Pharaonic Palace | ফেরাউনদের রাজপ্রাসাদ

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • ফেরাউনদের রাজপ্রাসাদ I Pharaonic Palace
    মিশরের রাজধানী কায়রো থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে নীলনদ উপত্যকায় ঐতিহাসিক লোক্সর শহরে অবস্থিত ফেরাউনের রাজপ্রাসাদ।
    মিশরের প্রাচীন রাজধানী থিবস বা তেবশ। এটাই প্রাচীন মিশরের ফারাওদের রাজধানী শহর। পৃথিবীর প্রাচীন রাজধানী ম্যানুফেস বা মানাফের পরে থিবস রাজধানী হিসেবে স্বীকৃতি পায়, যার আরও বেশ কিছু নাম রয়েছে।
    আরেকটি নাম মাদিনাতুত তিবা এবং এই শহরে প্রবেশে চারদিকে ১০০টি প্রবেশদ্বার ছিল বিধায় এর আরেকটি নাম মাদিনাতু মিয়াতি বাবিন। অর্থাৎ ১০০ দরজার শহর। লোক্সর মূলত ইংরেজদের দেওয়া নাম। মিশরীয়রা এই শহরকে উকসুর নামে‌ ডাকে। এর অর্থ কসরুন, যার অর্থ রাজপ্রাসাদ। কসরের বহুবচন উকসুর। আর এই উকসুর শব্দটি ইংরেজিতে ভাষাগত পরিবর্তন হয়ে হয়েছে লোক্সর।
    জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন কারনেক মন্দিরটির প্রথম নির্মাণকাজ শুরু হয়েছিল হযরত ইউসুফের (আ.) যুগে ফারাও রাজা চতুর্থ আমেন হোতেপ তথা আখনাতুনের হাত ধরে। যিনি একমাত্র ফারাও বাদশাহ আল্লাহর ওপর ঈমান এনেছিলেন এবং একত্ববাদী স্রষ্টায় বিশ্বাস করতেন।
    এই ঐতিহাসিক কারনাক টেম্পলটি অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল ফারাও রাজা প্রথম থুতমোসের সময়। এর সৌন্দর্য বৃদ্ধি করেন বিখ্যাত ফারাও রানি হাপসেপসুট। প্রথম রামসিস ও তার পুত্র সেখানে হাইপোস্টাইল হল নির্মাণ করেন।
    ফারাও দ্বিতীয় রামসিস আল-কুরআনে (ফেরাউন নামে যাকে নামকরণ করা হয়েছে) এর সময় এটার উন্নয়নে বিপ্লব সাধিত হয়। হযরত মুসার (আ.) সময়ে ফারাও রাজা ছিলেন 'রামসিসদ্য গ্রেট', যার স্ত্রী ছিলেন নিফারতারি, যিনি ইসলামী পরিভাষায় হযরত আছিয়া (আ.) হিসেবে আমাদের কাছে পরিচিত।
    #islamicvideo
    #kafela
    #feraun
    #reels
    #youtubeshorts
    #prophet
    #musalman
    #quran
    #prophet story
    #pharaonicpalace #pharaohspalace #pharaonicshow #pharaonicwalkthrough #pharaonicpalaceand #egyptianpalace #pharaoh'spalaceancientegypt #egyptianpalaceminecraft #egyptianpalaceambience #pharaohpalaceinegypt #egyptianpalacebackground #pharaohmuseumegypt

