প্রতিমা বন্দ্যোপাধ্যায় - তোমায় কেন লাগছে এত চেনা

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2019
  • দূরদর্শন সংগ্রহ থেকে।
  • Zábava

Komentáře • 282

  • @chhandamchanda8300
    @chhandamchanda8300 Před 3 lety +156

    আমি আকাশবাণীর একটি অনুষ্ঠানে সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দুটি বিচ্ছিন্ন উক্তির কথা শুনেছিলাম- এক, ওই 'বাংলায় প্রতিমার মত শিল্পী থাকতে কেন আমাদের ডাক পড়ে, বুঝতে পারিনা!' আর দুই, 'বাংলা গান গাইতে আমার ভয় করে, ওখানে প্রতিমার মত গায়িকা আছে।'

    • @kakolichatterjee4586
      @kakolichatterjee4586 Před 2 lety +3

      True

    • @khosruparvez1941
      @khosruparvez1941 Před 2 lety +10

      আমিও এই গল্পটা বাবার কাছে শুনেছি..... Proud of প্রতিমা ব্যানার্জী 🥰🥰🥰🥰

    • @sampabanerjee7206
      @sampabanerjee7206 Před 2 lety +3

      Didi ami tomar student chilam ami tate gorbo bothkori tumi amer mone amar atmar songe chirodin achho chile thakebe tomar shilpi ar hobena

    • @user-pk1vo2uo1v
      @user-pk1vo2uo1v Před 2 lety +9

      সত্যিই আজও বাংলায় এই মহান শিল্পীর সঠিক মূল্যায়ন হয়নি। আজকাল যেকোন শিল্পী একটি গান মুক্তি পেল কি পেল না, তাঁর ঔদ্ধত্যের শেষ থাকে না। আর সুরের আকাশে উজ্জ্বল নক্ষত্র হওয়া সত্বেও এই শিল্পীর বিনয় দেখে বারবার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়।

    • @user-lm6yv6in6k
      @user-lm6yv6in6k Před rokem +1

      Ei video ta djte parben? Lata ji speaks about Pratima Banerjee.

  • @nanditanazma1942
    @nanditanazma1942 Před 3 lety +17

    এতো বয়সে ও কি সুরেলা!
    এতো সাধারন আর নিরহংকার একজন মানুষ , কিংবদন্তি শিল্পী। অজস্র প্রণাম।
    ভালো থেকো মা ওপারে!
    কেন যেনো আজ অশ্রু সজল হচ্ছি!

    • @jibanghosh3426
      @jibanghosh3426 Před 2 lety +2

      Khoob bhalo oner gan sunle chokhe jal ese jai pranam janai

  • @prakashpalit1599
    @prakashpalit1599 Před 2 lety +7

    কিছু শিল্পী জন্মগত। এরা ঈশ্বরের সৃষ্টি। এদের গলায় স্বয়ং সরস্বতীর অধিষ্ঠান। এদের গলায় গান শোনা মানেইতো এক অনন্য অনুভুতি মনে অনুভব করা যা অন্য কোন ভাবেই পাওয়া সম্ভব নয়। প্রতিমা বন্দ্যোপাধ্যায় সেই শিল্পীদের মধ্যে অন্যতম।
    কোকিলের কন্ঠস্বর কতখানি মধুর এখনো বুঝে উঠতে পারিনি। তবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় গাওয়া যে কোন গান শোনা এতখানি মিষ্টি যে ঐ গান অন্য কোন শিল্পীর গলায় শোনার ইচ্ছে বা আগ্রহ মনে জাগে না, জাগার কথাও নয়।
    এই ধরনের শিল্পী যেহেতু স্বয়ং সরস্বতীর আশীর্বাদ ধন্যা তাই এই ধরনের শিল্পীর সাক্ষাৎ দ্বিতীয়বার পাওয়ার সুযোগ সারা জীবনে সম্ভব হয় না।

