরা যাঁদের শ্রেষ্ঠ বলি তাঁদের চেয়ে ইনি কোন অংশে কম ন'ন।

    • @anirbandeogharia1602
      @anirbandeogharia1602 Před 2 lety +2

      উচ্চাঙ্গের কোনো সাহিত্যই সবার বোধগম্য নয়, সেইজন্যই জনপ্রিয় হয় না বোধহয়।

    • @ashirwad-patheya.3091
      @ashirwad-patheya.3091 Před 2 lety +1

      Amit Bhai,Ashesh DHANYAVAD janai.

    • @sabyasachichowdhury
      @sabyasachichowdhury Před 2 lety

      Uni toh poncho kobider ekjon! Toh kom kenoi hoben, unara shrestho der shrestho.

    • @purbayanpatra5239
      @purbayanpatra5239 Před 2 lety

      Yyy

    • @orpasfamily8211
      @orpasfamily8211 Před rokem +3

      এই ধরণীতে সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে দেয়া হোক।

  • @sumitray3365
    @sumitray3365 Před 3 lety +31

    বেচারী, কী প্রচণ্ড দু:খের জীৱন কাটিয়ে গেলেন অথচ ভগবানের প্রতি কী গভীর ভালোবাসা, কোনও বিদ্রোহ নেই ! আদর্শ ভক্ত ।প্রণাম ।

  • @alameenmissionpanchur2007
    @alameenmissionpanchur2007 Před 2 lety +57

    মনুষ্যত্বে উত্তীর্ণ হবার আকুল প্রার্থনা। রজনীকান্ত ও অতুলপ্রসাদ এর গান এখন যেন মনের কথা। আপনাদের ধন্যবাদ।

    • @dilipsaha2951
      @dilipsaha2951 Před rokem

      এই অনুভব সকলের মধ্যে ছড়িয়ে যাক!

  • @tapasbhattacharya9723
    @tapasbhattacharya9723 Před 3 lety +66

    এতো সঙ্গীত নয়, সঙ্গীতামৃত।যতবার শুনি ততবারই মনে হয় কানে যেন সুধাবর্ষণ হল।

    • @ranasendot.comsen9595
      @ranasendot.comsen9595 Před 2 lety

      7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777711q11111q1q11qqqqq1q1qqqq1qqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq%qqqqqqqqqqqqqqqqq%q%%%%q%q%q%1q1qqq11qq11111111111111q11q1q11qqqqqqqq11111qqq1qqq1q1qqq11qqq1qqqqqqqq1%q%8110888188181188181888188888888888888888888888888888188181888m 90i00i900

    • @mangaldeepsamanta3720
      @mangaldeepsamanta3720 Před 2 lety

      এই অমৃত পানের সৌভাগ্য যদি বর্তমান প্রজন্মের হতো , তবে খুব আনন্দ পেতাম ।

  • @sakhawathossain8815
    @sakhawathossain8815 Před 3 lety +64

    চোখ বুজে স্রষ্টার কথা ভেবে গানটি মন দিয়ে শুনুন,কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসবে।

  • @shyamaprasadmitrachemistry4855

    বারবার শুনলেও এ গানগুলি যেন পুরানো হয় না। মনকে সব সময় তৃপ্তি দেয়।

  • @subhasghosh4117
    @subhasghosh4117 Před 4 lety +48

    এ তো শুধুমাত্র গান নয়, জীবন দর্শন। কবি রজনীকান্তকে কোটি প্রণআম।

  • @supriyobhattacharjee7230
    @supriyobhattacharjee7230 Před 2 lety +10

    এইধরনের সব গান আমাদের স্কুল ও কলেজের course এ Compulsory করে শেখানো উচিত। বাংলা আবার জেগে উঠবে।

    • @user-jk1zl2tt3f
      @user-jk1zl2tt3f Před 11 měsíci

      আমরা সুভাষ চন্দ্র বসুকে ভুলে গেছি, ক্ষুদিরাম কে নিয়ে মশকরা করি,,মাষ্টার দা
      বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা কে এই প্রশ করলে আমাদের সন্তানরা অসহায় বোধ করে। এর পরেও বাঙলা জাগবে কারুর স্পর্শে আপনি বিশ্বাস করেন?

