EKTA Gan Likho amar jonnyo (Live) -একটা গান লিখো আমার জন্য-প্রতিমা বন্দ্যোপাধ্যায়-Pratima Banerjee

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2015
  • ...LIVE PERFORMANCE
    কথাঃ সুবীর হাজরা
    সুরঃ সুধীন দাসগুপ্ত
    1961-GE25070
    একটা গান লিখো আমার জন্য
    না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
    সে গান যেন আমায় উজাড় করে নেয়
    সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
    আমি যেন হই তোমার মাঝে ধন্য।।
    আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
    লিখেছি তোমায় মনের অক্ষরে অনেক ছন্দ লিপিকা।
    সেদিন আজো আমার মনে পড়ে যায়
    তেমন করে যেন আমায় খুঁজে পায়
    জীবন তরী যে কোথায় সহজ পণ্য।।
    #প্রতিমাবন্দ্যোপাধ্যায় #শিল্পী #চিত্রকলা #আধুনিকশিল্প #ফাইনআর্ট #চিত্র #কলাকৌশল #শিল্পপরিচালক #চিত্রশিল্পী #ভারতীয়শিল্প #মূল্যবানশিল্প #প্রকৃতিচিত্র #সৃষ্টিশীলতা #রঙ #কম্পজিশন #টেক্সচার #ফর্ম #অতিসংক্ষেপমূলকচিত্রীকরণ #বাংলাশিল্প #PratimaBandopadhyay #singer #BengaliMusic #playbacksinger #musician #vocalist #performer #artist #musicindustry #musiclover #musiclife #musicislife #melody #harmony #rhythm #songwriter #composer #indianmusic.
  • Zábava

Komentáře • 1K

  • @bhaskarbasu3704
    @bhaskarbasu3704 Před rokem +63

    যতবার তাঁর গানের ভিডিও দেখি বা দূরদর্শনের অনুষ্ঠানে তাঁকে গাইতে দেখি, একটা ব্যাপার দেখে বিস্মিত হই। আজ পর্যন্ত কোনও শিল্পীর ক্ষেত্রে এমন অদ্ভুত ব্যাপার দেখিনি। তিনি গাইছেন, চড়ায় উঠছেন, খাদে নামছেন, সূক্ষ্ম কঠিন কাজ করছেন, কিন্তু কী আশ্চর্য, মাথা স্থির, চোখে-মুখে কোনও ছাপ নেই, মনে হচ্ছে, একই নোট-এ দাঁড়িয়ে আছে গলা। এটা জাস্ট অসম্ভব। কেউ পারেননি আজ পর্যন্ত। তিনি কী করে পারতেন, এটা বিরাট বড় রহস্য আমার কাছে। এ প্রজন্মের যাঁরা তাঁকে সেভাবে চেনেন না, তাঁরা এই ভিডিও দেখলে বলবেন, এটা লিপ সিঙ্কিং। কিন্তু আমরা তো প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান হওয়া থেকে চিনি, জানি তাঁর অলৌকিক ক্ষমতার কথা। তাই আমরা জানি এটা তিনি পারতেন অনায়াসেই। কিন্তু কী করে যে পারতেন, আজও বুঝতে পারি না।

    • @JaydeepDatta
      @JaydeepDatta Před rokem +5

      Asadharon bollen. Satyi eta vaba jay na

    • @bananisahu4857
      @bananisahu4857 Před 6 měsíci +4

      একদম ঠিক কথা বলেছেন। Effortless singing বোধহয় একেই বলে।

    • @kallolmukherjee955
      @kallolmukherjee955 Před 2 měsíci +1

      bhagowan dotto protibha bodhoy eke i bole.

    • @sanjitmitra3677
      @sanjitmitra3677 Před 2 měsíci +1

      Bhaskar babu apni absalutely right amio oner barir khub kachai thaki 83 years old oner tulona oni nijai

    • @dipanjansengupta8786
      @dipanjansengupta8786 Před měsícem +1

      Asadharon bollen. Amar bohu diner anubhab. Sikhha hoito etai......apnake nomoskar

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 Před 7 měsíci +11

    মা সরস্বতী যার কন্ঠে আসীন, তার মর্মান্তিক পরিণতি মানা যায়না, আমার সৌভাগ্য তাকে সামনে থেকে দেখেছি, গান শুনেছি, এরকম শিল্পী হাজার বছরেও জন্মায় না।

  • @liragilberdmanila5487
    @liragilberdmanila5487 Před 3 lety +678

    আজকালকার শিল্পীরা হাত পা নেড়ে নেড়ে মুখে হাজার এক্সপ্রেশন এনে গান গায়।কিন্তু এই গুনী শিল্পীরা এমনভাবে গান গেয়েছেন যেন মনে হয় একদম ঠান্ডা মাথায় শান্ত হয়ে পরিবেশন করছে।আজকালকার শিল্পীরা হাজার এক্সপ্রেশন দিয়েও এনাদের ধারে কাছে ঘেষতে পারে না!