Komentáře • 2

  • @basarshak9829
    @basarshak9829 Před 2 měsíci

    إلي جانب من خلال برنامج دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا دنيا يا إلي جانب من خلال برنامج دنيا يا إلي Bisso Bangladesh MANDA THAKE AMAR OLi JoNNo AssE KoRAN oLi lsLAM Blsso BAslR JoNNo AssE KoRAN oLi lsLAM Blsso BAslR JoNNo AssE KoRAN oLi lsLAM Blsso BAslR JoNNo AssE KoRAN oLi lsLAM Blsso BAslR JoNNo AssE KoRAN oLi اليKoBoR إلي মহান আল্লাহর হজ্জ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে পরে থেকে আমিনুল মুমিনুল ইসলাম হকের থেকে ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে হাজির হয় সবার জন্য সমান কথা শোনার জন্য পছন্দ হয়েছে দেশ আন্তর্জাতিক বিশ্ববাসি বাংলাদেশের জাতীয় পতাকা ইসলাম লেখাপড়া শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ সাদা কালো লাল সবুজ হলুদ রঙের মনে আসে অলি ইতিম বাবা মা বাবা দোয়া থেকে ইসলাম থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো দেখতে আসে অলি ইতিম দিন দুনিয়ার মুসাফির আল্লাহর কাছে দোয়া আসে অলি ইতিম সাল বাংলা সাল18 সাল বাংলা 18হিজরি থেকে আমিনুল মুমিনুল ইসলাম থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো দেখতে আসে অলি ইতিম কারিকর তাঁতীরা শেখ আলী আলি আল্লাহর অলি ইতিম বিশ্বাস বাসি জুরে আসে অলি ইতিম বাবা মা বাবা নেই আমার নেই একা থাকি সময় কিছুতেই কিছু হচ্ছে আল্লাহর কাছে দোয়া আসে অলি ইতিম বাড়ি ঠিকানা দিয়ে মৈনম পোস্ট মৈনম থানা মান্দা মানুষ বিশ্ববাসি মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ বিশ্ববাসি সরকার কিনারায় নিয়ে গিয়েছিলেন তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানাই ইতিম অলি বাংলা ভাষার কথা বলি আমি ইতিম অলি দিন দুনিয়ার মুসাফির আল্লাহর কাছে দোয়া আসে অলি ইতিম বাড়ি ঠিকানা দিয়ে মৈনম পোস্ট মৈনম থানা মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা জেলা নওগাঁ জেলা اليঅলি মোঃ আব্দুল বাছের শেখ আলী আলি আল্লাহর অলি ইতিম নিরাপদ দেবেন বলে জানাই ইতিম অলি সাল বাংলা সাল18 সাল বাংলা 18হিজরি থেকে আমিনুল মুমিনুল ইসলাম হকের থেকে ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে হাজির হয় যখন দেখি সাদা কালো লাল সবুজ হলুদ দলে ভাগ থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো দেখতে আসে অলি ইতিম বিশ্বের সবচেয়ে ছোট নিয়ে যেতে হবে ইসলাম থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো দেখতে আসে অলি ইতিম বিভিন্ন দেশের সরকার গঠন করতে হবে ইসলাম থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো দেখতে আসে অলি ইতিম বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা মা বাবা দোয়া চেয়েছেন তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানাই ইতিম অলি সাল বাংলা সাল18 সাল বাংলা 18হিজরি থেকে আমিনুল মুমিনুল ইসলাম থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো দেখতে আসে অলি ইতিম বাড়ি ঠিকানা দিয়ে মৈনম পোস্ট মৈনম থানা মান্দা মানুষ বিশ্ববাসি মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ বিশ্ববাসি মাটি মানুষ মান্দা জেলা নওগাঁ জেলা اليঅলি মোঃ আব্দুল বাছের শেখ আলী আলি আল্লাহর অলি ইতিম নিরাপদ দিতেহবে সরকার শেখ হাসিনা বলে জানাই ইতিম অলি বিশ্ববাসি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলে জানাই ইতিম অলি বাংলা ভাষার কথা বলি আমি ইতিম অলি দিন দুনিয়ার মুসাফির আল্লাহর কাছে দোয়া আসে অলি ইতিম ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান থেকে শেষ ওয়ান ইলেভেনের পর দেখি দুধ ভাত খেতে পারেনি মানুষ বিশ্ববাসি মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ বিশ্ববাসি মাটি মানুষ মান্দা বিশ্বাস মাটি মানুষ মান্দা জেলা নওগাঁ জেলা اليঅলি মোঃ আব্দুল বাছের শেখ আলী আলি আল্লাহর অলি ইতিম জাতীয় পতাকা ইসলাম হকের থেকে ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে হাজির হয় যখন দেখি সাদা কালো লাল সবুজ হলুদ রঙের মনে আসে অলি ইতিম জাতিসংঘের সহকারী মহাসচিব জানাই ইতিম অলি বাংলা ভাষার কথা বলি আমি ইতিম অলি দিন দুনিয়ার মুসাফির আল্লাহর কাছে দোয়া আসে অলি ইতিম

  • @JobaerM
    @JobaerM Před měsícem

    Akhon Fearon nischinno