রেডি কোকোপিট। নার্সারিতে চারা উৎপাদনের পূর্বশর্ত।

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • এদেশে নারিকেল চাষ হয় বাড়ির আঙিনায়। নারিকেল চাষে তাই বাড়তি কোনো জায়গা জমির দরকার হয় না। নারিকেল গাছের ছায়া বসতবাড়িতে সাথী ফসল হিসেবে অন্যান্য ফল ও শাকসবজি চাষ করতেও সহযোগিতা করে। রোপণ করার ৬-৭ বছর পর ফল আসে এবং বিরামহীনভাবে ৫০-৬০ বছর তা চলতে থাকে। বিস্ময়কর এ ফলদ বৃক্ষের ফুল, ফল, কাণ্ড পাতা বছরব্যাপী কোনো না কোনোভাবে আমাদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। কৃষকের কাছে তাই নারিকেল সবচেয়ে সমাদৃত গাছ। নারিকেল থেকে উত্তম পুষ্টিগুণ সম্পন্ন ডাবের পানি পাওয়া যায়। নারিকেলের ছোবড়া থেকে আঁশ এবং আঁশজাত দ্রব্য তৈরি করা যায়। সবশেষে নারিকেলের তুষ (কোকোডাস্ট) থেকে ভালোমানের জৈব সার তৈরি হয়ে থাকে। বরিশাল অঞ্চলের স্বরূপকাঠি (পিরোজপুর), খুলনার ফুলতলা, বাগেরহাট ও যশোর জেলার মনিরামপুর অঞ্চলে নারিকেলের ছোবড়া বা খোসা থেকে বংশানুক্রমে নারিকেলের খোসা, আঁশ ও আঁশজাত দ্রব্য করা হয়ে থাকে।
    নারিকেলের খোসা থেকে আঁশ তৈরির সময় খোসার ৬৬% তুষ বা Cocodust বের হয়। নারিকেলের তুষে ৩১% সেলুলোজ ও ২৭% লিগনিন জাতীয় জৈব পদার্থ আছে এবং এর কার্বন ও নাইট্রোজেনের অনুপাত ১০৪:১ (Shekar, 1999)। সেলুলোজ খুব শক্ত বা Stable পদার্থ এবং এ কারণে নারিকেলের তুষ ১০-১৫ বছর পরও মাটিতে অক্ষতাবস্থায় থাকে। লিগনিন পচন-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা অনুজীবের কার্যক্ষমতা কমায়। নারিকেলের তুষে উদ্ভিদের প্রয়োজনীয় সব রকম পুষ্টি থাকে বলে তুষ পচালে উৎকৃষ্ট জৈব সারে রূপান্তরিত হয়। ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে নারিকেলের তুষের সাথে চুন (প্রতি ১০০০ কেজি তুষে ৫ কেজি চুন) ও মাশরুম স্পন (Spawn) বা বীজ মিশিয়ে পচানো হয়। নারিকেলের তুষের মধ্যে মাশরুম চাষ করেও তা পচানো যায়। মাশরুমে ক্লোরোফিল না থাকায় সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে পারে না। দৈহিক বাড়-বাড়তির জন্য মাশরুম নারিকেলের তুষের সেলুলোজ হতে শর্করা জাতীয় খাদ্য সংগ্রহ করে, ফলে নারিকেলের তুষের সেলুলোজ কঠিন পদার্থ হতে সরলতম পদার্থে রূপান্তরিত হয় ও সহজে পচে যায়। তুষে মাশরুম spawn ও চুন প্রয়োগ করলে ১ মাসের মধ্যে হিউমাস জাতীয় কালো পদার্থে পরিণত হয়। হিউমাস রাসায়নিক সারের মতো পুষ্টি সমৃদ্ধ নয়, তবে মাটিতে দীর্ঘদিন সক্রিয় থেকে মাটির অনুজীবের কার্যক্ষমতা বাড়ায়, মাটির ভৌত গুণাবলি ধরে রাখে এবং গাছের জন্য প্রয়োজনীয় মুখ্য ও গৌণ সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করে। হিউমাস মাটির Ca++, Zn++, Cu++ Fe++ ধাতব আয়ন ধরে রাখতে সাহায্য করে। এসব আয়নগুলো গাছের আয়ন বিনিময় ক্ষমতা বাড়ায়, মাটি থেকে খাদ্য সংগ্রহ করার ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিকর ফ্রি-রেডিকেল অপসারণ করে গাছের বৃদ্ধি নিশ্চিত করে। ফ্রি-রেডিকেল এক ধরনের ক্রিয়াশীল যৌগমূলক যা গাছের ক্লোরোফিল নষ্ট করে দেয়। গাছের স্বাভাবিক রেচন প্রক্রিয়া (Metabolism) থেকেই ফ্রি-রেডিকেল তৈরি হয়। জমিতে বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করলে ফ্রি-রেডিকেলও বেশি তৈরি হয়। ফল জাতীয় সবজি যেমন টমেটো, করলার ক্ষেত্রে ফ্রি-রেডিকেলের কারণে একবার ফল আসলেই গাছের পাতা শুকিয়ে মারা যায়। এসব ধাতব আয়ন গুলো Super oxide dismutage (SOD) নামে এক ধরনের এনজাইম তৈরির মাধ্যমে ফ্রি-রেডিকেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
    নারিকেলের তুষের বিশেষ গুণ হচ্ছে ওজনের ৮-১০ গুণ পানি ধারণক্ষমতা। তাই সঠিক ব্যবহার পদ্ধতি জানা থাকলে নারিকেলের অব্যবহৃত এ তুষ সরাসরি নার্সারি ব্যবসা ও ফুল চাষে ব্যবহার করে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণ কেন্দ্র যশোরের কর্মরত বিজ্ঞানীরা ২০০৮ সালে যশোর শহরতলীর চাচড়া এলাকায় কোকো ফাইবার মিল নামক কোম্পানির সহায়তায় নারিকেলের আঁশ তৈরি ও তুষ পচানোর ওপর এক গবেষণা পরিচালনা করেন। ওই গবেষণায় বিজ্ঞানীরা মাশরুমের বীজ ও চুন প্রয়োগ করে দ্রুত নারিকেলের তুষ পচানোর পদ্ধতি আবিষ্কার করেন। হাইড্রোলিক মেশিনে নারিকেলে তুষের ব্লক তৈরি করে তাতে চারা লাগানোর ওপরও বিজ্ঞানীরা গবেষণা করেন।
    #নিরাপদ #uddokta #স্মার্ট_কৃষি #organicfarming #জৈব #smart #জৈব_সার #fertilizer
    মোঃ আব্দুর রহিম
    উপসহকারী কৃষি কর্মকর্তা
    বগুড়া সদর, বগুড়া।
    ০১৭১৪৫১২৩৭০

