KHANDANA BHAVA BANDHANA Arati Sri Ramkrishna Bengali Lyrics

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2017

Komentáře • 949

  • @abeepradey-22
    @abeepradey-22 Před rokem +21

    হে ঈশ্বর! কৃপা করো।🙏 আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাবা তোমাকে নিঃস্বার্থ ভাবে পুজো করে, তোমার জন্মদিনে যা পরিশ্রম করে তা আমাদের দুই ভাই বোনের জন্মদিনেও করে না। আর আজ সেই মানুষটার এত বড় রোগ ধরা পড়লো, যা কিনা ঠিক হওয়ার সম্ভবনা নেই।। যেই মানুষটা তোমার এত সেবা করলো এবং এখনও করছে তার কিনা এত বড় একটা রোগ।। না , আমি তোমার কাছে নালিশ করছি না, আমি তোমার কাছে প্রার্থনা করছি যে আমার বাবাকে তুমি পুরো সুস্থ করে দাও। তুমিও জানো আমার বাবা আমার কাছে, আমার মা, ভাই, এবং পুরো পরিবারের কাছে কি,, আমার বাবা আমাদের কাছে আমাদের সুপার হিরো❤️।। তুমি দয়া করে আমার বাবাকে সুস্থ করে দাও।।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @santisingha5607
      @santisingha5607 Před 3 měsíci +1

      Understood by heart your emotional prayer for your loving Dad , my full hearted pryer for his speedy recovery , May Thakur and Maa be kind enough to fulfill your prayer , atlast my 78yrs old advice to, please leave everything on Maa , Believe one Bani of Maa and Thakur that something you have to say everything is known to him , he himself resides in our heart and does his work done by us , hope for the best and prepare for what is his wish , pray to Maa to relieve you from the odd situation , 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🕉️🛐

    • @user-se5ff8uq7j
      @user-se5ff8uq7j Před 2 měsíci

      AA p

    • @SumanChatterjee-jc2vj
      @SumanChatterjee-jc2vj Před měsícem

      আমি আজ আপনার এই প্রার্থনা দেখলাম।জানিনা আপনার বাবা কেমন আছেন তবে তাঁর উপর ভরসা রাখতেই হবে।আমরা জানিনা কিসে বা কি করলে আমাদের মঙ্গল হবে,কিন্তু ওনারাই একমাত্র পথ বা দিশা।ওনারাই জানেন কিসে আমাদের ভালো হবে।তাই যেটা বা যা হবে সেটাকেই আশীষ হিসেবে গ্রহণ করার জন্য মন কে সর্বদা প্রস্তুত রাখতে হবে।আপনি। বা আপনারা হয়তো আমার থেকেও অনেক বড় ভক্ত,আপনার প্রার্থনা একটু হলেও মনের কোথাও নাড়া দিল তাই এই টুকু বলে ফেললাম।আপনার পিতার বর্তমান অবস্থা জানার ইচ্ছা রইল।ভালো থাকবেন।
      জয় ঠাকুর,জয় মা,জয় স্বামীজী 🙏🙏🙏

    • @svprasanmaru3030
      @svprasanmaru3030 Před 7 dny

      ಜೈ ರಾಮಕೃಷ್ಣ ತಂದೆಯೆ ಜೈ ಶಾರದಾ ಮಾ ಜೈ ಸ್ವಾಮೀಜಿ ವಿವೇಕಾನಂದ ನಿಮಗೆ ನಮನಗಳು ಎಸ್ ವಿ ಪ್ರಸನ್ನರು

