How we lose our iman পর্ব ২: ইসলামের প্রকৃত সত্য অনুধাবনে আপনিই আপনার প্রধান শত্রু। প্রমাণ দেখুন

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • এ পর্বে ব্যাখ্যা করা হয়েছে সেই মনস্তাত্ত্বিক কারণগুলি, যে কারণে আপনি আসলে কোনো নতুন কিছু চিন্তা করতে সক্ষম হবেন না। আপনার আসলে সেই ক্যাপাসিটিই নেই। আপনাকে সেই ক্যাপাসিটি দেওয়াই হয়নি।
    শুধু মাত্র সতর্ক থাকলে এবং চিন্তাভাবনা করলে আপনি মস্তিষ্কের সেই দুষ্টচক্র থেকে বের হতে পারবেন। অন্যথায় ভ্রান্ত মতবাদের অলিতেগলিতে ঘুরে ঘুরে আপনার জীবন শেষ হবে।
    জানতে হলে দেখুন, শুনুন ও চিন্তা করুন। কারণ এই না শোনা ও না ভাবার কারণেই মানুষ পথভ্রষ্ট হয়, জাহান্নামি হয়:
    তখন আফসোস করবে এবং বলবে হায়! আমরা যদি শুনতাম এবং অনুধাবন (জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা) করতাম, তবে আমরা আজ দাউ দাউ করে জ্বলা আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে শামিল হতাম না। (সুরা মূলক-১০)
    #কোরআন #হাদিস #কোরআনের_আলো #কোরান #ইমান #ঈমান #ইসলামিক_লেকচার #ইসলামিক_ভিডিও #islaminbangla #banglaquran #islamic #ইমান_কেন_নষ্ট_হয় #islamicvideo #islamicpost #islamicbayan #quranicwisdom #quran #islamicscholar #quranic #howweloseiman

Komentáře • 9

  • @TamimIqbal...9
    @TamimIqbal...9 Před 27 dny

    গুরুত্বপূর্ণ আলোচনা ❤❤❤।

  • @shohebsarker6016
    @shohebsarker6016 Před 28 dny +1

    👍

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 Před 27 dny

    Bhalo bolesen... Dhonnobad.

  • @md.mozahedhossain6823
    @md.mozahedhossain6823 Před 27 dny

    সালামুন আলাইকুম। আপনার বক্তব্য শুনলাম। আলোচনা আমার কিছুটা বোধগম্য হয়েছে বলে প্রতীয়মান হয়। কুসংস্কারবশত আমরা যেটা বিশ্বাস করি সেটা ঈমানের পরিপন্থী। অর্থাৎ কুসংস্কারবশত আমাদের বিশ্বাস ঈমানকে দুর্বল করে। আমি কি ঠিক বুঝেছি? জানালে বাধিত থাকবো।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před 27 dny

      @md.mozahedhossain6823 ওয়ালাইকুম সালাম।জি। আমরা আসলে আমাদের বিশ্বাসটাকে (যেটা সমাজ ও পরিবার থেকে ধারণ করেছি, কুসংস্কারও হতে পারে) প্রশ্ন করি না। প্রশ্ন করি না বলেই, বিচার বিশ্লেষণ করি না বলেই, সেই বিশ্বাসটা, সেই ধারণাটা, সেই ইমানটা সঠিক কিনা, সেটাও তাই জানি না।

  • @shipolkhan8004
    @shipolkhan8004 Před 28 dny +1

    আমার ধারণা পবিত্র কিতাব পবিত্র কোরআন থেকে ঈমান গ্রহণ করতে পারলে এবং তা অনুসরণ করার চেষ্টা চালিয়ে গেলে ঈমান নষ্ট হবার প্রশ্নই আসে না,কারন আল্লাহ ঈমান এর হাফিজ। সমষ্যা মনে হয় স্যার ঐ লাগেজ।