শেষপর্যন্ত রামের সুমতি হল কি?

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2023
  • শেষপর্যন্ত রামের সুমতি হল কি?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 17 - Sarat Chandra Chattopadhyay’s ‘Raamer Sumati’
    Directed by Mir Afsar Ali
    Content Consultant & Adaptation: Word Doc
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: ADGtal & Ankita Roy
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & A Silhouette Story
    Starring
    Narayani: Aparajita Auddy
    Ramlal: Samapan Misra
    Digambari: Urmimala Bose
    Shyamlal: Sumit Samadder
    Nilmani Daaktar: Dipankar Chakraborty
    Nrityakali & Suradhuni: Papiya Rai Chakraborty
    Bhola: Krishnendu Bhattacharjee
    Narrator & Bridhho : Mir Afsar Ali
  • Zábava

Komentáře • 3,4K

  • @somnathchakraborty6318
    @somnathchakraborty6318 Před rokem +927

    Onekdin bade kono golpo sune chokhe jol chole alo😭sotti sir apni ache bolei ato kichu samvab❤ Sir Mir Afsar Ali apni thakchen sir

    • @asitmaity1738
      @asitmaity1738 Před rokem +16

      Golpo ta suni ato kanna hochhelo, sesa golpo pause kadalam..mono holo moner kothao khub kosto lukano chelo🙂.. love you mir sir❤️

    • @supurnasengupta1502
      @supurnasengupta1502 Před rokem +11

      এই গল্পে ছত্রগুলিও আমার মুখস্থ

    • @rohansamanta4650
      @rohansamanta4650 Před rokem +4

    • @souravpatra3238
      @souravpatra3238 Před rokem +3

      আমি ও ❤

    • @mrlegendfreefire
      @mrlegendfreefire Před rokem +4

      😭😭😭😭😭😭😭😭😭💕 love you Mir kaka ❤️

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +541

    নারায়নি আর রাম, অপরাজিতা ও সমাপন, দুজনেই যেন জীবন্ত অভিনয় করছে.. কী অপূর্ব সুন্দর লাগছে.. 🙏💚🙏💚🙏

    • @akashplayz3256
      @akashplayz3256 Před rokem +5

      Hei Akdom 🤥 !!
      Audio sunte sunte amn laglo j amio golper part hoye gelam 😞🗿

    • @osimakhatun310
      @osimakhatun310 Před rokem +4

      @@akashplayz3256 yesss, আজকের উপস্থাপনা অনন্য excellent 👌 💚

    • @souravbiswas5097
      @souravbiswas5097 Před rokem +1

      অপরাজিতা দির সত্যিই অতুলনীয় প্রতিভা,,, সিনেমা গুলোতে তার অভিনয় যেমন নিখুঁত আর এই টা যে গল্প মনেই হচ্ছে না সব কিছু যেন চোখের সামনে ঘটছে,,,

    • @subhajitbiswas466
      @subhajitbiswas466 Před rokem +2

      সত্যি তাই। অপরাজিত আঢ্য আর সমাপন মিশ্র অসাধারণ অভিনয় করেছে।

    • @subhajitbiswas466
      @subhajitbiswas466 Před rokem +2

      সত্যি তাই। অপরাজিত আঢ্য আর সমাপন মিশ্র অসাধারণ অভিনয় করেছে।

  • @MrRDRAY
    @MrRDRAY Před rokem +434

    চোখের জল আটকাতে পারলাম না মীর দা!
    মনে পরে গেলো সেই দিনটার কথা ৮ নভেম্বর ২০২২ আমার বাবা Alzheimer's ভুগে আমাদের সবাই কে ভুলে, তিনি সবটুকু স্মৃতি হারিয়ে বাড়ির ছেড়ে বেরিয়ে গেছেন, সে বেরোনোর পাঁচমিনিটের মধ্যেই আমি তুমুল বেগে বাস রাস্তা পর্যন্ত এগিয়ে যাই কিন্ত ততক্ষনে বাবা বাস এ উঠে কোথায় যে গেলেন তা আমি আর বুঝে উঠতে পারলাম না।
    সেই দিন থেকে আমার খোঁজ শুরু হলো, পাগলের মতো এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি, রাস্তায় পরে থাকা মানুষের ভিড়েও বাবা কে খুঁজেছি!
    একটা টাকা নেই, শীতের পোশাক, কোথায় কি অবস্থায় আছে, এই ভেবে নিজেকে স্থির রাখতে পারছিলাম না!
    হঠাৎই,আমতার এক রাস্তায় তখন আমি আর মা দুচোখ ভোরে খালি বাবা কে খুঁজছি,
    মা বলেন, একবার রাজবলহাট যেতে সেখানে মা রাজবলভীর মন্দির আছে, মা নাকি খুব জাগ্রত, নিরাশার কাতর আমি কথা না বাড়িয়ে গাড়ি ঘোড়ালাম রাজবলহাটের দিকে।
    গিয়ে পৌঁছাতেই, দাঁড়ালাম মায়ের সামনে গিয়ে, ঠাকুর মশাই আমাদের অবস্থায় ইঙ্গিত দিতেই উনি বলেন "আমাকে বলে লাভ নেই মা কে বলো!মা কে!" এটা শুনতে আমি কেঁদেফেলাম!
    মা রাজবলোভীর কে জানালাম,
    ঠাকুর মশাই বলেন, "আজকে মায়ের ভোগ দিতে দেরি হয়েছে "
    আপনারা আগে কিছু খেয়ে নিন।
    সারাদিন পর মায়ের প্রসাদ যেন আমার ভতরের ক্ষতটা একটু লাঘব করলো!
    মনে হচ্ছিলো যেন, মা তার দুয়ারে আসা এই অভাগা সন্তান কে সান্তনা দিয়ে খাইয়ে দিছেন!
    ফেরার সময় খুব কেঁদে ভালোবেসে মাকে জানিয়ে ছিলাম!
    ঠিক সেই দিন, রাত্রি ১১টায় পুলিশ স্টেশন থেকে ফোন আসে দক্ষিণ ২৪পরগনার, চেঙ্গাইল থেকে বাবা কে উদ্ধার করা হয়েছে, তিনি পড়ে গেয়েছিলেন, স্থানীয় লোকারাই পুলিশ ডেকে ছিলেন,৩টে সেলেই পড়ে ছিল, থুতনি ফেটে গেছিলো বাবার।
    সেই রাত্রেই ফিরিয়ে এনেছিলাম বাবা কে!
    আজ বাবা আমার পাশে বসে আছে আমার সঙ্গে!

