মাংস খাওয়ার জন্য কুকুর লেলিয়ে ধরা হতো বুনো শুয়োর । হ্যাভলক দ্বীপে যুদ্ধ জয়ের কাহিনী। Havlok Island

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • True story of two aged person of Havlok.

Komentáře • 307

  • @KC2345_-
    @KC2345_- Před 3 lety +11

    মাগো বিশ্বজননী।
    তোর লীলা বোঝা দায়।
    তুই যাকে যেমন করতে চাস সে তেমনই হয় এবং থাকে।
    জয় মা।
    অসাধারণ অভিজ্ঞতা হলো ঘরে বসে!
    ধন্যবাদ দাদা।

  • @Rawshon_Habib
    @Rawshon_Habib Před 8 měsíci +2

    শুধু ধর্মীয় বিভেদ থেকে পৈত্রিক ভিটা ছেড়ে আজকে বিদেশ বিভুইয়ে।
    আশার কথা হলো হাজার কষ্টের মুখোমুখি হয়ে তারা একটা বাংলা গড়েছেন।
    আপনাদের জন্য একরাশ দোয়া ও ভালোবাসা।

    • @saptarshi7587
      @saptarshi7587 Před 7 měsíci

      Sorry to say, You are not human being

  • @basabbhattacharyya3265
    @basabbhattacharyya3265 Před 3 lety +4

    প্রথমত, দাদাভাই, আমার কাছে তোমার প্রতিটা ভিডিও মানে, নূতন কিছু শিক্ষা, নূতন কিছু পাওয়া, বলা ভালো, একটা নূতন কিছুর সূচনা কিংবা নূতন এক দিশার মতো ....... দ্বিতীয়ত, এই মানুষ গুলো, কতকাল যাবৎ, কতটা কঠিন সময় কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে, ওই রকম পরিবেশের মধ্যে, আজ তারা যে, সুখের মুখ দেখেছেন, এটাই শান্তির বার্তা বহন করছে ....... তৃতীয়ত, কষ্ট করলে তবেই যে কেষ্ট মেলে, এই মানুষ গুলো হলো তার, প্রকৃত উদাহরণ ....... অসাধারণ অভুতপূর্ব অনবদ্য একটা উপস্থাপনা, দাদাভাই ....... খুব খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো তোমরা সবাই, টাটা ......

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      তোমার কথাগুলো অনুভূতিকে স্পর্শ করল।

    • @basabbhattacharyya3265
      @basabbhattacharyya3265 Před 3 lety +1

      খুব খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো তোমরা সবাই, টাটা দাদাভাই

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      টাটা

  • @sanjibchakraborty9737
    @sanjibchakraborty9737 Před 3 lety +4

    I born in Andaman.Studied in Diglipur and Rangat.Till 1980 we had problems. I travel Havloc quite few times on those days . We had proper steamer boat from portblair and rangat. Havlok had school and small hospital on those days
    I born 1970 yes we do have issue electricity . But always we use kerosene candle .My father transferred in Andaman 1961. He only started school in a remote area of rangat .
    From
    Sanjib chakraborty
    Chicago , USA

    • @TanzirRahman
      @TanzirRahman Před 8 měsíci

      দ্বীপের মধ্যে বসবাস করা মোটেও সুখকর কোন বিষয় নয়। দ্বীপে দু-চারদিনের জন্য ঘুরতে যাওয়া যায়, কিন্ত সেখানে বসবাস করা অনেক কষ্টকর। দ্বীপের আদিবাসীরা থাকতে পারে কারন তারা এই পরিবেশের সঙ্গে শুরু থেকে অভ্যস্ত।
      কিন্তু এই বাঙ্গালীরা যেহেতু সমতলের অধিবাসী তাই তাদের হয় বাংলাদেশে নয়তো পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হোক।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 Před 6 měsíci