  • @kokonsenapati
    @kokonsenapati  Před rokem +70

    খণ্ডন ভব বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায় ।
    নিরঞ্জন, নর-রূপ-ধর, নির্গুণ, গুণময় ॥ ১
    ** হে গুরুবর, আপনার বন্দনা করি, আপনি পার্থিব মোহ- মায়ার খন্ডনকারী , আপনি সকল মনুষ্য দ্বারা পূজিত । আপনি কলঙ্কহীন , তবুও মনুষ্য রূপ ধারণ করেছেন । আপনি নির্গুন (নির্গুন ব্রহ্ম) হয়েও সকল গুণের আধার । ১
    মোচন অঘদূষণ জগভূষণ, চিদ্-ঘনকায় ।
    জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণে মোহ যায় ॥ ২
    ** হে পাপ ও কলঙ্ক নাশকারী , আপনি জগতের রত্নরূপ , আপনি বিবেকের আধার । জ্ঞানের পবিত্র আলোকে পরিপূর্ণ আপনার বিমল নয়নদুটি , এই নয়নের দৃষ্টি অজ্ঞানতা ও মোহ নাশকারী । ২
    ভাস্বর ভাব-সাগর চির-উন্মদ প্রেম-পাথার ।
    ভক্তার্জন-যুগলচরণ, তারণ-ভব পার ॥ ৩
    ** আপনি আলো ও দৈব ভাবের সাগর , উন্মত্ত প্রেমের তরঙ্গ । আপনার যুগল চরণ হল ভব সাগর পারের তরণী , এই যুগল চরণ কেবলমাত্র নিঃস্বার্থ ভক্তির দ্বারাই অর্জন করা যায় । ৩
    জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর, যোগসহায় ।
    নিরোধন, সমাহিতমন, নিরখি তব কৃপায় ॥ ৪
    ** হে জগদীশ্বর , আপনি ধরাধামে ঈশ্বরের অবতার রূপে প্রকাশিত হয়েছেন এবং যোগীরূপে আমাদের পথ প্রদর্শন করছেন । নিরন্তন সমাধিমগ্ন আপনার মন , আপনার কৃপায় আমরা এই সত্য অনুধাবন করতে পারি । ৪
    ভঞ্জন-দুঃখগঞ্জন করুণাঘন, কর্ম-কঠোর ।
    প্রাণার্পণ জগত-তারণ, কৃন্তন-কলিডোর ॥ ৫
    ** হে দুঃখ হরণকারী , আপনি করুণার সাগর , কর্মবীর আপনি , জগত-উদ্ধার এর জন্য ও কলির বন্ধন থেকে মনুষ্যজগত কে মুক্তিদানের জন্য উৎসর্গিকৃত আপনার জীবন । ৫
    বঞ্চন-কামকাঞ্চন, অতিনিন্দিত ইন্দ্রিয়-রাগ ।
    ত্যাগীশ্বর, হে নরবর, দেহ পদে অনুরাগ ॥ ৬
    ** হে গুরুবর , আপনি কামিনীকাঙ্কন ত্যাগী ও জিতেন্দ্রিয় , আপনি ত্যাগীশ্বর ও নরোত্তম , আপনার পাদপদ্মে আমাদের স্থান দান
    করুন । ৬
    নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়-মানসবান্ ।
    নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি জাতি-কুল-মান ॥ ৭
    ** আপনি ভয়রহিত , সন্দেহাতীত ও সংশয়হীন , নিজ সঙ্কল্পে স্থির আপনি । জাতি ও কুলের মান ত্যাগ করে আপনি নিষ্কারণ ভক্তগণের শরণাগত হয়েছেন । ৭
    সম্পদ তব শ্রীপদ, ভব-গোষ্পদ-বারি যথায় ।
    প্রেমার্পণ, সমদরশন, জগজন দুঃখ যায় ॥ ৮
    ** হে প্রেমের অধিশ্বর , সকলের প্রতি সমান দৃষ্টি আপনার , যারা পার্থিব সম্পদকে গোষ্পদ-পূর্ণ ক্ষনিকের বারি জ্ঞান করে আপনার শ্রীপদ কে শ্রেষ্ঠ সম্পদরূপে পূজা করে , তাদের দুঃখ আপনি নাশ করেন । ৮
    নমো নমো প্রভু বাক্যমনাতীত মনোবচনৈকাধার ।
    জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর তুমি তমোভঞ্জনহার ॥ ৯
    ** জয় হোক প্রভু , আপনার জয় হোক , আপনি একদিকে বাক্যমনাতীত আবার অন্যদিকে বাক্য ও মনের আধার । আপনি জ্যোতির জ্যোতি , হৃদয়ের মাঝে আপনি সদা প্রদৃপ্তমান , প্রভু আপনি সদা হৃদয়ের অন্ধকার ও অজ্ঞানতা নাশ কারেন । ৯
    ধে ধে ধে, লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ ,
    গাহিছে ছন্দ ভকতবৃন্দ, আরতি তোমার ॥ ১০
    ** মৃদঙ্গের ধে ধে তালে আপনার ভক্তবৃন্দ মনের আনন্দে আপনার বন্দনা করছে । ( তারা আরতি করছে এই বলে ) : ১০
    জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার ,
    শিব শিব আরতি তোমার ॥ ১১
    ** জয় জয় - আপনার জয় হোক, হর হর - আপনার জয় হোক, শিব শিব - আপনার জয় হোক । ১১
    খণ্ডন ভব বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায় ।
    জয় শ্রীগুরুমহারাজজী কি জয় ॥ ১২
    ** হে গুরুবর , আপনার বন্দনা করি, আপনি পার্থিব মোহ- মায়ার খন্ডনকারী , আপনি সকল মনুষ্য দ্বারা পূজিত । গুরুদেব আপনার জয় হোক । ১২
    ​​



    POWERED BY

  • @moonmoonbhattacharjeechand1366

    Je chokher jol tomar jonno bohe na, সে চোখের সজীবতা বৃথা। যে কণ্ঠে তোমার নাম আসেনা সেই কণ্ঠের শব্দ বৃথা, যে কান তোমার সুর শোনেনি তার শুনা বৃথা,
    আর যে মন তোমাকে ভালোবাসেনি তার ভালোবাসা ই অপূর্ণ।
    জয়রাম 🙏🙏

