“আর একটা বিবেকানন্দ থাকলে ...” || “IF THERE WAS ONE MORE VIVEKANANDA ...” || জয়দীপ মহারাজ

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • ◦•●◉ আলোচনার তালিকা ◉●•◦
    ➤ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা 2:23
    ➤ মহারাজজী প্রণাম নেবেন৷ আমার এখনও গুরুকরণ হয়নি৷ আমি সংসারী৷ ইচ্ছা আছে পরমাত্মা প্রাপ্তির৷ কিন্তু চেষ্টাটা মনের কোনমতই জোরালো হচ্ছে না৷ অনেক চেষ্টা করলেও আবার ডুবে যাচ্ছি নদীর গভীরে৷ আমি কিভাবে এগোব যদি একটু দয়া করে বলেন উপকৃত হই৷ পরমাত্মা প্রাপ্তি লেখাটা ভুল হয়েছে পরমাত্মা বোধের চেষ্টা৷ 5:29
    ➤ স্বামীজি বলেছিলেন যে আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝত এ বিবেকানন্দ কি করে গেল৷ মহারাজ একটু বুঝিয়ে বলুন আমাদের৷ 26:18
    ➤ প্রণাম মহারাজ৷ আমার জিজ্ঞাসা অখণ্ড ভারতীয় উপমহাদেশকে ভেঙে খণ্ড খণ্ড করা আবার খণ্ডিত উপমহাদেশকে পুনরায় একীভূত করার প্রয়াস এটির পিছনে কি কোন গূঢ় রহস্য আছে? 1:14:59

Komentáře • 28

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 Před rokem +13

    এ তো পুজো!!অপূর্ব পু জো।মহারাজ যখন বিবেকানন্দ সম্বন্ধে বলছিলেন, মনে হচ্ছিল পুজো করছেন।আর আমি মন প্রাণ দিয়ে সেই আরতি দর্শন শ্রবণ করছিলাম। স্বামীজিকেও প্রণাম। মহারাজ কে ও প্রণাম। 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pritikanasarkar1441
      @pritikanasarkar1441 Před rokem

      অপূর্ব সুন্দর আলোচনা। স্বামীজীর কথা শুনতে শুনতে চোখ ঝাপসা হয়ে গেছে।আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়।

  • @biswajitdas3291
    @biswajitdas3291 Před rokem +1

    অপূর্ব! অপূর্ব! অপূর্ব! অপূর্ব!
    মহারাজ, আপনার শব্দচয়ন ও বিশ্লেষণ সত্যিই অপূর্ব। আপনার চরণে শত কোটি প্রণাম।

  • @babymukhopadhyay6160
    @babymukhopadhyay6160 Před rokem +1

    যখনই একা থাকি উপলব্ধি করার শক্তি বাড়তে থাকে। ভীষণ ভালো লাগে । নিজেকে অনেক স্বচ্ছ বলে মনে হয়। মায়ের ই কৃপা।

  • @babymukhopadhyay6160
    @babymukhopadhyay6160 Před rokem +1

    প্রনাম গুরু মহারাজ। মাঝে মাঝে অন্তর থেকে দামি কথা বেরিয়ে আসে কিন্ত কিছু সময় পরে আর মনে করতে পারি না। এটা কেন হয়।

  • @ashokbanerjeeashokbanerjee7079

    অপূর্ব বিশ্লেষণ করেছেন আর আমরা সমৃদ্ধ হলাম। 🙏🙏

  • @subhamtewary5911
    @subhamtewary5911 Před rokem

    প্রণাম মহারাজ।।এখনো মনে হচ্ছে শুনে যাই।।

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 Před rokem

    অপূর্ব আলোচনা ,সমৃদ্ধ হলাম প্রণাম নেবেন।

  • @kalobaranghosh3821
    @kalobaranghosh3821 Před rokem

    অপুর্ব বলেছেন মহারাজ খুব সুন্দর

  • @parisadhu5979
    @parisadhu5979 Před rokem

    অসাধারন ব‍্যাখ‍্যা।প্রনাম নেবেন মহারাজ।🙏🙏

  • @bipashadey1896
    @bipashadey1896 Před rokem

    প্রণাম জানাই মহারাজ।অপূর্ব সুন্দর ব্যাখ্যা।🙏🏻🙏🏻🙏🏻🌷

  • @VitthalGucci
    @VitthalGucci Před rokem

    🙏🙏🙏

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Před rokem

    Apurba alochona Maharaj 🙏🏽🙏🏽🙏🏽 🕉

  • @mukulsaha7699
    @mukulsaha7699 Před rokem

    প্রনাম নেবেন মহারাজ 🙏. 🙏. 🙏

  • @sreekamolsaha772
    @sreekamolsaha772 Před rokem

    প্রনাম মহারাজ শ্রীচরণে

  • @nandandas4421
    @nandandas4421 Před rokem

    Khub sundor ♥️🙏 moner manush er kach theke parner manuser kotha sunlam. Pronam gurudev, pronam guruji,

  • @bandanaduttarudra1235
    @bandanaduttarudra1235 Před rokem +1

    Apurba maharaj

  • @Prottuthore
    @Prottuthore Před rokem

    Joy Swamiji

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Před rokem

    Ki bolbo Maharaj apnake ? 🙏🏽🙏🏽🙏🏽 🕉

  • @LATAZ.MAKEOVER22
    @LATAZ.MAKEOVER22 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Před rokem

    😀Pronam Maharaj 🙏🏽🙏🏽🙏🏽🕉.

  • @careermission6655
    @careermission6655 Před rokem

    Shyamapada dey accept my regards

  • @tanmoydatta8761
    @tanmoydatta8761 Před rokem

    মহারাজ প্রাণায়াম ও যোগব্যায়াম না করে শুধুমাত্র মনের পরিশুদ্ধতার মাধ্যমে ব্রহ্মচারী নিয়ম পালন করলে কি ওজ শক্তিকে উপরের দিকে নিয়ে যাওয়া যাবে।

  • @careermission6655
    @careermission6655 Před rokem

    Namaskar swamiji pl note that jn the caption 'was' should be replaced by were for your kind perusal

  • @sanjoykumar5984
    @sanjoykumar5984 Před rokem

    জগত মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা

  • @goutamsarkar5042
    @goutamsarkar5042 Před rokem

    I think akhand bharat is a blunder idea,it should never be promoted. However, Nepall,sri lanka,Bhutan ,Mynmer may be reunited but never,Pakisthan and Bangla desh.Rather we should encourage to break Pakisthan in to several pats and promote infighting amo g themselves.