এসএমই মার্কেট মূলত কাদের জন্য | SME Share Market Latest Update 2024

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • শেয়ার বাজারে এসএমই মার্কেট ২০২১ সাল থেকে শুরু হয়েছে। আজকের এই ভিডিও আমি DSE SME market নিয়ে কিছু ধারনা ও তথ্য তুলে ধরেছি যা আপনাকে এসএমই মার্কেটে বিনিয়োগ করতে সাহায্য করবে।
    Latest SME Market update
    BD SME Market
    Dhaka Stock Exchange SME Market
    Share Market in BD
    Investing in SME Platform in BD
    Upcoming SME Shares
    Upcoming IPO in SME Market
    ২০২১ সালে এসএমই প্ল্যাটফর্ম চালুর পর প্রথম বছরে আইপিও প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয়েছে মাস্টার ফিড এগ্রোটেক, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ও কৃষিবিদ ফিড। ২০২২ সালে একই প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয় নিয়ালকো, মামুন এগ্রো, কৃষিবিদ সিড, স্টার অ্যাডহেসিভস, বিডি পেইন্টস ও আছিয়া সি ফুডস। ২০২৩ সালে এসএমই মার্কেটে তালিকাভুক্ত হয়েছে এগ্রো অর্গানিকা, এমকে ফুটওয়্যার ও আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। চলতি বছর এখন পর্যন্ত শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয়েছে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ এবং ওয়েব কোস্টস। এর বাইরে ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজার বিলুপ্ত করে শর্ত পূরণসাপেক্ষে পাঁচ কোম্পানিকে তালিকাভুক্তির সুযোগ দেওয়া হয়। এগুলো হলো- ইউসুফ ফ্লাওয়ার মিলস, এপেক্স ওয়েভিং, বেঙ্গল বিস্কুটস, হিমাদ্রি লিমিটেড এবং ওয়ান্ডারল্যান্ড টয়েজ।
    Thanks for watching!
    Bangla Preneur
    #banglapreneur
    banglapreneur....
    Follow us on Facebook- / bangladeshentrepreneur

Komentáře •