অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা Climate impact of heat waves Debate

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2024
  • অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা
    Shadow Parliament on Unplanned urbanization is responsible for the unbearable temperature rise
    ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গত ১১ মে ২০২৪ ইং তারিখে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয় “অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মহিববুর রহমান, এম.পি। প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সরকারি তিতুমীর কলেজ ও বিরোধী দল হিসেবে ঢাকা কলেজ এর বিতার্কিকরা অংশগ্রহণ করে।
    / debatefordemocracy
    kirondfd
    www.debatefordemocracy.org

Komentáře • 8

  • @bayzidhassanbahdon6039
    @bayzidhassanbahdon6039 Před 2 měsíci +6

    বিতর্কে সম্পুর্ন টা উল্টা দেখানো হয়েছে। অনেকগুলো বক্তব্য বাতিল করে দেওয়া হয়েছে, এবং অনফেয়ার ভাবে ঢাকা কলেজ কে জিতিয়ে দেওয়া হয়েছে। যা পুরাটাই ছিলো অপ্রত্যাশিত।এতো বড় একটা অনুষ্ঠানে আমরা এটা আশা করি নাই

    • @MNQ729
      @MNQ729 Před 2 měsíci

      তিতুমীর কলেজের যুক্তি ভাল ছিল কিন্তু উচ্চারণ, বাচনভঙ্গির কারণে পিছিয়ে পড়েছেন।

  • @Shimulnath96
    @Shimulnath96 Před 2 měsíci +4

    অফটপিক:
    "তাপদাহ" শব্দটি অশুদ্ধ প্রয়োগ।
    সঠিক রূপ হবে: তাপপ্রবাহ অথবা দাবদাহ

  • @user-qe4rc6jk5u
    @user-qe4rc6jk5u Před 2 měsíci +2

    সেইদিন এই বির্তকে দর্শন হিসেবে সরাসরি থাকার সুয়োগ হয়েছিলো।
    কিন্তু অসাধারণ বলার পরেও তিতুমীর কলেজ কে জয়ী ঘোষণা না করায় অনেক খারাপ লেগেছিলো

  • @MNQ729
    @MNQ729 Před 2 měsíci +1

    এই টপিকে আরো ভাল বিতার্কিকদের আনা উচিত।তবুও তারা চেষ্টা করেছে।ধন্যবাদ

  • @MdArif-lw4dc
    @MdArif-lw4dc Před 2 měsíci +3

    কিছু বলার নাই।
    সব কিছু জয় পরাজয় আছেই।
    তাই বলে পক্ষ দলের গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কাট করে এই ভিডিও আপলোড করা হয়েছে এটা আমার বোধগম্য নয়।
    ঢাকা কলেজে ভাইয়া আপনারা যদি সরাসরি বিতর্ক টি দেখে থাকেন অবশ্যই আপনাদের মতামত টা দিবেন।
    আসলে পক্ষ দলের বক্তব্য গুলো কি সম্পূর্ণ আপলোড হয়েছে নাকি গুরুত্বপূর্ণ বিষয় স্কিপ করা হয়েছে???
    ধন্যবাদ ATN TV❤️