    • @rinakhanra5498
      @rinakhanra5498 Před 3 lety +24

      মন chhuye গেলো, অসাধারন প্রতিভাময়ী শিল্পী, আমার অশেষ srodhya রইলো, কোনোদিন পুরোনো হবে না, এই গান।

    • @bharatpathik9036
      @bharatpathik9036 Před 3 lety +31

      গত প্রজন্ম সঙ্গীত শিক্ষাকে তপস্যা হিসাবেই গণ্য করতো, সেই পরিমন্ডলেই তাঁরা লালিত পালিত হতো। আচরণ তাঁদের মানসিক গঠন এবং সেই সময়ের সুস্থ পরিবেশের সাক্ষী হয়ে রয়েছে।

    • @somabhowmik8426
      @somabhowmik8426 Před 3 lety +3

      onektai thik

    • @somabhowmik8426
      @somabhowmik8426 Před 3 lety +2

      thik

    • @bratishneogi4375
      @bratishneogi4375 Před 3 lety

      Absolutely correct

  • @MrGautamaditya
    @MrGautamaditya Před 3 lety +214

    কি মাতৃ রুপ।।। কি অসাধারণ বাঙালিয়ানা।।
    আর গায়কি তো শুধু মুগ্ধতা ছড়ায়।।
    প্রনাম মা গো।।।

  • @gourangabhattasali8991
    @gourangabhattasali8991 Před rokem +9

    কলকাতায় ওনার অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে। কি অসাধারণ কোকিল কনঠ গলা। মন ভরে যেত। ওনাকে শ্রদ্ধা নিবেদন করি।

  • @amalkumarghosh496
    @amalkumarghosh496 Před 2 měsíci +5

    কালজয়ী গান, কালজয়ী সুর, কালজয়ী কথা, আর কালজয়ী আবেদন নিয়ে চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

  • @idylllifestyle8064
    @idylllifestyle8064 Před rokem +3

    মা গো তোমার গান গুলো শুনলেই বাঙালী হয়ে জন্মানোর গর্ব অনুভব করি ….. তুমি সকলের হ্রদয়ে আজীবন বেঁচে থাকবে.❤️
    বাকীটা সব কিছুই আজ লজ্জার …..😔

  • @bnbakar8502
    @bnbakar8502 Před 7 měsíci +8

    অসাধারণ সুর।আহহ কোকিল কন্ঠ।
    সেই সময় আধুনিক যন্ত্রপাতি থাকলে,তাদের লেভেল কোন পর্যায়ে থাকত,কল্পনাই করা যাবে না। এখনকার গানের কথার কোনো অর্থ*ই থাকে না। এখন শুধু সুর করে কথা বললেই গান হয়ে যায়।
    ষাটের দশকের গান এখনও সমান জনপ্রিয়। আর এখনকার গান ২/৩ বছর পরে কেউ শুনেই না। এই গানটি
    প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং কনক চাপার কন্ঠে গানটি খুবই ভালো লাগে

  • @takemenaakter4664
    @takemenaakter4664 Před 3 lety +70

    কি শান্ত সুষ্ঠ কথা সুর,,,, মধুর সুর,, এখনকার শিল্পী দুইজনম নিয়ে আসলেও এমন গান উপহার দিতে পারবে না

  • @henarahman2525
    @henarahman2525 Před 3 lety +147

    অপূর্ব!!! কত শত বার যে শুনেছি। এ গান প্রথম শোনার দিনগুলো মনে পড়ে যায়। সেই অকারণ খুশীর দিনগুলো।

  • @rashedahsan4554
    @rashedahsan4554 Před 5 lety +253

    টাকার জন্য বা টাকা দিয়ে শিল্পী হওয়া যায়না। সাধনার দরকার।
    অসাধারন।

    • @ashokkumarroy9482
      @ashokkumarroy9482 Před 3 lety

      Egan jotobar suni to5obar omakd Amar chokher samne bhese organ Obama hote hai.

    • @atrinbiswas3940
      @atrinbiswas3940 Před 3 lety +2

      একদম ঠিক কথা। এখন যারা TV তে Reality শো থেকে গায়ক বা গায়িকা মনে করে তারা আদতে মানুষ ই না তা শিল্পী হবে কি করে।

    • @shiladityaroy9998
      @shiladityaroy9998 Před 2 lety

      খুব দামি কথা বললেন ....

  • @gargiganguly4235
    @gargiganguly4235 Před 3 lety +166

    বাংলার কিংবদন্তি শিল্পী তোমাকে শতকোটি প্রণতি জানাই। 🙏💐

  • @sumanbiswas719
    @sumanbiswas719 Před 3 lety +126

    "মা সরস্বতী যদি গানের ঠাকুর হন, তবে উনি সাক্ষাৎ সরস্বতী"❤️🙏

    • @djeazaz1245
      @djeazaz1245 Před 2 lety

      Great

    • @jhomurroy4442
      @jhomurroy4442 Před 2 lety +1

      ঠিক বলেছেন দাদা, মনে হয় মানুষ টা ও ভালো

    • @noobdegamers202
      @noobdegamers202 Před 2 lety

      @@djeazaz1245 the 😉😉

    • @samali108
      @samali108 Před 2 lety +1

      You are right. It is really so sad that she had to beg to survive towards the end of her life.

    • @ushamallik8775
      @ushamallik8775 Před 2 lety +1

      Nice song ❤️

  • @jibansen3087
    @jibansen3087 Před 4 lety +69

    শৈশবের ভাল লাগার গান আজিও সমান ভাবে মনকে নাড়া দিয়ে যায়। অমরত্ব লাভ করেছেন শিল্পী তার কণ্ঠের যাদুতে।

  • @subirgoswami8905
    @subirgoswami8905 Před 3 lety +144

    আজ জীবনের এই প্রান্তে এসে এইসব গান শুনতে বসলে চোখের জলে ভাসতে থাকি।
    ধন্যবাদ।

    • @bijanbose1365
      @bijanbose1365 Před 3 lety +4

      Satti khub satti katha . Buker vator ajo mochor dia ote .