      ​@@TanzirRahmanhow stupid@

  • @sajalsafar5573
    @sajalsafar5573 Před 3 lety +1

    আন্দামানের উপর ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সব ভাষাতেই কিন্তু আপনার মতো এতো সুন্দর ভিডিও কেউ উপহার দিতে পারেন নি । আপনি বেশ পরিশ্রম করেছেন এই ভিডিও টা তৈরী করতে সেটা দেখেই বোঝা যাচ্ছে । স্থানীয় মানুষের সাক্ষাৎকারটা সেরা সংযোজন । খুব সুন্দর চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ দাদা ।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      আপনারা সঙ্গে আছেন বলে এটা সম্ভব।

  • @sukumarmajumder9015
    @sukumarmajumder9015 Před 12 dny

    খুব ভাল লাগল। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ

  • @chandansvlog3598
    @chandansvlog3598 Před 3 lety +8

    আপনি বাংলার সম্পদ।।। মুগ্ধ হয়ে গেলাম দাদা।।❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      অত ওপরে আমায় তুলবেন না... আমি একজন সাধারণ মানুষ।

  • @parthabhanjachoudhury6489

    This episode bears a glaring example of historical journalism. Particularly in the year 1947 or thereafter, Hindus flocked from East Pakistan, being driven away by fanatic Muslims. They took refuge in India. The then Prime Minister sorted out places for their rehabilitation among the various island of Andaman. They were deported there. Benglaii's with their hard mentality and hard-working nature, particularly the then East Pakistan, settled in Andaman and islands around it, fought with nature, and thrived. It is good to hear and watch them telling their perilous and struggling past. God helps those who help themselves. Now they are blessed. I pray to God to bless them and ensure their future generation thrives with ultra-modern life.

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      Valuable comment

    • @akashmitra6411
      @akashmitra6411 Před 8 měsíci

      But now Tamils are enjoying the hardworks of bengalis

    • @FerdausAlAmin
      @FerdausAlAmin Před 7 měsíci

      Not all were driven away by "Fanatic" Muslims.. As partion of 1947 were thought to be based on religion, it was naturally presumed by some of the Hindus of the then East Pakistan that they better off to leave for a Hindu majority country which was the neighboring West Bengal of India. Bangladesh has been born out of massive feeling that as Bengali we are an independent race. And as Bengali Muslims we are a unique identity in the world

    • @FerdausAlAmin
      @FerdausAlAmin Před 7 měsíci

      Not all were driven away by "Fanatic"
      Muslims.. As partion of 1947 were thought to be based on religion, it was naturally presumed by some of the Hindus of the then East Pakistan that they better off
      to leave for a Hindu majority country which was the neighboring West Bengal of India.
      Bangladesh has been born out of
      massive feeling that as Bengali we are an independent race. And as Bengali Muslims we are a unique identity in the world

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 Před 6 měsíci

      ​@@akashmitra6411Tamils were given land when com.un ist party discouraged refugees to go to Anda.a

  • @milonmilon4608
    @milonmilon4608 Před 3 lety +3

    দাদা কি বলবো আপনার ভিডিও যতই দেখি ততই ভালো লাগে অনেক রহস্য অনেক অনুভূতি অনেক আশ্চর্যজনক ঘটনা আপনার ভিডিও থেকে জানতে পারি

  • @ManifoldVlogs
    @ManifoldVlogs Před 3 lety +1

    খুব সুন্দর 👌 অনেক ইনফরমেশন পাই ভিডিওগুলো দেখে আপনার । অনেক শুভেচ্ছা ।🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +2

      ভালো লাগলো । ভবিষ্যতে এরকম আরো কমেন্টের প্রত্যাশায় রইলাম।

  • @debasisganguly8710
    @debasisganguly8710 Před 3 lety +1

    Thanks for highlighting the struggle for survival of these I'll fated Bengali people. May God bless them to a life of prosperity success and happiness

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Před 2 lety

    ভালো লাগলো। একটি ইতিহাসের উপস্থাপনা দারুণভাবে আমাদের উপহার দিলেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @user-uj6ip8fx2o
    @user-uj6ip8fx2o Před 3 lety +1

    সালাম, আদাব...
    দাদা বাংলাদেশ থেকে দেখছি...!
    আপনার এবং আপনার ব্লগের প্রতি রইলো প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।
    মহান সৃষ্টিকর্তা যেন আপানাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন দান করেন সেটাই কামনা করছি।
    আপনার অসাধারণ প্রতিভা বা ভিডিও গুলো দেখতে অনেক ভাল লাগে। এক কথায় অসাধারণ...
    Love😍 you bro..from Bangladesh.