  • @____-ww5me
    @____-ww5me Před 3 lety +72

    ওই বয়সেও এরকম সুরেলা,আবেগী কন্ঠস্বর। কিছু বলার ভাষা নেই। বাংলা সঙ্গীতের গুরুমা।

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Před 3 lety +38

    এই শিল্পীটাকে দেখলে আমার অজান্তেই চোখে পানি চলে আসে। উনি কেন আরও বেঁচে থাকলেননা 😢! এখনও বেঁচে থাকলে আমি আমার সবটুকু হায়াত দিয়ে দিতাম উনাকে, যদি দেয়া যেতো। আমার তো সবে ২০+। আমি বিশেই আমার জীবন সাঙ্গ করে দিতাম। আমার প্রিয় শিল্পী প্রিয় মানুষটি বেঁচে থাকতো। আল্লাহ তুমি আমার প্রতিমা ব্যানার্জী ম্যাডামকে ফিরিয়ে দাও 🙏, আমাকে নিয়ে নাও 😢

    • @amitsarkar5377
      @amitsarkar5377 Před 3 lety +1

      ❤️🖤

    • @shuvronilchakraborty8163
      @shuvronilchakraborty8163 Před 2 lety +1

      khoob shundor

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety +6

      আপনি আসলেই সঙ্গীত রসিক। প্রতিমা ব্যানার্জি নেই কিন্তু আপনার মত সুজনের দীর্ঘ আয়ু কামনা করি।

    • @nayeemahmed2050
      @nayeemahmed2050 Před rokem

      @@kajaladhikary59 🙏🙏🙏

    • @ivankunduofficial
      @ivankunduofficial Před rokem

      Ha ..sesh boyeshe onar apojonbunake phele chole gechilo..khete petan na..govt kono responsibility neye ni

  • @nrcreations544
    @nrcreations544 Před 2 lety +14

    ওই রকম beautiful, বাঁশের বাঁশরীর মতো classic কন্ঠস্বর আর একটা খুঁজে পাওয়া গেলোনা । শেষ বয়সে ও বাঁশির সেই সুর ধ্বনির ও কোনো পরিবর্তন হয়নি । সত্যিই গুরুমাতা জননী ...

  • @tandrimamondal9536
    @tandrimamondal9536 Před 4 lety +61

    আপনার চরণে আমার অন্তরের প্রণাম জানালাম মাগো।

  • @piyalbanerjee9557
    @piyalbanerjee9557 Před 3 lety +39

    I am Piyal Banerjee son of lyricist Pulak Bandopadhyay. Thank you for uploading this song

    • @suranjanasarkar4221
      @suranjanasarkar4221 Před 2 lety +2

      Oh really..!why don't you share some stories of ur father on u tube...people must know about a legend like him

    • @piyalbanerjee9557
      @piyalbanerjee9557 Před 2 lety

      @@suranjanasarkar4221 🙏🙏🙏

    • @sushantaacherjee6701
      @sushantaacherjee6701 Před 2 lety

      I am sushanta bhattacherjee. Pls gave me your contact no.

    • @kiranpuini3374
      @kiranpuini3374 Před 2 lety +1

      আপনার পিতার ভীষণ ভক্ত আমি।
      তবে খুব দুঃখ হয় উনার মত মহান মানুষের শেষ জীবনের কথা ভাবলে

    • @piyalbanerjee9557
      @piyalbanerjee9557 Před 2 lety

      @@kiranpuini3374 🙏🙏🙏

  • @anjumkhan7541
    @anjumkhan7541 Před 4 lety +34

    She was the most simple singer ever I have seen.

  • @user-pk1vo2uo1v
    @user-pk1vo2uo1v Před 4 lety +43

    এমন বিনয়ী শিল্পী অথচ কি অপূর্ব কন্ঠ । চোখে জল এসে গেল ।

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Před 4 lety +24

    প্রতিমা ব্যানার্জীর মতো এমন ভাল শিল্পী আর হয়না। কত সাধারণ সাবলীল কত ইনোসেন্ট। ইনি আমাদের বাংলাদেশের মেয়ে। আল্লাহ উনাকে ওপারে অনেক ভাল রাখুন আমি সেই দোয়া করি 🙏

    • @rupammallick7694
      @rupammallick7694 Před 3 lety

      Tariye dilen toh! Na hole rape korten

    • @nayeemahmed2050
      @nayeemahmed2050 Před 3 lety

      @@rupammallick7694 😢

    • @babukansabanik6292
      @babukansabanik6292 Před 2 lety

      @@nayeemahmed2050 please don't judge everyone getting such a harsh comment by some outsider. Lots of Bengalees of western side know that we are bound each other with an umbilical cord. Please accept my sincere wishes. If art can not change the hard meanness of mind it has no value.
      Responding to a bark is not appropriate for a human being.

