Secrets of the Millionaire Mind Book Review- মিলিনিয়ররা কিভাবে তাদের চিন্তা কাজে লাগান।

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Secrets of the Millionaire Mind Book Review- মিলিনিয়ররা কিভাবে তাদের চিন্তা কাজে লাগান।
    এক বাবার ২ জন উপার্যনক্ষম সন্তান ছিল। একদিন সেই বাবা তাঁর দুই সন্তানকে ডাকলেন এবং বললেন এখন থেকে তোমাদের দুইজনকেই প্রতি বছর ১ কোটি টাকা করে ইনকাম করতে হবে।
    এটা শোনার পরে তাঁর বড় ছেলেটি স্বাভাবিকভাবেই উত্তর দেয়। এবং তাঁর বাবার কথা মতই কাজ শুরু করে দেয়।
    কিন্তু অন্যদিকে তাঁর ছোট ছেলেটি বিরক্ত ভাবে বলে উঠে এটা অসম্ভব। এক কোটি টাকা তাও আবার ১ বছরে?? বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আমিতো সাড়া জীবন কাজ করে গেলেও ১ কোটি টাকা জমাতে পারবো না। চুরি ডাকাতি করা ছাড়া এটা কখনোই সম্ভব না। আর এত টাকা কামাই করে করবোটাই বা কি?
    এবার যদি ১ কোটি টাকা উপার্জনের কথা শুনে আপনারও যদি ছোট ছেলেটির মত মনে হয় তাহলে লেখক বলেন এটাই হচ্ছে আপনার মানি ব্লু প্রিন্ট। আর এটাই ঠিক করে দেয় আপনার আর্থিক জীবন ক্যামন হবে। আপনি ধনী হতে পারবেন নাকি সারাজীবন গরিব থেকে যাবেন?
    মানে আমাদের মস্তিকে যে ব্লু প্রিন্ট আছে অর্থাৎ আমাদের চিন্তাধারাই ঠিক করে আসলে আমাদের জীবন ক্যামন হবে।
    আপনি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই ধনী হয়ে যায়? যেখানে বেশিরভাগ মানুষই সব সময় আর্থিক সমস্যায় ভুগতে থাকে। এর কারন কিন্তু শিক্ষা, বুদ্ধি, যোগ্যতা বা কাজের সময় এইসব কিছু না। বরং তাদের টাকা পয়সা বা সফলতা নিয়ে চিন্তা ভাবনাই তাদের জীবন ক্যামন হবে সেটা ঠিক করে দেয়।
    আজ আমরা কথা বলবো লেখক T. Harv Eker (টি হার্ভ একার) এর লেখা বই Secrets of the Millionaire Mind: Mastering The Inner Game of Wealth বইটি নিয়ে।
    আমাদের সেরা কিছু বইয়ের ভিডিও লিংক নিচে শেয়ার করা হলঃ
    IKIGAI- জাপানীদের সুখী এবং দীর্ঘ জীবনের রহস্য। বুক রিভিউ বাংলা। BOOK BANK || JAPANESE SECRET
    • IKIGAI- জাপানীদের সুখী...
    কিভাবে আপনি ধনী হবেন- Think and Grow Rich - Book Bank
    • কিভাবে আপনি ধনী হবেন- ...
    কীভাবে সময়কে কাজে লাগিয়ে সফল্য অর্জন করা যায়। Time Management - Book Bank
    • কীভাবে সময়কে কাজে লাগি...
    Music Credits:
    Inspiring Action Epic Trailer
    FEWER DETAILS
    Type: Music
    BPM: 181
    Duration: 01:53
    Artists: Volodymyr Piddubnyk
    Artist Full Names: Volodymyr Piddubnyk
    Publisher: None
    Pro: TONO / ASCAP
    Publisher PRO: None

Komentáře • 42