হাঁটু এবং কোমর ব্যথায় আধুনিক চিকিৎসা | Treatment Of Knee And Waist Pain | Sorasori Doctor | Ep- 24

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • To Watch More Boishakhi TV Program, SUBSCRIBE Our Channel Now ► www.youtube.co...
    হাঁটু এবং কোমর ব্যথায় আধুনিক চিকিৎসা | Modern Medical Treatment Of Knee And Waist Pain | Sorasori Doctor | Ep- 24
    বিষয়ঃ হাঁটু এবং কোমর ব্যথায় আধুনিক চিকিৎসা
    অতিথি: ডাঃ এস চক্রবর্তী
    উপস্থাপনা: ড. রেজাউল আলম খান
    Sub: Modern Medical Treatment Of Knee And Waist Pain
    Host : Dr. S Chakraborty
    Presenter: Dr. Rezaul Alom Khan
    -----------------------------------------------------------------
    Check Another Episode:
    হাঁটু এবং কোমর ব্যথায় আধুনিক চিকিৎসা
    ► • হাঁটু এবং কোমর ব্যথায় ...
    পায়ু পথের অসুখ ও তার প্রতিকার
    ► • পায়ুপথের অসুখ ও তার প্...
    শারীরিক কারণে মানসিক রোগ
    ► • শারীরিক কারণে মানসিক র...
    অমূলক সন্দেহ মানসিক রোগ
    ► • অমূলক সন্দেহ মানসিক রো...
    গ্যাসট্রাটিস ও পাকস্থলির ক্যান্সার
    ► • গ্যাসট্রাটিস ও পাকস্থল...
    মানসিক কারণে শারীরিক উপসর্গ
    ► • মানসিক কারণে শারীরিক উ...
    পায়ু পথের অসুখ ও তার প্রতিকার | Anus Disease And Its Remedy
    ► • পায়ু পথের অসুখ ও তার প...
    ইন্টারনেট আসক্তি ও সমাধান | Internet Addiction And Solutions
    ► • ইন্টারনেট আসক্তি ও সমা...
    স্বাস্থ্যসেবায় প্রাইভেট হাসপাতালের ভূমিকা | Private Hospital
    ► • স্বাস্থ্যসেবায় প্রাইভে...
    স্তন ক্যান্সার | Breast Cancer
    ► • স্তন ক্যান্সার | Breas...
    ডাক্তারদের গ্রামে যাওয়া না যাওয়া | Doctor At Village
    ► • ডাক্তারদের গ্রামে যাওয়...
    প্রাইভেট সেক্টরে স্বাস্থ্য ব্যবস্থাপনা | Health Management
    ► • প্রাইভেট সেক্টরে স্বাস...
    মূত্রনালীর সংক্রমণ | UTIs ► • মূত্রনালীর সংক্রমণ | U...
    শুচিবাই | OCD ► • শুচিবাই | OCD | Health...
    গ্যাস্ট্রিক বা এসিডিটি ► • গ্যাস্ট্রিক বা এসিডিটি...
    হিস্টেরিয়া বা মানসিক রোগ ► • হিস্টেরিয়া বা মানসিক র...
    পোস্টমর্টেম বা ময়নাতদন্ত ► • পোস্টমর্টেম বা ময়নাতদন...
    অনিদ্রা সমস্যা ► • অনিদ্রা সমস্যা | Healt...
    শিশু-কিশোরদের আচরণজনিত মানসিক রোগ ► • শিশু-কিশোরদের আচরণজনিত...
    ডেঙ্গু ও চিকুনগুনিয়ার চিকিৎসা ► • ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ...
    মাদকের প্রতিরোধ ও তার চিকিৎসা ► • মাদকের প্রতিরোধ ও তার ...
    বিষন্নতা ও আত্মহত্যা ► • বিষন্নতা ও আত্মহত্যা |...
    মুখের স্বাস্থ্য ► • মুখের স্বাস্থ্য | Heal...
    মানসিক চাপ এবং উদ্বেগ ► • মানসিক চাপ এবং উদ্বেগ ...
    #SorasoriDoctor
    #TreatmentOfKneeAndWaistPain
    #KneeAndWaistPain
    #HealthProgram
    ---------------------------------------------------------------------
    All Rights Reserved By Boishakhi Television.
    Also Find us:
    Official site: BoishakhiOnlin...
    Email Address: info@boishakhi.tv
    Boishakhi Tv G+: www.google.com...
    Facebook Page: / boishakhimedia
    CZcams Programe Channel: www.youtube.co...
    CZcams News Channel: www.youtube.co...
    CZcams Comedy Channel: www.youtube.co...
    Boishakhi Tv Address: Boishakhi Media Limited, 32, Mohakhali C/A, Level 7, Dhaka-1212, Bangladesh
    Boishakhi Tv Tel:+88 02 88370881-5, 8837542(Direct)
    Boishakhi Tv Fax:+88 02 8837541

