Ancient Tentulia Shahi Jame Mosque | Tentulia | Tala | Satkhira

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2021
  • মুসলিম স্থাপত্য তথা প্রাচীন ঐতিহ্যের স্থাপত্য শিল্পের কারুকার্য খচিত এক অনন্য নিদর্শন তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন এই মসজিদটি খুলনা সদর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এবং চুকনগর-আঠারো মাইল হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বাজারের পাশে অবস্থিত। ধারণা করা হয়, অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে অথবা মাঝামাঝি কোন এক সময় মুঘল আমলে তেঁতুলিয়া গ্রামের তৎকালীন একজন মুসলিম ধার্মিক জমিদার এবং ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট খান বাহাদুর মৌলভী কাজী সালামতউল্লাহ দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেন। তিনি "সালাম মঞ্জিল" নামে একটি জমিদার প্রাসাদেরও প্রতিষ্ঠাতা ছিলেন যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে এই মসজিদটির মিল খুঁজে পাওয়া যায়। স্থানীয়ভাবে এলাকায় এটি "মিয়া মসজিদ" কিংবা "তেঁতুলিয়া জামে মসজিদ" নামে পরিচিত হলেও মসজিদটির মূল নাম "তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামতউল্লাহ শাহী জামে মসজিদ"। মসজিদটির চারপাশ ঘিরে রয়েছে চার ফুট উচ্চতা বিশিষ্ট সীমানা প্রাচীর। মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় দুই একর জায়গার ওপর নির্মিত সুবিশাল এক দিঘী। মসজিদটিতে রয়েছে সাতটি দরজা। প্রতিটি দরজার উচ্চতা নয় ফুট এবং প্রস্থ চার ফুট। দরজা সমূহের উপরে রয়েছে বিভিন্ন রঙের কাঁচের ঘুলঘুলি। মসজিদের মূল অংশে ভেতরের দিকে রয়েছে দুইটি পিলার। আর দশ বর্গফুট বেড় বিশিষ্ট বারোটি পিলারের উপর মসজিদের ছাদ নির্মিত। চুন-সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে রয়েছে পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট ছয়টি বড় গম্বুজ এবং আট ফুট উচ্চতা বিশিষ্ট চৌদ্দটি ছোট মিনার। মসজিদের চার কোণে রয়েছে পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট চারটি উঁচু মিনার। মসজিদের ভিতরে পাঁচটি সারিতে তিনশত পঁচিশ জন ও মসজিদের বাইরের চত্বরে একশত পঁচাত্তর জন মুসল্লী একত্রে নামাজ আদায় করতে পারেন। 1987 সাল থেকে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।
    Song: Vexento - Now
    Music provided by Vlog No Copyright Music. Creative Commons - Attribution 3.0 Unported Video Link: • Vexento - Now (Vlog No...
  • Krátké a kreslené filmy

Komentáře • 2

  • @KhanMunazAhmad
    @KhanMunazAhmad Před 3 lety +2

    এখানে আমার এক ক্লাসমেট থাকে ভাইজান। ওকে বলবো; আমি কখুনো সাতক্ষীরা গেলে জেনো; আমায় এখানে নিয়ে যায় 😍

    • @sakibsalman3572
      @sakibsalman3572  Před 3 lety +1

      এটা অনেক অনেক সুন্দর একটি জায়গা ভাইজান। ভালো লাগবেই ইনশাআল্লাহ ।।