69) সূরা আল হাক্কাহ الحآقّة Surah Al Hâqqah ❤ Hafej FAHAD Hossain ▶ mahfuz art of nature

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2024
  • পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
    الْحَاقَّةُ
    1
    বাংলা অনুবাদ : অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)।
    مَا الْحَاقَّةُ
    2
    বাংলা অনুবাদ : অবশ্যম্ভাবী ঘটনা কী ?
    وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
    3
    বাংলা অনুবাদ : আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী ঘটনা কী?
    كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ
    4
    বাংলা অনুবাদ : সামূদ ও আদ সম্প্রদায় সজোরে আঘাতকারী (কিয়ামত)কে অস্বীকার করেছিল।
    فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
    5 বাংলা অনুবাদ : আর সামূদ সম্প্রদায়, তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল।
    وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
    6 বাংলা অনুবাদ : আর আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।
    سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
    7 বাংলা অনুবাদ : তিনি তাদের উপর তা সাত রাত ও আট দিন বিরামহীনভাবে চাপিয়ে দিয়েছিলেন। ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা সারশূন্য খেজুর গাছের মত।
    فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ
    8 বাংলা অনুবাদ : তারপর তুমি কি তাদের জন্য কোন অবশিষ্ট কিছু দেখতে পাও?
    وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ
    9.বাংলা অনুবাদ : আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল।
    فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَابِيَةً
    10 : আর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।
    إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ
    11
    বাংলা অনুবাদ : যখন জলোচ্ছ্বাস হল, অবশ্যই তখন আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছি।
    لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ
    12
    বাংলা অনুবাদ : একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য।
    فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ
    13 বাংলা অনুবাদ : অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে- একটি মাত্র ফুঁক।
    وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
    14
    বাংলা অনুবাদ : আর যমীন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।
    فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
    15
    বাংলা অনুবাদ : ফলে সেদিন মহাঘটনা সংঘটিত হবে।
    وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
    16 বাংলা অনুবাদ : আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত।
    وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
    17
    বাংলা অনুবাদ : ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের উধ্বে বহন করবে।
    يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ
    18 বাংলা অনুবাদ : সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।
    فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
    19 বাংলা অনুবাদ : তখন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘নাও, আমার আমলনামা পড়ে দেখ’।
    إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
    20 বাংলা অনুবাদ : ‘আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, আমি আমার হিসাবের সম্মুখীন হব’।
    فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
    21
    বাংলা অনুবাদ : সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।
    فِي جَنَّةٍ عَالِيَةٍ
    22
    বাংলা অনুবাদ : সুউচ্চ জান্নাতে,
    قُطُوفُهَا دَانِيَةٌ
    23
    বাংলা অনুবাদ : তার ফলসমূহ নিকটবর্তী থাকবে
    كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
    24 বাংলা অনুবাদ : (বলা হবে,) ‘বিগত দিনসমূহে তোমরা যা আগে প্রেরণ করেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর’।
    وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
    25 বাংলা অনুবাদ : কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত’!
    وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
    26
    বাংলা অনুবাদ : ‘আর যদি আমি না জানতাম আমার হিসাব’!
    27 ‎
    لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَة يَا
    বাংলা অনুবাদ : ‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হত’!
    مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ
    28
    বাংলা অনুবাদ : ‘আমার সম্পদ আমার কোন কাজেই আসল না!
    ’ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
    29
    বাংলা অনুবাদ : ‘আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল!
    خُذُوهُ فَغُلُّوهُ
    30
    বাংলা অনুবাদ : (বলা হবে,) ‘তাকে ধর অতঃপর তাকে বেড়ি পরিয়ে দাও।’
    ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ
    31
    বাংলা অনুবাদ : ‘তারপর তাকে তোমরা নিক্ষেপ কর জাহান্নামে’।
    ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ
    32
    বাংলা অনুবাদ : ‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’
    إِنَهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ
    33
    বাংলা অনুবাদ : সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না,
    وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ
    34
    বাংলা অনুবাদ : আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।
    فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
    35
    বাংলা অনুবাদ : অতএব আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।
    وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
    36
    বাংলা অনুবাদ : আর ক্ষত-নিংসৃত পূঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,
    لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
    37
    বাংলা অনুবাদ : অপরাধীরাই শুধু তা খাবে।
    فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَّ
    38
    বাংলা অনুবাদ : অতএব তোমরা যা দেখছ, আমি তার কসম করছি।
    وَمَا لَا تُبْصِرُونَ
    39
    বাংলা অনুবাদ : আর যা তোমরা দেখছ না তারও,

Komentáře • 38

  • @FerozFeroz-bh2xc
    @FerozFeroz-bh2xc Před 4 měsíci +8

    হে🤲😭 আল্লাহ!আপনি আমাকে এমন ভাবে পরিবর্তন করুন যেভাবে থাকলে আপনি আমার ওপর সবচেয়ে বেশি খুশি হবেন ❤️ আমীন.!😥❤❤❤❤❤