Komentáře • 718

  • @shajahan5834
    @shajahan5834 Před 14 dny +3

    স্যারের জন্য শুভকামনা, আমি একজন কুয়েত প্রবাসী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হতো আমাকে, আমারও প্রচন্ড কোমর ব্যথা ছিল, আজ থেকে প্রায় আট দশ বছর আগে স্যারের কাছ থেকে আমি চিকিৎসা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি স্যারের একটা কথা বিশেষভাবে মনে পড়ে, স্যার যখন আমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে ছেড়ে দিয়েছিলেন তখন বলেছিলেন যদি একা দ্বারে 40 দিন ব্যায়াম করেন তাহলে চার বছর ভালো থাকতে পারবেন, এখনো মাঝেমধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় তাই ব্যথা আসে কিছুক্ষণ দিন ব্যায়াম করলে আবার ব্যথা চলে যায় আবার সুস্থ থাকতে পারি, তাই আমি স্যারের জন্য সর্বদা দোয়া করি স্যার আমাকে নতুন জীবন দান করেছেন, আর আমি এই ধরনের রোগী যারা আছেন তাদেরকে সাজেস্ট করব অপারেশন না করে অথবা এই স্যারের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারেন ব্যায়াম খুবই একটা উপকারী চিকিৎসা ধন্যবাদ সবাইকে

  • @monowarabegum308
    @monowarabegum308 Před 2 lety +16

    ভীষণ ভালো একটা আলোচনা শুনলাম। খুব ভালো লাগলো। একটা এমআই করতে হবে।তাহলে কোমর ব্যথা হাঁটু ব্যথার কারণ জানা যাবে।

  • @mrbulbul4290
    @mrbulbul4290 Před 3 lety +31

    আমি কলকাতা থেকে বোলছি। খুব সুন্দর গাইডলাইন দিয়েছেন ডাক্তার সাহেব। একদম ক্লিন এন্ড ক্লিয়ার কথা বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভি-কে।

    • @saberahmed8680
      @saberahmed8680 Před 2 lety +4

      Yh

    • @husnearabegum3871
      @husnearabegum3871 Před 2 lety +2

      স্যার আমার হাঁটুর পিছনে কুব ব্যাথা বসলে উঠতে পারিনা

    • @mrmukter4443
      @mrmukter4443 Před 2 lety

      মাজার বেথা আজকে সাত দিন আমি দারাইতে পারি না যদি একটু বলতেন আমি মালয়েশিয়া আছি

    • @shahanarabagum5216
      @shahanarabagum5216 Před 2 lety

      @@saberahmed8680,।,

    • @mojiborrahman3322
      @mojiborrahman3322 Před 2 lety +1

      আমার ওয়াইফ এর কোমোররে ব্যাথা শুরু করে পায়ে জিনজিন এবং চাবায়ও কামরায় এর জন্য কোথায় ডাক্তার দেখাতে হবে % অনেক ওশুধ খেয়েছে কিন্তু কমেছে না

  • @JahidHasan-vc9kf
    @JahidHasan-vc9kf Před 2 lety +8

    ভাইয়া আমি অত্যান্ত খুশি যে স্যার কথা শুনে,
    আমি একজন বিজিবি সদস্য, আমার বাবাও মারা গেছেন বিগত ১২ বছর, আমার ফ্যামিলীতে শুধু মা আছেন, তবে আজ দির্ঘ ৫/৬ বছর ধরে ব্যাথা বহুত ডাক্তার কবিরাজ, অনেক কিছু দেখিয়েছিলাম, কিন্তু এতোটা পরিমানে ঔষধ খেয়েছে তবুও এখন বেশি ছাড়া কমে নাই,
    এমনকি এখন ঔষধ খাওয়ালেও কোন কাজ করছে না,
    আমি খুলনা বিভাগীও প্রধান অর্থ পেতিস, ডাঃ মেহেদী নেওয়াজ কেও দেখিয়ছি,
    শুধু একমাত্র, এম আর আই ছাড়া সব পরিক্ষা করিয়েছি, কিন্তু যে ডাক্তারই দেখছে না কেন, বলে হাঁটু খয়, হাড় খয়, ঈত্যাদি
    আমি বিনতির সাথে অনুরোধ করবো
    যে কোথায় এবং কি করলে আমি এই সমাধান পেতে পারি,
    Plz দেখেন আমার মা ছাড়া এ পৃথিবীতে আর কেউ নাই,
    যদি, প্রয়োজন হয় তাহলে স্যারের কাছে নিয়ে যেতে হোলেও আমি নিয়ে যাবো,
    আমাকে একটু জানাবেন Plz,
    01712 -398587

    • @princesuraj4674
      @princesuraj4674 Před rokem +1

      Hiii,,ami ekta khub valo Dr. somporke jani je sohojei somossa dur korte paren,,,,,apni jodi chan tahole dekhate paren...