  • @niranjandolai6325
    @niranjandolai6325 Před 2 lety +5

    মনের শান্তি আসে গান গুলি শুনলে। কসমিক

  • @HistoryOnlyHistory
    @HistoryOnlyHistory Před rokem +9

    এত স্নিগ্ধ সংগীতের রচয়িতা এবং সুরকার হিসেবে বাংলায় তিনি অমর হয়ে থাকবেন। তার তুলনা একমাত্র তিনি।

  • @dipakdutta9981
    @dipakdutta9981 Před 2 lety +17

    কান্তকবি নিঃসন্দেহে একজন উচুঁ মানের কবি, গীতিকার ও দাশ'নিক। আমাদের সৌভাগ্য ওঁকে আমরা পেয়েছিলাম বাংলার এক যুগ সন্ধিক্ষণে ।

  • @souravdasmondal5161
    @souravdasmondal5161 Před 3 lety +7

    আপনার চরণে শত কোটি কোটি প্রণাম

  • @user-yr6qi9kg8g
    @user-yr6qi9kg8g Před 7 lety +107

    গানগুলি শুনলে কেমন জানি লাগে। পৃথিবী , বেচে থাকা, মৃত্যু , জড়জাগতিক যন্ত্রনা, তুচ্ছ মনে লাগে। ধন্যবাদ ।

    • @saswatimaiti5565
      @saswatimaiti5565 Před 3 lety +2

      গান গুলো শুনলে মন ভরে যায়।

    • @shampaghosh6149
      @shampaghosh6149 Před 3 lety +2

      খুব সুন্দর ভাবে ব্যক্ত করলেন , একদম সত্যি কথা l

    • @sikhasreedas2359
      @sikhasreedas2359 Před 2 lety

      @@saswatimaiti5565 করে

    • @sikhasreedas2359
      @sikhasreedas2359 Před 2 lety

      @@saswatimaiti5565 ক

    • @drbrahmachariphdhealthscie3012
      @drbrahmachariphdhealthscie3012 Před 2 lety

      Prithibir Sab theke asarchya bastu ki janen?
      MANUSH BHABE NA JE SE MARANSIL.
      BARTAMAN MEKI ADHAIKTIK_ TAR JARA PRACHAR KAREN TARAO NOI.
      TADER TO BASAR ARAMDAYAK KEDARA CHAI, GARAME AC CHAI ETTADI ETTADI.
      PASCHAYTA PRACHYA KE GRAS KARIYACHE.
      SAMPURNA UDARASTHA KARIBAR PURBE EKTI VIVEKANANDA CHAI.
      TATADIN APEKHA KARITE HAIBE.

  • @tusharjha7179
    @tusharjha7179 Před 2 lety +23

    এই গান অনবদ্য, অনিন্দ্য সুন্দর অনুভূতি।কখনোই পুরনো হওয়ার নয়।

  • @shipragupta8244
    @shipragupta8244 Před 3 lety +6

    পান্নালাল ভট্টাচার্যের গান তো গান নয় ; গীতি সুষমা ভরা এক নান্দনিক সুররম‍্যতা। স্তব্ধ বিস্ময়ে সম্মোহিত।

  • @murarimohandhara6248
    @murarimohandhara6248 Před 3 lety +7

    প্রনাম এই ধোরৃত্র্যীকে প্রনাম এই শ্রষ্ঠাকে যেখা নেই থাক কোটি প্রনাম

  • @gurudasroy3342
    @gurudasroy3342 Před 2 lety +11

    মনুষ্যত্বের বড্ড আকাল চলছে, তাই এই সমস্ত গানের গুরুত্ব বা মূল্যায়ন করাতেও ঘাটতির ব্যপকতা লক্ষ্যনীয়।

  • @reetadevmunshi2781
    @reetadevmunshi2781 Před 2 lety +12

    মাকে ঈশ্বর প্রতিনিধি অনন্ত কাল চাই হে মহান কবি ।

  • @suvashchandrabiswas8958
    @suvashchandrabiswas8958 Před 4 lety +30

    এ কী সুন্দর প্রার্থনা উনি করেছেন/ লিখেছেন, এর চেয়ে আর বেশি প্রার্থনা আর কি হতে পারে!

