আষাঢ়ের শেষ সপ্তাহে জমে গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী মুখীর মেলা। Birjoddha

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • আষাঢ়ের শেষ সপ্তাহে জমে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী মুখীর মেলা। হযরত মিসকিন শাহ ওলি আউলিয়া জয়নাল আবেদীন (রহঃ) মূলত উনারই দরবার শরীফ এখানে। দরবারে ভক্ত আশেকানদের বাৎসরিক মিলন মেলাকে কেন্দ্র করে এই মেলাটি বসে। অনুমান ৭শত থেকে সাড়ে ৭শত বছর আগে মিসকিন শাহ ইসলাম প্রচারের জন্য এখানে আসেন এবং ইসলাম প্রচার করেন। শোনা যায় তৎকালে উনার হাতে প্রায় ৭০ লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন।
    আষাঢ় মাসের শেষ বুধবারে হযরত মিসকিন শাহের দরবারে মিলন মেলা অনুষ্ঠিত হয়। ওই সময় উনার অনেক ভক্ত আশেকান এখানে ৪১দিন চিল্লায় বসে থাকেন এবং আষাঢ়ের শেষ বুধবার আছর নামাজের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই মিলন মেলার সমাপ্তি ঘটে।

Komentáře •