বীরভূমের রহস্যঘেরা মামা ভাগ্নে পাহাড়ে যোনী পীঠ দর্শন | মামা ভাগ্নে পাহাড় | Mama Bhagne hills

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • কামরূপ কামাখ্যার মতো এই পীঠের যোনী দিয়ে সারা বছর জল বেরোয় | Mama Bhagne hills | মামা ভাগ্নে পাহাড়
    পাহাড়েশ্বরী কালী মন্দির || বীরভূম মামা - ভাগ্নে পাহাড়ে যোনী পীঠের সন্ধানে আশ্চর্য ইতিহাস। #birbhum
    Mama Bhagne pahar Dubrajpur travel guide | Dubrajpur Pahareswar | Birbhum Mama vagne
    বীরভূমের রহস্যঘেরা মামা ভাগ্নে পাহাড়ে যোনী পীঠ দর্শন | মামা ভাগ্নে পাহাড় | Mama Bhagne hills
    সমতলভূমির মধ্যে হঠাৎ গজিয়ে উঠেছে পাহাড়। চারদিক শান্ত, বিস্তৃত। লালমাটির সেই অঞ্চলের মানুষজন নিজেদের ‘পাহাড়ি’ বলতেই অভ্যস্থ। বীরভূমের দুবরাজপুর শহরের একপ্রান্তে এভাবেই ইতিহাস হয়ে উঠেছে ‘মামা ভাগ্নে পাহাড়’। আজকের পৌরসভা অঞ্চল দুবরাজপুর এককালে ‘জঙ্গল দুবরাজপুর’ নামে পরিচিত ছিল। কয়েক শতাব্দী আগে এই জনপদ ছিল সাঁওতালদের দখলে। জনবসতির ইতিহাস বলে, এরপর রাজনগরের মুসলিম রাজা, হেতমপুর রাজাদের হাত ঘুরে পাহাড়েশ্বর আসে দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা ভূপানন্দ মহারাজের হাতে। মামা ভাগ্নে বীরভূম জেলার একমাত্র পাহাড়। ছোটো নাগপুর মালভূমির অন্তর্গত দুবরাজপুরের এই জায়গাটি বর্তমানে পর্যটনকেন্দ্র হিসাবে বেশ সুবিদিত। এই অঞ্চলের আশেপাশে কোথাও পাহাড় বা টিলা না থাকলেও ব্যতিক্রমী ভাবে এই বিক্ষিপ্ত অনুচ্চ টিলা ও প্রস্তরররাজি বহু পুরাণকথার জন্ম দিয়েছে।
    বীরভূমের ইতিহাস
    বীরভূমের যোনী পীঠের কাহিনী
    মহাদেব ও বিশ্বকর্মার কাহিনী
    বীরভূমের মামা ভাগ্নে পাহাড়
    বীরভূমের তিলেশ্বর মহাদেবের মন্দির
    কামরূপ ও কামাখ্যার আরেক রূপ
    পশ্চিমবঙ্গের কালিক্ষেত্র
    মা কালীর আশ্চর্য কাহিনী
    History of Birbhum
    Birbhum tour and travel
    পথনির্দেশ - হাওড়া থেকে প্রতিদিন হুল এক্সপ্রেস ছাড়ে সকাল ৬:৪৫ মিনিটে আর দুবরাজপুর ষ্টেশনে গিয়ে পৌঁছয় সকাল ১০:৩০ মিনিট নাগাদ। ভাড়া মাত্র ১১৫ টাকা । এরপর দুবরাজপুর ষ্টেশন থেকে অটো বা টোটো ধরে চলে আসুন মামা ভাগ্নে পাহাড়ে ভাড়া মাত্র ১৫ টাকা ।

Komentáře • 1