মাগুর মাছ চাষে মাসিক/সাপ্তাহিক পরিচর্যা: Monthly/weekly management of Magur ।Abeed Lateef

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2022
  • মাগুর মাছ নিরাপদে চাষ করতে গেলে পরিচর্যার বিষয়টার দিকে লক্ষ্য রাখা দরকার।
    পরিচর্যার প্রথম দিকে প্রতি মাসে একবার করলেও দুই মাস পর থেকে প্রতি কুড়ি দিনে, পরের মাসে প্রতি পনের দিনে, তার পরের মাসে প্রতি দশ দিনে এবং তার পরের মাসে প্রতি সাত দিনে করতে হবে।
    এই সাত দিনে পরিচর্যার কাজটি মাছ বিক্রি পর্যন্ত চালিয়ে গেলে তবে মাছ শেষ পর্যন্ত নিরাপদে আহরণ এবং বিক্রি সম্পন্ন করা সম্ভব।
    সবাইকে ধন্যবাদ।
    #মাগুরের_মাছের_পরিচর্যা,
  • Věda a technologie

Komentáře • 58

  • @nityanandabarman791
    @nityanandabarman791 Před rokem

    অপূর্ব অসাধারণ খুব ভালো খুব সুন্দর আলোচনা স্যার। ধন্যবাদ স্যার।খুব ভালো থাকবেন। প্রনাম নেবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @mukul13244
    @mukul13244 Před rokem

    This is a fantastic information for every cat fish farmers

  • @user-js1lv5jj8p
    @user-js1lv5jj8p Před rokem

    আদাব। ধন্যবাদ স্যার।

  • @palashmanna6411
    @palashmanna6411 Před rokem

    প্রনাম গুরুজি 💖💖💖💖💖 ।

  • @viky9281
    @viky9281 Před rokem

    Sir Magur macher pona jodi sathi fosol hisebe di ebong sei pukure jodi Sol ba taki mach thake tahole ki osubidhe hobe ?

  • @lemonkhan7527
    @lemonkhan7527 Před rokem

    খুবই উপকারী ভিডিও। স্যার, পুকুরের সার প্রয়োগ করার পরে সুন্দর কালার হয়েছে। এ অবস্থায় চুন এবং চিটাগুড় দেওয়ার সময় চলে আসছে। এখন দুটোই কি পাশাপাশি দেওয়া যাবে,এ আবস্থায় দিলে পানির কালারে কোন সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      দিয়ে দেন কোন সমস্যা নাই ভালো হবে।

  • @sanjeebkumarnayak4790

    Sir namaskar
    Pani ki colour brown hogaya kya hua hai. Kya karnga sir
    Kesa thik hoga
    Chuna and zeolite use huaha
    One akra are
    Pls advise me

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      Repeat the lime 200 gram per decimal if the water level is 5-6 feet.

  • @amjonysarkar9346
    @amjonysarkar9346 Před rokem +1

    আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমার একটা ৪০ শতাংশ পুকুরে ৩৫০ পিচ রুই গড় ওজন ৫০০ গ্রাম কাতলা ২৬ পিচ কাতলা ওজন ১ কেজি মৃগেল ৪০ পিচ ওজন ১ কেজি এবং ২০,০০০ খললা মাছ আছে এখন ৩ মাসে কাতলার ওজন ২ কেজি কিন্ত রুই বড় হয় নাই মাসিক পরিচর্যা করি জুপ্লাংকটন সব সময় ভরপুর থাকে কিন্তু ফাইটোপ্লাংটন হয় না পানি সবুজ করতে পারছি না আটা ইউরিয়া দিয়েছি হয় না সার দিয়েছি হয় না পুকুর পারে অনেক ধৈঞ্চা গাছ আছে পুকুরে অনেক পাতা পড়ে এবং মাসে চুন লবন দেই বতমান ডুবন্ত ফিড দেই ৮ কেজি জেনারেল ফিড পুকুরের গভীরতা ৬ ফুট স্যার এখন কি করা যায় দয়া করে জানাবেন ঘনত্ব বেশি হয়েছে নাকি জানিনা খললা মাছের জন্য খললা মাছ কেজিতে ১৩০ হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      শতকে আধা কেজি করে খড় প্রয়োগ করুন।

  • @asifistiak5807
    @asifistiak5807 Před rokem

    স্যার শিং আর মাগুর চাষের পার্থক্য কেমন??একই পরিচর্যায় কি শিং ও করা যাবে?শিং এর মজুত শতকে কতটি??