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety +2

      @@rupammallick7694 দিলেনতো গরম দুধে তেতুল গোলা ঢেলে। একটা সুন্দর গান আর অনেক মানুষের সুন্দর মন্তব্য তার মধ্যে অসুন্দরের প্রবেশ।

  • @nupurrahaman1293
    @nupurrahaman1293 Před rokem +6

    যখন বেঁচে ছিলেন তখন উনার চলার জন্য ভালো ব্যবস্থা করা উচিত ছিল । অবহেলায় চলে গেলেন। এই বয়সে এত সুন্দর কন্ঠ ভাবা যায় না।

    • @tapassarkar1841
      @tapassarkar1841 Před 9 měsíci

      সরকার শুধু কি করে নিজের গ দি বা চা বে সেই চিন্তায় করে এই সব শিল্পী দের কিছু করেছে কি?

  • @alokedeb1852
    @alokedeb1852 Před 4 lety +11

    প্রণাম, প্রণাম, প্রণাম। দিদি, অনেক স্মৃতির দরজা খুলে দেয় আপনার গান। এই গানটা একসময় কত চর্চা করেছি আমার যণ্ত্রে। কিন্তু কিছুতেই মন ভরেনি।

  • @ghulamrabbani3954
    @ghulamrabbani3954 Před 4 lety +21

    Humble and unassuming personality. That’s the charm and rare quality of Protma Bondpadhya. She will be missed forever for her beautiful rendition and marvellous creations.

  • @kabitamanumder8487
    @kabitamanumder8487 Před 2 lety +1

    খুব সুন্দর ।মন ভরে গেল ।এখনকার দিনের এত মিউজিক ।এত সাজপোশাকের মধ্যেও এত মিষ্টি মধুর হৃদয় ছুঁয়ে যাওয়া গান খুঁজে পাই না । আমাদের দুর্ভাগ্য অমন শিল্পী আর হবে না।

  • @prabhatishyam3266
    @prabhatishyam3266 Před 2 lety +1

    এতো গুণী শিল্পী কিন্তু পোষাক বা অন্য আতিশয্যের ব‍্যাপারে নির্লিপ্ত ।অজস্র শ্রদ্ধা এই মহান শিল্পীকে ।

  • @sushilchowdhury4320
    @sushilchowdhury4320 Před 3 lety +6

    মা সরস্বতীর বর কন্যা।কোনো রকম তুলনা চলে না।আমাদের ছোট বেলায় শোনা অনন্যসাধারণ গান।বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই...... কি বলে যে প্রসংশা করব,ভাষা জানা নেই।আপনাকে আমার প্রণাম।🙏🙏🙏

  • @sreekantadas3660
    @sreekantadas3660 Před 3 lety +10

    এমন অসাধারণ কোকিল কণ্ঠি গায়িকা আর হয়ত জন্মাবে না ৷ গান শোনার জিনিস, দেখার নয় ৷

  • @llicksand675
    @llicksand675 Před 3 lety +7

    এ জগতের শ্রেষ্ঠ একটি কণ্ঠস্বর !

  • @MB-tx6di
    @MB-tx6di Před 2 lety +8

    এই কোকিলকণ্ঠর অধিকারী, সরল, নিরঅহংকারী সংগীতশিল্পী এই ধরাধামে এসেছে কিনা জানা নেই 🌹

  • @biswajeetchatterjee1962
    @biswajeetchatterjee1962 Před 2 lety +2

    মনটা খুব খারাপ হয়ে গেলো,ছোটো বেলাতে কতো শুনতাম,এখনকার শিল্পীদের মতো আমরা ওনাদের কে কদর করিনি।