  • @euphoric_waves
    @euphoric_waves Před 4 lety +235

    ঠাকুর কৃপাকরো l আমার কলুষিত মনকে ও নেতিবাচক চিন্তা ভাবনা কে নির্মূল ও ভালো ভাবনাকে প্রসারিত করতে সাহায্য করো l তোমার পাদপদ্মে স্থান দাও l তোমার চরণে শরণ নিলাম l লীলাময় প্রভু তুমি সবার মঙ্গল করো - সবার ভালো করো l জয় শ্রী রামকৃষ্ণ ll

    • @sabuujdass
      @sabuujdass Před 3 lety +6

      APNAR MAN KAKHANOI KALUSHITO NAY

    • @banashriroy1773
      @banashriroy1773 Před 2 lety

      Choitonno dao thakur 🙏🙏

    • @jharnapandey7988
      @jharnapandey7988 Před 2 lety +1

      ঠাকুর আপনার শ্রীচরনে শতকোটি প্রনাম। কৃপা করে প্রভু🙏🙏🙏

    • @bijalisengupta7195
      @bijalisengupta7195 Před 2 lety

      @Sayantani Bhattacharya .songs of Ma Sarada

    • @mousumidas681
      @mousumidas681 Před 2 lety

      Thakur amar sosrodho pronam nio... kripa koro Param Karunamoy

  • @soumilibasu4064
    @soumilibasu4064 Před rokem +54

    বেলুড় মঠ বহুবার ঘোরা ; কিন্তু গতকাল প্রথম সন্ধ্যা আরতি দেখলাম আর এই সঙ্গীত টির মধ্যে এক অদ্ভূত শান্তি হয়েছে যা চোখে জল নিয়ে এলো (কারণ জানা নেই) অপূর্ব পরিবেশ যা হয়তো সব কিছুকে হার মানায় ।🙏 ♥️🥀

  • @digantaojha550
    @digantaojha550 Před 3 lety +67

    ঠাকুর, আমার প্রণাম নিও।
    আমার জীবনের ঐকান্তিক ইচ্ছা অমি দীন, দরিদ্র অমার্জিত, সর্বহারা, অগণিত মানুষের সেবা মাধ্যমে আমার জীবনের আত্মাহুতি তোমার চরণে প্রদান করি‌। আমার মিনতি স্বীকার কোরো।
    দিগন্ত ওঝা, রামকৃষ্ণ মিশন,জামশেদপুর

  • @purabiguha7319
    @purabiguha7319 Před 3 lety +36

    ঠাকুর , মা , স্বামীজি, তোমরা এই বিশ্বজিতকে বাঁচাও । তোমাদের পায়ে শতকোটি প্রণাম।

  • @anuradhamondal585
    @anuradhamondal585 Před 2 lety +461

    আমি সরিষা রামকৃষ্ণ মিশন ছাত্রীনিবাস এর ছাত্রী। ৩ বছর হলো হোস্টেল দিয়ে বাড়ি চলে এসেছি,,, প্রতিদিন সন্ধ্যা আরতির সময় হওয়া এই বন্দনা এখনও খুব মনে পড়ে।

  • @susmitamukherjee7430
    @susmitamukherjee7430 Před 4 lety +157

    ঠাকুরের পায়ে মাথা রেখে চোখের জলে শুধু তাঁকে নিজের অন্তরে অনুভব করতে চাই। শুধু তাঁর কৃপা প্রার্থনা করি।তিনি যেন মনের সব কষ্টের অবসান করেন,আর সব মানুষের মঙ্গল করেন।তাঁর কৃপায়।আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি। আর আপনি আমার শ্রদ্ধাপূর্ণ প্রনাম গ্রহণ করবেন, আপনার আশীর্বাদ প্রার্থনা করি।

  • @saikatmandal9673
    @saikatmandal9673 Před 5 lety +132

    হে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমার প্রণাম গ্রহণ করো। আমাকে সুবুদ্ধি দাও। সব খারাপ চিন্তাভাবনা মনের ভেতর থেকে দূর করতে তুমি আমাকে সাহায্য করো হে ঠাকুর।।।

  • @soumyosreesasmal657
    @soumyosreesasmal657 Před 2 lety +37

    চোখের জল থামছে না….
    কী অপূর্ব !! সকলের দুঃখ দূর করো ঠাকুর।

  • @kokonsenapati
    @kokonsenapati  Před 4 lety +120

    ঠাকুর ,মা , স্বামীজির আশীর্ব্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হউক, আমাদের সব্বার চৈতন্য হউক ...

