পেনশন নিয়ে টেনশন । দেখে নিন কারা পেনশন পাবেন আর কারা পাবেন না

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • পেনশন নিয়ে টেনশন । দেখে নিন কারা পেনশন পাবেন আর কারা পাবেন না
    ========================================================
    পেনশন,পেনশন নিয়ে নতুন আইন ২০২৪,পেনশন স্কিম সম্পর্কে জানতে চাই,পেনশনের নতুন নিয়ম 2024,পেনশনের নতুন নিয়ম 2023,পেনশন হিসাব পদ্ধতি,পেনশন নিয়ে নতুন আইন,পেনশনের হিসাব বের করার নিয়ম,পেনশনের টাকা কি হালাল,পেনশন স্কিম কিভাবে চালু করবো,সর্বজনিন পেনশন,সর্বজনীন পেনশন স্কিম,সর্বজনীন পেনশন স্কিম কি,সর্বজনীন পেনশন স্কিম কীভাবে কাজ করে,সর্বজনীন পেনশন কত টাকা জমা দিলে কত টাকা পাবেন,সর্বজনীন পেনশন কি হালাল,সর্বজনীন পেনশন বলতে কি বুঝায়,সর্বজনীন পেনশন ব্যবস্থা কি

Komentáře • 190

  • @user-zh2lg8xp9k
    @user-zh2lg8xp9k Před 21 dnem +20

    গতকাল শিক্ষা মন্ত্রী বললেন,,,২৫ সালের ১ জুলাইয়ের পর থেকে নতুন যোগদানকারী সর্বজনীন পেনশনের আওতায় আসবেন।।

  • @student500
    @student500 Před měsícem +32

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ নির্বাচন কমিশন এইগুলো সংবিধিবদ্ধ সংস্থা নয় এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠান গুলোর কমিশন এর সদস্য বা কমিশনার এমনিতেই চাকরি জীবন শেষ করে এখানে আসেন। সুতরাং ওনাদের অবসরোত্তর পেনশন বা সুবিধা স্থগিত করে এখানে আসেন। আর কমিশন সচিবালয় আছে যা পুরোপুরি রাজস্ব কাঠামো ভুক্ত। যেমন: বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। যা রাজস্ব খাতভুক্ত বেতন কাঠামো। ধন্যবাদ

  • @fantasydream675
    @fantasydream675 Před měsícem +20

    অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এ রকমের শিক্ষামুলক বক্তব্য প্রদান করার জন্য । ভবিষ্যত প্রজন্ম আপনার এ বক্তব্য থেকে অনেক কিছুই জানতে পারবে যা, তাদের ভবিষ্যত জীবনে অনেক ক্ষেত্রেই কাজে আসবে বলে আমি মনে করি ।

  • @atiqulislam-rg6zd
    @atiqulislam-rg6zd Před 25 dny +3

    ধন্যবাদ অনেক কিছুই জানলাম এবং বুঝলাম।

  • @anowerhosen2100
    @anowerhosen2100 Před měsícem +3

    অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর করে ক্লিয়ার করার জন্য।

  • @mdsorowar5945
    @mdsorowar5945 Před měsícem +2

    খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ।

  • @binaroy8531
    @binaroy8531 Před měsícem +12

    এখানে এমপিওভুক্ত শিক্ষকগণ এ সার্বজনীন পেনশনের আওতায় আসবে কিনা তা উল্লেখ করেন নি।

  • @nasimanila919
    @nasimanila919 Před 29 dny +2

    ধন্যবাদ সুন্দর উপস্থাপনা জন্য।

  • @saifulshipon3691
    @saifulshipon3691 Před měsícem +2

    অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤

  • @eshitajahan5038
    @eshitajahan5038 Před měsícem +5

    ধন্যবাদ সুন্দর উপস্থাপন এর জন্য।

  • @chandonkumar3659
    @chandonkumar3659 Před měsícem +1

    Clear holam onk dhonnobad vai

  • @mdmonwarhossainjony4783
    @mdmonwarhossainjony4783 Před měsícem +5

    ধন্যবাদ

  • @mitalidatta8190
    @mitalidatta8190 Před 14 dny

    খুব সুন্দর ভিডিও। ধন্যবাদ ভাই।

  • @MohammadHannan-ps2hc
    @MohammadHannan-ps2hc Před 29 dny +2

    Good sir you description !