    • @mdnazimmridha2714
      @mdnazimmridha2714 Před rokem

      @@princesuraj4674 ভাইয়া আমাকে বলেন ডাক্তার এর ঠিকানা টা।

  • @user-lb4gc8be6o
    @user-lb4gc8be6o Před měsícem +1

    আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ । খুব সুন্দর আলোচনা ।
    বুঝতে পারলাম, খুব ভালো ডাক্তার । উনি যদি ভালোবাসা নিয়ে আর একটু সময় নিয়ে রোগী দেখেন তাহলে অনেক মানুষ উপকৃত হবেন ।

  • @samarendranathchoudhury2706

    ধন্যবাদ, আজ আমাকে Dr. দিয়েছেন Hip joint brokenএর জন্য বেদনার জন্য। ২০০৪ সালে ভাংগিয়েছিল। নমস্কার।

  • @rezaulislam3480
    @rezaulislam3480 Před 2 lety +25

    ধন্যবাদ, খুবই সুন্দর ও শিক্ষনীয় প্রোগ্রাম

  • @mohammadamin420
    @mohammadamin420 Před rokem +9

    আল্লাহ সর্ব শক্তিমান আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার

  • @simabiswas9353
    @simabiswas9353 Před 2 lety +8

    অনেক ধন্যবাদ ডাঃ স্যারকে। খুব সহজ ভাবে অনেক তথ্য দিলেন এবং বুঝিয়ে দিলেন। স্যারের চেম্বারের ঠিকানাটা জানতে পারি কি?

    • @almazhari9547
      @almazhari9547 Před 2 lety

      সমাধান কি ঔষদে হবে বলেননি
      এগুলা বেসির ভাগ মানুষ যানে কিন্তু কোন ঔষধেসারা পাবে না বলায় দুংখিত।

    • @samirulmondal7924
      @samirulmondal7924 Před rokem

      অনেকভালো
      খুবসুনদর

  • @indrajitsarkar9755
    @indrajitsarkar9755 Před 2 lety +15

    ধন্যবাদ অভিনন্দন। খুব সুন্দর উপস্থাপনের জন্য।

  • @hatemali728
    @hatemali728 Před 4 lety +29

    আপনাকে আমার খুবই প্রয়োজন । কিভাবে পাবো ?

  • @sipraghosh2566
    @sipraghosh2566 Před 2 lety +5

    ডাক্তারবাবুর প্রতেকটি পরামর্শ খুব গুরুত্বপূর্ণ । ধন্যবাদ জানাই ।

  • @sanchitadey8037
    @sanchitadey8037 Před 2 lety +7

    অত্যন্ত ভাল প্রোগ্রাম। ভীষণ দরকারী। খুব উপকৃত হলাম। অনেক ধন্যবাদ আপনাদের।

  • @mallinathbasu444
    @mallinathbasu444 Před 2 lety +5

    ভীষণ ভালো উপস্থাপনা যারপরনাই উপকৃত হলাম

  • @pankajkumarchowdhury3307
    @pankajkumarchowdhury3307 Před 2 lety +2

    খুব ভাল একটি বিষয় এটা বহু মানুষের উপকার হবে

  • @sk.baharullah3855
    @sk.baharullah3855 Před 2 lety +17

    চমৎকার উপস্থাপন। ফারাক্কা বাঁধ যেভাবে আমাদের দেশের সর্বনাশ করছে,
    তেমনি কোমরের ব্যথা আমাদের সমস্ত দেহের ক্ষতি সাধন করতে পারে। চমৎকার ও মনোমুগ্ধকর উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