  • @Surojitxyz
    @Surojitxyz Před 5 lety +50

    শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনা মন্ত্র এতো সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @bipulguhatravel7434
    @bipulguhatravel7434 Před 3 lety +10

    হে ঠাকুর রামকৃষ্ণ আমার প্রনাম গ্রহন কর। আমাকে আমার পরিবার কে সুবুদ্ধি দাও। সকল বাধা বিঘ্ন হতে মুক্ত রেখো।

  • @svprasanmaru3030
    @svprasanmaru3030 Před 11 dny

    ಜೈ ರಾಮಕೃಷ್ಣ ತಂದೆಯೆ ಜೈ ಶಾರದಾ ಮಾ ಜೈ ಸ್ವಾಮೀಜಿ ವಿವೇಕಾನಂದ ನಿಮಗೆ ನಮನಗಳು ಎಸ್ ವಿ ಪ್ರಸನ್ನರು

  • @motrafpschool2321
    @motrafpschool2321 Před 2 lety +8

    জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা সারদা । আপনাদের শরণ পেয়ে আমি চিরকৃতজ্ঞ । 🙏

  • @MrDebasish12
    @MrDebasish12 Před 3 lety +3

    ঠাকুর তোমার চরণ তলে অশেষ অশেষ প্রণাম জানাই।।
    তোমার জয় হোক।।
    জয় স্বামীজি মহারাজ জি কি জয়।।

  • @jyoti9043
    @jyoti9043 Před 4 lety +10

    আজ 5/6/2020 গুরুপূর্ণিমার দিন ঠাকুর মা ও স্বামী জী প্রতি সশ্রদ্ধ প্রণাম। 🙏🏻🙏🏻

  • @somnathsaha9734
    @somnathsaha9734 Před rokem +3

    এই গান শোনার পর শুধু আলো আর শুদ্ধতা চারিদিকে দেখতে পাই। মনের সব অন্ধকার দূর হয়ে যায়। শরীর ঐশ্বরিক আনন্দে ভরে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।🙏🙏🙏❤️❤️❤️

  • @sharmilaroy2483
    @sharmilaroy2483 Před 3 lety +15

    ধন্যবাদ, স্যার। কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যাই, যতবার শুনি, ততবারই।
    ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের খুব ভালো রাখেন।

  • @kokonsenapati
    @kokonsenapati  Před 4 lety +23

    ঠাকুর -মা -স্বামীজি সব্বার মঙ্গল করুক ।

  • @subhayanmukherjeetito8686
    @subhayanmukherjeetito8686 Před 5 lety +71

    জয়তু শ্রীরামকৃষ্ণ পরমহংস গুরুমহারাজ কি জয়

  • @shlokanand5668
    @shlokanand5668 Před 3 lety +5

    So much simplicity Thakur has,great samyam ,bhaktiand above all He United all thereligion

  • @ritadas9566
    @ritadas9566 Před 2 lety +1

    ঠাকুরের আরাধনা সঙ্গীত ঈশ্বর শরণাপন্ন হতে সাহায্য করে। অপূর্ব এই সঙ্গীত সব সময় শুনতে ইচ্ছা করে।
    ঠাকুর বিবেক বৈরাগ্য শুদ্ধ চিত্য অন্তর প্রসারিত হতে সাহায্য করো তুমি।
    তোমার কৃপা ছাড়া জীবন মূল্যহীন। শ্রী শ্রী ঠাকুর তোমার পাদপদ্মে আমার আভুমিলুন্ঠিত শতসহস্র প্রণাম 🙏🙏🌼🌼🌼🌼🌿🌿🌺🌺🌺🌺🌿🌿🌹🌹

  • @dipanjansamanta
    @dipanjansamanta Před rokem +1

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ তুমি আমাদের দেখ ,যেন ভাল পথের পথিক হয়ে তোমার চরণ তলে ঠাই পাই ৷ আমরাও ভগবান লাভ করিতে পারি ৷ সব তোমার ইচ্ছা ৷ ঠাকুর শ্রীরামকৃষ্ণ.......

  • @tanusreemajumder4519
    @tanusreemajumder4519 Před 4 lety +5

    Pronam Nio Probhu Amader Shokoler Torof Theke 🙏😇

  • @reeklopedia367
    @reeklopedia367 Před 2 lety +3

    গদাধর ঠাকুর এর পায়ে শত কোটি নমস্কার । ঠাকুর তুমি তোমার চরনে রেখো । আমি যেন লোভি ,দাম্ভিক আর নাস্তিক না হতে পারি ।
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @riddhimanghosh1238
    @riddhimanghosh1238 Před 12 dny

    Joy shraa thakur ramo krishno joy ma saroda,Haa thakur tomader jugol chorone koti koti pronam,, 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @subhajitkundu05
    @subhajitkundu05 Před 8 měsíci +1

    আমি amarkanan এর রামকৃষ্ণ আশ্রমে থাকতাম 2 বছর ক্লাস 11,12 আমরা সবাই আরতি করতাম একসাথে তখন বোরিং লাগতো প্রথম প্রথম তারপর ভালো লাগতো আমার মুখস্ত ছিল এখন ভুলে গেছি সত্যি ❤ জয় প্রভু রামকৃষ্ণ পমহংসদেব 🙏🙏🙏 🧘🏻‍♂️

  • @santanudey9308
    @santanudey9308 Před 4 lety +19

    তুমি ব্রহ্ম.. তুমি আদি... তুমি সনাতনি....।।।। 🙏🙏🙏🙏🙏

  • @kalikinkarmandal2196
    @kalikinkarmandal2196 Před 2 lety +12

    How beautiful &heart-touched song enchating in the evening by sannyasins of Lord Thakur! They are practically enjoying celestial happiness&pleasure. When I Was a trainee-teacher in 1965 for one year I attended evening prayer.,this is my best year of my life of 86 .May Thakur be with me till my life.