    • @sssa9633
      @sssa9633 Před rokem +2

      💓

    • @SubhasDasgupta
      @SubhasDasgupta Před rokem +3

      Ee😢

    • @spicymamos6840
      @spicymamos6840 Před rokem +8

      Apnara sobai valo thakun.. baba ke sathe rakhun..

    • @sudarsitapanda
      @sudarsitapanda Před rokem +5

      আপনারা সবাই খুব ভালো থাকুন একসাথে। প্রার্থনা করি। 😇♥️

    • @thescarecrow6442
      @thescarecrow6442 Před rokem +8

      আপনার বাবা এবং আপনাদের বাড়ির সবার সুকল্যান কামনা করি ভগবানের কাছে।।

  • @mdasifikbal226
    @mdasifikbal226 Před 11 měsíci +25

    পল্লীসমাজ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    রাধারানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    এই দুটো শোনানোর জন্য খুব করে আবেদন রইল...

  • @piyascreation5295
    @piyascreation5295 Před rokem +55

    বৌদি আর দেওর এর এত মিষ্টি একটা সম্পর্কের উপস্থাপনা।।। সত্যি প্রান্ত জুড়িয়ে গেলো❤❤❤

  • @keyadaspaul6799
    @keyadaspaul6799 Před rokem +358

    অপরাজিতা আঢ্য এক কথায় অনবদ্য,,,,ওনা কে দিয়ে যে তুমি 🫵🏽(মীর দাদা) এত সুন্দর করে একটা কণ্ঠস্বর এর গঠন তৈরি করে ফেলবে এটা সত্যি অভাবনীয়,,,,🙏🏽🙏🏽

    • @priyankanandi3883
      @priyankanandi3883 Před rokem

      A jano onar manos konther opekkay chilo, r ram aha oto jano koler chele . Ki modhur কন্ঠ!!

    • @achinroy850
      @achinroy850 Před rokem +1

      ❤❤❤

    • @realmir
      @realmir  Před rokem +31

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

    • @riyammimi
      @riyammimi Před rokem +2

      Dada sotti khub sundor hoyeche golpo pat

    • @somnathmondal9149
      @somnathmondal9149 Před rokem

      ​@@realmir অনবদ‍্য।

  • @santusardar9447
    @santusardar9447 Před rokem +158

    যে সব সাহিত্য পড়ে আমরা বড়ো হয়েছি সেগুলো নতুনভাবে উপস্থাপন করা এককথায় অনবদ্য। ধন্যবাদ মীর দা সহ সকলকে।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Před rokem +218

    এ তো সৎ বৌদি নয়, এ হলো নিজের মা! শরৎচন্দ্রের লেখা মানেই দু চোখ বেয়ে জলধারা নামবেই! সকলের অভিনয়ে এ কাহিনী আরও জীবন্ত হয়ে উঠেছে! ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tuhingain4035
      @tuhingain4035 Před 11 měsíci

      Stti tai sunchi r Chok diye jol pore galo r sob thake boro holo jar gola te sunte palim se anik sundor hobe na ba keno mir da to

    • @praggaparamitaray1592
      @praggaparamitaray1592 Před 9 měsíci

      Such a heart touching story.

    • @bhismadebmandal5508
      @bhismadebmandal5508 Před 7 měsíci

      সত্যিই চোখ দিয়ে জল গড়াচ্ছে

  • @user-lz2ot9xc2d
    @user-lz2ot9xc2d Před 6 měsíci +5

    প্রথম কোন অডিও গল্প শুনে চোখের কোনে জল জমেছে, সত্যি অসাধারণ, অপরাজিতা ম্যামের সংস্পর্শে গল্পটা যেন বাস্তবে রূপ নিয়েছে,

  • @chitrakundu7112
    @chitrakundu7112 Před rokem +18

    কৃষ্ণ প্রেম থেকে কোনও অংশে কম না মীর দার ঠেকের প্রেম, শনিবার রাত 9টা মানেই সব ফেলে ঠেকের টানে ছুটে আসা,❤❤❤😊,

  • @rubidey2618
    @rubidey2618 Před rokem +50

    এমন দরদ দিয়ে লিখতে শুধুমাত্র শরৎবাবু ই পারতেন। এই গল্প পড়তে -শুনতে গিয়ে মনে হয় যেন বুকের কলিজাখানা খুলে দিয়েছেন প্রতিটি শব্দের পরতে পরতে ❤
    গল্প উপস্থাপন অসাধারণ👏✊👍

  • @azizurrahmandulal3199
    @azizurrahmandulal3199 Před 10 měsíci +38

    লেখা গল্পকে এভাবেও জীবন্ত করে ফেলা যায়! কোনো ভিজ্যুয়ালাইজেশন নেই, এমনকি নেই কোনো ইমেজ; প্রয়োজনও নেই অবশ্য। কী অসাধারণ! কী অতুলনীয়! চোখের জল থামাতে পারিনি কিছুতেই।
    মীর ভাই, সৃষ্টিকর্তা কিছু মানুষকে হয়তো এমন বিশেষ শক্তি দান করেন, যারা বাকীসব মানুষদের হাসতে শেখান, কাঁদতে শেখান, বাঁচতে শেখান। তুমি তাঁদেরই একজন। তুমি যেদিন মির্চি ছেড়েছিলে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম।
    সৃষ্টিকর্তা কিছু কেড়ে নেন, তার চেয়ে হয়তো বেশি কিছু দেবার জন্য। তোমার নিজের চ্যানেলে তোমার কন্ঠে গল্প শোনাটা যেনো অল্প হারিয়ে অনেক ফেরত পাওয়া। কী এক অনবদ্য উপস্থাপন তোমার দরাজ কন্ঠে!
    কোনো কিছুতেই যেনো তার তুলনা চলে না। অনুরোধ- শুধু থামিও না। রবীন্দ্রনাথ, শরৎ বাবু ছাড়াও অন্যান্য লেখকদের একের পর এক গল্প প্রাণ ফিরে পাক তোমার কন্ঠে। জীবন্ত হয়ে উঠুক এক একটি চরিত্র, অমর হয়ে থাক তোমার গলার শক্তিতে।
    তুমি দীর্ঘজীবী হও। আল্লাহ তোমার মঙ্গল করুন।

