ভোগ আরতি । কৈবল্যধাম যাদবপুর। Bhog Aarti of Sri Sri Kaibalyadham Jadavpur Ramthakur Mandir India

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2024
  • কৈবল্যধাম যাদবপুরের ভোগ-আরতি (প্রথম পর্ব)
    .....
    ঘড়ির কাঁটা যখন ঠিক সাড়ে ৪টা বাজে তখন শুরু হয় শ্রীধাম শ্রীশ্রী কৈবল্যধাম যাদবপুর-এ শুরু হয় ঠাকুরসেবা ও বাল্যভোগ। ১ঘন্টা পর সকাল সাড়ে ৫টায় ভোগ নিবেদন করা হয়। এরপর আরও কিছুক্ষণ কীর্তন চলার পর, বেদবাণী পাঠ, রামস্তোত্রম ও গুরুবন্দনা পাঠ করে, শান্তির জল বিতরন করে প্রভাতী কীর্তন ও পূজা সমাপ্ত হয়। এরপর উপস্থিত ভক্তবৃন্দের মাঝে বাল্যভোগ বিতরণ করা হয়।
    সকাল ১০টায় শুরু হয় ঠাকুরের ভোগ-আরতি এবং সকালের সেবা পূজা। দুপুর ১২টার মধ্যেই ঠাকুরের ভোগ নিবেদন শেষ হয়। এরপর ঠাকুরের ভোগরাগ শেষ হলে ভক্তগণ প্রসাদ পেয়ে থাকেন।
  • Zábava

Komentáře • 16