  • @AlamgirHossain-wf3th
    @AlamgirHossain-wf3th Před měsícem +6

    আরো একটা বিষয় স্পষ্ট হওয়া খুবই জরুরী। যারা পহেলা জুলাই 2024 সালের পূর্বে চাকরিতে যোগদান করে পরবর্তীতে প্রমোশন বা আপগ্রেডেশন পাবে অথবা চাকরির ধারাবাহিকতা রক্ষা করে উচ্চতর পদে অথবা সমমান পদে অন্য কোন স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করবে তারা বর্তমান পেনশনের আওতায় থাকবে কিনা?

  • @mirhasmatalimirhasmatali5547

    সোনালী ব্যাংক থেকে অবসরে যাওয়ার পর যে সকল কর্মকর্তাগন পেনশন পাননা, তারা এ পেনশন পাবে কিনা?

  • @shamsulalam3884
    @shamsulalam3884 Před 26 dny +1

    Very informative indeed

  • @md.asaduzzaman6869
    @md.asaduzzaman6869 Před 23 dny +1

    খুব ভালো লেগেছে

  • @user-nr3rw1yi8f
    @user-nr3rw1yi8f Před měsícem +8

    পেনসনের নামে উঠানো টাকা ১০ বছর পর হদিস থাকবে তো?
    এখন চার দিকে ব্যাংক থেকে টাকা লোপাটের খবর শোনা যায়।
    এই জমানো টাকা বিদেশে পাচার হবে না তো?

  • @msrjohura2434
    @msrjohura2434 Před 17 dny +2

    তাহলে সরাসরি চাকরি করে লাভ কি?

  • @KironKiron-yj2de
    @KironKiron-yj2de Před 22 dny +1

    Ami somota te khulte chai amr conchoy khola asha jdi jachai kora dakha pore sonchoy a ki tk ferot pbo?

  • @ronjuhabib544
    @ronjuhabib544 Před měsícem +2

    thanks,❤

  • @user-rp4ue4rx1i
    @user-rp4ue4rx1i Před měsícem +4

    Thanks

  • @Allover-j7w
    @Allover-j7w Před měsícem

    Well done! Did everything step by step and launched the bot yesterday. When I can withdraw my ETH?

  • @msrjohura2434
    @msrjohura2434 Před 17 dny +1

    Right eta kemon kotha

  • @SamaSama-sl4fh
    @SamaSama-sl4fh Před měsícem +5

    যারা পেনশন পাবেন না তাদের কি কি সুবিধা দিবে এটা নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ

  • @user-ge5ye2rt8z
    @user-ge5ye2rt8z Před měsícem +1

    thank you

  • @mdmobin2635
    @mdmobin2635 Před měsícem

    ভালো ল

  • @OthiOthi-gw4yv
    @OthiOthi-gw4yv Před měsícem

    Primary viva result E pass korlen ki cakri Sure hobe? Naki abar medical unfit hole cakri cancel hobe bolben plj plj plj plj

  • @smhumaunkabir6124
    @smhumaunkabir6124 Před měsícem +1

    As far as the ordinance implies,it"s not mandatory for mpo teachers to be brought under the universal pention scheme......

  • @faridabegum9123
    @faridabegum9123 Před měsícem +7

    সরকারি প্রাইমারি শিক্ষক গণ অবশ্যই পেনশান পাবেন। এটা অধিদপ্তরের অধীন। সরকারি প্রাইমারি স্কুলে আয়ের কোনো খাত নেই। বেতন বা কোনো টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় না।তাই তারা পেনশান পাবে।

    • @user-ks1dl4ro9v
      @user-ks1dl4ro9v Před 24 dny

      আপনি তো অধিদপ্তরের অধিনে জব করেন আপনি তো আর সরাসরি রাজস্ব খাতে না। তাই পেনশন আপনি পাইলেও ২৪ সালের জুলাই মাসে প্রাইমারি যোগাযোগ দান করবে তারা ইনশাআল্লাহ পাবেনা।

    • @dipaakther435
      @dipaakther435 Před 12 dny

      apu nursing a jara job kore tara pabe?