    • @subhraprokashbagchi2434
      @subhraprokashbagchi2434 Před 8 měsíci

      Ami to chaliye takiye takiye suni, ekta alada anubhuti.. ❤❤incredible, vabai Jay na, devdas r ekta srishti meer dar .........ditipriya r voice a satyi. Aparaijita didi to Anobaddo... ❤❤❤

    • @sahanajshares
      @sahanajshares Před 2 měsíci

      আচ্ছা ক্যাপ্টেন কিসের জন্য মির্চি ছেড়েছিলেন একটু বলবেন প্লীজ mirchi থেকেই মির দাকে চিনি ,তার পর বেশ কয়েকমাস আগে দেখছি উনার নতুন চ্যানেল,পুরো বিষয় টা একটু বলবেন

  • @debasisdas6831
    @debasisdas6831 Před 6 měsíci +5

    কাজ করছিলাম ,আর শুনছিলাম ... চোখের জল ধরে রাখতে পারলাম না... পাশে বসা আমার কর্মী বন্ধু বললো "কি হয়েছে"??? আমি বললাম আমি এখন "আমি এখন মীর দাদার ঠেকে আছি "❤️
    অসম্ভব সুন্দর হয়েছে ,প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছিল ❤❤❤🙏🙏🙏

  • @deepmondal6822
    @deepmondal6822 Před rokem +93

    শরৎবাবু যদি শুনতে পারতেন এটি..
    ধন্য হতো তার অনুভূতির কলম।
    সত্যিই এ যেনো জীবন্ত উপস্থাপনা ।
    গপ্পো মির এর অশ্রুস্নাত কণ্ঠস্বর আর অপরাজিতা মহাশয়ার জীবন্ত অনুভূতির আগুন ই ঢেউ তুলেছে আবেগ সাগরে শরৎচন্দ্রের জীবনযাত্রা ঘরে।

    • @debjanibhattachariya6948
      @debjanibhattachariya6948 Před 11 měsíci +2

      Ki sob bolchen? Shorot babu dhonyo hoten? Hai bhogoban. Chi

    • @sahilvinse1628
      @sahilvinse1628 Před 9 měsíci

      ​@@debjanibhattachariya6948apni ge kotha ta bojhen ...onar onuvutir kolom dhonno hoto ...kotatar mane ta bojhen

    • @amrishna____4058
      @amrishna____4058 Před měsícem

      Kathar mane Na bujhle apnar matoi mone hbe@@debjanibhattachariya6948

  • @debasishdey3670
    @debasishdey3670 Před rokem +60

    চোখের জল আটকাতে পারলাম না মীর দা, প্রত্যেকটা চরিত্র এত জীবন্ত মনে হচ্ছিল চোখ বন্ধ করলে সবটা চোখের সামনে ফুটে উঠেছে ❤

  • @user-hl6ef3er4t
    @user-hl6ef3er4t Před rokem +5

    সব চরিত্র গুলো চোখের সামনে জীবন্ত ভেসে উঠলো চোখের জল ধরে রাখতে পারছিলাম না বার বার করে মার মুখটা বার বার করে ভেসে উঠছিল , ধন্যবাদ মির দা

  • @tanmaymukherjee502
    @tanmaymukherjee502 Před měsícem +1

    শুনতে শুনতে কতখানি চোখের জল ফেললাম কে জানে?
    শরতচন্দ্র আমার প্রিয় লেখক। নতুন করে কিছু বলার নেই।
    কিন্তু অপরাজিতা ও সমাপন যে কতখানি ভালো করেছেন তা বলা সম্ভব না।

  • @paramitasen5459
    @paramitasen5459 Před rokem +74

    ছোটোবেলা থেকে বহুবার রামের সুমতি পড়েছি, সিনেমা দেখেছি। তবুও আজ শুনতে শুনতে চোখে জল এসে গেলো । নারায়ণীর চরিত্রে অপরাজিতা আঢ্য অতুলনীয় আর রামের চরিত্র সমতুল্য খুব ভালো । ❤❤

    • @golamrabbani2028
      @golamrabbani2028 Před rokem +4

      সমাপন মিশ্র

    • @manasraul
      @manasraul Před rokem +1

      আমার তো দিদিমা, মানে এই গল্পের ভিলেন কে মারতে ইচ্ছে হচ্ছে। ওই গলাটা কার???

    • @prithaganguly7938
      @prithaganguly7938 Před rokem +2

      @@manasraul Urmimala Bose

    • @prottoysarker777
      @prottoysarker777 Před rokem +1

      Osadaron golpo

  • @banirrannaghor8295
    @banirrannaghor8295 Před rokem +12

    নারায়ণী,রাম সঙ্গে দিগম্বরী --এককথায় অপূর্ব। অপরাজিতা, সমাপন ও ঊর্মিমালা বসু অসাধারণ।

  • @WMHSTORY
    @WMHSTORY Před 8 měsíci +4

    আমাদের কি মনে হয় না লেখকরা বেঁচে থাকলে আরো কতো কতো সুন্দর সুন্দর গল্প উপহার দিতেন। All team members ❤❤ for giving us crying story.

