গীতা, ব্রহ্মসূত্র ও বেদ কে কেন হিন্দু ধর্মের তিনটি স্তম্ব বলা হয় !

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2024
  • গীতা, ব্রহ্মসূত্র ও বেদ কে কেন হিন্দু ধর্মের তিনটি স্তম্ব বলা হয় !
    Why Geeta, Ved & Brahmasutra became the 3 pillars of Hinduism.
    Sanatan = Ancient
    Dharma in veda means "THE DHARMA OF A HUMAN BEING".
    Vedas provides guidelines about how to transform Humans into higher beings.
    এই চ্যানেলের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় I খোলা মনে আধ্যাত্মিকতা বিষয়ক ব্যক্তিগত আলোচনা, এই চ্যানেলের লক্ষ I আমরা এতদ্বারা কোনো মতাদর্শকে প্রমাণ করার বা অস্বীকার করার চেষ্টা করছি না বরং আমরা সময়ে সময়ে আমাদের মনে যে প্রশ্নগুলোর উদয় হয়, সেগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করেছি নিজেদের মতন করে, যা আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সঠিক বলে মনে হয়েছে I
    তবুও যদি এই কথোপকথনের কারণে কেউ আঘাত পেয়ে থাকেন তবে আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী I
    আমাদের আলোচনার উদ্দেশ্য কোনো শিক্ষা প্রচার করা অথবা কোনো অন্ধ বিশ্বাসের জন্ম দেওয়ার জন্য নয় বরং সকলের মনে কৌতুহলের জন্ম দেওয়া, যাতে ইচ্ছুকরা নিজেরা খুঁজে দেখে কোনটা ঠিক কোনটা ভুল I
    আপনার অভিযোগ জানাতে আমাদের যোগাযোগ করুন onneshon.adda@gmail.com
    Join our Telegram group for free here :- t.me/onneshonradda
    #bangla
    #upanishads
    #brahman
    #bangla
    #mythbusters
    #mythology
    #hindudharma
    #dharma
    #hindudharma
    #viral
    #spirituality
    #veda
    #bengali

Komentáře • 35

  • @Rajat.Biswajit
    @Rajat.Biswajit  Před měsícem +3

    আমাদের আলোচনার উদ্দেশ্য কি তা জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন
    czcams.com/video/M3KBVYzIr4w/video.html

  • @user-dd8jd9di1v
    @user-dd8jd9di1v Před 26 dny +1

    Apnar are alocna visan valo amader Hindu darma Jana darkar aee alocna manus sunle valo hobe aee alocna bro bro jagay hoyya drkar

  • @sangitadgsg4646
    @sangitadgsg4646 Před měsícem +2

    Omsairam. So nicely explained.

  • @swapankumarsarkar7023
    @swapankumarsarkar7023 Před 27 dny +1

    Superb swamiji. Dandavat pranam. What a nice explanation

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před 27 dny

      Please don't call me Swami coz I am just a seeker like you 😊❤️🙏
      Thankyou for your support though ❤️

  • @bablidas7929
    @bablidas7929 Před 27 dny +1

    Very informative video

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před 27 dny

      Thankyou for your support ❤️🙏😊

    • @brojosingha6700
      @brojosingha6700 Před 12 dny

      ​@@Rajat.Biswajit
      অনেক প্রশ্নের উত্তর জানা যায় না ।
      জানার দরকার যে, বেদের ধর্ম পালন শুরুর কাল কখন ? বেদের ধর্ম পালনের চলার এক পর্যায়ে ব্রহ্মা, বিষ্ণু, শিব ও দেব দেবীদের অস্তিত্ব, মাহাত্ম্য উন্মোচিত হয়েছিল এবং মন্দির বানিয়ে, মূর্তির মাধ্যমে চন্দ্র মাসের বিভিন্ন দিবসে বিভিন্ন দেবতার পূজা করার প্রচলন হয়েছিল। তাই না ? শ্রীরামের রামায়ণের সময়ের পূর্বে সনাতন ধর্মের বেদের ধর্ম পালন ও সাথে সাথেই ত্রিদেব ও দেব দেবীদের পূজার প্রচলন হয়েছিল, তাই না ?
      ত্রেতা যুগ ও দ্বাপর যুগে ভারতের মানুষ বেদের ধর্ম এবং মূর্তির মাধ্যমে দেবতাদের পূজার ধর্ম পালন করতেন । তাই না ? এরকম তথ্য কেউ বলেন না, অধিকাংশ হিন্দুরা জানেন না। আরও অনেক প্রশ্ন যার উত্তর নেই, অনেক তথ্য অস্পষ্ট রয়েছে ।ধন্যবাদ।