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি......... আপনিও ভালো থাকবেন।

  • @sadhanbiswas948
    @sadhanbiswas948 Před 3 lety +1

    ২০১৭ ও ২০২০ সালে আন্দামান গেছি। বেড়াতে। প্রথম বার (২০১৭ সালের নভেম্বর) গিয়ে হ্যাবলকে গিয়েছিলাম। ওখানের ( সম্ভবত ৫নং সেকশান) 'লক্ষ্মীবস্তি' নামে একটা পাড়ায় ( পাকা সড়ক থেকে প্রায় এক কিমি দূরে জঙ্গলে) দু'রাত কাটিয়েছি। গভীর ও নিরালা নিস্তব্ধ অরণ্যের মধ্যে কাটিয়ে খুব ভালো লেগেছিল! ওখানে কয়েকটি মাত্র ঘরবাড়ি আছে। কী সুন্দর দূষণমুক্ত প্রকৃতি -পরিবেশ!! এমন নিরালা-নিঝুম প্রকৃতি আমার ভীষণ প্রিয়।
    এখন হ্যাবলকের সত্যিই বেশ উন্নতি হয়েছে। আগে অবস্থা খুব প্রতিকূল ছিল -- এ কথা শুনেছি। যেমন আপনাদের এই সুন্দর উদ্যোগের চ্যানেল থেকে জানতে পারলাম। আমিও ওখানকার অনেক মানুষের সঙ্গে কথা বলে অনেক কিছু শুনেছি। এখন কর্ম-সূত্রেও ওখানে অনেক মানুষ থাকে।
    আপনাদের অনেক ধন্যবাদ, এমন সুন্দর একটি প্রয়াসের মাধ্যমে আমাদের সম্যক 'পরিচয়' করিয়ে দেওয়ার জন্য।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      উজ্জীবিত হলাম

  • @TanzirRahman
    @TanzirRahman Před 8 měsíci +2

    আমার হাতে ক্ষমতা থাকলে এদের সবাইকে ফিরিয়ে আনতাম সমতল ভূমিতে। কিন্ত আমার হাতে সেই ক্ষমতা নেই 😢 😢

    • @user-py8tr7sm4s
      @user-py8tr7sm4s Před 8 měsíci

      আপনাকে অনেক ধন্যবাদ।

  • @niharbasu6004
    @niharbasu6004 Před 3 lety

    দাউন ভিডিও । ভাল লাগলো।রত্যেকের শর জীবন যুদ্ধে জেতার লড়াই। হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার লড়াই। প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      একদম ঠিক বলেছেন

  • @nirmaldas8143
    @nirmaldas8143 Před 8 měsíci

    Excellent informative video. Hats off to you. Khoob bhalo laglo

  • @gourichatterjee8024
    @gourichatterjee8024 Před 3 lety +1

    অসাধারণ সুন্দর একটা ভিডিও, ৷ খুব ভালো লাগলো।

  • @ashishbakshi588
    @ashishbakshi588 Před 3 lety

    আপনি সম্পূর্ণ অন্য রকমের বর্ণনা দেন
    খুব ভাল লাগে
    ভালো থাকবেন, আপনাদের উন্নতি কামনা করি 🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      আপনারা পাশে থাকলে সবই সম্ভব

  • @smarajitchakraborty7673

    এক কথায় অসাধারণ। এই রকম আরো নতুন পথের ঠিকানার সন্ধানে রইলাম।

  • @sitalpal8170
    @sitalpal8170 Před 3 lety +2

    না যেতে পারলেও এনাদের মত ব্যক্তিদের যে অভিজ্ঞতা শুনলাম তা অসাধারণ।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      গায়ে কাঁটা দেয়...