    • @pabitrachatterjee7666
      @pabitrachatterjee7666 Před 2 lety +2

      মনের কথাটিই বলেছেন।

  • @mdtusharhossan48
    @mdtusharhossan48 Před 5 lety +163

    এই গানের মানুষ গুলো হয়তো আর কোনোদিন পাওয়া যাবে না।কিন্ত সুরে সুরে বেঁচে থাকবে চিরদিন।

  • @sajibkantiray6109
    @sajibkantiray6109 Před 4 lety +169

    এই গানের কোনো মাপকাঠি হবেনা। শুধু একটা কথাই বলবো এই গান অনেক অসুস্থ মানুষকে সুস্থ করে দেয়।

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz Před 2 lety +6

    এঁরাই ছিলেন/আছেন/থাকবেন চিরদিনের চেনা-জানা শিল্পী। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সারাদিন+ সারারাত শুনলেও আবেদন ফুরোবেনা। শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকুন চিরদিনের চেনা এই সত্যিকারের শিল্পীগন।

  • @diguification
    @diguification Před 3 lety +23

    কি অদ্ভুত একটা ব্যাপার দেখুন, এতো চড়ায় উঠে যাচ্ছেন অনায়াসেই, অথচ মুখ এক জায়গায়! একটুও স্থান পরিবর্তন করছেন না, বিন্দুমাত্র অস্বস্তির প্রকাশ নেই! একভাবে গেয়ে গেলেন!
    🙏

  • @HabibEssa-ih2tj
    @HabibEssa-ih2tj Před 7 měsíci +5

    ভাই অনেক শিল্পীর কাছ থেকে এই গানটি শুনেছি কিন্তু এতো সুন্দর করে কেউ পারেনি,কেউ পারতেসেনা ভবিষ্যতে কেউ পারবেনা ।

  • @swaponkumarmandal558
    @swaponkumarmandal558 Před rokem +5

    ঠাকুর রামকৃষ্ণ বলতেন না, ক্ষীরের সাগর, প্রতিমা বন্দোপাধ্যায়ের গানও যেন সুরের সাগরে নিয়ে চলে যায়, যেখানে শুধু ব্যথা উপশম করা এক অদ্ভুত ভালোলাগার ও আনন্দের অনুভূতি

  • @uttamroy9895
    @uttamroy9895 Před 3 lety +122

    অতি সাধারণ জীবনযাত্রায় বেড়ে ওঠা, অসাধারণ প্রতিভাময়ী শিল্পী "যোগ্য সম্মান" পেলেন না!"--আক্ষেপ র'য়ে গেল।

    • @shahanaakter3130
      @shahanaakter3130 Před 3 lety +6

      Je amar mormo buje se thiki sonman kore korben? Onno karo dorker nai?

    • @dipankarbala6080
      @dipankarbala6080 Před 2 lety

      Yes !

    • @AKM31659
      @AKM31659 Před 2 lety

      অসাধারন!!

    • @shyamaliganguly6644
      @shyamaliganguly6644 Před 2 lety +1

      Na na samman uni jathesto peyechen.
      Manusher valobasa o peyechen.
      Kintu bhagya kharap.
      Uni manasik bhabe asustho hoye gelen.

    • @somjitdasgupta6382
      @somjitdasgupta6382 Před 2 lety +1

      গায়িকা হিসাবে ইনি ঈশ্বরের বিচারের মণিকোঠার উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে থাকবেন! মানুষের দেওয়া মানপত্র, স্মারকলিপি ইত্যাদির অনেক উর্দ্ধে এঁর স্থান। জন্ম জন্ম মানুষ এনার গান শুনে ধন্য হবে!

  • @irasengupta5115
    @irasengupta5115 Před 2 lety +1

    শিল্পী কে শ্রদ্ধা জানাই। এরকম শিল্পী আমরা আর পাবো না। কি অসম্ভব অসাধারণ গায়কী।এতো প্রিয় শিল্পী।

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Před 3 lety +2

    মহান আল্লাহ যে কাকে কোন প্রতিভা দিয়ে রাখছেন অনেকসময় সেই প্রতিভাবান মানুষটিও তা বুঝতে পারেননা। শ্রদ্ধেয়া প্রতিমা ব্যানার্জী ছিলেন তেমনি এক অনন্য অসাধারণ প্রতিভাবান মানুষ। আল্লাহ বোধহয় পৃথিবীর সেরা সুন্দর কন্ঠটি তাঁকে দান করছিলেন, প্রতিমাতেই যার সূচনা প্রতিমাতেই যার সমাপ্তি! প্রতিমা একজনই, প্রতিমা নামের অনেক মানুষ হয়তো আসবে যাবে কিন্তু পৃথিবীতে আর কেউ কোনোদিন একজন প্রতিমা হতে পারবেনা। প্রতিমা ব্যানার্জী মহান আল্লাহর বিশেষ এক সৃষ্টি। আর কিছু বলার নেই। আমি বাংলাদেশ থেকে নাঈম আহমেদ সুমন (২০+)

  • @rajatdesarkar8538
    @rajatdesarkar8538 Před měsícem +3

    আমার সবথেকে প্রিয় শিল্পী 🙏🏻

  • @ghoshbk12
    @ghoshbk12 Před 3 měsíci +3

    সুধাকন্ঠী অমর শিল্পীর এক চিরদিনের অতুলনীয় সৃষ্টি।

  • @mdshafiquleislam3056
    @mdshafiquleislam3056 Před 2 lety +1

    হে নতুন প্রজন্ম তোমারা মনে রেখ, আমাদের একজন প্রতিমা বন্দ্যোপাধ্যায় ছিল যার গান শুনে আমারা আজ‌ও বুঁদ হয়ে থাকি।