  • @sitendrabiswas8704
    @sitendrabiswas8704 Před měsícem +1

    বলুন দাদা, তৃপ্ত হলাম।

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před měsícem

      ধন্যবাদ পাশে থাকার জন্য :)

  • @akdas1964
    @akdas1964 Před měsícem +1

    আসুরিক ভাব মানে ইন্দ্রিয়ের অধীন । উন্নত আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় । আমরা আস শাস্ত্র বিমুখ হয়ে নিজেদের সর্বনাশ করেই চলেছি ।

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před měsícem

      আসুরিক ভাব মানে ইন্দ্রিয়ের অধীন - একদম ঠিক কথা I
      আমরা আস শাস্ত্র বিমুখ হয়ে নিজেদের সর্বনাশ করেই চলেছি । - সমস্যা হলো, শাস্ত্র পড়তে চাইলেও, সঠিক অর্থ উদ্ধার করাটা খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে I
      ধন্যবাদ পাশে থাকার জন্য :)

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 Před měsícem +1

      উনি আধ্যাত্মিক আড্ডা CZcams এ start করার সময়ে বলেছিলেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন।
      আপনি দেখে নিন।
      তাই আমি উনাকে প্রশ্ন করেছি কেননা উনি বলেছিলেন সনাতন ধর্ম আজ বিপথে চলে যাচ্ছে শুধু তাই নয় আমাদের সনাতন ধর্ম ছেরে অন্যান্য ধর্মের পথে চলে যাচ্ছে, তাই উনার কতব্য সনাতন ধর্ম কে প্রতিষ্ঠা করা খুব ভালো চিন্তাধারা আমার কথাটা শুনে খুব ভালো লেগেছে যে এতদিনে আমি একটি সঠিক গুরুর দর্শন পেয়েছি CZcams তাই আমি আমার মনের ভেতরের প্রশ্ন গুলো নির্দ্বিধায় তিনার কাছে করেছি ঠিক আছে।
      আপনারা আমার প্রশ্ন গুলো দেখে নিন যদি অবান্তর হয় তাহলে আমায় বলুন।
      এখুন আমার দাদা (গুরু) বলছেন এইসব নাকি আমার অহংকার থেকে এসেছে, তার মানে প্রশ্ন করতে পারবো না তাই তো ??
      উনার কোথায় খুব সুন্দর, খুব ভালো, দুর্দান্ত ইত্যাদি ইত্যাদি প্রশংসা করিনি বলেই কি "অসুরিক মনোভাব" আমার ইন্দ্রয়াদির সমস্য।
      উনি আমাদের পুবজর্ম্ম নিয়ে বুঝিয়েছেন।
      আত্মা, পরমাত্মা, জীবাত্মা, ব্রহ্ম্, আমিশ- নিরামিষ বেদ, আরও কত কি।

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 Před 24 dny +1

    বেদ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে করবো কি ??

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 Před měsícem +2

    গীতায় কি ভক্তি যোগের বর্ণনা আছে ??
    আর কিছুই কি নেই??
    আসলে কথাটা হলো কি জানেন আমি আপনাদের সবার কোথাই শুনি
    আপনারা হলেন আমার কাছে হোতা
    "মাথার উপর দিয়ে জায় নি, এইসব কথা, কাহিনী আজ থেকে 15 বছর আগে থেকে শুনে আসছি।

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před měsícem

      প্রথমেই বলি আমি মূর্খ I আমার বিদ্যা বুদ্ধি নাই I যা বলি নিজের অনুভব থেকে বলি I
      গীতায় কি ভক্তি যোগের বর্ণনা আছে ?? হ্যা আছে, ভক্তির পথ সয়ং কৃষ্ণ দেখিয়েছেন - তার বিরাট রূপের দর্শন দিয়ে, অন্যথা তার বিরাটরূপের প্রয়োজন ছিল না I
      আর কিছুই কি নেই?? হ্যা আছে, যা একঘন্টায় ব্যাখ্যা করা সম্ভব না I ভবিষতে নিশ্চয় প্রসঙ্গ পেলে তার উল্লেখ করতে পারবো I
      আপনারা হলেন আমার কাছে হোতা - একথার আমি কি উত্তর দেব তা আপনি বলে দিন I
      "মাথার উপর দিয়ে জায় নি, এইসব কথা, কাহিনী আজ থেকে 15 বছর আগে থেকে শুনে আসছি। - শুনে ভালো লাগলো I যদি আমাকে কিছু শেখাতে চান তাহলে বলুন, আমি জানতে রাজি আছি I

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 Před měsícem

      @@Rajat.Biswajit শ্রী কৃষ্ণ কি অর্জুনকে ভক্তির পথ দেখিয়েছেন তার বিরাট রূপ দেখিয়ে, সত্যি কি তিনি Physically বিরাট রূপ দেখিয়েছিলেন ??