  • @user-pw4kz9lj6n
    @user-pw4kz9lj6n Před 27 dny

    আসসালামুয়ালাইকুম ভাইয়া,এক কালিন যে ৪০/ ৫০ লাখ টাকা পাইতো এমপিও প্রতিষ্ঠান গুলা
    তারা কি এই টা পাবোনা

  • @GWSHOHAN
    @GWSHOHAN Před 6 hodinami

    সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা চাকরি পাবে তাঁরা কি পেনশন পাবেন?

  • @user-jq2lk7lb4k
    @user-jq2lk7lb4k Před měsícem +1

    যারা ২য় ধাপে ২০ জুনে প্রাইমারিতে প্রাক-প্রাথমিকে নিয়োগ পাবেন তারা কি পেনশন পাবেন, তারা তো পিবিজির অধীনে, আশা করি উত্তর দিবেন।

  • @CSTalukder-qy1en
    @CSTalukder-qy1en Před 19 dny

    স্যার,আমি হাই স্কুলে নৈশপ্রহরীতে চাকরি করে পেনশনে গেছি দুই বছরে বেশি হলো, এখন আপনার থেকে পরামর্শ ও সহযোগিতা কামনা করছি - পেনশনে গেলে কত বছরে পেনশনের টাকা পাবো? আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে - আপনার সময় হলে - মেসেজ আসবে।তবুও আমি পরিস্কার হওয়ার জন্য, আপনার থেকে পরামর্শ অসহযোগিতা কামনা করছি।

  • @FU122-b4k
    @FU122-b4k Před 28 dny +4

    বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে। তাহলে তাঁরা কেন পেনশন পাবেন?

  • @NazrulIslam-kf6pe
    @NazrulIslam-kf6pe Před měsícem

    একেক সরকার আসে এক এক রকম নীতি প্রবিধি প্রণয়ন করেন আমার দীর্ঘ চাকরিজীবনের ইতিহাসে এটাই দেখেছি😢 এ সরকার যেটা করতে চাচ্ছে পরবর্তী সরকার এসে হয়তো এটা বাতিল বা সংশোধন করতে পারে-আর এটাই বাস্তবতা। যেমন সরকারি ব্যাংক ভালো চাকরির কাতারে স্টেট owned ব্যাঙ্কের চাকরি প্রথম। বৈধভাবে এ সমস্ত ব্যাংকের অফিসাররা যে সমস্ত সুবিধা ভোগ করেন সরকারি অনেক চাকরিতেই তা নাই,,।

    • @mohammedsalim7462
      @mohammedsalim7462 Před 28 dny

      বিগত ১৫/১৬ বছর ধরে সরকারতো বদলি হয়নি, আগামীতেও যে সরকার বদলি হবে এটার কোন নিশ্চয়তা কি আছে?

  • @asmiranu
    @asmiranu Před měsícem +1

    PDP4 theke jara salary pai tara ki pabe?

  • @SaifulIslam0071
    @SaifulIslam0071 Před 22 dny

    ভাইয়া সমতা স্কিম পেনশনের নিবন্ধন বাতিলের কোন নিয়ম আছে কি জানাবেন প্লিজ

  • @mamunmahmud7343
    @mamunmahmud7343 Před měsícem +2

    স্যার আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি। পরবর্তী ভিডিওতে এই সর্বজনীন পেনশন স্কীমের সুবিধা অসুবিধা গুলো কি কি, তা আলোচনা করলে উপকৃত হতাম। সর্বজনীন পেনশন স্কীমগুলো নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি

  • @zahidulkabir3584
    @zahidulkabir3584 Před měsícem +5

    আসসালামুয়ালিকুম ভাইয়া নিবন্ধন পর্যায়ে শিক্ষকরা কি পেনশন সুবিধার আওতায় আসবেন আপনাকে ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্যদয়া করে ভাইয়া উত্তরটা দিবেন আপনাকে ধন্যবাদ

  • @shohidullahislam1862
    @shohidullahislam1862 Před 29 dny

    Rongila rongil folk song

  • @user-bh9oi6fb2o
    @user-bh9oi6fb2o Před měsícem

    ২০১৯ সালের স্বাস্থ্য সেবায় আউটসোর্সিং এ আছি আমি কি পেনশন পাব

  • @learnwithanik5827
    @learnwithanik5827 Před měsícem

    পেনশন আর এককালীন টাকার মধ্যে পার্থক্য টা কী?

