Part-3 |এইখানে ঘরে শুয়ে বালিশ জড়িয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ।রামধুরা এবং ইচ্ছাগাও | Ramdhura Homestay |

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2021
  • #Ramdhura
    কিভাবে আসবেনঃ
    ১। ট্রেনে করে এলে প্রথমেই চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন । এই স্টেশন থেকে সরাসরি গাড়ি বুক করে রাম্ধুরা যাওয়া যায়। ভাড়া 3200 টাকা থেকে 3500 টাকার মধ্যে।
    ২। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ারে ক্যালিংপঙ (Rs 500/ head ) তারপর শেয়ারে আলগারা ( Rs 50/head ) তারপর গাড়ি বুক করে রাম্ধুরা (Rs 500) ।
    ৩। এছাড়াও এন জে পি স্টেশন থেকে গাজলডোবা, গরুবাথান , লাভা , আলগারা হয়ে রাম্ধুরা আসা যায়। সে ক্ষেত্রে গাড়ি শেয়ারে পাওয়া যায় না ।
    ৪। নিচের দেওয়া নাম্বারে ফোন করে দিলে হোমস্টে থেকে নিজস্ব গাড়ি পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে ।
    হোমস্টে থেকে সাইটসিন বুকিং এর ব্যবস্থা আছে।
    কিভাবে ঘুরবেন ঃ ( 2 nights and 3 Days Programme )
    প্রথম দিন ঃ
    অনেকখানি জার্নি করে চলে আসুন রামধুরা, দুপুরের খাওয়া-দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিন, বিকেলের দিকে সামনাসামনি গ্রামে ঘুরতে পারেন। শান্ত - নিস্তব্ধ প্রকৃতি তার সঙ্গে এখানকার মানুষের সরল জীবনযাত্রা বেশ ভালোই লাগবে।
    দ্বিতীয় দিন ঃ
    1st Half - ভোর ভোর উঠে পড়ুন । ভাগ্য ভালো থাকলে রুম থেকেই দেখতে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার দেখা । সূর্যের রক্তিম আভায় সে এক অন্য রূপ নিয়ে হাজির হবে আপনার সামনে । সকালে ব্রেকফাস্ট সেরে গাড়ি বুক করে ঘুরে নিন ভিডিও নির্ধারিত সাইট সিন গুলোতে ।
    2nd Half - দুপুরে হোমস্টতে লাঞ্চ সেরে হাঁটতে হাঁটতে কিংবা গাড়ি বুক করে সামান্য দূরে ঘুরে আসুন ইচ্ছে গাঁও । বয়স্ক লোকেদের জন্য গাড়ি করে নেওয়াই ভালো । সেখানে কোন একটা বাড়িতে বিকেলের চা খেয়ে নেমে আসুন আপনার কোন হোমস্টতে।
    সতর্কতা ঃ ঠান্ডার জামা কাপড় আনতে অবশ্যই ভুলবেন না।
    হোমস্টের নাম্বার এবং হোমস্টের নিজস্ব গাড়ি বুকিং নাম্বার ঃ
    KUNGSUNG HOMESTAY - 9800317023

Komentáře • 167

  • @sayantannayak4115
    @sayantannayak4115 Před 2 lety +1

    Darun darun

  • @indirachoudhuri1776
    @indirachoudhuri1776 Před rokem

    অসাধরণ

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 Před 2 lety +2

    ঢাকা, বাংলাদেশ থেকে

  • @premkumaritamang6257

    Apnar sange sange aami o ghurlam khub bhalo laglo

  • @jayasreedas952
    @jayasreedas952 Před 2 lety +4

    অসাধারণ লাগলো রামধুরা আর ইচ্ছে গাঁও। ভাগ্যিস আপনি আপনার দাদার কথায় রাজি হয়েছিলেন তাই তো আমিও কল্পনায় ভর করে পোঁছে গেলাম রামধুরায়।আর ইচ্ছে পূরণের জন্য গেলাম ইচ্ছে গাঁও তে যেন সারা জীবন ঘুরে বেড়াতে পারি।আর কাঙচনজঙঘা‌ একথায় অসাধারণ। আমি টাইগার হিল থেকে তার দেখা পেয়েছিলাম তবে শুয়ে নয় দাঁড়িয়ে থেকে। অনেক দিন পর আপনার ভিডিও দেখে দারুণ উপভোগ করলাম। ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন সুস্থ থাকবেন।আর এইভাবে সুন্দর ভিডিও দিয়ে যাবেন।

  • @MyTravelp
    @MyTravelp Před 2 lety +1

    দারুন 👍👍👍

  • @madhobibanerjee6038
    @madhobibanerjee6038 Před 2 lety

    2 to jaygay vison valo legeche 2 bar gechi, wow

  • @nakulpramanik9478
    @nakulpramanik9478 Před 2 lety

    Darun👍👍👍

  • @sudeshnaroy6512
    @sudeshnaroy6512 Před 2 lety

    Apurbo....👌👌👌👌

  • @mousumichatterjee9546

    খুব ভালো লাগলো....video দেখে মন ভরে গেল

  • @tapasmajumdar3663
    @tapasmajumdar3663 Před 2 lety

    Asadharan pictures boos

  • @debdasbose5125
    @debdasbose5125 Před rokem

    অসাধারণ

  • @bibekanandamaji5759
    @bibekanandamaji5759 Před 2 lety

    পূজোর পরেই উপহারটা উচ্ছ্বাসবহুল আর উদ্দীপনা ভরা পেলাম। মন চঞ্চল হয়ে উঠল। নয়নের তৃষ্ণা কয়েকগুন বেড়ে উঠল। এবার বুঝতে পারলাম আমি ঘুরতে ফিরতের সাথে। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prasantachakraborty3947

    Dada khub bhalo

  • @sampa.jsnajans3230
    @sampa.jsnajans3230 Před 2 lety

    Apurba sundar,khub upobhog korlam video ta.

  • @sanjibdas8460
    @sanjibdas8460 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @casantanubanerjee1609

    very good likely to go on 26/5/23

  • @siddharthasingha6122
    @siddharthasingha6122 Před 2 lety

    Dada,apnar video gulo Asadharan........👌👌👌👌👌

  • @dibyabhattacharjee8390

    Khub valo video baniyechen. Aro aro dekhte chai.

  • @bitaan732011
    @bitaan732011 Před 2 lety

    Khub valo laglo.eirokom aro dekhte chai.