  • @rabinchatterjee5161
    @rabinchatterjee5161 Před 6 lety +98

    কত হাজার বার শুনেছি। এক বিন্দু পুরোনো হয় নি। এত বার শুনেও মনের খিদে মেটেনি। Completely universal

  • @akdas1964
    @akdas1964 Před 10 lety +63

    গানগুলো যেন এক ঝলক ঠান্ডা হাওয়া. অপূর্ব সুন্দর.

    • @daudrk24
      @daudrk24 Před 5 lety

      Darun

    • @jayitadas7416
      @jayitadas7416 Před 3 lety +3

      যত বার শুনি তত বার মুগ্ধ হই। আবার শুনতে ইচ্ছে করে,এ যেন আমাদের সবার মনের ভাব নিয়ে লেখা।

    • @sachidulalghatak3645
      @sachidulalghatak3645 Před 3 lety

      @@jayitadas7416
      l

    • @tapanbasu8902
      @tapanbasu8902 Před 2 lety

      @@sachidulalghatak3645 k

    • @goronvillage2449
      @goronvillage2449 Před 2 lety

      @@tapanbasu8902 a

  • @shishir73
    @shishir73 Před rokem +5

    “কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইবো
    তোমারই রসালো নন্দনে”। আহা জীবনের সত্যিকার গন্তব্যকে ঠিক ঠিক বুঝে নিতে পারেন এইভাবে কজনায়? সেল্যুট।

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 Před 2 lety +4

    যত বার শুনি তত বারই নতুন মনে হয়। অপূর্ব। শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ। প্রণাম জানাই ।

  • @user-uy3ri3nm2j
    @user-uy3ri3nm2j Před 3 lety +18

    সঙ্গীত এর এমন এক শক্তি আছে, পৃথিবীর সকল মানুষের একত্রে বাধে ।

  • @shrikantamondal3790
    @shrikantamondal3790 Před 3 lety +2

    খুব সুন্দর

  • @daycarecenterbarnaborno9986

    আপনার গান গুলো আমার কাছে ঐশ্বরিক লাগে। মনে প্রশ্ন জাগে,ঈশ্বরে এতোটা প্রেম,এতোটা নিবেদন এতোটা বিশ্বাস ও আস্থা কোন গৃহত্যাগি ব্রহ্মচারীরও ছিল কিনা?
    ঈশ্বর আপনার সবটুকু নিবেদন গ্রহণ করুক। পরম পিতার আশীর্বাদে ঐশ্বরিক শান্তি ও মুক্তির আস্বাদ পান সেই অমরালোকে,এই প্রার্থনা।

  • @parthahalder941
    @parthahalder941 Před 2 lety +31

    এক কথায় বলতে পারি,ওঁনাদের জন্যে আমরা গর্বিত আমরা বাঙ্গালী।

  • @AshokKumar-fv3hj
    @AshokKumar-fv3hj Před 3 lety +13

    এ তো শুধু গান নয় যেন অন্তরের অমৃত ।মহান স্রষ্টাকে প্রণাম ।

  • @msinha447
    @msinha447 Před 3 lety +2

    Apurba Katha o Sur...atuloniya...