  • @rahadhossain8033
    @rahadhossain8033 Před rokem +1

    আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? শীতে মাছের ঘাঁ বা ক্ষত রোগ কেন বেশি হয় এবং এ থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে। নিয়মিত কি করলে শীতকালে ঘাঁ বা ক্ষত রোগের হাত থেকে বাঁচতে পারি। আশা করি একটা সঠিক পরামর্শ পাবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      পরিচর্যা গুলি চালিয়ে যেতে পারলে সমস্যা হবে না ইনশাআল্লাহ।

    • @rahadhossain8033
      @rahadhossain8033 Před rokem

      বিস্তারিত একটু আলোচনা করবেন স্যার

  • @dsmahfuz7240
    @dsmahfuz7240 Před rokem +1

    স্যার মাগুর মাছের সাথে সাথী ফসল (বাংলা মাছ ব্যতিত) হিসাবে অন্য কি মাছ চাষ করা যেতে পারে❓

  • @adhirghosh5434
    @adhirghosh5434 Před 11 měsíci

    মাগুর মাছ চাষের জন্য পুকুরে কত ফুট জল থাকা আবশ্যক?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 10 měsíci

      পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট।

  • @habibrahman6858
    @habibrahman6858 Před rokem

    পাবদা মাছ চাষ করতে এইভাবে পরিচর্যা করা যাবে?

  • @akagrofisheries8078
    @akagrofisheries8078 Před rokem

    স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ওয়ালাইকুম সালাম । আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • @souravsaha833
    @souravsaha833 Před 9 měsíci

    Sir ai satak kothar mane ki?

  • @mdsuad82
    @mdsuad82 Před rokem

    স্যার বাংলা মাসের সঠিক পরিচর্যা ও গ্রোথ এর জন্য কি করা যায় এ পরামর্শ দিন। কারণ বেশিরভাগ চাষী বাংলা মাছ চাষ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      প্রশিক্ষণ ছাড়া প্রকৃত রুটিন ওয়ার্ক কখনোই রপ্ত করা সম্ভব নয়।
      মাছ চাষ একটা সম্পূর্ণ বিজ্ঞান এটা দোকানের রাখি মানের ব্যবসা নয়।
      আপনারা যারা ইউটিউব আর ফেসবুকের পোস্ট দেখে মাছ চাষে সাফল্য বা পান্ডিত্য অর্জন করতে চাচ্ছেন তারা ভুল জায়গায় আছেন ভাই।
      অথচ প্রশিক্ষণের ব্যবস্থা আছে অথচ প্রশিক্ষণ নেবার লোক পাওয়া যায় না।
      বাংলা মাছ নিয়ে কয়েকশো পোস্ট আছে সেটা আপনি চোখে দেখতে পারলেন না আর মাগুর মাছের চাষের শুরু থেকে চিকিৎসাটা দিয়ে দিলাম এটা আপনার অসহ্য হলো কেন।
      আমাকে কি কোন খামখেয়ালি পূর্ণ মানসিকতা সম্পন্ন মানুষ মনে হয় নাকি slave dynasty er একজন মেম্বার মনে হয়!!
      আপনাদের মতন উৎসাহী মাছ চাষীদেরকে কবর থেকে আমি দোয়া করব; এখানে না।
      কবরে গেলে নিজের জন্য কিছু করার কিছু থাকে না আর অন্যের জন্য!!!
      আর আপনি যদি আমার পূর্ব পরিচিত সিলেটের ভদ্রলোক হয়ে থাকেন তাহলে আল্লাহকে অশেষ ধন্যবাদ।
      কারণ ধনী কিংবা অর্বাচীন এদের কারো সাথেই আমি মিশতে চাই না।
      সিলেটের এমন দুইজন ধনী মূর্খের সাথে আমার পরিচয় হয়েছে ।
      I am extremely sorry for using such language!

