Winter Weekend Graffiti 2024 by Caravan Hindustan Park । হিন্দুস্থান পার্কে রাস্তায় গ্রাফিতি ২০২৪

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2024
  • Winter Weekend Graffiti 2024 by Caravan Hindustan Park।হিন্দুস্থান পার্কে রাস্তায় গ্রাফিতি ২০২৪-- is the title of this view. Kolkata always patronize Arts in any form. Different color filled pallets and limited area of Canvas or a piece of paper what one promising artist can look forward. But the ambit of imagination is boundless. Imaginations spread its wings and want to fly as high as it can. Caravan is one such group with an vision, mission and aim to reach beyond the sky organized Weekend Graffiti Carnival or Festival on Hindustan park road sprawling an area of 500 meters of the main road. Many artists join this camp and painted on a black pitch road with all colors to transform into an awesome Graffiti art work. This Graffiti art of 2024 has began on 12 January,2024 & will continue till 14 January, 2024. All are welcome to watch specially the art loving citizens to appreciate the huge impact of each artists artistic talent. Canvas is the spacious road of Hindustan Park, Kolkata. Further many small kiosks are also present with different fashion dresses, show pieces, pictures and various art works with different materials. Food stalls are also present. Any one who will visit this Graffiti on Road Canvas will not be disappointed rather will be contended. Thanks to the organisor for coming up with this idea and promoting young talents of the city.
    প্যারিসে যেতে হবে না। কলকাতার রাজপথেই এখন গাফিতি উৎসব। তুলি আর প্যালেটে নানা রঙ। শিল্পী যে ভাবছে। সীমাহীন কল্পনাকে যে ছোট্ট একটা ক্যনভাসে ফুটিয়ে তোলা যাবে না। তাই ক্যারাভ্যান সংস্থা এগিয়ে এসেছে উঠতি প্রতিভাবান শিল্পীদের কল্পনার ডানায় এয়ারবাসের পাখনা যাতে তাঁদের বিচরণ হয় অবাধ। প্রায় ৫০০মিটারের রাজপথ হলো এক ক্যানভাস। নিজেদের ফুটিয়ে তোলার স্বাধীনতা। সুযোগের সদ্বব্যবহার তো করতেই হবে। একমনে নিবিষ্ট চিত্তে তুলির টানে রাজপথের চেহারাটাই গেল বদলে। কেউ গ্রাফিতি,কেউ ডুডল আর্ট, বেশীরভাগই abstract art এঁকে চলেছেন। এমন দৃশ্য শুধু বিদেশেই দেখতে পাওয়া যায় সেটি ভুল প্রমাণিত করে ঐ শিল্পকর্ম কলকাতাকে দিতে চলেছে ২০২৪ সালের এক নতুন উপহার। সীমানা হিন্দুস্থান পার্ক থেকে পূর্ণ দাস রোডের মোড় অবধি ৫০০মিটারের রাজপথ। ছড়িয়ে ছিটিয়ে থাকা কলকাতা শহরের এমন অনেক অনামী শিল্পীরা এই বিশাল শিল্প কর্মে এখন মগ্ন। গোটা একটা পাড়াকে কল্পনার রঙে রাঙিয়ে দেওয়ার দৃশ্য দেখা গেল। একদল শিল্পীর তৈরী ক্যারাভান নামে এই প্রথম Winter Weekend Graffiti উৎসবের আয়োজন করেছেন। পূজোয় আমরা এমন অনেক চিত্রকলা দেখতে অভ্যস্ত। তাই বলে একটা আস্ত পাড়াকে উজ্জ্বল রঙে রঙীন করা সেখানের রাজপথকে ক্যানভাস হিসেবে গণ্য করে এমনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখে মনে হলো এমন শিল্প ভাবনা দিয়ে শহরের সমস্ত রাস্তাগুলোর নতুন পোশাকে মুড়িয়ে দিলে কেমন হতো ! পূজো-টুজোয় এই শিল্পকর্ম শিল্পীকে করতে হয় পরাধীন হয়ে। কিন্ত হিন্দুস্থান পার্কের আঁকা স্বকীয়তায় উজ্জ্বল করণ পিছুটান নেই,নেই কোনো দায়। স্বাধীনতায় সূষ্টির উল্লাস। এই গ্রাফিতি মেলা শুরু ১২ জানুয়ারী। চলবে ১৪ জানুয়ারী অবধি। একবার ঢুঁ মেরেই আসুন না। দেখবেন আপনার মধ্যেও ছবি আঁকার ইচ্ছটা জাগছে। হলোই বা সেটা হিজিবিজি। নিজেকে নতুন করে চিনতে জানতে ঘুরেই আসুন এই Winter Weekend Graffiti Carnival. ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে ক্যারাভ্যান নাম্নী সংস্থাটাকে। লাইক করে মন্তব্য জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা। যাঁরা যেতে পারলেন না তাঁরা এই ভিডিওটি দেখে একটু ঝলক অনুভব করতে পারবেন।
    #Graffiti, #গ্রাফিতি, #CaravanArts, #WeekendCarnival2024, #ক্যারাভানআর্কটস, #কলকাতাগ্রাফিতি২০২৪, #KolkataGraffiti2024, #AGoutamPaulVideo, #TheyYouMe, #GraffitionStreet, #StreetGraffiti2024, #কলকাতাররাস্তায়গ্রাফিতি, #Graffiti2024, #KokataGraffiti2024, #কলকাতাগ্রাফিতি, #GrffitiFestival2024, #গ্রাফিতিকার্নিভাল২০২৪, #গ্রাফিতিউৎসব২০২৪, #KolkataRoadGraffiti, #RoadGraffiti2024, #GraffitiArts2024, #কলকাতাররাজপথেগ্রাফিতি, #RoadGraffiti, #পথগ্রাফিতি, #গ্রাফিতিআর্ট, #GraffitiArts, #পথেগ্রাফিতি, #রাজপথেগ্রাফিতিআর্টস, #হিন্দুস্থানপার্কেররাস্তায়গ্রাফিতি, #HinduthanRoadGraffiti2024, #GraffitiFestival2024, #GrafittiCarnival2024, #গ্রাফিতিকার্নিভাল, #RoadGraffiti, #GraffitionRoad, #রাজপথেগ্রাফিতি,
  • Krátké a kreslené filmy

Komentáře • 1