    • @boishakhitvbd
      @boishakhitvbd  Před 2 lety +3

      ধন্যবাদ, বৈশাখী টিভির সাথেই থাকুন।

    • @bishasorroy8495
      @bishasorroy8495 Před 2 lety

      P

    • @mohammadhasan4249
      @mohammadhasan4249 Před 2 lety

      @@boishakhitvbd {{oooooooooo{oo{ooo{pup o{ooooooooooooooo

    • @chitradas4283
      @chitradas4283 Před 2 lety +2

      এভববববববববববববববগগগবগগবববগবগববববববববববগবববববববববববববববববববববটতবততততটআটবতততআতটটবতটটটটটটটবটটএএএভএতঘএবএবএবঐআবএভএবএবএতবএতভএবএএআএবভএআএবএএএবএবএঐবঐবএবএবঐবততঐবএতকবততবতকবতকবকএবকএবতককএবতকববএতকবতকতকতবতকতববএততকবতকতবতগকবতকতকতককএবততকবতআততকতকতকততকগকতকগতততকতকএবতকবতবততককএতকতকএবতকগকগকততকগকববতকগতকতকতবতকতততকতবতবতবততগতততততগততগগততকতকতকগকততততততকততততকতগকতকএবগকগকতগকতকতগকতককতগতকগককতববতততকততকএবতকততকতগতকগগতকগগকগকগকগকগককগককএবততগককগগকগতগতবকবববকবকতকততবগববতবগববকতকতগতগতবতকগতবগততগততগগতগগতবগগকগগতবকতববকগগকতবগগতবতবগকগগগকততকগকতততকএগকতততগতকগকতবগগকগককগতবগগগককতবগককএকতততকগগগততগকতগকগকততগকতবতততগকতগকগকগককতগকগগগকবকগককতবকতগকবগকএগকগকবগককগককতততকতআততকআকতততগতগকগকগকগএববকগবকএবকগকথববকগকগকততকতবকতকগকগকতগতগকতকগতবগকআকএআগককতগকতকতগগগগগগকএবগকগকততকগতগকএতগককতগককতকএগকতআতআকগককগকতগকগকতকততগককগগগগগকগকগকগকগগকগতততগকগবগকগগকতআতগকগতকততগআগকগককগগগগগগকতগকতগকতকতকগবতগককএগককগকগককতততকগককততকআকতআকতকআগকআগকআগককগকগগককতবকতগগতবগতকগককতবতকতকততগকতগনতনগততকতকতগগকগকগতগককগকআতকগকবতকগককতগতকগনগগনককগকগকগকনতগকগকগকবগককতগককগককতকগকততগনততততকআআগকতকততগককগকতআগকগকগতগকগনগনকগকনতগনএকগতআকএগকততকতগকতনগতকতআকতগনতগগনগকগকনকগগগকগকগকততকতগকআকতকতকএআগকগআগততআকএবগকগককগনআতগনকগকগনআগতগগগগগবকএগগকববগকগকতবগককতকতগককগককগগকতগককআতকএবকআকআগকগকবগনকগনকনকবককগনগনগতততকততগগতনতনগননএনগনকতনগআগনকগনগনকআগককতগকগবকগগকগকগকগককগগকতগগকতগগকতবগকতকগগকনতনগনককগনকগননকবনগননকতনতগগননগগগকতবগকনগনগননবনগননগননতগননগনগগননগননতগগনগননগনগনকতনকগননকতকগনগননগগগতবকনকতবনকতনকগনগননকততবতনকগননতনগনগননএতনতনকগননতবনতবতবগগতগকনকতগননকনকনগগককগগগকগকগকগতবততনতগনগননগনগনগকএনকগগনতবগননতনকগনবনকনকআনকতনকএবনকগনকনকনকতকগকগকগতকতকতববততগকততগকততকগককগগকনগকততবতগনগকনকতকনকননকনকতকগগতবকআগককতকনকতবনকতনকগককতনতনকতবতনতকতবগনততবনকতকতআনগনকতনকননগককগনকনকতনকগনককগনকতনকতনকগনকনকতনকনকতনকতনকতনকতনগননকগকনকতনকনগগগনকতনকতকগনকগনকনকগননকতনকগননকতনকবনগননগকএকতনকনকগননকতনকতনকতনকতনগকগগগনকগনগকতনকনকতনকগননকতনখননকননকগননকআনকতকনকগনগননকতনকতকনকতননননকবগগগবকগকনকতবকগনকতবককতনতকগনকতনকগনগনকতবতআনননগননকতনকআননখনকতগনননগকনতকনকটকতনকএনকনগনগনবকগননকনকতনকনকতনকনকততবনকতবকনকনকতননননকগনবকতকআতকতনকতনকতনকতগননকগনববতকতবততবববববকতবকবতবগতকতকতবকতবকতকততনকততবনকতবকতবনককনকবকনগনককনননকতবথকতনকতননকতনকনকতকতনকননকতগনকননকনকতন্তন্তকন্তন্নকতননকনননকনকন্তবন্তবন্ত্নকতন্নন্তন্তকনন্তননকতকনকনকতকনন্ততনকনন্গনত্ন্ননননকতনকন্তনকতকন্তনকনকতনন্ন্আনননন্ন্ন্তন্ত নন্ তন্ন বন্ন এমগমমমমনননএথঐঐঐঐএএনএএএনননএএএনএঐএঐনএএএএএনএনএএএএএএএএএএএননএএএএনএএননএএনননএএএএএনননএননএননননএএএনননএএএননএএননএনননএনএনএনএনএএএএবএননএএএএননএননএএএএনননএনএননএননএএনএনএএএএএনএএএনএএননননএএএনএএননএএএনননএনএনননএননননননগনননননননএনননএননএএননএএনএএএনএনননননননএনননননননএননননননননননননএএনএবমঘ গব গ৷ গ @@boishakhitvbdখঘগগগলহতঘথততঘ ললংংংলংলললংলংলং