  • @kpbiswas3238
    @kpbiswas3238 Před 3 lety +3

    ছোটবেলার ও এখন শেষ বেলায় অনুভূতি এক রকম অনুভব করি সেনবাবুকে প্রনাম জানাই

  • @pradipkumarbhattacharya9161

    অপুর্ব অধ্যাত্ম সঙ্গীত যা আমার আমিকে চিনিয়ে দেয়

  • @bivashtit2008
    @bivashtit2008 Před 3 lety +2

    গান আর গানের কথা গুলি খুব সুন্দর।

  • @mahadebpradhan3442
    @mahadebpradhan3442 Před 2 lety +2

    রজনীকান্ত সেনের সমস্ত গানগুলো শুনলে মনে অনুপ্রাণিত হয়, মনের ভেতর কষ্ট দুঃখের মলমের পলেপ দিয়ে যায় ।মনের ক্লান্তি দুরকরে চেতনাকে জাগিযেতলে ।

  • @swapankumarsengupta252
    @swapankumarsengupta252 Před 3 lety +41

    একমাত্র সেই ব্যক্তির কলম থেকেই এসব কথা বেরবে যার অন্তর আত্মা বিশুদ্ধ।

  • @swapanmondal4389
    @swapanmondal4389 Před rokem +2

    এই গান গুলিতে যে মহান শিল্পীরা কণ্ঠ মিলিয়েছেন ওনাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjanmukherjee9216
    @ranjanmukherjee9216 Před 3 lety +2

    আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিব কাঁদিয়া।

  • @namitadutta2295
    @namitadutta2295 Před 4 lety +5

    আমাদের সৌভাগ্য আমরা এই পঞ্চকবির দেশে জন্মেছি। এই গান গুলো যাতে বাঁচে তার ব্যবস্থা করা দরকার।

  • @jogomayadev7145
    @jogomayadev7145 Před 11 měsíci +2

    হারিয়ে যেতে বসা মূল্যবোধের গানগুলোর চর্চা হওয়া অতি জরুরী বিশেষ করে যুব প্রজন্মের জন্য।গানের কলিতে লুকিয়ে থাকা শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।

  • @sailenchakraborty234
    @sailenchakraborty234 Před 4 lety +4

    অসাধারণ গান

  • @sukumardas8044
    @sukumardas8044 Před 2 lety +2

    চর নুতন ঞ্জানগর্ভ কথার সমাহার বম্বলিত হৃদয় গ্রাহি ভাষা।

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 Před rokem

      জ্ঞানগর্ভ, সম্বলিত, হৃদয়গ্রাহী

  • @chandanbasu5670
    @chandanbasu5670 Před 3 lety +1

    Apurbo eai sangeet sune amar mar memory mane parlo, ma eai sangeet gulo khub bhalo gaye sonato, ami sei samay khub choto.

  • @channelchowaofficial
    @channelchowaofficial Před 2 lety +1

    মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই ,একটি ঐতিহাসিক গান , শুনে ভীষণ অনুপ্রাণীত হলাম ।

  • @nirmalbiswas7878
    @nirmalbiswas7878 Před 11 měsíci +2

    তাকে সম্ভাষণ জানানোর কোন ভাষা আমার জানা নাই। তুমি আবার এসো আমাদের মাঝে "হে কান্ত"।

  • @bivutimondal4122
    @bivutimondal4122 Před 4 lety +5

    মানুষ টি নাই,,, কিন্তু তার গান ও অমর কীর্তির জন্য বেঁচে থাকবে মানুষের মাঝে

    • @diptidas995
      @diptidas995 Před 3 lety

      Excellent.Thank you..Sare gama Bengli..

  • @ashutoshbanerjee909
    @ashutoshbanerjee909 Před 2 lety +5

    ঈশ্বর ভক্তির অনুপম আবেশে প্রাণ জুড়িয়ে গেল🙏🙏🙏🙏🙏

  • @sandipbasu3795
    @sandipbasu3795 Před 4 lety +3

    মলিন মর্ম মুছে শিহরিত হলাম, বারেবার!