    • @srabonirakshit6066
      @srabonirakshit6066 Před 8 měsíci

      These people are fortunate that they have not become victims like in MORICH JHAPI.

  • @chanchalroychoudhury8361

    অসাধারণ আপনার উপস্থাপনা।
    আমি চঞ্চল রায়চৌধুরী বারাসাত উত্তর 24 পরগনা থেকে বলছি।
    খুব ভালো খুব ভালো লাগছে আপনার প্রতিটি ভ্রমণের বর্ণনা।
    খুবই হৃদয়গ্রাহী।
    আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      সঙ্গে থাকবেন, এইটুকুই দাবি । ভালো থাকবেন।

  • @sankarbhattacharya1770
    @sankarbhattacharya1770 Před 3 lety +1

    I can't help writing to express my appreciation to you for your overwhelming share in bringing this about." Amazing 🤩indeed! "

  • @maishaseikh6719
    @maishaseikh6719 Před 3 lety

    Just darun. Sotti boltay apnar video dektay amar khub valo lagay

  • @user-fn2xt3no9q
    @user-fn2xt3no9q Před 6 měsíci

    Ame Bangladesh theke Khulna bagerhat mollhat deko valo lglo kosto laglo

  • @minakshiseth3289
    @minakshiseth3289 Před 3 lety +1

    এই রকম তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো। আপনার বর্ননা দেখে আবার আন্দামান যাওয়ার খুব ইচ্ছে করছে।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      আন্দামান এককথায় অনবদ্য।

  • @shanzidajnu7353
    @shanzidajnu7353 Před 7 měsíci

    চমৎকার ভয়েস,মাসাআল্লাহ।

  • @Avimunnu
    @Avimunnu Před 3 lety +3

    এত সুন্দর বাংলা উচ্চারণ, যা ঢাকা বা কলকাতার অনেক শিক্ষিত মানুষ পারে না, খুব ভাল লাগল। একদিন আমিও যাব । ভালোবাসা বাংলাদেশ থেকে ।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +2

      আপনাদের ভালোবাসার জোরেই এসব সম্ভব তবে আমার মনে হয় আমার উচ্চারণে এখনো বেশ কিছু ত্রুটি আছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @Avimunnu
      @Avimunnu Před 3 lety

      @@GhurteFirte দাদা আপনার বাংলা অনেক সুন্দর। যা দুই বাংলার মানুষের ভাল লাগে বলে আমার বিশ্বাস। আপনার জন্য শুভ কামনা।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      @@Avimunnu আসলে বাংলা ভাষাটা খুবই মিষ্টি।

    • @srabonirakshit6066
      @srabonirakshit6066 Před 8 měsíci +2

      ​@@AvimunnuDoya kore dui banglar kotha bolben na. Amra muslim chai na. Oder age east pakisthan daoa hoeche poreo amader jawanra tader rokto die bangladesh kore dieche.. amra muslim chai na.

  • @goutambhattacharjee9265

    দাদা ব্যাকগ্রাইন্ড সাউন্ড টা একটু বেশি। শুনতে কষ্ট হয়। খুব সুন্দর হয়েছে।

  • @sanjaykantihira9354
    @sanjaykantihira9354 Před 3 lety

    দারুন অভিজ্ঞতা, খুব ভালো লাগলো, ধন্যবাদ।

  • @groy2015
    @groy2015 Před 3 lety +2

    পূর্ব বঙ্গের কোথায় বাড়ি ছিল ছিল সেটা বললে
    ভাল হতো।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      কমেন্ট ফলো করুন জেনেও ফেলতে পারেন।