  • @abhijeetchakravarti3540
    @abhijeetchakravarti3540 Před 2 lety +1

    উফ!!কি অসাধারণ ‌! আমরা ওনার পাড়াতেই থাকতাম। এতো বড়ো মাপের শিল্পী , কোনো অহংকার ছিল না। আজ সেই কথাই ভাবি। আর ওনার গান শুনি আর ভাবি , এসব শিল্পী আর হবে না। আমার প্রণাম ওনার চরণে।🙏🙏🙏

  • @galaxytravelint.9590
    @galaxytravelint.9590 Před 3 lety +338

    বেশি কিছু বলবো না,,,
    এই পৃথিবীতে ভালোবাসার নামটা থাকবে যত দিন এই গান থাকবে ততদিন💝💝
    ২০২১ সালে যারা শুনেছেন তারা সারা দেন

    • @subhashchandrasarkargreeng6294
      @subhashchandrasarkargreeng6294 Před 3 lety +5

      2021সালে শুনছি ,আ র সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে ।

    • @debendranathhaldar5804
      @debendranathhaldar5804 Před 3 lety

      @@subhashchandrasarkargreeng6294 xx 😄😄🌧️😄😆😃😆🙂

    • @MrKuntalbanerjee
      @MrKuntalbanerjee Před 3 lety

      Sotti osadharon

    • @johnkeats7183
      @johnkeats7183 Před 2 lety

      @@debendranathhaldar5804 😉

    • @tarunnaskar5897
      @tarunnaskar5897 Před 2 lety

      Nostalgia Wonderful, Combination of 26 letters are not needed to any word to write.

  • @tareqshopon3830
    @tareqshopon3830 Před 5 lety +33

    সেই শৈশব থেকে শুনে শুনে গানটা মনের ভেতর গেথে গেছে, আমার মায়ের অনেক পছন্দের গান ছিল এগুলো, তাই সব সময়ই টেপ রেকর্ডারে গানগুলো বাজতো। সেই সময় গুলো মনে পড়ছে গানটা শুনে। আর ভিডিও দেখে আরও ভালো লাগলো। আপলোড করার জন্য ধন্যবাদ!
    Bazlur Rahman

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 Před rokem +2

    অসাধারণ পবিত্র প্রেমসংগীত! সত্যি,তখনকার গীতিকাররা যেন ছিলেন প্রকৃত পক্ষে যেন স্বর্গীয় দূত। গানের কথাগুলি যেন স্বর্গীয় অনুভূতি সম্পন্ন।

  • @irasarkar6720
    @irasarkar6720 Před 2 lety +1

    অনবদ্য অসাধারণ অতুলনীয় কন্ঠ মাধুর্যে ভরা অপূর্ব সঙ্গীতের সুধারসে হৃদয় পরিপূর্ণ হয়ে গেল।
    সশ্রদ্ধো প্রণাম জানাই অনন্য সাধারণ কিংবদন্তী শিল্পীর চরণে।

  • @suranjanroy5381
    @suranjanroy5381 Před 3 lety +6

    অসাধারণ বললেও ভুল বলা হবে। এমন কন্ঠ আর হবে না। আমার জীবনের শ্রেষ্ঠ গায়ীকা। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওনার গাওয়া, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলোক বালা কাজলা দিদি কই। এই গান খানি শুনলেই, একটি চিত্র ভেসে ওঠে, এমনি যাদু এই গানটির মধ্যে রয়েছে। একেবারে একটি ছোট্ট মেয়ে যেন গান খানি গাইছে।সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন এমন কন্ঠস্বর।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver  Před 3 lety

      আমারও সব থেকে প্রিয় গায়িকা আর গায়ক হেমন্ত মুখোপাধ্যায়॥ সুধীন দাশগুপ্তের অনেক গান super hit গান॥ বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই -সুধীন বাবুর সুর॥

  • @alokekumarbakshi7126
    @alokekumarbakshi7126 Před 8 měsíci +4

    এই গানের কথা, সুর ও শিল্পীর কণ্ঠের কোন তুলনা হয় না।

  • @biswanathmitra4321
    @biswanathmitra4321 Před 3 lety +6

    অসাধারণ কথা,সুর এবং গায়কী।আজকের দিনে এই সব গান ভাবাই যায় না।শ্রদ্ধা জানাই শিল্পীকে।

  • @rathinpan3367
    @rathinpan3367 Před 2 lety +2

    প্রতিমা বন্দোপাধ্যায়কে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাই। ওনার মতো একজন গুনী শিল্পী খুব কম দেখা যায়। এতো গান নয় যেন হৃদয়ের মূর্ছনা। সেই ছোট বেলা থেকেই এই গানটি শুনে আসছি। 🙏🙏🙏🙏🙏

  • @swapanray2301
    @swapanray2301 Před 5 lety +15

    বাংলা গানের এক অসামান্য সম্পদ!এমনটি আর হবে না!

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver  Před 3 lety +21

    যদিও এই গানটা শত শত লোকজন পোস্ট করেছে ইউটুবে। এতো জনপ্রিয় যে One million plus view হয়েছে এখানে।। আমি এতদিন দেখিনি যে এতো বেশি লোকজন পছন্দ করেছেন এই গানটা। Thanks everybody for comments and praise for the singer. She was and still one of the most popular singers in the Bengali language.

