Rangan Flower. (Ixora Coccinea)

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • বৈজ্ঞানিক নাম :
    Ixora coccinea
    রঙ্গনের বাহারী রূপ দোলা দেয় ফুলপ্রেমীর মনের প্রাঙ্গনে। থোকায় থোকায় দুলতে থাকা এ ফুলের সোর্ন্দয্য মুগ্ধ করে সকলকে। তবে নিজ বাগানের গাছ থেকে ফোটা রঙ্গনে মিলে বাড়তি প্রশান্তি।রঙ্গন ঘন চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ যা তিন থেকে ছয় মিটার পর্যন্ত উঁচু হয়। রঙ্গনের মঞ্জুরিপত্র বিশিষ্ট গাঢ় লালবর্ণের পুষ্প-মঞ্জুরিতে থাকে অসংখ্য পুষ্পের সমাবেশ। পাতার বিন্যাস ঘন। পাতা সরল ও প্রতিমুখ বা আবর্ত, কিনারা অখ, উপপত্র দুটি বৃত্তের মাঝে অবস্থিত।
    #flowers #flower #beauty #garden #nature #natural #beautiful #gardening #youtubevideo #subscribe

Komentáře • 3