  • @chandanmazumder1441
    @chandanmazumder1441 Před 3 lety +3

    She is one of the wonderful artist of the golden era of Bengali songs. I being a Tabla - accompanist (now 64+), have grown listening to this great artist ...... Smt Pratima Bandopadhtay of that era. I have this song of her in a HMV released record "1979 PUJA HITS".
    That was the ERA which was the memorable ERA. and all artists ncluding Smt Pratna Bandopadhyay, will all remain Ever Immortal.
    The artists of that era may not phisicaly be today any more but they will all remain immortal through their work, but they will remain immortal in these songs, compostions etc.
    This is what we say "MORTAL ARTISTS BUT IMMORTAL WORK"
    THUS IMMORTAL IS SMT. PRATIMA BANDOPADHYA
    🌻🙏🙏🙏🌻
    🌹🌹🌼🌼🥀🥀

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Před rokem +1

    পাশে ম্যাডাম নির্মলা মিশ্র। তিঁনিও এই পৃথিবীতে আর বেঁচে নেই। খুব কষ্ট লাগে আমার, কেনও এত কম হায়াত নিয়ে যে এলেন তাঁরা, কেনও আমার মৃত্যুর পর মরলেননা?! তাহলে তো এই প্রিয় মানুষগুলোর মৃত্যু সংবাদ আমার শুনতে হতোনা 😭

  • @user-uy3ri3nm2j
    @user-uy3ri3nm2j Před 4 lety +5

    এই বয়সে , এত সুন্দর সুন্দর শুর । খুবই ভালো লাগলো ।

  • @sucharitabhattacharya8169

    Pratima bandyopadhyay er ei live video ti dekhte peye khub bhalo laglo...ekti durlav onushthan..

  • @dr.parthasarathiroy1989

    বাঙালির অহংকার এই মহান শিল্পীর শেষ জীবন শুনেছি বড্ড কষ্টের। কত অবহেলা এবং অভাব সহ্য করে তিনি নীরবে চলে গেলেন। লজ্জা লাগে, আবার বিস্মিতত হই, আজকের প্রজন্মের অধিকাংশ ই এই প্রাতঃস্মরণীয় শিল্পীর নামটাই জানে না!
    অনুষ্ঠানটি upload করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

  • @ishitaroy7127
    @ishitaroy7127 Před 4 lety +5

    Ki sundor! Ki sundor! Jemon manush temon silpi! Ei dhoroner manush er saathe byaktigoto alap na thakleo bhison kacher, bhison apon mone hoy! Sorolotar okopot protibimbo!

  • @Robigaan
    @Robigaan Před 3 měsíci +1

    আমি মায়ের মতোই ভক্তি করি শ্রীমতি প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে।এতো বড় শিল্পী হয়েও সঙ্গীত সম্রাজ্ঞী হতে পারেন নি না চান নি এটাই আমার প্রশ্ন।হৈমন্তী শুক্লা বলেছেন উনি কত বড় শিল্পী তা নিজেই জানেন না।বড় কষ্ট হয় গান শুনে।

  • @jbasu9507
    @jbasu9507 Před 3 lety +3

    সার্থক জনম আমার জন্মেছি এই দেশে.... নাহলে এই গানটা এরকম করে শোনার সৌভাগ্য হোতো না......

  • @_MAYUKHRAY_B
    @_MAYUKHRAY_B Před 2 lety +1

    এই বয়সে এরকম সুর। ভাবা যায় না। ওনার পক্ষেই সম্ভব।

  • @kantichakraborty5010
    @kantichakraborty5010 Před rokem

    এরকম শিল্পী আর হবে না, অসাধারণ গায়কি, অপূর্ব গানের কথা ও সুর, বারবার শুনতে ইচ্ছা করে ।

  • @rsarkars
    @rsarkars Před 3 lety +3

    চোখ ভিজে সিক্ত হয়ে যায়..... শতকোটি প্রণাম চরণে🙏

  • @nanditanazma1942
    @nanditanazma1942 Před 3 lety +6

    কন্ঠ ঐশ্বর্যমণ্ডিত।
    এতো বয়সে ও কি কন্ঠস্বর আর কি গায়কী!! হাজার প্রণাম মা তোমায়।

  • @tarpan9294
    @tarpan9294 Před 5 dny

    প্রণাম নমঃ সর্বকালের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী প্রতিমা ব্যানার্জি। সঠিক সন্মান ও মূল্যায়ন,কোনটাই এই শিল্পীর প্রতি দেওয়া হয়নি।বিগত ও আগামিতে কোনদিন এই ঐশ্বরিক কন্ঠ আর পাবনা🙏🙏🙏🙏🌹🌹❤️❤️