  • @tahsinatamanna72
    @tahsinatamanna72 Před měsícem

    Primary teacher ra pension pabe??

  • @tajulislam2721
    @tajulislam2721 Před měsícem

    Primary school a ki pabe??

  • @mdjoynalabedin436
    @mdjoynalabedin436 Před 21 dnem

    ১লা জুলাই, ২০২৪ এর পূর্বে যারা সিটি কর্পোরেশনে নিয়োগ প্রাপ্ত তারা কি পেনশন পাবে?

  • @ShuvoChandro-zj2gx
    @ShuvoChandro-zj2gx Před měsícem

    সিভিল সার্জন এর চাকরিকৃতরা কি পেনশন পাবে

  • @kawserrahman378
    @kawserrahman378 Před 12 dny

    প্রাণী সম্পদ মন্তণালয় কি পেনশন সুবিধা আছে ??

  • @user-uv6yd5kr4p
    @user-uv6yd5kr4p Před 26 dny

    আসসালামু আলাইকুম ভাইয়া আামার চাকরি ২০২৪ এর ৬ মাসের ৫ তারিখ চাকরি হয়েছে কিন্তু আমার বিল হয় নাই আমি কি পেনশন পাবো

  • @ohedurjamanjahid7014
    @ohedurjamanjahid7014 Před měsícem

    আয়কর বিভাগের যে চলমান নিয়োগ রয়েছে,,সে বিষয়ে একটা ভিডিও বানান

  • @amsrandomvideo7650
    @amsrandomvideo7650 Před měsícem

    যারা বিভিন্ন বাহিনীর চাকুরি করে তারা কি পেনশন পাবে??

  • @AmirKhan-yu3ji
    @AmirKhan-yu3ji Před 28 dny +1

    জারা পাইমারী ইস্কুলে দপ্তরী চাকরি করে তারা কি পাবেনা

  • @AnabAkter
    @AnabAkter Před měsícem

    খাদ্য অধিদপ্তর জব করলে কি পেনশন পাওয়া যাবে

  • @raselahmed96034
    @raselahmed96034 Před 18 dny

    বিসিএস ক্যাডাররা বা কলেজ হাইস্কুলের শিক্ষকরা / প্রাইমারীর শিক্ষকরা কি পেনশন পাবে?

  • @kornoroy3475
    @kornoroy3475 Před 22 dny

    Probashi Kalyan Bank pension pabo ki amra?

  • @anarulIslam-f3m
    @anarulIslam-f3m Před 16 dny

    আচ্ছা রাষ্ট্র মন্ত্রণালয় চাকরি গুলো কি কি?

  • @user-kh7so2os5v
    @user-kh7so2os5v Před měsícem +2

    পেনশন বন্ধ করা উচিত।

  • @mohammedmonir8688
    @mohammedmonir8688 Před měsícem +3

    ১ জুলাই ২০২৫ এটার কথা দেখি বলেননি?

  • @monirul835
    @monirul835 Před měsícem +5

    ২০২৫ সা‌লে ১জুলাই পর থে‌কে সকল‌কে নতুন পেনশ‌নের আওতায় আনা হ‌বে। কথা টা স্কিপ ক‌রে গে‌লেন।

    • @chakmaAnu
      @chakmaAnu Před 22 dny

      স‌ঠিক। মাননীয় শিক্ষা মন্ত্রীর গত ক‌য়েক‌দি‌নের বক্তব‌্যতে আপনার ক‌মেন্ট এর বক্তব্যের মিল খু‌জে পা‌চ্ছি

  • @rumanrubel2110
    @rumanrubel2110 Před 13 dny

    আচ্ছা যারা পহেলা জুলাই ২০২৪ তারিখেযোগদান করেছে তারা কি পেনশন পাবে

  • @MamunurrashedBinreyazul514

    রেলওয়ে তে পেনশন সুবিধা আছে?