    • @kantichatterjee1964
      @kantichatterjee1964 Před 2 lety

      I get a positive vibes in life by listening this devotional song . It brings a celestial happiness in my mind
      Arnab Chatterjee
      Dum Dum cantonment

    • @learner-boy
      @learner-boy Před rokem

      Celestial happening in my mind ,

  • @paramita40
    @paramita40 Před 4 lety +2

    Bohudin khunjte khunjte aaj pelam....eii aarotii 🙏🙏🙏🙏dhonnobad

  • @srijani_mondal
    @srijani_mondal Před 2 lety +2

    শুধুমাত্র একটি প্রার্থনা সঙ্গীত নয় চোখ বন্ধ করে শুনলে সত্যি এক অনন্য কল্পনার জগতে অনায়াসে চলে যাওয়া যায়,,,,,,,,,প্রণাম,,,❤❤❤❤❤🌼🌼🌼🙏🙏🙏❤❤❤❤

  • @jyotirudrachaki1369
    @jyotirudrachaki1369 Před 2 lety +29

    A heart touching song
    শুনে মনটা জুড়িয়ে গেল। ❤❤❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tapatijana2320
    @tapatijana2320 Před 4 lety +9

    জয় ঠাকুর মা স্মিমীজীর জয় হে ঠাকুর যে কারনে আমার জীবনটা সংসয় হয়ে গেল সেই মলিন্নতা আমার দুর প্রভু কৃপা করো ঠাকুর শ্রী চরনে প্রনাম

    • @LuminanceBio
      @LuminanceBio Před 3 lety

      জয় ঠাকুর। কেমন আছেন আপনি?

  • @shiprasarkar2137
    @shiprasarkar2137 Před 3 lety +2

    Thakur Tomake Pranam Janai,Sab Bipad Theke Raksha Karo,Tomar gyan Sunday Man ta Bhore Jay. .Jayatu Thakur..
    Shipra Sarkar,Jamshedpur.

  • @pranabsushil9720
    @pranabsushil9720 Před 2 lety +1

    সেইদিন গুলো আজ মনে পড়ে।
    কোভিট ১৯এর,, বাঁচার উৎস ছিলো ঠাকুরের প্রার্থনায়। আমার।

  • @tamalbhattacharya7035
    @tamalbhattacharya7035 Před 4 lety +24

    I HV experienced this heavenly rythm few days back..got goosebumps..♥️♥️jay Sri r ramkrishna

  • @arghamaz
    @arghamaz Před rokem +8

    Goosebumps...purest form of arati song whatever you may call.....

  • @prithwisbera160
    @prithwisbera160 Před 9 měsíci +1

    শ্রদ্ধা পূর্ণ প্রার্থনা শুনলে মনে আনন্দের অনুভূতি হয়। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানাই । আমাদের সবাইকে সুখে শান্তিতে রেখো এই প্রার্থনা করি ।

  • @lokeshghosh1381
    @lokeshghosh1381 Před 11 měsíci

    আমি আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। আজ আমার জন্মদিন উপলক্ষে ১২ বছর পর আবার এই সন্ধ্যে আরতি শুনে শুধু হোস্টেল এর দিন আর মন্দিরের কাটানো মুহূর্ত গুলো চোখের জল এর মাধ্যমে বের হচ্ছে। আবেগপ্লুত হয়ে গেলাম। অনেক ধন্যবাদ এই ভিডিও CZcams এ আপলোড করার জন্য। ধন্যবাদ sir 😊

  • @sovonbhattacharjee8205
    @sovonbhattacharjee8205 Před 3 lety +26

    ঠাকুরের আশীর্বাদ আমাদের উপর সবসময় আছে, ছিল,ও থাকবে।

  • @ayandas8816
    @ayandas8816 Před 2 lety +17

    Just close the eyes and listen this...
    My God..cool, calm and no negative thoughts