  • @swapanmondal4389
    @swapanmondal4389 Před rokem +2

    এই মহান কবিকে আমার শতকোটি প্রনাম।

  • @somnathbanerjee6770
    @somnathbanerjee6770 Před 3 lety +5

    অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি

  • @manabighoshaldas7671
    @manabighoshaldas7671 Před 2 lety +1

    অপূর্ব, অসাধারণ, অনবদ্য

  • @krishnakalimitra1339
    @krishnakalimitra1339 Před měsícem

    একজন আদর্শবান কবি গীতিকার ,সুরকার জীবনে শুধু দুঃখ পেলেন । বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🙏

  • @bidhanmondal9362
    @bidhanmondal9362 Před 3 lety +1

    অপূর্ব, অসাধারণ

  • @gourangaraha5163
    @gourangaraha5163 Před měsícem

    এই গানগুলি যেন বিশুদ্ধ আত্মার প্রকাশ। এ যেন জীবাত্মা আর পরমাত্মার মিলনের সন্ধিক্ষণ। দেশপ্রেমের জীবন্ত প্রতীক।
    বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি কবিকে।

  • @sambitabhattacharjeesundar2307

    মন প্রাণ শান্ত হয়ে যায়

  • @sushildrozario4842
    @sushildrozario4842 Před 2 lety +3

    এ যেন স্বর্গীয় সংগীত!!!

  • @pratimaaich2327
    @pratimaaich2327 Před 3 lety +4

    আহা প্রতিটি গান মন ছুঁয়ে যায়.. অসাধারণ.. অসংখ্য ধন্যবাদ আপলোড করার জন্য

  • @subratapatra4420
    @subratapatra4420 Před 4 lety +3

    আমি কান পেতে অন্তরের অন্তরতম ডাকটি শুনতে পাই এ সব গানের কথা ও সুরে

  • @f-tv3062
    @f-tv3062 Před 6 lety +36

    বাংলা সংগীত আমার প্রেম !!

  • @samarendrachakraborty1483
    @samarendrachakraborty1483 Před 4 lety +111

    ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যারা এই সব গান যা আমরা ভুলতে বসেছিলাম তা আমাদের মনে করিয়ে দেবার জন্য, আপনাদের আশীর্বাদ করুক ওপর থেকে। এই ভাবে আমাদের আনন্দ দেবার জন্য আপনাদের কোটি কোটি প্রনাম।

    • @prabalchowdhury9021
      @prabalchowdhury9021 Před 4 lety +3

      samarendra chakraborty িহিনপ

    • @mujibrahman6538
      @mujibrahman6538 Před 4 lety +3

      Amaro

    • @suvashchandrabiswas8958
      @suvashchandrabiswas8958 Před 4 lety +5

      এ শুধু আনন্দ দেয়া নয়,এ যে প্রার্থনা, এ যে আরাধনা।

    • @rahulmitra6596
      @rahulmitra6596 Před 3 lety

      @@prabalchowdhury9021 l""

    • @swapanpramanick5250
      @swapanpramanick5250 Před 3 lety +1

      শুধু মাত্র গান নয়।এতো সুন্দর প্রাণের আকুতি

  • @malaykumarchattopadhyay8757

    আমি তৃপ্ত আমার চির পছন্দের গানগুলিকে পেয়ে। ধন্যবাদ।

  • @bidhanroy4636
    @bidhanroy4636 Před 4 lety +4

    যেমন সুন্দর কথা ।তেমন সুর।মন ভরে গেলো

  • @tarunanjoy7609
    @tarunanjoy7609 Před 3 lety +4

    বহু দিন পরে এতো ভালো একটা গান শুনে মোহিত হলাম।খুব সুন্দর।

  • @supriyamaji8620
    @supriyamaji8620 Před 6 lety +9

    অসাধারণ গানগুলি কোনটা ছেড়ে কোনটা বলি হৃদয় মন নাড়িয়ে দেওয়া সব গানের কলি ।আমাদের গর্ব এতোগুলো গুণীজন ।

  • @sharifuddin581
    @sharifuddin581 Před 4 lety +1

    প্রিয় সাইফুল সুন্দর।।।। ধন্যবাদ।।তোমাকে।।।ভাল থেকো।।আরো ভাল সংগীত পাবার আসায় রইলাম।।।

  • @prafullamukhopadhyay8424
    @prafullamukhopadhyay8424 Před 4 lety +4

    অপূর্ব সুন্দর, বার বার শুনতে ইচ্ছে করে।

  • @SC-hm9gm
    @SC-hm9gm Před 2 lety +2

    আমি মাঝে মাঝেই শুনি! এটাই আমার prayer ! মন ভরে যায় ।

  • @chandandasgupta8026
    @chandandasgupta8026 Před 2 lety +1

    Rajanikanta Sen Is The One Of The And All The Time Greatest Bhakti Sangeet Shilpi.

