Salat according to the Qur’an : following Commandments VS Contact prayers.

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2020
  • Warning ⚠️
    The opinion given in this video is not religious advice, judgement or whatsoever.
    Acknowledgement
    The video draws extensively from “Quran Centric” for a substantial amount of information and arguments.
    • Salat in the Quran
    Sajal Roshan is a keynote speaker on social media strategy, digital marketing & Direct sales trainer, author and consultant for global organizations. He is the Founder and lead consultant of Sajal Roshan Inc. a New York-based Digital Marketing agency, specializing in search engine and social PPC.
    As the lead Digital Marketing Strategist for Sajal Roshan Inc, Sajal has led online marketing programs in Web Design, Web Development, Search Engine Optimization, Pay per Click Advertising, Online Marketing Campaigns, Social Media Marketing Strategy and Online PR for B2B professional services companies.
    Sajal has over 18years of Marketing experience, has trained hundreds of thousands of salespeople, and helped corporations such as JetBlue, Samuel Adams, Brooklyn Brewery, Heineken, Treadwell Park, and others use the web to drive online visibility and generate leads. He has started, developed and sold a social network before social networking was a widespread term.
    He has always been on a full - commission income and understands the sales dynamic in a wide variety of sales models - B2B, B2C, online and in the home. He customizes high-energy, engaging, interactive sessions that go far beyond traditional one - way keynotes where the audience sits and listens.
    Follow Sajal Roshan
    Facebook Page / sajalroshaninc
    Facebook Profile / sajal.roshan
    Follow me on Instagram / sajalroshan
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Komentáře • 4,4K

  • @hossainz37
    @hossainz37 Před 2 lety +25

    আপনার তথ্যবহুল গবেষণালব্ধ আলোচনা আমার দীর্ঘদিনের ভাবনায় গতি এনে দিয়েছে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

    • @lahorepeacetv445
      @lahorepeacetv445 Před 2 lety

      সজল আমিরুল পন্নী আক্কাস এই 4 জন অন্য বাঙ্গালীদেরকে মাসজিদুল হারামের নামাজের বিপক্ষে নিয়ে যাচ্ছে
      czcams.com/video/W29FI3F0_8Y/video.html

    • @kausarhamid9330
      @kausarhamid9330 Před 2 lety

      #চিন্তাশীলদের জন্য এতে রয়েছে নিদর্শন।
      একটু কষ্ট করে দুই মিনিট সময় নিয়ে লেখাটি পড়ুন।
      وَ لَهُ الْحَمْدُ فِی السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَ عَشِیًّا وَّ حِیْنَ تُظْهِرُوْنَ
      অনুবাদ:- আকাশসমূহে ও পৃথিবীতে তাঁর জন্যই প্রশংসা এবং (তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো) তৃতীয় প্রহরে এবং যখন তোমাদের কাছে এসে যায় যোহরের সময়। [সুরা রূম:- ১৮]
      এ আয়াতে চারটি সময়ের প্রতি ইশারা করা হয়েছেঃ ফজর, মাগরিব, আসর ও যোহর।
      এখানে একটু থেমে হাদীস অস্বীকারকারীদের ধৃষ্ঠতার কথা ভাবুন। তারা “নামায পড়া” কে বিদ্রূপ করে এবং বলে, মুসলমানরা বর্তমানে যে নামায পড়ছে এটা আদতে সে জিনিসই নয় কুরআনে যার হুকুম দেয়া হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, কুরআন তো নামায কায়েম করার হুকুম দেয় এবং তার অর্থ নামায পড়া নয় বরং “রবুবিয়াতের ব্যবস্থা” কায়েম করা। এখন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, রবুবিয়াতের এ অভিনব ব্যবস্থাটি কোন্ ধরনের যাকে সূর্য উদিত হবার পূর্বেই কায়েম করা যেতে পারে অথবা আবার সূর্য ঢলে পড়ার পর থেকে কিছু রাত অতিবাহিত হওয়া পর্যন্তও কায়েম করা যায়? আর কোন্ ধরনের রবুবিয়াত ব্যবস্থা বিশেষ করে জুমার দিন কায়েম করা উদ্দেশ্য হয়ে থাকে?
      إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ
      আর বিশেষ ধরনের এমন কি রবুবিয়াত ব্যবস্থা আছে যা কায়েম করার জন্য মানুষ যখন অগ্রসর হয় তখন প্রথমে মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধুয়ে ফেলে গাঁট পর্যন্ত আর সেই সাথে মাথাও মসেহ করে নেয়, অন্যথায় তাকে কায়েম করা যেতে পারে না? إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ আর রবুবিয়াত ব্যবস্থার মধ্যে এমন কি বিশেষত্ব আছে, যার ফলে যদি মানুষ নাপাকির অবস্থায় থাকে, তাহলে যতক্ষণ গোসল না করে নেয় ততক্ষণ তাকে কায়েম করতে পারে না? لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا আর এটাই বা কেমন ব্যাপার, যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে মিলন করে এবং সেখানে পানি না পাওয়া যায় তাহলে এ অদ্ভুত রবুবিয়াত ব্যবস্থাকে কায়েম করার জন্য পাক-পবিত্র মাটিতে হাত ঘসে নিয়ে সেই হাত মুখমণ্ডলের ওপর ঘষতে হবে? أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ منه- আর এ কেমন ধরনের অদ্ভুত রবুবিয়াত ব্যবস্থা যে, যদি কখনো সফর করতে হয় তাহলে মানুষ তাকে পুরোপুরি কায়েম করার পরিবর্তে অর্ধেকটাই কায়েম করে? وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ আর এটা কোন্ ধরনের কৌতুকপ্রদ ব্যাপার যে, যদি মুসলিম সেনাদল শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধে লিপ্ত থাকে, তাহলে সেনাদলের অর্ধেক সিপাহী অস্ত্র সজ্জিত হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে “রবুবিয়াত ব্যবস্থা” কায়েম করতে থাকবে এবং বাকি অর্ধেক ময়দানে শত্রুর মোকাবিলা করতে থাকবে? তারপর যখন প্রথম দলটি ইমামের পেছনে রবুবিয়াত ব্যবস্থা কায়েম করতে গিয়ে একটি সিজদা করে নেবে তখন উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করার জন্য চলে যাবে এবং দ্বিতীয় দলটি তাদের জায়গায় এসে ইমামের পেছনে “রবুবিয়াত ব্যবস্থা” কায়েম করতে থাকবে? وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ কুরআন মাজীদের এ আয়াতগুলো একথা পরিষ্কার করে বলে দিচ্ছে যে নামায কায়েম করার অর্থ হচ্ছে এমন ধরনের নামায কায়েম করা যা সারা দুনিয়ার মুসলমানরা পড়ে থাকে। কিন্তু হাদীস অস্বীকারকারীদের অবস্থা হচ্ছে এই যে, তারা নিজেরা পরিবর্তিত না হয়ে ইসলামকে পরিবর্তিত করার জন্য চাপ দিয়ে চলছে। আসলে যতক্ষণকোন ব্যক্তি মহান আল্লাহর মোকাবিলায় একেবারেই শঙ্কাহীন ও নির্লজ্জ না হয়ে যায় ততক্ষণ সে তাঁর বাণীর সাথে এ বিদ্রূপাত্মক আচরণ করতে পারে না, যা এরা করছে। অথবা এমন এক ব্যক্তি কুরআনের সাথে এ তামাশা করতে পারে যে নিজের মনে কুরআনকে আল্লাহর কালাম বলে স্বীকৃতি দেয় না এবং নিছক ধোঁকা দেবার জন্য কুরআন কুরআন বলে চিৎকার করে মুসলমানদেরকে গোমরাহ করতে চায়।

  • @dnar34
    @dnar34 Před 3 lety +38

    আপনার ধর্ম ভিত্তিক চিন্তাধারাগুলো আমার ব্যাক্তিগতভাবে খুব পছন্দের এবং বলতেপারেন মনথেকে সমর্থনকরি। কথাগুলো মিডিয়াতে বলারজন্য আপনাকে ধন্যবাদ।

  • @AbuTaher-ij9sw
    @AbuTaher-ij9sw Před 2 měsíci +2

    নোয়াখালীর গৌরব আমাদের সজল ভাই,, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত,, জিবনে এত সুন্দর ভাবে কোরআন বিস্লেশন করে বুঝিয়ে দেওয়ার মত আর একজনও পাইনি, আলহামদুলিল্লাহ।

  • @bmaakanda
    @bmaakanda Před rokem +4

    nice lectures to know ourself and know our religion and know our holy book.

