Video není dostupné.
Omlouváme se.

Shoshilodge, Mymensingh Museum ll শশীলজ, ময়মনসিংহ জাদুঘর l

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2023
  • হ্যালো ,
    বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন 👌l
    শশীলজ, ময়মনসিংহ জাদুঘর (Shoshilodge, Mymensingh Museum)। শশীলজ রাজবাড়ি নামেও পরিচিত l প্রত্যেকটা রাজবাড়ির একটা নিজস্ব ইতিহাস থাকে এর ও আছে ,আর তাই চলে এলাম শশীলজ এর ভিডিও নিয়ে।
    ঊনবিংশশতকের শেষ দিকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন দ্বিতল ভবন 🏡নির্মাণ করেন। মহারাজসূর্যকান্ত নিঃসন্তান ছিলেন। তিনি তার দত্তক ছেলে মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এর নাম দেন ‘শশী লজ’।
    ১৮৯৭ সালে ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। পরে শশীকান্ত আচার্য চৌধুরী বাড়িটি পুনরায় নির্মাণ করেন।
    এই ভিডিওতে শশীলজ এর জানা অজানা অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। অনেক কথা এডিট ও করিনি কারণ আমার মনে হয়েছে এই কথা গুলি উনাদের কাছ থেকে জানাটাই ভালো।
    লাইক👍, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরো বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ পাবো। 🌸
    #mymensingh #shoshilodge #mymenshing museum
    🏠Location: Mymensingh

Komentáře • 5