  • @Priyanshu9874
    @Priyanshu9874 Před 11 měsíci +3

    Aaj ami nijer chokher jol atkate parini... Ajhore jhore gelo.... Eto sundor uposthapona jeno chokher samne sab vese uthlo.... Na likhe thakte parlam na ❤❤❤❤

  • @baishakhibiswas4509
    @baishakhibiswas4509 Před rokem +33

    সত্যি বলতে শুনতে শুনতে চোখে জল চলে এসেছিল। যখন রাম এর গণেশ কে মারা হলো সেই সময় টা সত্যি খুব কষ্টের। খুব ভালো লাগলো এই ভালো লাগা টা ভাষায় প্রকাশ করা যাবে না।❤

  • @romanchostation
    @romanchostation Před rokem +47

    রামের এই দস্যিপনার মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে ছিলো সেটা যে নারায়নি ছাড়া যে আর কেউ বোঝেনা .... বাংলা সাহিত্যের classics গুলোকে আবার নতুন করে তুলে ধরার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন। ♥♥

  • @pomykundu980
    @pomykundu980 Před 9 měsíci +3

    রামের সুমতি এপিসোড টি আমার মন খারাপের ঔষধ। আমার যখন কোন কিছু ভালো লাগে না তখন এই গল্পটি শুনে ভালো লাগাটা ফিরিয়ে নিয়ে আসি।ধন্যবাদ #mir দা

  • @SanjayRoy-zp6uz
    @SanjayRoy-zp6uz Před rokem +7

    কেঁদে ভাসালাম,এখন হালকা লাগছে। ধন্যবাদ পুরো টিম বিশেষ করে অপরাজিতা ম্যাম কে🙏

  • @s.b.education7863
    @s.b.education7863 Před rokem +24

    এর চেয়ে ভালো গল্প এর আগে কোন দিন শুনিনি ৷ এই গল্পটি ৫ বার পড়েছি কিন্তু এত সুন্দর উপস্থাপনা আর কেও পারবে না ৷ আজ মনে হলো যেন স্বয়ং সত্যজিৎ রায়ের সিনেমা দেখলাম ৷ ধন্যবাদ জানাই পুরো টিম টাকে ৷ ও : অসাধারন আসাধারন |

  • @prasunmukherjee738
    @prasunmukherjee738 Před rokem +17

    গপ্পো মীর এর ঠেকে এতদিন শোনা গল্প গুলোর মধ্যে এই গল্পটা সব থেকে সেরা সিলেকশন বলে আমার মনে হচ্ছে । আর কাস্টিং টাও অসাধারণ । সমাপন মিশ্র , অপরাজিতা আধ্য আলাদাই মাত্রা যোগ করেছে ।

  • @piash3274
    @piash3274 Před rokem +10

    কিছু ভয়, কিছু রহস্য,কিছু হাসি, কিছু প্রেম সবই আছে এ ঠেকে।
    কিন্তু কান্নাটা বাদ পড়ে গেল মীর দা।
    আজকে তো কাঁদিয়ে দিলেন।
    💚❤️🤍💙

  • @krishnakantadey6998
    @krishnakantadey6998 Před 6 měsíci +14

    কান্না তো দুর হৃদয়টাও যেন বের হয়ে আসছিল ❤। সত্যিই অনবদ্য ❤

  • @sanchitasingha1737
    @sanchitasingha1737 Před rokem +9

    গল্ল টি বহুবার পরেছি ..কিন্তু অপরাজিতা আঢ্য , সমাপন মিশ্রের অসাধারন পবিবেশনে নারায়নী এবং রাম চরিত্র জীবন্ত ফুটে উঠেছে😊

  • @mr_sanju99
    @mr_sanju99 Před rokem +20

    গল্পটা শুনতে শুনতে একটা সময় এসে আর আটকে রাখতে পারলামনা চোখের জল,কুর্নিশ জানায় প্রত্যেক কলাকুশলীকে.... মীর দা তুমি সেরা🫡

  • @sujitkayal2372
    @sujitkayal2372 Před rokem +40

    নিষ্ঠুর হৃদয় না হলে তার চোখে জল😭 আসতে বাধ্য ৷ সত্যি গল্প শুনেও চোখে জল আসে ৷ সেলুট # Mirsir কে🙏🙏

    • @rupayanhalder793
      @rupayanhalder793 Před 11 měsíci

      তাই কি? সবই কি শুধু চোখের জলে লেখা থাকে।

    • @sggaming4779
      @sggaming4779 Před 10 měsíci

      Mir da ka noy শরতৎবাবুকে(সেলুট জানান)

  • @suvadipghosh1617
    @suvadipghosh1617 Před rokem +10

    চোখের জল আটকে রাখতে পারলাম না, মীরদা।। দারুন লাগল গল্পটা ❤️🥺❤️

  • @pa87500
    @pa87500 Před rokem +51

    সেদিনও গল্পটা পড়ে চোখের কোনে জল জমেছিল। আজও গল্পটা শুনে চোখটা ভিজে এলো। ধন্যবাদ Mir sir ❤

  • @tanayasarkar6887
    @tanayasarkar6887 Před rokem +113

    মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর স্মৃতি গল্প গুলো মনে আবার দাগ কাটছে, শুধু মাত্র গপ্পো মীর এর ঠেকে এর মারফতে।❤

  • @subhapriyachoudhury
    @subhapriyachoudhury Před 10 měsíci +7

    অসংখ্য ধন্যবাদ মীরদা এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছিলাম, সেই গল্প এতটা জীবন্তভাবে উপস্থাপন করেছেন শুনতে শুনতে চোখে জল চলে এলো। অনবদ্য অভিনয়❤

  • @vinayakchowdhury
    @vinayakchowdhury Před rokem +21

    আজ মাদার্স ডে এর সেরা উপহার। মাকে দেখিনি আজ প্রায় সাড়ে নয় বছর। এই গল্প বলায় যেন যত্ন করে লালিত সেই স্মৃতিতে ফিরে গেলাম। সব মায়েরা ভালো থাকুন।

  • @sanjaybepari3449
    @sanjaybepari3449 Před rokem +24

    দিগম্বরী চরিত্র অসাধারণ ছিল,বই পড়ার সময় এতটা অসাধারণ মনে হয়নি❤

  • @mitalidas4230
    @mitalidas4230 Před rokem +33

    বাঙলা সাহিত্যের অতল পারাবার থেকে এইভাবে মণি মুক্ত তুলে আনার জন্য মীর ভাই কে অনেক অনেক ধন্যবাদ ❤😮

  • @abhishekpramanik9329
    @abhishekpramanik9329 Před rokem +2

    স্কুলে পড়ার সময় গল্পটা আংশিক পড়েছিলাম, আজ পুরোটা শুনলাম।শেষের দিকে আর চোখের জল ধরে রাখতে পারলাম না। কথাশিল্পী'র লেখার কী বাঁধন।🙏
    গপ্পো মীরের ঠেক এ "রামের সুমতি''র প্রতিটি চরিত্র আজ জীবন্ত হয়ে উঠেছে । ধন্যবাদ বলাটাও বোধহয় কম বলা হবে মীর'দা কে।