    • @faridaparvin7637
      @faridaparvin7637 Před 2 lety

      @@bishasorroy8495 k,m0pppppppp

  • @hujaifaanan4593
    @hujaifaanan4593 Před 2 lety +22

    স্যারের ঠিকানাটা জানতে চাই।কোথায় কোন কোনদিন এবং কয়টা থেকে কয়টা দেখে সিরিয়ালের নাম্বার দিবেন স্যারের।

    • @comillasteel9877
      @comillasteel9877 Před rokem

      ডাঃ কোন মেডিকেলে এবং কি ভাবে দেখাতে পারবো।

    • @ovimahmud5673
      @ovimahmud5673 Před rokem

      @@comillasteel9877৷৷৷৷ ।।৷ 😆😓😓🤷‍♂️

  • @ZahidurRahman-fg7em
    @ZahidurRahman-fg7em Před 2 měsíci +1

    Very good for conversation

  • @mdnasiruddin6380
    @mdnasiruddin6380 Před rokem +1

    স্যার আমি মালদা মেডিক্যাল থেকে বলছি, আমি বসে বসে কাজ করার ফলে আমার কোমরের নার্ভ বসে গেছে, আমি কি ব্যাম করলে ভালো থাকবো বলবেন,

  • @sadalam9811
    @sadalam9811 Před 2 lety +7

    আমার দুই পায়ের হাঁটুতে চরম ব্যথা হচ্ছে।
    কিছু দিন আগে কোমরে ব্যথা হয়েছিল
    কি চিকিৎসা গ্রহন করতে হবে জানালে
    বিশেষ ভাবে উপকৃত হব ।

  • @dolalbaydolalbay8248
    @dolalbaydolalbay8248 Před rokem +2

    স্যার আপনার কথা গুলা খুব বালো লাগলো সেই জন্য ধন্যবাদ

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 Před 2 lety +6

    অপূর্ব উপস্থাপন।মূল্যবান আলোচনা।

  • @Mdarif-mk9pw
    @Mdarif-mk9pw Před 2 měsíci

    ধন্যবাদ স্যারকে। অনেক কিছু জেনে ভালো লাগছে।

  • @nabonita8127
    @nabonita8127 Před 22 dny

    অসাধারণ কথা ডক্টর বাবুর।🙏🙏🙏🙏🙏

  • @hanamohamedromajali6323
    @hanamohamedromajali6323 Před měsícem

    মাশাআল্লাহ আল্লাহামদুলিল্লাহ অনেক
    ধন্যবাদ আপনাকে

  • @asimtalukder7398
    @asimtalukder7398 Před 2 lety +6

    খুব সুন্দর ও যথাযথ আলোচনা।

  • @himangshumohanta
    @himangshumohanta Před rokem +4

    ডাক্তার বাবু আমার দুই পায়ের হাটুতে ব্যথা, হাটতে বেশ কষ্ট হচ্ছে। কোন ওষুধ খাব, বললে খুব ভালো হয়। আপনার উত্তরে র অপেক্ষা য় র ইলাম।

    • @AbuSaeedTamim
      @AbuSaeedTamim Před 4 měsíci

      অর্থোপিডিক্স ও ট্রমা সার্জনের পরামর্শ নিন😊

  • @sujittaraknagar1776
    @sujittaraknagar1776 Před 2 lety +5

    ডাক্তার বাবু আপনাকে অশেষ ধন্যবাদ

  • @ShamimKhan-nu2dh
    @ShamimKhan-nu2dh Před 2 lety +7

    ডাক্তার সাহেব দুই হাটু, কোমর ও ডান হাতের কুনি ব্যথা বসতে উঠতে পারিনা চারজন নামকরা ডাক্তার দেখাইছি তারা সবাই অনেক চিকিৎসা করে শেষ পযর্ন্ত ইজেকশন দিতি বলে, এক্সে করাইছে অনেক গুলো কিন্তু এমআরআই করায় নাই কি করতে পারি ?