    • @sampurnashastri6003
      @sampurnashastri6003 Před 2 lety +2

      You are so good 🙏🙏🙏🙏🙏🙏👏👏☺☺☺☺☺🥰

  • @parthakumarganguly7382
    @parthakumarganguly7382 Před 2 lety +1

    খুব ভাল লাগল।
    জয় শ্রী শ্রী রামকৃষ্ণ

  • @sovannath5834
    @sovannath5834 Před 3 měsíci

    এই সঙ্গীতের মধ্যে তুমি সব সময় বিরাজিত ঠাকুর রোজ সন্ধ্যা বেলায় এই গান আরতির মাধ্যমে গান করা হয় আমার মন খুব শান্তি পাই ঠাকুর ও হাসি মুখে আনন্দ করেন

  • @banashriroy8381
    @banashriroy8381 Před 5 lety +7

    Ramakrishna saranam ramakrishna saranam ramakrishna saranam saranne

  • @anuradharoy7037
    @anuradharoy7037 Před 3 lety +5

    Jay Thakur 🙏🌺🙏 Jay Maa 🙏🌺🙏 Jay Swamiji 🙏🌺🙏 Jay Guru Maharaj Ji ki Jai 🙏🌺🙏

  • @mandiramahapatra5581
    @mandiramahapatra5581 Před 23 dny

    জয় শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা শ্রী স্বামীজী মহারাজ 🙏 🌺 🙏 🌺 🙏 🌺 🙏 🌺 🙏 🌺 🙏 🌺 🙏 🌺 🙏 🌺 🙏

  • @debabratadas4683
    @debabratadas4683 Před rokem

    জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা,মনের শুদ্ধতার জন্য প্রতি সন্ধ্যায় এই সঙ্গীত শোনা ও গাওয়ার প্রয়োজন।প্রণাম ও কৃতজ্ঞতা জানাই স্বামীজী মহারাজের প্রতি। সবই আপনারা নিষ্ঠা ও ভক্তির ফল। সবই চন্দ্র সূর্যের মত সত্য ও স্থায়ী।

  • @parnagiri1989
    @parnagiri1989 Před 3 lety +4

    ঠাকুর আমার প্রণাম নিও....সকল কে ভালো রেখো সুস্থ রেখো.....এটাই আমার কামনা🙏🙏🙏🙏

  • @kshounishmazumder7386
    @kshounishmazumder7386 Před 3 lety +63

    Composed by swamiji himself. No wonder why the meaning of each line is such beautiful. 🙏

  • @siprapaul2094
    @siprapaul2094 Před 2 lety +1

    Thakur Ma Shabsamoy Amar Antare Theko। Tomai Anek Anek Pranam

  • @namitagiri5424
    @namitagiri5424 Před rokem

    প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রণাম সন্ধ্যার প্রণাম। ঠাকুর।

  • @sampritidas8987
    @sampritidas8987 Před 5 lety +24

    Thakur amar pronam nio , amay sodhbuddhi dio...joy guru...

  • @amitavachowdhury7127
    @amitavachowdhury7127 Před 3 lety +4

    সবার মঙ্গল করো প্রভু..💐🌹🙏🏽

  • @user-is2dy5vo2m
    @user-is2dy5vo2m Před 10 měsíci +1

    হে ঠাকুর রামকৃষ্ণ, সকলের মঙ্গল কর 🙏🙏🙏🙏🙏🙏

  • @mandiramahapatra5581
    @mandiramahapatra5581 Před 2 měsíci

    জয় শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🙏🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸

  • @pamelaroy7176
    @pamelaroy7176 Před 4 lety +3

    Hey thakur Sobar valo koro,,amak shanti dao budhhi dao,,amader desh theke jeno kono deshbasi r naam baad na jai,,aamra jeno Sobai ,sob dhormer manush eksathe shanti purno bhabe thakte pari🙏🙏🙏🙏🙏,jokhon e ei gaan suni Monta shanti te bhore jai

  • @tapaschandramozumdar9473

    বাগেরহাটের রামকৃষ্ণ মিশনে থাকতে নিয়মিত প্রার্থনায় যেতাম, খুব মিস করি, ঠাকুর সকলের মংগল করো, তোমায় শতকোটি প্রণাম, জয় শ্রীরামকৃষ্ণ

  • @akashmajumder6553
    @akashmajumder6553 Před 11 měsíci

    রামকৃষ্ণ মিশন এর ছাত্র ছিলাম প্রাইমারীর সময়ে।
    তখন ভোরবেলা ওই শিশুবয়সে প্রার্থনার সময় শুধু ঠোঁট নাড়াতাম সকলেই প্রায়, ঘুমে চোখ ঢুলে আসতো।
    আজ জীবনের সাতাশ বছর বয়সে এসে বুঝি কি অসামান্য কথা, ওই ছোটবেলা থেকে কি অসাধারণ অনুশাসন এবং শৃঙ্খলায় বাঁধবার প্রয়াসে এই অসামান্য প্রার্থনাসংগীত তখন দিনের শুরুতেই গাওয়া হতো।

  • @prahalladsarkar2365
    @prahalladsarkar2365 Před rokem +4

    কলকাতা থাকা সূত্রে অনেকবার গিয়ে সন্ধ্যা আরতি শুনেছি।সারা শরীরে শিহরণ জেগে ওঠে এক মুহূর্তের মধ্যে যেন হয়ে যায় অন্য মানুষ। সব ঠাকুরের কৃপা🙏

