দীর্ঘ জীবন দিয়াছ তবুও তােমারে কখনাে চাহিনি||স্বরূপানন্দ সঙ্গীত||SWARUPANANDA SONG||HARI OM||JOYGURU

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • (মিশ্র ;একতাল)
    ⚪⚪⚪⚪⚪⚪⚪
    দীর্ঘ জীবন দিয়াছ তবুও
    তােমারে কখনাে চাহিনি,
    “মা-মা” বলে তব ওই কোলে
    ঝাপ দিয়ে কভু যাইনি।।
    কুড়ায়েছি শুধু সন্তাপচয়,
    লাগে নাই ভাল নাম মধুময়,
    তাই বুঝি আজি অত নিরদয়
    হয়েছ কঠিন পাষাণী ।।
    কাটায়ে সময় বৃথা বাজে কাজে
    লভিয়াছি যশ জগতের মাঝে ;
    আজি দেখি মা তব অপমান,
    আঁখিজলে ভাসে ধরণী।।
    [মন্দির:পৃষ্ঠা:২৩১-২৩২]
    📋স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব📋
    পরমারাধ্য অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব-ভক্তজনের প্রাণের ঠাকুর শ্রীশ্রীবাবামণি কাব্য বা সাহিত্য রচনার জন্য কিছু লেখেন নাই। ধার করিয়াও কিছু লেখেন নাই। অনবদ্য সঙ্গীতের নিঝরিণী ধারার মত কবি প্রতিভায় তাহা বিকশিত ও প্রকাশিত। প্রাণের ঠাকুর শ্রীশ্রীবাবামণি একজন স্বভাব কবি। হিমশীতল আরামদায়ক কুঠীতে বসিয়া বা নিরালায়
    শান্তিনীড়ে বসিয়াও তিনি কোনও কবিতা বা গান রচনা করেন নাই। প্রকাশ্য রাস্তায় বহু লােকের ভীড়ে, ট্রেনে প্রচণ্ড ভীড়ে,জনকোলাহলে হঠাৎ কবির মাথায় গান আসিল, যে কাগজ বা কাগজের টুকরা পকেটে পাইলেন তাহাতেই গানটি লিখিয়া রাখিলেন। কবি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অধিকাংশ গানই এইভাবে রচিত। তিনি অভিক্ষু সন্ন্যাসী। ভিক্ষা প্রার্থনাও করেন না। ভারতের লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীর মধ্যে তিনি একটী ব্যতিক্রম, স্বতন্ত্র সত্ত্বা। নিজের অভাবও তিনি কখনও কাহাকেও জানিতে দেন নাই। সমগ্র পৃথিবীর বুকে তিনি একটী বিস্ময়। সহস্রাধিক গানের রচয়িতা তিনি। “মন্দির”, “মূচ্ছনা,“মঙ্গল মূরলী” ও “মধুমল্লার”-এই চারটী সঙ্গীত গ্রন্থে সহস্রাধিক সঙ্গীত প্রকাশিত হইয়াছে।
    #সঙ্গীত_তপস্যার_সুন্দরতম_মূর্তি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মুুুুখনিঃসৃত
    #Hari_om
    #Joy_guru
    #SWAMI_SWARUPANANDA_SONG
    #SRI_SRI_BABAMONI
    জয় গুরু 🙏আমাদের socialmedia Follow করুন
    Facebook Page: / joyguru.jhargram.westb...
    Facebook Group: / 2012838262345213
    CZcams Channel: / @swamiswarupanandaamri...
    Website:srisribabamoni...

Komentáře • 28