  • @abdulzabbar5029
    @abdulzabbar5029 Před 24 dny

    নিবন্ধনকৃত স্কুলের শিক্ষকরা কি এককালীন যে টাকা পেত সেটা কি আর পাবে

  • @talukdersalauddin2876
    @talukdersalauddin2876 Před 28 dny +2

    Mpo ভুক্ত শিক্ষা প্রতিস্ঠানের কর্মকর্তা, কর্মচারীরা কি পাবে

  • @HBmuslimtv
    @HBmuslimtv Před 20 dny

    এমপি ভুক্ত স্কুল ও কলেজ পেনশন পাবে কি..?

  • @imtiazhaidee36
    @imtiazhaidee36 Před měsícem

    পেনশন টাকা‌ পাওয়ার আগে সবাইকে তদন্তের মাধ্যমে প্রকৃত কর্ম কর্তা যাদের কোন দুর্নীতি নাই অর্থ আত্মসাতের অভিযোগ দুদকের উচিত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা দের তথ্য সংগ্রহ করে দেখতে হবে ‌অবসরে যাওয়ার আগে গাড়ি 😢 ধরতে হবে শবাড়ি অনেকে এত লুটপাট করে বিশাল অর্থ ভান্ডার গড়ে তুলেছে তাদের প্রয়োজন নেই এদের

  • @user-hq9et8rl1l
    @user-hq9et8rl1l Před 26 dny +2

    ভিডিওটি খুবই ভালো লাগলো। তবে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে কিছু বলা উচিত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @successeducationcenter
      @successeducationcenter  Před 26 dny

      ধন্যবাদ মতামত প্রদানের জন্য। পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ

  • @user-nq1fo4ck9c
    @user-nq1fo4ck9c Před 29 dny

    Biman Bangladesh Airlines?

  • @MDSWADHINISLAM-zs3km
    @MDSWADHINISLAM-zs3km Před 23 dny

    Defence ar job jara kore tara ki pension pabe

  • @shawonkhanarko
    @shawonkhanarko Před 21 dnem

    কর অঞ্চলে কি পেনশন পাবে?

  • @LovelyArcade-nb9jy
    @LovelyArcade-nb9jy Před měsícem +2

    ১ জুলাই ২০২৫ থেকেও যারা নতুন সরকারি চাকরিতে ডুকবে তারা নাকি পেনশন পাবে না,,,,,এটা কেন বললি না

    • @India-out---Bangladesh
      @India-out---Bangladesh Před měsícem

      প্রথমত আপনার ভাষা জ্ঞান খুবই দুর্বল এবং বেয়াদব প্রকৃতির মানুষ আপনি, যার ব্যবহার খুবই খারাপ। যেহেতু ২০২৪ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে সেখানে ২০২৫ সাল উল্লেখ করার প্রশ্নে আসে না। শুধু শুধু আপনার মূর্খতা প্রকাশ করলেন। ধন্যবাদ।

  • @mahadihassan987
    @mahadihassan987 Před 26 dny

    সরকারি মেডিকেল কলেজ পাবে কি ভাইয়া

  • @user-wm1wd6ji2d
    @user-wm1wd6ji2d Před 22 dny

    সাউন্ড কোয়ালিটি একটু ভালো করবেন। মাথা বেথা করছে ভিডিও দেখে

  • @anowaraanuanu654
    @anowaraanuanu654 Před měsícem +3

    স্যার প্রাইমারির ৩য় ধাপের রেজাল্ট কি ৬ মাস পরে দিবে নাকি আগে দেয়ার সম্ভবনা আছে?? জানালে উপকিত হতো।

  • @gerajmunsigonj5470
    @gerajmunsigonj5470 Před 23 dny

    সব সরকারি চাকরি জিবী মানুষের পেনশন সুবিধা না দেয়ায় ভালো কারণ পেনশনের আশায় মানুষ লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে পেনশনের আশায় আর প্রকৃত ভালো শিক্ষিত মানুষের টাকা নেই চাকরি ও নেই

  • @gunjonbormon6320
    @gunjonbormon6320 Před měsícem

    নতুন প্রাইমারী শিক্ষক কি পেনশন পাবে?

  • @storyhome9741
    @storyhome9741 Před 28 dny

    সিজিএ অডিটররা কী পাবে?

  • @user-tu8tu3si9z
    @user-tu8tu3si9z Před 22 dny

    সিটি কর্পোরেশন এর চাকরির পেনশন পাবে?