  • @jalaluddin2850
    @jalaluddin2850 Před 3 lety +1

    এই মহান গায়িকা বাংলাদেশের মেয়ে। অথচ তার জন্য আমারা কিছুই করতে পারিনি । জীবনের শেষ দিন গুলো তার ভাল কাটেনি।

  • @ashimbarua4001
    @ashimbarua4001 Před 3 lety +3

    কৈশোরে যে গান শুনতে শুনতে বড় হয়েছি, সেই গান আজও শুনি!
    কী কথা.....কী সুর--
    অবাক হয়ে শুনি।।

  • @ghulamrabbani3954
    @ghulamrabbani3954 Před 3 lety +41

    Protima embodies, gravity, dignity, modesty, elegance and humbleness. Marvellous melody and singing. We are indebted to her for her extraordinary creations. Pronam with deep reverence.

  • @prabirdasgupta5256
    @prabirdasgupta5256 Před 4 měsíci +6

    Protimar gaan shunley money hoi - ekhono shuddhota achhe , pran achhey, prithhibi ekhono Sundar ; somosto kledakto khhinnota ke poravuto korey boltey pari : " Shanti sotyo, shib sotyo, sotyo sei chironton ek. "

  • @gourangabhattasali8991
    @gourangabhattasali8991 Před měsícem +2

    অনেক অনুষ্ঠানে গান শুনেছি। অসাধারণ প্রতিভা। 🙏

  • @SuvraSinha-gf1su
    @SuvraSinha-gf1su Před 2 měsíci +4

    খুব ভালো লাগছে গানটা বার বার শুনতে মন যায়

  • @habiburrahaman6162
    @habiburrahaman6162 Před 3 lety +3

    এখনও অসম্ভব সুন্দর। যা শিশু কালে শুনেছি সত্তুরে ও মনে পড়ে গেল।

  • @ruhulbari5786
    @ruhulbari5786 Před 3 lety +15

    যেন একটা প্রতিমার (মূর্তি) মুখ থেকে অসাধারণ সুর বেড় হয়ে এলো।
    কোন নড়াচড়া নেই, নেই কোন রকম বৈসাদৃশ্য। এক অসাধারণ প্রতিভা।

  • @supriyabanerjee7064
    @supriyabanerjee7064 Před 2 lety

    শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এক ও অদ্বিতীয় এই গানের কোন তুলনাই চলে না। কি মিষ্টি গলা। সেই ছোট বেলা থেকে শুনে আসছি আজ ৬৫ বছর বয়সেও এই গানটা বাজলে পুরো গানটা না শুনে কিছু করতে পারি না। অসাধারণ একটি গান ও দিদির অসাধারণ গলা।

  • @____-ww5me
    @____-ww5me Před rokem +8

    দেবী সরস্বতী যেন আপন মনে আলাপ করছেন।🙏

  • @sarojadhikari4724
    @sarojadhikari4724 Před 3 lety +7

    ভুলতে পারা যায় না। কি গলার সুর!

  • @manikmahmood1306
    @manikmahmood1306 Před 5 lety +49

    অতি নগণ্য , আসলেই কি অতি নগণ্য । না হয় আমি ছিলেম অতি নগণ্য একটা গান লিখ ,আমার জন্য---কি আকুতি:::::::::::::;

  • @moumitaspeaks
    @moumitaspeaks Před 2 lety +1

    এত সাবলীল ভাবে এতো সুন্দর নিখুঁত সঙ্গীত পরিবেশন দেখে , শুনে মনের কোথাও যেন একটা শান্তি খুঁজে পাই। চোখে জল আসে। ভাষায় প্রকাশ করতে ব্যর্থ আমি। গুণী শিল্পী আপনাকে আমার শত কোটি প্রণাম🙏🙏🙏🙏🙏🙏

  • @anupamchowdhury7649
    @anupamchowdhury7649 Před rokem +2

    এই গানটি আমার কাছে প্রার্থনা সংগীতের মত স্মৃতিময় আবেগ সৃষ্টি করে। চোখ বন্ধ করে নিবিড় মনে বারংবার শুনতে ইচ্ছে করে। সশ্রদ্ধ প্রণাম অমৃতশুধা বর্ষণকারী এই অপসরার প্রতি।

  • @swayamdhibar7514
    @swayamdhibar7514 Před 3 lety +4

    আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পোস্ট করার জন্য। শ্রী শ্রী প্রতিমা ব্যানার্জী সম্পর্কে আমার দিদার পিসি হতেন। কত্ত গল্প শুনেছি দিদার কাছে। ওনাকে এইরকম লাইভ গাইতে দেখে মনটা সত্যি ভরে গেল॥ 😊🥺🙏🏽

    • @debabratabanerjee6433
      @debabratabanerjee6433 Před 2 lety

      Ei relation ta ki sotti ? Jeta apni comment box e likhe Chen ?

    • @swayamdhibar7514
      @swayamdhibar7514 Před 2 lety

      @@debabratabanerjee6433 একদম খাঁটি সত্য কথা। ছোট বেলা থেকে শুধু দিদার মুখে তার রুনু পিসির (প্রতিমা বন্দোপাধ্যায় এর ডাক নাম) গল্প শুনে আসছি। অনেকের বিশ্বাস হয়না, তাতে আমি কি করবো বলুন।

  • @zihanstime
    @zihanstime Před 3 lety +14

    কি অসাধারন শীতলতার সাথে গান টা গাইছেন তিনি ।♥️♥️♥️♥️♥️♥️♥️ অসাধারণ

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 Před rokem +1

    🌹প্রতিমা এর গান শ্রোতাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজমান। একজন গৃহিণী হয়ে এমন গান শ্রোতাদের পরিবেশন করেছিলে খুব ই দুর্বল।
    শেষ জীবনে কিছুই পায়নি।♥️🙏❤️🎧