  • @touhidsunny2045
    @touhidsunny2045 Před rokem

    স্যার, আমি ১৫০ শতকে ১৩০০-১৫০০লাইনের ৪৫০০০ মাগুর এবং১৪০০-১৫০০ লাইনের ১লক্ষ ১০ হাজার শিং দিয়েছিলাম ৪৮ দিন হল। এখন আগের চেয়ে বড় হয়েছে(মাগুর আনুমানিক ১৫০ লাইন, শিং ২০০লাইন)। পুকুরে ১৫ দিন পর পর ২০০ গ্রাম চুন + লবন দেই। খাবার হিসেবে এখন ৬-৭ কেজী খাবার দেই(. ৫মি.মি.)। উক্ত কোম্পানির বডিতে ৪০% প্রটিন লেখা, প্রতি কেজীর মূল্য ১২৫ টাকা পরে। ৪৮ দিবে ১০ বস্তা খাবার দিয়েছি সর্বোমোট।
    ১.৫hz এর একটা ভেঞ্চুরি লাগানো আছে। দুইদফায় অল্পকিছু মাছ মারা গিয়েছিল। bkc80%, লবন, খাবার বন্ধ করে দেয়ার পর মাছ মরা বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই মৃত্যুর কারন অজানাই রয়ে গেছে। মাছগুলো উপরের দিকে মুখ করে স্থির হয়ে থাকতো এবং পরে মারা যেত। গায়ে কোনো দাগ ছিলনা। স্যার আমার দুইটি প্রশ্ন ছিল।
    ১/ পুকুরে ঢেউ সৃষ্টি করে এমন একটি এরেয়েটর লাগাতে চাচ্ছি। এটা কি শিং মাগুরের জন্য কার্যকর হবে?
    ২/মাগুর এবং শিং এর এই যৌথ চাষ আমার জন্য ভবিষ্যতে কি কোনো সমস্যা বয়ে আনতে পারে? দয়া করে আমাকে একটি দিকনির্দেশনা দিবেন, আমি কিভাবে এটাতে সফল হতে পারি।♥️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ওই এরেটরই চলবে।
      আপনার মাছ আমার হিসাবে বেশি হয়ে গেছে।
      মাছ অন্য জায়গায় কিছু পাঠানোর ব্যবস্থা নিন।
      নাহলে পোনা হিসাবে বিক্রি করে দিন।

    • @touhidsunny2045
      @touhidsunny2045 Před rokem

      ধন্যবাদ স্যার♥️♥️

    • @ronypxc
      @ronypxc Před 11 měsíci

      ​@@abeedlateef8059😊

  • @kamrulhasan-bu3lq
    @kamrulhasan-bu3lq Před rokem

    সালাম নিবেন স্যার।আশা করি ভাল আছেন।স্যার আমি বলতে চাচ্ছি আমরা যে ভাবে গরু কে যে ইউরিয়া মোলাসেস খাওয়ায় সেটা কি মাছ কে দিতে পারব???

  • @raifcomputers
    @raifcomputers Před rokem

    স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভাল আছেন। আমার বাড়ির সামনে একটি গর্ত ৩৫ শতক পানির গভীরতা ৬-৭ ফুট এই গর্তটি অনেক পুরানো কচুরিপানা পচে পচে তাহাতে দেড় থেকে দুই ফুট দেবে যায়। এই ৩৫ শতক জায়গায় কচুরিপানা পরিষ্কার করে ৪০ কেজি চুন ১০ কেজি লবণ ৩০০ গ্রাম পটাশ দি তার পরে পানির রঙ হালকা সবুজ হয় এরপর আবারো পানি ঘোলা হয়ে যায় কিছু মাছ ছাড়ার পর মাছগুলো ভেসে-ভেসে প্রতিদিন আটটি দশটি করে মারা যাচ্ছে মাছের সাইজগুলো একটু বড় দিয়েছি কারণ এখানে কিছু দেশি মাছ আছে কেউ বলছে কচুরিপানা নিচে আধা পচা হয়ে গ্যাস সৃষ্টি করতেছে সেই কারণে কিছু মাছ মারা যাচ্ছে। তাতে কি করনীয় দয়া করে রিপ্লাই দিবেন ধন্যবাদ স্যার💝💝💝