  • @MIREverywhere
    @MIREverywhere Před 3 lety +366

    ‘নামাযের প্রতি যত্নবান হও। বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।’ (আয়াত নং-২৩৮), ‘নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, নামায প্রতিষ্ঠা করেছে এবং যাকাত দিয়েছে তাদের জন্য পুরস্কার তাদের প্রভুর কাছে।’ (আয়াত নং-২৭৭),
    সূরাহ নিসা : ‘হে মুমিনেরা তোমরা যখন নেশাগ্রস্ত থাক তখন নামাযের ধারের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ…।’ (আয়াত নং-৪৩), ‘তুমি কি সেসব লোককে দেখোনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা নিজেদের হাত সংযত রাখ, নামায কায়েম কর ও যাকাত দিতে থাক ?…।’ (আয়াত নং-৭৭) ‘যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা হ্রাস করলে কোন গোনাহ নেই…।’ (আয়াত নং-১০১)
    ‘যখন আপনি নামাযে দাঁড়ান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে…।’ (আয়াত নং-১০২)
    ‘অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দাঁড়িয়ে, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর…।’
    (আয়াত নং-১০৩) সূরাহ ‘আরাফ : ‘আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের সওয়াব বিনষ্ট করি না।’ (আয়াত নং-১৭০) সূরাহ আনফাল : ‘(প্রকৃত মু’মিন তারা) যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-০৩) রাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইউনূস : ‘আমি নির্দেশ পাঠালাম মূসা ও তাঁর ভাইয়ের প্রতি, তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে ঘর বানাও আর তোমাদের ঘরগুলো কিবলামুখী বানাবে, নামায কায়েম করবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ দিবে।’ (আয়াত নং-৮৭) সূরাহ রাদ : ‘এবং যারা স্বীয় প্রভুর সন্তুষ্টির জন্য সবর করে, নামায কায়েম করে আর আমি যা তাদের রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে গোপন ও প্রকাশ্যে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ।’ (আয়াত নং-২২) সূরাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইসরা : ‘সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও…।’ (আয়াত নং-৭৮), সূরাহ মারইয়াম : ‘আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামায আদায় করতে ও যাকাত দিতে।’ (আয়াত নং-৩১)
    ‘তিনি তার পরিবারকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার প্রভুর কাছে পছন্দনীয়।’ (আয়াত নং-৫৫), সূরাহ ত্বহা : ‘আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণে নামায কায়েম কর।’ (আয়াত নং-১৪), ‘(হে নবী) আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ করুন এবং আপনি নিজেও এর উপর অবিচল থাকুন।’ (আয়াত নং-১৩২), সূরাহ হজ্জ : ‘যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয়, বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামায কায়েম করে ও আমি তাদের যা রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-৩৫), তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা প্রদান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দিবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ হতে বিরত রাখবে।’ (আয়াত নং-৪১)
    ‘অতএব তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর।’ (আয়াত নং-৭৮), সূরাহ মুমিনূন : ‘যারা নিজেদের নামাযে বিনয় ও নম্র। (আয়াত, ০২)
    ‘এবং যারা নামাযসমূহের খবর রাখে।’ (আয়াত নং-০৯), সূরাহ নূর : ‘এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত দেয়া থেকে বিরত রাখে না…।’ (আয়াত নং-৩৭)
    ‘নামায কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর।…’ (আয়াত, ৫৬), সূরাহ নামল : ‘যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে।’ (আয়াত নং-৩), সূরাহ আনকাবূত : ‘আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম রাখুন। …’ (আয়াত নং-৪৫) সূরাহ রূম : ‘সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (আয়াত নং-৩১) সূরাহ লুকমান : ‘যারা সলাত কায়েম করে, যাকাত দেয় ও আখেরাত সম্পর্কে পুরো বিশ্বাস করে।’ (আয়াত নং-০৪)
    ‘হে বৎস! নামায কায়েম কর, সৎকাজ এর আদেশ কর ও অসৎকাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর।’ (আয়াত নং-১৭) সূরাহ ফাতির : ‘যারা তাদের প্রভুকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে।…’

    • @malekmolla7407
      @malekmolla7407 Před 3 lety +97

      ধন্যবাদ। আমি সজল ভাইয়ের ভিডিও দেখে ব্রিভান্ত হয়ে গেছিলাম। কিন্তু আপনার আনিত আয়াত গুলোর বেশ কিছু আয়াত শুধু মাত্র প্রচলিত সালাত কে নির্দেশ করে।

    • @TanvirAhmed-uc6be
      @TanvirAhmed-uc6be Před 3 lety +115

      আপনার লিখা ক্বুরআনের আয়াতের তরজমায় সলাত কে নামাজ লিখেছেন যা সঠিক নয় ৷ সজল সাহেবের বক্তব্য আপনার মনে হয় বোঝেন নি ৷ সলাত কে উনি আল্লাহ তায়ালার সব নির্দেশনার সমন্বয় বলতে বুঝিয়েছেন ৷ আপনারা যেটাকে নামাজ বলছেন সেটা জিকর বা আল্লাহর নির্দেশনার ছোট একটা অংশ বিশেষ মাত্র ৷ ওনার একটা ভিডিও না দেখে সব গুলো দেখুন, তাহলে হয়ত বুঝতে পারবেন ৷ সব চেয়ে বড় কথা সজল সাহেব কেন, কাউকে অন্ধর মতো ফলো না করে ক্বুরআন পড়ুন ৷ ক্বুরআন বুঝুন ৷

    • @user-lw9nc4ig9q
      @user-lw9nc4ig9q Před 3 lety +30

      @@malekmolla7407 আপনার কি ধারণা সজল ভাই আয়াত গুলো আলোচনা করেন নাই?

    • @mohammadalibintaher.1340
      @mohammadalibintaher.1340 Před 3 lety +14

      @@lovetelevisionltv7699 নিজের চোখ দিয়ে পড়ুন বুঝেন অন্যর চোখ দিয়ে নয়,দেখবেন মহান আল্লাহ রাব্বী কারীম রহমান ও রহিম নামের বরকতে গুনে কবুল করে নিবেন।

    • @Heaven_Tune_BD
      @Heaven_Tune_BD Před 3 lety +6

      ভাই দয়াকরে আয়াতের সাথে সাথে সুরার নাম গুলো ও যদি বলতেন, খুবই ভালো হতো আমাদের জন্য।

  • @nooraalamsikder3247
    @nooraalamsikder3247 Před 3 lety +14

    আমি আপনার এই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত। এবং খুবই চমৎকার লাগলো আপনার এই আলোচনা।

  • @mdjahanggiralom6002
    @mdjahanggiralom6002 Před rokem +39

    আল্লাহর নামে। আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক

    • @thinkingoo125
      @thinkingoo125 Před měsícem

      কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
      কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না।
      এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.

  • @shamimmgamingtajpur2749
    @shamimmgamingtajpur2749 Před 11 měsíci +4

    May Allah give you more and more peace and right path than u already achieved

  • @fastshooter610
    @fastshooter610 Před 2 lety +23

    এত উচ্চমানের আলোচনা আমি আগে শুনিনি। আলোচককে অনেক ধন্যবাদ।

  • @ferojahmed7663
    @ferojahmed7663 Před 4 lety +62

    আস্সালামুআলাইকুম . আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি . বার বার দেখেছি . আমার মনে হয় ইসলামের আসল সৌন্দর্য আজ খুঁজে পেয়েছি| এখন আমি প্রতিদিন বাংলায় কুরআন পড়ি বুঝার চেষ্টা করি| ইনশাআল্লাহ পুরো কুরআন শেষ করবো | বার বার পড়ব | দোয়া করবেন যেনো আল্লাহ সঠিক পথের সন্ধান দেন | আমিও মাদ্রাসার ছাত্র ছিলাম | কিন্তু কোনো আলেমকেও দেখিনাই এইভাবে চিন্তা করতে | দন্যবাদ ভাই |

    • @SajalRoshan
      @SajalRoshan  Před 4 lety +4

      Thank you 😊

    • @engineerhussainmolla8740
      @engineerhussainmolla8740 Před 4 lety

      Sotik

    • @ferojahmed7663
      @ferojahmed7663 Před 4 lety +3

      Power Of BANGLADESH ভাই আপনার ইসলামের জ্ঞান আছেতো? নিজের চরকায় তেল দিন । আমার নিজের মাথা আছে কার থেকে দুরে থাকবো আর কার থেকে থাকব না সেটা আমি জানি। আপনি আপদত আমাকে পরামর্শ দেয়া থেকে দুরে থাকুন।

    • @SNJPoth
      @SNJPoth Před 3 lety +4

      @@ferojahmed7663 বুখারী, হাদীস বাদ দিলে আমরা কেউ সঠিক ভাবে নবীজী কে, সেটাই জানতে পারবেন ।🤔

    • @somirchandrabiswas.biswas7470
      @somirchandrabiswas.biswas7470 Před 2 lety

      আপনার কমেনট আমার মনে, অনেক ভালো লেগেছে, ভাই জান।।
      💚💚💚💚💛💛💜💜💗💗💟💟💟💞💞
      আপনার জন্যে আশির বাদ, আর, অসংখ্য ধন্যবাদ?????

  • @shakhawathossain6048
    @shakhawathossain6048 Před 2 lety +20

    এই প্রথম একজন কোরআন গবেষকের লেকচার মনযোগ সহকারে শুনলাম। আপনার জ্ঞানচর্চা আর গবেষণাকে সেলুট। কোরআন চর্চা করে মেধার উৎকর্ষতা ঘটিয়ে এমন একটি যৌক্তিক মননশীল গবেষণাধর্মী লেকচার দেয়া যে কতটা কষ্টসাধ্য সেটা তারাই বুঝবে, যারা সত্যের অনূসারি। ধন্যবাদ আপনাকে। আবারো সেলুট আপনার গবেষণাকে।

    • @banglawaz6558
      @banglawaz6558 Před rokem +5

      সয়তান আপনাকে এই ভিডিও মনযোগ সহযোগে সোনার অনুপ্রেরণা জুগিয়েছে ভাই,,,

    • @khansahyeb2478
      @khansahyeb2478 Před rokem +3

      এক পাগলের লেকচার শুনে অন্য পাগলের কাছেতো ভালই লাগবে

    • @kmhassan3749
      @kmhassan3749 Před rokem

      Along with Salat, all his lectures are correct,but except Salat, other things have no value. The meaning Salat obcourse have various meanings,but Salat also included. So Salat in no way be excluded. Thanks.