  • @dipdebnath2754
    @dipdebnath2754 Před 3 lety

    খুব ভালো লাগলো আন্দামানের হাভলক দ্বীপ সম্পর্কে জানতে পেরে ।আপনাদের চ্যানেল আরও দীর্ঘ হোক।অনেক অজানা বিষয় জানতে পারবো।

  • @alokachakraborty3989
    @alokachakraborty3989 Před 2 lety

    Khub valo laglo ank ajana tottho jante parlm

  • @miahmdmostafajamal3009

    Dada apnake donnobad ar onader jonno o obiram valobhasa

  • @shyamalchatterjee9132
    @shyamalchatterjee9132 Před 5 měsíci

    Looks like great Soumitra Chatterjee

  • @mitalipal1750
    @mitalipal1750 Před rokem

    Khub bhalo laglo dada.akber ghure aser iche ache

  • @malinchatterjee4865
    @malinchatterjee4865 Před 8 měsíci

    খুব ভালো উপস্থাপনা।❤

  • @rinidey8380
    @rinidey8380 Před 3 lety

    Apnar video etoh unique,aar informative je dekhlei mon bhalo hoye jai.sudhu bhalo bolle kom bola hobe.bhison bhalo video.

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      আপনাদের ভালো লাগা আমার পরম প্রাপ্তি। সঙ্গে থাকবেন।

  • @tarunkumardas149
    @tarunkumardas149 Před 2 lety

    খুব ভাল লাগলো ।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 2 lety

      অন্যরকম ভিডিও

  • @subrotabiswas8419
    @subrotabiswas8419 Před 3 lety

    A great tribute to the real fighter's. Thank u so much.

  • @maladebnath1826
    @maladebnath1826 Před 3 lety

    অসাধারণ সুন্দর একটা ভিডিও ।👍👍🙏🙏👌👌

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      অসংখ্য ধন্যবাদ

  • @maheshsardar434
    @maheshsardar434 Před 2 lety

    apni khub valo describ tion dhan khub valo lage

  • @user-wq1ib9tl7p
    @user-wq1ib9tl7p Před 2 měsíci +1

    মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, 🇧🇩🇧🇩👍

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Před 3 lety +1

    প্রতিকূল পরিবেশের সঙ্গে আত্মরক্ষার লড়াইয়ের গল্প বেশ ভালো লাগলো।

  • @moudas8028
    @moudas8028 Před 3 lety

    দাদা কি বলে ধন্যবাদ দেবো জানানেই , ঈশ্বর মঙ্গল করুক সকল মানুম কে

  • @somnathdutta9782
    @somnathdutta9782 Před 3 lety

    দুর্দান্ত উপস্থাপনা। আপনার পরিবেশনার গুনে একটা দারুন ডকুমেন্টারি হয়ে উঠলো। বাহঃ 👏👏👏

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      Thanks for watching. চেষ্টা করেছি।

    • @kanakbarman5537
      @kanakbarman5537 Před 9 měsíci

      Khub bhalo laglo.bhalo thakben

  • @SubrataDas-yr4ws
    @SubrataDas-yr4ws Před 3 lety

    আপনার ভিডিও খুব অসাধারন

  • @souptikghosh9261
    @souptikghosh9261 Před 3 lety

    সত্যি জীবনের পথ কত কঠিন হতে পারে কিন্তূ তা কখনো অসম্ভব নয় চেষ্টা করলে জয় হবেই এটাই এই video র মূল কথা।

  • @mangalaprasadbanerjee7386

    Very exciting indeed. But you have not discussed their food habits and festivals like Durga puja etc. Waiting for your next visit if you do. Thanks.