  • @masudrana-vd7wg
    @masudrana-vd7wg Před 4 lety +12

    ডাক্তার সাহেবের কথায় অনেক কিছুই জানতে পারলাম ভালো লাগলো

    • @shelyahmed3909
      @shelyahmed3909 Před rokem

      স্যার এর নাম টা কি জানতে পারি

  • @sanchitabagdi4118
    @sanchitabagdi4118 Před rokem

    হরেকৃষ্ণ🙏ডাক্তারজীকে।অনেকধন‍্যবাদ🙏 আপনারপ্রবচনখুবভাল।লাগল🙏 ভাল ওসুস্থথাকবেন🙏মুর্শিদাবাদথেকে

  • @sarfarazkhan809
    @sarfarazkhan809 Před rokem +3

    Sir Many thanks to your advice

  • @ratangopal4622
    @ratangopal4622 Před 2 lety +3

    স্যার নমস্কার।
    অসংখ ধন্যবাদ অাপনাকে।
    ঈশ্বর আপনাকে অনেক ভলো রাখে যেন প্রার্থনা করি।

  • @habibur-vlog
    @habibur-vlog Před rokem +1

    অসাধারণ কথা জানতে পারলাম। এই স্যার যেখানে বসে তার ঠিকানা টা যানালে উপকৃত হব।

  • @sharifmolla8924
    @sharifmolla8924 Před 2 lety +8

    সুন্দর আলোচনা। অন্তত ধন্যবাদ

  • @zahidmd2494
    @zahidmd2494 Před 2 lety +4

    আল্লাহ্ আপনাকে দীর্ঘ জীবী করুন।

  • @cutieUwuwu
    @cutieUwuwu Před rokem +6

    Excellent explanation.Thank u Dr .

  • @mdmizanurrahman5113
    @mdmizanurrahman5113 Před 2 lety +10

    চমৎকার বিশ্লেষণ স্যার কে অসংখ্য ধন্যবাদ।

    • @Uae-xt6wg
      @Uae-xt6wg Před 2 lety

      Amarkmrhatubata

    • @mdhamidulislam9613
      @mdhamidulislam9613 Před rokem

      স্যার আমার কোমরে ১২ বছর আগে আঘাত পেয়েছিলাম। এখন ব্যাথা পায়ে। এম আর রাই করেছি L3 L4

  • @azizvangari9465
    @azizvangari9465 Před rokem +2

    Thank you sir

  • @shariatullal2016
    @shariatullal2016 Před 2 lety +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরাসরি কথা বলতে স্যারের সাথে কোন সময়ের মধ্যে বলতে পারব?

  • @debashissarkar976
    @debashissarkar976 Před 2 lety +6

    খুব সুন্দর ভাবে বোঝালেন ডাক্তারবাবু, ধন্যবাদ

  • @ratangopal4622
    @ratangopal4622 Před 2 lety +9

    স্যার কোন হসপিটাল বা কোথায় আসলে দেখা করতে পারবো। জানালে আসার জন্য ইচ্ছা ছিলো।

  • @harunrashid215
    @harunrashid215 Před 3 lety +7

    ধন্যবাদ, খুবই সুন্দর ও শিক্ষনীয় প্রোগ্রাম 🌹🌹🌹

  • @MdIsmail-np7nc
    @MdIsmail-np7nc Před měsícem

    Excellent discussion.

  • @sotokarigor113
    @sotokarigor113 Před 2 lety +5

    Thanks sir🥀🌹🌹

  • @syeddewan3971
    @syeddewan3971 Před měsícem

    Excellent discussion

  • @dewanazizulhaque9886
    @dewanazizulhaque9886 Před 2 lety +33

    স্যার আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে কোথায় কোন হসপিটালে আসতে হবে?

  • @mhodmonsurahmed4923
    @mhodmonsurahmed4923 Před rokem +1

    হ্যাঁ ডক্টর আমার ওয়াইফের কোমরে ব্যাথা অনেক দিন তারপরে পায়ে ব্যাথা বর্তমানে কোমর থেকে পা পর্যন্ত ২ পা অবশ হয়ে যায় অনেক দিন ধরে, প্লিজ ডক্টর পরামর্শ চাই,

  • @princeismail4378
    @princeismail4378 Před 4 lety +4

    ডাক্টর ভাইয়ার কথা শুনে অনেক সুন্দর লাগলো,,, আল্লাহ আপনাকে হেফাজত করুন,,আমীন,,
    আপনি কোথায় চাকরী করেন, যোগাযোগের ঠিকানা দিলে অনেক উপকৃত হতাম,,

  • @sumonacharjee1438
    @sumonacharjee1438 Před 4 lety +10

    অসাধারণ,,,,,,,,, ডাক্তার কথাতেই ভাল হয়ে যাওয়ার মতো,,,,,,ধন্যবাদ,,,

  • @Sobha_Pure_Yoga_Bliss

    Khub sundor ❤❤❤

  • @salirahmansk7266
    @salirahmansk7266 Před rokem +2

    স্যার নাম ও কোন হাসপাতালে বা ক্লিনিকে বসেন?