    • @yahmed4274
      @yahmed4274 Před rokem

      @@banglawaz6558 শয়তান আপনাকে এই ভিড়িও মনযোগ সহযোগে না শোনার অনুপ্রেরণা জুগাচ্ছে ভাই…

    • @yahmed4274
      @yahmed4274 Před rokem

      @@khansahyeb2478 জ্ঞানিদের থেকে জ্ঞানের কথা শুনতেও জ্ঞান লাগে!

  • @mdidris8586
    @mdidris8586 Před 11 měsíci +92

    পবিত্র কোরআন আল্লাহর পক্ষ হইতে আমাদের জন্য বিধান। তাহা বুঝা ও মানার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অনুসরণ করতে হবে।

    • @NurMuhammad-rn9gh
      @NurMuhammad-rn9gh Před 5 měsíci

      Huzurer avimot ti protteker bibechona kora uchit!

    • @user-nn1tc1mp4w
      @user-nn1tc1mp4w Před 4 měsíci +5

      😅😊😊

    • @SakibMuztabarafid
      @SakibMuztabarafid Před 4 měsíci +1

      😂

    • @user-ei1cl9cf2k
      @user-ei1cl9cf2k Před 3 měsíci +1

      😂😂😂

    • @AbulFazal-cy8yw
      @AbulFazal-cy8yw Před 3 měsíci +5

      কেন রাসুলের সঃ এর মাধ্যমে আমরা কোরআন আল্লাহর নিকট থেকে বিশ্ববাসী পেয়েছে এটা মানতেই হবে ।

  • @AHEnter10
    @AHEnter10 Před 3 lety +39

    সত্যি চেহারা দেখেই মানুষ মাপা যায় না.... অসাধারণ লাগলো আলোচনা। আমার চিন্তাভাবনার সাথে হুবহু মিলে গেলো। আমিও এভাবেই চিন্তা করি আর প্রত্যেকটা কথা যেন আমারই মনের কথা। আপনার জন্য দোয়া। সালাম

    • @barkatrahman7397
      @barkatrahman7397 Před 2 lety

      czcams.com/video/dLYUG1BbQ_o/video.html

    • @mostufa.kamall-786
      @mostufa.kamall-786 Před 2 měsíci

      লেবাস দারীও বর্তমান পীরদের মধ্যে সমস্যা বেশি

  • @muztabachowdhury2482
    @muztabachowdhury2482 Před 3 lety +21

    Thanks for your valuable discussion from holy Quran. We most of the people know this things. For five times Salat ( namaj) is established by prophet Muhammad (SWA) . Our beloved prophet got the instructions from Allah. Allah reveal holy Quran to prophet Muhammad (SWA) and prophet guide us how to perform Salat. If you believe holy Quran you should follow his instructions too. In our country people got wrong concept about go to Jannah. We must be a good people, of course we are human being. We made small small mistake in our daily life that's why we pray five times or more Salat and seeking forgiveness from Allah. Be kind be honest be humble help poor people. Not lying. This is the best way to get Jannah. May Allah guide us the right path.,amin. Zajak Allah khaer. Love from Sydney Australia. Please forgive me if I hurt someone.

    • @shamsuddinyousufkhaled4140
      @shamsuddinyousufkhaled4140 Před 3 lety +1

      Can you please clarify in detail the origin of salat or namaj that we practice 5 times each day?

    • @mdgolamkobir4511
      @mdgolamkobir4511 Před rokem

      Thank you mr. Sajal. You're right with your partial cunning explanation of Quran Ayet. I bless you for a long life. Because you are right and Prophet Muhammad is wrong. So form now on You are our Prophet along with your Guro Rashef Khalifa. I need some money. Will you send me the contact where to get. If my urge is fulfilled I promise to follow your new Islam name Submitters.

    • @mdgolamkobir4511
      @mdgolamkobir4511 Před rokem

      Those who who understands yours bad intentions

    • @mdgolamkobir4511
      @mdgolamkobir4511 Před rokem

      will hate to replay you. I have practical experiences with such khatash like you.

    • @safinabahar5234
      @safinabahar5234 Před rokem

      ​@IMRAAN BIN MASHRAFI newest section kivabe pabo

  • @samiulhaquerounok5787
    @samiulhaquerounok5787 Před 2 lety +2

    Mind blowing video, totally changed the the view of islam to me

  • @mahbubulhaque7416
    @mahbubulhaque7416 Před rokem +23

    কারো বিরুদ্ধে বলব না। কুরআনের শাব্দিক অনুবাদ পড়ার তাগিদ রইল সবার প্রতি। এটাই নিজেই পথ দেখাবে ইনশাল্লাহ।

  • @fssocrates
    @fssocrates Před 3 lety +12

    07:07 A'raf: 204
    08:27 Qiyamah: 31-32
    09:26 'Ankabut: 45
    10:33 Ahzab: 56
    11:06 *Ma'idah: 6
    11:19 *Baqarah: 149
    11:30 Hajj: 26
    12:05 Rahman: 9
    13:07 Ma'idah: 55
    13:53 'Imran: 43, 42
    14:40 Baqarah: 43, 44
    15:41 Rahman: 5-6
    15:55 Hajj: 18
    16:27 Nahl: 49-50
    16:55 Fath: 29
    17:13 Waqi'ah: 74
    17:24 Isra: 111
    17:36 A'la: 1
    17:45 *'Imran: 18
    17:51 *Yunus: 10
    18:00 Jumu'ah: 9
    18:24 *Hud: 114
    18:27 *Isra: 78
    18:34 *Nur: 58
    18:48 Baqarah: 238
    19:04 *Baqarah: 221-241
    19:57 Hud: 114
    20:43 Isra: 78
    21:06 Nisa: 102
    21:47 Nisa: 103, 105
    23:58 Ma'arij: 22, 23-24, 25-34
    25:14 Ma'un: 1-7
    26:44 Muddaththir: 42-43, 44-46, 6, 7, 12, 15, 16
    27:36 Maryam: 59
    27:54 Baqarah: 45, 44
    28:10 Hud: 84-87
    37:39 Nisa: 43
    * Brief explanation only.

    • @yahmed4274
      @yahmed4274 Před rokem

      @IMRAAN BIN MASHRAFI কিন্তু বাংলায় অনুবাদের যেসব জায়গায় "রুকু" এবং "সিজদার" কথা বলা হয়েছে কুরআনের মূল আয়াতে আরবী ভাষায় "রুকু" এবং " সিজদার" কথা লেখা নাই, তাহলে? কত রাকাত করে পড়তে হবে সেটাও তো কোথাও নাই?
      সেকেন্ড কথা হচ্ছে, রুকুর দোয়া, সিজদার দোয়া, তাশাহুদ, দোয়া মাসুরা এবং দোয়া কুনুত এগুলো তো কুরআনের আয়াতই না, তাহলে?
      কুরআন সত্য, আল্লাহ রাসুল(সাঃ)এর কাছে যা কিছু ওহী করেছেন অর্থাৎ যা কিছু আমাদের জন্য প্রয়োজন তার সবই কুরআনে আছে। তাহলে এই মহাসত্যের সাথে কার বানানো কিচ্ছা কাহীনি আমরা মিক্স করিয়ে দিয়েছে? কার বানানো দোয়া দিয়ে আমরা আল্লাহর ইবাদত করছি? আল্লাহর শিখানো দোয়া দরুদ কেন আমাদের কাছে আমাদের জন্য যথেষ্ট বা পরিপূর্ণ মনে হচ্ছে না?

  • @SabbirAhmed-xz8nq
    @SabbirAhmed-xz8nq Před 3 lety +6

    What is final decision about salat? I listen your every lecture.but this lecture is not clear about salat in. this position what can we do?

  • @maishait8754
    @maishait8754 Před rokem +2

    Sir, the way we pray now, since when did it start? What is the proof of it? If you tell me, I will be obliged.

  • @sarafatshikder5627
    @sarafatshikder5627 Před 11 měsíci +5

    আলোচনা খুবই ভালো

  • @nek-amol
    @nek-amol Před 3 lety +23

    আপনার আলোচনা এতো ভালো লাগে কেনো ভাইয়া? .. ❤️❤️
    ভাইয়া আমি একজন কোরআনের হাফেজ। আজ ১০ বছর আগে হেফজ শেষ করেছি।
    নামাজ পড়ি,রোজা রাখি,সমাজে মানুষের মধ্যে কথা বল্লে খুব ভালো ভালো আলোচনা করি।
    এমন ভাবে নিজেকে উপস্থাপন করি. মনে হয় আমার মতো ভালো মানুষ হয়না৷
    তবে এখন দেখছি বিবেক সত্য বলে যেটা জানে সেটা কোন মতেই করতে পারিনা। মুখে মুখে হাজী, নামাজ পড়ি,পাক্কা মুসলমান ইত্যাদি ইত্যাদি।
    তবে এখন আপনার লেকচার গুলা আমি শুনছি এবং আপনার প্রাই সব লেকচারি শুনলাম,এবং যা লেকচার আছে সবই শুনবো।
    তবে এখন পর্যন্ত এতটুকু বুঝলাম, আমরা দুনিয়ায় যেইটা নিয়ে লাফালাফি করি। তার কিছুই আমরা নিজেরা মানিনা।
    নির্বোধের মতো আন্দাজে জীবনযাপন করি।
    এই যে ভাইয়া আমি কোরআনের হাফেজ হয়েছি।
    এই জীবনে যা ইবাদত করেছি, আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে তার ধারের কাছে নেই।
    আমি এই ১০ বছর পর আপনার আলোচনা শুনে. এবং মুফাচ্ছিল ভাইয়ার আলোচনা শুনে কোরআন টা বুঝে পড়লাম।আমি কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাই ৭ বছর পড়েছি। এখন অনার্স করছি ( ইংলিশে)। আমি আরবী গ্রামার খুব জানি। তবে কোরআন বোঝার জন্য তো এতো শিখার দরকার ছিলোনা। আমি যেখানে কোরআন শেখার জন্য আমার মোট ৯ বছর ব্যায় করলাম সেখানে কেনো আমাকে কোরআনের কথা কেনো বুঝতে দেওয়া হলোনা।
    অমুক, তমুক পড়িয়ে বুদ্ধি প্রতিবন্ধী কেনো বানানো হলো? কেনো এখন আমার ঘরে বসে একা একা কোরআন বুঝতে হচ্ছে? আমি তাহলে মাদ্রাসায় ৯ বছর কেনো পড়লাম। নিজের প্রতি,আর আমাদের ধর্মীও শিক্ষক দের প্রতি এখন খুব ঘৃণা,এবং রাগ হচ্ছে।
    (❤️❤️❤️)
    আসলেই ভাই কোরআন পড়লে, কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করলে,পুরো পৃথিবী আমাদের একতেদা করবে।আর আল্লাহ তো পুরষ্কার দেবেনি।
    অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
    আপনার জন্য বন্ধ হওয়া বিবেকটা জাগ্রত হয়েছে।
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