  • @sammukherjeelegeniedumal
    @sammukherjeelegeniedumal Před 4 lety +28

    Pratima banerjee widely celebrated yet underrated . A majestic voice of bengal was left to rot in oblivion .
    #Respect

  • @voiceofanirban9691
    @voiceofanirban9691 Před 4 lety +6

    মন ভরানো গান।প্রণাম।এমন আর সৃষ্টি হবে না।

  • @ajitmandal7456
    @ajitmandal7456 Před 2 lety +2

    উনি সবসময়ই আমাদের মাঝে বেঁচে থাকবেন,সঙ্গীত জগতে উজ্জ্বল তারা হয়ে🙏

  • @SoumyadeepAamirsfan
    @SoumyadeepAamirsfan Před 4 lety +13

    অমূল্য! এটি কত সালে সম্প্রচারিত কারোর জানা থাকলে জানাবেন একটু? ধন্যবাদ

  • @leenadamini6061
    @leenadamini6061 Před 4 lety +9

    মনটা ভোরে গেলো. চোখ টা বন্ধ হয়ে এলো শান্তিতে

  • @sanjeebbiswas6552
    @sanjeebbiswas6552 Před 3 lety +1

    আমার কাছে দেবী সমান এই গায়িকাকে নত মস্তকে জানাই শস্রদ্ধ প্রনাম

  • @PadminiBiswas
    @PadminiBiswas Před 4 lety +1

    Ashadharon! ki uchu dorer shilpi chhilen enara. Pranam janai onake aar Nirmala didi ke.

  • @sabyasachimajumder4863
    @sabyasachimajumder4863 Před 4 lety +5

    Protima Banerjee and those golden voices of Bengal had never got their dues...outsanding and nostalgic voice of Protima alongwith her iconic songs will remain forever with the song loving people...

  • @MsChhanda
    @MsChhanda Před 4 lety +4

    আমার গানের গুরুমা ৷ যদিও আমি গানের জগতের কেউ নই ৷আমি ধন্য উনার সাণ্যিধ্যে এসে ৷ আমার কাছে উনি ইশ্বর ৷

  • @dibakardutta9573
    @dibakardutta9573 Před 4 lety +1

    🙏🙏🙏💐ki je chchilo sei din gulote..emon swarsamponna shroddha..bhora shotokoti pronam

  • @anupasengupta6597
    @anupasengupta6597 Před 7 měsíci

    ভাবতে পারা যায় এই বয়সে ও এমন গলা কোন ওপর দেখানো নেই কত সাধারন ভাবে বসে কি সুন্দর গান গেয়ে যাচ্ছেন 🌹🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 Před 4 lety +45

    অসাধারণ নয় অনন‍্যসাধারন শিল্পী । এত সুরেলা কন্ঠ অথচ কী সাধারণ উপস্থাপন !!

  • @subhasishdas7983
    @subhasishdas7983 Před 6 měsíci

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরেলা কন্ঠে এক সময় বাঙালি মুগ্ধ হ'তো। এরা সব ছিলেন এক একজন এক একদিকে প্রতিভা সম্পন্ন শিল্পী। বাংলা গানকে এঁরা যে উচ্চতায় পৌঁছে দিতে পেরেছিলেন,আজকের গায়ক গায়িকাদের তা ধরে রেখে এগিয়ে যাবে এটাই আশা করি। শিল্পীকে প্রণাম জানাই।

  • @mottakinurrahmanwasek4096

    এনার যেই গানই শুনি, আমার চোখ ভিজে যায়।জানিনা কেনো।🙏🙏🙏

  • @tufan886
    @tufan886 Před 4 lety +4

    Great. Wish the whole programme could be seen again. Many thanks.

  • @alokebhadra3621
    @alokebhadra3621 Před 4 lety +5

    তোমার যে কোনো গান সুনলে চোখে জল চলে আসে।

  • @subsabur
    @subsabur Před 3 lety +1

    Massah allah khub misti o nar gola.jemon onar kotha bolar dhoron, temon misti onar voice...allah onake onek hayat dan koruk....