  • @rupampaul8516
    @rupampaul8516 Před rokem +9

    শুধু গল্প শুনলাম বলে মনে হলো না,সম্পূর্ণ গল্প টা যেনো পুরো চোখের সামনে সিনেমার মতন চললো পুরো সময় টা জুড়ে ❤
    প্রত্যেকের এতটাই ভালো কাজ 😌

  • @farukmondal5573
    @farukmondal5573 Před rokem +35

    এখনো পর্যন্ত জীবনের সেরা গল্প...বারে বারে চোখে জল চলে আসছে.
    এটা খুবই সুন্দর মীর দা🙏

    • @realmir
      @realmir  Před rokem +1

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

  • @sakilahamed5070
    @sakilahamed5070 Před rokem +23

    মীর দা বাঙালীর পছন্দ😍🤗 সত্যিই ভালো বোঝেন। একের পর এক বিশেষ বিশেষ গল্পের উপস্থাপনা। নির্দ্বিধায় স্পষ্ট করে হলফ করে বলা যেতে পারে বাঙালীর গপ্পো শোনার একমাত্র ঠিকানা দিনদিন "গপ্পো মীরের ঠেক"❤ হয়ে উঠছে। 🥰👍 💖

  • @epsitpaul9925
    @epsitpaul9925 Před rokem +4

    সত্যি, চোখের জল ধরে রাখা দায়। মুখে গালি চলে আসছিলো বুড়ির নাম এ। চোখের সামনে যেন, সিনেমার মতো ফুটে উঠছে। কী দারুণ, অনবদ্য।

  • @arpitasartcraft5581
    @arpitasartcraft5581 Před 5 měsíci +2

    প্রথম বার যখন "রামের সুমতি" পড়েছিলাম..তখন আমার ১১ কি ১২ বছর বয়স..শরৎ রচনাবলী হাতে দিয়ে বাবা বলেছিল..কি সব গল্প পড়িস.."রামের সুমতি" টা পড়..ভালো লাগবে...সেই থেকে আমার শুরু হল শরৎ রচনাবলী পড়া..অল্প কয়েক বছরের মধ্যে ওনার প্রায় সব উপন্যাস ই পড়ে ফেললাম..এত ভালো লাগে ওনার লেখা.....আমার সব থেকে প্রিয়.. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏🙏🙏

  • @subhajitbhattacharya6745
    @subhajitbhattacharya6745 Před rokem +34

    দুই আশ্চর্য কন্ঠস্বর, ক্যাপ্টেন এবং সমাপন দাদার কন্ঠের জাদু সত্যিই অতুলনীয়....এই ধরনের গপ্পোগুলো নতুন ভাবে প্রাণ পায় এই ঠেকে....❣️😇

  • @huntandroast
    @huntandroast Před rokem +3

    রাতে শুনছিলাম, কান্না আটকাতে পারলাম না ৷ কি ছিল জানিনা এর মধ্যে ৷ আমি বেঁচে থাকতে ভুলবনা রামলাল ও নারায়নির এই গল্প ৷ মীর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রনাম এই হীরে স্থাপন করার জন্য ৷ এ এক কহিনুর

  • @subhojit3803
    @subhojit3803 Před 11 měsíci +4

    তিনবার শুনলাম তিনবারই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। সত্যিই মীরদা তুমি শ্রেষ্ঠ।

  • @user-yf5lk9hq8v
    @user-yf5lk9hq8v Před rokem +3

    কথাশিল্পীর অনবদ্য কল্পনাশক্তি আর লেখনী ক্ষমতার সাথে তাল মিলিয়ে অপরাজিতা , সমাপন , উর্মিমালা সহ প্রত্যেকটি বাচিক শিল্পী এই গল্পঃ টিকে একটা সম্পূর্ণ অন্য পর্যায়ে নিয়ে গেছে। জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে❤

  • @sumantaghosh8633
    @sumantaghosh8633 Před rokem +90

    Aparajita Adhya is ANOBODYO. I can’t believe someone can create such expressions just by using her voiceover. Amazing talent we have. Mir thanks for creating such content.

    • @realmir
      @realmir  Před rokem +15

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

    • @kaushanipal
      @kaushanipal Před 2 měsíci

      hey, Mir da can you give us Harry Potter , please!

  • @jitendrapandit7349
    @jitendrapandit7349 Před 4 měsíci +1

    এমন সম্পর্ক আর কোথায়, জীবন্ত এবং কিংবদন্তি অভিনয় ❤❤❤

  • @santanusutradhar1828
    @santanusutradhar1828 Před rokem +14

    ইচ্ছে করেই শুনিনি এতদিন, জানতাম চোখের জল বাঁধ মানবে না। কিন্তু ওই যে লোভ, মীর দা, অপা দি,আর ওই রাম। সবাইকে ভালোবাসা শ্রদ্ধা।

  • @subhajitkundal6536
    @subhajitkundal6536 Před rokem +3

    Mir Da apni anobaddo... Tobe Aparajita Di jeno ei golpe pran dhele diyeche... sotti kotha bolte ki, ei golpo ta sunini ami.... chokh e dekhechi... protita muhurto, dekhte peyechi chokh e... thank you tomader sobai k.... and Samapan Mishra, you are really excellent brother... what a great portrayal of this character....

  • @jugaltania
    @jugaltania Před 4 měsíci +1

    Khub sundor chotobelar oti priyo ekti golpo.. darun laglo.... 😊😊

  • @prosanjitkumar1867
    @prosanjitkumar1867 Před 11 měsíci +4

    শরত বাবুর লেখায় মানবিক বোধ, প্রেম, মায়া এত স্পষ্ট। ধন্যবাদ সকল আর্টিস্ট দের। ❤

  • @soumennaskar3554
    @soumennaskar3554 Před rokem +8

    এখনও অবধি সেরা পর্ব...অসাধারণ...প্রত্যেকের পাঠ ভীষণ সাবলীল আর স্পর্শ করেছে...অপরাজিতা আঢ্য, সমাপন মিশ্র, ঊর্মিমালা বসু নিয়ে কোনও কথা হবেনা...
    মীরদা অসাধারণ...
    নেত্যকালী চরিত্র টাও দারুণ...
    সুমিত সমাদ্দারের এমন চরিত্র অভিনব...