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      আমাদের বাঙ্গালীদের মতোই সমস্ত কিছু আচার-অনুষ্ঠান খাওয়া-দাওয়া মেনে চলে ওরা।

  • @RoYaLRoAr5
    @RoYaLRoAr5 Před 3 lety

    226th viewers.Darun lagloo.Virtually Andaman Islands ghure Elam 😊😊😊😊😊😊😊

  • @dipeshsingharay8271
    @dipeshsingharay8271 Před 3 lety

    Darun laglo video ta anek kichu janlam

  • @dulalchandrasaha1430
    @dulalchandrasaha1430 Před 3 lety

    জীবন ও ইজ্জত রক্ষার জন্য নিজের মাতৃভূমি থেকে নির্যাতিত ও বিতাড়িত হয়ে কত কষ্টকর জীবনের মুখোমুখি হতে হয়েছে। বাড়ি ঘর জমি জাগায় সহ কত সুখের সংসার ছেড়ে কতখানি অনিশ্চিত যাত্রা করতে হয়েছে!

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      প্রথম অবস্থায় খুবই কষ্টে কেটেছে ওদের।

  • @uttamderay4934
    @uttamderay4934 Před 3 lety

    আপনার মুখটা সব সময় ক্যমেরার দিকে থাকার জন্য বোকা বকা লেগেছে।তাছাড়া সবটা অসাধারন হয়েছে।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      বোকাসোকা লোকেরা বোধহয় এইরকমই হয়... Thanks for watching.

  • @dhirenbasak4763
    @dhirenbasak4763 Před 3 lety +1

    অনেক নাযানা তথ্য যানতে পারলাম । বাংগালীদের কথা আরো যানতে চায় । আমি নিজেও দেশ ভাগের শিকার ।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      Thanks for watching. এই জীবন যুদ্ধে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জ।

  • @debjitgharami7672
    @debjitgharami7672 Před 8 měsíci +1

    আমার নাম - দেবজিৎ ঘরামী ।
    আমার দাদু রা বরিশাল থেকে পশ্চিম বাংলায় এসেছে।

  • @SubrataDas-yr4ws
    @SubrataDas-yr4ws Před 3 lety

    দাদা আপনার কথা গুলো খুব ভালো লাগে আমার।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      চেষ্টা করি , সঙ্গে থাকবেন।

  • @indranilghosh5805
    @indranilghosh5805 Před 3 lety

    ভীষণ ভীষণ ভালো লাগলো !!
    🙏

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 Před 3 lety +1

    অসাধারণ অভিজ্ঞতা হলো দাদা 🙏🙏

  • @pratimamukherjee2899
    @pratimamukherjee2899 Před 3 lety

    Khub valo ai rkm vidio aro dekhte chai

  • @animo5445
    @animo5445 Před 2 lety

    নতুন তথ্য। ধন্যবাদ।

  • @user-eo3md6bv9h
    @user-eo3md6bv9h Před 9 měsíci

    Dada appnar video khub bhalo lage. Kintu dada bengla deshe mondal karo padobi ache kina jani na mane kono hindur ami jantam mondal apar benglar lokederi padobi

  • @maheshsardar434
    @maheshsardar434 Před 2 lety

    Dada Andamane mane turist spot anke daki6i potblar ba Hablock kothw sawsan dakhini apni ektu dhakaben

  • @bapanmistry8832
    @bapanmistry8832 Před 2 lety

    Dada hamar bare o wandoor chilo akon Ashok Nagar (Howrah)

  • @dolidas7130
    @dolidas7130 Před 3 lety

    দাদা আপনার ভীডিও গুলো দারুন।।।।।।

  • @rishitahaldar4595
    @rishitahaldar4595 Před 8 měsíci +1

    দেশ ভাগ ,হিন্দুদের খুবই দুঃখজনক বেদনা দায়ক ঘটনা।

    • @akashmitra6411
      @akashmitra6411 Před 8 měsíci

      আমাদের বাঙালি হিন্দু সমাজ কে কেটে কেটে ছোটো ছোটো করে দিয়েছে

  • @user-dp7qp1ih4n
    @user-dp7qp1ih4n Před rokem

    খুব ভালো লাগলো

  • @adityamukerjee3269
    @adityamukerjee3269 Před 3 lety

    Osadaron video dada❤❤ khub bhlo laglo..
    - Aditya Mukerjee

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      তুই সঙ্গে না থাকলে হতো না।

    • @adityamukerjee3269
      @adityamukerjee3269 Před 3 lety

      @@GhurteFirte dada amon bolo na... Ami to tomr ager video gulo o dakachi tokhn to ami chilam na, kintu sy gulo o to khub bhlo hoache. Ayta e to ami aktu help korechi..