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před měsícem

      @@ashimkumarmukherjee7883 আমার আর আপনার মতো জ্ঞানী পুরুষের হোতা হয়ে কাজ নাই I বুঝেছি আপনার কিছু বক্তব্য আছে, তাই উত্তরটা আপনি দিয়ে দিন দয়াকরে I
      দয়াকরে এটাও জানাবেন যে "জানতে চাওয়া আর জানতে চাওয়ার ভ্যান করার" মধ্যে কি পার্থক্য I
      আর যদি মনেহয় যে আমি ভুল তাহলে, ভনিতা না করে স্পষ্ট করে লিখুন I
      কিছু তথাকথিত মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেয় I
      আপনার সকল প্রশ্নের একটাই উত্তর I এটা আগে বুঝুন, ভারতে ৬ রকমের দর্শন আছে. যে ব্যাখ্যা এক দর্শনে ঠিক সেটা অন্য দর্শনে ঠিক নাই হতে পারে I তাই আগে জানুন যে আপনি কোন দর্শণে বিশ্বাসী, তারপর সেই দর্শনকে বিচার করুন প্রামানিক শাস্ত্রের দ্বারা এবং মীমাংসা করুন I উত্তর পেয়ে যাবেন I
      অলমিতি

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 Před měsícem

      @@Rajat.Biswajit আপনাকে আগেও বলেছি এখনো বলছি করোনার পর থাকে আজ পর্যন্ত এই ইলেকট্রনিক মিডিয়ায় সবাই যে যার মতন করে বেদ, বেদান্ত, এবং গীতা (আমাদের হিন্দু শাস্ত্র) গুলি নিয়ে সবাই তার নিজেস্য ধ্যান ধারণা দিয়ে নানান রকম ভুল ভাল বোঝাতে থাকেন, অথচ আমাদের এই শাস্ত্র গুলির মধ্যে যে সুক্ষ জ্ঞান তার ধারণা, চিন্তন, মনন যে এই শাস্ত্রে প্রকৃত প্রবেশ করে এক মাত্র সেই জানতে পারে যে এই গুজ্য জ্ঞান এতটাই কঠিন, এতটাই কঠিন, যে এক জর্ম্ম তো দূরের কথা 100 জর্ম্ম নিলেও আমার মনে হয় এই সকল শাস্ত্রের 100 টা শ্লোক কে নিজের মধ্যে ধারণ করা যাবে না তার মধ্যে যেমন: সৃষ্টি তত্ব ইহাই এতটা বৃহৎ যে বিশ্য ব্রহ্মন্ডের মতন বৃহৎ ইহাকেই নিজের মধ্যে ধারণ করতে 100 জর্ম্মেরো বেশি সময় লাগবে ইহা আমার বিশ্বাস।
      আজকাল আপনি দেখুন সবাই যেন ইলেকট্রনিক মিডিয়া কে ব্যবহার করে সবাই আধ্যাত্মিক জগৎ এর উপরে ভিডিও বানাচ্ছে অনেকে এও বলছে আমি 12 বছর ধ্যান করে সে নাকি আলোকিত হয়েছে মানে এক কোথায় আত্মজ্ঞানী হয়েছে, আরও আছে ইউটুবে এইরখম জ্ঞান দাতা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনই youtube দেখে নিতে পারেন ঠিক আছে।
      দেখুন দাদা, প্রথমতো আমি কিন্তু শাস্ত্র নিয়ে কেন কোনো কিছু নিয়েই youtube ভিডিও বানাই না আর বানাবোও না কোনো দিনও এইটা অবশ্য আমার নিজের মত, শুনুন দাদা যদি নিজের ভেতরে জ্ঞানের প্রকাশ আসে তাহলে ইলেকট্রনিক মিডিয়ায় ভিডিও করার কোনো দরকার পরে না কেন পরে না তার কারণ আমি স্বয়ং প্রকাশিত যেমন (আকাশে চাঁদ উঠে জগতের লোকে দেখে তাই না ?)
      এতএব, যিনারাই youtube এ শাস্ত্র নিয়ে কথা বলেন তাঁদের সবাইকে আমি প্রশ্ন করি এবং আগামী দিনেও করবো তাতে কেও যদি বলে যে আমি জ্ঞানী, পন্ডিত এই কথাগুলো তার মনের কথা।
      আমি কিন্তু তেমন কিছুই জ্ঞান অর্জন করি নি সেইজন্য আমি youtube এ ভিডিও বানাই না।
      আমার বিষয় হলো: বেদান্ত (উপনিষাদ)
      আমার কাছে পরিস্কার কথা হলো
      আত্মাই ব্রহ্ম
      আবার পরে আপনার বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্ঠা করবো।
      ভালো থাকবেন।