    • @manasraul
      @manasraul Před rokem +1

      দিগম্বরী বুঝি উর্মিমালা বসু! মির দা হিরে খুঁজে বের করেছেন।

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +44

    এমন মুগ্ধ হয়ে শুনছি মীর.. "নারায়নি আর রামের" অব্যক্ত কষ্টটা বুকের মাঝে গেঁথে যাচ্ছে.. শ্যামলাল এর ও বেশ বিপদ, কি করবে কাকে সামলাবে.....!!! 💚

    • @manasraul
      @manasraul Před rokem

      আর দিগম্বরী! আমার তো রাগ হচ্ছে।
      উর্মিমালা বসুর কণ্ঠ বলে জানলাম।
      কণ্ঠশিল্পী হিসাবে ওনাকে প্রণাম।

    • @osimakhatun310
      @osimakhatun310 Před rokem

      @@manasraul উনি ও সবার নমস্য 🙏.. ওনার কথাও বলেছি আর একটা কমেন্ট এ..

  • @rajusaha5387
    @rajusaha5387 Před rokem +2

    বাঙালি না হলে এই অসাধারণ উপস্থাপনা গুলোকে উপভোগ করতে পারতাম না। ঈশ্বরকে ধন্যবাদ জানাই শ্রেষ্ঠ উপহার হিসেবে মীর দা কে আমাদের মাঝে দেওয়ার জন্য। মীর দা ও তার টিম আপনারা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। এভাবেই আমাদের জীবন এরকম দুষ্প্রাপ্য উপহারে ভরিয়ে তুলুন। ধন্যবাদ জানাই মীর দা ও তার সম্পূর্ণ টিমকে।

  • @animeshmaiti2089
    @animeshmaiti2089 Před rokem +2

    বছর 20 এর আগের স্কুল জীবন টা চোখের সামনে ফিরে এলো।2003 তখন ক্লাস 6তে পড়ি,অ্যানুয়াল পোগ্রাম তে ক্লাসে 3rd হওয়ায় স্যার দের কাছথেকে এই গল্পের বইটি উপহার পেয়েছিল।হয়তো খুব দূরন্ত ছিলাম বলেই মনে হয় এই বইটি আমায় দেওয়া হয়েছিল।তার এত গুলো বছর পর গল্পটি আবার নতুন করে শুনে চোখে জল ধরে রাখতে পারলাম না।সত্যি মিরদা তুমি অনবধ্য।নতুন করে বাংলা সাহিত্যকে প্রত্যেকটি বাঙালির দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @summibhuiyan148
    @summibhuiyan148 Před rokem +19

    এই প্রথম কোনো গল্প শুনে কান্না আটকাতে পারলাম না ..কতটা সুন্দর অভিনয় সেটা বলার অপেক্ষা রাখে না ❤️❤️❤️

  • @shilpichakraborty2628
    @shilpichakraborty2628 Před rokem +7

    প্রথম যখন পড়েছিলাম গল্পটি, সেদিন হাঁপুস নয়নে কেঁদেছিলাম। আজ আবার ও গল্পটি শুনতে শুনতে কেঁদে ফেলেছি। অসাধারণ, অপূর্ব উপস্থাপনা।

  • @chitrakalafineart
    @chitrakalafineart Před rokem +3

    কেঁদে কেঁদে ঘুম উড়ে গেলো😢। অপরাজিতা ম্যাম এর অসাধারণ অভিনয় চোখে জল আসতে বাধ্য করলো। খুব ভালো লাগলো প্রত্যেক এর অভিনয় 🎉

  • @kd-vv7hq
    @kd-vv7hq Před 4 měsíci +1

    এক কথাই অসাধারণ। কিছু বলার ভাষা খুঁজে পেলাম না মীর দা❤️।

  • @Vicky-Mac274
    @Vicky-Mac274 Před rokem +20

    # জয় বাংলা সাহিত্যের জয় , পুরাতন সাহিত্য আর গল্প গুলিকে এভাবে ফেরৎ পাবো ভাবিনি ।। মির এর ঠেক এভাবেই জমে উঠুক গল্পে 🙏🙏

  • @prithasain2583
    @prithasain2583 Před rokem +11

    এই যুগে, বাবা-মা ছাড়া এইরকম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া ভাগ্যের কথা !
    অনবদ্য উপস্থাপনা ❤

    • @urukramamazumder6121
      @urukramamazumder6121 Před rokem

      Sunchilam. Ei sesh holo. Chok diye jal je kakhon amar goriyechilo bujte parini.

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 Před rokem +10

    গল্পের কি মাধুর্য, কথার কি মায়া, গল্পঃ শুনছি আর চোখ দিয়ে শুধু জল বয়ে যাচ্ছে। 🙂❤️

  • @Mahi13427
    @Mahi13427 Před 8 měsíci +1

    Chamatkar......vabe upostapona korechen.....
    Sune mon vore gelo🙏🙏

  • @sunitakhatun3205
    @sunitakhatun3205 Před rokem +105

    গল্প শুনে মনটা জুড়িয়ে গেল , প্রত্যেকটা চরিত্র এত জীবন্ত যে মনে হচ্ছিল চোখ বন্ধ করলে সবটা চোখের সামনে ফুটে উঠেছে ❤

    • @realmir
      @realmir  Před rokem +14

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

    • @ganeshmanna3499
      @ganeshmanna3499 Před rokem +5

      @@realmir আদর্শ হিন্দু হোটেল এই গল্পঃ টি আমরা সবাই শুনতে চাই।
      ভালো থাকুন সুস্থ্যথাকুন।

    • @user-iu2mx1sn3n
      @user-iu2mx1sn3n Před rokem +1

    • @user-iu2mx1sn3n
      @user-iu2mx1sn3n Před rokem +1

      Hiii

    • @skaltabskailtab3350
      @skaltabskailtab3350 Před 11 měsíci +1

      Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii কেমন আছেন বন্ধুরা

  • @Dinesh78413
    @Dinesh78413 Před rokem +10

    এর আগেও পড়েছি এই কাহিনী, তবে দুঃখ পাইনি.. আজ Audio Story তে শুনে বেদনা ভরা চোখের জল উপচে পড়ছে, এই প্রথম কোনো audio Story কাঁদিয়েছে.. Mir Da তুমি সেরা ছিলে, থাকবে.. এত নিখুঁত অভিনয় প্রণাম সবাই কে 🙏... আর হ্যাঁ আমি বাবার ধাম তারকেশ্বরের বাসিন্দা, ঠেকের সবার নিমন্ত্রণ রইলো শ্রাবণ মাসে 💐