    • @monalisadas1732
      @monalisadas1732 Před rokem

      It's not Tagore. It's Swamiji's

    • @arupdeb6165
      @arupdeb6165 Před 9 měsíci

      ❤❤

    • @susantajana7601
      @susantajana7601 Před 8 měsíci

      এই গানটি আমি প্রতিদিন সকালে শুনি ।
      মনের মধ‍্যে একটা আলাদা শান্তি অনুভব করি ।
      শ্রী শ্রী রামকৃষ্ণ শরনম।
      আভূমী লুন্ঠিত প্রনাম

  • @gourimukherjee8860
    @gourimukherjee8860 Před rokem +3

    এই গানটি শুনলে শরীর মন সব পবিত্র হযে যায় মনে অনেক শান্তি পাওয়া যায়

  • @namitagiri5424
    @namitagiri5424 Před rokem

    প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রণাম সন্ধ্যার। প্রণাম। ঠাকুর।

  • @ThinkWhy2006
    @ThinkWhy2006 Před rokem +2

    I am a ex student of ramakrishna mission. খুব সুন্দর সেই সন্ধা আরতি

  • @ashitkumarmitra3472
    @ashitkumarmitra3472 Před 5 lety +14

    this stob gaan oof srii ramkrisna thakur , i used to sing in my school times daily while i was in school in the dusk before god

  • @Pablo._-Escobar496
    @Pablo._-Escobar496 Před 2 lety +2

    মনের ইচ্ছা পূরণ কর ঠাকুর 🙏
    আমার বাবা মা কে ভালো রেখো❤️

    • @sujanbiswas843
      @sujanbiswas843 Před 2 lety

      🙏 জয় ঠাকুর, আমি এখনোও দীক্ষিত হওয়ার সেই সৌভাগ্য হয় নি। গত বছর বেলুড় মঠের এই আরতি (সন্ধ্যা) দেখে আমার মনের মধ্যে কেমন যেন অনুভূতি হলো, সেটা ঠিক বোঝাতে পারছিনা। ঠাকুর চরনে আমার শত কোটি প্রনাম 🙏
      অপূর্ব ভালো লাগলো এবং ফিরে এলাম।

  • @banashriroy1773
    @banashriroy1773 Před 2 lety +1

    Thakur tumi amr pronam nio 🌸🌸🌸🌸🌸🌸

  • @patitpabantewary9798
    @patitpabantewary9798 Před 5 lety +6

    জয় শ্রী রামকৃষ্ণ দেব জয় মা জয় স্বামিজি জয় গুরুদেব
    কিপা হি কেবলম

  • @12345695855
    @12345695855 Před 3 lety +13

    Good to hear the recitation
    Thanks to that person who had uploaded this audio clip

  • @banashriroy1773
    @banashriroy1773 Před 2 lety +1

    Thakur tumi amr pronam nio 🌸

  • @namitagiri5424
    @namitagiri5424 Před rokem

    প্রণাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রণাম সন্ধ্যার প্রণাম।

  • @bibhasghosh1979
    @bibhasghosh1979 Před 4 lety +15

    Thakur you always stay beside me&all of us.

  • @tamalmukhopadhyay6179
    @tamalmukhopadhyay6179 Před 2 lety +4

    অদ্ভুত শান্তি পাই এটা শুনলে❤️

  • @27santanu
    @27santanu Před rokem +2

    I was a student in Ramakrishna Sevasrama, Digboi Assam. 1994-1998.
    This is going to stay with me until the end.

  • @biswanathsarkar2784
    @biswanathsarkar2784 Před 2 lety +1

    স্বামীজী রচিত আরতিমন্ত্র একটি অমৃতসমুদ্র ।

  • @arabindaroy4679
    @arabindaroy4679 Před 4 lety +35

    জগতের সব জীবের মঙ্গল হোক।

  • @anjanadas5996
    @anjanadas5996 Před 4 lety +18

    হে প্রভু সকল বিশ্ববাসি কে রক্ষা করো

  • @namitagiri5424
    @namitagiri5424 Před 11 měsíci

    প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সন্ধ্যার। প্রণাম।

  • @sanjaydas4496
    @sanjaydas4496 Před 3 lety +2

    জয় বাব রামকৃষ্ণ জয় মা শরদা না জয় আনন্দ বাবা বিবেকানন্দ জয়

  • @Dascattle
    @Dascattle Před rokem +4

    আমি এখন শুনছি।কেউ আছেন?

  • @kaushikthakurata7252
    @kaushikthakurata7252 Před 3 lety +26

    Sir, pronam neben, kritoggo thaklam gaan tar lyrics ta eto sundor vabe dewa r jonne.