    • @lahorepeacetv445
      @lahorepeacetv445 Před 2 lety

      সজল আমিরুল পন্নী আক্কাস এই 4 জন অন্য বাঙ্গালীদেরকে মাসজিদুল হারামের নামাজের বিপক্ষে নিয়ে যাচ্ছে
      czcams.com/video/W29FI3F0_8Y/video.html

    • @mdaktarhossain4917
      @mdaktarhossain4917 Před 2 lety

      Amio apnar moto akjon

    • @dmmasud7737
      @dmmasud7737 Před 2 lety

      ‘নামাযের প্রতি যত্নবান হও। বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।’ (আয়াত নং-২৩৮), ‘নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, নামায প্রতিষ্ঠা করেছে এবং যাকাত দিয়েছে তাদের জন্য পুরস্কার তাদের প্রভুর কাছে।’ (আয়াত নং-২৭৭),
      সূরাহ নিসা : ‘হে মুমিনেরা তোমরা যখন নেশাগ্রস্ত থাক তখন নামাযের ধারের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ…।’ (আয়াত নং-৪৩), ‘তুমি কি সেসব লোককে দেখোনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা নিজেদের হাত সংযত রাখ, নামায কায়েম কর ও যাকাত দিতে থাক ?…।’ (আয়াত নং-৭৭) ‘যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা হ্রাস করলে কোন গোনাহ নেই…।’ (আয়াত নং-১০১)
      ‘যখন আপনি নামাযে দাঁড়ান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে…।’ (আয়াত নং-১০২)
      ‘অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দাঁড়িয়ে, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর…।’
      (আয়াত নং-১০৩) সূরাহ ‘আরাফ : ‘আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের সওয়াব বিনষ্ট করি না।’ (আয়াত নং-১৭০) সূরাহ আনফাল : ‘(প্রকৃত মু’মিন তারা) যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-০৩) রাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইউনূস : ‘আমি নির্দেশ পাঠালাম মূসা ও তাঁর ভাইয়ের প্রতি, তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে ঘর বানাও আর তোমাদের ঘরগুলো কিবলামুখী বানাবে, নামায কায়েম করবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ দিবে।’ (আয়াত নং-৮৭) সূরাহ রাদ : ‘এবং যারা স্বীয় প্রভুর সন্তুষ্টির জন্য সবর করে, নামায কায়েম করে আর আমি যা তাদের রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে গোপন ও প্রকাশ্যে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ।’ (আয়াত নং-২২) সূরাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইসরা : ‘সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও…।’ (আয়াত নং-৭৮), সূরাহ মারইয়াম : ‘আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামায আদায় করতে ও যাকাত দিতে।’ (আয়াত নং-৩১)
      ‘তিনি তার পরিবারকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার প্রভুর কাছে পছন্দনীয়।’ (আয়াত নং-৫৫), সূরাহ ত্বহা : ‘আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণে নামায কায়েম কর।’ (আয়াত নং-১৪), ‘(হে নবী) আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ করুন এবং আপনি নিজেও এর উপর অবিচল থাকুন।’ (আয়াত নং-১৩২), সূরাহ হজ্জ : ‘যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয়, বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামায কায়েম করে ও আমি তাদের যা রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-৩৫), তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা প্রদান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দিবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ হতে বিরত রাখবে।’ (আয়াত নং-৪১)
      ‘অতএব তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর।’ (আয়াত নং-৭৮), সূরাহ মুমিনূন : ‘যারা নিজেদের নামাযে বিনয় ও নম্র। (আয়াত, ০২)
      ‘এবং যারা নামাযসমূহের খবর রাখে।’ (আয়াত নং-০৯), সূরাহ নূর : ‘এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত দেয়া থেকে বিরত রাখে না…।’ (আয়াত নং-৩৭)
      ‘নামায কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর।…’ (আয়াত, ৫৬), সূরাহ নামল : ‘যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে।’ (আয়াত নং-৩), সূরাহ আনকাবূত : ‘আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম রাখুন। …’ (আয়াত নং-৪৫) সূরাহ রূম : ‘সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (আয়াত নং-৩১) সূরাহ লুকমান : ‘যারা সলাত কায়েম করে, যাকাত দেয় ও আখেরাত সম্পর্কে পুরো বিশ্বাস করে।’ (আয়াত নং-০৪)
      ‘হে বৎস! নামায কায়েম কর, সৎকাজ এর আদেশ কর ও অসৎকাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর।’ (আয়াত নং-১৭) সূরাহ ফাতির : ‘যারা তাদের প্রভুকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে।

    • @SumonKhan-zz2hb
      @SumonKhan-zz2hb Před 2 lety

      তুমি।বৃদ্ধি। প্রতিবন্দিই।থাকবে।কারন।তুমি।৯/১০।বত্সর।কোরআন।পরাটাকে।অবহেলা।করেছ

    • @nek-amol
      @nek-amol Před 2 lety

      @@burhanuddin823 তুমি তো হুর লোভী লুচ্চা ধার্মিক! নিজের অত্যাচারী স্রষ্টাকে নির্বোধের মতো ভয় পাও। আর জান্নাত আর হুরের জন্য তোমার ঘুম আসেনা। সকাল সকাল উঠে তোমার অত্যাচারী স্রষ্টাকে অর্গ দাও যাতে তোমার স্রষ্টা তোমাকে ক্ষমা করে।
      আমার স্রষ্টা অত্যাচারি নয়৷ তোমার স্রষ্টার পুজা আমি করিনা৷ তাই আমি নাস্তিক? 😆

  • @dsrinfochannel4071
    @dsrinfochannel4071 Před 3 lety +22

    Excellent Study....we all should read the meaning and significance of every verse of the Holy Quran

    • @MunshiSajjadurRahman
      @MunshiSajjadurRahman Před rokem

      0ঔঔঔৌঅ

    • @salimchowdhury793
      @salimchowdhury793 Před rokem +1

      অর্থগুলো বাংলায় বললে বেশি বোঝা যেত

    • @AsRk..2024
      @AsRk..2024 Před rokem

      সূরা আলাকের ১ম ৫ আয়াত এর সূরা মুযযামিল এর কিছু আয়াত নাজিল হয়।
      অনেক পরে আবার সূরা আলাকের পরের আয়াতগুলো নাজিল হয়।
      আমার প্রস্নঃ
      কুরআন অথবা কুরআনের আলোকে যে হাদিসগুলো আছে সেগুলো থেকে কিভাবে
      বুঝব যে মুযযামিলের আয়াতগুলো আলাকের আয়াতের পরের আয়াত না ?????? ?????? ?????? ?????? ?????? ????
      সূরা বাকারার এক এক আয়াত এক এক সময় নাজিল হয়। কিভাবে বুঝব যে কুরআনের বিন্যাস ঠিক ???? যদি শুধু কুরআনের
      ব্যাখ্যামূলক হাদিসগুলোই অনুসরণ করি ?????? এর উত্তর সজল ভাইদের কাছে নেই।

  • @afmhadiulislamhirapoet6408

    আমার ভিতরে এমনই এক অস্পষ্ট অনুভূতি কাজ করতো, আপনার এই কথা গুলো শুনে তা এক স্পষ্ট ছবিতে রূপ নিলো। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @sadikurrahman1913
    @sadikurrahman1913 Před 2 lety +8

    I appreciate your skillful speech. You do not know that your little knowledge of this study is a sign of contempt for the Qur'an. Knowledge of Quranul Kareem is a shallow sea which has no end of depth. May Allah help you to find the right path. Ameen

    • @imrankhanmiton6955
      @imrankhanmiton6955 Před 2 lety

      I appreciate your well saying.