  • @mrityunjoybarman2059
    @mrityunjoybarman2059 Před 9 měsíci +1

    অপূর্ব সুন্দর। শুনতে শুনতে তন্ময় হয়ে গেছিলাম। শরৎচন্দ্রের লেখায় মনে হয় একটা নেশা রয়েছে। মীর দা, এর পরে "পল্লীসমাজ" উপন্যাস টা শুনতে চাই তোমার কাছে।

  • @soumenmojumder8329
    @soumenmojumder8329 Před 10 měsíci +3

    গল্প শুনে কাদলাম যে....🥹 Entire voice artist দের কুর্নিশ জানাই.... গল্পটাকে সত্যিতে পরিণত করার জন্যে❤

  • @sankarghosh1485
    @sankarghosh1485 Před rokem +5

    মন টা জুড়িয়ে গেলো। নারায়ণী এর ভূমিকায় অপরাজিতা দি এক কথায় অনবদ্য। উর্মিমালা দেবীর দিগম্বরী ও খুব মানানসই হয়েছে।

  • @SubashishChakraborty
    @SubashishChakraborty Před rokem +81

    বাংলা সাহিত্যের classics গুলোকে আবার নতুন করে তুলে ধরার জন্য ধন্যবাদ। আজকে আবার অপরাজিতা আঢ্য রয়েছেন গল্পপাঠে। So excited. ❤

    • @realmir
      @realmir  Před rokem

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

  • @skhafijulsk1042
    @skhafijulsk1042 Před rokem +7

    শরৎবাবুর উপর প্রচন্ড রাগ হয় মাঝে মাঝে, উনি এত কাঁদিয়ে দেন!!
    অভাগীর স্বর্গেও এরকম কাঁদিয়েছেন, মহেশের জন্যও কাঁদিয়েছেন!😢😢

  • @mahimkumarsikder
    @mahimkumarsikder Před rokem +3

    নিজের অজান্তেই চোখের কোন দিয়ে জল গড়িয়ে পরলো, প্রথমবার ৯ম শ্রেনীর ছাত্রাবস্থায় আমার খুব খুব প্রিয় এই ঔপন্যাসিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি “রামের সুমতি” বইয়ের পাতায় পড়ে কেঁদেছিলাম, আজকে অনেক বছর পরে আবার গপ্পো মীরের ঠেকে গল্পটি শুনলাম, দারুন উপস্থাপনা ছিলো আর নারায়নী চরিত্রে অপরাজিতা আঢ্য ম্যাডাম, চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন একদম। রামের চরিত্রে যিনি ছিলেন তার নামটা এই মুহুর্তে মনে করতে পারছি না তবে তিনিও একজন অসাধারণ ভয়েস আর্টিস্ট, দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন রামের চরিত্রটিকে। অনেক অনেক শুভকামনা গপ্পো মীর এর ঠেকের জন্য।
    --------এপার বাংলা 🇧🇩 থেকে একজন গুনমুগ্ধ শ্রোতা।।

  • @abhishekmukherjeelifestyle5117

    অঝোরে কাঁদলাম..পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠল..
    শরৎবাবু সৃষ্টি করেছিলেন,, আর তোমরা প্রাণসঞ্চার করলে..প্রতিটা বাক্যের মধ্যে বিশ্বাস ছিল..এর চেয়ে বড় আর কিছু হতে পারে না 😊😊

  • @banhisikhamitra1476
    @banhisikhamitra1476 Před rokem +27

    সেই শুক্রবার রাত আটটার নাটক যেন আর একবার ফিরে এলো! অনেক দিন পর আবার নাটক শুনে হাপুস নয়নে কাঁদলাম!
    মীরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা ❤

    • @realmir
      @realmir  Před rokem +3

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

  • @SK-jo3bs
    @SK-jo3bs Před rokem +1

    Chokher jole vese gelam.... Ato sundor prostabona... Apa mam r ram ki r bolbo porottek ta choritroi sotti karer mato.... 🌹🌹

  • @aimbot6513
    @aimbot6513 Před rokem +1

    Book ta chelebelai jotobar jokhn e porechilam tokhn o cokher jol atkate parini golpo sunte sunte abr sei din gulor kotha mone pore gelo❤❤

  • @sohelparvez5233
    @sohelparvez5233 Před rokem +4

    প্রিয় মানুষের রচনা , কি অসাধারণ! আমাদের ছাপোষা জীবনের অনেক কাছাকাছি, যেন জীবন্ত 🤍🤍

  • @sayansarkhel4488
    @sayansarkhel4488 Před rokem +4

    মনে হয় ,এই ঠেক - এর এখনও পর্যন্ত শ্রেষ্ঠ উপস্থাপনা এটাই।❤

  • @tonmoytonu4970
    @tonmoytonu4970 Před 10 měsíci +2

    ছোট বেলার কথা মনে পড়ে গিয়েছিলো আর বুকের মধ্যে সেই চাপা ভাব অনুভব করছিলাম। ধন্যবাদ আশাকরি শরৎচন্দ্রের আরো গল্প নিয়ে আসবেন।🙏🏼

  • @sudippal97
    @sudippal97 Před rokem +2

    Golpo ta nea cinema o hoeche , dekhechi, bhalo o legeche.. kintu ei audio presentation ta jano akdom alada chilo.. chokh bondho kore jano amio oder gram e pouche gechilam.. odbhut akta onubhuti.. Thank you Mir da onek onek thank you ❤

  • @pabaniroy1036
    @pabaniroy1036 Před rokem +8

    একটানা শুনলাম প্রত্যেকের অভিনয় একবাক্যে অসামান্য। বিশেষ করে আমাদের প্রত্যেকের প্রিয় অপরাজিতা এবং উর্মিমালা দেবীর 💖