  • @mdshayedurrahman2596
    @mdshayedurrahman2596 Před 4 měsíci +8

    আল্লাহের বানানোর মানুষের মুখে কোরআন তেলওয়াত শুনতে এতো মধুর কি সুন্দর মুগ্ধকর কন্ঠ❤ যখন আল্লাহ তালা নিজে কোরআন পাঠ করবেন তখন শুনতে কি রকম লাগবে সেটা কল্পনার বাহিরে! সেই দিনের অপেক্ষায় আছি ! আল্লাহ যেনো আমাকে ঐ বিচার দিবসে ক্ষামা করে দেন এবং বিনা হিসাবে জান্নাত দান করেন আমিন! আমি হয়তো মরে যাবো কিন্তু আমার এই লেখাটা কিয়ামত পযন্ত রয়ে যাবে!!❤❤

  • @user-oe3ph3zq8p
    @user-oe3ph3zq8p Před měsícem

    আমিন আমিন আমিন

  • @MdJohirulIslam-ue2ov
    @MdJohirulIslam-ue2ov Před 3 měsíci

    আল্লাহ একজন তাহার কোনো শরিক নাই।

  • @surpusk5554
    @surpusk5554 Před 3 měsíci

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

  • @siamkhan2306
    @siamkhan2306 Před 3 měsíci

    Alhamdulillah ❤❤❤❤❤❤❤

  • @MdKamrul-kq8dt
    @MdKamrul-kq8dt Před 4 měsíci +1

    আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার😂😂😂😂😢😢😢

  • @AHasan-ws1xu
    @AHasan-ws1xu Před 4 měsíci +1

    আল্লাহ সর্বশ্রেষ্ঠ

  • @MUNNASARKER-dk8vk
    @MUNNASARKER-dk8vk Před 4 měsíci +1

    মাহফুজ ভাই এর সব ভিডিও দেখছি ❤️‍🩹🥰🥰

  • @hjvhgkj9339
    @hjvhgkj9339 Před 4 měsíci

    আমিন

  • @amirhosen-zw7yj
    @amirhosen-zw7yj Před měsícem +1

    নিঃসন্দেহে এই কিতাব রাসূলের বাণী। 40 নম্বর আয়াত

  • @mdbellal2262
    @mdbellal2262 Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @user-qw1jy5si3j
    @user-qw1jy5si3j Před 2 měsíci

    ❤সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ❤

  • @JakirHussen-rw8vg
    @JakirHussen-rw8vg Před 4 měsíci

    মাশাআল্লাহ ❤❤❤❤

  • @ahasanulhoque7834
    @ahasanulhoque7834 Před 4 měsíci +1

    কুরআন তেলাওয়াত শুনতে ভীষণ ভাল লাগে❤

  • @unique_banking
    @unique_banking Před 4 měsíci

    Nice sounds good sounds

  • @mdsohraf3297
    @mdsohraf3297 Před 4 měsíci

    সুবাহান আল্লাহ
    আলহামদুলিল্লাহ
    আল্লাহু আকবার
    লা ইলাহা ইল্লাল্লাহ
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
    আস্তাগ ফিরুল্লাহ ❤❤❤

  • @user-yh6tw9ts3w
    @user-yh6tw9ts3w Před 4 měsíci +1

    আল্লাহ সবর্র্জীবে বিরাজমান! সর্বজীবে দয়া রাখুন! আল্লাহ সবাই কে হেফাজতে রাখেন। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। আল্লাহ সকলকে আল কুরআনের বিধান মেনে চলার তৌফিক দিন।

  • @MuslimMindset486
    @MuslimMindset486 Před 4 měsíci

    মাশাআল্লাহ প্রান জুড়িয়ে গেলো

  • @MdKawsar-hd1mb
    @MdKawsar-hd1mb Před 4 měsíci +2

    😢😢😢

  • @skmustak7868
    @skmustak7868 Před 4 měsíci

    Subhanallah

  • @user-yy1ey1rx5b
    @user-yy1ey1rx5b Před 4 měsíci

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।

  • @BanglaWaz864
    @BanglaWaz864 Před 4 měsíci

    ❤❤❤

  • @mdrifadislam7574
    @mdrifadislam7574 Před 3 měsíci

    ❤❤

  • @KabirBhuiyan-hl8ew
    @KabirBhuiyan-hl8ew Před 4 měsíci

  • @ahadulsk3101
    @ahadulsk3101 Před 4 měsíci +1

    Massallah 😢 i am big sinful boy in the world 😢😢😢

  • @kashem6452
    @kashem6452 Před 4 měsíci

    আলহামদুলিল্লাহ

  • @MdTowhidol678
    @MdTowhidol678 Před 4 měsíci

    মাশাআল্লাহ

  • @mohammadelias6712
    @mohammadelias6712 Před 4 měsíci

    আল্লাহ আকবর, আল্লাহ সবাইকে বুঝবার তাওফিক দিন। মাহফুজ ভাইকে নেক হায়াত দেন, সর্বদা সুস্থতা রাখুক।

  • @MdForhad-lt5jo
    @MdForhad-lt5jo Před 4 měsíci

    মাহাফিল এপসে ভিডিও দেন আইডি খুলে❤❤❤

  • @saimomahmed9848
    @saimomahmed9848 Před 4 měsíci

    এখানেও এড দিতে হলো?খুবই অপছন্দ করলাম বিষয়টি 😭

    • @mahfuz_art_of_nature_Official
      @mahfuz_art_of_nature_Official  Před 4 měsíci

      এড অফ করার অপশন নেই এড গার্ড ইউজ করতে পারেন

  • @nwaz1213
    @nwaz1213 Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @user-yy1ey1rx5b
    @user-yy1ey1rx5b Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @esmaelmador2707
    @esmaelmador2707 Před 4 měsíci

    ❤❤❤❤❤