    • @sadikurrahman1913
      @sadikurrahman1913 Před 2 lety

      ভালো,আপনার উদ্দেশ্য কি আমি জানি না হতে পারে সত্য প্রকাশ! আপনার নিজস্ব গবেষণা কতটা আপনি জানেন। সালাত দীনের ওসূল বা নিযাস /অত্যাবশকীয় এর মাধ্যমে আল্লাহর আনুগত্য ও স্মরণ করা হয়।আপনার মতে সালাত আদায় কতবার করবে কুরআনে নিদিষ্ট নয় সুবাহান্আল্লাহ। আপনার আমার গবেষণা ও জ্ঞান দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারি না।কুরআনের ভাষাগত জ্ঞান অন্তত এর অনুবাদ করে বোঝা প্রায় অসম্ভব। কুরআন ও সহিহ হাদিসে গবেষণার মাধ্যমে আপনিও সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সহায় হন।
      হজরত রাসূলুল্লাহ (সা.)-এর আনুগত্য করার ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশনা এসেছে কোরআনে কারিমে। নবী করিম (সা.) এর কোনো ফয়সালা, নিয়মাবলী ও কার্যাবলীর ব্যাপারে সামান্যতম কোনো ভিন্নতার মনোভাব পোষণ করলে তারা মুমিন হিসেবে গণ্য হবে না। মহান আল্লাহ বলেন, ‘না, হে মুহাম্মদ! তোমার রবের কসম, এরা কখনও মুমিন হতে পারে না, যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফায়সালাকারী হিসেবে মেনে না নেবে, তারপর তুমি যা ফায়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে যেকোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে।’ -সূরা আন নিসা: ৬৫

  • @golamkardarteto8093
    @golamkardarteto8093 Před 3 lety +31

    আজকেই প্রথম শুনলাম এবং দেখলাম ইসলামে সালাত ও নামাজ নিয়ে আপনার পবিত্র সঠিক সুন্দর আলাপচারীতা, অ -নে- ক ভাল লাগল আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।

    • @roksanaislam4888
      @roksanaislam4888 Před 2 lety +4

      অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ্ এই ছেলে কে নেক হায়াত দান করুক, প্রতি ঘরে ঘরে এমন ছেলের জন্ম হোক।

    • @mostafakamal7528
      @mostafakamal7528 Před 2 lety

      Woderful discussion

  • @abmfakhrulhassanfahim8099
    @abmfakhrulhassanfahim8099 Před 3 lety +14

    It seems to us
    no need to go Azhar , macca madina university to learn Islam but only meet with you and your followers
    try to reach above Springs and save yourself. prayer and peace for all 💚

  • @obaidulislam9456
    @obaidulislam9456 Před rokem +11

    আপনার আলোচনা ভালো লাগছে । আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, আমিন।

  • @MainUddin-ie5xg
    @MainUddin-ie5xg Před 9 měsíci +13

    জ্ঞানীরাই ধৈর্য সহকারে কু'রআন পড়তে ও বুঝতে প্রচেষ্টা চালাতে থাকবে।

  • @jsdmohammedsharifulislam2380

    মাশাআল্লাহ, আল্লাহর নামে, প্রথমে আপনাকে ছালাম জানাচ্চি, আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ বরর্শিত হোক। যত আপনার ভিডিও শুনি ততই আমার মোন ভোরে যায়,, আল্লাহ আপনাকে দিঘ্য জিবন দান করুক যাতে এই সত্য পথ মানুষকে জানাইতে পারেন।

    • @jsdmohammedsharifulislam2380
      @jsdmohammedsharifulislam2380 Před 3 lety +1

      bangla bolen

    • @shahjahanchowdhury7040
      @shahjahanchowdhury7040 Před 3 lety

      @Arif Sunny আপনি আগেই অধৈর্য হয়ে গেলেন, পুরো ভিডিও দেখতে চাইলেন না অথচ বিশাল কমেন্ট করতে পারলেন ! পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারপর মন্তব্য করেন। অনেকেরই দেখছি কোরানের চাইতে বোখারী সাহেবদের হাদিস এর প্রতি দরদ এবং আনুগত্য বেশি!!

    • @motiursojib1253
      @motiursojib1253 Před 3 lety

      Ekta somoy thiki bujte parbeb eder agenda ki

  • @jasud_khan
    @jasud_khan Před 3 lety +4

    Alhamdulillahi Robbil Alamin. Marhaba. Salamun Alaikum...

  • @salehakhatun3956
    @salehakhatun3956 Před rokem

    Very nice idea.I like this ideal Congratulations.

  • @ahababanjum4832
    @ahababanjum4832 Před 2 lety +5

    Nice to know! But can you please clarify how we should perform the mendatory physical prayers?

    • @abusayed-ps2tm
      @abusayed-ps2tm Před rokem

      সুতরাং উহারা যাহা বলে, সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ কর এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, এবং দিবসের প্রান্তসমূহেও, যাহাতে তুমি সন্তুষ্ট হইতে পার।
      فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى
      সূরা নম্বরঃ ২০, আয়াত নম্বরঃ ১৩০

    • @azizulhoque7591
      @azizulhoque7591 Před 5 měsíci

      @@abusayed-ps2tm unar question r answer den nai kintu? uni salath r waqth nie kotha bolen nai

  • @khalilurrahmanchowdhury1195

    Please make a video on what should be structure of Salat as per Quran stated 82 times?

    • @NRFP
      @NRFP Před 2 lety +1

      যেভাবে আমরা নামাজ পরি সেটাই

    • @jahidulsourav1001
      @jahidulsourav1001 Před 2 lety

      @@NRFP no.

    • @clipzofnothing931
      @clipzofnothing931 Před rokem

      @IMRAAN BIN MASHRAFI নিউএস্ট কমেন্টস কোন গুলি ? বুঝতে পারছিনা ।

  • @abuhenamostofakamal1813
    @abuhenamostofakamal1813 Před 3 lety +4

    Would you please explain these two verse of Sura Rum
    Ayat So
    glorify Allah [above all that (evil) they associate with Him (O
    believers)], when you come up to the evening (prayers) [i.e. offer the () sunset and () night prayers], and when you enter the morning [i.e offer the () morning prayer].
    Ayat And His is all the praises and thanks in the heavens and the earth, and (glorify Him) in the afternoon (i.e. offer prayer) and when you come up to the time, when the day begins to decline (i.e offer prayer). (Ibn 'Abbas’ said: "These are the five compulsory congregational prayers mentioned in the Qur’an)."

    • @stylus2stylus293
      @stylus2stylus293 Před rokem

      I think you are denying and avoiding Namaj which muslims are practicing around the Glob. I ask you where come from five time Namaj in a day? Is it funny? Thanks your research about Quran. What do you think about the Namaj of our prophet (pbuh) ?

  • @md.badiuz-zaman95
    @md.badiuz-zaman95 Před rokem +7

    আসসালামুআলাইকুম । এই ভিডিওতে আপনি বলেছেন যাকাত নিয়ে আলাদা একটি ভিডিও বানাবেন । আমি ভিডিওটি খুঁজে পাচ্ছি না । যাকাত সম্পর্কিত ভিডিওটির লিংকটা যদি একটু দিতেন খুব উপকৃত হতাম । ধন্যবাদ ।

  • @abunaser5996
    @abunaser5996 Před rokem +1

    Dear shojol Bhai , I am bit confused about the Marge of rashul s: with Ayesha at the age of 6. Could you please confirm us?

  • @jsb4270
    @jsb4270 Před 2 lety +13

    আপনার উচ্চারিত প্রতিটি শব্দই অত্যান্ত যুক্তিযুক্ত

  • @playstore-cd2pm
    @playstore-cd2pm Před 3 lety +4

    এই প্রশ্ন গুলো সবসময় আমার মনের ভিতর আসতো কিন্তু কোন হুজুর কে জিজ্ঞাসা করে কখনও সন্তসজনক উত্তর পাইনি আপনার মত আমি ভাবতাম কেন আল্লাহর নবী নামাযের ব্যাপারে কোন ইস্পষ্ট কোন নির্দেশনা দেয়নি খুব ভালো লাগলো আপনার আলোচনা অনেক কিছু শিখতে পারলাম

    • @ManzoorulAlam
      @ManzoorulAlam Před 3 lety

      হুজুর রা জানলেতো উত্তর দেবেন। একটা প্রশ্ন করি আপনাকে- যে সব হুজুরের কথা বলছেন, টুপি দাড়ি আর আলখাল্লাহ ছাড়া আর কি নিদর্শনের কারনে তাকে হুজুর মনে করেছেন- একবার ভেবে দেখুন। আপনার মত প্রশ্ন করতে গিয়ে আমাকেও অনেকবার অপমানিত হতে হয়েছে মসজিদ্

  • @shahmd.maksudulhaque530
    @shahmd.maksudulhaque530 Před 7 měsíci +1

    Masha-Allah
    Nice discussion containing facts.

  • @muslemuddin6938
    @muslemuddin6938 Před 2 lety +1

    I like your video
    May Allah bless and help you in your life

  • @azmahmud3036
    @azmahmud3036 Před 4 lety +23

    দোয়া করি,এগিয়ে যাও প্রিয় অনুজ। আলোচনা শুনে মনে হলো কে যেন আমার মনের কথাগুলোই বলছে।
    তোমার গবেষণা হউক আরো যৌক্তিক, আরো শাণিত। মহান প্রভূ সহায় হউন।

    • @SNJPoth
      @SNJPoth Před 3 lety +1

      বুখারী, হাদীস বাদ দিলে আমরা কেউ সঠিক ভাবে নবীজী কে, সেটাই জানতে পারবো না ।🤔

  • @user-hs9fd4qm6r
    @user-hs9fd4qm6r Před 3 lety +7

    না টেনে পুরো ভিডিও দেখুন এমন বলতে শুনেছি অসংখ্য ভিডিওতে কিন্তু বহুকাল পর আজ এমন ভিডিও দেখলাম যা একটু টেনে-টুনে দেখার ইচ্ছা মনে জাগেনি-। অফুরান শুভেচ্ছা আপনার জন্য।

  • @lutfunnahar4268
    @lutfunnahar4268 Před rokem +4

    Excellent detailed information about holy Quarran and namaz

  • @ebaratali1734
    @ebaratali1734 Před 10 měsíci +1

    A constructive and reliable discussion . Mr sajal , make more vedio like this.