  • @IqbalKhan-vz8eo
    @IqbalKhan-vz8eo Před 3 lety

    কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে একবার হলেও যাব সেখানে। অনেকদিনের ইচ্ছে, আর এই ভিডিওটি দেখে আরও আগ্রহী হলাম।

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      অবশ্যই আসুন।

    • @IqbalKhan-vz8eo
      @IqbalKhan-vz8eo Před 3 lety

      ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ থেকে বলছি, আমাদের মহান স্বাধীনতার যুদ্ধের সময় অনেক মানুষ আন্দামানে আশ্রয় নিয়েছিলেন, সেই সকল মানুষদের দেখতে এবং তাদের কথা শুনতে অবশ্যই যাব।

  • @payelgharami2783
    @payelgharami2783 Před 3 lety

    Dada amar thakurdar babar name kala chad gharami chilo Ami kolkata thaki.

  • @manishabhattacharya3137

    খুব ভাল লাগল।

  • @BornikChatterjee
    @BornikChatterjee Před měsícem

    অপূর্ব

  • @sumanabiswas8698
    @sumanabiswas8698 Před 3 lety +1

    অনেক ধন্যবাদ আপনাকে ভাই,আপনি যে আমার কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না,যদি আপত্তি না থাকে কিভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব জানালে কৃতজ্ঞ থাকব , আমি আন্দামান এর বাঙালী দের নিয়ে ছোট বেলা থেকেই খুব আগ্রহী ছিলাম, আমার আত্মীয় দের কেউ কেউ বাঙলাদেশ থেকে ওখানে চলে যেতে বাধ্য হন শুনেছিলাম দাদুর কাছে,ওনাদের সঙ্গে নিজে কথা বলতে পারলে এতদিনের স্বপ্ন পূরণ হবে,যানিনা আপনাকে ঠিক বোঝাতে পারলাম কি না, আর একটা কথা না বললেই নয় ,আপনার উপস্থাপনা খুব ছিমছাম, এবং informative , ভালো থাকবেন, আপনার channel এর উন্নতি কামনা করি,🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      ওনাদের কোন ফোন নাম্বার আমার কাছে নেই, থাকলে অবশ্যই দিতাম।

    • @sumanabiswas8698
      @sumanabiswas8698 Před 3 lety

      @@GhurteFirte কোনো link ই কি পাওয়া যাবেনা? ওনাদের আসেপাসের কোনো hotel এর বা দোকানের ফোন নম্বর, atleast ওনাদের গ্রামের নাম ,ওনারা ওখানকার পুরোনো লোক, যদি আপত্তি না থাকে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি কি? আমার একটা লেখা অসম্পূর্ণ রয়েছে, ভাই fb te আপনার কোনো account আছে কি ? অনেক ধন্যবাদ উত্তর দেবার জন্য 🙏🙏

  • @parthabhanjachoudhury6489

    I really appreciate your work for this episode.

  • @miahmdmostafajamal3009

    Allah andaman nicobor ar sobay k valo rakhun

  • @tusimondal8976
    @tusimondal8976 Před 7 měsíci

    Very good dada

  • @dugumandi3749
    @dugumandi3749 Před 2 lety

    খুব ভালো দাদা

  • @FragranceofLife
    @FragranceofLife Před 3 lety

    অসাধারণ...👍👍👍

  • @sanjoyswaranakar9151
    @sanjoyswaranakar9151 Před 3 lety

    খুব ভালো লাগলো দাদা

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      Thanks for watching... সঙ্গে থাকবেন।