  • @prabhatsarkar4607
    @prabhatsarkar4607 Před 5 lety +87

    প্রতিমার জীবনের ভালো গানগুলির অন্যতম এই গানটি । post করার জন্য ধন্যবাদ ।

  • @sharminshila9546
    @sharminshila9546 Před 5 lety +56

    এই গানের আবেদন সব প্রজন্মের কাছেই আদরণীয় থাকবে, আশা করি।

    • @rebasdiary8599
      @rebasdiary8599 Před 3 lety

      এ সব গান চির নতুন। ভালো লাগলো ধন্যবাদ।

    • @sakhawathossain3801
      @sakhawathossain3801 Před 3 lety

      The tune of this song will exist in the in the wave of the air

  • @samarprasadmukherjee3584
    @samarprasadmukherjee3584 Před měsícem +6

    সাধনায় না থাকে প্রসাধন।

  • @valobashaygaane---itimanda9697

    ভাবতেই পারিনা এমন শান্ত ভাবে কি ভাবে এই মিষ্টি আওয়াজে এই গানটি গেয়ে ছিলেন,,, অসাধারণ,,, এরকম আরো অনেক প্রতিমা যদি জন্মাতো,, শ্রদ্ধা জানাই

  • @zobydarahman914
    @zobydarahman914 Před 3 lety +2

    আহা কি আকুতি রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়

    • @mousumideb1976
      @mousumideb1976 Před 3 lety

      এটা রবীন্দ্রনাথের কথা নয় এটা শরৎচন্দ্রের কথা।

  • @mustafashameemalzubayer5974

    আমি তখন ছোট। সবে গানের সুর ছন্দ ভাল লাগতে শুরু হয় হয়েছে। হবে হয়ত ১৯৬২ সাল। আমাদের বাসস্থান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে তখন প্রতি বছর নানা উপলক্ষে ছয় সাতটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর নাটক হত। তখন সন্ধ্যা লতা আশা প্রতিমা হেমন্ত মান্না শ্যামল সতীনাথ সহ আাধুনিক বাংলা গানের কিংবদন্তী শিল্পীদের গাওয়া অবিস্মরণীয় গানের গ্রামোফোন কোম্পানির রেকর্ড বাজানো হত মাইকে। আমরা খুবই উদ্বেলিত হতাম।
    তখনও পূর্ব পাকিস্তানের অমর কণ্ঠশিল্পী আবদুল জাব্বার বশির আহমদ আবদুল হাদি প্রমুখের পরিচিতি জেগে উঠেনি।

  • @sgh3139
    @sgh3139 Před 5 lety +37

    মুহূর্তে মন কে শীতল করার জন্য যথেষ্ট ❤️

    • @shantidevbhattacharya69
      @shantidevbhattacharya69 Před 3 lety

      অসাধারণ। আমাদের অনেক সমৃদ্ধ করেছেন ।দিদিকে প্রনাম।

    • @parthpratimchowdhury7416
      @parthpratimchowdhury7416 Před 3 lety

      শুনেছি বহুবার সাদাকালো আর ঘরোয়া পরিবেশে প্রথম বার। আক্ষেপ আজকাল আর এ জিনিস দেখা যায় না🙅

  • @vivekpakrashi6081
    @vivekpakrashi6081 Před 2 lety +1

    এঁরা গানের গলা নিয়েই জন্মেছিলেন। দুঃখের বিষয় এই মধুকন্ঠী শিল্পীর শেষ জীবনটা বড়ো কষ্টে কেটেছিল।

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz Před 2 lety +1

    তিনি আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। সত্যিকারের শিল্পী তাঁরাই.....

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 Před 5 lety +24

    অনেক ধন্যবাদ ভিডিওটি আপলোড করার জন্য ।

  • @arunsadhukhan2222
    @arunsadhukhan2222 Před 5 lety +15

    বারবার শুনলেও মন ভরে না

  • @abdussattar7922
    @abdussattar7922 Před 3 lety +1

    সারা জীবন এই গান গুলো মানুষের মনের মধ্যে লেখা থাকবে ভুলারত মত নয় ।দোহা কাতার থেকে ,

  • @swapankrroy5731
    @swapankrroy5731 Před 2 lety

    অমূল্য ধন এই শিল্পী ? অতি সাধারণ জীবন যাপন করছেন ? এমন কি অনেক কস্ট করে জীবন কাটিয়েছেন । ধন্যবাদ

  • @sagarikadasgupta2680
    @sagarikadasgupta2680 Před 2 lety +8

    সত্যি অসাধারণ.. কি সাবলীল... কোন মুখ বিকৃতি নেই... কালোয়াতি নেই... এঁরা ই প্রকৃত শিল্পী... প্রণাম 🙏🏻

  • @prabirbanerjee2496
    @prabirbanerjee2496 Před 5 lety +7

    মন ছুঁয়ে যাওয়া এই সব পুরানো গান আজো অমর আমাদের জীবনে

  • @malaysaha5609
    @malaysaha5609 Před 2 lety +2

    A Diamond 💎 of Bengali songs.
    Salute to Sudhin Dasgupta, Subir Hajra & Pratima Banerjee 🙏🙏🙏

  • @sheikhnessa5079
    @sheikhnessa5079 Před 3 lety

    সেই ছোট বেলায় শুনতাম মাইকে বাজত যে কোন অনুষ্ঠানে এই গান,তার পর বাসায় টেপ রেকর্ডারে বড় আপা বাজাতেন ,গাইতেন খুব সুরেলা গলায় মনে পড়ে গেল ,এক সময় আমার ও ভাল লাগা শুরু হলো পুরোনো সব শিল্পীর গান ,দেখতে দেখতে বয়স হয়ে গেল চল্লিশ প্লাস ,এখন পুরোনো সব কিছু ভাল লাগে,মনে হয় যদি ফেরে পেতাম ঐ সময় গুলো তাই না,আমি কিন্ত চোখ বুজে ফিরে যাই আমার খেলার সাথীদের সাথে মাঠে ,কত ইনা সুন্দর ছিল আমাদের সময় খেলা আর খেলা।মানুষ জন ছিল সহজ সরল সভ্য ,আর এখন সব উল্টো তাই না!