  • @pothharazazabar1752
    @pothharazazabar1752 Před 3 lety +18

    Thanks for opening much needed dialogue. I watch his episodes with lots of interest. Not necessarily I agree everything he says, nevertheless it opens up thirst for knowledge & answer. Those who put negative comments about him, small request, please clarify why you disagree with him, which will enhance our knowledge & will remove toxic environment which exist for last 1400 years.
    **** One small note regarding Mr. Panna Choudhury. I know Mr. Choudhury since 1989. If he regrets and apologizes to Allah for his dark past & devotes to educate Muslims regarding Quran, then congratulation. But if his present religious activity is another ploy or cover, please be careful. Anyone who seeks help from him, please do your research and homework first. Two famous fraudsters left Montreal, settled in Bangladesh, not to serve the country as claimed rather both of whom were total failure in Canada, one is Ruhul Amin, MD of Destiny who is serving jail time now, another is Panna, both are good friends. Since this is a public forum, I have no intention to humiliate them. Just a WARNING to others.

  • @user-jo7uc2qf4n
    @user-jo7uc2qf4n Před 2 lety +18

    ইয়া আল্লাহ, সবাই কে বুঝ দান করুন। সত্যের জয় আশবে ইনশাআল্লাহ।

    • @mirmasudrana8317
      @mirmasudrana8317 Před 2 lety

      অপরাধীদের সম্পর্কে
      বলা হবে তোমাদেরকে কিসে জাহান্নামে নীপতিত করেছে?
      তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,
      অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
      আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
      সুরা মুদ্দাসসির -
      আয়াত ৪১-৪৫

  • @mdgiasuddin2610
    @mdgiasuddin2610 Před rokem +5

    ধন্যবাদ ভাই আপনি ঠিক বলেছেন

  • @jiauddin2000
    @jiauddin2000 Před rokem +1

    Thanks u for Islamic knowledge.

    • @AsRk..2024
      @AsRk..2024 Před rokem

      সূরা আলাকের ১ম ৫ আয়াত এর সূরা মুযযামিল এর কিছু আয়াত নাজিল হয়।
      অনেক পরে আবার সূরা আলাকের পরের আয়াতগুলো নাজিল হয়।
      আমার প্রস্নঃ
      কুরআন অথবা কুরআনের আলোকে যে হাদিসগুলো আছে সেগুলো থেকে কিভাবে
      বুঝব যে মুযযামিলের আয়াতগুলো আলাকের আয়াতের পরের আয়াত না ?????? ?????? ?????? ?????? ?????? ????
      সূরা বাকারার এক এক আয়াত এক এক সময় নাজিল হয়। কিভাবে বুঝব যে কুরআনের বিন্যাস ঠিক ???? যদি শুধু কুরআনের
      ব্যাখ্যামূলক হাদিসগুলোই অনুসরণ করি ?????? এর উত্তর সজল ভাইদের কাছে নেই।

  • @abulbasher9207
    @abulbasher9207 Před 3 lety +134

    যাহারা আল্লাহ্ ও তাঁহার রাসূলের আনুগত্য করে, আল্লাহ্‌কে ভয় করে ও তাঁহার অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই সফলকাম।
    সূরা নম্বরঃ ২৪, আয়াত নম্বরঃ ৫২

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver Před 3 lety +5

      eisob bal pore 21 century te labh. pagoler golpo jotossob

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 Před 3 lety +8

      Fahim bhuiya, fahim. Fahim.
      “A’teullaha owa A’teurrasul “Not less 15 times in the Qur’an-ul-Karim.
      Obey Allah and obey His Rasul.

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 Před 3 lety +4

      Fahim bhuiya, fahim. Fahim.
      Read the Book of Allah before ask any decision any law or anything about Islam , otherwise you will expose yourself as fool.
      And yes ,there is description in the Qur’an how to make Odhu , Tiammum, Salat times, Sehri, Iftar .
      Never think what Muslim do (basically)it’s not in the Qur’an. Qur’an is the words of Allah and Hadith is the explanation by Allah’s RASUL (SAW).

    • @SNJPoth
      @SNJPoth Před 3 lety +17

      @@fahimbhuiyafahim.fahim.283 কোরআন হলো আয়াতের সুত্র - এই সূত্র টা ব্যাখ্যা করার জন্যই তো , বুখারী হাদীরে প্রয়োজন ।🤔

    • @abumortakaiummondol623
      @abumortakaiummondol623 Před 3 lety +12

      কুরান ই পুর্নাঙ্গ জীবন ব্যবস্থা।

  • @sharminshoma9868
    @sharminshoma9868 Před 3 lety +6

    How will you explain about "Salat" from Ayat No.101, 102 & 103 of Surah Nisa (Surah No.4).

  • @nusabaamazingbeautifulvide6575
    @nusabaamazingbeautifulvide6575 Před 11 měsíci +1

    Vaiya you're Amazing. May Allah bless you ‼️ sotti barbar apnar alochona suni abong vabi Koto uchcho man er alochona eta....Go ahead 😇😇😇🙏🙏

  • @romzanmir9194
    @romzanmir9194 Před 3 měsíci +5

    আমি সেই ছোট বেলা থেকেই নামাজ পড়ি কখনো নিয়মিত আবার কখনো অনিয়মিত, তবে একদম বাদ দেইনি।এখনো পড়ি, ইদানিং মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাউকে শেয়ার করতে পারিনা।কারন ধর্মীয় ব্যাপারে আমাদের দেশের মানুষ খুবই দুর্বল।ইদানিং নামাজে কোন স্বাদ পাইনা,এর মুল কারন একই ভাবে এযাবৎ নামাজ পরলাম কিন্তু নামাজে কখনো রবের সাথে কানেক্ট হতে পারলামনা।কি নামাজ পড়লাম?ইদানীং নামাজের চেয়ে বেশি মেডিটেশন করে ভালো লাগে।একা নিরবে কোলাহল মুক্ত ঘরে মেডিটেশন বা ধ্যান করে বেশি শান্তি পাই।প্রচলিত সালাত যা শুধু একটা উঠবস করার মত মনে হচ্ছে।আর তথাকথিত কিছু নামাজীর ভাব ভঙ্গি দেখলে আরো ভালো লাগেনা।অনেককে দেখলে মনে হয় এরা জান্নাতের টিকিট হাতে নিয়ে বসে আছে।যদি আমি কারো সম্পর্কে কিছুই বলতে চাচ্ছিলামনা। এই সালাতে জান্নাতের কত পার্সেন্ট নিশ্চয়তা বহন করে আমার জানা নেই।

    • @user-ty7mj1ci4u
      @user-ty7mj1ci4u Před měsícem

      ঐ বেড়া তুই তো কাবার ঈমাম হতে পারবি,নামাজ ইসলামের চাবি।

  • @bibek3793
    @bibek3793 Před 3 lety +11

    With due honor, can I please have your analysis about SALAT as mentioned in the verses 238 & 239 of Sura Baqarah...... are those indicating only to follow the commandments of Allah mentioned in the holy Quran or/and also mentioned a particular process of Salat...

    • @spacetimebd
      @spacetimebd Před rokem +1

      What's the difference between commandments mentioned and particular process? Isn't one incomplete without the other? Here is the point that we always think complicatedly and make easy thing difficult.

    • @HasanSk-cl7eo
      @HasanSk-cl7eo Před 6 měsíci

      অতো।অযূহাত।না।দেখিয়ে।সোজা।বলে।দে।নামায।মানিনা।।

  • @abdulkaiumakon4107
    @abdulkaiumakon4107 Před 4 lety +11

    আল্লাহ আমাকে কুরআন পড়ার তৌফিক দিয়েছেন , সালাত সম্পর্কে আমাকে সৃষ্টিকর্তা যতোটুকু বুঝতে দিয়েছেন সেটা আপনার মুখে কুরআন থেকে শুনে, অত্যন্ত খুশি। আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন, দোয়া রইল ভাই।

    • @SajalRoshan
      @SajalRoshan  Před 4 lety +1

      Thank you 😊

    • @sottersondan5689
      @sottersondan5689 Před 3 lety

      Salam

    • @SNJPoth
      @SNJPoth Před 3 lety +1

      বুখারী, হাদীস বাদ দিলে আমরা কেউ সঠিক ভাবে নবীজী কে, সেটাই জানতে পারবেন ।🤔

    • @thinkingoo125
      @thinkingoo125 Před měsícem

      ​@@SajalRoshanকোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
      কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না।
      এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.

  • @dcsupplyandmt2553
    @dcsupplyandmt2553 Před rokem +7

    Amazing. Allah will bless you for your great work like this. Blessings, brother

    • @AsRk..2024
      @AsRk..2024 Před rokem

      সূরা আলাকের ১ম ৫ আয়াত এর সূরা মুযযামিল এর কিছু আয়াত নাজিল হয়।
      অনেক পরে আবার সূরা আলাকের পরের আয়াতগুলো নাজিল হয়।
      আমার প্রস্নঃ
      কুরআন অথবা কুরআনের আলোকে যে হাদিসগুলো আছে সেগুলো থেকে কিভাবে
      বুঝব যে মুযযামিলের আয়াতগুলো আলাকের আয়াতের পরের আয়াত না ?????? ?????? ?????? ?????? ?????? ????
      সূরা বাকারার এক এক আয়াত এক এক সময় নাজিল হয়। কিভাবে বুঝব যে কুরআনের বিন্যাস ঠিক ???? যদি শুধু কুরআনের
      ব্যাখ্যামূলক হাদিসগুলোই অনুসরণ করি ?????? এর উত্তর সজল ভাইদের কাছে নেই।

  • @user-ie3gv5zy9e
    @user-ie3gv5zy9e Před 2 lety +7

    জ্ঞানের নতুন দুয়ার খুলে যায়। এমন আলোচনা আরো চাই।

  • @MdRahman-yg3nx
    @MdRahman-yg3nx Před 4 lety +4

    very very important to know real religion

  • @nishitara6071
    @nishitara6071 Před 3 lety +4

    Well, You're Really doing such a Great thing. Respected Brother, You should add link of those Related Videos in the Description......
    Keep Going...