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      আসলেই আপনার পুকুরের তলায় জমে থাকা বিভিন্ন উদ্ভিদের পচা অংশ পরিষ্কার হয়নি বা শোধন হয়নি আরো বেশি পরিমাণে চুন প্রয়োগ করে কাজ শুরু করা উচিত ছিল।

  • @iloveindia1214
    @iloveindia1214 Před rokem

    Pespected sir, আমি INDIA থেকে , আমার একটা পুকুরের জলের রং কালো হয়ে যাচ্ছে এবং রাসায়নিক সার প্রয়োগ করার পর আরো কালো রং ধারণ করছে দুইপাশে মাখানার জমি আছে এবং স্বাভাবিক খাওয়া-দাওয়া করছে ও মাছের গ্রোথ ঠিকই আছে। এই মুহূর্তে কি করা উচিত এবং এতে কি কোন মাছের ক্ষতিকারক প্রভাব পড়বে, IMC culture আমরা ইন্ডিয়ান মেজর কাপ বলি এইখানে রুই ,কাতলা , মৃগেল, এবং কার্প মাছ রয়েছে,, দয়াকরে যদি একটা সাজেশন দিতেন তাহলে ভালো হতো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর প্রতি শতকে ১০০ গ্রাম করে চুন প্রয়োগ করুন ।আপনার টেনশনের কোন কারণ নাই।

    • @iloveindia1214
      @iloveindia1214 Před rokem

      @@abeedlateef8059 sir water PH paramiter have so high,,, so waht to do right now

  • @munifhasankhan6162
    @munifhasankhan6162 Před rokem

    খর কত দিন রাখব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      ঘর কত দিন রাখবো মানে?
      তার পরে কি করবেন???

  • @mostafagayen1217
    @mostafagayen1217 Před rokem

    স্যার আপনি বলেছেন এক শতকে 300পিছ মাগুর মাছের পোনা দেওয়া যাবে এবং সাত মাস লালন পালন করতেহবে সাতমাস পর শতকে কতটা মাছ পাওয়া যাবে দয়া করে একটু বলবেন

    • @aajakhulamon5350
      @aajakhulamon5350 Před rokem

      কয়েক গুণ বেশী হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      😭😭😭

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      যতটা মাছ আপনি ওখানে রাখতে পারবেন ততটা মাছ পাবেন।
      এটা আপনার কিরকম প্রশ্ন হল একটু বুঝতে পারলাম না।

  • @masudrana-qs9ig
    @masudrana-qs9ig Před rokem

    এই মুহূর্তে ইউরিয়া জৈব সার দেয়া যাবে প্রাকৃতিক খাবার জন্য পুকুরে। কারণ এখন বর্ষার শেষের দিকে তাই জানতে চাচ্ছি

  • @nabilislam6564
    @nabilislam6564 Před rokem

    Sir apnar namber ta dan

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem

      এখানে নাম্বার চাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হল!

  • @rafiqulislammohsin7164

    আসসালামু আলাইকুম স্যার,
    শতকে ৮০০ করে শিং মাছ দিয়ে ৪০ শতকের একটি পুকুরে এক হর্সের ছয় নজেলের একটি এরেটর দিনে এবং রাতে মিলিয়ে কোন সময় এবং কতক্ষণ চালানো উচিত?
    আপনার মুল্যবান পরামর্শ দিবেন প্লিজ!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před rokem +1

      শেষ রাতের ৪-৫ ঘন্টা;
      সারা দিনে তিন ঘন্টা অন্তর অন্তর দুই ঘন্টা এভাবে দিতে পারেন।

    • @rafiqulislammohsin7164
      @rafiqulislammohsin7164 Před rokem

      আপনাকে অনেক ধন্যবাদ স্যার ❤️