  • @sabitaroynaskar4587
    @sabitaroynaskar4587 Před rokem +12

    এই সব লেখা আর এমন জীবন্ত অভিনয়, সত্যি বলছি আর কোন দিন শুনতে পাবো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ মীর দা । বাংলা সাহিত্যের অন্যতম লেখাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য।
    এরকম আরও মণিমাণিক্য আমাদের সামনে নিয়ে এসো মীরদা।👍❤️❤️

    • @realmir
      @realmir  Před rokem +3

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

  • @bappibarman6280
    @bappibarman6280 Před 11 měsíci +1

    সত্যি বলছি মীর দা এটা গল্প ছিল না. এ যেন একটা জীবন্ত ঘটনা ঘটতে দেখলাম. রাম আর রামের বৌদির যে কাহিনি লিখেছেন লেখক তা শুনে বার বার চোখের জল এমনি এমনি চলে আসছিল. আর রামের বৌদির চরিত্র যে করেছে অসাধারণ. ❤❤❤

  • @pujanandi2280
    @pujanandi2280 Před 5 měsíci +1

    প্রতিটি চরিত্র জীবন্ত ফুটে উঠেছে আর শেষটা দারুন ছিল 😍🔥বৌদি আর দেওরের সম্পর্ক নয় যেন নিজের মা আর সন্তানের চেয়েও বেশি ,এককথায় অনবদ্য ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gargichatterjee7815
    @gargichatterjee7815 Před rokem +3

    অপারেশন হয়ে কাল ফিরেছি,, ১১.৩০ নাগাদ শুরু করে ভাবলাম মিনিট দশেক শুনে ঘুমিয়ে পড়বো,,,, কিন্তু সত্য ছাড়তে পারলাম না পুরোটা না শুনে,,, অসাধারণ, অনবদ্য,,, মীরের ঠেকে একদম খাসা 👌👌👌👌

  • @riveekabir3785
    @riveekabir3785 Před rokem +2

    আলহামদুলিল্লাহ।
    মনে হলো সিনেমা দেখছি।
    শেষ করতে ইচ্ছে করছিল না।
    অনেক ধন্যবাদ।

  • @user-zb7yd5ue4h
    @user-zb7yd5ue4h Před 2 měsíci

    ছোটবেলায় যে গল্পগুলোর শুধু নাম শুনেছিলাম অথবা দাদু ঠাকুমা দের মুখে কিছুটা শুনেছিলাম সেগুলো আজ এত সুন্দর করে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ গল্পঃ মীরের ঠেক ❤

  • @mdmominulislam1191
    @mdmominulislam1191 Před rokem +3

    আপনি ও আপনার সঙ্গীদের বদান্যতায় চরিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে । সাহিত্যকে এত সহজ, প্রাঞ্জল , হৃয়স্পর্শী করে উপস্থাপনের জন্যে আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই ।
    আপনি থাকছেন দাদা ❤️

  • @debanjankar9981
    @debanjankar9981 Před 8 měsíci

    আমি চিরকালই নিজে থেকে গল্প পড়ার ধৈর্য্য রাখতে পারিনা। কিন্তু অনেকদিনের ইচ্ছে ছিল শরৎচন্দ্র বাবুর লেখণীগুলো পড়ার, এখন মীরের দৌলতে আমি এই অপরূপ সৃষ্টির স্বাদ পাচ্ছি। ধন্যবাদ স্রষ্টা। ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের সকল সদস্য।

  • @sunilkantikar8833
    @sunilkantikar8833 Před rokem +2

    দীর্ঘদিন পরে আবার সেই ছোটবেলার স্মৃতি ফিরে এলো। পড়া খুব ভালো সেটা বলাই বাহুল্য। আগামী গল্পের জন্য প্রতীক্ষায় রইলাম ।শুভেচ্ছা রইল।

  • @Sourav310
    @Sourav310 Před rokem +6

    এতো সুন্দর উপস্থাপনা কখনো হাসি পেলো কখনো চোখের কোণে জল চলে এলো ❤️ সত্যি মীর স্যার ❤️আরো এমন উপস্থাপনা চাই

  • @thephysicsian6189
    @thephysicsian6189 Před rokem +3

    এতো সুন্দর গ্রামবাংলার গল্প, আর এতো সুন্দর উপস্থাপনা বহুদিন শুনিনি।।। গল্পকে যে এভাবে জ্যান্ত করা যায়, তা ভাবাও যায় না। কানে মধু ঢেলে দিলো কেউ যেনো। অসাধারণ, অনবদ্য। যুগ যুগ জিও, @মীর দা and টিম।❤❤❤❤❤

  • @srutidutta4871
    @srutidutta4871 Před rokem +4

    গল্পটা এই নিয়ে 3 বার শুনলাম মীরদা, 3 বারই শেষ পর্যন্ত চোখের জল আটকাতে পারিনি..বইয়ের পাতায় ঠিক যতোটা ভালো লেগেছিল, আপনাদের কন্ঠস্বরের গুনে আরও অনবদ্য হয়ে উঠেছে যেনো..❤❤❤

  • @lipikachatterjee215
    @lipikachatterjee215 Před 8 měsíci +1

    অসাধারন এ যেন একটা জীবন্ত উপস্থাপন।

  • @manikpore5856
    @manikpore5856 Před rokem +5

    চোখে জল এসে গেল শেষের দিকে🥺, এই উপস্থাপনার কোনো তুলনা হয় না। অসাধারন সব ঘটনা গুলো যেনো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। 🥰🥰🥰🥰

  • @DebashisBiswas-sz1fz
    @DebashisBiswas-sz1fz Před rokem +6

    অপরাজিতা আত্য জি কে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ চরিত্র টা কে জীবন্ত রূপে ফুটিয়ে তোলার জন্য,❤️❤️❤️

  • @monishaa8665
    @monishaa8665 Před rokem +4

    অপরাজিতা mam এর অভিনয় আর ওনার কথা বলার ভঙ্গি নিয়ে সত্তি কোনো কথা হয়না।
    মির দা সত্যি গল্পঃ মিরের ঠেক অনেক আগে এগিয়ে যাবে, আমাদের মত শ্রোতা দের ভুলে যেয়ো না,🥰😘😊♥️

    • @zerotospace756
      @zerotospace756 Před 10 měsíci

      অপরাজিতা ma'am অসাধারণ