    • @freshmindr
      @freshmindr Před 3 lety

      ব্যাকরণ ভিত্তিক আরবি ভাষা শিখে কোরআন মাজীদের মর্ম বুঝতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।

  • @omararyf5568
    @omararyf5568 Před 2 lety

    absolutely great! আমীন!

  • @tawhidulsawon2077
    @tawhidulsawon2077 Před 4 měsíci +1

    Thanks and salute....may allah live u long

  • @ahmedsabbir6332
    @ahmedsabbir6332 Před 3 lety +6

    খুব সুন্দর ভাবে কোরানের অপব্যাখ্যা করা হচ্ছে

  • @alaminsorkar7505
    @alaminsorkar7505 Před 3 lety +5

    ধন্যবাদ জানাই এত সুন্দর কুরআনের সঠিক আলচিত বিষয় বস্তু তুলে ধরায়। স্রষ্টা আপনার মঙ্গল করুন।

  • @abdulkhaleque2398
    @abdulkhaleque2398 Před rokem

    সাবাস সজল রোশান খাঁটি মুসলমান
    Bravo Shajal Sajal Roshan Pure Musolman.

  • @An_0n_yo
    @An_0n_yo Před rokem

    Sajol vie protidin apner alochona shoni anek kicho shikhechi.thankyou and i love you.

  • @md.ashraffhossain5355
    @md.ashraffhossain5355 Před 3 lety +14

    পবিত্র কোরান এমনই একখানা গ্রন্থ এবং
    মানব জাতির জন্য সংবিধান যাহা অনুসরণ করলে সঠিকভাবে নিজেকে
    প্রতিষ্ঠিত করার পথ তৈরি হয় এবং স্রষ্টার
    সান্নিধ্য লাভ করা যায়।

  • @shamimarahman2325
    @shamimarahman2325 Před 2 lety +15

    আপনি পবিত্র কুরআন এর অর্থসহ যে ব্যাখ্যা দিলেন এক কথায় অনবদ্য। খুব ভালো লাগলো। আমার অনুরোধ কোর আনের প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রতিটি সুরার অর্থসহ ব্যাখা দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে নুতন প্রজন্ম সহ আমাদের খুব উপকার হত।দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন।

  • @razaved
    @razaved Před rokem

    Thanks dear bro, carry-on.

  • @noraalom8095
    @noraalom8095 Před 11 měsíci +9

    কুরআন গবেষণা করা আল্লাহর নির্দেশ

  • @anonymoustech3750
    @anonymoustech3750 Před 4 lety +20

    Sir, I request you to check Surah Nisa (4:102,103)

  • @shamsuddinyousufkhaled4140

    Indeed an in death discussion which enlighten us in many ways.
    Allahuakbar.

  • @nazrulislam-qf6mq
    @nazrulislam-qf6mq Před 9 měsíci +2

    21 oct. 23
    Dear brother,
    As per your above video, i can say and believe you have vast study upon Islam religion, Holly Quran,Hadis, and so on. Yes at the same time, you have good study upon English language.
    All good.
    Now my Question, is it that , prophet Muhammed ( S:) performed Holly Namaz( Salat )???( though without any question/doubt i believe it).
    If it is true, then as a Muslim, is it not enough to believe that we have to follow Prophet( s:) ? Is not it that Prophet( S:) performed Namaz( Salat) as per Allah guided rules? Is it really important to find out from where ,by whose instruction, Prophet( S:) performed Namaz/salat.
    Its my desire, my right to get your specific reply. Hope you will do it as early as possible.
    Nazrul
    Bangladesh

  • @arifulislamrubel4693
    @arifulislamrubel4693 Před 2 lety

    আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম

  • @javedmomen7607
    @javedmomen7607 Před 3 lety +12

    what about Ibn Ishaque? Brotger! Ibn Ishaque was the first Sirat writer but you did not mention his name, why brither. He is earlier than P.K Hitti.

    • @apu.ehsanehsan1803
      @apu.ehsanehsan1803 Před 3 lety +1

      আপনি ঠিকই বলেছেন। তবে ইবনে ইসহাকের রচিত ইতিহাস শুধু ইসলাম ও তার আবির্ভাবের ঘটনাপঞ্জী নিয়ে লিখিত। আরব জাতির ইতিহাস বলতে যা বুঝায় তা কিন্তু নয়। সে অর্থে ফিলিপ কে হিট্টিই প্রথম যিনি আরব জাতির একটি সামগ্রিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন।

    • @mamunurrahman6670
      @mamunurrahman6670 Před 2 lety

      3ঈইঈ

  • @MajharulAsif
    @MajharulAsif Před 4 lety +6

    Thanks a lot.

  • @vlogonwheelsbyraju4863
    @vlogonwheelsbyraju4863 Před 5 měsíci +4

    আপনি কি আমাকে এই তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন যে ঠিক কবে থেকে কিভাবে কাদের হাত ধরে আমাদের এই প্রচলিত নামাজ পড়ার প্রচলন শুরু হয়? আশা করি প্রশ্নটা বোঝাতে পেরেছি।

  • @nusabaamazingbeautifulvide6575

    Vaiya I m very impressed to listen & watch your videos. I want to talk with you. I m also interested about Research of Islam. Vaiya please Do something about our prayer about our Real Salat. Go ahead. & Best of luck 🤞🤞 May Allah bless you ‼️

  • @isotruth2136
    @isotruth2136 Před 4 lety +11

    Would you please mention the reference of the meaning of the word 'Salah' as you said "The following someone closely" Thank you!

    • @SajalRoshan
      @SajalRoshan  Před 4 lety +2

      Lexicon of Arabic terminology
      Thank you 😊

    • @jamilahossain8841
      @jamilahossain8841 Před 3 lety

      @@at-taqwachannel204166

    • @jamilahossain8841
      @jamilahossain8841 Před 3 lety

      Yesl

    • @zahidkhasru7126
      @zahidkhasru7126 Před 3 lety +1

      @@SajalRoshan
      صلة= link , صلاة = praying
      I saw these two words in the arabic lexicon.
      Ok ... which applies to your discussion ?
      Sorry if you think the wrong question.

    • @monircseiu
      @monircseiu Před 3 lety

      @@SajalRoshan vai avabe pagoler moto jukti dile, 600 coit manush 600 koti rokom quraner explanation dibe. namazer dhoron o podhoti 600 koti rokom hobe.

  • @tefaruque
    @tefaruque Před 4 lety +8

    How to pray Salat according to Quran?

  • @mrrahman7300
    @mrrahman7300 Před 2 lety

    Thanks. Very nice

  • @harunmondol4127
    @harunmondol4127 Před 11 měsíci +3

    আপনার কথা গুলো যুক্তি সংগত। ধন্যবাদ

  • @rebekakhatunh.t.bauliagps3533

    Thanks from the bottom of my heart. ❤️❤️

    • @mohzohir3611
      @mohzohir3611 Před 2 lety

      czcams.com/video/kTQifk2mp3U/video.html

  • @iqbalchowdhury7308
    @iqbalchowdhury7308 Před 3 lety +6

    Brother Sajal, you have five times salat. if you read sura Taha Ayat number 130. Thank you , Iqbal.

  • @mdrubelmiah8513
    @mdrubelmiah8513 Před 2 lety +9

    So clean and clear speech......Quran is all solution. Thanks

    • @AsRk..2024
      @AsRk..2024 Před rokem

      সূরা আলাকের ১ম ৫ আয়াত এর সূরা মুযযামিল এর কিছু আয়াত নাজিল হয়।
      অনেক পরে আবার সূরা আলাকের পরের আয়াতগুলো নাজিল হয়।
      আমার প্রস্নঃ
      কুরআন অথবা কুরআনের আলোকে যে হাদিসগুলো আছে সেগুলো থেকে কিভাবে
      বুঝব যে মুযযামিলের আয়াতগুলো আলাকের আয়াতের পরের আয়াত না ?????? ?????? ?????? ?????? ?????? ????
      সূরা বাকারার এক এক আয়াত এক এক সময় নাজিল হয়। কিভাবে বুঝব যে কুরআনের বিন্যাস ঠিক ???? যদি শুধু কুরআনের
      ব্যাখ্যামূলক হাদিসগুলোই অনুসরণ করি ?????? এর উত্তর সজল ভাইদের কাছে নেই।

  • @user-pt1br3tg3e
    @user-pt1br3tg3e Před 8 měsíci

    So many many thanks to you,,

  • @golamrosulbiplob8371
    @golamrosulbiplob8371 Před 2 lety +6

    অনেক ভালো বিশ্লেষণ মূলক আলোচনা করার জন্য ধন্যবাদ।

  • @akramhussain4696
    @akramhussain4696 Před 4 lety +6

    Well, let's see you on the day of judgment. Qur'an came through Muhammad (s), who used to perform salah at mosque & follow Qur'an.

  • @mdkabir1854
    @mdkabir1854 Před 2 lety +1

    Excellent and appreciated, dear brother.