  • @adhipmukherjee7621
    @adhipmukherjee7621 Před 4 lety +4

    আমার অন্যতম প্রিয় গায়িকা

  • @MrSantanu123456
    @MrSantanu123456 Před 2 měsíci

    অনেকবার সামনে থেকে শুনেছি। সে সময় উনি কলকাতার বাইরে বিচিত্রানুষ্ঠানে গাইতে যেতেন। বয়স তুলনায় অনেক কম। বয়স বেড়েছে, কিন্তু কণ্ঠ মাধুর্য মনে হয় এক থেকে গেছে। প্রনাম জানাই।

  • @mazaharulhannan8496
    @mazaharulhannan8496 Před rokem +1

    এই গান গাওয়ার পেছনে একটা ঘটনা আছে। তার বাড়ীর সামনে রাস্তার ধারে তিনি পাগলিনীর মত একা বসে থাকতেন। গান গাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছেন। নির্মলা মিশ্র একদিন হঠাৎ এসে তাকে জোর করে তুলে নিয়ে গেলেন একেবারে ষ্টেজে, আজ তোমাকে গায়তেই হবে "। সেই দিন তিনি এই গান গেয়েছিলেন। প্রতিমা আমার পছন্দের শিল্পী।

  • @dr.parthasarathiroy1989
    @dr.parthasarathiroy1989 Před 3 lety +1

    অনেক ধন্যবাদ। পুরো অনুষ্ঠান টি দয়া করে দিন।।

  • @samitasamajdar7447
    @samitasamajdar7447 Před 4 lety +3

    এই রকম শিল্পী আর জন্মাবেন না.... আমার প্রনাম জানাই।

  • @sushilchowdhury4320
    @sushilchowdhury4320 Před 4 lety +1

    অনবদ্য।এই বয়সেও অপূর্ব গানের এই গলা ভাবাই যায় না।

  • @LifestyleBySufia
    @LifestyleBySufia Před 4 lety +3

    সেই চেনা সূর ।ভালো থেকো গো সোনা দিদি😍👌🏼

  • @abheejitmitra372
    @abheejitmitra372 Před 2 lety +1

    মোহিত হলাম। সশ্রদ্ধ প্রণাম 🙏

  • @gautamsengupta4318
    @gautamsengupta4318 Před 2 lety +1

    Unbelievable TUNE in the voice of Pratimadi ! Bhabai jaina at this age !.

  • @sagarikadasgupta2680
    @sagarikadasgupta2680 Před 2 lety +1

    মন প্রাণ ভরে গেল... কানের ভিতর দিয়া মরমে পশীল.... আহা একেই গান বলে 💕💕💕💕💕💕

  • @shajahanrabi9740
    @shajahanrabi9740 Před 2 lety +5

    আমরা কি তাকে সঠিক মূল্যায়ন আজও দিতে পেরিছি,,,,

    • @nupurchakraborty8415
      @nupurchakraborty8415 Před 26 dny

      মূল্যায়ন করতে পারলে আর শেষ জীবনে পাগল হয়ে ভিক্ষা করতে হতো না এই নমস্য শিল্পীকে😢

  • @communistinternational1431

    তোমায় কেন লাগছে এত চেনা
    এত আপন ভাবছি কেন তোমায়
    বলতে পার প্রথম দেখা কোথায়
    প্রথম দেখা কোথায় ..
    .
    কবে কখন শিপ্রা নদীর তীরে
    কোন পাহাড়ে কোন সে পথের ভীড়ে
    চাঁদের আলোয় অস্তাচলের সোনায়
    বলতে পার প্রথম দেখা কোথায়
    প্রথম দেখা কোথায়...

  • @supriyo1678
    @supriyo1678 Před 3 lety +21

    একবার চোখ বন্ধ করে গানটা শুনে সত্যি করে বলুন তো..
    বয়সটা অনুমান করতে পারেন কিনা?