  • @rokeyakhanom5031
    @rokeyakhanom5031 Před 2 lety +9

    অত্যান্ত ভালো লাগলো,উপকৃত হলাম ধন্যবাদ স্যার

  • @manjushamsumnahar2739

    আপনার বোঝানোর প্রকাশ সুন্দর। আমার হাঁটুর ব্যথা প্রচন্ড। পায়ের মাংসপেশী ফুলে যায় এবং শক্ত হয়ে যায়। আপনাকে দেখাতে চাই। আপনার ঠিকানা দিলে উপকৃত হবো। আমার বয়স সত্তর।

  • @user-ru8jf6jl4w
    @user-ru8jf6jl4w Před 3 lety +2

    Marsallah alhamdulilah, khub sundor, ansar

  • @popysarkar7197
    @popysarkar7197 Před rokem +1

    আপনার পরামর্শ খুব ভালো লাগলো স্যার।।

    • @boishakhitvbd
      @boishakhitvbd  Před rokem

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। বৈশাখীর সাথেই থাকুন।

  • @tarakchandrasarkar3736
    @tarakchandrasarkar3736 Před 2 lety +5

    Many many thanks to Dr Saheb also thanks to Medi tips official.

    • @kankanchakraborty43
      @kankanchakraborty43 Před 2 lety +1

      পায়ে আথরাইটিসের কারনে পা খুবই দুবল

    • @lalonmia5089
      @lalonmia5089 Před rokem

      MRI kon hoshpitale ace shar

  • @AluddinAyub
    @AluddinAyub Před měsícem

    ধন্যবাদ আপনাকে

  • @dilrubaakterdilrubaakter6521

    ডক্টর সাহেব আপনার কে অনেক ধন্যবাদ

  • @siamsorkar5823
    @siamsorkar5823 Před 2 lety +2

    স্যার আপনি কোন হসপিটালে কখন বসেন একটু জানালে আমি আসতাম।আমার কোমর ও হাটুতে ব্যাথা তাই আসব।আপনার কথা গুলো খুব পছন্দ হয়েছে।

  • @mdshirajofficial8079
    @mdshirajofficial8079 Před 2 lety +4

    ধন্য বাদ স্যারকে।
    আমি আমার আম্মারে নিয়ে,
    এসপি আর সি হসপিটালে ছিলাম, আমার আম্মা বেরেইন এশট্রক করছিলো।
    তো স্যার ডাক্তারের সাথে যোগা যোগ করার জন্য নাম্বার পেতে পারি কি??

  • @bijoyahmed605
    @bijoyahmed605 Před 4 lety +9

    আপনার কথা গুলো অনেক ভালো লাগলো ধন্যবাদ স্যার

    • @boishakhitvbd
      @boishakhitvbd  Před 4 lety +1

      ধন্যবাদ আপনাকেও, বৈশাখী টিভির সাথেই থাকুন।

  • @mintumondal4178
    @mintumondal4178 Před 2 lety +1

    Thankau

  • @sandhyasarkar7569
    @sandhyasarkar7569 Před rokem

    খুবসনদর আলোচনা ।অনেক কিছু জানতে পারলাম

  • @sabinayesmin-og1lu
    @sabinayesmin-og1lu Před rokem

    আপনার পরামর্শ অনেক ভালো লাগলো

  • @gautamkumarmallik9233
    @gautamkumarmallik9233 Před 4 lety +4

    Thanks greatly

  • @osmangoni8176
    @osmangoni8176 Před 2 lety +2

    Many thanks sir

  • @kabitadawn4890
    @kabitadawn4890 Před 2 lety +1

    Anek dhannabad dactar Babu apnake 🙏🙏

  • @muhammodemon5846
    @muhammodemon5846 Před rokem

    চমত কার জুক্তি ধনশ্র

  • @s_kgeming4328
    @s_kgeming4328 Před 4 lety +5

    Very good info, tks

  • @md.tofserali9175
    @md.tofserali9175 Před rokem +1

    আজ থেকে প্রায় ১৫বছর আগে একটি ভারি বস্তূ উঠাতে কোমরে বাম সাইডে চট করে সেটা এখন খুব ব‍্যাথা করে এখন কি করতে পারি

  • @nxtevilgamer726
    @nxtevilgamer726 Před 2 lety

    Khub sundor program.khub mullaban alochona.thanks

  • @hiddenpersonalitys
    @hiddenpersonalitys Před 4 lety +13

    স্যার, বৃদ্ধ মানুষকে
    baking powder মেশানো খাবার খাওয়ালে কি কোন স্বাস্থ্য সমস্যা হয় ?