  • @nooraalamsikder3247
    @nooraalamsikder3247 Před 2 lety

    অত্যন্ত চমৎকার আলোচনা এবং মনে হচ্ছে এই কথাগুলো ই সঠিক।

  • @mdabutalebhosen5646
    @mdabutalebhosen5646 Před 4 lety +41

    আমি এই প্রথম কোন ভিডিও দেখলাম এই ভিডিও সত্যিই আমাকে খুব বিস্মিত করেছে আমার খুবই ভালো লাগলো এই প্রথম কোন ভিডিও জ্ঞানগর্ভ বিশ্লেষণ করা হলো সত্যিই আপনি শিক্ষিত মানুষের কাছে সমাদৃত হবেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিতে পারেন

    • @SajalRoshan
      @SajalRoshan  Před 4 lety +1

      Thank you 😊

    • @channelbico8832
      @channelbico8832 Před 4 lety +3

      He demotivated people from islam!

    • @razzakmahmudsrijon2324
      @razzakmahmudsrijon2324 Před 4 lety +2

      @@channelbico8832 How? কুরআনের আলোকে বাখ্যা দিবেন যা তা বলবেন না kindly.

    • @youtubeschool2458
      @youtubeschool2458 Před 4 lety +3

      @@channelbico8832 কুরঅান কি বলে কখনো ত ঘাটবেন না,,ঝন্টু মন্টু ্কেল্টু কি ববলো তা নিয়ে মাথা ব্যথা অাপনাদের

    • @MasudRana-vq5fn
      @MasudRana-vq5fn Před 4 lety +1

      @@hkthinku6773 kan vai amar brain ke dise , Allah na Shaitan, amar brain dia bujhle ,chinta korle ami kafer hoia jamu , amar brain ke dise ,apnar brain ke dise shaitan , brain khataile kafir hoia jamu , apni hadis porsen vhalo vhabe ,, porle bujhten ,,,hadis besi monojog dia porle vitore sondeho jonmai ,obissas jonmai , ekek jaigai ekek rokom , matha ghurai , manus ei karonei dhormo theika dure thake , kisui bujhe na, dajjal kamon hobe ta apni surely bolte parben ,ekek jaigai ekekrokom suni , dosh kar ,amader nobir ,,,se ekek kotha bolsen ,,,,na jara hadis collect korse tader ,,,,sahabira vul, pap er urdhe na , Allah chara kao perfect na,,,sobai emmotional , nobir dui nati ke kara marse ,ihudi ,,christian ra,,,,,jene dekhen ,,, uni apnake kisui korte bolen nai ,, se tar motamot bolsen ,,,,tate hoito apnar vitore lagse ,,,tai comments korsen ,,,,, tini bar bar bolsen eita amar nijosso motamot,,,,,apni nije theke dhormo bujhte chan na hoito ,,,,kono kisu kore beheste jete chan , tai apnar lagse hoito,,,apnar beheste miss hoia jaite pare ,,,,ei chintai, apnar chinta sokti allah apnake diyesen , apni arekjoner kothai pothvrosto hoben kan , apni quran research koren ,,,,,,vul ber koren,,suggestion den ,,,,ar hadis ke main dhorle apni onk imandar vondo hoben ,,,,,ki dia ki ta nijei bujhben na , onk hadis ase hujur ra avoid kore ,,,,oita tara kisui bujhe na ,,,shudhu manuske ekta kisu bole par kore ,, ar hadis collect korar je style ,,,amar mone hoi na eivhabe ekek joner kach theke real information collect kora jai ,manus vule jai ,ekta kisu onuman kore chole. amr pothvosto hoar somvhabona nai ,,karon hadis poira ekbar pshyco hoia gesilam , vhabtam shaitan amar vitore dhuika jaibo , amare controll korbo ,,,,amare bachte hoibo,,,eisob korte korte ekbar pshyco hoia gesilam ,fojor er namaj miss hoile amar matha fataibo pathor dia ,,,ei chintaai ghumaite partam na, bap ma na buijha abege kotha koito ,,,oitai mantam ,,,ar bipode portam ,,,,age ekbar pagol hoisi ,,,ar pagol hoar chance nai,

  • @shonthafarhana1212
    @shonthafarhana1212 Před 3 lety +13

    ভাইয়া যাকাতের একটা ভিডিও চাই কোরআন থেকে প্লিজ কে কে এক মত সাড়া দাও........

  • @mr.anonymous298
    @mr.anonymous298 Před 2 lety +3

    অসাধারণ আলোচনা, সজল ভাই!

  • @dr.kamruzzaman4550
    @dr.kamruzzaman4550 Před 4 měsíci +5

    পৃথিবীর মানুষের কাছে সঠিক ধর্ম ব্যাখ্যা-বিশ্লেষণ করার জন্য সজল রোশান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

  • @truthteller1633
    @truthteller1633 Před 3 lety +36

    A little learning is a dangerous thing and you are the best example!

    • @bestint4250
      @bestint4250 Před 3 lety +2

      Exactly.

    • @iqbalahmed5979
      @iqbalahmed5979 Před 3 lety

      ধর্মের বিরূদ্ধে কথা বলা ভালো নয়।

  • @SaleemSamad
    @SaleemSamad Před 2 lety +5

    HOW MANY PRAYERS A DAY
    Only three Contact Prayers are mentioned by name in the Quran.
    In other words, the word "Sala" is qualified with descriptive words in three instances in four verses.
    1. Sala-al Fajr-DAWN PRAYER (24:58; 11:114);
    2. Sala-al Esha-EVENING PRAYER (24:58; 17:78; 11:114);
    3. Sala-al Wusta- MIDDLE PRAYER (2:238; 17:78)
    Muslims should recite Sala prayers in a moderate tone, and we should neither try to hide our prayers nor try to pray it in public for political or religious demonstration (17:111). If it is observed with the congregation, we should listen to the recitation of the men or women who leads the prayer (7:204; 17:111). After completing the Sala prayer, we should continue remembering God (4:103).

  • @nizamuddinsaleh7391
    @nizamuddinsaleh7391 Před 10 měsíci +2

    Great brother

  • @shamimhossain6111
    @shamimhossain6111 Před rokem +3

    অনেক সুন্দর আলোচনা ধন্যবাদ আপনাকে।

  • @fitnesstrainer1937
    @fitnesstrainer1937 Před 4 lety +31

    Seeing the first part of the video, I thought you are going in a wrong way. But, As soon as the video was finished , i could take the full essence of your thought. Though I dont fully agree with you ( because your thought are against most of the islamic scholars including Sahabis), I respect your thinking and researching capability. I would suggest you to know more and Allah may show you the right path. Ameen

  • @tazmd8293
    @tazmd8293 Před 3 lety +94

    আপনার কথা শুনে সালাত কে ভুল বোঝার কোন কারণ নেই।
    ইসলাম কেবল আমাদেরকে কোরআন হাদিস দিয়েই ছেড়ে দেন নি। নবীজী সালাত কায়েম করেছেন নিজে মক্কা o মদিনাতে। ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই সেখান থেকে ৫ ওযক্ত সালাত নবীজী নিজে বাধ্যতামুলক করেছেন।
    তাই আপনি কোরআনের আয়াতকে নিজের সুবিধা মত অর্থ দিয়ে প্রি জাজমেন্ট করে ব্যাখ্যা করেছেন। আপনার কথা শব্দের খেলা ছাড়া আর কিছুই নয়।

    • @md.maniruzzamansarkar3356
      @md.maniruzzamansarkar3356 Před 2 lety +3

      আপনিও সহজেই সমালোচনা করলেন, না গবেষণা করেই। আপনি যে হাদিসের আলোকে বলেছেন তা যে সত্য, একথা কীভাবে প্রমাণ করবেন। অনুগ্রহ কোরে আপনাকে নিমোক্ত ভিডিওটি দেখার অনুরোাধ করছি- czcams.com/video/TbczOq9BbNc/video.html&feature=share

    • @tazmd8293
      @tazmd8293 Před 2 lety +20

      @@md.maniruzzamansarkar3356
      আমি না গবেষণা করেই সহজে সমালোচনা করি নি। বরং গবেষণার সারসংক্ষেপ উল্লেখ করেছি।
      Pre judgement করে ব্যাখ্যা কোন গ্রহণযোগ্য উপায় নয়। উনি প্রত্যেকটি শব্দকে so called "আভিধানিক অর্থ" বলে অপব্যাখ্যা করেছেন। কিন্তু সূক্ষ্ম চতুরতা করেছেন। কেননা, অভিধান কোন অর্থকে চাপিয়ে দেয় না। বরং কোন অর্থ কোথায় ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করাই হল অভিধানের কাজ। তাই সালাত শব্দের অর্থ ওনার অপব্যাখ্যা অনুযায়ী মানা যাবে না। বরং ইসলামের প্রাথমিক সময়ে সালাত কি অর্থে ব্যবহৃত হত সেটাকেই "নামাজের" বিশ্লেষণ হিসেবে নেয়া অভিধানের কাজ

    • @faruquehossen9800
      @faruquehossen9800 Před 2 lety

      @@md.maniruzzamansarkar3356 ল

    • @faruquehossen9800
      @faruquehossen9800 Před 2 lety

      @@md.maniruzzamansarkar3356 ল

    • @abuyusufmonna
      @abuyusufmonna Před 2 lety +7

      নবিজি কিভাবে কোনো বিষয় বাধ্যতামূলক করতে পারেন? একমাত্র আল্লাহ যা বলেন তাই বাধ্যতামূলক।

  • @mahabubrahaman6791
    @mahabubrahaman6791 Před rokem

    Alhamdulillah khub valo.

  • @azizurraham5841
    @azizurraham5841 Před 2 lety +1

    Dear friend, before I can not remember I thought you are misguiding Holly Quran teaching. But recently I notice you are saying real teachings of Holly Quran. Many many thanks for your these honest great teachings. I pray your success and wish you infinite heaven. Thanks & Regards.