যে পাহাড়ে বাবা ভাণ্ডারী ১২ বছর ছিলেন | কাউখালী | রাঙামাটি

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • যে পাহাড়ে বাবা ভাণ্ডারী ১২ বছর ছিলেন।
    কাউখালী | রাঙামাটি | পার্বত্য চট্টগ্রাম || Vlog || Arfat Hossain Vlog
    .
    .
    রাঙামাটি জেলার কাউখালী উপজেলার যে পাহাড়ে গোলামুর রহমান মাই’জভা’ণ্ডারী প্রকাশ বাবা ভা’ণ্ডারী ১২ বছর ছিলেন। তিনি হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর সাথে অভিমান করে পাহাড়ে চলে যান। সেখানে বসে এবাদত করেন। পরে হযরত কেবলা আব্দুল হাদীকে পাঠান তাকে নিয়ে যেতে। তিনি কবিতা পাঠ করে ফিরে যেতে বলেন। কবিতায় বলেন 'পায়ে পড়ি মিনতি করি, যে প্রিয় তোমায়, গাউছে ধনো তোমায় নিতে পাঠাইয়াঠে রায়'। এভাবেই বাবা ভাণ্ডারীকে নিয়ে যাওয়া হয়। অনেকদিন থেকে এই জায়গাটি পরিচিতি লাভ করে। যা ফকিরগু"হা নামে চেনে সবাই। ফকিরগু"হার সেখানে অনেক মানুষজন যান। দোয়া করেন, জিয়া'রত করেন। সবাই নিয়্যত করে ছুটে যান সেখানে। প্রতিদিন মানুষজন যাতায়াত করেন। সেখানে যেতে ছোট্ট একটি খাল দিয়ে যেতে হয়।
    .
    .
    #ফকিরঘারা #বাবাভাণ্ডারী
    #মাইজভাণ্ডার_দরবার_শরীফ
    #ফটিকছড়ি #চট্টগ্রাম
    #কাউখালীবেতবুনিয়া #রাঙামাটি
    #রাঙামাটি #রাঙামাটি #vlog
    #travel #vlog #রাঙামাটি #খাগড়াছড়ি #গোলামুররহমানমাইজভাণ্ডারী
    #বেতবুনিয়াইউনিয়ন #বেতবুনিয়া

Komentáře • 22