    • @nitaidutta59
      @nitaidutta59 Před 3 lety +2

      Right

    • @sanjeebbiswas6552
      @sanjeebbiswas6552 Před 3 lety +6

      শুধু বয়সটা ই বা বলি কেন ! গানটা লাইভ আকারে শুনে এবং ওনাকে দেখে আমি কেঁদে ফেলেছি ।

    • @mohammadadol1623
      @mohammadadol1623 Před 3 lety +2

      পারি নাই ওস্তাদ

    • @babukansabanik6292
      @babukansabanik6292 Před 2 lety

      She has been always evergreen even after her demise.

  • @dibakardutta9573
    @dibakardutta9573 Před 4 lety +1

    🙏🙏🙏💐🙏🙏🙏emon shanto jibon ,pronam nibedon ,bhaba jai na emon dhir sthir maa saraswati r dibyo rup

  • @subhendugiri5018
    @subhendugiri5018 Před 5 lety +8

    Thanks for uploading such rare clip. Being a rational, as I don't find relevance of god or necessity of worshiping God, it makes easier to respect human instead, specially every contributor who were behind of song of those singers, she is one of them. Apart from her overwhelming voice, lyrics and tune, one special thing I have noticed which is very rare, is practice of keeping head-still. While today singers keep themselves fit by doing excessive physical exercises during singing any song, I always fail to see even little movement or bend of her head. As I also try to sing, I feel, sometimes it becomes difficult to stop little bending of my head, hence I can't respect enough to this lady! When first time I saw her to sing in a video clip, I was surprised to think whether she is really singing or it's pre-recorded(!) as only her lips movement was visible.

    • @samali108
      @samali108 Před 2 lety +1

      It's really sad that her last days were spent in utter poverty

  • @babitahaldarofficial6656

    Aha 🙏🙏🙏🙏shatakoti pranam

  • @nanditanazma1942
    @nanditanazma1942 Před 3 lety +1

    সম্পূর্ণ থাকলে বেশি ভালো লাগতো।
    অনবদ্য।কি বিনয়ী শিল্পী। প্রণাম।

  • @shreejitsarkar7401
    @shreejitsarkar7401 Před 4 lety +10

    কী অনন্য, কী অসামান্য! পাশে আবার নির্মলা মিশ্র।

  • @madhumitabhandari2235
    @madhumitabhandari2235 Před 4 lety +3

    আহা কি অপূর্ব

  • @indranimazumdar5310
    @indranimazumdar5310 Před 4 lety +1

    Aaha, ki apurbo konthoswar. Pronam janai.

  • @nibeditamukherjee4160
    @nibeditamukherjee4160 Před 2 lety

    Asadharon!!! Choke jol eshe jay 🙏💐

  • @bappaichotu
    @bappaichotu Před 4 lety +7

    could not hold back tears. should have

  • @sur-e-sur-e-suparna
    @sur-e-sur-e-suparna Před 3 lety +1

    Aahaa 🙏🙏......jara dislike korechen tader moto ovaga r nei bollei chole..

  • @saibalmitra145
    @saibalmitra145 Před 4 lety +1

    " Eto.Apon Keno Laage Apnake sei Chotobela theke " PRONAAM PRONAAM ..............
    Protima Didi

  • @arunsen4017
    @arunsen4017 Před 4 lety +3

    Chhobita dekhey antkey uthlam chintei pari ni ekdom.
    Pronam Janalam.

  • @kakalichoudhury7056
    @kakalichoudhury7056 Před 4 lety +3

    God bless you Pratima mam!

  • @monishachowdhury2365
    @monishachowdhury2365 Před 4 lety +1

    Gola to noy.modhu.asadharon.chokhe jol ese gelo.

  • @gopalbiswas1291
    @gopalbiswas1291 Před 2 lety +1

    All time great legend mohiyosi sangeet shilpi; kintu akdom sadharan sahaj byktijeebane.Apnake satokoti pronam

  • @Suvostructure1995
    @Suvostructure1995 Před 3 lety +3

    Outstanding 🙏🙏🙏

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 Před 2 lety +3

    মাতৃসমা এই অসামান্যা প্রতিভাময়ী কিংবদন্তি শিল্পীর মর্মান্তিক পরিণতিতে কে দায়ী, আমরাই বোধহয়, কোন ৺খোজ রাখিনি।

  • @anirbanbanerjee683
    @anirbanbanerjee683 Před 4 lety +21

    Sursamraggi lata mangeshkar akta interview te bolechilen 'protimar motto Bangla te shilpi thakte amader Kano niye jawaa hoe' aknaye boja Jaye uni kotto uchu maper guni,,,

  • @kaustuvde5520
    @kaustuvde5520 Před 2 lety +2

    She was unparalleled Singer of her time. Artist like her comes in this earth once in hundred years. May her sacred soul rest in peace.