  • @manasranjanmaiti8245
    @manasranjanmaiti8245 Před rokem +1

    সুন্দর। কান্তকবি-র সৃষ্ট জগত, অন্য কবি-সৃষ্ট জগত থেকে ভিন্ন।

  • @swapnilgaming4295
    @swapnilgaming4295 Před 2 lety +3

    অপূর্ব সুন্দর গায়কি 🙏🙏🙏❤🙏🙏🙏

  • @chhandasreeroy6698
    @chhandasreeroy6698 Před 5 lety +11

    নিজের অস্তিত্ব খুঁজে পাই এসব গানে, ধন্যবাদ 🙏🙏

  • @arunkantibhowmick8018
    @arunkantibhowmick8018 Před 3 lety +4

    অপুর্ব।যত শুনি তত ভাল লাগে।যেন অন‍্য কোন জগতে চলে গেছি।

  • @gautamchatterjee2450
    @gautamchatterjee2450 Před 3 lety +1

    কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
    তোমার রসাল নন্দনে।

  • @lelinchoudhury7717
    @lelinchoudhury7717 Před 7 lety +7

    বার বার শুনি রজনীকান্ত।

  • @sujitsengupta4604
    @sujitsengupta4604 Před 2 lety +1

    অপূর্ব কতদিন পরে এই চিরন্তন গান গুলো শুনলাম ।
    চোখে জল ভরে যায় ।

  • @udbhid
    @udbhid Před 5 lety +5

    খুব ভাল দারুণ লাগল👍 👍 👍 👍

  • @suju321
    @suju321 Před 6 lety +134

    এই মানুষ টা কে নিয়ে আমরা কিছুই চর্চা করলাম না !অথচ প্রতিটা কথা আমাদের প্রতিদিনের জীবনের কথাই বলে ......

    • @mithildas1800
      @mithildas1800 Před 5 lety +4

      satty tini guni

    • @apuchowdhury580
      @apuchowdhury580 Před 5 lety +8

      IT IS A MATTER OF GREAT REGRET THAT WE HAVE FAILED TO PAY DUE HOMAGE TO THIS GREAT SOUL & LITERATEUR. STAY IN BLISS, WHERE-EVER YOU ARE.

    • @dipalimallik4415
      @dipalimallik4415 Před 3 lety +1

      @@mithildas1800 III

    • @amitkantisarma8951
      @amitkantisarma8951 Před 3 lety +1

      ঠিক কথা বলেছেন দিদিমণি

    • @MousumiKarmakar
      @MousumiKarmakar Před 3 lety +1

      @@mithildas1800 @a@@@@aa@aaaaa@@a

  • @subalchandraghorai3900
    @subalchandraghorai3900 Před 2 měsíci

    প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে মানবিক গুণাবলী যা পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে ভাল মন্দ বলে বিবেচিত হয়। আর এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। এই গানের মধ্যে সেই ভাবনা তুলে ধরা হয়েছে।

  • @tarunsinha2835
    @tarunsinha2835 Před 3 lety +3

    Lovely.মন ভরে গেল।👏👏👏

  • @kusalroy9812
    @kusalroy9812 Před rokem +2

    বাংলা সংগীত জগতের এক নক্ষত্র

  • @minasarkar8846
    @minasarkar8846 Před 7 lety +4

    চির সুন্দর গান

  • @gautamshome1626
    @gautamshome1626 Před 4 lety +3

    এসব গান চিরদিনের সম্পদ ।

  • @atanuroy56
    @atanuroy56 Před 4 lety +4

    এই সকল গান জীবনের অমৃতবাণী।

  • @halimrony4748
    @halimrony4748 Před 4 lety +4

    আমার দয়ালে এই ঘরানার সবগান খুব পছন্দ করে!