  • @mychoice8056
    @mychoice8056 Před 3 lety

    Khub valo laglo dada....carry on

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      সঙ্গে থেকো।

    • @mychoice8056
      @mychoice8056 Před 3 lety

      Tmr video gulo akta akta kre dekhchi r mukhddho hcchi....
      Amr Bari Barddhaman Dist. a....tai nijer distract abong paser onek district o state r ojana tothho tmr video theke peye khub khusi hoi....anondo opolobdhi kri

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      উজ্জীবিত হলাম।

  • @sagarmajumdar3276
    @sagarmajumdar3276 Před 3 lety

    খুব ভালো লাগল

  • @jayantachatterjee4741
    @jayantachatterjee4741 Před 3 lety

    Darun dada darun.

  • @santanughosh5791
    @santanughosh5791 Před 3 lety

    Darun Excellent

  • @goutamghosh7099
    @goutamghosh7099 Před 3 lety

    Very very good

  • @soumisstudy2786
    @soumisstudy2786 Před 3 lety

    Kaku khub bhalo laglo

  • @anupamajana59
    @anupamajana59 Před 3 lety

    অপূর্ব মনোমুগ্ধকর

  • @sujitsaha33
    @sujitsaha33 Před 3 lety

    Darun, asadharom

  • @ratulroy5034
    @ratulroy5034 Před 3 lety

    Excellent video dada.

  • @Travelvlogbiplab
    @Travelvlogbiplab Před 3 lety

    ভালো লাগলো ভিডিওটি

  • @sankarshikder1540
    @sankarshikder1540 Před 2 lety

    ঈশ্বর তোমাদের সঙ্গে আছে।

  • @amarmallik9452
    @amarmallik9452 Před 2 dny

    তোমরা বেঁচে গেছ আর আমারা বেঁচে থেকেও মৃত (বাংলাদেশ হিন্দু)

  • @youtubelover22
    @youtubelover22 Před rokem

    Dada 🙏🏻🙏🏻🙏🏻

  • @Touristology
    @Touristology Před 3 lety

    অসাধারণ

  • @amitabhachowdhury8180
    @amitabhachowdhury8180 Před 3 lety

    2017 a ghorar sujog hoyechilo Andaman.......Tobe abar o ghurte jete chai Andaman a.....

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      বার বার আসতে ইচ্ছে করে এখানে।

    • @amitabhachowdhury8180
      @amitabhachowdhury8180 Před 3 lety

      @@GhurteFirte thick bolechen Sir....ami 7day tour a satisfy hote parini.....ama k sob somoy tane Andaman......

  • @saptarshi7587
    @saptarshi7587 Před 7 měsíci

    Apnara namosyo 🙏🙏
    E bonger lokera apaneder mone rakheni

  • @durjoydrohi9517
    @durjoydrohi9517 Před 3 lety +1

    এ দেখছি রবিন হুড বা হারকিউলিস এর এডভেঞ্চারের গল্প!

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      গায়ে কাঁটা দেওয়ার মতো

  • @sumitct
    @sumitct Před 3 lety

    দারুন লাগলো

  • @jollychatterjee8144
    @jollychatterjee8144 Před 3 lety

    Oshadharon🙏🏻

  • @sumanbarai2953
    @sumanbarai2953 Před 3 lety

    Ami jokhon gechilam tokhon eto light o chilo na....beshir vag tai ondhokar.....

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety

      কবে গিয়েছিলেন ?

  • @sumandassuman8664
    @sumandassuman8664 Před 3 lety

    ও কি বাংলাদেশের থেকে গিয়েছে দাদা

  • @kaushikganguly6913
    @kaushikganguly6913 Před 3 lety

    Dada apnake valo lage khub apni sokoler comment r reply den.

    • @GhurteFirte
      @GhurteFirte  Před 3 lety +1

      সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয়...তবে চেষ্টা করি...সবাই এত ভালবেসে কমেন্ট করে উত্তর না দিয়ে পারা যায়

    • @kantibhusandas9313
      @kantibhusandas9313 Před 3 lety

      @@GhurteFirte p