  • @abutalebchowdhury807
    @abutalebchowdhury807 Před 6 lety +19

    She is the sweetest i have ever heard in my life.She is unreal,May Allah bless her.

  • @kalipadanag9813
    @kalipadanag9813 Před 4 lety +16

    আমি গান বুঝি না। তবুও আমার মনে হয় ' এ রকম কেবল একটা গান ই কাউকে বিখ্যাত করতে যথেষ্ট'। শিশুকাল থেকে এ গান টা শুনে আসছি। তখন তোমার নাম ও জানতাম না। আজ ও চির নতুন। দিদি, এ গান কেবল তোমার জন্য,তুমি নিজেই ধন্য।

  • @abdussattar7922
    @abdussattar7922 Před 3 lety +1

    এই মানুষ গুলো হয়ত আর পাওয়া যাবে না কিন্তু গান গুলো চির দিন মানুষের মনের মধ্যে থাকবে , কাতার থেকে সাত্তার

  • @utpaldutta5091
    @utpaldutta5091 Před 2 lety +1

    নিসঙ্গতা এবং মানসিক রোগ 🥺
    - হারিয়ে ফেললাম এমন শিল্পীকে 😭

  • @dipakbhowmick6464
    @dipakbhowmick6464 Před 2 lety +3

    সাধারণ ভাবে অসাধারণ গান গাইলেন । 🙏🙏🙏

  • @shaibalsen361
    @shaibalsen361 Před 3 lety +6

    Rarest Of Legendary Singers ❤️ One of My Favourite since My Childhood 🙏🙏🙏🙏

  • @ahmedsorif797
    @ahmedsorif797 Před 3 lety +1

    এরকম একটি গানই একজন শিল্পীকে অমর করে রাখার জন্য যথেষ্ঠ।

  • @altafnepl7478
    @altafnepl7478 Před 2 lety

    গানগুলি যতই শুনি ততই অভিভূত হই এই ভেবে যে, স্রষ্টা এদেরকে কি সুরই না দিয়েছে --। একসময় এই গানগুলি শুনতে শুনতে রাত ভোর হয়ে যেতো-। আজও এই গানগুলি শুনতে শুনতে হারিয়ে যাই সেই সুদুর সোনালি অতীতে--।

  • @funytime5058
    @funytime5058 Před 5 lety +111

    জা‌নিনা এই গানটার জন্য তা‌কে কত দেওযা হ‌য়ে‌ছে। কিন্তু সে যা আমা‌দের দি‌য়ে গেল তা অসামান্য।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver  Před 5 lety +15

      তখন বাংলা গানের জন্য বেশি টাকা পেতনা হিন্দির সাথে তুলনা করলে। তবে এ গানের রেকর্ড খুব বেশি বিক্রি হয়েছিল। কত টাকা শিল্পী বা গীতিকার পাবে সেটা নির্ভর করতো সুরকারের উপর.। তবে সুধীন বাবু খুব ভালো লোক ছিলেন, তাই হয়তো ভালো একটা অংশ পেয়েছিলো। আর প্রতিমা ব্যানার্জী হেমন্ত মুখার্জীর সাথে অনেক প্ৰগ্ৰামে এই গান গাইতো। তারপর হেমন্ত মুখাজীর বড় সাধ জাগেও সুপার হিট করেছিল।এসব রেকর্ড থেকে অনেক রয়ালটি পেয়েছে অবশ্যই

    • @nachiketamandalhindu453
      @nachiketamandalhindu453 Před 5 lety +5

      একদম তাই আপনার সাথে একমত দাদা..

    • @radhakrishnadebnaskar6488
      @radhakrishnadebnaskar6488 Před 5 lety +2

      Md.Rahat Mahmud

    • @himanshusarkar2647
      @himanshusarkar2647 Před 3 lety +8

      অননুকরণীও কণ্ঠস্বর,সুর ও তালের উন্মাদনার কোনো বহিঃপ্রকাশ নেই , নিরবচ্ছিন্ন ভাব ও সুরের মূর্ছনায় মন প্রাণ হরণ করে এক অনাবিল আনন্দ দায়িনী মহা শিল্পী প্রতিমা ব্যানার্জী চির কাল সংগীত রসিক মানুষের মধ্যে অনন্ত কাল বেঁচে থাকবেন ।

    • @amitab2270
      @amitab2270 Před 3 lety +3

      Shunechilam Protima Banerji khub dukkher o obhaber moddhe sesh jibon katiyechilem...bhison bhalo manush chilen...khub choto belay onar pase boshe gaan shunechilam..seta 1950's er kotha

  • @ivankunduofficial
    @ivankunduofficial Před rokem +9

    When Lata Ji listen her voice she noted and told Bengal has Pratima and Sandhya..why are you calling me?