  • @user-yr6qi9kg8g
    @user-yr6qi9kg8g Před 7 lety +52

    গানগুলি শুনলে মনটা কেমন যেন হয়ে যায়। গানগুলি যেন হারিয়ে না যায়। জরজাগতিক যন্ত্রনা দূর হয়।

  • @shibanimitra833
    @shibanimitra833 Před 3 lety

    Apuuuurbo, Asadharon, mone adbhut ek santi ene dey ei gangulo sunle,bar bar sunte bhalo lage🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rainbow-t3r
    @Rainbow-t3r Před rokem

    👌👍🤲👐🙌👏🙏 parmeswar er prati asim sharadha, bhaktir ananya, anupam bhakti geeti. Ei ganer khub prachar karun. ❤

  • @ramrajatalasangeetbitan308
    @ramrajatalasangeetbitan308 Před 8 měsíci +1

    কবি ও শিল্পীকে জানাই আমার প্রনাম।

  • @bongconnection1000
    @bongconnection1000 Před 2 lety

    সত্যি সঙ্গীতামৃত।অপূর্ব।

  • @manojkumarghosh9161
    @manojkumarghosh9161 Před 2 lety +3

    এসব গান মানুষের আত্মিক উন্নতি সাধন করে। ভেবে পাইনা কি করে এত তত্ত্বকথা এত সহজ ভাষায় কি করে উনি লিখেছিলেন ওনাকে আমার সহস্র প্রণাম। এই গান শুনলে অন্য জগতে মন চলে যায়।

  • @subhasdas1011
    @subhasdas1011 Před 4 lety +1

    Rajanikanta sen er gaan, asadharan.

  • @debasishguha5790
    @debasishguha5790 Před 7 lety +6

    অনেক দিন পরে এই গান গুলো শুনলাম। মনটা ভরে গেলো।- দেবাশীষ গুহ।

  • @deburanichakraborty3028
    @deburanichakraborty3028 Před 4 lety +1

    Mjji apni kintu akri adham ... gunti sudhu ekdin suniye chhen. Ami eti khnuje ber korte parini. Please Mjji, du ekdin sonanor anurodh janalam. Pronam Thakur tomake. Pronam Maharaj ji apnake.🥑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿.👏🌿🙏🥑🙏🌿🌷.

  • @chandandasgupta8026
    @chandandasgupta8026 Před 2 lety +1

    Rajanikanth Sen Every Song Is Heart Touching. Tumi Nirmalo Karo Mangal Kare Is Most Popular Song.

  • @basudevmondal5913
    @basudevmondal5913 Před 2 lety +16

    The Tune of Rajanikanto Sen is incomparable to any other Tune
    He is remembered respectfully with lovable renembeance

  • @manojkumarchakraborty2405
    @manojkumarchakraborty2405 Před 3 lety +10

    Every song comes from poet,s deep realisation.

  • @hiranmoychakraborty8916
    @hiranmoychakraborty8916 Před 8 měsíci

    অনেক দিন পর শুনে খুব খুব ভালো লাগলো ধন্যবাদ🙏💕

  • @deburanichakraborty3028

    Rajani Kanter gun gulo sunte khub bhalo laglo . Eguner lekhoke amer sashradha pronam janai, gayak der janai dhanybad o namaskar.

  • @YousufAli-rw1yb
    @YousufAli-rw1yb Před 4 lety +20

    সৌভাগ্য যে দেশের সন্তান

  • @kanchankumargupta7521
    @kanchankumargupta7521 Před 2 lety

    অতুলোনীয় ছাড়া আর কিছু বলার নেই, বিশেষ করে এই তাম ঝাম মার্কা গানের যুগে এই সব গান শুধু শ্রুতিমধুরই নয় মনকে ও স্নিগ্ধ করে