    • @TapanDas-tz5fu
      @TapanDas-tz5fu Před 3 lety

      জয় জয় ঠাকুর । তোমার চরনে প্রণাম জানাই সকলের মঙ্গল কামনা করি।

    • @jayatibhattacharyya7825
      @jayatibhattacharyya7825 Před 3 lety

      @Sayantani Bhattacharya 8,11

  • @namitagiri5424
    @namitagiri5424 Před 10 měsíci

    প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রণাম সন্ধ্যার। প্রণাম।

  • @mainakroy5831
    @mainakroy5831 Před 3 lety +4

    কল্পতরু উৎসব ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ❤️

  • @arghyamukherjeetrk
    @arghyamukherjeetrk Před 3 lety +23

    Thank you for the lyrics ❤️

  • @avijitkarmakar8221
    @avijitkarmakar8221 Před 2 lety +30

    It always gives me goosebumps!! 🕉️❤️

  • @SomaDas-kq8pw
    @SomaDas-kq8pw Před 3 lety +3

    Thakur tumi sobai k bhalo rakho

  • @pradiptabanerjee7878
    @pradiptabanerjee7878 Před 3 lety +1

    THAKUR SRI SRI RAMKRISHNA TOMAK PRONAM
    THAKUR TOMAR SWARONE
    Amar jibon sathi k MUKTI dao mukto kre dao tar mon sathik path dekhao
    AASIRBAD KRO THAKUR AI JANMO VALOKRE PAR KRE DAO
    SRI SRI THAKUR MUKH TOLO
    (NANDITA BANERJEE) ai janmo par koro sathik path a dike nia eso..

  • @udujjaldas
    @udujjaldas Před 3 lety +4

    প্রণাম তোমাদের। তোমার প্রিয় ছেলে যেন হতে পারি আশির্বাদ করো। 🙏🙏🙏

  • @saurishsarkar2028
    @saurishsarkar2028 Před 5 lety +7

    Pronam nio gurudev..... chorone jaiga rekho

  • @bdentertainment9718
    @bdentertainment9718 Před 3 lety +2

    ছোটভেলায় মিশন ছাত্রাবাসে থেকেছিলাম এখনও মিস করি।

  • @jhumadey1848
    @jhumadey1848 Před 3 lety +2

    খুব ভালো লাগলো ধন্যবাদ এই ভিডিও দেওয়ার জন্য

  • @krishnaprasadsamanta1663
    @krishnaprasadsamanta1663 Před 4 lety +7

    Pranam nio Thakur Sree Sree Maa O Swamiji

  • @krishnakhan7094
    @krishnakhan7094 Před 3 lety +7

    সবাই কে ভালো রেখো ঠাকুর 🙏🙏🙏

  • @madhumitaray286
    @madhumitaray286 Před 3 lety +2

    শ্রী শ্রী ঠাকুরের আরাধনা সঙ্গীত শুনে আমরা ধন্য তার জন্য ধন্যবাদ জানাই

  • @souravsantravlog
    @souravsantravlog Před 7 měsíci

    গতকাল প্রথম আমি এই সন্ধ্যা আরতি শুনলাম। কিছু বলার নেই, মনটা ভালো হয়ে গেল

  • @prosenjitbaidya2943
    @prosenjitbaidya2943 Před 3 lety +3

    Pronam thakur, maa, swamiji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shrenivaasulgs2406
    @shrenivaasulgs2406 Před 5 lety +11

    namastee.,thanks for uploading.,,,

  • @mchoudhury1705
    @mchoudhury1705 Před rokem

    দাদুর সাথে ব্যারাকপুর মিশনে যেতাম। দাদু কেষ্টমহারাজের সাথে মিশনের ব্যাপারে আলোচনায় মগ্ন থাকতেন।সন্ধ্যারতি হচ্ছে আর ছোট্ট আমি নদীর ধারে রেলিং এ ভর দিয়ে শুনছি খন্ডন...। আজ আমার নিজেরই বয়স প্রায় পঞ্চাশ।স্মৃতি সম্বল,মধুর স্মৃতি।প্রণাম ঠাকুর।প্রণাম দাদু।

  • @ujjwalmandal9529
    @ujjwalmandal9529 Před 3 měsíci

    আমি 2013-2015 শিক্ষাবর্ষে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম এর ছাত্রাবাসে ছিলাম।সন্ধ্যা - আরতি টা ছিল আমাদের কাছে বিরাট আনন্দময় সময়।
    আমাদের প্রায় 1 ঘণ্টা ধরে প্রার্থনা হতো। এটি ছিল আমাদের প্রথম সঙ্গীত।
    দ্বিতীয় সঙ্গীত - " ও৺ হৃং ঋতম,তমচলো গুনজিৎ গুনেধ্য"
    তৃতীয় সঙ্গীত ছিল - "ও৺ সর্বোমঙ্গল্লে ..."

  • @sujitsil2444
    @sujitsil2444 Před 5 lety +5

    Lyrics er jonyo dhanyabad