তাওহীদ কি? এবং তাওহীদের গুরুত্ব┇তাওহীদ কাকে বলে কত প্রকার ও কি কি? শায়েখ সাইফুদ্দিন বেলাল মাদানী

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2020
  • তাওহীদ কি? এবং তাওহীদের গুরুত্ব ও প্রকার সমূহ┇তাওহীদ কাকে বলে কত প্রকার ও কি কি? সাইফুদ্দিন বেলাল
    তাওহীদ কি? এবং তাওহীদের গুরুত্ব ও প্রকার সমূহ┇তাওহীদ কাকে বলে কত প্রকার ও কি কি? সাইফুদ্দিন বেলাল
    All Rights Reserved By Air Speech
    তাওহীদ শব্দের আভিধানিক অর্থ- এক করা, একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা, একত্ববাদ প্রতিষ্ঠা করা। শারী‘য়াতের পরিভাষায় তাওহীদের অর্থ হলো- আল্লাহ্‌কে (0) তাঁর সুমহান জাত (সত্তা) সর্বসুন্দর নাম ও সিফাতে (গুণরাজি-বৈশিষ্ট্যে) এবং তাঁর অধিকার, কর্ম ও কর্তৃত্বে এক, একক ও অদ্বিতীয় ষোষণা ও সাব্যস্ত করা, এবং এসব ক্ষেত্রে নিজের কথা, কাজ ও বিশ্বাসের দ্বারা আল্লাহ্‌র একত্ব অক্ষুন্ন রাখা।
    তাওহীদ তিন প্রকার যথা:-
    (১) তাওহীদুর রুবূবিয়্যাহ। আর তা হলো- নিজের কথা, কাজ ও বিশ্বাসের দ্বারা আল্লাহ্‌কে (8) তাঁর যাবতীয় কর্ম ও কর্তৃত্বে এক ও অদ্বিতীয় তথা লা-শরীক (অংশীদারহীন) সাব্যস্ত করা।
    (২) তাওহীদুল উলূহিয়্যাহ। অর্থাৎ- ‘ইবাদাতে আল্লাহ্‌র (0) একত্ব অক্ষুন্ন রাখা। অন্য কথায়, ‘ইবাদাতে আল্লাহ্‌র একত্ব প্রতিষ্ঠা করা।
    (৩) তাওহীদুল আছমা ওয়াস্‌সিফাত। অর্থাৎ- আল্লাহ্‌কে (7) তাঁর নাম ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। অন্য কথায়, আল্লাহ্‌র সুমহান নাম ও গুণাবলীতে আল্লাহ্‌র (0) একত্ব অক্ষুন্ন রাখা।
    “সাব্যস্ত করার’’ অর্থ হলো- নিজের ‘আক্বীদাহ-বিশ্বাসে, কথা-বার্তায় ও কাজে-কর্মে আল্লাহ্‌র একত্ববাদ প্রমাণিত ও প্রতিষ্ঠিত করা।
    #AirSpeech #AtTaqwaMasjidGazipur #AtTaqwaMasjid #KaderiaMasjid
    Subscribe Like and Comment
    ►CZcams Channel :
    / airspeech
    / marammedia
    ►Facebook:
    / maraammedia
    ►Twitter:
    / @airspeech
    সলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের বাণী সর্বত্র বিস্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টার সাথে আপনারা ও সঙ্গী হোন। আমাদের Channel Subscribe, Like ,Comment ও Share এর মাধ্যমে সর্বত্র বিস্তারের জন্য সহযোগিতা করুন ।
    আপনার কোন প্রশ্ন থাকলে তা Comment করতে পারেন। আর কোন গোপন প্রশ্ন থাকলে Facebook এর মাধ্যমে জানাতে পারেন, আপনার পরিচয় গোপন রাখা হবে ইনশাআল্লাহ।

Komentáře • 2

  • @mdmaksudurrahman
    @mdmaksudurrahman Před 3 lety +2

    আল্লাহ রব্বুল আলামীন সবাইকে সহীহ ইসলাম বুঝার তাওফিক দান করুক, আমীন

  • @identityofallah
    @identityofallah Před 3 lety +1

    আল্লাহ একমাত্র সত্য মাবুদ।
    আল্লাহ্‌ ছাড়া কোনো সত্য মাবুদ''/উপাস্য নেই। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তায়ালা তাঁর কর্মে, প্রভুত্বে-কর্তৃত্বে ও উপাস্যের অধিকারে এক, অদ্ধিতীয় ও অংশীদারমুক্ত। আল্লাহ্‌ তায়ালা আসমানে মহান আরশের ঊরধে অর্থাৎ সকল সৃষ্টি্র উরধে) গৌরবান্বিত আছেন। আল্লাহ্‌র সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে আল্লাহ্‌সুবহানাহু ওয়া তায়ালা একক, চুড়ান্ত, পরিপূর্ণ ও অংশীদার মুক্ত। তাঁর কোন সমকক্ষ বা অংশীদার নেই। তাওহীদ ৩ অংশে বর্ণিত । (১) তাওহীদুর রুবুবিয়্যাহ, (২) তাওহীদুল উলুহিয়্যাহ, (৩) তাওহীদুল আসমা ওয়াস-সিফাত।।আল্লাহকে জানতে হবে আল কোরআন ও সহীহ হাদিসে বর্ণিত তাঁর সুন্দরতম নাম ও পরিপূর্ণ গুণাবলীর মাধ্যমে।