Komentáře • 29

  • @a.z.m.ahasanshahidsarker7537
    @a.z.m.ahasanshahidsarker7537 Před 8 měsíci +1

    ভালো হয়েছে।

  • @tazmulislam3426
    @tazmulislam3426 Před 8 měsíci +1

    অসাধারণ উপস্থাপনা।

  • @daebogra7491
    @daebogra7491 Před 8 měsíci +1

    কাজের ভিডিও

  • @foyjulislam5912
    @foyjulislam5912 Před 8 měsíci +1

  • @anwarakhatun2856
    @anwarakhatun2856 Před 8 měsíci +1

    Thanks

  • @zakirhossain1374
    @zakirhossain1374 Před 8 měsíci +2

    আস্ সালামু আলাইকুম ওয়া রহ্ মাতুল্লাহ্ ভাল আছেন! ধন্যবাদ আপনাকে! আল্লহ্ তায়ালা আপনাকে নেক হায়াত দান করেন *আমিন*

  • @nirontoragro8845
    @nirontoragro8845 Před 8 měsíci +1

    Thank you.

  • @alameen9238
    @alameen9238 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @dibyakritichakma6015
    @dibyakritichakma6015 Před 6 měsíci +1

    রোপনের ১০/১২ দিন বয়স হয়ে গেলে কি এনপিকেএস ব্যাবহার করা যাবে কি? দয়া করে জানাবেন

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Před 6 měsíci

      ২০ দিন পর ব্যবহার করবেন।

    • @dibyakritichakma6015
      @dibyakritichakma6015 Před 6 měsíci

      কি পরিমান ব্যবহার করবো বা কি ভাবে ব্যবহার করবো তা জানালে উপকার হবে স্যার

  • @airdropboss4040
    @airdropboss4040 Před 3 měsíci +1

    স্যার, বীজ অঙ্কুরোদগম করার পর সিডলিং ট্রে তে দিয়ে ১ দিন হিটে রেখে পলি হাউস এ দিয়ে দেই। কিন্তু ৩/৪ দিন পর ১০৫ সেল এর ভিতর ১০/২০ টা চারা বের হয়, বাকি গুল বিজ থেকে চারা বের হয়না।
    অনেক ট্রে তে ত কোন চারাই হয় না।
    খুবই পেরেসানি তে আছি।
    এই রকম করে অনেক দামি দামি মরিচ এর বিজ নষ্ট হয়েছে।
    এখন আপনার কাছে ভাল পরামর্শ আসা করছি

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Před 3 měsíci +1

      ২-৩ দিন জাগ দিন। এছাড়া কোকোপিট প্রস্তুতের সময় শীকড় বর্ধক হরমোন ব্যবহার করতে পারেন।

    • @airdropboss4040
      @airdropboss4040 Před 3 měsíci +1

      @@krishokersateagamirpothay ধন্যবাদ স্যার

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Před 3 měsíci

      ভালো থাকবেন।

  • @parvessharker5254
    @parvessharker5254 Před 8 měsíci +1

    assalamu alaikum wa rahmatullah

  • @Khijir05
    @Khijir05 Před 8 měsíci +1

    অনেক ধন্যবাদ, ৬০% ভিজা অবস্থায় না কি সুকনা ১০০কেজি বিজানুর পর জা হয় তার সাথে অনুখাদ্দ গুলি মিক্স করব

    • @krishokersateagamirpothay
      @krishokersateagamirpothay  Před 8 měsíci

      শুকনো ওজন হিসাব করতে হবে।

    • @Khijir05
      @Khijir05 Před 8 měsíci +1

      @@krishokersateagamirpothay ১৫-২০ কেজি বিজালে ১০০ কেজি হয়ে যাবে,তার মানে অইখানে ১৫-২০ কেজি ধরে কি অনুখাদ্দ মিক্স করব