  • @rafiarahman9157
    @rafiarahman9157 Před 2 lety

    প্রতিমা দেবীর তুলনা হয় না-আহা ব্যাকুল কথা টা কিভাবে যে বলেছে---অসাধারণ

  • @vivekpakrashi6081
    @vivekpakrashi6081 Před 2 lety

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পী আর হবে না। এতো বড়ো শিল্পীকে শেষ জীবনে অনেক কষ্ট পেতে হয়েছিল।

  • @JoyAmin666
    @JoyAmin666 Před 6 lety +23

    what a beautiful song....never gets old...love this version

  • @DilipDas-by5vp
    @DilipDas-by5vp Před rokem +5

    আমাদের পাড়ার পাসের পাড়াতে ওনার বাড়ি ছিল, ২৭ পল্লীতে কলকাতা - ২৬ । কি অসাধারণ কন্ঠস্বর, তেমনই নরম মানুষ ছিলেন। নিজের এক মাত্র মেয়েকে নিয়ে থাকতেন ঐ বাড়িতে। এতবড় শিল্পীর জীবন যাপন ছিল অতি সাধারণ। বহু বড় বড় শিল্পীরা অনাগোনা ছিল আমাদের দক্ষিণ কলকাতার ঐ বাড়িতে।
    এই প্রোগ্রামটাতে হেমন্ত মুখার্জ্জী ওনাকে এক একটি প্রশ্ন করছিলেন এবং গানের ফাকে ফাকে উত্তর দিচ্ছিলেন। আজও সেই ইন্টারভিউর মনে পড়ে।

  • @shobujshobuj1054
    @shobujshobuj1054 Před 3 lety +1

    এই গানটা আমার কাছে যে প্রিয় তা বলার মত না,,,, আমার মেঝো চাচার মুখে কত শত বার শুনেছি তা গননার বাইরে,,, সব সময় গুণ গুণ করে গাইতো,,

  • @nipumajumder4332
    @nipumajumder4332 Před 2 lety +1

    বাংলার তিন সরস্বতী চলে গেলেন গন্ধ্যর্ব লোকে।।
    প্রতিমা যেন সোনার প্রতিমা, সত্যি যেন সরস্বতী বসে আছেন।। পরপারে ভালো থাকবেন দিদি,, একটা এলবামে তিনজন ছিল, প্রতিমা, সন্ধ্যা, লতা, আজ আর নেই তারা তিনজন, আছে অমর কৃতিত্ব।। 😢😢😢

  • @Dulan144
    @Dulan144 Před 5 lety +9

    এই গান কখনো হাড়িয়ে যাবে না।যত শুনি না কেন মন জুড়ে যায়।

    • @dayaldas4130
      @dayaldas4130 Před 3 lety

      ডডডডডডডডডড
      ডডডডডডডডডডডডডডডডডড

    • @dayaldas4130
      @dayaldas4130 Před 3 lety

      ডডডডডডডডডড

  • @ranitmukherjee907
    @ranitmukherjee907 Před 2 lety +6

    কিংবদন্তি বললেও কম বলা হবে। আরও সন্মান পাওয়া উচিত ছিলো আমরা দিতে পারিনি আমাদের ক্ষমা করবেন🙏🙏🙏😭😭🙏🙏🙏

  • @goutambanerjee9514
    @goutambanerjee9514 Před 2 lety

    শত শত কোটি প্রনাম আপনাকে,এই গাইওকি আর কোনোদিন ফিরবেনা।

  • @shamimaakter2120
    @shamimaakter2120 Před 2 lety

    আহা কি মধুর গান।কি যাদু ভরা সুর ও কথা।কি চমৎকার গায়কী। এই গান কখনো পুরনো হয়না।যতবার শুনি ততবারই মুগ্ধ হয়ে যাই।🌹💝

  • @nasratayazi2467
    @nasratayazi2467 Před 3 lety +7

    The sitar accompaniment is amazing. Hats off to the musician. I wish he was also on screen.

  • @biswajituowdhury3906
    @biswajituowdhury3906 Před 4 lety +3

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই গানটি আমার জীবনের একটি মাইলস্টোন।

  • @kumudsarkar4493
    @kumudsarkar4493 Před 3 lety +1

    Just অসাধারণ,,,,,, আমার বলার কোনো ভাষা নাই,,,কি আর বলবো,,,,,এত্ত সুন্দর,,,,,, ❤❤❤❤

  • @ashimbarua4001
    @ashimbarua4001 Před 4 lety +6

    চিরায়ত গানগুলোর অন্যতম❤❤❤

  • @farhadhossainbhuiyan1830

    যতই আপনার গান শুনি ততই মন থেকে শ্রদ্ধা ভরে আসে আপনার জন্য

  • @pankajgupta6678
    @pankajgupta6678 Před 2 lety

    আপন মনে অতি সাধারণ ভাবে এই অসাধারণ গানটা গাইলেন । আর বলার কিছুই নেই । বাংলা ধন্য বাঙ্গালী ধন্য ।
    এপার ওপার সবাই । আমরা এক ।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @foyzulahmed3695
    @foyzulahmed3695 Před 2 lety +8

    Nostalgic. eyes swelled up in tears. heart aches from the sound stored in the abyss of my childhood heart. natural singer. god's gift to humanity. much appreciated for uploading this song with video. never seen before. thanks

  • @tanvinemon8933
    @tanvinemon8933 Před 2 lety +8

    আহা কি সৌন্দর্য!!
    এখনকার শিল্পীরা তো গান গাইতে গিয়ে নেচে আসেন।
    গানের প্রতিমা!!