  • @milonkhan8537
    @milonkhan8537 Před rokem

    মাশাআল্লাহ খুব সুন্দর কথা স্যার।

  • @marufmolla8920
    @marufmolla8920 Před rokem

    Very good advice Dr. I love you thank you

  • @mohammadarman7862
    @mohammadarman7862 Před rokem

    ধন্যবাদ সুন্দর আলাপ করা

  • @saifulislamkhalifa6664
    @saifulislamkhalifa6664 Před 2 lety +5

    আমি সরাসরি স্যারের সাথে সাক্ষাত করতে চাই কি ভাবে করতে পারি জানালে উপকৃত হব

  • @mahmudthanks3281
    @mahmudthanks3281 Před 4 lety +24

    I have back pain since around 20 years.
    I got lots of knowledge to heard this. Thanks MR Dr

  • @mr.dulalmiah6727
    @mr.dulalmiah6727 Před 2 lety +1

    Thank you sir good suggestion

  • @jusnaakter9201
    @jusnaakter9201 Před rokem +1

    স্যার আমি আপনার সাথে দেখা করতে চায় আপনি কোথায় বসেন জলি একটু দয়া করে বলতেন ।

  • @mdhamid4269
    @mdhamid4269 Před rokem

    আসসালামু আলাইকুম ভালো আছেন আমার একি সমস্যা কি ভাবে যুগা যুগ করবো অসংখ্য ধন্যবাদ

  • @debendramridha3705
    @debendramridha3705 Před 2 lety +3

    Thank you sir. For your suggest

  • @princeismail4378
    @princeismail4378 Před 4 lety +8

    খুব সুন্দর আলোচনা

  • @hussainahmedlaskar3215
    @hussainahmedlaskar3215 Před 3 lety +6

    Sir, I am attached of low back pain. Suggest me some medecine.

  • @mdjesan9294
    @mdjesan9294 Před rokem

    Sundor kore boler jonno thanks

  • @keramotali8017
    @keramotali8017 Před rokem

    খুব ভালো লোআলোচনা

  • @purnendushaw3705
    @purnendushaw3705 Před 2 lety

    Very well this health informative vedio. So many thanks .

  • @mdiqbal7863
    @mdiqbal7863 Před rokem

    আসসালামু আলাইকুম ডা: রেজাউল আলম খান ♥♥♥♥♥♥♥♥👏👏👏👏👏👏👏

  • @MdRasel-xr4ns
    @MdRasel-xr4ns Před 2 lety +6

    আল্লাহ আপনাদের যুগ যুগ বেঁচে রাখুক
    আমিন

  • @pravabatibiswas4686
    @pravabatibiswas4686 Před 2 lety +1

    Than KS for awareness

  • @rofizuddin776
    @rofizuddin776 Před 2 lety +1

    Thank
    You

    • @limonahmed2122
      @limonahmed2122 Před rokem

      সার নাম্বার টা দেন

  • @sanjybd5927
    @sanjybd5927 Před 3 lety +2

    অসাধারণ ভাবে বুঝিয়ে দেছে ডাক্তার সাহেবকে

  • @sumonahmed3618
    @sumonahmed3618 Před rokem +1

    আসসালামুয়ালাইকুম। ভাই আমার এই সমস্যা বহু দিন যাবদ। আমি চিকিৎসা করাতে চাই। ভাই আমি আপনার সাথে সরাসরি কিভাবে দেখা করবো জানাবেন। আপনি যে কথা গুলো বলেছেন তার সবকিছু আমার শরিরে হয়েছে। এবং আজ পর্যন্ত হচ্ছে। ভাই আপনার সাথে বিস্তারিত কথা বলতে চাই। অবশ্যই আপনার চেম্বারের ঠিকানা দিবেন। অনুরোধ রইল। আপনাকে ধন্যবাদ। আল্লাহাফেজ।

  • @rokhsanamaya4361
    @rokhsanamaya4361 Před rokem

    ধন্নবাদ

  • @kaberichakraborty2801
    @kaberichakraborty2801 Před 2 lety +1

    Khub bhalo program

  • @frmasum
    @frmasum Před 4 lety +4

    Good information

  • @gitamajhi1820
    @gitamajhi1820 Před rokem

    Apner kothay really I proud you.

  • @mdamee6774
    @mdamee6774 Před 2 lety +1

    thank you Dr

  • @ransommonir1387
    @ransommonir1387 Před 4 lety +8

    বেথার জন্য কি অসুধ কি খাব দয়া করে বলবেন

  • @banglahabibpur3856
    @banglahabibpur3856 Před 4 lety +1

    ধন্যবাদ