  • @RubyTeacher-sz9cz
    @RubyTeacher-sz9cz Před měsícem

    বি সি এস ক্যাডাররা কি পেনশন সুবিধা পাবেন?

  • @sayedatamanna1978
    @sayedatamanna1978 Před měsícem +3

    Ami primary 2nd dhap thake job payeci..amra ki Pabo??

  • @mahfujaakternipa7901
    @mahfujaakternipa7901 Před měsícem +2

    প্রথম আলোতে তো গতকালকে 1 জুলাই 2025 এর কথা উল্লেখ করছে।

    • @J.V.121
      @J.V.121 Před měsícem

      ইনি আবার বলে ২০২৪

  • @nahidaelina3026
    @nahidaelina3026 Před měsícem

    Etto kothha bolleo Sarbojonin pensio ta kee tar kono kothhato bollen na...

  • @ismailhussain8030
    @ismailhussain8030 Před 21 dnem

    যে টাকা জমা হবে। একটা পর্যায়ে গিয়া আসল টাকাটা পাব?

  • @smhumaunkabir6124
    @smhumaunkabir6124 Před měsícem

    1st July 2024, as far as l.............

  • @J.V.121
    @J.V.121 Před měsícem

    ২০২৫ সাল থেকে তো

  • @shamimhossain1480
    @shamimhossain1480 Před 23 dny

    Customs,Excise & Vat Commissionerate... এই প্রতিষ্ঠানে যারা জয়েন করবে ১ জুলাই ২০২৪ এর পর তারা কি পেনশন পাবে...@Success Education Center

  • @Sense6740
    @Sense6740 Před měsícem

    "Pension" er fade pa dite chai na jonogon !

  • @tajulislam2721
    @tajulislam2721 Před měsícem +1

    সিভিল সার্জন স্বার্থ সহকারীএখানে কি পেনশন থাকবে না??

  • @VivoY17s-vw7ke
    @VivoY17s-vw7ke Před 7 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharminakhter5519
    @sharminakhter5519 Před měsícem +3

    যারা প্রাইমারিতে প্রাক-প্রাথমিক জব করে তারা কি পেনশন পাবে?

    • @babuislam8657
      @babuislam8657 Před měsícem

      Boka kisu buje na
      Hm pabe

    • @samsulalam9044
      @samsulalam9044 Před měsícem +1

      যারা সরকারি চাকরিতে ২৪ঘনটা,দায়িত্ব পালনকরেন,তাদেরএমনআছেন,মাসের,১৫তারিখের,পরসংশারচলেনা,যারাভুকতোভুগি,তারা,বুঁজেন।

  • @mstajmiraaktershila6676

    Sorkari nerse gula ki pansion paban

  • @mdshakilislam3312
    @mdshakilislam3312 Před 28 dny

    army te jara job kore ki pabe?

  • @farhanajannat1680
    @farhanajannat1680 Před 18 dny

    বীমা কোম্পানি স্টাফ কি পাবেন না?

  • @user-px4ok2ru4p
    @user-px4ok2ru4p Před 29 dny +2

    দেশের সব কিছু চাকরিজীবি দের দিয়ে দেওয়া যায়না

  • @mdalamgirsheak9707
    @mdalamgirsheak9707 Před 26 dny

    সর্বজনিন পেনশন কি।

  • @idonthaveaname.7190
    @idonthaveaname.7190 Před měsícem

    Sound quality bad.

  • @storyhome9741
    @storyhome9741 Před 28 dny +1

    সেনাবাহিনী বা সামরিক প্রতিষ্ঠান ও তাদের অধীনের স্কুল ও কলেজের শিক্ষকরা কী পেনশন পাবে না?

  • @user-ou9xj6oe5z
    @user-ou9xj6oe5z Před 29 dny +1

    আমি প্রবাসী তো পাবোই

  • @user-ry4jm8lv8n
    @user-ry4jm8lv8n Před 15 dny

    Quran sunnah mutabek cholle jannat paben. Jara Quran sunnah mutabek cholben na, Tara jannat paben naa.Thanks.

  • @mdmasad2694
    @mdmasad2694 Před 18 dny

    যারা হাশপাতালে চাকরি করেছেন তারা তো পাবে