  • @debashreeghosh2350
    @debashreeghosh2350 Před 4 lety +10

    গায়ে কাঁটা দিচ্ছে। ভাবতে পারিনি স্বর্ণ যুগের এমন দৃশ্যের সাক্ষী হতে পারব।

    • @nitaidutta59
      @nitaidutta59 Před 3 lety

      Vola Ki jai eto sahaje
      Swarnajuger gan ( Sab vulte rajee Kintu oi juger Gan vola jaina Eguli moner gan Praner gan)

  • @jh5202
    @jh5202 Před 2 lety

    Very very nice. Thank you so much. From ITALY

  • @user-qv2lp1vx3f
    @user-qv2lp1vx3f Před 4 lety +2

    সত্যি অসাধারণ

  • @somabanerjee115
    @somabanerjee115 Před 3 lety +1

    Pratima bondopadhhyay kingbodonti .....🙏🌹💟

  • @nabendumazumder5864
    @nabendumazumder5864 Před 4 lety

    Sata koti pranam. ....

  • @saibalmitra1775
    @saibalmitra1775 Před 4 lety

    Ki darun!!!!! Onar ei video ta prothom dekhlam. What a voice!!!!!!!!!!!!!

  • @ivankunduofficial
    @ivankunduofficial Před 6 měsíci

    উনার গান সুনলে আমার দু চোখ বেয়ে কান্না বেরিয়ে আসে। এতটাই হৃদয় স্পর্শ কোরে

  • @parthabanerjee1389
    @parthabanerjee1389 Před 4 lety +1

    Osadharon!!!!! Sirf ekta kotha... Sokol desher rani Tumi

  • @kaminskidas6650
    @kaminskidas6650 Před 2 lety

    কি অপূর্ব অসাধারণ কন্ঠস্বর। ওনাকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রনাম জানালাম 🙏🙏

  • @ashishroy8577
    @ashishroy8577 Před 3 lety

    এই সুরের মাধুর্য একমাত্র ওনার পক্ষেই সম্ভব ।

  • @dr.shahnazpervin4469
    @dr.shahnazpervin4469 Před rokem

    সার্থক নাম,যেন অলৌকিক সুর তাঁর কন্ঠে 🌹🌹🙏

  • @mousumiadhikary4996
    @mousumiadhikary4996 Před 3 lety +1

    এনার গানের কোনো বিকল্প হয়না ওনার মতো রেওয়াজী ও সুমিষ্ট কণ্ঠস্বর বাংলা আর কোনোদিন ফিরে পাবেনা..... 💐🙏🙏🙏🙏💐

    • @debeshbhattacharyya7149
      @debeshbhattacharyya7149 Před 2 lety +1

      গানের তুলিতে আঁকা অসাধারণ অনন্য

    • @debeshbhattacharyya7149
      @debeshbhattacharyya7149 Před 2 lety +1

      এক চিএ। এমন মাধূরীময় কন্ঠ অতি বিরল ।

  • @kawsarali6359
    @kawsarali6359 Před 3 lety

    দারুণ লাগলো ! শ্রদ্ধা !

  • @madhumitabagchi1410
    @madhumitabagchi1410 Před 2 lety

    অসাধারণ ৷বলার ভাষা থাকে না৷ওনাকে প্রনাম জানাই৷

  • @kaberytalukder9876
    @kaberytalukder9876 Před 2 lety

    Eto valo laglo.....onel bar sunchi...

  • @tulikaroysaha2983
    @tulikaroysaha2983 Před 2 lety

    Shraddha, pranam 🙏🙏🙏🙏

  • @PadminiBiswas
    @PadminiBiswas Před 4 lety +6

    Eto mishti gala chhilo onar. Shesh dike kirokom ekaki hoye gechhilen. Ekmatro bandhobi chhilen Sm. Nirmala Mishra.