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 Před měsícem

      @@Rajat.Biswajit আমি যে কমেন্ট করছি সেগুলি দেখতে পাচ্ছি না কেন ?? আপনি কি hide করে রেখেছেন ??

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 Před měsícem +1

    জীবাত্মা, আত্মা আবার পরমাত্মা এই তিনটি কি এক না ভিন্ন ??
    মনুর সময়ে কি জাতি বর্ণ ছিলো না ??
    যতক্ষন পর্যন্ত আপনি প্রজ্ঞাতে স্তিথি লাভ না করছেন ততক্ষন পর্যন্ত কোনো কর্মই হবে না, ইহা আমার মত।

    • @Rajat.Biswajit
      @Rajat.Biswajit  Před měsícem

      জীবাত্মা, আত্মা আবার পরমাত্মা এই তিনটি কি এক না ভিন্ন ?? - স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে কোনো ভেদ নাই কিন্তু আমার কাছে ভিন্ন I
      মনুর সময়ে কি জাতি বর্ণ ছিলো না ?? - ছিল I
      যতক্ষন পর্যন্ত আপনি প্রজ্ঞাতে স্তিথি লাভ না করছেন ততক্ষন পর্যন্ত কোনো কর্মই হবে না, ইহা আমার মত। - আপনি হয়তো ঠিক কিন্তু আমি যতটুকু বুঝি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কোনো কর্ম করতে অক্ষম কারণ সে তখন শুধু মাত্র দ্রষ্টা I স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ও ব্রহ্মের মধ্যে কোনো স্থিতির তফাৎ থাকে না বলে আমার মনে হয় I নির্বিকল্প সমাধি পর্যন্ত আমি যেতে পারিনি - ভয় করে, আমার মেয়েকে যে বড্ড ভালোবাসি I

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 Před měsícem

      @@Rajat.Biswajit পতঞ্জলি ঋষির রাজ যোগে, যোগের অষ্টঙ্গিক মার্গ যেমান: 1. যম 2. নিয়ম 3. আসন 4. প্রাণায়াম 5. প্রত্যাহার 6. ধারণা 7. ধ্যান 8. সমাধি
      এইগুলো লেখাতে আপনি ভাববেন না যে জ্ঞানী, এইগুলো মুখস্ত বিদ্যা আমি কেন সবাই করে থাকে মানুষের সামনে নিজেকে আপাত দৃষ্টিতে জ্ঞানী সাজার জন্য তাই না ? আমার কথা বলার উদ্দেশ্য হলো প্রতিটা স্তরে নিজেকে ত্যাগ এবং তপস্যার দাঁড়া নিয়ে যাওয়াটাই আমার প্রধান উদ্দেশ্য।
      এইবার আপনার কোথায় আসি
      আপনি বলেছেন নির্বিকল্প সমাধি তে আপনার যাওয়া হয়নি যেহেতু আপনি আপনার মেয়ে কে বড্ডো ভালোবাসেন তাই তো ?
      বাস্তবে এটা আপনার হারানোর ভয় তাই তো???
      তাহলে প্রত্যাহারে (মানে সম দম) আপনি প্রতিষ্ঠিত হতে পারেন নি যদি প্রতিষ্ঠিত হতে পারতেন তাহলে তো আপনার হারানোর ভয় বা দুঃখ্ কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারতো না তাই না ??
      এইবার কথা হলো একটি জ্ঞানেন্দ্রীয়ও যদি আপনার শাসনে না আসতে পারে তাহলে তো ধ্যান ও ঠিক ঠিক হবে না আর ধ্যান যদি ঠিক না হয় তাহলে ধারণাও ঠিক হবে না তাহলে সমাধি হবে কি করে ??
      একটার সাথে একটার সম্পর্ক আছে ইহা আমার ধারণা
      আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
      ভালো থাকবেন।

    • @Banglabaari_rannabanna
      @Banglabaari_rannabanna Před 26 dny

      হিন্দু বলে কোন ধর্ম নেই। হিন্দু ধর্মের স্থাপক কে?